নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা সহ সারাদেশে ব্লগারদের উদ্যোগে ধর্ষণসহ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোর মিছিলের কর্মসূচী ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬





বরিশাল বিভাগঃ

তারিখঃ ১৩ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ সকাল ১১ টা

স্থানঃ বিএম কলেজ চত্বরে মৌন মিছিল

যোগাযোগঃ

একজন আরমানঃ ০১৯১৮০৫০৫৮০

নেবুলা মোরশেদঃ ০১৭২৩৩৮৮৫৭১

রাতুল মাহফুজ-০১৭৫২-৭৪৩৮৫১,

মেহেদী হাসান খাঁন-০১৭৪০-৯৭৪৪৫৬,

মিটুল আহমেদ- ০১৭১২-৭৯৫০২৪



ঢাকা বিভাগঃ

তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ বিকাল ৪ টা

স্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছবির হাট হতে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে জাতীয় জাদুঘর এ এসে শেষ হবে।

যোগাযোগঃ

০১৭৫৫৩০৬০২১ (আমিনুর রহমান)

০১৭৬৪৩৪০৪৪৭ (কাল্পনিক_ভালোবাসা)




রাজশাহী বিভাগঃ

তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ বিকাল ৫.৩০ ( মাগরিবের নামাজের পর )

স্থানঃ জিরো পয়েন্ট রাজশাহী

যোগাযোগঃ

০১৭৬৪০০০৫৪৩ (ইউসুফ আলী রিংকূ)

০১৭১৭৮৮৮৫৭১ (ভুলো মন)




সিলেট বিভাগঃ

তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ বিকাল ৪.৩০

স্থানঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কোর্ট পয়েন্ট বন্দর পর্যন্ত

যোগাযোগঃ

০১৭১০২৬৩৮৫৫ (দলছুট শুভ)

০১৭৩৭৩০১৯৮৯ (সাকিন উল আলম ইভান)




চট্টগ্রাম বিভাগঃ

তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ বিকাল ৫ টা

স্থানঃ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার

যোগাযোগঃ

০১৮৩৯১৪৭৬৪৬ (শোভন)

০১৭৩৮২২২২৩৮ (হেলাল)




আসুন প্রতিবাদ করি রাজপথে শান্তিপূর্ণভাবে । আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহন করার জন্য ব্লগারসহ সকল কে আহবান জানাচ্ছি। সকল কে মোমবাতি, ফেস্টুন (সম্ভব হলে) নিয়ে আসার অনুরোধ করা যাচ্ছে।




অন্য জেলার কর্মসূচীও আপডেট হবে

মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

আমিনুর রহমান বলেছেন: আমি শেয়ার করতে পারছি না ফেবুতে সামু'র গ্রুপ আর পেইজ গুলোতে। তুমি পারো কি না দেখতো।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: মাসুদ রানা ++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন: মাসুদ রানা নিরন্তর ++++++++++++

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

দলছুট শুভ বলেছেন: আমরা এখনো অনুমতি পাই নি। শালার এক মাত্র ছাগুদের জন্য। এরা অনেক সময় অনেক নতুন নতুন ব্যানারের পেছনে থেকে কর্মসূচী করতে চাই। আর যেহেতু আমাদের ব্যানারটা সম্পূর্ণ নতুন তাই তাদের সন্দেহ হচ্ছে। এই আর কি।

যাই হোক। খুব বেশি ক্যাচাল করলে অনুমতি ছাড়াই মিছিল হবে।

পোস্টে ++
কিন্তু আপনেরে মাইনাস। বুঝে নেন ক্যান মাইনাস। ;)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন: বুঝেছি কেন আর মাইনাস সাদরে গৃহীত হইল। কাল সকাল ১০ টা নাগাদ আশা করি সব ব্যবস্থা হয়ে যাবে। আজকে সময় পাই একেবারে।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

আসুন প্রতিবাদ করি রাজপথে শান্তিপূর্ণভাবে । আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহন করার জন্য ব্লগারসহ সকল কে আহবান জানাচ্ছি। সকল কে মোমবাতি, ফেস্টুন (সম্ভব হলে) নিয়ে আসার অনুরোধ করা যাচ্ছে।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন: আসুন প্রতিবাদ করি রাজপথে শান্তিপূর্ণভাবে । আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহন করার জন্য ব্লগারসহ সকল কে আহবান জানাচ্ছি। সকল কে মোমবাতি, ফেস্টুন (সম্ভব হলে) নিয়ে আসার অনুরোধ করা যাচ্ছে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আয় পরুম মুমবাত্তি লয়া ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আমিনুর রহমান বলেছেন: দেইখ্য জন্মদিনের কেকে বসায় সেগুলো কিন্তু ;)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: : অসীমের শুন্যতা হেরি
বাজিল আজি রনভেরি
গর্জে উটুক তারি
দুরন্ত উল্লাস
আজি এই বাংলায়
শকুনের দৃষ্টি হায়
নব খুনে রাঙায়
উফরে দিতে হবে পশুদের ত্রাস ।
আর নহে
ভব দহে
পুড়ে হওয়া ছাই
অন্যায় ছিন্নমুলে
এস সকলে
আলোর মিছিলে দিপ্ত আওয়াজে মিশে যাই ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন: এস সকলে
আলোর মিছিলে দিপ্ত আওয়াজে মিশে যাই ।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আমরা আলোর পথ যাত্রী ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

আমিনুর রহমান বলেছেন: কারো জীবনে অন্ধকার নেমে আসুক আমরা আর তা দেখতে চাই না।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: শেয়ার করা যাচ্ছে না ভাই । সার্ভারে কোন সমস্যা মনে হয় । সরাসরি পোস্ট করে দিয়েছি ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন: আমার পোষ্ট কেন যেন শেয়ার করা যায় না সেই প্রথম থেকেই :(
মনে হয় স্থুল ষড়যন্ত্র :P

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

s r jony বলেছেন: আসছি,

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

আমিনুর রহমান বলেছেন: আপনার সকাল ১০ টায় আসতে হবে।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

একজন নিশাচর বলেছেন: +++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

আমিনুর রহমান বলেছেন: এমন সহ-ব্লগার পেলে কোন বাধাই বাধা মনে হবে না।

প্রতিবাদ চালিয়ে যেতে হবে ততদিন যতদিন না মানুষের মাঝে সচেতনা তৈরি করতে না পারবো।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯

রাইসুল নয়ন বলেছেন: আমরা থামবোনা, অন্যায়ের প্রতিবাদ করতাম, করছি এবং করবো ।।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

আমিনুর রহমান বলেছেন: এমন সহ-ব্লগার পেলে কোন বাধাই বাধা মনে হবে না।

প্রতিবাদ চালিয়ে যেতে হবে ততদিন যতদিন না মানুষের মাঝে সচেতনা তৈরি করতে না পারবো।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

আমিনুর রহমান বলেছেন: এমন সহ-ব্লগার পেলে কোন বাধাই বাধা মনে হবে না।

প্রতিবাদ চালিয়ে যেতে হবে ততদিন যতদিন না মানুষের মাঝে সচেতনা তৈরি করতে না পারবো।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সিলেটে অবস্থানকারীরা এইখানে দেখেন লেটেস্ট আপডেট জানার জন্য ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯

আমিনুর রহমান বলেছেন: এমন সহ-ব্লগার পেলে কোন বাধাই বাধা মনে হবে না।

প্রতিবাদ চালিয়ে যেতে হবে ততদিন যতদিন না মানুষের মাঝে সচেতনা তৈরি করতে না পারবো।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

মিজানুর রহমান মিলন বলেছেন: ইনশাহআল্লাহ আলোর মিছিলে অংশগ্রহন করব।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯

আমিনুর রহমান বলেছেন: এমন সহ-ব্লগার পেলে কোন বাধাই বাধা মনে হবে না।

প্রতিবাদ চালিয়ে যেতে হবে ততদিন যতদিন না মানুষের মাঝে সচেতনা তৈরি করতে না পারবো।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সিলেটেও করে আসলাম। অনেক মানুষই এসেছিল।


টপিকের বাইরে একটা কথা বলি,
ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয় আলোর মিছিল শেষে আমাকে একটা কথা বলেছিল, সুমন ভাই অনুষ্ঠান কি সফল?
জবাবে আমি বলেছিলাম, যতদিন না এই পৃথিবী থেকে ধর্ষন নামক শব্দটি চিরতরে বিদায় করা না যাবে, আমাদের মা-বোনরা পরম নিশ্চিন্তে ঘুরে বেড়াতে না পারবে ততদিনই আমরা ব্যর্থ।

আমাদের এ সংগ্রাম ঐ শেষ দিন পর্যন্ত চলবে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

আমিনুর রহমান বলেছেন: যতদিন না এই পৃথিবী থেকে ধর্ষন নামক শব্দটি চিরতরে বিদায় করা না যাবে, আমাদের মা-বোনরা পরম নিশ্চিন্তে ঘুরে বেড়াতে না পারবে ততদিনই আমরা ব্যর্থ।

আমাদের এ সংগ্রাম ঐ শেষ দিন পর্যন্ত চলবে।

আর আমরা তা চালিয়ে যাবো।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
যতদিন না এই পৃথিবী থেকে ধর্ষন নামক শব্দটি চিরতরে বিদায় করা না যাবে, আমাদের মা-বোনরা পরম নিশ্চিন্তে ঘুরে বেড়াতে না পারবে ততদিনই আমরা ব্যর্থ।

আমাদের এ সংগ্রাম ঐ শেষ দিন পর্যন্ত চলবে।

আর আমরা তা চালিয়ে যাবো।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

আমিনুর রহমান বলেছেন: তদিন না এই পৃথিবী থেকে ধর্ষন নামক শব্দটি চিরতরে বিদায় করা না যাবে, আমাদের মা-বোনরা পরম নিশ্চিন্তে ঘুরে বেড়াতে না পারবে ততদিনই আমরা ব্যর্থ।

আমাদের এ সংগ্রাম ঐ শেষ দিন পর্যন্ত চলবে।

আর আমরা তা চালিয়ে যাবো।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

একজন আরমান বলেছেন:
আমার বরিশাল বাদ পড়ছে কেন? X( X( X( X(( X(( X((

আপডেট - ০৪
আজ ১২-০১-২০১২। বিকেলে একটি সফল মিটিং করে ফিরলাম। আগামীকাল সকালে আশা করছি ধর্ষণের বিরুদ্ধে একটি সুন্দর মানব বন্ধন করতে পারবো বরিশাল বিএম কলেজের সামনে।

ফেবু ইভেন্ট

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

একজন আরমান বলেছেন:
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে-
একজন আরমান-০১৯১৮-০৫০৫৮০,
নেবুলা মোর্শেদ- ০১৭২৩-৩৮৮৫৭১,

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

অনীনদিতা বলেছেন: এগিয়ে যাও...

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

আমিনুর রহমান বলেছেন: পাশে থাকিস ...।।

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

মেহেরুন বলেছেন: কি খবর ভাইয়া?? কেমন আছো ভাইয়া???

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

আমিনুর রহমান বলেছেন: খবর নাই ;) ভালো আছি। তুই কেমন আছিস???

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

একজন আরমান বলেছেন:
Click This Link

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ স্বর্ণা মনি :)

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিলফামারী জেলায় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ!!! মানবতা, তুমি মরে গেছ, বুঝতে পারলাম।

ধর্ষণের চেষ্টা মামলায় জামিন পেয়ে সেই শিশুকে(৫) ধর্ষণ ও হত্যা করা হলো!!!! হায়রে মানুষ!!!!!

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

অনীনদিতা বলেছেন: আমি ভালো আছি।তুমি ভালো আছতো?

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

আমিনুর রহমান বলেছেন: আমি ভালো আছি। কাল মতিঝিল ছিলাম :)

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

অনীনদিতা বলেছেন: ইস :( মিস হয়ে গেলো।আগে জানলে তোমার পকেট টা ফাকা করে দিতাম :P

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

আমিনুর রহমান বলেছেন: বাইচা গেছি তুমি জানতে পারো নাই।







তবে পরের বারও জানবা পরেই :(

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

অনীনদিতা বলেছেন: rag koresen?:(

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

আমিনুর রহমান বলেছেন: রাগ করবো কেন !!!

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

ফারাহ দিবা জামান বলেছেন: দরকার শক্ত আইন
এবং
সকল পর্যায় থেকে জনসচেতনতা।
প্রয়োজন রুখে দাঁড়াবার ভাষাটা না ভোলা,
আর
সততার সাথে এগিয়ে যাবার স্পৃহা।

শুভকামনা সতত থাকলো।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

আমিনুর রহমান বলেছেন: প্রয়োজন রুখে দাঁড়াবার ভাষাটা না ভোলা

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

নেবুলা মোর্শেদ বলেছেন: প্রতিবাদ চলছে চলবেই।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

আমিনুর রহমান বলেছেন: প্রতিবাদ চলছে চলবেই

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

লোনলিফাইটার বলেছেন: গুড জব +++

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ ব্রো ।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

একটু স্বপ্ন বলেছেন:
খুব দরকারী পোষ্ট। এর ফলোআপগুলো সময়ের সাথে সাথে দিলে ভাল হবে মনে হয়।

আমরা যেন টেম্পোটি ধরে রাখতে পারি..

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ মোরশেদ ভাই। চেষ্টা করব সময়ের সাথে সাথে দিতে।

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

অঞ্জলি বলেছেন: আশীর্বাদ করি:আলোর মিছিল সফল হোক।সুন্দর একটি পোস্ট। !:#P !:#P !:#P

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ। তোরা পাশে আছিস বলেই তো .........

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

অনীনদিতা বলেছেন: খুব ভালো ঘুরে ঘুরে চলে আসো:(
কমেন্টস করার কোন দরকার নাই X(

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

আমিনুর রহমান বলেছেন: হা হা হা !!! কমেন্টস করচি তো :P

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

অনীনদিতা বলেছেন: জানতাম মাথা নষ্ট।এখন দেখছি তোমার চোখও নষ্ট। :P

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

আমিনুর রহমান বলেছেন: আমার না তোর চোখ এবং মাথা ও নষ্ট। ভালো থাকার অবশ্য কতাও না :P

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

মাছিমারা কেরাণী বলেছেন: Valo uddug. sob kajer safollo sathe sathe ase na. aktu somoy lage.

suvo kamona roilo safoller pothe, soinik

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আমিনুর রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আপনার পোষ্টটি দেখেছি।

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: X( X( X( X( X(

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

আমিনুর রহমান বলেছেন: |-) |-) |-) |-) |-) |-)

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| so its a final decision vaiyamoniii?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

আমিনুর রহমান বলেছেন: কোনডা !!!

৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

আবু সালেহ বলেছেন: সুন্দর কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ.........................এসব কুলাংগার গুলোকে ধরে ফাঁসিতে না ঝুলালে হবে না...............

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

আমিনুর রহমান বলেছেন: সালেহ ভাই সামনে আরো অনেক কাজ আছে। আমরা বিষয়গুলো সাজিয়ে একটা মিটিং ডাকবো। সব সময় অতি আপনজনের একজন হয়ে আপনি পাশে ছিলেন সবসময়। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.