নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

গ্রীষ্মের দুপুরে- আল আমিন উজানী

২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৩

গ্রীষ্মের দুপুরে
আল আমিন উজানী

গ্রীষ্মের দুপুরে,
হাবুদের পুকুরে
লাফালাফি ঝাপাঝাপি,
মাথা ধরে চাপাচাপি
উঁকি দেয় মনেরে
সেই গ্রীষ্মের দুপুরে ।

নীড় ফেটে রোদ পরে,
পথিকের ঘাম ঝরে
সুদূরের পথেরে
সেই গ্রীষ্মের দুপুরে ।

কামিলার ক্লান্তি
বুকে নেই শান্তি
কায়াতে ঘাম ঝরে
সেই গ্রীষ্মের দুপুরে ।

আম চুরি জাম চুরি
কখোনোবা মাছ ধরি
অন্যের পুকুরে
সেই গ্রীষ্মের দুপুরে ।

সাথী মিলে কুড়িঁ কুড়িঁ
কানা মাছি লুকোচুরি
স্মৃতি মনে ভাসে রে
সেই গ্রীষ্মের দুপুরে।

সব কথা মনে পরে
চোখ পুড়ে জল ঝরে
এ হৃদয় কাঁদেরে
আজি গ্রীষ্মের দুপুরে ।


9e59290_xlarge.jpg]

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮

সাগর মাঝি বলেছেন: চমৎাকার হইছে। কবিতার ছন্দে ছন্দে শৈশবে স্মৃতিচারণ করে এলাম।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৯

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ধন্যবাদ অপুরন্ত...

২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

সাগর মাঝি বলেছেন: স্বাগতম সীমাহীন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ধন্যবাদ প্রিয়,
আসলে বলতে গেলে অনেক আগে ছড়া-কবিতা লিখতাম ।এখন আর লিখতে পারছি না বা পারিনা। যাইহোক, ক্লাস এইট/নাইন এ থক কালিন এটি লিখেছি। টাইপ ও করেছিলাম তখন।
আপনার উৎসাহে দারুণ প্রেরণা পাচ্ছি। মন হচ্ছে আবারো লিখার চেষ্টা করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.