নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলীক মানবী

জীবনপুরের পথিক রে ভাই , কোনো দেশে সাকিন নাই , কোথাও আমার মনের খবর পেলাম না ..

অলীক মানবী › বিস্তারিত পোস্টঃ

অপ্রকাশিত কাজল-কথন : পর্ব ১

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

রাত দেড়টা বাজে ড্রয়িংরুমের ঘড়িটায় ।
আয়নায় উল্টো করে ঘড়ি দেখে যদিও সময়টা বুঝতে বেগ পেতে হয়েছে কাজলের ।
বেসিনের আয়নার সামনে দাড়িয়ে চুল আচড়াচ্ছে সে , ক্লাস এইট থেকে গভীর রাতে চুল আচড়ায় সে , ভূত দেখার আশায় ! ভেবে এখন হাসিই পায় কাজলের ।
" আচ্ছা , 'ও' যদি এখন এভাবে দেখত আমায় ? রাগ করতো কি ? নাকি ... " ভাবতে ভাবতে লজ্জা পেয়ে যায় কাজল। আয়নার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা করে তার , কে জানে , হয়তো চেয়ে দেখল পেছনে 'ও'-ই দাড়িয়ে , তাকিয়ে আছে কাজলের দিকে , ঠোটের কোণে সেই রহস্যময় শয়তানি হাসি ... ভাবতে ভাবতে বেণী পাকানো হয়ে যায় , লাইট নিভিয়ে দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় মায়ের পাশে শুয়ে পড়ে কাজল ।

অন্ধকারে হাতড়ে হাতড়ে আগেই হেডফোনটা খুজে এনেছিল , মাথার কাছে রাখা মায়ের ফোনে হেডফোনটা লাগিয়ে গান শোনার পালা এবার । বাজছে " তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে " , কাজলের খুব প্রিয় গান ... প্রতিবারই গানটা রীতিমত মুগ্ধ হয়ে শোনে সে , ক্লান্তি আসে না কখনো । যেমন ক্লান্তি আসে না 'ও' র কথা ভাবতে , 'ও'-কে ভাবতে , 'ও'-কে কল্পনা করতে । 'ও' ... মানে শুভ্র ... কাজলের শুভ্র । দেড় বছরের সম্পর্ক দুজনের । চোখের সামনে শুভ্রের চেহারাটা ভেসে উঠছে এখন , খুব স্পষ্ট ভাবে ... ভাগ্যিস , এভাবে শুভ্রকে দেখতে পায় , মন কিছুটা শান্ত হয় । শুভ্রের সাথে সামনাসামনি খুব বেশি সময় কাটানো হয়নি কাজলের .. যখনই শুভ্র সামনে থাকে , কাজলের খুব ইচ্ছে করে কেবলি শুভ্রের দিকে বড় বড় করে তাকিয়ে থাকতে , মন ভরে ওকে দেখতে । যদিও স্বাভাবিক নারীসুলভ লজ্জার কারণে কখনোই পারেনি এটা করতে । "আচ্ছা শুভ এখন কি করছে ? ঘুমাচ্ছে নাকি ? ঘুমন্ত অবস্থায় ওকে দেখতে ভারি নিষ্পাপ লাগবে নিশ্চয়ই " ভাবতে থাকে কাজল ।" শুভ্র চুল সবসময়ই ছোট ছোট রাখে , শুভ্র ঘুমিয়ে থাকলে ওর চুলে হাত বুলিয়ে দেবে কি কাজল ? যদি শুভ্রের ঘুম ভেংগে যায় ? ওর তো আবার পাতলা ঘুম .... " ইত্যাদি ইত্যাদি ।

এমনি হাজার ভাবনা সারাদিন শুভ্রকে নিয়ে.. অবসরে , কোনো কাজ করতে করতে , যেকোনো সময়ই শুভ্র দূরে থেকেও থেকে যায় কাজলের খুব কাছে । কাজলের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শুভ্র । কাজল চিরকালই একটা সংক্ষিপ্ত কিন্তু সুন্দর জীবন চেয়ে এসেছে , কিন্তু শুভ্র আসার পর অনেক দিন বাচতে ইচ্ছে করে তার , আলাদা করে সুন্দর জীবনের কামনা অপ্রয়োজনীয় । যে জীবনে শুভ্র আছে তা নি:সন্দেহে সুন্দর , স্বপ্নীল .. শুভ্রকে ঘিরে অনেক স্বপ্ন কাজলের । সাদা-কালোর জন্জালে ঢাকা মিথ্যে কথার শহরে লাল-নীল সংসার হবে দুজনের , দাম্পত্য যেখানে একঘেয়ে হবে না কখনো । ছোট ছোট চাওয়া-পাওয়া , মান-অভিমান , হাসি-কান্না নিয়ে একসাথে বাচবে ওরা । একসময় দুজনের ছোট্ট ছানাটি আসবে , গুটি গুটি পা ফেলে সারা ঘরে দৌড়ে বেড়াবে সে ... দিন শেষে ছোট্ট পুতুলটার দুষ্টুমি দেখতে দেখতে হঠাত যখন শুভ্র আর কাজলের দৃষ্টি বিনিময় হবে , সেখানে থাকবে দুজনের জন্য অফুরান্ত ভালোবাসা ...


কিন্তু যদি .... যদি শুভ্র কখনোই কাজলের না হয় ? যদি সময়ের প্রয়োজনে বা পারিপার্শ্বিকতার কারণে দূরে সরে যেতে হয় দুজনকে ? কি করে থাকবে তখন কাজল শুভ্রকে ছেড়ে ? শুভ্রও কি পারবে কাজলকে ছাড়া সুখী হতে ? কাজলের প্রতি শুভ্রের শান্ত অথচ গভীর ভালোবাসা , খুব গভীর , তল খুজে পাওয়াই দায় সেখানে । ওদের সুখ তো পরষ্পরের সাথেই .. কি হবে যদি এত ভালোবাসা , এত স্বপ্ন ধুলায় লুটায় ভাগ্যের নিষ্ঠুর পরিহাসেে ?


ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে এসেছে কাজল নি:শব্দে । পড়ার ঘরের লাইট জ্বালিয়ে পদার্থবিজ্ঞান বইটা বের করলো সে । বইয়ের ভিতর রাখা শুভ্রের ছবি । হাতে নিয়ে খানিক ক্ষণ চেয়ে থাকলো কাজল ছবিটার দিকে । চোখ থেকে নিরবে ছবিটার উপর গড়িয়ে পড়লো অশ্রুবিন্দু । ছবিটাকে বুকের কাছে চেপে ধরলো কাজল । অনবরত জল গড়াচ্ছে চোখ থেকে । তবু মন বলছে শুভ্র শুধুই তার , একান্তই তার । কক্ষনো আলাদা হতে হবে না দুজনকে , কক্ষনো না ...


চলবে .....


বি:দ্র: পুরো গল্পের অর্ধেক যে , যার কথা না জানলে গল্পটা অসম্পূর্ণ থেকে যায় ,
তার বয়ান জানতে নিম্নের লিংকে ক্লিক করুন ।
শুভ্র আর তার অপ্রকাশিত জীবন( প্রথম পর্ব): Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ছোট হলেও ।:) সুন্দর হয়েছে :)
ভূত থাকলে ত ভূত দেখবে :O

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

অলীক মানবী বলেছেন: ঐ যে এইটে পড়ে তখন ... ভূতকে চ্যালেঞ্জ করার অবান্তর ইচ্ছে !

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: পুরোটাই সুন্দর| কিন্তু শেষটা একটু বেশি হয়ে গেল না? এইযে হঠাৎ কান্নাটা? এত আবেগ বাস্তব জীবনে তো খুঁজে পাওয়া যায় না

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২১

অলীক মানবী বলেছেন: যেসব মানুষের সহসা কান্না আসে না , মানে যারা সহজে আবেগী হয় না , তাদের আবেগের বিস্ফোরণও যে হঠাত ই হয় ... কাজল হয়তো তেমনি ...

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

মাধব বলেছেন: গল্প চলুক।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২

অলীক মানবী বলেছেন: ইনশা আল্লাহ চলবে ... জীবন যেহেতু চলছে ...

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

অসমাপ্ত গল্পের লেখক বলেছেন: অবশেষে! প্রজেক্ট টা হাতে নিয়েই ফেললে? ধন্যবাদ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

অলীক মানবী বলেছেন: ধন্যবাদটার দাবীদার কিন্তু তুমিই.. তুমি শুরু করলে বলেই তো শুররু হল

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: খুব ভালো লাগল, কাজলের মতো মানুষ এখন শুধু গল্পের সাথেই জড়িয়ে আছে । বাস্তবে বিলিন হয়েগেছে । পরবর্তি পর্বের অপেক্ষায় থাকব ।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

অলীক মানবী বলেছেন: বিলীন হয়েছে কি?
কই আমার তো মনে হয় না.. শুভ্র-কাজলরা আছে , থাকবে .... তবে তারা সংখ্যালঘু
ভালো থাকবেন !

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

উইশবার্ড বলেছেন: পর্ব হলেও একটু ছোট হয়ে গেছে। অবশ্য পড়তে ভালো লাগছিলো। :)

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

অলীক মানবী বলেছেন: প্রথমেই দু:খ প্রকাশ করছি আপনাকে আশাহত করার জন্য...
আসলে সত্যি বলতে কি... আমার নিজের লিখতে ভাল লাগলেও সময় সেভাবে পাই না.. তাই ক্ষুদ্র আয়তন...
ভাল থাকবেন

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর, পরেরটার প্রতি আগ্রহ রইলো।

অলীক মানবী বলেছেন: ধন্যবাদটার দাবীদার কিন্তু তুমিই.. তুমি শুরু করলে বলেই তো শুররু হল
কিন্তু এইটা বেশ রহস্যাবৃত করে রাখলো। রহস্যটা কী?

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

অলীক মানবী বলেছেন: রহস্যটা পাঠকদেদের জন্যই রাখলাম... তারাই নাহয় সমাধান করুক...
আশা করছি খুব শীঘ্রই পরবর্তী কিস্তি দিতে পারব আপনাদের...
ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.