নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ১১ জানুয়ারী\'র কর্মসূচী\'র আজ শেষ প্রস্তুতিমূলক আলোচনা।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭



স্থানঃ টিএসসি ক্যাফেটেরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সময়ঃ বিকাল ৫ টা।
তারিখঃ ১০ জানুয়ারী


আমরা ব্লগাররা ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গত ৩১ ডিসেম্বর, ২০১২ এবং ৩ জানুয়ারী, ২০১৩ দু'দফা আলোচনার পরে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদের অংশ হিসাবে সারাদেশে ১১ জানুয়ারী আলোর মিছিল করার সিদ্ধান্ত গ্রহন করি। গত কয়েকদিন বিচ্ছিন্নভাবে অনেকগুলো কর্মসূচী পালন হয়ে গেছে। কিন্তু আমি মনে করি বিচ্ছিন্নভাবে কর্মসূচীগুলো না করে আমরা যদি সকলে একত্রে করতে পারি তাহলে প্রতিবাদের ভাষাটা অনেক বেশি জোরালো হত এবং প্রতিবাদের ধারাবাহিকতা বজায় থাকতো। 'আমরা বাচতে চাই' নামে একটি ইভেন্ট হতে আগামী ১১ জানুয়ারী সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিবে। আমি তাদের সাথে এবং আমাদের ব্লগারদের সাথে কথা বলে প্রাথমিকভাবে তাদের আন্দোলনের সাথে একত্ব হবার কথা ভাবছি।

সকলের মতামত কামনা করছি এবং আজকের বিকালের মিটিং এ আসার অনুরোধ করছি

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই সময়টা যদি বিকাল পাঁচটার সময় না করে সন্ধ্যা ছয়টা বেজে তিরিশ মিনিটে দিতেন তবে একটু ভালো হত।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

আমিনুর রহমান বলেছেন: আপনি আসেন আপনার জন্য অপেক্ষা করব।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

বাদল দিনের গান বলেছেন: যখনি হোক সাথে থাকার চেষ্টা করব

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

আমিনুর রহমান বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আসছি তবে অপেক্ষা করবেন কিন্তু

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

আমিনুর রহমান বলেছেন: আপনার জন্য অপেক্ষা করবো।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: বিচ্ছিন্নভাবে কর্মসূচীগুলো না করে আমরা যদি সকলে একত্রে করতে পারি তাহলে প্রতিবাদের ভাষাটা অনেক বেশি জোরালো হত এবং প্রতিবাদের ধারাবাহিকতা বজায় থাকতো।

সহমত। এগিয়ে যান আমিনুর ভাই। সাথে আছি।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

আমিনুর রহমান বলেছেন: দায়িত্ববান নাগরিক যে দায়িত্ববান তা আমি জানি। সবাইকে ইনবক্স বা মেইল বা ফোন করে কর্মসূচী'র কথা জানিয়ে দাও।


ভালো থেকো নিরন্তর।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: ইনশাল্লাহ সফলতা আসবেই

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

আমিনুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ্‌ আমরা সফল হব।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

আলাদীন বলেছেন: 90% মানুষ একমত হবে না জানি, তবুও বলছি। সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য বৈধ পতিতালয়ের প্রয়োজন আছে যাতে করে মানুষ নিরাপদে তার জৈবীক চাহিদা মিটিয়ে নিতে পারে। এ ছাড়া যতই চেস্টা করা হোক না কেন যত বেশী রক্ষনশীল পদক্ষেপ নেয়া হবে, এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা তত বেশী ঘটতে থাকবে। আর অপ্রাপ্ত বয়সের কেউ যাতে নি যায় সেটা সহজেই নজরদারীতে আনা সম্ভব হবে। সেই ব্যাবস্থা না থাকার কারনেই গোটা দেশ উচ্ছন্নে যাচ্ছে। আলোচনা সেমিনার আর আইন করে কি সেক্স ম্যানিয়াক-দের থামিয়ে রাখা সম্ভব হবে?

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

আমিনুর রহমান বলেছেন: আপনার কথার সাথে সহমত হতে পারলাম না। মানুষের জৈবিক চাহিদা থাকবেই সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে সে ধর্ষণ করে বেড়াবে নাকি। আমরা মানুষ, জানোয়ার নই, সৃষ্টির সেরা জীব বলা হয় আমাদের। আমাদের অসচেতনার আর সামাজিক অবক্ষয় আমাদের খারাপ কাজে উৎসাহ করছে। মানুষের মাঝে সচেতনতা বাড়লেই যৌন নিপীড়ন ও নারী নির্যাতন কমে যাবে। আর আলোচনা বা সেমিনারের কথা বললেন তার দরকার আছে অবশ্যই কিন্তু আলোচনার পরে তার প্রয়োগ থাকতে হবে। তার ফলেই কিন্তু আমরা আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছি।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

মেহেরুন বলেছেন: ভালো উদ্যোগ। তোমরা এগিয়ে যাও ভাইয়া :)

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আমিনুর রহমান বলেছেন: আমার বোনদের জন্য যেন কিছু করতে পারি।


পাশে থাকিস আর ভালো থাকিস নিরন্তর।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

বাংলার হাসান বলেছেন: ভাল উদ্দোগ

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

অনীনদিতা বলেছেন: ভালো উদ্যোগ। ইনশাল্লাহ্ সফলতা আসবেই।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

আমিনুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ্‌।

পারলে মিটিং এ আসিস। ভালো থাকিস।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: হায় রে সমাজ
দেশ ভুষা ফিটফাট
মনে কুকাজ

মা বোন সবারই রয়
এরা জারজ
ধর্ষণ করে মারে
চেনা সহজ ।

যেখানেই মিলে ওদের দেখা
পায়ে ধল তারে
উৎখাত হোক এ মনোবৃত্তি
মানবতা ধিক্কার পশুদের তরে ।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আমিনুর রহমান বলেছেন: হায় রে সমাজ
দেশ ভুষা ফিটফাট
মনে কুকাজ

মা বোন সবারই রয়
এরা জারজ
ধর্ষণ করে মারে
চেনা সহজ ।

যেখানেই মিলে ওদের দেখা
পায়ে ধল তারে
উৎখাত হোক এ মনোবৃত্তি
মানবতা ধিক্কার পশুদের তরে ।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

s r jony বলেছেন: ভালো উদ্যোগ।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আমিনুর রহমান বলেছেন: ভালো উদ্যোগ।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মাহতাব সমুদ্র বলেছেন: হয়ে গেলো নারী নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসুচি Click This Link

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

আমিনুর রহমান বলেছেন: দেখলাম। ভালো পোষ্ট।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভাই এতো শর্ট নোটিশে কি সবাই জানতে পারবে ? একটু আগে নিলে হয়তো সবাইকে ইনফর্ম করা যেত ।

যাই হোক , মিটিঙের আপডেট দিয়েন ।

ভালো থাকবেন সবসময় ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আমিনুর রহমান বলেছেন: পোষ্ট দিয়েছি।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

এ্যাপোলো৯০ বলেছেন: i stayed in campus till 5.30 pm. if i knew about this event then may be i could come.
sorry aminur vai

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

আমিনুর রহমান বলেছেন:

কাল দেখা হচ্ছে।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কমসূচি সফল হোক, সার্বিক সাফল্য কামনা করছি...........

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন: কর্মসূচী সফল হউক, তোমাদের উদ্যোগ সার্থক হউক।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

বাবুরাম সাপুড়ে বলেছেন: যথাসময়ে প্রতিবাদে সামিল হবার আশা পোষন করলাম। ধর্ষকের একটা দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া চায়,ই চাই।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আমিনুর রহমান বলেছেন: ব্যানার কেমন হয়েছে????

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: গেছিলাম তো । চা টা খাইলাম। :D

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আমিনুর রহমান বলেছেন: পোলাপাইন মডুরে দেইখ্য বেশ খুশিও হইচে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.