নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

কবি হতে চাই

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪০

কবিতা পড়তে এবং লিখতে আমি খুব ভালোবাসি । আমার ফেবোরিট কবি হচ্ছেন বিদ্রোহী কাবি কাজী নজরুল ইসলাম । তার প্রায় সবগুলো কবিতার বই আমার সংগ্রহে আছে । আমি তার মতো কবিতা লিখতে চেষ্টা করি । সবাই আমার জন্য দোয়া করো আমি যেনো তার মত একজন সাহসী কবি হতে পারি । কবিতার মাধ্যমে যেনো গরিব আসহায় নির্যাতিত নিপিড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি ক্লাশ ফাইভ থেকে একটু আদটু করে কবিতা লিখার চেষ্টা করে আসছি । নিচের কবিতাটি ২০১২ সালে যখন আমি ক্লাশ নাইনে পড়ি তখন লিখেছিলাম...... কবিতাকে আমি যে খুব ভালোবাসি তার আনুভূতি নিয়েই এই কবিতাটি......

কী তুমি?
আল আমিন উজানী

হাঁসির অনুভূতি জানাতে
কান্নার ব্যাথা কতো বুঝাতে,
আমি ধরা দেই ওগো তব ধারে
জানি,দুঃখ কষ্ট বিষাদ যাতনায়
তুমিই আমার সান্তনা ।

হৃদয়ের আকাশে রাঙানো
সাত রঙের আলপনা ।

যখনি কান্না পায়
দুচোখে আস্রু ঝরে,
অন্তর নদীর দু কূল ভেঙে যায়
আমি কান্না থামাতে গিয়ে ব্যার্থ হই
পরাজিত হই নিদারুন ভাবে,
তখনি যদি তোমার মিলেগো ঠাই
আমি ভূলে যাই
সকল যাতনা, বিষাদ বেধনা
নিজ়েকে অতি হালকা মনে হয়
আমি মুক্ত স্বাধীন
বাধাঁ বন্ধনহীন ।

মনে হয়
সারা পৃথিবীটা আমারি
হাতের মুঠোয়,
আমার থাকেনা কোন
চাওয়া পাওয়া
জানি, হৃদয়ের দগ্ধ চিতার অগ্নি পোহাতে
তুমিই আমার সান্তনা ।

অতি গোপনে
সব্ধে নিরবে
তব সাথে মোর ভাবের বিনিময় হয়
তোমায় যখনি পাই
কভু হারাতে না চাই
তাইতো তোমায় বারে বারে
খুজিয়া ফিরি
দুঃখ নিবেদন করি
তুমি আমার অন্তরের ভাব ভঙ্গি
তুমি আমার জীবন মরনের সাথী ।

মুহাম্মাদ আল আমিন উজানী ০১৮৫০৫৫৪৮৩৭ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.