নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি নিউজ পোর্টালের দায়িত্বহীন কান্ড-কারখানা দেখুন !

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

কতখানি কান্ড জ্ঞানহীন হলে পরে একটি নিউজ পোর্টাল এ ধরণের নিউজ দিতে পারে আমি জানি না। আমার মনে হয় তারা মানসিক বিকারগ্রস্ত ছাড়া আর কিছু নয়। আমার রুচিতে বাধে তাদের সম্পর্কে কিছু বলতে। আপনি দেখে নিন।

মন্তব্য ৬২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

আমিনুর রহমান বলেছেন: এদের নিউজ পোর্টাল বর্জন করুন আর সবাই কে শেয়ারগুলোর এদের দায়িত্বজ্ঞানহীন কান্ড-কারখানা আর হলুদ সাংবাদিকতার কথা ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

আমিনুর রহমান বলেছেন: বাংলার মাটিতে দালানদের কোথাও ঠাই না।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

স্পাইসিস্পাই001 বলেছেন: ছাগুদের ব্যান করতে দেরী করে কেন মডারেটররা......

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

আমিনুর রহমান বলেছেন: সামহোয়্যারইন ব্লগ একটি পোস্ট মডারেট ব্লগ, এটা প্রি-মডারেট ব্লগ নয়, তাই কোন পোস্ট লেখার পরে সেটা মডারেট করা হয় এ ক্ষেত্রে কোন সাম্প্রদায়িক পোস্ট কিংবা বিতর্কিত পোস্ট লেখা হলে পোস্ট দাতার পোস্টটি মুছে ফেলা হয় এবং ওই লেখক কে ব্যান করা হয়। বিতর্কিত লেখকদের স্থান নেই এখানে।

দেরী হয় কারন আমার জানা মতে সামুতে ২ জন মাত্র মডারেটর তাই হয়ত দেরী হয়।

আমি নিজেও যে বিরক্ত হয় না তা নয় তবে একটা সহজ ব্যাপার ভেবে দেখুন স্টিকি পোষ্ট এইটা কিন্তু ইভেন্ট শুরু হওয়া থেকেই ঝুলছে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

ফলাফল বলেছেন: জয় বাংলা না বললে " ব্লগ ও রাজাকার " B-) B-) হায় রে আমার বাংলাদেশ। হায়রে ক্ষমতা । হায়রে আমার আওয়ামী সাংবাদিক

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

আমিনুর রহমান বলেছেন: মানুষ এর মাঝে দ্বিমত থাকবেই আর দ্বিমত আছে বলেই তো গনতন্ত্র। সত্যি কথাটাই বলি পত্রিকায় কি জামাত শিবিরের খবর ছাপে না! অবশ্যই ছাপে এবং তা সবগুলো পত্রিকাতেই ছাপে। তাতে কি তারা রাজাকার! আজকে এই দেশে জামায়াত ইসলামী একটা রাজনৈতিক দল কই কোনদিনতো শুনি নাই এই পত্রিকাগুলোকে এদের নিষিদ্ধ করার কোন জন্য উদ্যোগ নিতে। তাহলে আমরা কেন বলতে পারি না আজকে আমাদের ব্লগাররাই সারা দেশে এই আন্দোলনে সক্রিয় বলে জামাত শিবির রাজাকাররা উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে। দালাল আর রাজাকার হলে হবে তারা, সামু নয়।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এদের নিউজ পোর্টাল বর্জন করুন আর সবাই কে শেয়ারগুলোর এদের দায়িত্বজ্ঞানহীন কান্ড-কারখানা আর হলুদ সাংবাদিকতার কথা ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

আমিনুর রহমান বলেছেন: বাংলার মাটিতে দালানদের কোথাও ঠাই না।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

সঞ্জয় নিপু বলেছেন: এদের নিউজ পোর্টাল বর্জন করুন আর সবাই কে শেয়ারগুলোর এদের দায়িত্বজ্ঞানহীন কান্ড-কারখানা আর হলুদ সাংবাদিকতার কথা ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

আমিনুর রহমান বলেছেন: বাংলার মাটিতে দালানদের কোথাও ঠাই না।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

টাইলুং বলেছেন: আমিনুর রহমান বলেছেন: এদের নিউজ পোর্টাল বর্জন করুন আর সবাই কে শেয়ারগুলোর এদের দায়িত্বজ্ঞানহীন কান্ড-কারখানা আর হলুদ সাংবাদিকতার কথা ।
সহজ কাজ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

আমিনুর রহমান বলেছেন: বাংলার মাটিতে দালানদের কোথাও ঠাই না।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

ত্যাড়া ব্যাকা বলেছেন: এদের নিউজ পোর্টাল বর্জন করুন আর সবাই কে শেয়ারগুলোর এদের দায়িত্বজ্ঞানহীন কান্ড-কারখানা আর হলুদ সাংবাদিকতার কথা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

আমিনুর রহমান বলেছেন: বাংলার মাটিতে দালানদের কোথাও ঠাই না।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

সাকিন উল আলম ইভান বলেছেন: এদের সাইটে হিট সংকট চলতেসে :P তাই সামুর উপর ভর কইরা এলেক্সা র‍্যাংকিং এ কিছুটা উপরে উইঠা আসার চেষ্টায় আছে :P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

আমিনুর রহমান বলেছেন: মন্দ বলনি তবে এভাবে সামুর কাছে ও যেতে পারবে না সাধনা করতে হবে অনেক কই ১২ আর কই ১৮৭ রেটিং :P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

আমিনুর রহমান বলেছেন: এই রেটিং টা না দিলেই নয় ...

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অনেক জনপ্রিয় ব্যাক্তিরই শুধু শত্রু থাকে , সাধারন মানুষের না ... বুঝতে হবে !!!... আর অনেক জনপ্রিয়তাই এর মুল কারণ ... এসব নিয়ে মাথা ঘামানোর কিসু নাই । কুকুরের কাজ কুকুর করবে... ছাগলেরটা ছাগল ... ওদের কাজ দেখে কি আমরা সুস্থ মানুষরাও পাগল হয়ে যাব নাকি! জানা আপু নিশ্চয়ই অনেক বুদ্ধিমতী ... উনি জানেন কি করতে হবে তাই চুপ করে আছেন ...


ওদেরটা অসুস্থ কাজ কারবার না দেখে আসুন আমরা সুস্থ ব্লগিং করি ।
সামু' আমাদের
দেশ ও আমাদের
কারো সাধ্য নেই একে নোংরা করার ...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

আমিনুর রহমান বলেছেন: সামু' আমাদের
দেশ ও আমাদের
কারো সাধ্য নেই একে নোংরা করার ...

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

সত্য কথায় যত দোষ ! বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগ কোনোদিনই যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দেয়নি বরং যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যাশায়, ইভ টিজিং এর বিরুদ্ধে বাংলাদেশের যেকোনো মিডিয়া প্রচার মাধ্যমের মধ্যে সর্ব ক্ষেত্রে এগিয়ে। কাজেই সামহ্যোয়ারইন ব্লগের বিরুদ্ধে এমন অপপ্রচারণার তীব্র নিন্দা জানাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন: সামু' আমাদের
দেশ ও আমাদের
কারো সাধ্য নেই একে নোংরা করার ...

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: এই ব্লগে আপনাদের মতের লোক থাকবে আবার জামাতি শিবিরেরকুত্তা দেরও লোক থাকবে।

আপনারা হলেন মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী আর অই কুকুররা ধর্ম ব্যাবসায়ী ।

আর আমরা হলাম সাধারণ মানুষ । তাই আমাদের নিক ব্যান করা হয়।
আমি জামাতি শিবিরেরকুত্তাদের কাফির বলি তাই আমার নিক ব্যান করা হয়।
আমি মুক্তিযুদ্ধ ব্যাবসায়ীদের হাকিকত ফাঁস করে দেই তাই আমার নিক ব্যান করা হয়।
সব বাটপার। সব বাটপার। সব বাটপার। সব বাটপার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

আমিনুর রহমান বলেছেন: :P :P :P

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বোকা ডাকু বলেছেন: বর্জন করুন বর্জন করুন বর্জন করুন বর্জন করুন বর্জন করুন X( X( X( X( X( X(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন: সামু' আমাদের
দেশ ও আমাদের
কারো সাধ্য নেই একে নোংরা করার ...

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

বাংলার হাসান বলেছেন: এদের নিউজ পোর্টাল বর্জন করুন আর সবাই কে শেয়ারগুলোর এদের দায়িত্বজ্ঞানহীন কান্ড-কারখানা আর হলুদ সাংবাদিকতার কথা

স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।

একজন সচেতন ব্লগার ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হিসেবে এই লেখায় আপনার মূল্যবান মতামত আশা করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন: পড়ে মন্তব্য দিচ্ছি। আজকে গিয়েছিলাম শাহবাগ। তোমার সাথে দেখা হলো না। পরশু সন্ধ্যায় থেকো কাজ আছে।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

ঘুড্ডির-পাইলট বলেছেন:
অরা তো শুনছি নিয়মিত কাঠাল পাতা খায় , অদের কাউরে তো শাহাবাগে দেখলাম না !!!!!!!!!!!

অরা তো ছাগু ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন: আগে বুঝি নাই এখন বুঝতে আছি কাঁঠাল পাতা নাই তাই ম্যা ম্যা করছে :P

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

একজন আরমান বলেছেন:
বাংলা নিউজ পড়াও বাদ দিছি আর বাংলা নিউজের ব্লগে ব্লগিং করাও বাদ দিছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আমিনুর রহমান বলেছেন: ওহ! তুই বুঝি টয়লেট টিস্যু ব্লগেও ব্লগিং করিস :P

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

মামুন রশিদ বলেছেন: তাজ্জব ব্যাপার !! এই আজব খবরগুলো কেবলমাত্র গোবর মস্তিস্ক প্রসূত কোন নিউজ পোরটাল দিয়েই বানানো সম্ভব ।

ঐদিন সিলেটের প্রতিবাদ সমাবেশে আমি মঞ্চের কাছেই দাঁড়ানো ছিলাম । শিল্পীদের গন সঙ্গীত পরিবেশনের মাঝে অনুস্টানের সঞ্চালক ঘোষণা দিলেন সামহ্যয়ার ইন ব্লগের সিইও সৈয়দা গুলশান জানা আমাদের প্রতিবাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছেন, তখন দর্শক বিপুল করতালি দিয়ে স্বাগত জানায় । তারপর যথারীতি অনুষ্টান চলতে থাকে আর আমরা ব্লগাররা জানা আপাকে নিয়ে মন্চের কাছেই আড্ডা দিতে থাকি । কিছুক্ষন পরেই প্রতিবাদি সমাবেশ ঐদিনের মত সমাপ্ত হয় এবং দর্শকেরা যে যার মত চলে যায় । অনুষ্টান শেষ হওয়ার অনেক সময় পরেও ঐখানে খালি রাস্তায় আমাদের আড্ডা চলতে থাকে । আড্ডা দিতে দিতেই একসময় আমরা পাশের 'আলপাইন' রেস্টুরেন্টে খেতে চলে যাই । রেস্টুরেন্টে আরও ঘন্টা দুই আড্ডা দিয়ে রাত প্রায়য় বারোটার সময় জানা'পু কে হোটেলে রেখে আসি ।

বিডিনিউজ২৪ কাদের স্বার্থে এই হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে তা আমরা এখন বুঝতে পারি । কিছু নোংরা মানুষের অসুস্থ মানসিকতাকে তারা তাদের নিউজপোর্টালে সাপোর্ট দিয়ে যাচ্ছে ।

আসুন এইসব ভূয়া নিউজপোর্টাল আর অসুস্থ মানসিকতার এই সব মানুষরুপী পশুকে আমরা বর্জন করি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

আমিনুর রহমান বলেছেন:


সামু' আমাদের
দেশ ও আমাদের
কারো সাধ্য নেই একে নোংরা করার ...

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কিছু বলার নাই। যুগে যুগে এটাই নিয়ম হয়ে আসছে। সক্রেটিস, কোপারনিকাস থেকে শুরু করে হালের মালালা, আন্না হাজারে সবারই সমালোচনা হয়েছে। কিন্তু কোন লাভ হয় নাই। জয় শেষ পর্যন্ত সত্যেরই হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

আমিনুর রহমান বলেছেন:


জয় শেষ পর্যন্ত সত্যেরই হবে।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

ইখতামিন বলেছেন:

ভাই. ওরা গাঁজা খেয়েছে.

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

আমিনুর রহমান বলেছেন: না রে ভাই মনে হয় কাঁঠাল পাতা খেয়েছে :P

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

s r jony বলেছেন: NO Comments
ভাই ও বোনের গ্যাঞ্জামে আমার পচা "নাক" গলানো উচিত হবে কিনা বুঝতাছি না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

আমিনুর রহমান বলেছেন: No comments বলে কমেন্টস করে দিলেন !!!!

কিছু মানুষ আছে কারো খারাপ চায় না কিন্তু নিজের অজান্তেই অন্যের খারাপ করে ফেলে নির্বুদ্ধিতার কারনে :)



ভালো থাকবেন নিরন্তর।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

ইখতামিন বলেছেন: হুমম. তাই মনে হয়...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

আমিনুর রহমান বলেছেন: :) :) :)

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমাদের সকলের উচিত ব্লগার হিসাবে দায়িত্যশীলতার পরিচয় দেয়া ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: বর্জন করা উচিৎ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

আমিনুর রহমান বলেছেন:


সামু' আমাদের
দেশ ও আমাদের
কারো সাধ্য নেই একে নোংরা করার ...

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: এরা সাংবাদিক নয় সাংঘাতিক। এ গুলো না লিখলে হলুদ ডাইল আর হলুদ ভাত আইবো কোনতে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

আমিনুর রহমান বলেছেন: অনলাইন টয়লেট টিস্যু পেপার = banglanews24.com


২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মশামামা বলেছেন:


ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা !
জয় প্রজন্ম !

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাস্যকর! এটা হল জন্ডিসের সময় মানুষের মুতের যে কালার হয়, সেই টাইপের হলুদ সাংবাদিকতা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

আমিনুর রহমান বলেছেন: অনলাইন টয়লেট টিস্যু পেপার = banglanews24.com

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

মেহেরুন বলেছেন: Click This Link

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

শামীম সুজায়েত বলেছেন: আমি নিজেও এক সময় কাজ করতাম একটি অন লাইন ডেইলিতে। বেশিদিন আগের কথা নয়। ২০০৯ সালের শেষের দিকে। তখনও আসেনি বাংলা নিউজ ২৪.

আমার কাছে খুব অবাক লাগলো যে, সাংবাদিকতার নামে এগুলো কি করেছে বাংলা নিউজ। বোঝা গেলো সামহোয়ারইনব্লগকে প্রতিপক্ষ মনে করছে তারা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:



বাংলাদেশের অনলাইনে জগতে সামু নিঃসন্দেহে ১ নম্বরে এবং এটাই স্বাভাবিক তাদের প্রতিপক্ষ মনে করবে অন্যরা কিন্তু তাই বলে অপপ্রচারের মাধ্যমে কাউকে হেয় করে সংবাদ প্রদর্শন কাম্য নয়। বাংলা নিউজ এর পর আরো ২ বার সামুকে নিয়ে অপপ্রচার করেছে ...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

আমিনুর রহমান বলেছেন:



আপনি নিউজটির একস্থানে দেখবে সিলেটে জানা লাঞ্ছিত এই নিউজ। অথচ সেই সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। সন্ধ্যা থেকে সিলেট গণজাগরণ মঞ্চে ছিলাম এবং একসাথেই ওখান থেকে বের হয়েছি, অথচ রাতে ফিরে দেখি হাসান মোরশেদ নামের এক ব্লগার এর এই মিথ্যা স্ট্যাটাস ...

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

শামীম সুজায়েত বলেছেন: আমি বছর দেড়েক হলো ব্লগিং করছি। সামুতে খুব বেশি নিয়মিত ছিলাম না।
শব্দনীড় এবং চতুরমার্ত্রিকে ওঠাবসা করতাম।
আমারব্লগে লেখা শুরু করি অল্পদিন হলো।

২৪ এর নিউজে আমারব্লগের উদ্বৃতি দেয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমারব্লগ কতৃপক্ষ এবং সেখানে বল্গিং করা মানুষগুলো অতিমাত্রায় নাস্তিকতা লালন করে এবং কট্টর ভারতপন্হি।

"মানবাধিকার নিয়ে মিছে গান গায়"
Click This Link

লেখাটা সব ব্লগে দিয়েছি। দেখলাম একমাত্র আমারব্লগে গালিগালাজ করা হলো। কেউ কেউ হেফাজতে র সাথে ফেলানীর তুলনা করলেন।

এরা এমন কেনো বুঝিনা। এরাই চায়না স্বতন্ত্র বজায় রেখে সামু এগিয়ে যাক। সামুর কাছেও প্রত্যাশা হলো পাকিস্থানপন্হি এবং ভারতপন্হি মনোভাব যেন না থাকে এই ব্লগের পলিসিতে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

আমিনুর রহমান বলেছেন:



দেরীতে প্রতিউত্তরের জন্য ক্ষমা প্রার্থী। সামু এমন একটা প্লাটফর্ম যেখানে সব শ্রেণীর মানুষ নিজের কথা লিখতে পারে। যদি এই কারনে মাঝে মাঝে কিছু অবাঞ্ছিত ঘটনাও ঘটে। কিন্তু আমরা ব্লগাররা যদি তা গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে যাই তাহলে এইসব অবাঞ্ছিত ঘটনাগুলোর সঠিকভাবে মোকাবেলা করতে পারি এবং বেশিরভাগ সময় তাই হচ্ছে। প্রতিটি মানুষেরই বলার অধিকার আছে। এই অধিকারের সর্বোচ্চ প্রয়োগ আমরা সামুতে দেখতে পাই এবং করতে পারি।


আপনার পোষ্টটি পড়েছি। ভালো লিখেছেন।

শুভ কামনা।

২৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪

উড়োজাহাজ বলেছেন: লিংকটা মনে হয় কাজ করছে না। একটু চেক করে দেখুনতো। অন্য সংবাদ দেখাচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯

আমিনুর রহমান বলেছেন:



লিঙ্কটা সম্ভবত সরিয়ে ফেলেছে। আমি দেখি আপনাকে স্ক্রিন শর্ট দিতে পারি কিনা। যদি কারো কাছে থেকে থাকে।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬

আমিনুর রহমান বলেছেন:


স্ক্রিন শর্টঃ https://www.dropbox.com/s/qyxz3en0og23uba/new24 samu.png

৩০| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩

উড়োজাহাজ বলেছেন: জাস্ট স্টুপিডিটি!

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

আমিনুর রহমান বলেছেন:



ঠিক বলেছেন ! সামুতে গালিগালাজ করে যারা জায়গায় পায়নি তারাই এসব প্রচারনা করে। নিশ্চয়ই বুঝছেন নিউজটা পড়ে কার প্ররোচনায় এই নিউজের জন্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.