নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

অনশন চলছে, চলবে; মা তোমার রুমী আবার ফিরে এসেছে ...

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

আপডেট ৮

পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খোন্দকারের সঙ্গে কথা বলার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে শহীদ রুমী স্কোয়াড এর সমন্বয়ক নিলয়। তবে আগামী ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট কোন আশ্বাস না পেলে পুনরায় অনশনে বসার কথা বলেছেন।



মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খোন্দকার বলেন, সরকার জামাত-শিবির কে নিষিদ্ধ করার প্রক্রিয়া আছেন যদি জামাত নিষিদ্ধ না হয় উনি নিজে অনশনে বসবেন। এমনকি উনি মন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত ও দিয়েছেন।



আপডেট ৭

ঝড় এবং আমরা...

প্রবল ঝড়েও টলেনি শহীদ রুমি স্কোয়াডের অনশনকারীরা

রুমী স্কোয়াড এবং আমরা :( :(

কাল রাতের প্রবল কালবৈশাখী ঝড়কে উপেক্ষা করে আমাদের রুমিরা তাদের অনশনে অবিচল আছে। রাজনীতিবিদরা আজকে অনশন করলে সরকারের গদি নিয়ে এখন টানাটানি পড়ে যেত। মিডিয়া একের পর নিউজ দিয়ে সারাদেশের মানুষের মাঝে ভাবনা ছড়িয়ে দিতো নেতারা কত কষ্টে আছে না খেয়ে অনশন করে। তাদেরকে জুস খাওয়ার জন্য ছুটে আসতো দেশের বরন্য নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হাত জোড় করে বলছি এদের পাশে এসে দাড়ান। জামাত-শিবির নিষিদ্ধ করুন।



আপডেট ৬

আপনারা জানেন আমাদের একজন আমরণ অনশনকারী শুভ্র মাহমুদ জ্যোতি হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থার আরো অবনতি ঘটেছে এবং এখন অবস্থা খুবই আশঙ্কাজনক...ডাক্তারের অনুরোধ উপেক্ষা করে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

আপডেটঃ ৫

মাননীয় প্রধানমন্ত্রীকে শহীদ রুমি স্কোয়াড থেকে খোলা চিঠি

৩৩৫ নং কমেন্টসে দৃষ্টি আকর্ষণ করছি।

মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সহ সকল জনপ্রতিনিধিদের কে উদ্দেশ্য করে বলছি, আপনাদের কি মনে একটুও কষ্ট লাগছে না, একটুও মায়া লাগছে যে বাচ্চা ছেলেগুলো জন্য যারা আজ নিজের দেশের জন্য অনশন করছে তাদের জন্য !!! আপনাদেরও তো সন্তান আছে, তাদের কথা ভেবে হলেও রাজনৈতিকভাবে না হউক ব্যাক্তিগতভাবে আসুন আর তাদের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে যান। আর কিছু না হউক তাদের মানসিকভাবে শান্তি ও শক্তির সঞ্চয় হবে।



শহীদ রুমী স্কোয়াড এর সমন্বয়ক নিলয়ের বক্তব্যঃ



অনশনস্থলে ফিরে আসলাম। আমি নিলয় বলছি। সাথে মানিক সূত্রধর, দীপ, শুভ্র, রায়হান সবাই ফিরে এসেছি। শুধু রাত তিনটায় নেয়া হয়েছিল সাগুফতাকে, সে এখনো হাসপাতালে আছে।



যত দিন যাচ্ছে, আমাদের কথা বলার বিষয় সীমিত হয়ে আসছে। সবাই জানতে চাচ্ছেন, আমরা কবে এর শেষ দেখবো? এই আত্মঘাতী কর্মসূচী আর কতদিন চলবে?



আমাদের উত্তর খুব সহজ। আমরা এর পরিণতি জেনেই নেমেছি। আমাদের পথ সুনির্দিষ্ট । হয় মুক্তি, অথবা মৃত্যু। আপোষ আর দালালীর রাস্তা আমরা চিনি না। আমরা লক্ষ্যে অটল, অবিচল আছি। আমাদের ১৭ বছরের দীপ তার হাসপাতালের বেডে শুয়ে তার মাকে বলেছে, "মা, আমার কিছু হয়নি। আমি কিছুই খাবো না। আমাদের এখনো অনেক পথ বাকি।"



আমরা প্রতিকী অনশন চাই না। ঐ সুশীল ভন্ডামির দিন শেষ। রুমী স্কোয়াড একটা কথা কখনো ভুলবে না। "স্বাধীন দেশে কোন জীবিত গেরিলার প্রয়োজন নেই।"



জয় বাংলা



আপডেট ৪ (সংহতি প্রকাশ)--

সিলেটে শহীদ রুমি স্কোয়াডের সাথে সংহতি প্রকাশ করে আগামীকাল ১২ টা থেকে ৬ টা প্রতীকী অনশন করবে।



রংপুর তারুণ্য চত্বরে জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে প্রতীকি অনশন।

শহীদ রুমি স্কোয়াডের অনশন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে রংপুর তারুণ্য চত্বরে কাল ৩১ মার্চ রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংহতি অনশন কর্মসূচী পালন করতে যাচ্ছে।




শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে প্রজন্ম কানাডা প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করেছে

প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ

১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে।

২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে।




আপডেট ৩

ব্রেকিং...ব্রেকিং...

অনশনের চতুর্থ দিনে হাইপোগ্লাইসোমিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বারডেমের জরুরী বিভাগে ভর্তি শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশনকারী রুবাইয়াত আদনান দীপ, আলিফ প্রধান, শুভ্র মাহমুদ জ্যোতি। তাদেরকে জরুরী বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আলীফ প্রধান,সাদাত হাসান নিলয় এর অবস্থা বেশি ভাল নয় । বিশেষ করে আলীফ প্রধান অনবরত বমি করে যাচ্ছেন ।

ব্লগের সকল ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি।

শহীদ রুমি স্কোয়াডের আমরন অনশন কর্মসুচির জন্য একটি মেডিকেল টীম গঠন করা উচিৎ

সংহতি প্রকাশ করুনঃ

শহীদ রুমি স্কোয়াডের সাথে আমরা

শুধু আমরা শাহবাগেই কেন্দ্রীভূত নই আর, অনশন কর্মসূচী ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও! "বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রতীকী অনশনে সামিল হচ্ছি "শহীদ রুমী স্কোয়াড"এর সাথে একাত্মতা ঘোষনা করে। ২৪ ঘন্টার এই প্রতীকী অনশন চলছে আজ বাংলাদেশ সময় বেলা ১২টা থেকেই। এখন পর্যন্ত অংশগ্রহনকারী মানুষদের শহরের তালিকা নিচে দেয়া হল। বিস্তারিত ইভেন্ট পেজে পাওয়া যাবে। যে কেউ অংশ নিতে পারেন। নিজ নিজ অবস্থান থেকেই সাথে থাকুন। শহীদ রুমী স্কোয়াডের পাশে আছি।

ইভেন্ট লিঙ্কে পাবেনঃ

শহীদ রুমী স্কোয়াডের সাথে আমরা।



মানিক সূত্রধর ভাই এর অবস্থার খানিক উন্নতি হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তবে তিনি হাসপাতাল থেকে আমাদের অনশনস্থলে ফিরে এসেছেন। অনশন ঠেকেছে ৮৪ ঘন্টায়।

শহীদ রুমীর ২২ বছরের জীবন সংক্ষেপে

কেন জামাত-শিবিরের রাজনীতি বন্ধের দাবীতে রুমীরা শাহবাগে আমরণ অনশণ করে ?



আপডেট ২

রাজশাহী থেকে শাহবাগে এসে আমরণ অনশনে যোগ দিয়েছেন ফারহানা ইয়াসমিন সুমি। এই মুহুর্তে শহীদ স্কোয়াডের সাথে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট আছে সামু''র চারজন ব্লগার। তারা হলেন মানবীরকস , s r jony , কান্ডারী অথর্ব এবং banglar_hasan



শিবিরকে নিষিদ্ধের দাবিতে খুলনাতেও ২৮ শে মার্চ রাত ১২ টা থেকে শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে শহীদ রুমী স্কোয়াডের ডাকে ৩৬ ঘন্টার অনশন কর্মসূচী পালন করেছে। অনশনে যোগদানকারী শহীদ রুমী স্কোয়াড, খুলনার সদস্যরা হলেন নাসরুম ইসলাম, ফয়সাল আফ্রিদি ও নিতাই বর্মন।



ফেইসবুক পেইজ লিঙ্কঃ

শহীদ রুমি স্কোয়াড

শহীদ রুমী স্কোয়াড, খুলনা।

প্রেস রিলিজঃ

শহীদ রুমী স্কোয়াড এর জামাত-শিবির নিষিদ্ধের দাবীতে আমরণ অনশনের ৬৯ ঘন্টা

ফেবু ইভেন্টঃ

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন



শহীদ রুমি স্কোয়াড সম্পর্কিত অন্যন্যা পোষ্ট সমুহঃ

আমি শহীদ রুমীর একজন উত্তরসুরী , শহীদ রুমী স্কোয়াডের একজন সদস্য ।

নির্ভীক রুমীরা

একাত্তর ঘন্টার অনশনে যুক্ত হলাম শহীদ রুমী স্কোয়াডের সাথে

একজন শহীদ শফি ইমাম রুমী । আমাদের নতুন প্রজন্মের আইডল ও গর্ব করার মত এক বীর

শহীদ রুমী স্কোয়াড, খুলনার প্রেস রিলিজ



আপডেট ১

সামু ও ফেইসবুক ভিত্তিক সংগঠন "আমরা ব্লগার" এর কিছু ব্লগার ২ ঘন্টার প্রতীকী অনশনে বসেছেন।এই মুহূর্তে প্রায় শখানেক মানুষ প্রতীকী অনশন করছে।

আজ সন্ধ্যা ৭ টায় শহীদ রুমির জন্মদিন কে স্মরণ করতে ৬২ টি মোম জ্বালানো হবে।



শহীদ জননী জাহানারা ইমামের শেষ চিঠি



মানিক সূত্রধর এর শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। আশঙ্কাজনক হওয়ায় উনাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই দোয়া করবেন প্লিজ।



ঢাকায় যারা অবস্থান করছেন সকল ব্লগারকে ২৯শে মার্চ শুক্রবার বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের গেইটের সামনে আসার অনুরোধ করছি।

আমরা রুমিদের সাথে সেখানে যদি তাদের সাথে অবস্থান না করতে পারি কিন্তু তাদের সাথে কিছু সময় কাটিয়ে তাদের মনোবল বাড়িয়ে দিয়ে আসতে পারি। একত্রে অনেকের অবস্থানকে তাদের মনোবল অনেক বাড়িয়ে দিবে।



আজকে সন্ধ্যায় সামহোয়্যার ইন...ব্লগের কিছু ব্লগার উপস্থিত হয়ে সামহোয়্যার ইন...ব্লগের পক্ষে শহীদ রুমি স্কোয়াডের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। সেখানে ব্লগার s r jony অবস্থান করছেন। ওখানে ব্লগারডাঃ পিনাকী দা রুমিদের কে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন।



মাটির ওপারে দাফন করেছি বাংলাদেশের গৌরবময় ঘাঁত আর মাটির এপারে কাফন পরেছি এবার করব বাংলাদেশ থেকে সকল রাজাকার উৎখাত।



জামাত শিবির নিষিদ্ধে শহীদ রুমী স্কোয়াডের আমরন অনশন।



খুব গর্ব হচ্ছে, শহীদ রুমীরা এখনো জন্ম নিচ্ছেন। কষ্টও লাগছে, নিজের ভাইদের এভাবে অনশনে থাকতে দেখে। এই বীর বাঙ্গালীকে স্বাধীনতার পরাজিত শক্তি কিভাবে রুখবে? কখনোই পারবে না ওরা। কারন এখন লক্ষ রুমী ঘরে ঘরে জন্ম নিচ্ছে।



জয় বাংলা !



আমরা দৃষ্টি প্রতিবন্ধী নই, আমাদের চোখ খোলা রয়েছে। আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি। সকল মিডিয়া, সংবাদপত্র, ফেসবুক ব্যবহারকারী এবং সকল ব্লগের ব্লগারগণকে, সরকার, বিরোধী দল, সরকারী – বেসরকারী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারন জনগন সহ সকল স্তরের ভাই ও বোনদের বিশেষ ভাবে অনুরোধ করছি এই রুমীদের আমরা এবার আর অকালে এভাবে মরতে দিতে পারিনা তাই তাঁদের সাহায্যের জন্য সকলকে আহবান করছি তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য। ওদের পাশে থাকুন, শাহবাগে আসুন। একাত্তরেও যেমন জাতিটাই এক পরিবার হয়ে উঠেছিল, আবার আসুন আমরা শাহবাগ পরিবার হয়ে উঠি। রাজনীতিতে অশনি সংকেত, শাহবাগ না বাঁচলে আমরাও বাঁচব না











শহীদ রুমি স্কোয়াডের আমরণ অনশনের কর্মসূচী'র সর্বশেষ প্রেস রিলিজ



ব্রেকিং : শহীদ রুমি স্কোয়াড আগামীকাল-২৯ মার্চ, ২০১৩ থেকে সারাদেশব্যাপী গণ-অনশন শুরু করার আহবান জানাচ্ছে!



বিভিন্ন মিডিয়ায় শহীদ রুমি স্কোয়াডের সংবাদ এর লিঙ্কঃ



জামায়াত নিষিদ্ধের দাবিতে অনশনে আরো মুখ



শহীদ রুমী স্কোয়াডে অনশনকারীদের সংখ্যা বাড়ছে



শাহবাগের নতুন ভাষা: আমরণ অনশন



Shahbagh hunger strike gets bigger



'হয় জয়, না হয় মৃত্যু'



আমরণ অনশনে ‘শহীদ রুমী স্কোয়াড’



অনশনে সংহতি বিশিষ্টজনদের



সর্বশেষ আমরণ অনশনে লিস্টেড ১৭ জন।



শহীদ রুমী স্কোয়াড এর স্ট্যাটাসের কিছু অংশ



এতো কিছুর মাঝেও যখন কেউ জানতে চান, শহীদ রুমী স্কোয়াডের মূলমন্ত্র কি... আমরা খুব সহজ একটা উত্তর তুলে ধরি... জন লেননের 'ইমাজিন' গানের কথাগুলো ...

You may say I'm a dreamer

But I'm not the only one

I hope someday you'll join us

And the world will live as on



হচ্ছে আমাদের মূলমন্ত্র, আমাদের স্বপ্ন...



যে সাত জনের ডাকে আন্দোলন শুরু হয়েছিল তাদের পরিচয়ঃ



১. সাদাত হাসান নিলয়

রিসার্চ অ্যাসিস্টেন্ট, বায়োমেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্ট, ঢাকা

বিশ্ববিদ্যালয়

পিতাঃ প্রকৌশলী হারুন-আল-রশীদ

মাতাঃ সাবেকুন নাহার

সমন্বয়ক, শহীদ রুমী স্কোয়াড



২. মেহেদি হাসান শুভ্র

লেকচারার, সি এস ই ডিপার্টমেন্ট, World University

পিতাঃ আব্দুছ ছালাম

মাতাঃ সুরাইয়া ইয়াছমিন



৩. কাজী আকাশ

ছাত্র (প্রথম বর্ষ), নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পিতাঃ কাজী মনিরুল ইসলাম

মাতাঃ হাসিনা বেগম



৪. শরীফুল হক আনন্দ

একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

পিতাঃ মোঃ সাইফুল কবির

মাতাঃ সেরিনা কবির



৫. মানিক সুত্রধর

চাকুরিজীবি

পিতাঃ নিখিল চন্দ্র সুত্রধর

মাতাঃ গীতা রানি সুত্রধর



৬. কাজী রুবায়েত আদনান দীপ

একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

পিতাঃ কাজী এনায়েত হোসেন

মাতাঃ নুরুন্নাহার



৭. নাজমুল আলম ভুঁইয়া (জয়)

বি বি এ (সেকেন্ড লাস্ট সেমিস্টার) , এ আই ইউ বি

পিতাঃ শাহ আলম ভুঁইয়া

মাতাঃ শাহনাজ আক্তার চৌধুরী

মন্তব্য ৩৮৬ টি রেটিং +৫১/-০

মন্তব্য (৩৮৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

দায়িত্ববান নাগরিক বলেছেন: মা তোমার রুমী আবার ফিরে এসেছে!

আমার ভীষন গর্ব হচ্ছে এই প্রজন্মের রুমীদের জন্য। আমরা তাদের পাশে থাকবো যে যেভাবে পারি।

জয় বাংলা !

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

আমিনুর রহমান বলেছেন: আমারও ভীষণ গর্ব হচ্ছে কিন্তু কষ্টও হচ্ছে আমি ভালো ভালো খাচ্ছি অথচ ওরা আজ দেশের জন্য এবং আমাদেরই একটি সুন্দর দেশ উপহারের জন্য আমরণ অনশন করছে।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা!! মা তোমার রুমিরা ফিরে এসেছে!

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা। রুমিরা যুগে যুগে আসতেই থাকবে তাদের মাকে রক্ষা করার জন্য।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

রেজোওয়ানা বলেছেন: জয় বাংলা!

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা!

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

পিপাসার্ত বলেছেন: আফসুস কি জানেন, রুমিরা আগেও মরছে, রাজনীতিবিদ গো যায় আসে নাই, এখনও মরলেও যায় আসেনা। খবরে তো পাইলাম ই না এদের খবর, কোনায় পইচা মইরা থাকবো। দ্বিতীয় মুক্তিযুদ্ধের লাখ লাখ নতুন মুক্তিযোদ্ধারা কই বুঝলাম না। মাত্র গোটা দশেক।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন: সত্যি আফসোসের। লাখ লাখ মুক্তিযোদ্ধার আমিও একজন কিন্তু সত্যি লজ্জা করছে ভাবতে আমি খেয়ে আছি আর ওরা না খেয়ে :( :( :(

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

অচেনাসময় বলেছেন: রুমিরা বারবার ফিরে ফিরে আসে সময়ের প্রয়োজনে ।
ভবিষ্যতেও আসবে.......

জয় বাংলা !

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

আমিনুর রহমান বলেছেন: তাদের মাকে রক্ষা করতে তাদের ফিরে আসতেই হবে।


জয় বাংলা!

৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


মা তাকিয়ে দেখ আমি তোমার সেই রুমী

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা!

৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
খুব গর্ব হচ্ছে, শহীদ রুমীরা এখনো জন্ম নিচ্ছেন

জয় বাংলা।
শেয়ারড।।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

আমিনুর রহমান বলেছেন: রুমিরা যুগে যুগে আসতেই থাকবে তাদের মাকে রক্ষা করার জন্য।


জয় বাংলা!

৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

বাংলার হাসান বলেছেন: দালালদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, আওয়ামী লীগ কাজী আরেফ সাহেবের যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলনকে খেয়ে তার উপর ভর করে একবার নির্বাচনী বৈতরী পার হয়েছে সে কথা দেশের মানুষ ভুলে গেছে। এবারের আন্দোলন আওয়ামী লীগ খেয়ে ফেলেছে এটা পুরান খবর। কিন্তু আওয়ামী লীগ ও স্যোসাল মিডিয়ায় বিচরন করা তাদের দালালরা ভুলে গেছে এবার যারা আন্দোলন শুরিু করে তারা কোন দলের দালাল নয়। এদের ভিতরে ছিল মাতৃভূমির প্রতি প্রচন্ড ভালোবাসা, আর তাইতো দুটি স্থানে ভিন্ন ভিন্ন নামে শুরু করলো অনশন। যে অনশনের কারনে খেয়ে ফেলা আন্দোলনটা এখন বদ হজমে রুপান্তর হয়েছে। আর এদের দালালদের স্যোসাল মিডিয়া সহ সব জায়গায় কান্নাকাটির আওয়াজ মুনতে পাচ্ছে দেশের মানুষ। কথায় আছে ”আকল মান্দকে লিয়ে ইশারাই কাফি হ্যায়” আন্দোলন শুরু হবার কয়েক দিন পর এক আওয়ামী দালালের ব্লগে সতর্ক বানী উচ্চারন করে একটি লেখা দেয়া হয়েছিল, তখন এদের মোটা মাথায় বিষযটা আসে নাই যে, এবারের আন্দোলন খেয়ে ফেলার পরে তা যে বদ হজমে রুপান্তরিত হবে।

দালালদের কান্না বেগ এতই বেশী যে, খুচরা টিসু দিয়ে তা কাভার হচ্ছে না। সে জন্য বিভিন্ন টিসু কোম্পানী গুলোর সাথে নতুন করে টিসু সরবরাহের চুক্তি হয়েছে বলেও বাজারে গুজব রটেছে।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

আমিনুর রহমান বলেছেন: রুমিরা যুগে যুগে আসতেই থাকবে তাদের মাকে রক্ষা করার জন্য।


জয় বাংলা!

৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমিনুর ভাই,আপ্নারা সবাই যোগ দিচ্ছেন না কেনো ???

চিন্তা করেন , শাহবাগে যতগুলা মানুষ জড়ো হয়েছে তারা সবাই যদি আমরণ অনশন শুরু করে তাইলে সরকারের কি অবস্থাটাই না হবে !!

জামাত নিষিদ্ধ না করে সরকার কোন কূলই পাবে না ।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন: আমি আজকে যাবো রে ভাই। তবে এই যে আজকে শহীদ রুমী স্কোয়াড যা করছে তা আমি ৫ই ফেব্রুয়ারীতেই বলেছিলাম।


খুব বেশি না আমরা ১ হাজার মানুষ একত্রে আমরণ অনশনে বশতে পারতাম তাহলেই সরকারের টনক নড়ে যেতো।

১০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

আশিক মাসুম বলেছেন: আমরা দৃষ্টি প্রতিবন্ধী নই, আমাদের চোখ খোলা রয়েছে। আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি। সকল মিডিয়া, সংবাদপত্র, ফেসবুক ব্যবহারকারী এবং সকল ব্লগের ব্লগারগণকে, সরকার, বিরোধী দল, সরকারী – বেসরকারী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারন জনগন সহ সকল স্তরের ভাই ও বোনদের বিশেষ ভাবে অনুরোধ করছি এই রুমীদের আমরা এবার আর অকালে এভাবে মরতে দিতে পারিনা তাই তাঁদের সাহায্যের জন্য সকলকে আহবান করছি তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য।





ভাই আমরা সবাই চলেন কাল থেকে ওদের পাশে গিয়ে দাড়াই।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

আমিনুর রহমান বলেছেন: চলে যায় আমি আজ বিকালে আমি যাচ্ছি সারাদিনে সব কাজ শেষ করে আজ যোগ দিবো তাদের সাথে।

১১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩

দলছুট শুভ বলেছেন:

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

আমিনুর রহমান বলেছেন: ২৬ শে মার্চ আলটিমেটামের শেষ এবং ৩৫ দিনের দীর্ঘ সময় পাওয়ার পরেও কোন অর্থবহ ও সুস্পষ্ট পদক্ষেপ ঘোষণা না করায় শহীদ রুমি স্কোয়াডের আমরণ অনশনের সাথে যোগ দিয়েছেন তিনিও।



জয় বাংলা।

১২| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

রাইসুল নয়ন বলেছেন: জয় বাংলা ।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা ।

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

মামুন রশিদ বলেছেন: এই বীর বাঙ্গালীকে স্বাধীনতার পরাজিত শক্তি কিভাবে রুখবে? কখনোই পারবে না ওরা। কারন এখন লক্ষ রুমী ঘরে ঘরে জন্ম নিচ্ছে।


শহীদ রুমী স্কোয়াডের পাশে আছি আমরা সবাই ।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

আমিনুর রহমান বলেছেন: কোন শক্তিই আজ রুমীদের রুখতে পারবেন না।


জয় বাংলা!

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

s r jony বলেছেন: আমি জানি না, এই স্কোয়াডের সদেস্য কারা? এদের কি কোনো রাজনৈতিক এইতিহাস আছে কিনা? এদের পরবর্তি পদেক্ষেপ কি? কিছুই জানি না। সুধু জানি এরা জামাতকে নিষিদ্ধ করার দাবীতে অনশন শুরু করেছে।

মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীন বাংলার একজন নাগরিক হিসেবে আমি এই দাবীর সাথে একমত। তাই আমিও তাদের সাথে আজ রাতে অনশনে যোগ দিব ইনশাআল্লাহ। এবং আমি আশাকরি মহান আল্লাহর রহমতে ও ইচ্ছায় "জামাত'কে নিয়ে আওয়ামলীগ ও বিএনপি ভোটের হিসেব উর্ধে রেখে জনগনের হিসেব করবে, জনগনের চাওয়া পুর্ন করবে।
কারন জনগনই সকল ক্ষমতার উৎস, যেটা ৪৮,৫২,৬২,৭১ ও ৯০ তে জনগন দেখিয়েছিল।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

আমিনুর রহমান বলেছেন: স্যালুট আপনাকে !


যে সাত জনের ডাকে আন্দোলন শুরু হয়েছিল তাদের পরিচয়ঃ

১.সাদাত হাসান নিলয়
রিসার্চ অ্যাসিস্টেন্ট, বায়োমেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্ট, ঢাকা
বিশ্ববিদ্যালয়
পিতাঃ প্রকৌশলী হারুন-আল-রশীদ
মাতাঃ সাবেকুন নাহার
সমন্বয়ক, শহীদ রুমী স্কোয়াড

২. মেহেদি হাসান শুভ্র
লেকচারার, সি এস ই ডিপার্টমেন্ট, World University
পিতাঃ আব্দুছ ছালাম
মাতাঃ সুরাইয়া ইয়াছমিন

৩. কাজী আকাশ
ছাত্র (প্রথম বর্ষ), নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পিতাঃ কাজী মনিরুল ইসলাম
মাতাঃ হাসিনা বেগম

৪. শরীফুল হক আনন্দ
একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ
পিতাঃ মোঃ সাইফুল কবির
মাতাঃ সেরিনা কবির

৫. মানিক সুত্রধর
চাকুরিজীবি
পিতাঃ নিখিল চন্দ্র সুত্রধর
মাতাঃ গীতা রানি সুত্রধর

৬. কাজী রুবায়েত আদনান দীপ
একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ
পিতাঃ কাজী এনায়েত হোসেন
মাতাঃ নুরুন্নাহার

৭. নাজমুল আলম ভুঁইয়া (জয়)
বি বি এ (সেকেন্ড লাস্ট সেমিস্টার) , এ আই ইউ বি
পিতাঃ শাহ আলম ভুঁইয়া
মাতাঃ শাহনাজ আক্তার চৌধুরী



জয় বাংলা।

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as on

পাশে আছি!!!!!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন: সবাই যে যার অবস্থান থেকে সবাইকে জানান।
মিডিয়ায় ভালো প্রচার নাই বলে আমরণ অনশনের খরব সবার কাছে পৌছায়নি।



জয় বাংলা।

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!


বাংলার দামাল ছেলেরা হাল ছাড়ে না। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে!!!


অনশনকারী ভাইদের প্রতি একাত্মতা প্রকাশ করছি!!!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা।

বিকাল ৩ টায় শাহবাগে চলে আসুন।

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

লেখোয়াড় বলেছেন:
ওদের জন্য গর্ববোধ করছি।
ওরা ধন্য।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

আমিনুর রহমান বলেছেন: আমি গিয়েছিলাম আজকে। সারাদিন না খেয়েও কি হাসিখুশি মুখে কথা বলছে। এদের দেখে মাথা নুয়ে যায় না অনেক উচু হয়ে গেছে এরা যে আমারই ভাই-বোন। এদের কথা যেভাবে পারুন প্রচার করুন।

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

আহলান বলেছেন: প্রথম মুক্তিযদ্ধে বঙ্গবুন্ধুর পরিবারের কেউ অংশ গ্রহণ করেনি। দ্বিতীয় মুক্তিযুদ্ধেও তাদের কাওকে দেখছি না। তারা কি সব সময়ই যুদ্ধ শেষে হালুয়া রুটির ভাগ (ক্ষমতার ভাগ) নিতে আসবে? .....

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন: শাহবাগ কোন দলের আন্দোলন নয় বাংলাদেশের প্রতিটি তরুনের চাওয়ায় আজ পরিনিত হয়েছে .........



জয় বাংলা !

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

হিম১২৩ বলেছেন: জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা !

২০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

পথের পাঁচ . .. বলেছেন: ইতোমধ্যে তাদের সঙ্গে আরও ৭ জন যোগ দিয়ে ১৪ জন অনশন অব্যাহত রেখেছেন

বুধবার সকাল ১০টায় অনশনরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাত তরুণের সঙ্গে যোগ দেন নারায়ণগঞ্জ থেকে আসা স্কুল শিক্ষক মোহাম্মদ আলিফ প্রধান, সাফি নামে একজন ব্লগার, সন্ধ্যার পর তাদের সঙ্গে যুক্ত হন একটি এফএম রেডিওতে কর্মরত সাকি ফারজানা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থী এইচ আই হামজা , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র স্বাগতম সাহা নীল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসির মোরশেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ ফায়েজ আহমেদ

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ মুমিন। এই মুহুর্তে আমাদের ব্লগার S R jony সহ ১৮ জন অনশনে আছে ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

আমিনুর রহমান বলেছেন: মুমিন বিকাল ৩ টায় চলে এসো।

২১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

১১স্টার বলেছেন: অনশনকারী ভাইদের প্রতি একাত্মতা প্রকাশ করছি!!!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা।

২২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

রাইসুল সাগর বলেছেন: পোস্ট স্টিকি করার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ।


জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

আমিনুর রহমান বলেছেন: সাগর বিকাল ৩ টার মধ্যে চলে আছিস।

জয় বাংলা।

২৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পোস্টে প্লাস, পোস্ট প্রিয়তে, পোস্টে লক্ষ সালাম।


সবার ঠিকানা এবং বাবা-মায়ের নাম প্রথম সুযোগেই মুছে ফেলার জন্য বিনীত অনুরোধ করছি অতি প্রিয় আমিনুর রহমান ভাইকে। প্লিজ ভাই, বুঝতেই পারছেন, কেন?

কর্তৃপক্ষকে অন্তরের অন্তস্থল থেকে অগুণতি ধন্যবাদ, এমন একটা পোস্ট স্টিকি করায়।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আমিনুর রহমান বলেছেন: শহীদ রুমি স্কোয়াডের পক্ষ থেকেই তাদের ইনফরমেশন গুলো অনলাইনে প্রকাশ করা হয়েছে । অতএব সমস্যা নাই !

একজন ব্লগার ফেইসবুকে প্রচার করছে যে শহীদ রুমি স্কোয়াডের একজন সমম্নয়ক এর পিতা নাকি বংগ বন্ধুর হত্যাকারি ।
সেটা যে মিথ্যা সেটা বোঝানোর জন্যই নাম ও পিতার নাম দেয়া হয়েছে।
এই মুহুর্তে আমি শাহাবাগে আছি তাই সকলের রিপলাই দিতে পারছি না !

২৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

জানা বলেছেন:


ওদের জন্য গর্বিত আমরা। এমন মহৎ কাজে সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি।



জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

আমিনুর রহমান বলেছেন: এমন মহৎ কাজের করার সুযোগ করে দেয়ার জন্য তোমাকে আর আরিল প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।



জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

২৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: এগিয়ে যাও শহীদ রুমি স্কোয়াড!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

আমিনুর রহমান বলেছেন: জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

জানা বলেছেন:

আমিও বুঝতে পারছি না, এখানে নাম, ঠিকানা দেয়া হলো কি কারণে!

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমিনুর রহমান বলেছেন: শহীদ রুমি স্কোয়াডের পক্ষ থেকেই তাদের ইনফরমেশন গুলো অনলাইনে প্রকাশ করা হয়েছে । অতএব সমস্যা নাই !

একজন ব্লগার ফেইসবুকে প্রচার করছে যে শহীদ রুমি স্কোয়াডের একজন সমম্নয়ক এর পিতা নাকি বংগ বন্ধুর হত্যাকারি ।
সেটা যে মিথ্যা সেটা বোঝানোর জন্যই নাম ও পিতার নাম দেয়া হয়েছে।
এই মুহুর্তে আমি শাহাবাগে আছি তাই সকলের রিপলাই দিতে পারছি না !

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

আমিনুর রহমান বলেছেন:

গতকাল একজন ব্লগার দায়িত্বহীনভাবে তার স্ট্যাটাস দিলেন
" বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও... "

তাই আজ বাধ্য হয়ে শহীদ রুমি স্কোয়াড তাদের নাম ও তাদের নাম প্রকাশ করেছেন।

আমার কথা, যদি খুনি হতো তাতে কি ???? কারো পিতা-মাতা অন্যায় করলে তার দায়ভার কি তার সন্তানের???? অবশ্যই না।

২৭| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অশনি সংকেত, শাহবাগ না বাঁচলে আমরাও বাঁচব না

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

আমিনুর রহমান বলেছেন: ঠিক তাই শাহবাগ বাঁচলে এই দেশের প্রতিটি মানুষ কিছু অশুভ ছায়া থেকে মুক্তি পাবে।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

২৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

সঞ্জয় নিপু বলেছেন: চলছে লড়াই চলবে... আমরা সব কিছুর শেষ না দেখা পর্যন্ত রাজপথে থকবো । জনতার সংগ্রাম চলবেই ।
আমার মনে হয় এই আন্দোলনের সাথে আমরা আরো কিছু ব্যপার যোগ করতে পারি ...

১। সাগর রুনী হত্যার বিচার কবে হবে ?
২। বিশ্বজিত হত্যাকারীদের কি করলো সরকার ?
৩। ইলিয়াস মোল্লার গুম হবার রহস্য কি উম্মোচন হবে না ?

ইত্যাদি ইত্যা্দি এভাবে বলতে থাকলে লিস্ট অনেক লম্বা হয়ে যাবে ।

এখনো পাশে আছি আশা করি আমাদের অধিকার আদায়ের অন্দোলনের সাথে আমি সবসময় ই পাশে আছি ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

আমিনুর রহমান বলেছেন:

বিকাল ৩টায় চলে আসুন শাহবাগে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

২৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

রুদ্র মানব বলেছেন: সত্যিই এদের জন্যে গর্ব হচ্ছে । মা তোমার রুমিরা আবার ফিরে এসেছে



অনশন কারীদের পিতা , মাতার নাম ও পরিচয় সরানোর অনুরোধ রইলো লেখকের কাছে ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

আমিনুর রহমান বলেছেন: গতকাল একজন ব্লগার দায়িত্বহীনভাবে তার স্ট্যাটাস দিলেন
" বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও... " ।

তাই আজ বাধ্য হয়ে শহীদ রুমি স্কোয়াড তাদের নাম ও তাদের নাম প্রকাশ করেছেন।

আমার কথা, যদি খুনি হতো তাতে কি ???? কারো পিতা-মাতা অন্যায় করলে তার দায়ভার কি তার সন্তানের???? অবশ্যই না।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
মাটির ওপারে দাফন করেছি বাংলাদেশের গৌরবময় ঘাঁত আর মাটির এপারে কাফন পরেছি এবার করব বাংলাদেশ থেকে সকল রাজাকার উৎখাত।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

আমিনুর রহমান বলেছেন:
শহীদদের রক্তদান, তরুণদের সাহসিকতা বৃথা যেতে পারে না। সব রাজাকার এবং জামাত-শিবিরের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ইনকগনিটো বলেছেন: বেশি কিছু না, এরকম একটা ছবিই সব কিছু তুলে ধরছে।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

আমিনুর রহমান বলেছেন: ঠিক তাই।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩২| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বাবুরাম সাপুড়ে বলেছেন: জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

আমিনুর রহমান বলেছেন: জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: স্বাধীনতার এই পরাজিত শক্তি আজকের লক্ষ কোটি রুমি যাদের জননি লক্ষ কোটি জাহানারা ইমাম তাদের কাছে আবার নতুন পরাজয় মানতে বাদ্ধ হবেই হবে ।
আমি গর্বিত আমিও একজন রুমি

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

আমিনুর রহমান বলেছেন:

শহীদদের রক্তদান, তরুণদের সাহসিকতা বৃথা যেতে পারে না। সব রাজাকার এবং জামাত-শিবিরের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩৪| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

runningX বলেছেন: শহীদ রুমি স্কোয়াডের সাথেই আছে সমগ্র বাংলাদেশ। আজ আমরা সবাইই রুমি। আর দেখতে চাই না রাজাকার নিয়া রাজনীতি দলবাজি। ওদের নিষিদ্ধ করা হোক অবিলম্বে।




জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

আমিনুর রহমান বলেছেন:
শহীদদের রক্তদান, তরুণদের সাহসিকতা বৃথা যেতে পারে না। সব রাজাকার এবং জামাত-শিবিরের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩৫| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

এসএমফারুক৮৮ বলেছেন: জয় বাংলা

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬

আমিনুর রহমান বলেছেন:


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩৬| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মেহেদী সুমন বলেছেন: মা তোমার রুমি রা আছে এখনো :)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

আমিনুর রহমান বলেছেন:

কোন শক্তিই আজ রুমীদের রুখতে পারবেন না।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩৭| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয়য়য়য়য়য়য়য়য় বাংলা!!!!!!!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩৮| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

জানতে চায় বলেছেন: EBAR BANGLADESH SORKAR CHAPE PORTE BADHHO HOBE....
UNADER AWHINGSHO ONOSHON ANDOLON KE PURNO SOMORTHON JANAY.

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

আমিনুর রহমান বলেছেন: ঠিক তাই ............


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৩৯| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

অন্ধকার রাজপুত্র বলেছেন: কয়েকজন ব্লগার রুমি স্কোয়াডের একজন সদস্যকে নিয়ে অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকারীর ছেলের ডাকা অনশন বলে এই অনশনের বিরোধিতা করছে এই ব্যাপারে আপনারা কিছু বললে অনেকটা সচ্ছ হত আমার কাছে।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

আমিনুর রহমান বলেছেন: গতকাল একজন ব্লগার দায়িত্বহীনভাবে তার স্ট্যাটাস দিলেন
" বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও... " ।

তাই আজ বাধ্য হয়ে শহীদ রুমি স্কোয়াড তাদের নাম ও তাদের নাম প্রকাশ করেছেন।

আমার কথা, যদি খুনি হতো তাতে কি ???? কারো পিতা-মাতা অন্যায় করলে তার দায়ভার কি তার সন্তানের???? অবশ্যই না।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৪০| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ফাহিম আহমদ বলেছেন: জয় বাংলা.........।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

আমিনুর রহমান বলেছেন:
জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৪১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

পিপাসার্ত বলেছেন: সবাই আমরা রুমি কিন্তু ওরা মাত্র ১৩ জন। বিরানি র টেকা টুকা না পাইলে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরা কিবোর্ড এই রুমি। বাসায় বইসা রুমি। কোথায় এখন সেই লাখ লাখ নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, এক ডাকে বলে লাখ জড় হয়েছিল? এখন এদের ডাকে না খায়া আন্দোলনে কোন লোক পাওয়া যাইতাছেনা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

আমিনুর রহমান বলেছেন:

যোগ দিচ্ছে একে একে এই মুহুর্তে ১৮ জন অবস্থান শাহবাগ শহীদ রুমি স্কোয়াড কর্নারে।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৪২| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: জানা বলেছেন:


ওদের জন্য গর্বিত আমরা। এমন মহৎ কাজে সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি।



জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

আমিনুর রহমান বলেছেন:
বিকাল ৩ টায় চলে আসেন। আমি অবশ্য সকাল থেকেই থাকবো।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা

৪৩| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আশিকুর রহমান অমিত বলেছেন: ৩ জন বাদে বাকি গুলোর বয়স আমার চেয়ে কম। কিন্তু সবার বুকে কি পরিমান সাহস। কি পরিমান মমতা তাদের প্রিয় মাতৃভূমির প্রতি। সত্যি বলতে এই সাত জন বীরের গুনগান করার যোগ্যতা আমার আছে কিনা মাই জানি নাহ। খালি একটা কথায় বলব তোমাদের স্বপ্ন সফল হোক, সৃষ্টিকর্তার কাছে এই প্রাথর্না।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

আমিনুর রহমান বলেছেন: অমিত, সত্যি খুব অবাক লাগে এই পিচ্চিগুলোর কি সাহস ! আরে আমি গিয়ে দেখি সারাদিন না খেয়ে থেকে একটুও মলিন হয়নি মুখের হাসি। তোমার তো তিনজন বড় আর আমার ১ জন বাদে সকলে।

২০১৩ এর সাত বীরশ্রেষ্ট।


৪৪| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: জয় বাংলা

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫১

আমিনুর রহমান বলেছেন: জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৪৫| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: চেতনার এক অগ্নিশিখা জ্বেলে
দূর্বার স্বাধীনতায়
স্বপ্ন হোক পুরন
অপশক্তি লয়ে বিদায়
আর কত অন্যায় যুলুম
আর কত হবে প্রান বলি
ঘুছে যাক তমাসাব্রিতা আধার
আসুক বিজয়ের পুষ্প কলি
স্বাগত জানাই তোমাদের
যাদের এই শানিত পন
বেড়ে উটুক সত্যর দাবানল
অজেয় হোক মুক্ত বাংলার কানন
শুভেচ্ছা
সাধুতায়

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০২

আমিনুর রহমান বলেছেন:

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৪৬| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: শহীদ রুমী স্কোয়াডের পাশে আছি । জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

আমিনুর রহমান বলেছেন: কাল সারাদিনই ওখানে থাকবো। তবে সব ব্লগার রা বিকাল ৩ টার দিকে একত্রিত হবো।

৪৭| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ধ্রুব মহাকাল বলেছেন: আম্মা দেখে যাও তোমার রুমিদের ।তোমার রুমি মরে নাই ।জেগে আছে ।তোমার রুমিরা অন্যদের মত কারও কাছে বিক্রি হয়নি হবেওনা হবারও নয় ।
সাব্বাশ ভাইয়েরা ।জয় বাংলা

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

আমিনুর রহমান বলেছেন:

সাব্বাস ভাইয়েরা ! আমার বোনেরাও আছে রে ভাই ওখানে।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৪৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

মরমি বলেছেন: আপনাদের স্যালুট জানাই। সমর্থন থাকলো। জয বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

আমিনুর রহমান বলেছেন:

আমি ভাই কিছুই করি নাই। আমাদের রুমিদের স্যালুট।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৪৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯

কাফের বলেছেন: স্যালুট! তাদের

সাথে থাকতে পারি আর না পারি এখন থেকে খাইতে বসলেই লজ্জা পাবো এইটা শিওর!

জয় বাংলা! জয় বাংলা!

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০

আমিনুর রহমান বলেছেন:
স্যালুট! তাদের।

আমরা চেষ্টা করি যে যার অবস্থানে বসে প্রতীকী অনশন করতে।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৫০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

আলতামাশ বলেছেন: আমি আশাবাদি, সরকার এবার আর কোন ধরনের উল্টাপাল্টা করার সুযোগ পাবে না।
আজ জেগেছে জনতা, ভেঙ্গে নিরবতা দালালেরা হুশিয়ায়।

পক্ষ নিলে রক্ষা নাই, সব রাজাকারের বিচার চাই।

জামাত শিবিরের রাজনীতি আইনকরে নিষিদ্ধ করতে হবে

সামুকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করায়
আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্টের জন্য


শহীদ রুমী স্কোয়াড এর জন্য রইল ভালোবাসা

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১২

আমিনুর রহমান বলেছেন: জামাত শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে।

কাল সময় পেলে চলে এসো আমি সারাদিনই থাকবো।

জয় বাংলা।

৫১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০

হাঁড় = ঘাঁড় বলেছেন: তোমার আমার ঠিকানা,
পদ্মা মেঘনা যমুনা
---------------------
জানি জানি সবই জানি,
জামাত মানেই পাকিস্তানী
----------------------
জামাতে ইসলাম
মেইড ফর পাকিস্তান
----------------------
মসজিদে আগুন দেয় কে?
এজিদ ছাড়া আর কে?
----------------------
এমন রায় দিল কে?
কসাইটারে ঝুলায় দে।
---------------------

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

আমিনুর রহমান বলেছেন:
পাকিস্তানে প্রেতাত্মারা পাকিস্তানে ফিরে যা।



জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৫২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২

শান্তা273 বলেছেন: জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

আমিনুর রহমান বলেছেন:
জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৫৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

দন্ডিত বলেছেন: জয় বাংলা। সকল দালালের থোতামুখ ভোতা করে দিবে শহীদ রুমি স্কোয়াড। আরাম করে আন্দোলনের দিন শেষ।

অনশনরত একজন আমার খুব কাছের একজন বন্ধু। শ্রদ্ধায় আর নিজের অক্ষমতায় মাথা নীচু হয়ে আসল।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

আমিনুর রহমান বলেছেন:
আমার ভাই গর্বে বুক ফুলে উঠে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৫৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

আমিনুর রহমান বলেছেন:
জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৫৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

কয়েস সামী বলেছেন: খেয়াল রাখবেন কোন রাজনৈতিক দল যেন এ আন্দোলন খেয়ে না ফেলে। সরকারী প্রটেকশন দিতে চাইলে প্রত্যাখ্যান করা উচিত। কারন সরকারের প্রটেকশন নিয়ে সরকারের বিরূদ্ধে লড়াই করা যায় না।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

আমিনুর রহমান বলেছেন: চেষ্টা করে যাচ্ছি। কতটুকু করতে পারবো জানি না।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৫৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: জামায়াত নিষিদ্ধের দাবিতে অনশনে আরো মুখ

বৃহস্পতিবার বিকালের মধ্যে আরো পাঁচজন তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

এরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম সৌরভ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থী এইচ আই হামজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ ফায়েজ আহমেদ, সেউতি সাগুফতা ও রঞ্জন বণিক।

এখন পর্যন্ত অনশনকারীদের মোট সংখ্যা দাঁড়ালো- ১৬ জনে।

শাহবাগে চলমান অনশনের সঙ্গে সংহতিপ্রকাশ করে ২৯ মার্চ সকাল থেকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষাথী অনশন শুরু করবেন।

ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক।

৫৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

এই আমি সেই আমি বলেছেন: নাম প্রকাশ ঠিকই আছে । কারন মাহমুদ কারিগর এবং তস্য পুত্ররা সক্রিয় হয়ে উঠছে ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১১

আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৫৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

কবীর হুমায়ূন বলেছেন: এখনি সময় শত্রু নিধনে
কবীর হুমায়ূন
------------------------------------------------------------------------

এখনি সময় শত্রু নিধনে-
জেগেছে দীপ্ত প্রাণের চেতনবিদ্ধ জোয়ার জল,
জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে হবে জঞ্জাল সকল।
এখনি সময় জেগে উঠো প্রাণ তন্দ্রা ছেড়ে,
অন্ধাকারের দাঁতালো হিংস্র পশুর দল
ছিন্ন-ভিন্ন করতে চায় মায়ের আঁচল;
ওদের তীক্ষ্ণ নোখ উপড়ে ফেলার প্রত্যয়ে
প্রাণে প্রাণে সম্মিলন হোক আকরিত বিশ্বাস।
যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে যতক্ষণ নিশ্বাস।
গৃধ্নু ওরা, লাশের গন্ধে ভাগাড়ে ঘোরে,
লেবাসের তলে লুকিযে রাখে কামুক দাঁত;
ওদের চিহ্নিত করো নিঃচিহ্নের প্রয়োজনে।

এসো ভালোবাসার সৌরভ নিয়ে এগিয়ে যাই-
শত্রু নিধনের চেতনায়।
এখনি সময়,
সময়ের আঘাত এবার হানতেই হবে-
আজন্ম লালিত শত্রুর পাঁজরে।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন:
চমৎকার কবিতা।


এসো ভালোবাসার সৌরভ নিয়ে এগিয়ে যাই-
শত্রু নিধনের চেতনায়।
এখনি সময়,
সময়ের আঘাত এবার হানতেই হবে-
আজন্ম লালিত শত্রুর পাঁজরে।

৫৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

চাটিকিয়াং রুমান বলেছেন: রুমীরা বেঁচে থাকবে যুগ যুগ ধরে।
রুমীরা বেঁচে থাকুক আজীবন।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

আমিনুর রহমান বলেছেন: মাকে রক্ষা করতে রুমীরা জেগে উঠেছে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

কাজের কথা বলেছেন: এক বুক অশ্রুভেজা ভালবাসায় শিক্ত হও ভাই তোমরা। জাতি তোমাদের এই ঋণ শত শত বছর শ্রদ্ধাভরে স্বরণ করবে।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

আমিনুর রহমান বলেছেন:
জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

মাইক-মজিদ বলেছেন: ব্লগার আমিনুর রহমান
অমি পিয়ালের সেই স্টাটাস আমিও দেখেছি । সেখানে উল্লেখ করা নামের কোন ব্যাক্তির সন্তান শহীদ রুমি স্কোয়াডে নেই সেটা পরিস্কার । উনি এভাবে মিথ্যা বল্লেন কেনো ?

আমার একটা প্রশ্নের উত্তর দেন : মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিষয়ক সব ব্যাপারে পিয়াল সাহেব নাক গলান , এখন উনার পারিবারিক পরিচয় কি ? উনার পরিবারের মধ্যে যদি যুদ্ধাপরাধী বের হয় তখন কি হবে ?

খিয়াল কৈরা

আপনার পোষ্টে সকলকে একটু নাড়া দিয়ে গেলাম । আপনাকে কোন রকম খোচা দিতে চাইনাই । ;)

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪

আমিনুর রহমান বলেছেন: হেই ভ্রাতা কথায় সমঝদারকে লিয়ে ইশারাই কাফি।
খিয়াল কইরা ;)


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

মামুন রশিদ বলেছেন: নাম-পরিচয় দিয়ে ভালো হইসে, প্রজন্মের বীর সেনানীদের আমরা চিনলাম । ২০ নং কমেন্টে ব্লগার 'পথের পাঁচ' অনশনে যোগ দেয়া আরো সাত জনের পরিচয় দিয়েছেন । এদের নামও পোস্টে এ্যাড করে দিয়েন ।


তোমাদের স্যালুট কমরেডস । মা, তোমার রুমীরা আবার ফিরে এসেছে ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

তোমাদের স্যালুট কমরেডস । মা, তোমার রুমীরা আবার ফিরে এসেছে ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমরা দৃষ্টি প্রতিবন্ধী নই, আমাদের চোখ খোলা রয়েছে। আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি।

রুমীরা বেঁচে থাকবে যুগ যুগ ধরে।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ রিংকু।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

s r jony বলেছেন: অনশন চলছে,
আছি শাগাবাগে, শহীদ রুমি স্কয়াডের সাথে

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস।

৬৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

ঘুমন্ত আমি বলেছেন: জয় তোমাদের হবেই ।সাথে আছি অন্তরের অন্তরস্থল থেকে ।রাজাকারদের ফাসি হবেই বাঙ্গলার মাটিতেই ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

আমিনুর রহমান বলেছেন: রুমীরা জেগে উঠেছে। জয় আমাদের অনিবার্য।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: শহীদ রুমী স্কোয়াড এর জন্য রইল ভালোবাসা ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

আমিনুর রহমান বলেছেন:
রুমীরা জেগে উঠেছে। জয় আমাদের অনিবার্য।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রদ্ধেয় ব্লগার s r jony কে জানাই লাল সালাম।

আগামী কাল হতে আমি যোগ দিচ্ছি এই অনশন কর্মসূচীতে। s r jony ভাই আমি আসছি ইনশাল্লাহ আপনার সাথে এবং আমার সব রুমী ভাইদের সাথে অনশন করতে।

আপনারা জানবেন কাল হতে পাবেন ইনশাল্লাহ আমার মতন একজন অথর্বকে আপনাদের সহ যোদ্ধা হিসেবে।

মা তোমার রুমী ফিরে এসেছে।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

আমিনুর রহমান বলেছেন:
শ্রদ্ধেয় ব্লগার s r jony কে জানাই লাল সালাম।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপডেট ভাল লাগল। জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৬৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

মামুন রশিদ বলেছেন: পোস্ট স্টিকি করায় সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ ।




মা, তোমার রুমীরা আবার ফিরে এসেছে ।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

আমিনুর রহমান বলেছেন:
সামু'র প্রতি চির কৃতজ্ঞতা। এই প্লাটফর্মটি সবচেয়ে বড় ভুমিকা রেখেছে গন জাগরণ ২০১৩ এ। দেশ মাতৃকার খারাপ সময়গুলোতে সামু ও সামুর ব্লগারই অগ্রনী ভুমিকা রেখে গেছে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৭০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

@ s r jony ভাই আমি সকালে এসেই যোগ দিচ্ছি আপনাদের সাথে তখন হবেন ১৯ জন।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

আমিনুর রহমান বলেছেন: ১৮ জন হবে।

৭১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

s r jony বলেছেন: অনশন চলছে বৃস্টির মাঝেও,
আছি শাহাবাগে ১৭ জন।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন: লাল সালাম কমরেডস !

৭২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগার s r jony অনশনের আছেন! ভাই আপনাদের আমার হৃদয় থেকে শ্রদ্ধা জানাই। আমার চোখে পানি চলে আসছে। আল্লাহ আপনাদের ভালো রাখুন।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

আমিনুর রহমান বলেছেন: রুমি রা জেগে উঠেছে, রাজাকারদের আর রক্ষা নাই।

৭৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন:

অনশনের ৪৪ ঘন্টার মাথায় অসুস্থ হয়ে পড়েছেন অনশনকারী মানিক সূত্রধর এবং মোঃ আলিফ প্রধান... তাদের কে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করার হয়েছে।

শহীদ রুমী স্কোয়াড

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

আমিনুর রহমান বলেছেন: দাড়িয়ে আছেন আমাদের সামুর ব্লগার পিনাকী দা।

৭৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:








২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই।

৭৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

নাইট রিডার বলেছেন: পারছিনা যেতে রুমি স্কোয়াডের সাথে একাত্ম হতে, কিন্তু তাতে কি যেখানে বসে আছি সেখানে অনশন করতে সমস্যা কোথায়? এই অনশন কেউ দেখবেনা, হয়ত কোন প্রভাবও ফেলবে না সরকার বা বিরোধী দল বা অন্য কারও উপরে, কিন্তু নিজের বিবেকের কাছে তো মাথা উঁচু করে বলতে পারব, "হ্যা আমিও ছিলাম রুমি স্কোয়াডে।"

আর এই অনশন হবে সোনার চেয়েও খাঁটি কারণ নিজে ছাড়া আরও কেউ জানছে না এই ব্যাপারে, প্রমাণ দিতে হচ্ছে না কাউকে। এ শুধু নিজের বিবেকের কাছে নিজের জবাবদিহিতা।

আমি শুরু করেছি এই অনশন, দোয়া করবেন যেন রুমি স্কোয়াডের সাথে থাকতে পারি।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

আমিনুর রহমান বলেছেন: "পারছিনা যেতে রুমি স্কোয়াডের সাথে একাত্ম হতে, কিন্তু তাতে কি যেখানে বসে আছি সেখানে অনশন করতে সমস্যা কোথায়? এই অনশন কেউ দেখবেনা, হয়ত কোন প্রভাবও ফেলবে না সরকার বা বিরোধী দল বা অন্য কারও উপরে, কিন্তু নিজের বিবেকের কাছে তো মাথা উঁচু করে বলতে পারব, "হ্যা আমিও ছিলাম রুমি স্কোয়াডে।"

ঠিক তাই। যে যার অবস্থানে থেকে প্রতিবাদ করা।

৭৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

s r jony বলেছেন: আজ রাত একটার ছবি।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন: লাখো কোটি স্যলুট কমরেডস।

৭৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আজ শহীদ শাফি ইমাম রুমি (বীর বিক্রম ) এর শুভ জন্মদিন।




তাঁর এই জন্মদিনে আমি এই বীর এর প্রতি জানাই আমার লাল সালাম এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করি।

হে আল্লাহ আমাদের শক্তি দাও যেন আমরা রুমী আত্মত্যাগ বৃথা যেতে না দেই। আমরা যেন তাঁর স্বপ্ন পূরণ করতে পারি। দেশ থেকে রাজাকার বিলুপ্ত করতে পারি চিরদিনের জন্য। হে বীর আমাদের ক্ষমা করবেন।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

আমিনুর রহমান বলেছেন: তাঁর এই জন্মদিনে আমি এই বীর এর প্রতি জানাই আমার লাল সালাম এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করি।

৭৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:
প্রিয় কবি আমাদের রুমিদের জন্য একটা কবিতা লিখেন ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৭৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা? View this link

৮০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাদের মহান ধ্যান উদ্বোধন ঘটাক বিবেকের, পরিচ্ছন্নতার, দৃঢ়-সংকল্পের।

Click This Link

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই। দেখেছি আর মুল পোষ্টে এডও করে দিয়েছি।

৮১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সাথেই আছি আমরা সবাই। বিজয় আসবেই।
জয় বাংলা ।

শ্রদ্ধেয় ব্লগার s r jony কে জানাই লাল সালাম।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

আমিনুর রহমান বলেছেন: চলে আসো শাহবা বিকাল ৩টার মধ্যে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৮২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

তথই বলেছেন: ইমরানদের মত লোকদেখানো সরকারি আন্দোলন চাই না , চাই সত্যিকারের গনমানুষের আন্দোলন ..... আশা করি শহীদ রুমি স্কোয়াড এই আশা পূরণ করতে পারবে

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

আমিনুর রহমান বলেছেন: চাই সত্যিকারের গনমানুষের আন্দোলন ..... আশা করি শহীদ রুমি স্কোয়াড এই আশা পূরণ করতে পারবে.


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৮৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনশনের ৪৪ ঘন্টার মাথায় অসুস্থ হয়ে পড়েছেন অনশনকারী মানিক সূত্রধর এবং মোঃ আলিফ প্রধান...


তাদের কে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করার হয়েছে।
সূত্রঃ শহীদ রুমী স্কোয়াড

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৮৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

অনীনদিতা বলেছেন: রুমীরা বেঁচে থাকবে যুগ যুগ ধরে।
রুমীরা বেঁচে থাকুক আজীবন।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

আমিনুর রহমান বলেছেন:

রুমীরা বেঁচে থাকবে যুগ যুগ ধরে।
রুমীরা বেঁচে থাকুক আজীবন।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৮৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮

s r jony বলেছেন: আজ শহীদ শাফি ইমাম রুমি (বীর বিক্রম ) এর ৬২তম জন্মদিন।
তাই আজ শাহাবাগে "শহীদ রুমী স্কোয়াডের" সদেশ্যরা ৬২টি মোমবাতি জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।





২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

আমিনুর রহমান বলেছেন: তাঁর জন্মদিনে আমি এই বীর এর প্রতি জানাই আমার লাল সালাম এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করি।

৮৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৭

নীল জানালা বলেছেন: পুলাপাইন জুস-টুস খায়া বাড়িতে যাও। শুধু শুধু জান খারাপ করার কোন মানে নাই। তোমাদের দাবী পূরন করার মতন হেডমের জোড় হাসিনালীগের নাই। এইটা সেই আওয়ামিলীগ না। আওয়ামীলীগ নামের আড়ালে এখন এইটা হাসিনার মাফিয়া দল। জামাত আর হাসিনালীগ এক খুঁটিতে বাঁধা দুইটা পশু।

৮৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২

রেজোওয়ানা বলেছেন: ডক্টরদের মধ্যে একজন যে দাড়িয়ে আছে উনিও কিন্তু সামুর ব্লগার, ড: পিনাকী ভট্টাচার্য!

...তিনটায় যাদুঘরের সামেন চলে আসবো ইনশাআল্লাহ!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৯

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা। আমি দেখে এসেছি পিনাকী দা কে নিরন্তর সেবা করে যাচ্ছেন রুমিদের । কিন্তু পোষ্টে তার কথা লিখতে ভুলে গেছি। পোষ্ট এডিট করে দিচ্ছি।

৮৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৩

বাংলাদেশী দালাল বলেছেন: "হে আল্লাহ আমাদের শক্তি দাও যেন আমরা রুমী আত্মত্যাগ বৃথা যেতে না দেই। আমরা যেন তাঁর স্বপ্ন পূরণ করতে পারি। দেশ থেকে রাজাকার বিলুপ্ত করতে পারি চিরদিনের জন্য। হে বীর আমাদের ক্ষমা করবেন। "

চোখের পানি যেন নিজেকেই ধিক্কার দিচ্ছে।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

আমিনুর রহমান বলেছেন:
চোখের পানিকে জয় করুন। যার যে যার অবস্থান থেকে পারুন আন্দোলনের সাথে সংযুক্ত হউন।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৮৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৭

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন:
ভাইয়েরা

চলেন আমরা আমাদের সময়টা ব্লগ বা ফেসবুকে অন্যের গীবত না করে সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করি। জীবন দুই দিনের, ইহজগতের এসব সিলসিলায় না জড়িয়ে নামাজ, জিকির, রোজা রেখে সিরাতুল মুস্তাকিম এর দিকে চলতে শুরু করি। আল্লাহ আমাদের সুবুদ্ধি দিন, আমিন

৯০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

সাধারন বলেছেন: জনতার সংগ্রাম চলবেই....

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

আমিনুর রহমান বলেছেন: চলবেই ......


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৯১| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৯

s r jony বলেছেন: ভোর সোয়া চার'টা বাজে এখন।
অনশন কারিরা ক্লান্ত শরীর নিয়ে ঘুমাচ্ছে, আমি ও আরো দুইজন মিলে যেগে আছি ও পাহারা দিচ্ছি।
না, খারাপ লাগছে না। আমি হয়ত আজ এক রাত জেগে আছি, কিন্তু ৭১ এই রকম অনেক রাত জেগে ছিল আমাদের পুর্ব পুরুষেরা, মুক্তিযোদ্ধারা। আজ আমরা জাগছি তাদের অসামাপ্ত কাজ শেষ করার জন্যে।

জয় বাংলা
জয় জনতা

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

আমিনুর রহমান বলেছেন:


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৯২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭

নস্টালজিক বলেছেন: মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, শহীদ রুমি স্কোয়াডের এই প্রচেষ্টা যেনো সফল হয়!

আমার স্যালুট, যারা আছেন! যারা সমর্থন জানাচ্ছেন! যারা অনুভব করছেন-সবাইকে!

জয় বাংলা!

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

আমিনুর রহমান বলেছেন:
আপনাকে ও স্যালুট।

যে যার অবস্থান থেকে আন্দোলনের সাথে একাত্ম হয়ে সফল করে তুলুন।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৯৩| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৬

ওয়ে অফ লিবার্টি বলেছেন: আমরা জেগে আছি।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

আমিনুর রহমান বলেছেন: জেগে থাকতেও হবে আমাদের।

৯৪| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৮

আশিক মাসুম বলেছেন: খুব সিগ্রই যোগ দিচ্ছি , আমিনুর ভাই আপনি কখন যাচ্ছেন ???



@ কাণ্ডারি ভাই সকালে যাওয়ার আগে আমাকে একটা কল দিয়ে যাবেন ।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

আমিনুর রহমান বলেছেন: বিকাল ৩ টার মধ্যে শাহবাগে চলে আয়।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৯৫| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৯

নীল জানালা বলেছেন: দাবী উঠুক- রাজনিতিতে ধর্মীয় সাম্প্রদায়িকতা নিষিদ্ধ করতে হবে রিতিমত সাংবিধানিক ভাবে। রাজনিতির মন্চ হবে অসাম্প্রদায়িক। বদ লোকেরা যেন সাধারন মানুষের ধর্মীয় বিশ্বাস আর অনুভুতিকে পূঁজি করে তাদের অসৎ উদ্দেশ্য সাধন করার সুযোগ আর না পায়। যেন দেশের সামাজিক-রাজনৈতিক পরিবেশ কলুষিত করতে না পারে সাম্প্রদায়িকতার বিষবাস্পে। এটা হবে সভ্যতার পথে আমাদের প্রথম পদক্ষেপ।

পোলাপাইন, তোমগো না খায়া থাকতে দেইখা খারাপ লাগতাসে

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

আমিনুর রহমান বলেছেন:
যে যার অবস্থান থেকে আন্দোলনের সাথে একাত্ম হয়ে সফল করে তুলুন।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় বাংলা।

৯৬| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৮

ফকির সাইঁ বলেছেন: জয় বাংলা, জয় "শহীদ রুমী স্কোয়াড"

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

আমিনুর রহমান বলেছেন:

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা।

৯৭| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৯

s r jony বলেছেন: ভোর ৬টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমরা আমাদের নতুন সকালকে বরন করছি।
------------------------শহীদ রুমী স্কোয়াড , শাহাবাগ, ঢাকা থেকে।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

আমিনুর রহমান বলেছেন:


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা।

৯৮| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩

তুহিন সরকার বলেছেন: আন্দোলন, অনশন চলছে চলবে।
আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এ আন্দোলনের কায়মনে সাফল্য কামনা করছি।
একটাই দাবী রাজাকার মুক্ত চাই বাংলার মাটি।
সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
জয়বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন: আন্দোলন চলবেই ......

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা।

৯৯| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫১

চৈতী আহমেদ বলেছেন: কাল বিকেল থেকে রুমীদের সঙ্গে ছিলাম অনেক্ষণ, শহীদ রুমী স্কোয়াডে, ওদের সাহস আমাকে আস্বস্ত করে এখনো সব আশা শেষ হয়ে যায়নি। ওরা আমার বাংলাদেশের জন্য জীবন বাজী রেখেছে।

বাংলাদেশটা আমার তাই আমি ওদের পাশে এসে দাঁড়িয়েছি, যদি আপনার হয় আপনিও চলে আসুন। একসাথে পথ হাঁটলে জামায়াত শিবিরমুক্ত বাংলাদেশ খুব বেশি দুরে নয় -জয় বাংলা

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন:
মানিক সূত্রধর এর অবস্থার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই দোয়া করবেন প্লিজ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা।

১০০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২

দূর দ্বীপবাসীণি বলেছেন: আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
রুমীরা বেঁচে থাকুক আজীবন।
শ্রদ্ধেয় ব্লগার s r jony কে হৃদয় থেকে শ্রদ্ধা ।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন: যে যার অবস্থান থেকে আন্দোলনের সাথে সংযুক্ত হয়ে আন্দোলনকে শক্তিশালী করুন।

মানিক সূত্রধর এর অবস্থার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই দোয়া করবেন প্লিজ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা।

১০১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭

রাফা বলেছেন: রুমীরা জেগে আছে,জেগে থাকবে।বাংলা মায়ের দুঃসময়ে রুমীরা বসে থাকতে পারেনা।নব প্রজন্মের রুমীদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে জানাই বিপ্লবী সালাম।

ধন্যবাদ,আমিনুর ভাই।

জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ রাফা। রুমীরা যুগে যুগে সময়ের প্রয়োজনে জেগে উঠে।


মানিক সূত্রধর এর অবস্থার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই দোয়া করবেন প্লিজ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা।

১০২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৪

মনে নাই বলেছেন: জয় বাংলা।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:
মানিক সূত্রধর এর অবস্থার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই দোয়া করবেন প্লিজ।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা।

১০৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

ইজীটক বলেছেন: Click This Link

খবরটি দেখুন। নিষিদ্ধ না হলে এমন ঘটনা ঘটেই যাবে।

১০৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

s r jony বলেছেন: মানিক ভাইর শারীরিক অবস্থা ভাল না, উনার ব্লাড প্রেশার আশিঙ্কা জনক ভাবে নেমে যাচ্ছে। এরপরে হয়ত আরেক ভাই অসুস্থ হয়ে যাবে, তারপর হয়ত আমি, এমনি করে আমরা সবাই কি মারা যাব???? সরকার কি আমাদের দাবি মেনে নেবে না?? আপনারা কি চুপ করে থাকবেন????

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:

আমরা চুপ করে থাকবো না আর। রুমিরে জেগে উঠেছে। বিজয় আমাদের অনিবার্য।

১০৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: : ব্লগ সারা বিশ্বের নিকট বর্তমানে স্বাধীন এবং স্বচ্ছ একটি মতামতের
যুগান্তকারী অত্যাধুনিক চলমান বিজ্ঞান , সাহিত্য , শিক্ষা , ও
যুগাযুগের মাধ্যম ।
ব্লগ ব্যাবহার কারি বৈজ্ঞানিক দিক নির্দেশনায় তারা ঘরে বসে , জীবন
গড়ে , পায় সমাজ , চাকুরী , ও রাস্টের দিক নির্দেশ ।
এখানে ঘৃণ্য হিনমন্য ধূর্তামি , অন্ধ রাজনীতি , আর অদ্ভুদ খেয়ালি পনা
কেন ? বিশ্বের প্রায় ২ কোটি লোক এ ব্লগ জগতের সাফল্য তারা অনেক উন্নত আবিস্কারক , ইঞ্জিনিয়ার , প্রতিভা দিপ্ত কবি দার্শনিক
রাস্টনায়ক তথা সমাজের সকল দ্বারায় প্রতিষ্ঠিত ।
আমাদের দেশে এর বহুল প্রচার এবং কার্যকর ভুমিকা মাত্র কয়েক
বছর যাবত , উন্নত দেশে এর বহুল কার্যক্রম ২ যুগ আগে থেকে যার জন্য তাদের সাফল্যর চাইতে আমরা আরও অনেক অনেক দুর্বল ।
সরকার এর প্রয়োজনীয়তার গুরুত্ব দেশ ও জাতীর ভবিষ্যৎ এগিয়ে যাবার বাস্তবায়নের লক্ষ্য উচিত এই ব্লগ সাইট কে উন্নত প্রশিক্ষনের
আওতায় প্রতিটি অধিদপ্তরে , শিক্ষা প্রতিষ্ঠানে , এবং রাস্টের
চালিকা শক্তি হিসাবে উপযোগ সৃষ্টি ও কর্ম দক্ষতার সাক্ষর বহন
করা ।
অথচ না বুঝে মানুষ , একে নিয়ে মিথ্যা অপপ্রচার , এবং রাজনীতির অন্ধ আবরনে টেলে দিচ্ছে । জানিনে বিবেকবান মানুষদের ব্লগ মিডিয়া সম্পর্কে তাদের বোধোদয় ঘটে কিনা ।


লেখক বলেছেন: উন্নত দেশের উদাহরণ একটু বলি, SOPA ও PIPA এই শব্দ দুটোর কথা শুনছেন? গত কয়েক বছর ধরে ইন্টারনেটে শেকল পরানোর জন্য 'উন্নত বিশ্বও' ঊঠে-পড়ে লেগেছে। আমি বলতে চাইছি, এখালে ব্লগ-ব্লগার-অনলাইন এক্টিভিস্ট তথা ইন্টারনেট সংশ্লিষ্টদের কোন দেশ নাই, তাদের পক্ষে সরকারও নাই, বিরোধী দলও নাই। তারা নিজেরাই হচ্ছে নিজেদের জন্য। এবং এটা প্রমাণিত যে তারা এক হলে অসাধ্য সাধন করা সম্ভব। খোদ ইউএস সরকারেরও সামর্থ হয় না ইন্টারনেটে শেকল পরাতে। তাই গত বছর SOPA ও PIPA জপমালা ইউএস সরকার বাধ্য হইছিল শিকেয় তুলতে। কিভাবে? সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রবল প্রতিরোধের মুখে।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

আমিনুর রহমান বলেছেন: মাসুদ ভাই মনে হয় ভুলে এখানে মন্তব্য করে ফেলেছেন।

১০৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: চৈতী আহমেদ বলেছেন: একসাথে পথ হাঁটলে জামায়াত শিবিরমুক্ত বাংলাদেশ খুব বেশি দুরে নয় -জয় বাংলা।

সহমত।


জামাত শিবির নিষিদ্ধ কর !

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

আমিনুর রহমান বলেছেন: সহমত


সহমত

১০৭| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: Kallol Mustafa

ekebare vimruler chak e gha legecche, eker por ek sb, rab, police, nsi er lokjon jadughorer shamne jamat nishiddher dabite gotokal raat theke amoron anoshon e bosha shohid rumi squad ke proshnoban e osthir korcche. eishomoy shonghotir boro proyojon anoshonkarider.

-----------------------


এই ব্যাপারে আপডেট জানাবেন আমিনুল ভাই।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

আমিনুর রহমান বলেছেন: র‍্যাব, পুলিশ বা অন্যন্যা আইন শৃঙ্খলার লোকজন আসছে এটা সত্যি এবং কিছু প্রশ্ন করছে কিন্তু তা অস্থিরতার সৃষ্টি করছে তেমন কিছু ঘটেনি।

১০৮| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

আন্ধার রাত বলেছেন:
আমরা দৃষ্টি প্রতিবন্ধী নই, আমাদের চোখ খোলা রয়েছে। আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি।

রুমীরা বেঁচে থাকবে যুগ যুগ ধরে।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:

যে যার অবস্থান থেকে আন্দোলনের সাথে একাত্ম হয়ে সফল করে তুলুন।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১০৯| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

s r jony বলেছেন: মানিক ভাইর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে বারডেম হাসপাতালে নিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন প্লিজ।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

আমিনুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ্‌ মানিক ভাই খুব দ্রুত সেরে উঠবেন।

১১০| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

ব্লুম্যাজিক বলেছেন: জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় শহীদ রুমি স্কোয়াড
জয় আমজনতা
জয় বাংলা

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১১১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

নীলকণ্ঠী বলেছেন: মানিক ভাইর শারীরিক অবস্থার আপডেট জানাবেন। দোয়া করি উনি
খুব দ্রুত সেরে উঠবেন।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

আমিনুর রহমান বলেছেন:

উনাকে বারডেম হাসপাতালে রাখা হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া করি খুব দ্রুত সেরে উঠে আমাদের মাঝে আবার ফিরে আসবেন।

১১২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

s r jony বলেছেন: ব্লগার "বাপুরাম সাপুরে" ও ব্লগার "ছোট মির্জা" এসে আমাদের সাথে একাত্ম জানিয়েছেন।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

আমিনুর রহমান বলেছেন:
লাল সালাম জানাই ব্লগার বাবুরাম সাপুরে ও ব্লগার ছোট মির্জা কে।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

আমিনুর রহমান বলেছেন:
লাল সালাম জানাই ব্লগার বাবুরাম সাপুরে ও ব্লগার ছোট মির্জা কে।

১১৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

s r jony বলেছেন: সংহতি জানাচ্ছেন ভাষাসৈনিক আব্দুল মতিন। এই বৃদ্ধ বয়সেও উনি তারুন্যের সাথে যোগ দিয়ে প্রমাণ করলেন, কাজী নজরুল ঠিকই বলেছিলো, তারুণ্যকে বয়সের ফ্রেমে বন্দী করা যায় না

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১১৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

s r jony বলেছেন: ব্লগার "কান্ডারী অথর্ব" ও ব্লগার "আমিনুর রহমান" এসে আমাদের সাথে একাত্ম জানিয়েছেন। ও অনশনে অংশগ্রহন করেছেন

১১৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

Sohelhossen বলেছেন: যেহেতু বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ , তাই বাংলাদেশ থেকে সকল ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিদ । কারন ধর্ম ভিত্তিক দল গুলো ধর্ম কে পুজি করে রাজনীতি করে , ধর্ম তাদের আদর্শ নয় । ধর্মিয় সংগঠন থাকতে পারে কিন্তু ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল এই দেশে প্রয়োজন নাই ।

শহীদ রুমি স্কোয়াডের সদস্যদের প্রতি অন্তর খেকে শ্রদ্ধা জানাই । কিন্তু তাদের দাবি যাদের কাছে তারা এসি রুমে ঘুমাচ্ছে , ভাল খাবার খাচ্ছে , তারা আমার ভাইদের কষ্ট কিভাবে বুঝবে ?



৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ সোহেল।

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১১৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

মাহমুদা সোনিয়া বলেছেন: আলো খুব বেশী দূরে নয়। যুগে যুগে জন্মাবে রুমী, যখনই প্রয়োজন হবে এদেশের। এই দেশের মাহত্ত্ব। ৭১ কখনো মরে না।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন: ৭১ মরেনি, মরেনি রুমিরাও


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১১৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জয় বাংলা।

সকল রুমীদের জন্য শুভকামনা। !:#P !:#P !:#P

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন:


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১১৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

অক্রুর মাঝি বলেছেন: একটা কাজ এখানে করা হয়েছে যেটা খুবই Naive হয়েছে । যে সাতজনের ডাকে এই অনশন শুরু হয়েছে তাদের নাম পরিচয় এখানে বিস্তারিত দেবার কি দরকার ছিল ? আমি ভাবতে চাই না যে এটা Show Off করার জন্য করা হয়েছে কিন্তু এই Credit Line - এর জন্য তাদের ঝুঁকি যে আরও বাড়লো সেটা কি আপনি বুঝতে পারছেন ?

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

আমিনুর রহমান বলেছেন: শহীদ রুমি স্কোয়াডের পক্ষ থেকেই তাদের ইনফরমেশন গুলো অনলাইনে প্রকাশ করা হয়েছে । না তাদেরকে তারা শো-অফ করার জন্য প্রকাশ করেনি একজন সনামধন্য ব্লগার তার ফেইসবুকে প্রচার করছিল যে শহীদ রুমি স্কোয়াডের সমন্বয়ক এর পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী। সেটা যে মিথ্যা ও বানোয়াট তা বুঝানোর জন্যই তাদের নাম ও পিতা-মাতার নাম প্রকাশ করা হয়েছে। আর ঝুকির কথা বলছেন তারা মৃত্যু হতে পারে ভেবেই কিন্তু আমরণ অনশনে বসেছে।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১১৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আজ শহীদ রুমী স্কোয়াড এর অনশন কর্মসূচীর সাথে একাত্মতা জানিয়ে আমরণ অনশন করার জন্য যুক্ত হলাম ।

মৃত্যুর জন্য প্রস্তুত হলাম। আছি শাহবাগে

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

আমিনুর রহমান বলেছেন:
স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: রুমিদের জয় হোক।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২১

আমিনুর রহমান বলেছেন: রুমিদের জয় হবেই।





জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

তানজিমস্‌ বলেছেন: রুমী স্কোয়াডের বীরসেনানিরা, আপনাদের শরীর ক্লান্ত হতে পারে কিন্তু নিশ্চিত জানি এতটুকু অবসাদ ছুঁতে পারেনি আপনাদের মন। আকুন্ঠ শ্রদ্ধা আর সমর্থন রইল আপনাদের প্রতি।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:
স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: অনন্ত শ্রদ্ধা আজি তারি দেশ প্রেমে
জীবন বাজি রেখে সে যুদ্ধে নামে
আর ঘরে ফেরা হলনা
শহীদ জননী তাকিয়ে যে রয় নিরবে
তার ছেলে আসবে
স্বাধীনতার পর মিলল কি সে শান্ত্রনা ।

তার শহীদ রুমির আত্মায়
আমাদের লাল ছালাম

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন: লাল সালাম মাসুদ ভাই।





জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

জাহিদ হাসান বলেছেন: এবার হবেই .............. এগিয়ে যাও তরুনেরা ।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

আমিনুর রহমান বলেছেন: রাজনীতিতে অশনি সংকেত, শাহবাগ না বাঁচলে আমরাও বাঁচব না। এবার হতেই হবে।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২৪| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আমি মোঃ চয়ন বলেছেন: ২ ঘন্টা প্রতীকী অনশন কোন অনশন নয়। বরং এর মাধ্যমে প্রকৃত অনশনকারীদের অপমান করা হয়।X(X(

বাসা থেকে পেট ভরে খেয়ে এসে ২ ঘন্টা না খেয়ে থাকা কি কোন কষ্টের কাজ? যদি এটাকে অনশন বলি তবে মানিক সূত্রধরের অনশনকে কি বলল? যিনি ৩ দিন না খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপনাদের আরো সচেতন হওয়া প্রয়োজন।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন: অপমান করা হবে কেন ভাই!! সবাই কি সব কিছু পারবে??? যার যার অবস্থান থেকে তারা করছে। আমরা চেষ্টা করছি । একাত্ম হচ্ছে অনেকে কেউ না কেউ নতুন প্রতিদিন অনশনে যোগ দিচ্ছে।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২৫| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ইমরান হক সজীব বলেছেন: আমি এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

আমিনুর রহমান বলেছেন:
স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২৬| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: তোমাদের নাম ইতিহাসে অমর হউক। আমরাও আসছি.....

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:

চলে আসুন। এসে যোগাযোগ করুন।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭

বাংলার হাসান বলেছেন:
কান্ডারী অথর্ব এবং আমি আজ থেকে অনশন শুরু করলাম।


সামু থেকে আমরা তিনজন অনশন করছি।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০১

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

বাংলাদেশী দালাল বলেছেন: লাল সালাম জানাই ব্লগার "কান্ডারী অথর্ব", "banglar_hasan", "s r jony", "বাপুরাম সাপুরে" ও "ছোট মির্জা" কে ।

শ্রদ্ধা আর সমর্থন রইল আপনাদের প্রতি।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০২

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১২৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় একটি বৃহত্তর স্বার্থে (ফাঁসি দেয়ার) সরকারের অনিচ্ছাকৃত সিদ্ধান্ত।

আর তিন-চার মাস, তারপর আবার সবকিছু নর্মালি চলবে।
ভিন্নমতাবলম্বিরা থাকবেই। ধর্মিয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, গনমাধ্যম স্বাধীনতা থাকবেই। আর সব সভ্যদেশ যেভাবে চলছে বাংলাদেশও সেভাবে চলবে।

বাংলাদেশই একমাত্র মুসলিম দেশ যেখানে সর্বপ্রকার গনমাধ্যম ব্যাপক স্বাধীনতা ভোগ করছে (অন্যান্ন মুসলিম দেশের চেয়ে)। ব্লগ স্বাধীনতা তো ছিলই। থাকতেই হবে।

১৩০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

মানবীরকস বলেছেন: আমি নিজে শহীদ রুমী স্কোয়াডের একজন সদস্য ।তাই আপনারা আমার এই লিঙ্ক গুলো এড করে দিতে পারেন । নির্ভীক রুমীরা

আমি শহীদ রুমীর একজন উত্তরসুরী , শহীদ রুমী স্কোয়াডের একজন সদস্য ।

এছাড়াও নতুন খবর এলেই এখানে তার লিঙ্ক দিয়ে যাব দয়া করে এড করে নিবেন ।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

আমিনুর রহমান বলেছেন: এড করে দিয়েছি। লিঙ্ক দিয়ে গেলেই আমি এড করে দিবো।

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫

এস.বি.আলী বলেছেন: ২ ঘন্টার প্রতীকী অনশন?? এইটা আবার কি টাইপ অনশন??
রুমী স্কোয়াডের সাথে সংহতি প্রকাশ করে ২ ঘন্টা প্রতীকী অবস্থান করা যেত।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২০

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ। আমরা ব্লগাররা সারাদিনই সেখানে অবস্থান নিচ্ছি।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

মানবীরকস বলেছেন: শহীদ রুমী স্কোয়াড এর ফ্যান পেজ এখান থেকে সমস্ত কিছু জানতে পারবেন । প্রেস রিলিজ গুলো ফ্যান পেজেই আগে দেওয়া হয় ।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

আমিনুর রহমান বলেছেন: পেইজ এর লিঙ্ক এড করে দিয়েছি।

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

স্বপনবাজ বলেছেন: কান্ডারী অথর্ব ভাই আর বাংলার হাসান কেও দেখে আসলাম ! ওরাও যোগ দিয়েছে !

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

এ্যাপোলো৯০ বলেছেন: আমাদের বিপ্লবী ভাই :)


৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

আমিনুর রহমান বলেছেন: :P :P :P

১৩৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

s r jony বলেছেন: আমি, কান্ডারী অর্থব ও বাংলার হাসান ভাই এখন রুমি স্কোয়াডে অনশন করছি।
আমাদের সাথে আজ এসে দেখা করে প্রেরনা জুগিয়েছিলেন সামুর ব্লগার আমিনুর রহমান, শিপু ভাই, বোকা ডাকু, কুনোব্যাঙ্গ, তামিম ইবনে আমান, কাল্পনিক ভালবাসা, এপ্যোলো ৯০, রাইসুল সাগর, সপ্নবাজ সহ আরো অনেক ব্লগার।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

s r jony বলেছেন: আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনপ্রিয় গায়ক মাকসুদ ভাই। আরো উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধা শহীদ মামা, শহীদ রুমীর সহযোদ্ধা বিচ্ছু জালাল।



৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভেবে ভালো লাগছে আমিও সামু ও ফেইসবুক ভিত্তিক সংগঠন "আমরা ব্লগার" এর সদস্য। আপনাদের নিয়ে আমি গর্বিত আমিনুর ভাই। আপনারা এগিয়ে যান। আমাদের দোয়া আর লক্ষ লক্ষ রুমী আপনাদের সাথে আছে। জামাত শিবির নিষিদ্ধ না হয়ে যাবে কোথায়!

জয় বাংলা।

জামাত শিবির নিষিদ্ধ কর !

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

আমিনুর রহমান বলেছেন: জামাত শিবির নিষিদ্ধ করেই তবে বাড়ী ফিরবো।


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

জানা আপুর প্রতি রইল অগনিত শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। সত্যি তাঁর তুলনা হয়না। তিনি প্রতি মুহূর্তে মোবাইলে ফোন দিয়ে খোঁজ নিচ্ছেন এবং আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

তিনি কেঁদে ফেলেছেন আমাদের একটু ছুঁয়ে দেখার জন্য এবং এও জানিয়েছেন যদি উনি সুস্থ থাকতেন তবে এই অনশনে আমাদের সাথে যোগ দিতেন। তবে উনি আসবেন আমাদের মাঝে খুব শীঘ্রই সুস্থ হয়ে জানিয়েছেন।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

আমিনুর রহমান বলেছেন: জানা আপুর প্রতি রইল অগনিত শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। সত্যি তাঁর তুলনা হয়না। তিনি প্রতি মুহূর্তে মোবাইলে ফোন দিয়ে খোঁজ নিচ্ছেন এবং আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৩৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
পেটে দানা পানি নেই সমস্যা নেই কিন্তু মশা খুব জ্বালাতন করছে। আমার কাছে মনে হচ্ছে মশা আর জামাত শিবির একই রকম।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

আমিনুর রহমান বলেছেন:

আমার কাছে মনে হচ্ছে মশা আর জামাত শিবির একই রকম। :D

১৪০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

রাত ২,৩০ ব্লগার এস আর জনি ঘুমায় উনার প্রেসার খুব লো হয়ে গেছে জানিনা কি আছে উনার কপালে, ব্লগার বাংলার হাসান প্যাচাল পারে আর আমি আপডেট লিখি খালি মশা আর মশা তবে মরতে হলে মরব ভয় করিনা তবু জামাত শিবির এর নাশ দেখে যেতে পারব এই আশায় বুক বেধে অনশন করে যাব মরতে হলেও ।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:

মরতে হলে মরব ভয় করিনা তবু জামাত শিবির এর নাশ দেখে যেতে পারব এই আশায় বুক বেধে অনশন করে যাব মরতে হলেও ।

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম সালাম সালাম!
চার সহব্লগারকে, তাদের সাথে বসে থাকা সকল রুমীকে, তাদের সাথে সংহতি জানানো সকল ব্লগারকে, সালাম, সালাম, সালাম সবাইকে- যাঁরা উদাহরণ অন্তহীনতার পথে।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪২| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
রাত ৪,২৮ সবাই ঘুমাচ্ছে কিন্তু মশার জন্য ঘুমাতে পারিনা, ওরা সবাই খুব ক্লান্ত আর কদিন গেলে যে কি হবে আল্লাহ বলতে পারেন একজন ইতিমধ্যে হাসপাতালে আছেন বাকিদের অবস্থা তেমন ভাল নয়।

আমাদের সাথে আজ আরও বেশ কিছু ঢাকার বাইরে থেকে এবং কিছু সংস্থা থেকে প্রতিনিধি এসে অনশনে যোগ দিয়েছেন তারা সবাই আমরন লড়বেন বলে জানিয়েছেন।

একজন কে জিজ্ঞাস করলাম ভাই কোথায় থাকেন সে জানাল সে মাগুরা থেকে এসেছে সে টং দোকানের ব্যাবসা করেন কিন্তু শাহবাগে এসেছেন সব বাদ দিয়ে আমরন অনশন করতে । আমি কেঁদে ফেলেছি তাঁর কথা শুনে

উনার নাম বাসার, বাসার ভাইকে লাল সালাম জানাই

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

আমিনুর রহমান বলেছেন:
বাসার ভাইকে লাল সালাম জানাই।




জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪৩| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনারা সবাই সুস্থ থাকবেন এই দোয়া করি। আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। তরুন প্রজন্মের রুমীদের সাথে আছি সব সময়।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

আমিনুর রহমান বলেছেন: তরুন প্রজন্মের রুমীদের সাথে আছি সব সময়।

জয় বাংলা।

১৪৪| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮

ফকির সাইঁ বলেছেন: রুমিদের জয় হবেই.....................

জয় বাংলা।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

আমিনুর রহমান বলেছেন: রুমিরা পরাজয় কোনদিন মানেনি মানবেও না।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪৫| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০১

ফকির সাইঁ বলেছেন: বলতে ইচ্ছে হয় ---আমার বন্ধু নিলয়।










নিলয় রা সুস্থ থাকুক।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:

আপনি তো ভীষণ ভাগ্যবান। রুমিরা সুস্থ থাকুক।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪৬| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮

প্রদীপ মিত্র বলেছেন: ভাইরা, তোমরাই আসল হিরো ।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন:

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪৭| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪

বাংলাদেশী দালাল বলেছেন: কান্ডারী অথর্ব, মানবীরকস , s r jony এবং banglar_hasan ভাই, আমর শ্রদ্ধা, ভালবাসা আর সালাম জানবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন এই দোয়া করছি। আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না ইন শা আল্লাহ।



৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

আমিনুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ্‌ এই আত্মত্যাগ বৃথা যাবে না।

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪৮| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬

এম হুসাইন বলেছেন:
বাংলাদেশী দালাল বলেছেন: লাল সালাম জানাই ব্লগার "কান্ডারী অথর্ব", "banglar_hasan", "s r jony", "বাপুরাম সাপুরে" ও "ছোট মির্জা" কে ।

শ্রদ্ধা আর সমর্থন রইল আপনাদের প্রতি।


জয় আমাদের হবেই, জয় সত্যের হবে। সবার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া থাকলো।

জামাত শিবির নিষিদ্ধ হোক। জামাতে পিছলামি নিপাত যাক।

They are not the PROTECTOR of ISLAM, the USE Islam to PROTECT themselves.

পোস্টে ++++++

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৪৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
এক আলোকিত নতুন ভোরের প্রত্যাশায় অনশন রত রুমি স্কোয়াড







































সারা রাত জেগে থেকে ভোরের সূর্য উঠা দেখলাম এবং আমার মোবাইল থেকে তোলা সেই ভোরের কিছু ছবি।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই।

১৫০| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবার জন্য অনেক শুভ কামনা রইল। আমরা জয়ী হবই। জয় বাংলা।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ।

আমরা অবশ্যই জয়ী হবোই।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৫১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

স্পাইসিস্পাই001 বলেছেন: মানবীরকস , s r jony , কান্ডারী অথর্ব এবং banglar_hasan ভাই ... আপনাদের স্যালুট জানাই.......

কান্ডারী ভাই আপনার তোলা ছবিগুলো দেখে চোখ ভিজে যাচ্ছে ....

সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আমরা জয়ী হবই। জয় বাংলা।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

আমিনুর রহমান বলেছেন:
আমরা করবো জয়।

জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৫২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

মানবীরকস বলেছেন:
কেন জামাত-শিবিরের রাজনীতি বন্ধের দাবীতে রুমীরা শাহবাগে আমরণ অনশণ করে ?
শহীদ রুমীর ২২ বছরের জীবন সংক্ষেপে
এই লেখাগুলো এড করে দিতে পারেন ।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:

এড করে দিলাম।

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৫৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম সালাম সালাম!
চার সহব্লগারকে, তাদের সাথে বসে থাকা সকল রুমীকে, তাদের সাথে সংহতি জানানো সকল ব্লগারকে, সালাম, সালাম, সালাম সবাইকে- যাঁরা উদাহরণ অন্তহীনতার পথে।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:

স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৫৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমাদের সব নতুন রুমী সুস্থ থাকুন। মন উচাটন, ছটফট করছে।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন: ভাই ভালো লাগছে না কিছু। কিছুই কি করার নেই আমাদের ওদের জন্য !

১৫৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ওহ বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শাহবাগ, জয় রুমী স্কোয়াড :P

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

আমিনুর রহমান বলেছেন: ভাই ইমোটা কি ভুলে আসছে ?

১৫৬| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

টিপু সুলতান ১১ বলেছেন: ভাই account আর কতদিন বন্ধ থাকবে?

১৫৭| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

টিপু সুলতান ১১ বলেছেন: চালু না করলে চিরদিনের জন্য সামু ছেড়ে চলে যাব । আজ থেকে ১ সপ্তাহ দেখব তারপর ......

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন: কি হয়েছে??? কোন প্রসঙ্গে কথা বলছেন?

১৫৮| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ভুভুজিলা বলেছেন: আওয়ামি সিরিজের ২য় নাটক। :>

ফ্লপ মারছে মুনে হইতাছে,চাট্টি গুটানো ভাল :-B :-P

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

আমিনুর রহমান বলেছেন: পাগলের প্রলাপ :P

১৫৯| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

জাহাঙ্গীর জান বলেছেন: আমরা সবাই তোমাদের সাথে আছি । রুমি ।স্কোয়াড সদস্য বৃদ্ধ কে সালাম ।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

আমিনুর রহমান বলেছেন: পাশেই থাকুন নিরন্তর।

জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা !

১৬০| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নাজমুল হাসান বাবু বলেছেন: ভেবোনাগো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে....

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

আমিনুর রহমান বলেছেন:

জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা !

১৬১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

এ্যাপোলো৯০ বলেছেন: আমার যে সর্বনাশ হয়ে গেলো ভাইয়া :(( :(( :(( :(( আজকে সারাদিনে আমি ফোন রিসিভ করতে করতে আর জবাব দিতে দিতে অস্থির। সব দোষ জনির :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

আমিনুর রহমান বলেছেন:

:D

জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা !

১৬২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সাইবার সোহেল বলেছেন: মুক্তিযোদ্ধারা হতাশ হয়ে ছিল তোমরাও হবে.....

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

আমিনুর রহমান বলেছেন: ৩৩১ নং, ৩১৪ নং এবং ৩১৮ তে আপনার মন্তব্যের প্রতিউত্তর দেয়া হয়েছে।

১৬৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মুক্তিযোদ্ধারা হতাশ হয়ে ছিল তোমরাও হবে.....

সাইবার সোহেল,
বয়স বেড়ে গেছে তো,

আগের দিন হলে বলতুম,

''থাপড়ায়া তোর চাপার দাঁত ফালায় দিমু, পাকজাত!
কোন্ মুক্তিযোদ্ধা পরাজিত রে?''


দু:খিত, এখন আমি ভদ্রলোক, বলতে পারছি না।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২

আমিনুর রহমান বলেছেন: @সাইবার সোহেল

১৬৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমাদের ৩১০ নম্বর কমেন্টকারী জনাব সাইবার সোহেলের ব্লগ দেখে এলুম।


চোখ খুলে ভাইব্রাদাররাও দেখে আসতে পারেন,
বিমলানন্দ পাবেন

একটা কথা আমরা সবাই জানি,
ব্লগ যে মনের কথা বলে...

১৬৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জামাতিরা মনে হয় গত ঘন্টাদুই যাবত নড়েচড়ে বসছে? একটু সাবধানে কমেন্ট করিস, বাংলাদেশ এখনো মরুভূমি হয়নাই। আমরা উট না।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

আমিনুর রহমান বলেছেন: আমরা উট নই।


জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা !

১৬৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

বাংলাদেশী দালাল বলেছেন: এইটাও আওয়ামি নাটক???? X(

ছিঃ ছিঃ লজ্জা লাগে না বাংলায় লেখতে?


আওয়ামি নাটক প্রমান করতে একদিন না খাইয়া রাস্তায় পইরা থাকেন তো দেখি বুকের পাঁজরে কত জোর।

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মুক্তিযোদ্ধারা হতাশ হয়ে ছিল তোমরাও হবে.....

সাইবার সোহেল,
বয়স বেড়ে গেছে তো,

আগের দিন হলে বলতুম,

''থাপড়ায়া তোর চাপার দাঁত ফালায় দিমু, পাকজাত!
কোন্ মুক্তিযোদ্ধা পরাজিত রে?''



আমার বয়স বেশি হয় নাই দস্তগীর ভাই।
আমরা থাপড়ায়া দাঁত ফালায় দিতে পারমু।




৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ। চমৎকার জবাব দিয়েছেন।

@ভুভুজিলা
@সাইবার সোহেল

১৬৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

বাংলাদেশী দালাল বলেছেন: সালাম, সালাম, সালাম সবাইকে- যাঁরা উদাহরণ অন্তহীনতার পথে।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০

আমিনুর রহমান বলেছেন: স্যালুট কমরেডস !

১৬৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

আদিত শরীফুল বলেছেন: এভাবে চলতে পারে না। সরকারের এখনই পদক্ষেপ নেয়া উচিত।
গণমাধ্যম ভিত্তিক বাংলায় প্রথম পোর্টাল http://www.pressbarta.com

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

আমিনুর রহমান বলেছেন:
চলতে পারে না কিন্তু তারপরও চলে যাচ্ছেই ...

জয় শহীদ রুমি স্কোয়াড
জয় বাংলা !

১৬৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

মেহেদী হাসান মানিক বলেছেন: সংহতি জানাই....

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

আমিনুর রহমান বলেছেন:
স্যালুট কমরেডস !!!


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৭০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

নাইট রিডার বলেছেন: @ সাইবার সোহেল

আমি আপনার সাথে একমত।আসলেই মুক্তিযোদ্ধারা হতাশ। কারণ আপনার মত পাকিজাত এখনও বাংলাদেশে আছে, বাংলায় ব্লগ লিখে, বাংলাদেশের মাটিতে বাস করে এই দৃশ্য দেখে তারা আসলেই হতাশ।

লিসানী ভাইয়ের মত আমার অনেক বয়স হয়ে গেছে তাই আর বললাম না তোর মত পাক বীর্যজাত, জারজ কে থাপড়াইয়া পাকিস্তানে পাঠানো উচিত।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

আমিনুর রহমান বলেছেন: @ সাইবার সোহেল

১৭১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
স্যালুট জানাই তাদেরকে

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

আমিনুর রহমান বলেছেন:


জয় তারুণ্য
জয় সত্য
জয় মানুষ
জয় মানবিকতা
জয় রুমি স্কোয়াড
জয় বাংলা।

১৭২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯

দলছুট শুভ বলেছেন: সিলেটে সংহতি প্রকাশ করে আগামীকাল ১২ টা থেকে ৬ টা প্রতীকী অনশন ।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

আমিনুর রহমান বলেছেন: কাল আপডেট গিয়ে শুয়ে পড়েছিলাম। নড়তে পারছিলাম না র খুব দুর্বল লাগছিলো ...

১৭৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

পাঁচ জন অনশন কারীকে আজ সন্ধ্যায় এ্যাম্বুলেন্সে করে বারডেম এ ভর্তি করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন।

১৭৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

একটি বিশেষ কৃতজ্ঞতা


আজ সকালে আমাদের মাঝে প্রায় চার ঘণ্টা উপস্থিত থেকে সংহতি জানিয়ে গেছেন আমাদের জানা আপু।

তিনি এ সময় সকল অনশনকারীদের সাথে পৃথক ভাবে কথা বলে তাঁদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাঁদের শরীরের অবস্থা জেনেছেন, দিয়েছেন অনুপ্রেরনা। কথা বলার এক পর্যায়ে তিনি শুধু চোখের পানি ফেলেছেন নীরবে।

তারপর প্রয়োজনীয় ওষুধ পথ্য ,খাবার পানি, ওর-স্যালাইন, স্যালাইন ব্যাগ এবং আনুসঙ্গিক চিকিৎসা সামগ্রী প্রচুর পরিমানে কিনে দিয়ে গেছেন রুমি স্কোয়াডের অনশন কারীদের জন্য।

তাঁর এই ঋণ শোধ করার মত নয়। আমরা তাঁর কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই এবং অন্তর থেকে দোয়া করি যেন তিনি তাঁর জীবনের প্রতিটি চলার পথে সফল হন। অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল জানা আপুর এমন মমত্ত বোধের কাছে।

১৭৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার আজ শরীরে অবস্থা তেমন ভাল নয় এই আপডেট দিতে খুব কষ্ট হচ্ছে তাই আজ আর আপডেট দিতে পারছিনা আমাকে সবাই ক্ষমা করবেন ব্লগার এস আর জনি ভাই ভীষণ অসুস্থ হয়ে পরার কারনে বেশ কয়েকবার বমি করেছেন।

১৭৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

বাংলাদেশী দালাল বলেছেন: আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। যেন সবাই সুস্থ থাকেন।

১৭৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: How are you brother? How are you all. Can not sleep. Cannot think of anything. But u. Ya Allah ya rahmanur rahim u r d source of strength, give us some. O lord, u r d source of dignity, let us uphold our nation ... firm and steady.

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

আমিনুর রহমান বলেছেন: কাল রাতে আর পারছিলাম না। কিছু করার মতো শক্তিই পাচ্ছিলাম না।

১৭৮| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫১

বাংলাদেশী দালাল বলেছেন: শুভ সকাল। রুমি স্কোয়াডের সবাইকে জানাই শ্রদ্ধা ও ভালবাসা।


১৭৯| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: জামাত - শিবির নিষিদ্ধ করতে সরকারের কি এত অসুবিধা ?
নির্মূল হোক জামাত - শিবির ঘাতক - দালাল চক্র ।

১৮০| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮

আমিনুর রহমান বলেছেন: কর্মসূচী: রংপুর তারুণ্য চত্বরে জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে প্রতীকি অনশন।

ঢাকার গণজাগরণ মঞ্চের ২১ ফেব্রুয়ারীর মহাসমাবেশ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাত-শিবিরের নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ২৬ মার্চ পর্যন্ত যে আল্টিমেটাম দেওয়া হয়েছিলো, সরকার সেটি না মানায়, এবং এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায়, ঢাকায় শহীদ রুমী স্কোয়াড এর সাত তরুণ একটি অনশন কর্মসূচীর সূচনা করেন । তাদের এই অনশন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে রংপুর তারুণ্য চত্বরে কাল ৩১ মার্চ রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংহতি অনশন কর্মসূচী পালিত হতে যাচ্ছে।

এই কর্মসূচীতে দেশের সকল মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, পেশাজীবী, সকল ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের মানুষকে – যারা মনে করেন যুদ্ধাপরাধীদের সংগঠন জামাত-শিবির নিষিদ্ধ করা প্রয়োজন, প্রতিরোধ করা প্রয়োজন, তাদের এখানে এসে সংহতি জানানোর জন্য আহ্বান করা হচ্ছে। এছাড়াও যারা এই কর্মসূচীতে সশরীরে অংশগ্রহণ করতে চান তাদেরকে রংপুরের শহীদ রুমী স্কোয়াডের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো যাচ্ছে।

স্কোয়াডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, নির্দলীয় গণমঞ্চের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমর্থন দলটির আছে। আর তাই, প্রতীকী অনশনের যে কর্মসূচী দলটির পক্ষ থেকে পালন করা হচ্ছে, সেটি নির্দলীয় গণমঞ্চের কর্মসূচীগুলোর সম্পূরক, সেটিও জানানো হচ্ছে স্পষ্টভাবে। কোনভাবেই তাই এই কর্মসূচী বা এই সংগঠনকে নির্দলীয় গণমঞ্চের থেকে আলাদা কোন প্ল্যাটফর্ম হিসেবে না দেখার জন্য স্পষ্টভাবে জানানো হচ্ছে।

যুদ্ধাপরাধী সংগঠন এবং তাদের সহযোগী হিসেবে জামাত-শিবিরের রাজনীতি স্বাধীন বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা জানি, সরকারের সদিচ্ছা থাকলে সেটি যে কোন মুহুর্তে, যে কোন উপায়েই সম্ভব। আর তাই আমাদের এই প্রাণের দাবীর পক্ষে আমাদের অবস্থান অনড়, এবং এরই পরিপ্রেক্ষিতে অহিংস উপায়ে প্রতিবাদের ভাষা হিসেবে আমরা বেছে নিয়েছি অনশনকেই। আমাদের আশা এতে সবার সমর্থন আমরা পাবোই।

মাহবুবুর রহমান সায়ন
মোবাইল:০১৭৩৮১৪৫৪৫৬
শহীদ রুমী স্কোয়াড, রংপুর ।

১৮১| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।


প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে

নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন

~ প্রজন্ম কানাডা

১৮২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

নীলপথিক বলেছেন: ভালোবাসা ও সমর্থন রইলো। দোয়া রইলো পরিনতি যেন শেষ পর্যন্ত প্রজন্ম চত্বরের মতন না হয়। এ প্রতিবাদ সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্ম-নিরপেক্ষ।

১৮৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

সানজানা আহমেদ সানা বলেছেন: Click This Link

১৮৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: তোমার ছেলেরা মা , থাকবে না পরাধীন আর।



আমাদের লজ্জা--- ওদের ৪২ বছর দেশের মাটিতে আমাদের পূর্ব প্রজন্মরাই থাকতে দিয়েছে।


আমাদের এই প্রজন্মের কর্তব্য সেই কলঙ্ককে ধুয়ে মুছে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করা।রুমী স্কোয়াড সেটা শুরু করেছে।আমরা সেটিকে এগিয়ে নিয়ে যাবই।




১৮৫| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আমি অনশনের জন্য অফিস থেকে ছুটি চেয়েছিলাম আমাকে ছুটি দেয়া হলনা। তবে তাই হোক একদিকে অফিস করব সাথে চলবে অনশন। ধিক্কার আমার নিজের প্রতি।

১৮৬| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

লাবনী আক্তার বলেছেন: নীলপথিক বলেছেন: ভালোবাসা ও সমর্থন রইলো। দোয়া রইলো পরিনতি যেন শেষ পর্যন্ত প্রজন্ম চত্বরের মতন না হয়। এ প্রতিবাদ সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্ম-নিরপেক্ষ।

১৮৭| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

আমিনুর রহমান বলেছেন: Nomanee Al-Haseeb এর ফেইসবুকের স্ট্যাটাস থেকেঃ

অনশনের খবর পেয়েই সুমি আপা তার দুই কন্যা আর স্বামীকে নিয়ে ট্রেনে চাপেন। ২৬ তারিখ রাতেই। শাহবাগ এসে পৌছান ২৭ তারিখ ভোর বেলা।তখন নিলয়-দ্বীপ-আকাশ রা সব ঘুমুচ্ছিল। অবাক হয়ে তাকিয়ে থাকেন কিছুক্ষন। এতটাই অবাক যে আমিও অবাক হয়ে যাই। মনে হচ্ছিল উনি বোধহয় স্বর্গদ্বার দেখছেন। কিছুক্ষনের মধ্যেই তিনি স্বর্গে প্রবেশ করবেন।

রাজশাহী কুমারপাড়া থেকে এসে অনশনে অংশ নিলেন সুমি আপা। তার দুই মেয়ে আরিয়া(১৫) আর মৈত্রী (৬)। ওদের নিয়ে আনন্দে থাকে রুমী স্কোয়াডের সবাই। কি যে সুন্দর এই দুইজন। ছোট মেয়ে মৈত্রি’র প্রসংগ তুলতে সুমি আপার কাছে জানতে পারলাম আসার আগে তিনি মৈত্রিকে রেখে আসতে চেয়েছিলেন। বলেছিলেন “আমি যেখানে যাচ্ছি, সেখানেতো মা খাওয়া দাওয়া করা যাবে না। তুমি না হয় থাক। আমার মেয়ে বলে-না মা আমি তোমার সঙ্গেই থাকব আর অল্প অল্প খাব। মনে হল এর চেয়ে বড় উৎসাহ আর কি হতে পারে চলে এলাম। এখন আমি মরলেও আর সমস্যা নেই। ওরা ট্র্যাকেই আছে, নিশ্চিত মানুষ হবে, মানুষ হবার পথেই আছে, আমাকে আর ছক কাঁটতে হবে না। এখন শুধু যদি সুন্দর একটা দেশ রেখে যেতে পারি ওদের জন্যে”।

(আমি জানিনা এরপর আমার চোখ দিয়ে কেন পানি পড়েছিল)

১৮৮| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

আমি বাঁধনহারা বলেছেন:

++++++++++++++++

১৮৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

বাংলাদেশী দালাল বলেছেন: উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে আমরা তোমাদের দিকে চেয়ে আছি।

আল্লাহর কাছে দোয়া করছি। যেন সবাই সুস্থ থাকেন।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

আমিনুর রহমান বলেছেন: দোয়া করেন ভাই। আল্লাহ্‌ যেন সহায় হয়।

১৯০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

রোমেন রুমি বলেছেন: রুমিরা কখনও হেরে যায় না
রুমিরা হারিয়ে যায় না।
রুমিরা সব জেগে থাকে
জাগাবে বলে ফিরে আসে ।


রুমিরা ফিরে আসুক জামাত-শিবির মুক্ত এই মাটিতে বিশুদ্ধ বাতাসে ।

১৯১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন: পোষ্টে দেখি কয়টা কুত্তা ঢুকছে !

ছেন্ডেল দিয়া পিডায়া দেন ।

এই গুলা কি মানুষ ?

১৯২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওরা ট্র্যাকেই আছে, নিশ্চিত মানুষ হবে, মানুষ হবার পথেই আছে, আমাকে আর ছক কাঁটতে হবে না। এখন শুধু যদি সুন্দর একটা দেশ রেখে যেতে পারি ওদের জন্যে”।

১৯৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

স্মিথ হাসান বলেছেন: Click This Link

১৯৪| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মরমি বলেছেন: 'আমরা প্রতিকী অনশন চাই না। ঐ সুশীল ভন্ডামির দিন শেষ।' অনশনে সরাসরি অংশগ্রহণ করতে পারছিনা বলে তাদের নিয়ে বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছি না।

১৯৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

Palol বলেছেন: আমরা দৃষ্টি প্রতিবন্ধী নই, আমাদের চোখ খোলা রয়েছে। আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি। সকল মিডিয়া, সংবাদপত্র, ফেসবুক ব্যবহারকারী এবং সকল ব্লগের ব্লগারগণকে, সরকার, বিরোধী দল, সরকারী – বেসরকারী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারন জনগন সহ সকল স্তরের ভাই ও বোনদের বিশেষ ভাবে অনুরোধ করছি এই রুমীদের আমরা এবার আর অকালে এভাবে মরতে দিতে পারিনা তাই তাঁদের সাহায্যের জন্য সকলকে আহবান করছি তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য। ওদের পাশে থাকুন, শাহবাগে আসুন। একাত্তরেও যেমন জাতিটাই এক পরিবার হয়ে উঠেছিল, আবার আসুন আমরা শাহবাগ পরিবার হয়ে উঠি। রাজনীতিতে অশনি সংকেত, শাহবাগ না বাঁচলে আমরাও বাঁচব না.........................................................

আমরা জেগে রয়েছি রুমি স্কোয়াডের পাশে। আমাদের আকুন্ঠ সমর্থন থাকলো।
জয় বাংলা। জয় জনতা।

১৯৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সহব্লগার ভাইদের খবর কী?
কেমন আছেন তাঁরা সবাই?



মানবীরকস,
এস আর জনি,
কান্ডারী অথর্ব,
হাসান ভাই,

এই চারজন এবং আরো কেউ কেউ অনশন করছেন।

ঘরের খবরটাতো জানতে হবে, তাঁদের কী অবস্থা?
প্লিজ যে কেউ জানালে আপডেট জানান।

১৯৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

বাংলাদেশী দালাল বলেছেন: @Palol মানবীরকস,
এস আর জনি,
কান্ডারী অথর্ব,
হাসান ভাই,

কেমন আছেন তাঁরা সবাই?

১৯৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

একজনা বলেছেন: রুমিরা যুগে যুগে বারবার জন্মগ্রহণ করে ফিরে আসুক এই দুখিনী মায়ের কোলে। দুখিনী মায়ের দুঃখ ঘোচাতে, অশ্রু আর গ্লানি মুছে দিতে।

স্যালুট সকল রুমিদের।

১৯৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

ফটিক জল বলেছেন: আপনারাই দেশের ভবিষ্যত। স্যালুট আপনাদের। আছি আপনাদের সাথে, থাকবও।।
আপনারাই দেশের ভবিষ্যত। স্যালুট আপনাদের। আছি আপনাদের সাথে, থাকবও।।
আপনারাই দেশের ভবিষ্যত। স্যালুট আপনাদের। আছি আপনাদের সাথে, থাকবও।।
আপনারাই দেশের ভবিষ্যত। স্যালুট আপনাদের। আছি আপনাদের সাথে, থাকবও।।
আপনারাই দেশের ভবিষ্যত। স্যালুট আপনাদের। আছি আপনাদের সাথে, থাকবও।।
আপনারাই দেশের ভবিষ্যত। স্যালুট আপনাদের। আছি আপনাদের সাথে, থাকবও।।
আপনারাই দেশের ভবিষ্যত। স্যালুট আপনাদের। আছি আপনাদের সাথে, থাকবও।।

২০০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪

ফটিক জল বলেছেন: দোয়া রাখি, সবাই সুস্থ থাকুন।।

২০১| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০

বাংলাদেশী দালাল বলেছেন: আর একটা ভোর আরও একটা সুদীর্ঘ দিন।

কেমন আছে আমাদের রুমিরা?

আমি আবেদন জানাচ্ছি, যারা শাহাবাগের আশে পাশে আছেন আমাদের কে আর বেশি বেশি অনশনরত ভাইদের আপডেট জানানোর জন্য

আল্লাহ্‌ আমাদের সহায় হোন।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

আমিনুর রহমান বলেছেন: উপরে আপডেট দেয়ার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব হচ্ছে।

২০২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

চোরাবালি- বলেছেন: ১০০ঘন্টা না খেয়ে থেকেও শরীর সতেজ তরতাজা :D :D :D :D :D

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

আমিনুর রহমান বলেছেন: আপনি মানুষ কিনা সেটা নিয়ে আমার ব্যপক সন্দেহ আছে।

২০৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

বৃতি বলেছেন: রুমিদের জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা । আমরা অনেকেই যা পারছি না, তোমরা তা করছ । তোমাদের প্রচেষ্টা সফল হোক, আমাদের সবার স্বপ্ন সফল হোক ।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

আমিনুর রহমান বলেছেন: আমাদের সবার স্বপ্ন সফল হোক। ইনশাআল্লাহ্‌ !!

২০৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের নেতাদের কাজকর্ম দেখে কি কারো কখনও মনে হয়েছে যে এদের মধ্যে নুন্যতুম দেশাত্ববোধ আছে? শুধুমাত্র সভা সেমিনার আর মাইক হাতে নিয়ে চেতনার কথা বলে মুখে ফেনা তুললেই যদি দেশপ্রেমিক হওয়া যেত তাইলে তো হইছিলই! যাদের মধ্যে নুন্যতম দেশাত্ববোধ নাই তারা কি করে আপনাদের দেশাত্ববোধের আবেগ বুঝবে!!

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

আমিনুর রহমান বলেছেন: দেশাত্ববোধ না থাকুক সন্তানের প্রতি ভালোবাসাটুকু নিশ্চয়ই আছে। নাকি তোও নেই ! একটা জনপ্রতিনিধি'র কি সন্তানের প্রতি ভালোবাসা নেই যে এরা কি ভাবছে যারা অনশন করছে তা কোন না কোন বাবা-মায়ের সন্তান। একটাবার ভাবো তো কি কষ্টের মধ্যে দিন-যাপন করছে এদের বাবা-মা'রা !!!!!

আমি সত্যিই আর পারছি না মামুন ভাবতে। হতাশ হয়ে পড়তে হচ্ছে।

২০৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

জানা বলেছেন:


মাননীয় প্রধাণমন্ত্রী,

আপনার হাজার হাজার গুরুত্বপূর্ণ কাজের ব্যস্ততার মধ্যেও শুনেছেন নিশ্চয়, আমাদের দেশের বিপুল জনসংখ্যার মধ্য থেকে ২২টি তাজা প্রাণ যায় যায় প্রায়! গত ৭দিন ধরে ওরা মুখে কোন খাবার তুলছে না কেবল একটি কলঙ্কমুক্ত বাংলাদেশ চেয়ে। দেশ মায়ের শরীর জুড়ে একটি ভয়াবহ ক্যান্সার এর মুক্তি চেয়ে। এটিতো কোন 'আকাশ হাতে চাওয়া'র মত কোন অবোধ আবদার নয়! সুস্থ, মুক্ত আর নিশ্চিন্ত 'মায়ের কোল' এর নিশ্চয়তার নিষ্পাপ চিৎকার। এই চিৎকারে কোন দ্বিতীয় পছন্দ নেই। এই বুকভাঙা গগনবিদারি চাওয়ায়তো কোন 'বেচা-কেনা'র গল্প নেই, সাদা-কালোর দ্বন্দ নেই, অশান্তির ছিটেফোঁটাও নেই। ওদের বাইশ জোড়া চোখ কেবল একটি শান্তিপূর্ণ আর মঙ্গলময় সত্যের দিকে চেয়ে থেকেই চির তরে বন্ধ হবার উপক্রম! ওরা আর থামবে না!! ওরা শীর্ণ থেকে শীর্ণ হচ্ছে, তবু ওরা নড়বে না!! ওরা নিশ্চয়ই বাঁচতে চায়! ওরা নিশ্চয়ই যার যার মায়ের বুকে ফিরে দেশ মায়ের সেবা করতে চায়! ওরা মরে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী!! আমরা এই বাইশটি হীরের টুকরো হারাতে যাচ্ছি! ওরা অনেক আমাদের সবার জীবনেই অনেক মূল্যবান! ওদের ফিরিয়ে আনুন আপনার মাতৃস্নেহের স্পর্শে। ওদের ফিরিয়ে দিন কর্কটমুক্ত মায়ের কোলে!

একটিবার দেখে আসুন সাতদিন একটানা অনশনরত ঐ বাইশটি তরুণ প্রাণের বাইশ জোড়া নিষ্প্রভ চোখের সৎসাহস। একটিবার আপনার মমতার হাতদু'টি ওদের স্পর্শ করুক নির্ভরতার নিশ্চয়তায়! ওরা বেঁচে উঠুক।


বিনীত
রুমীদের প্রহরী অজস্র চোখ

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

আমিনুর রহমান বলেছেন: প্রথম ২/৩ দিন অতটা ভাবনা আসেনি মনে সময় যত বেশী গড়াচ্ছে দিন তত ওদের কথা ভাবলেই আমার নিজের সন্তানের চেহারা দেখতে পাই।



মাননীয় প্রধানমন্ত্রী,

একটিবার দেখে আসুন সাতদিন একটানা অনশনরত ঐ বাইশটি তরুণ প্রাণের বাইশ জোড়া নিষ্প্রভ চোখের সৎসাহস। একটিবার আপনার মমতার হাতদু'টি ওদের স্পর্শ করুক নির্ভরতার নিশ্চয়তায়! ওরা বেঁচে উঠুক।

২০৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

রওনক বলেছেন: মানবতা বিরোধী অপরাধের শাস্তি শুধু ফা্ঁসী না, প্রকাশ্যে মৃত্যু দন্ড চাই।
আমি খুবই দুঃখিত যে গত ২ দিন ছুটিতে থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারনে "শহীদ রুমি স্কোয়াডের অনশনকারীদের সাথে" যোগ দিতে পারি নাই। যেসব লোক বর্তমানে শিশুদের ধরে নিয়ে হাত পা কেটে, মেরুদন্ড বাঁকা করে বা লিঙ্গ কেটে ভিক্ষা করতে নামায়, তাদেরকেও এই মানবতা বিরোধী অপরাধে বিচারের দাবী জানাচ্ছি। আর শুধু মাত্র ৭১-এ তাদের দলগত ভুমিকার জন্যই নয়, বরং বর্তমান রাজনীতির পরিশুদ্ধতার জন্যও জামাত-কে নিষিদ্ধ করা প্রয়োজন। গত বছরই আরেকটা নিক, "যাযাবরমন" থেকে জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে পোস্ট দিয়েছিলাম।
আপনারা যা ইচ্ছা বলতে পারেন, আমি বলবো নির্বাচন কালীন সরকার ব্যবস্থা ঠিক করা বর্তমানে সবচেয়ে গুরুত্বপুর্ন। তার জন্য প্রধান ২ দলের আলোচনা হওয়া দরকার। আর এই আলোচনার মূল অন্তরায় "জামাত"। আওয়ামি লীগ বলছে, জামাত থাকলে বিএনপির সাথে আলোচনা হবে না। আবার জামাত ছারা বিএনপিও আন্দোলন করার মত শক্তি রাখে না।
মজার ব্যপার হল, ৯৬ সালের দেশ অচল করা আন্দোলন আওয়ামী লীগ জামাতের শক্তির সহায়তা নিয়েই করেছিলো।
আরও মজা হচ্ছে, এখন তারা জামাতকে নিষিদ্ধ করতে কালক্ষেপন করছে কারন, বর্তমানেও আওয়ামী লীগ সেই জামাতের সাথে আবারও আতাত করে বিএনপিকে রাজনৈতিক ভাবে বিকলাঙ্গ করে নিজেদেরকে একক প্রধান রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করার তালে আছে। কিন্তু জামাতকে নিষিদ্ধ করলে তো তাদের এই পরিকল্পনা সফল হবে না।
এখন জামাতকে নিষিদ্ধ করলে, জামাতের সমর্থকরা বাই ডিফল্ট বিএনপিতে চলে আসবে। এখন যেসব হরতাল হয়, তাতে কতজন বিএনপির কর্মী পিকেটিং করে? অধিকাংশই তো জামাতের কর্মী।
আর কোন ভাবে যদি আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ না করেই বিএনপি ও জামাতকে আলাদা করতে সক্ষম হয়, তাহলে আওয়ামী লীগ আবারও জামাতকে কাজে লাগিয়ে বিএনপি কে ধংস করার সুযোগ পাবে। আর জামাতকে নিষিদ্ধ করা সরকারের ১ ঘন্টারও কাজ না, দরকার শেষ হওয়া মাত্র জামাতকে নিষিদ্ধ করা যাবে।
তখন আর বাকশাল লাগবে না, এমনিতেই তখন দেশে একটি মাত্র দল, আওয়ামী লীগ থাকবে।
একটা জিনিষ দেখেছেন, ভাষা আন্দোলনের ৬১ বছর ও স্বাধীনতার ৪২ বছর পরও আওয়ামী লীগ তাদের দলের নাম উর্দু থেকে বাংলা করে নাই!!

২০৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

রওনক বলেছেন: আমি কাপুরূষ তাই শহীদ রুমি স্কোয়াডের অনশনে যোগ দিতে পারি নাই।

২০৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

জেনারেশন সুপারস্টার বলেছেন: কেঁদো না গো মা তোমার ছেলেরা.........

২০৯| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

রুপালী রাত বলেছেন: রাজশাহীতে শিবিরের নৃশংসতা: ইট ও হেলমেট দিয়ে মাথা থেঁতলে অস্ত্র কেড়ে নিল শিবির

এই শুওরেরবাচ্চারা এখনও রাজনীতি করছে আর অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা !!!
জন্মই মোদের আজন্ম পাপ!!!

২১০| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

কয়েস সামী বলেছেন: বাংলাদেশে কোন মন্ত্রি নিজে থেকে পদত্যাগ করেছে কখনো দেখেছেন? আপনারা কি মনে করেন সরকার কোন প্রক্রিয়া ৪ তারিখের মধ্যে শুরু করবে? কখনো না।

২১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

কয়েস সামী বলেছেন: রুমী স্কোয়াড কোথায় এখন?? ৪ এপ্রিল অতিবাহিত। হেফাজত শো ডাউন করল। সেই মন্ত্রী কই এখন? তিনি কি পদত্যাগ করেছেন??

জানতে চাই।

২১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: নিজের রুমী ডাকনাম নিয়ে গর্ববোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.