নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

লোভ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫০

লোভ একটি রোগ । এ রোগে আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার ধারন করেছে । আক্রান্তকারীর সংখ্যাও দিন দিন বেড়ে চলছে লাগামহীন ভাবে । রোগটি এতটাই ভয়াবহ যে এটি মানব জীবনকে ধংসের একেবারে শেষ স্তর পর্যন্ত নিয়ে যায়..।
লোভ সম্পর্কিত আমার এ কবিতাটি ২০১২ সালে নবম শ্রেনীতে থকাকালীন লিখা ।

লোভ
আল আমিন উজনী

ললাটের সব কামনা বাসনা
পুলক বিকাশ প্রবল যাশনা
মিথ্যে লোভের ছল,

যে না চাহে কহিতে সবি
সে হাতে পায় চন্দ্র রবি
উন্নত শীর বল ।

আধাঁরে আজি ডুবিল ভূবন
লোভের জেলে যাবৎ জীবন
অস্ত আলোর রবি,

তুচ্ছ জীবনে গুচ্ছ চাওয়া
পাথার রবি হস্তে পাওয়া
মিথ্যে চলনা সবি ।

মৃত্যুর ভাই যদি হয় পাপ
লোভ নিধনে সবি হয় মাফ
আবধি বিরোধ ফল,

নিপাত যদি বোঝায় দিত
কলুষ তাহার লোভই হত
হত না পূর্ন তল ।

গগন চুম্ভি চাওয়া কারো
কমিছে তা না বাড়িয়া আরো
এই না ভূবন মাঝে ,

জীবন নাওতো চলিছে বাকে
নিজেই বেহুষ বলিব কাকে
সবাই স্বার্থ খোজে ।

লোভের তারনে মানব আজি
মৃত্যুর দেয় জীবন বাজি
আযথা মায়ায় সবি,

আত্ম ললাটে যাহাই আছে
আগ্রে চলিছে রাখিয়া পাছে
রজনী আধাঁরে ভাবি ।


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.