নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

সুখ দুঃখ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

যে কখনো অনাহারে থাকেনি , সে খাওয়ার স্বাদ পুরোপুরি উপভোগ করেনি । না পাওয়ার বেদনাই পাওয়ার আনন্দে হাসি ফুটায় । দুঃখ না থাকলে সুখ বুঝার ক্ষমতা কারো থকতো না ।

সুখ দুঃখ
আল আমিন উজানী

দুঃখ তোমায় করছে ধাওয়া
সুখ লুটিবে তোমার চাওয়া

রাত যদি না আসে ভুবন পরে
কি মূল্য দিন বুঝিবে তারে

ব্যাথা যদি না বাধেঁ বাসা
কি দুখে করিবে সুখের আসা

সুখ দুঃখ একে অপরের ভাই
সুখেতে ডুবিলে দুঃখ আসেগো তাই

সুখের আসায় দুঃখ কতনা
মানব জীবনে বিষাদ যতনা

জীবনে মরনে সপ্ন সাধনে
বেদনা যাতনা আসিবে আপনে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

জুনজুন বলেছেন: সুখ দুঃখ একে অপরের ভাই
সুখেতে ডুবিলে দুঃখ আসেগো
সত্যই

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: আপনাদের দোয়া থাকলে এরকম সত্য লিখনীর মাঠে এগিয়ে যাবো.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.