নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

জীবন বেলা

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০২


সেকেন্ড, মিনিট,ঘন্টা...
এভাবেই পেরিয়ে যাচ্ছে আমাদের জীবনের এক একটি অধ্যায় । হারিয়ে যাচ্ছে কালের অতল গহিনে । ঠিক এ বিষয়টিকেই নিয়ে লিখা কবিতাটি। (১৩ ই মে ২০১২)
জীবন বেলা
আল আমিন
আর কত ঘুমাবি মন উঠনা এবার জেগে
পূর্ব গগনে তাকিয়ে দেখ সূর্য উঠিছে রেগে,
ঘুমের গোড়ে তাজা প্রান তোর হচ্ছে অনড় বাজি
তনু রাঙ্গাতে নিশান জাগাতে উঠবি কি বল আজি ।
দেখনা চেয়ে জীবন পানে রং ধনুকের মত
বদলে যে রং জং ধরেছে , মন ঘুমিয়ে রত,
কায়লুলা তোর শেষ হলোনা হয়েছে বেলা ঠিক
জীবন তরী যাচ্ছে বয়ে দেখনা পেছন দিক ,
রবি মামা তার কিরন নিয়ে যাচ্ছে নানার বাড়ি
নিদ্রা যে তোর শেষ হলোনা থামছে জীবন গাড়ি ।
শিশুকাল ছেড়ে বাল্যকালে এলিরে তুই যখন
যৌবনেতে করিবি কর্ম বাহানা ধরেছো তখন
যৌবন সেতো মধুর হাড়ি পাইয়া রাজার ধন
দিয়াছ উড়াল রঙিন আকাশে পরে কি স্মরনে মন!
বয়সের ভারে কাদঁছো আজি হারিয়ে বাহুর বল
ও মন! ভাবারও নাই যে ক্ষন, পরপারে যাই চল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই কি বিবাহের পাত্রী খুজেন? কবিতা লেখা মেয়ে ইমপ্রেস করার কোনো অংশ?

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৪

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: আপনি কি এমনই বুঝেছেন???
কেনো এমনটা বুঝলেন জানাবেন কী???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.