নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা যত ছবি - ২

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯









































প্রিয় কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা



ভালবাসার সময় তো নেই



ভালবাসার সময় তো নেই

ব্যস্ত ভীষন কাজে,

হাত রেখো না বুকের গাড় ভাজে।



ঘামের জলে ভিজে সাবাড়

করাল রৌদ্দুরে,

কাছে পাই না, হৃদয়- রোদ দূরে।



কাজের মাঝে দিন কেটে যায়

কাজের কোলাহল

তৃষ্ণাকে ছোয় ঘড়ায় তোলা জল।



নদী আমার বয় না পাশে

স্রোতের দেখা নেই,

আটকে রাখে গেরস্থালির লেই।



তোমার দিকে ফিরবো কখন

বন্দী আমার চোখ

পাহারা দেয় খল সামাজিক নখ।

মন্তব্য ২৭৩ টি রেটিং +৫১/-০

মন্তব্য (২৭৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

দুঃখ বিলাসি বলেছেন: ভালোলাগা দিয়ে গেলাম। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

সালমান ফার্সী বলেছেন: খুবই ভাল হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: চাঁদের ছবিটা বেশি সুন্দর হয়েছে

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ মুবিন। কেমন আছেন আপনারা?

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

অক্টোপাস বলেছেন: ভালোলাগা দিয়ে গেলাম। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ অক্টোপাস। ভালো থাকুন।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

আমি বাঁধনহারা বলেছেন:





খুব ভালো লাগল তব ছবি:
যা দেখে ভুলে গেছি কবিতা
কী বলব মনের সুপ্ত কথা??
আমি তো নির্বাক এক কবি!!!




ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

আমিনুর রহমান বলেছেন:

কবি বাধনহাঁরা হারিয়ে মাঝে কই যায় !!!
মাইর হবে হঠাৎ হারিয়ে গেলে।

ধন্যবাদ ভ্রাতা !!! ভালো থেকো !!!

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

আশিক মাসুম বলেছেন: চরম , দুর্দান্ত , অসাম :)


খুব ভাল লাগছে ভাই , তার উপর রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ভাই এখনি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি । পুরা নস্টালজিক হয়ে গেছি ।



++++++++++++ এর ঝড় হবে , সোজা প্রিয়তে।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

আমিনুর রহমান বলেছেন:

অনেক অনেক ধইন্যা ভ্রাতা। কবে আসবি ঢাকায়??? কাল ভাবছিলাম আড্ডামু তুই না থাকলে কেমতে কি ???

সুন্দর মন্তব্যের জন্য +++

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

আন্ধার রাত বলেছেন:
আপনার কাছ থেকে অর্ধেক চাঁদ আশা করি নাই। ;)

যদিও খুব সুন্দর চাঁদ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

আমিনুর রহমান বলেছেন:

আজাকাল যে চাঁদ দেখতে পাই তাই তো অনেক রাত ভাই। আমি তো চারিদিকে ঘোর অন্ধকার দেখছি।

অনেক অনেক কৃতজ্ঞতা নিবেন।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

শ্রাবণ জল বলেছেন: সবগুলো ছবি অনেক সুন্দর!
লজ্জাবতী দেখিনা কত দিন! দেখে ভাল লাগল অনেক।

প্লাস প্লাস প্লাস।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

আমিনুর রহমান বলেছেন:

লজ্জাবতীকে লজ্জা দিতে কার না ভালো লাগে।

ধন্যবাদ শ্রাবন। কেমন আছেন এখন আপনি??

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

শ্রাবণ জল বলেছেন: খুব ভাল আছি। আনন্দে আছি। :)

আপ্নিও ভাল থাকুন ভাই!

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ শ্রাবন !

১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

s r jony বলেছেন: :-B :-B :-B





জটিল +++++

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ সৃজনী আফা :-B :-B :-B

১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মেংগো পিপোল বলেছেন: ভালো লাগলো পোষ্ট টা। ভালো থাকবেন।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ মেংগো পিপোল। আপনিও ভাল থাকবেন সবসময় ।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রথম ছবিটা কি বিখ্যাত ব্যাক্তির চাদের ছবিটা ?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

আমিনুর রহমান বলেছেন:

হয় ভাই খেয়াল কইরা দেখো দিকা যাবে তাহাত ছবি :P

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাই
চখাম .....হইসে ..... :) :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ ভাইডি।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

স্বপনবাজ বলেছেন: প্রতিটা ছবি অসাধারণ !
আপনার ছবি তোলার হাত সিরাম আমিনুর ভাই ! ++++

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

আমিনুর রহমান বলেছেন:

হে হে হে লজ্জা দাও কেন রে ভাই। তোমরা ভালো বলে সব কিছু বেশীই ভালো লাগে :)

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বোকামন বলেছেন:




সম্মানিত লেখক,
আপনি চমৎকার ছবি তুলতে পারেন দেখছি ( আপনি প্রফেশনাল কী?)

৬নং ছবিটি; অস্পষ্টের মাঝে আলো দেখতে পাচ্ছি ...
৭নং ছবিটি; অন্ধকারেও আলো !
৩নং টি চিরচেনা .... বাংলার সবুজ .... সবুজে মমতা !

অনেক ধন্যবাদ, ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ...
আস সালামু আলাইকুম


১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

আমিনুর রহমান বলেছেন:

আপনার সুন্দর ও বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।

ওয়ালাইকুম আসসালাম ।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

Sohelhossen বলেছেন: বড় ভাই , ছবি গুলো সুন্দর হইছে ।

সব চেয়ে ভাল লাগছে লজ্জাপতি গাছের ফুলের ছবিটা :) :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ সোহেল। কেমন আছো তুমি???

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

একজন নিশাচর বলেছেন: ছবিতে এবং কবিতায় ভাল লাগা।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ কবি ;)

কেমন আছো???

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই পোস্ট আমি এত দেরী তে দেখলাম ক্যান! :| :(( :(( :(( :(( :((


অসাম! :) +++++++++

একটা মাইনষের এত্ত গুণ থাকলে চলে? /:)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

আমিনুর রহমান বলেছেন:

তোরে মাইনাস বেশী বেশী বলার জন্য। তোর গুনের ভান্ডার কিন্তু ফুটা কইরা দিমু সবাইরে কইলাম :D :D :D

২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

মামুন রশিদ বলেছেন: ঐ ছবিটা আপনি তুলেছেন ? ওহ খুব চমৎকার, দুর্দান্ত !! ঐ যে মেঘে ঢাকা সূর্যটাকে হা করা বাঘের মত লাগছে । ব্র্যাভো ;) B-) :)



সবগুলোই সুন্দর ।

ভালোলাগা, অনেক অনেক ভালোলাগা ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১

আমিনুর রহমান বলেছেন:

মামুন ভাই আমি তুলছি তয় আরো একটা ছবিও তুলছিলাম মেশিনম্যান চান্দে দেখা গেছিল সেই ছবিটা :P ;) :D


ধন্যবাদ মামুন ভাই। আপনার কমেন্টস সবসময় ভীষন উৎসাহ যোগায়।

২১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

ফারজুল আরেফিন বলেছেন: অনেক সুন্দর ++++++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ ফারজুল।

আপনাকে দেখা যায় না কেন ব্লগে। আপনার পোষ্টগুলো সবসময় বেশ ভালো হত। নতুন পোষ্ট নিয়ে তাড়াতাড়ি আসুন। ভালো থাকবেন।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান,

সত্যি সত্যিই প্রশংসা করার মতো ছবি তুলেছেন এ্যামেচার ( ভুল হলে দুঃখিত) হয়েও । বিশেষ করে বিষয়বস্তু নির্বাচনে একটি কোমল মনের দেখা মেলে ।

প্রথম, তৃতীয়, সপ্তম আর অষ্টম ছবি ক'টি অদ্ভুত সুন্দর । সপ্তম ছবিটি তো কাব্যিক ।

নববর্ষের শুভেচ্ছা রইলো ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ জী এস ভাই। আমি একদম এ্যামেচার কিন্তু আমার শখ বলতে ওই একটা ছবি তোলা। আপনার মন্তব্য প্রেরণাদায়ক আমার জন্য।

নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

পেন্সিল চোর বলেছেন: প্লাস নাম্বার ১৩।
অনেক ভালো ছবি তুলেন ভাইয়া। আমাদের সাথে সবসময় শেয়ার করবেন :) :) :)
নববর্ষের শুভেচ্ছা রইলো পেন্সিল চোরের তরফ থেকে...

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

আমিনুর রহমান বলেছেন:

আমি হইলাম গিয়া আইলসা। ব্লগাররা আমাকে বলে আমি নাকি রীল ছাড়া ক্যামেরা নিয়া ঘুরি। সবারই ছবি তুলি কিন্তু কাউকে ছবি দেই না :P

আপ্নারে সাবধান করে দিলাম পেন্সিলেই থাকেন আবার ছবি চুরিতে আইসেন না ;) :P :D

ধন্যবাদ
ভালো থাকবেন সমসময়।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এবং দূর্দান্ত সব ছবি। :)
দারুন।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

আমিনুর রহমান বলেছেন:

লজ্জা লাগে এমনে প্রশংসা পাইলে :P

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

শিরনামহিনা বলেছেন: ালো লাগলো ছবি গুলা। :) :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ শিরনামহিনা । আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকবেন সমসময়। হ্যাপি ব্লগিং ...

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু ভালোবাসা আছে ছোঁয়া যায় না শুধু অনুভব করতে হয়। তেমনি একটি হল চাঁদ। চাঁদকে ছোঁয়া যায়না কিন্তু অনুভব করা যায়। তেমনি আপনার ভালোবাসা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায়।

পহেলা বৈশাখের অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল সাদা মনের এই মানুষটির প্রতি।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

আমিনুর রহমান বলেছেন:

আপ্নারে মাইনাস :P

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

বাংলার হাসান বলেছেন: ভাল হয়েছে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

আমিনুর রহমান বলেছেন:

ধইন্যা :)

২৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

আমিনুর রহমান বলেছেন:
শুভ নববর্ষ ............।।

২৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সত্যি বলি আপনার এই মাইনাসটি পাবার জন্য বেশ কয়েকবার এসে ঘুরে গেছি এবং আমি জানতাম আপনি এমনই কিছু বলবেন আমার ভাবনা মিলে গেছে। যাক আপনাকে রিড করতে পারছি তাহলে :P

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

আমিনুর রহমান বলেছেন:

আপনার বাসায় আমাগো সবাই রে খাওয়াবেন। দেখছন আমিও আপনাকে রিড করবার পারি :)

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
B:-) B:-) B:-) :P :P :P

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬

আমিনুর রহমান বলেছেন:

এমন করছিস কেন রে মুমিন ;) :P :D

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৪

একজন নিশাচর বলেছেন: আমিনুর ভাই। কবি বলিয়া সম্বোধন করিলে কিঞ্চিত লজ্জা পাই।

আমি ভাল আছি। আপনি ভাল আছেন?

নববর্ষের শুভেচ্ছা রইল। পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটুক আগামীর দিন গুলি।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯

আমিনুর রহমান বলেছেন:

তুমি তো কবিই তাই তো বললাম।

আমি ভালো আছি।

তোমাকে ও নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৩

সায়েদা সোহেলী বলেছেন: ৪নং ছবিটা কি লজ্জাপতি ফুল?

+ + +

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

আমিনুর রহমান বলেছেন:


৪ নং টা লজ্জাবতী ফুল।
ধন্যবাদ সায়েদা সোহেলী। ভালো থাকবেন সমসময়।
শুভ নববর্ষ।

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লেগেছে। শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ স্বর্ণামনি।

আমারও ভালো লেগেছে তুমি এসেছো বলে।
শুভ নববর্ষ ।

৩৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

মামুন রশিদ বলেছেন: চান্দে ছায়দির ছবি আপ্নে তুলছিলেন ?? :| :|




শুভ নববর্ষ ।
এবারের বাংলা বছরটা আনন্দ-বিনুদন-লুলময় হবে মনে লয় ;) :P

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

আমিনুর রহমান বলেছেন:

চাইদীকে আমাকে ফুন কইরা কইল তাই আর কি তুইলাম ;) :P




বছরের বাকীদিনগুলো কি হবে তা জানি না তবে আজকে ঘুময়য় দিন হবে সেটা জানি।
শুভ নববর্ষ মামুন ভাই। ভাবী ও মামনিদের জন্য শুভেচ্ছা রইল।

৩৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

শুকনোপাতা০০৭ বলেছেন: সব গুলো ছবিই অসাধারণ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ শুকনোপাতা০০৭।

শুভ নববর্ষ।

৩৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

পদ্ম (কমল দাস) বলেছেন: সুন্দর

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ পদ্ম (কমল দাস)।
শুভ নববর্ষ।

৩৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

Sohelhossen বলেছেন: শুভ নববর্ষ ভাই ।
আমি ভাল আছি ।।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:

শুভ নববর্ষ

!:#P !:#P !:#P

৩৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

সায়েম মুন বলেছেন: আপনার ছবির হাত সুন্দর। সবকটা ছবি চমৎকার তুলেছেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ সায়েম। ভালো থাকবেন।

শুভ নববর্ষ !!!

৩৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর!
চাঁদের ছবি দুটো বেশি ভাল লেগেছে ।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ তুলি।
আপনি কি আর আমাদের জন্য কিছু লিখবেন না !!

শুভ নববর্ষ । ভালো থাকবেন সবসময় !!!

৪০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর আলোকচিত্র ।
শিল্পীকে নববর্ষের শুভেচ্ছা ।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ গিয়াসলিটন।

শুভ নববর্ষ। ভালো থাকবেন সবসময় !!!

৪১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর ছবি !! কবিতাও ভাললাগছে।

শুভ নববর্ষ!!!

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ শোভন !!

শুভ নববর্ষ ! ভালো থাকবেন !!!


৪২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

না পারভীন বলেছেন: এত সুন্দর ছবি কি ক্যামেরায় তোলা ?
১ম পর্ব টা খুঁজে পেলাম না ।


২০ তম ভাললাগা , আর নববর্ষের শুভেচ্ছা ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

আমিনুর রহমান বলেছেন:

ক্যামেরা দিয়ে তো তুলছি !!!
ধন্যবাদ না পারভীন !


প্রথম পর্বঃ
আমার তোলা যত ছবি - ১

শুভ নববর্ষ। ভালো থাকবেন সমসময়।

৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

না পারভীন বলেছেন: :) :) :) :) :)
কি ক্যামেরা মানে কোন ক্যামেরা । :) :)
ফুলের সূক্ষ্ণ রেনু উঠে এরকম একটা ক্যামেরা দরকার ।

৪৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

না পারভীন বলেছেন: :) :) :) :) :)
কি ক্যামেরা মানে কোন ক্যামেরা । :) :)
ফুলের সূক্ষ্ণ রেনু উঠে এরকম একটা ক্যামেরা দরকার ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

আমিনুর রহমান বলেছেন:

আমার ক্যামেরাটা অনেক আগের কেনা তা এখনকার যুগের সাথে মানায় না। টাকা পয়সা জমাচ্ছি নতুন ক্যামেরা কেনার জন্য। মাস দুয়েকের মধ্যে কিনে ফেলতে পারবো ইনশাআল্লাহ্‌। ক্যামেরা কিনতে চাইলে পরামর্শ দেয়া যেতে পারে কোনটা কিনবেন।

৪৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

এম হুসাইন বলেছেন: ২২ তম ভাললাগা ভাই।


সবগুলো দেখলাম। অসাধারন।
+++++++++++++

শুভেচ্ছা জানবেন।
ভালো থাকুন।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ ভাইডি !


শুভ নববর্ষ। ভালো থেকো সবসময় !!!

৪৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল। বেশী ভালো লাগল চাঁদের ছবিটা।


+++++++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ মামুন।
চাঁদে কি কারো ছবি দেখা যায় ;) :P

৪৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

এ্যাপোলো৯০ বলেছেন: ভালো লাগা দিয়ে গেলাম

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

আমিনুর রহমান বলেছেন:

তোরে বিশাল একখানা ধইন্যা দিলাম।

৪৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

নীল-দর্পণ বলেছেন: ৬নং ছবিটা দেখে মনে হলো ছবি তোলার সময় ক্যামেরা নাড়া লেগে গেছে আর ওরকম... :P
ভাল লাগা রেখে গেলাম

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

আমিনুর রহমান বলেছেন:
৬নং ছবিটা আমার প্রিয় ছবির একটা। ছবিটা চলন্ত ট্রেন থেকে তোলা।


ধইন্যা তোকে। তোর দেখি সামু ঠিক হয়ে গেছে :D

৪৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

ফারজানা শিরিন বলেছেন: ছবিগুলায় কি এডিটিং করা হয়েছে ???

৩ আর ৪ নম্বর ছবি অনেক বেশি সবুজ লাগতেছে !!!

২নং ছবিটা অনেক পছন্দ হইছে আমার !

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

আমিনুর রহমান বলেছেন:

ছবিগুলো এডিটিং করা হয়েছে। আমিও দেখেছি একটু সবুজ বেশি লাগছে আমার কাছে এই সবুজটা ভালো লাগছিল তাই :D :D :D

ধন্যবাদ ফারজানা সুন্দর মন্তব্যের জন্য।

৫০| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

ফারজানা শিরিন বলেছেন: শেষ ছবিটা কি ফুলের ???

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

আমিনুর রহমান বলেছেন:

ফুলেরই। একটা ডালের মধ্যে ফুলগুলো ফুটে উঠেছে। আমি আগে কখনও এমন ফুল খেয়াল করিনি।

৫১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া ফুলের নাম জানালে খুসিত হই।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:

আমি জানি না ... আপনে জাইনা আমারে জানাইয়েন ;)

৫২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

বোকা ডাকু বলেছেন: অসাম হইছে ভাই।
বেশি ভাল লাগছে ৭,৮ আর ১০ নাম্বার টা।

কিন্তু এইগুলার মইদ্দে ভাবী তুলছে কুন্ডা হেইডা তো কইলেন না! :-B :-B :P :P

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

আমিনুর রহমান বলেছেন:

ধইন্যা ... ভাবী একটাও তুলে নাই :P :P :P

শুভ নববর্ষ ...

৫৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম চরম চরম!!!!
প্রথম ছবিটা কবে তোলা??? কার খোমাখানা জানি মিস করতাছি। ঃপি

শুভ নববর্ষ আমিনুর ভাই।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

আমিনুর রহমান বলেছেন:

একটু খেয়াল কইরা দেখ খুমাখান দেখা যাইলেও যাইতে পারে ;) :P

শুভ নববর্ষ ...

৫৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

শোশমিতা বলেছেন: ছবিগুলো অসাধারণ + +

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ শোশমিতা।

৫৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

বোকা ডাকু বলেছেন: একটাও তুলে নাই! :-* :-*

তাইলে নিশ্চয়ই তুলুনের সুময় পাশেই ছিল! নাইলে তো ফুডু গুলা এতডা রোমান্টিক হউনের কতা না? :P :P


আপ্নাকেও শুভ নববর্ষ আমিনুর ভাই। :) :)

গতকাল বহুত আশা নিয়া গেছিলাম। ভাবছিলাম আপনাদের সবার সাথে দেখা হবে। সে আশায় গুড়ে বালি। :( :(

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

আমিনুর রহমান বলেছেন:

আমি কাল সারাদিন বাসাই ছিলাম। এবারই প্রথম কোন পয়লা বৈশাখে বাইরে যাওয়া হয়নি :( :(


৫৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়াও ভাইয়া !!!!! অনেক সুন্দর

৭ নং টা কেমন যেন অন্যরকম সুন্দর ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ অদ্বিতীয়া !

চাঁদ আমার নিত্যদিনের সঙ্গী । পুরো পূর্ণিমা আমি উপভোগ করি আমার বিছানায় শুয়ে শুয়ে ... কোন এক মেঘাচ্ছন পূর্ণিমা রাতে বিছানা থেকে ছবিটা তোলা !!!

ভালো থাকুন সবসময় ! ! !

৫৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

রেজোওয়ানা বলেছেন: ফিঙে আর চাঁদের সব গুলো ছবিই বেশি ভাল লেগেছে!

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ রেজোওয়ানা।

ফিঙের ছবিটা গত ১লা বৈশাখে তোলা ...


শুভ নববর্ষ !!!

৫৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

বাংলার হাসান বলেছেন: খুব সুন্দর ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ হাসান ! ! !

৫৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

একজন আরমান বলেছেন:
কিচ্ছু কমু না।
খালি ছবিগুলার উপরে কু নজর দিয়া গেলাম। B-)) B-)) B-))

যে কোন মুহূর্তে চুরি কইরা সংকলনে দিতে পারি।
তয় মামলা করলে কান্ডারীর নামে কইরেন। আমি ছুডো মানুষ তাই আমরে মাফ কইরা দিয়েন। :!> :#> ;) ;) ;)

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

আমিনুর রহমান বলেছেন:

কু নজর দিলে কেমতে হবে B:-) B:-) B:-)


যা তোদের দুজনকেই মাফ করে দিলাম ছবি চুরির দায় থেকে মুক্তি দিলাম।

৬০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

নীল-দর্পণ বলেছেন: হুঊম, কিভাবে যেনো ঢুকতে পারলাম

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

আমিনুর রহমান বলেছেন:

আমিই তো বাংলা লায়নকে বলছিলাম তোর লাইনটা যেন ভালো থাকে আর তোকে যেন ইস্পি-শিয়াল সার্ভিস দেয় ;) :P

৬১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

shfikul বলেছেন: ++++++++++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ সফিকুল ভাই ।

৬২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

মেহেরুন বলেছেন: ছবিগুলা দারুন হইসে +++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ। তোর প্রোপিক টা ভালো হয়েছে।

৬৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

রাইসুল সাগর বলেছেন: ফডুক এ ভালো লাগা।

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

আমিনুর রহমান বলেছেন:

থ্যাঙ্কু! থ্যাঙ্কু !! থ্যাঙ্কু !!!

৬৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

দ্রুতগামী উল্কা বলেছেন: রাতের মেঘে ঢাকা আকাশের এক ফালি চাঁদ ভালো লেগেছে। দারুন। :) :)

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ ।

প্রোপিকটা চমৎকার :)

৬৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

মনিরা সুলতানা বলেছেন: আমি হইলাম পুলিশ লাইনের ......
সব কিছু তে হামেশা লেট ... :(

নয়ন জুড়াল ছবি দেখে, মন ভরল কবিতা পড়ে ...।


শুভ নববর্ষ ... :)

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

আমিনুর রহমান বলেছেন:
হা হা হা ... দারুন বলেছেন।

নয়ন জুড়াতে পেরে আমি ধন্য। কৃতজ্ঞতা !


শুভ নববর্ষ ।

৬৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

শান্তা273 বলেছেন: মুগ্ধ হইলাম!

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

আমিনুর রহমান বলেছেন:

আপনারা উৎসাহ ব্যঞ্জক কমেন্টস আমার ছবি তোলা সার্থক করার জন্য অনেক কৃতজ্ঞতা ...

৬৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া। :)

আর আমার কু নজর লাগা মানে আপনার ছবির হাত আরও ভালো হবে। :)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

আমিনুর রহমান বলেছেন:

তোদের কুনজর যে কুনজর না সেটাতো আমি জানি রে আরমান।

৬৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
সবগুলোই সুন্দর। অসাধারন......।
সত্যি মন ছুঁয়ে গেল।
পোষ্টে +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো.

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

আমিনুর রহমান বলেছেন:

আপনার কমেন্টসও মন ছুয়ে গেলো। ধন্যবাদ।


আপনি ও ভালো থাকবেন ...

৬৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ছবি গুলো খুব সুন্দর?
ডিএস এল আর এর ছবি?

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ দুর্জয় ।

আমার প্রায় ৬ বছর আগের কেনা একটা সেমি ডিএসএলআর দিয়ে তোলা।

৭০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

ফারজানা শিরিন বলেছেন: ইয়ে ফুলটার নাম কি ??? শেষ ছবিটার ফুলের নাম জেনে বলবেন । আমার লাগবে : (

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:

কাইল্কা কমু নে। কেন কারে দিবা ???

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০১

আমিনুর রহমান বলেছেন: এইটা আলু বুখারা গাছের ফুল :P

৭১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

রাইসুল নয়ন বলেছেন: আমার দেইক্কা কেমেরা নাই , থাকলেও এর থেকে ভালো ছবি আমার দ্বারা মহা অসম্ভব ।

অসাধারণ !!!!!

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ নয়ন। লজ্জা দিয়ো না রে ভাই।

৭২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ক্যামেরাটা খুব ভালো ছিলো :P

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

আমিনুর রহমান বলেছেন:

সবসময় সত্য বলতে হয় না ;)

৭৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দারূণ সুন্দর সব ছবি......বেশি বেশি জোস......

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

আমিনুর রহমান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ পল্লব ! ভালো থাকবেন নিরন্তর।

৭৪| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

লুবনা ইয়াসমিন বলেছেন: আমিও খুবই ছবি তুলতে পছন্দ করি। আপনার ছবিগুলো অদ্ভুত সুন্দর হয়েছে।
চাঁদ মামাকে বেশ সুন্দর লাগছে।
একা (ফিঙে) আমার একলা পাখি ধানক্ষেতে না গমক্ষেতে?
লজ্জাবতী লজ্জায় লাল হবার কথা কিন্তু প্র্কৃতি তাকে হালকা বেগুনী করে রেখেছে। আর আপনি দারুন ভাবে তুলেছেন ছবিটি।
আধখানা চাঁদ ঊঠিছে আকাশে গানটির কথা মনে পড়ে গেলো ছবিটি দেখে……
ইটের ভাটার ছবিটিও বেশ ভাল হয়েছে।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

আমিনুর রহমান বলেছেন:

সুন্দর মন্তব্য ও প্রশংসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ! আমি ভীষণ ভালোবাসি ছবি তুলতে আর পিসিতে জমিয়ে রাখতে। আমার একটা বদনাম আছে আমার ক্যামেরা নাকি ফ্লিম (যদিও ডিজিটাল) থাকে না কেননা অনেকের ছবিই আমি তুলি কিন্তু তাদের আর দেয়া হয় না:D

একা ফিঙে তা আমি ধানক্ষেতে :P


ভালো থাকবেন ।

৭৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
ছবি কবিতা সবমিলিয়ে ছবিতা!

রিয়েলি অসাম!!

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ কবি।

ভালো থাকবেন।

৭৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোষ্টে দেরিতে আসার জন্য দূঃখিত জেসন ভাই!!

খুব সুন্দর সব ছবি তুলেছেন :-B

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪

আমিনুর রহমান বলেছেন:

দুঃখিত দেরীতে প্রতিউত্তরের জন্য। তোমার ছবিগুলো আরো জোশ হয়েছে।

৭৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

জলপরী১৮ বলেছেন: ছবি দেখতে আমার ভীষণ ভালো লাগে। ছবিগুলি সত্যিই অপূর্ব হয়েছে ভাইয়াটা.. পোষ্টে +++ :)

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫

আমিনুর রহমান বলেছেন:

দুঃখিত দেরীতে প্রতিউত্তরের জন্য। ধন্যবাদ আপাটা ;)

৭৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

স্বপ্নছায় বলেছেন: ভাই আপনার ক্যামেরার স্পেসিফিকেশন কি?

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

আমিনুর রহমান বলেছেন:

canon powershot IS 1 অনেক পুরাতন মডেল।

৭৯| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৫৮

কালোপরী বলেছেন: :)

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৩

আমিনুর রহমান বলেছেন:

:) :) :)

৮০| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনিতো দেখি ছবি তোলার কারিগর। মুগ্ধ হয়ে আপনার ছবি তোলার কারিশমা দেখলাম।

১২ ই মে, ২০১৩ রাত ২:৩৬

আমিনুর রহমান বলেছেন:

আমি একেবারে একটা সাধারণ ও সখের ফটোগ্রাফার। এত প্রশংসায় লজ্জা লাগছে ভাইডি।



আপনার ফেবুতে রিকু পাঠিয়েছি।

৮১| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৪৬

ছোট্ট নিথী বলেছেন: ভালো লেগেছে ভাইয়া! ++ :)

১৬ ই মে, ২০১৩ রাত ২:২১

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ ভাইয়া। ভালো থেকো নিরন্তর।

৮২| ১৬ ই মে, ২০১৩ রাত ১:২৮

দুঃখিত বলেছেন: সেই রকম হইছে ভাই প্রত্যেকটা ছবি । :) :) :)

১৬ ই মে, ২০১৩ রাত ২:২৩

আমিনুর রহমান বলেছেন:

ভবিষ্যৎ যে আরো সেই রকম ছবি তুলতে পারি দোয়া কইর। তোমাকে আমার ব্লগে পেয়ে খুশি হলাম।

৮৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪৪

না পারভীন বলেছেন: জেসন , কাল প্রো পিক চেঞ্জ করার মত কোন অকেসন কি ঘটেনা ? ভাইরে এই যেঁ বেঁচে আছি , যাই আছি , ভাল আছি অনেক কষ্টে থাকা মানুষের তুলনায় , এর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে প্রোপিক কি চেঞ্জ করা যায় ?

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৬

আমিনুর রহমান বলেছেন:

কেন ? কে কি বলল আবার আপনাকে? অকেশন বা ঘটনা আমাদের প্রতিদিনই কিছু না কিছু ঘটেই যায়। সত্যিই তাই যা আছি ভীষন ভালো আছি। আল্লাহ্‌ প্রতি শুকরিয়া।

৮৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১:১৬

একজনা বলেছেন: ব্যপুক সোইন্দর্য! প্রত্যেকটা ছবিই অসম্ভব সুন্দর হয়েছে ভাইসাব :) আপনার ক্যামেরাটা দেখি অতুলনীয় ;)

এক মানুষের মধ্যে এত গুণ থাকলে কেমনে কি :/ দূর মিয়া! আপনার মত কারো কারো মধ্যে একসাথে অনেক গুণের সমাহার থাকে বলেই কেউ কেউ হয় আমার মত প্রতিভাহীন :'(

ভাবছি কোন ছবিটা চুরি করব :p

ভালো থাকবেন সবসময়। :)

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:

ব্যপুক সোইন্দ্রর্য হইল অতচ লাইক পাইলুম না :(


ছবি সব আপনাকে দিয়ে দিলাম যান তাও চুরি করতে লাগবো না :D


আফনেও ভালা থাইকেন গো ভাইজান ;)

৮৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩৮

মেহেরুন বলেছেন: Click This Link

২২ শে মে, ২০১৩ রাত ১:০১

আমিনুর রহমান বলেছেন:

:) :) :)

৮৬| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ !
সব গুলা ছবি সুন্দর !

২২ শে মে, ২০১৩ রাত ১:০২

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ প্রিয় কবি স্বপ্নবাজ অভি ;)

৮৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৭

অবচেতনমন বলেছেন: অসাধারন............

২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৪৩

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ অবচেতনমন।

৮৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৩৩

ভিয়েনাস বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে..... প্রকৃত সরি প্রকৃতি প্রেমিক মনে হচ্ছে :)

২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ কবি ভিয়েনাস। প্রকৃতি প্রেমিক না এমন লোক পাওয়া অনেক কঠিন।

৮৯| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বড় হইলে দোয়া নিতাম রে ভাই ! কথা হারায় গ্যাছে ! B-) ফিরে আসলে কমেন্ট করবো । হলুদ তারা ।

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন:

আপু দারুন কমেন্টস। আমিও ভাষা হারায়ে ফেলছি এত সুন্দর একটা কমেন্টস পেয়ে :)

৯০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:২০

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক চমৎকার হয়েছে ছবিগুলো ভাইয়া। বিশেষ করে ফিঙে পাখি, লজ্জাবতীর ফুলের টা তো অসাধারণ :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১১

আমিনুর রহমান বলেছেন:

ভালো লেগেছে যেন অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে মহামহোপাধ্যায়। আপনি কি সিলেট থাকেন ???

৯১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর হইসে ভ্রাতা । তয় সাস্পিসিয়াস !!! অনেক কোমল হাতের তোলা মনে হইতেছে ছবিগুলো !!! ;) ;) ;) হাঁচা কইরা কন , কাহিনী কি !! ;) :) +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ভালো থাকবেন সবসময় :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫

আমিনুর রহমান বলেছেন:

কাহিনী কুব কারাপ আমি আবার তোমার ভাবী'র ফ্রেমে পইড়া গেছি। এখন আর ফ্রেম থেকে বাইর হইবার পাড়তাছি না :P :P :P
বুদ্ধি বাতাও।

আর তোমার যে খবর আছে সেই কে নিবো ???? কাহিনী তোমার কি সেটা বল আগে আমি কোনভাবেই তোমাকে ট্রেস করতে পারছিলাম না। এই যখন পাইছি আর ছাড়াছাড়ি নাই ...।


তুমিও ভালো থেকো সবসময় ...

৯২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১১

মহামহোপাধ্যায় বলেছেন: হ্যাঁ ভাইয়া, গত ছয় বছর সিলেট ছিলাম। মাস্টার্স শেষ প্রায়। থিসিস জমা দিয়ে মাসখানেকের মধ্যে চলে যেতে পারব আশা করি। আপনিও কি সিলেটে থাকেন ??

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

আমিনুর রহমান বলেছেন:

মানে হলো আপনি সাস্টের স্টুডেন্ট ! আমি ২ বার সাস্টে গিয়েছিলাম তাও সামুর ব্লগারদের সাথে দেখা করতে। আপনার কথা যদি জানতাম তাহলে দেখা হয়ে যেত। ইনশাআল্লাহ আগামীতে অন্য কোথাও দেখা হবে। এখন যদি ঢাকা ঠিকানা হয় তাহলে তো দেখা হবে শীঘ্রই। ঢাকায় আসলে জানাবেন।

৯৩| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: জ্বী ভাইয়া!! আমি সাস্টিয়ান। তাই দুই বার এসেছিলেন ?? কেমন লাগলো আমাদের ক্যাম্পাস ?? আসলেই আগে জানলে দেখা হয়ে যেত। মজা কি জানেন ?? আমি ঘাপটি মেরে থাকতে পছন্দ করি। সাস্টের অনেক ব্লগারই আমাকে চেনেন না :D :D । ইনশাআল্লাহ আগামীতে অন্য কোথাও দেখা হয়ে যাবে। ঢাকায় গেলে অবশ্যই জানাবো। ভালো থাকবেন :) :)

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আমিনুর রহমান বলেছেন:

সাস্টিয়ান'রা অলওয়েজ রক্সস :D ক্যাম্পাস খুবই সুন্দর। শহীদ মিনার আর শাহ পরান হলের পাশের পুকুরটা সবচেয়ে বেশী ভালো লেগেছে। শহীদ মিনারের অনেক সময় ছিলাম আর পুকুরের ভোরে গোসল করেছি :P
এবার আর ঘাপটি মেরে থাকা যাবে না। শীঘ্রই দেখে হবে নিশ্চয়ই।


তুমিও ভালো থেকো সব সময়।

৯৪| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ছবি ব্লগ । পিলাচ লন ভ্রাতা ।+++++++++

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ লিটন ভাই। সাদরে পিলাচ গ্রহন করলাম। অনেকদিন পর আপনার পোষ্ট দেখলাম ... ব্যস্ত সময় যাচ্ছে তাই কমেন্টস করা হয়ে উঠেনি আপনার পোষ্টে তবে খুব শীঘ্রই কমেন্ট করে আসবো :)

৯৫| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এফ বি আই ডি আবার ডিএক্টিভেট কেন ?? একটু দরকার ছিল ভাইয়া ।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

আমিনুর রহমান বলেছেন:

তুমি আমাকে মেইল দিতে পারো অথবা ফোন দিতে পারো।
[email protected]/01755306021

৯৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চেক ইউর মেইল

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪২

আমিনুর রহমান বলেছেন:


:) :) :)

৯৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি ব্যাঙ খাওয়ানোর ভয়ে ফেবু ডিএকটিভ্যাট করে রাখসেন! /:)

ছবিগুলান চরম হইসে। :)

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭

আমিনুর রহমান বলেছেন:

মাইর খাইস না ব্যাঙ খাওয়ার বদলে আমি ঢাকার বাইরে থাকবো আগামী কয়েকদিন ২২ তারিখের পরে। আমার ফেইসবুক না হয় নাই মোবাইল তো আছে B:-)


থ্যাঙ্কু :)

৯৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪

বৃতি বলেছেন: চমৎকার ছবি!!

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ বৃতি।

৯৯| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপ্নে এর আগেরবার ফোন ধরেন নাই। তাই ফোন দেই না। এখন অবশ্য ধরছেন। তাহলে ব্যাঙ ফাইনাল :D

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২

আমিনুর রহমান বলেছেন:


ব্যাঙের ঠ্যাং কনফার্ম ।

১০০| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার প্রোফাইল পিকচার দেখিয়া বড়ই প্রীত হইলাম। প্রোফাইল পিকচারে ভালো লাগা জানিয়ে গেলাম।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আমিনুর রহমান বলেছেন:

ধইন্ন্যা :D

১০১| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:


আপনার প্রোফাইল পিকচার দেখিয়া বড়ই প্রীত হইলাম। প্রোফাইল পিকচারে ভালো লাগা জানিয়ে গেলাম।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আমিনুর রহমান বলেছেন:


থ্যাঙ্কু কপি পেষ্টু মন্তব্যের জন্য ;) :P

১০২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩০

বটবৃক্ষ~ বলেছেন: সবগুলোই এত্তো দারুন!

বাবা দিবসের প্রোপিক চামৎকার+++++

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ বটবৃক্ষ~। ভালো থাকবেন সবসময় :)

১০৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: কী মোহনীয় সুন্দর। একেবারে সুন্দরের মতো সুন্দর।
রুদ্রের কবিতায় আরো ভালোলাগা রেখে গেলাম।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ খেয়াঘাট। তবে আপনার লিখনী'র মত অত সুন্দর না :)
ভালো থাকবেন সবসময়।

১০৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৪১

খেয়া ঘাট বলেছেন: কোলের সোনাবাবুটা কি আপনার?
অনেক আদর আর স্নেহ ।

১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:


আমার একমাত্র সন্তান শীর্ষ। এখন অনেক বড় বয়স ৬ চলছে :)

১০৫| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৬

দূর দ্বীপবাসীণি বলেছেন:
অসম্ভব সুন্দর ছবিগুলো!!আপনি এত ভালো ছবি তোলেন!

প্রোফাইল পিকচারটাও খুব সুন্দর।

১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১২

আমিনুর রহমান বলেছেন:



আপনি কই হারিয়ে গিয়েছিলেন??? অনেকদিন পর আপনার দেখা পেয়ে ভালো লাগছে। কেমন আছেন? বাবু কেমন আছে?

১০৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

কৃতজ্ঞতা ও ধন্যবাদ। :|

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

আমিনুর রহমান বলেছেন:


কেন রে ভাই আমি আবার কি করলাম ;) :P

১০৭| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

এই মন্তব্যটি একটি স্পেশাল মন্তব্য যেটি আপনার পোস্টে হবে ২০৭ নং মন্তব্য কিন্তু আমার ব্লগ পরিসংখ্যানে করা ১০,০০০ তম মন্তব্য।

আপনার প্রতি সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থেকেই এই বিশেষ মন্তব্যটি শুধুমাত্র আপনার পোস্টে করেই নতুন ভাবে যাত্রা শুরু করলাম।

লাভ ইউ

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:


সত্যি বলতে খুব সম্মানিত বোধ করছি। আপনার জন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভ কামনা।



লাভ ইউ টু :)

১০৮| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৯

আরজু পনি বলেছেন:

লাইক বাটন চাপতে যেয়ে বুঝলাম এই পোস্টে আগে এসেছি। কিন্তু আগের সব মন্তব্য চেক করে নিশ্চিত হবার মতো এনার্জি নেই :(

তবে ছবিগুলো অনেক সুন্দর কিন্তু সাথে ক্যাপশন হলে কেমন হতো?

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৩১

আমিনুর রহমান বলেছেন:


এসব বলে কাজ হবে না; আপনেরে এক হালি দেই আর আপনে একটা দিয়ে পার পেতে চান ! আগে কমেন্টস করেন নাই :D



আমার লিখতে কষ্ট লাগে :(

১০৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

নুসরাতসুলতানা বলেছেন: বাবুর ছবিটা আজই মনে হয় প্রথম দেখলাম। চমৎকার লাগলো।

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

আমিনুর রহমান বলেছেন:


বাবু'র যখন সাতদিন তখনকার তোলা এই ছবি এখন বাবু বাবু নাই :P ৬ বছর পার করে ৭ এ পা দিল গত ১৮ তারিখে ...


১১০| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:২৫

মাক্স বলেছেন: আমার দেয়া যত প্লাস++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ;)

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:



আমার পরের ছবি ব্লগে তোমার তোলা একটা ছবি যাবে, নিজের নামে চালাইয়া দিমু ভাবতাছি :P

১১১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:০২

মাক্স বলেছেন: কেইস কৈরা দিমু X(X(

২৪ শে জুন, ২০১৩ রাত ১:০৮

আমিনুর রহমান বলেছেন:


অসুবিধা নাই :D দেখোনা আইজ কাইল কত বড় কেইস নিয়ে চুদুরবুদুর চলতাছে এই তো কিছুই না... ৬০ দিনের বাধ্যকতার কথা কইয়া ৬০ বছর পার হইয়া যাইবো ;) :P

১১২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:১৫

মাক্স বলেছেন: এইডা কিতা কৈলেন। দুর্বলের উপ্রে সবলের অইত্যাচার ব্লগজাহান সহ্য করব না কৈয়া দিলাম :(

২৪ শে জুন, ২০১৩ রাত ১:২৫

আমিনুর রহমান বলেছেন:


সাহাঁরা থুক্কু সারাজাহানই সহ্য করতে আচে আর এত্তুখানি ছুডু ব্লগজাহান সহ্য না কইরা আর কি করার আচে :(


ঠিক আছে কাইন্দো না তোমার নাম শেষের দিকে ছোট্ট কইরা লেইখ্যা দিমু নে :P

১১৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩৮

ঘাসফুল বলেছেন: "জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন........"- ইমন ভাইকে খুব মনে পরে...
.
.
.
.

ছবি গুলো খুবি ভালো লাগলো... আপনার বাবুটাকে বিলেটেড হ্যাপি বার্থডে :)

২৪ শে জুন, ২০১৩ রাত ১:৫২

আমিনুর রহমান বলেছেন:


ভুলেও যেন ভুলে না যাই কখন আমাদের ব্লগের তাজ ইমন ভাইকে। আমি ঢাকায় ছিলাম যেদিন ইমন ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। এমনিতেই কষ্ট হচ্ছিল না থাকার কষ্টটা আরো বেশী পোড়াচ্ছিল :(



অনেক ধন্যবাদ ভাইডি।


১১৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

নুসরাতসুলতানা বলেছেন: জুনিয়র আমিনুর এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আর ওর জন্য এ উইশ করি ও যেন ওর বাবার মানবিক গুনাবলী নিয়ে প্রকৃত মানুষ হয়।

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

আমিনুর রহমান বলেছেন:


আপনি আমাকে একটু বেশী ভালো বলেন :P
অনেক অনেক ধন্যবাদ +++

১১৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভালই তো ভুলে থাকতে পারেন। ওকে, ভাল থাকেন।

২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:০০

আমিনুর রহমান বলেছেন:


আমি মানুষটাই এমন আড়ালে থাকার মানুষ। মনে ছিলো, ভুলে যাই রে স্বর্না'মনি :)

১১৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন পোস্ট! ছবিগুলো সুন্দর! আর রুদ্র কবির তো কথাই নেই!

আমারও দীর্ঘদিনের একটা শখ আছে,- এই ছবি তোলা। প্রথম চাঁদের ছবিটা কি লেন্স দিয়ে তুলেছেন? ট্রাই-পড ছিল?

৫ নং ছবি, এটার ডেপ্‌থ অফ ফিল্ডের খেলাটা মজা হয়েছে। ফুলটা কি চেরী নাকি!

ভালো লাগা রেখে গেলাম!

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ ইফতি :) আমি শখের বসেই ছবি তুলি। তুমি তুললে বেশ ভালোই করবা, কেননা আমরা মনে হয় গভীর ভাবনার মানুষরা সব কিছুতেই চাইলে ভালো করতে পারে। আমার একটা সেমি ডিজিটাল ক্যামেরা আছে। ওইটা দিয়েই তুলেছি। ৫ নং ছবিটা অবশ্য বেশ ভালো একটা ডিএসএলআর ক্যামেরায় তোলা। কি নাম ফুলের জানি না :)

১১৭| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো :) :)

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ রহস্যময়ী কইন্ন্যা থুক্কু কন্যা :D

ভালো থেকো সবসময় ও শুভ কামনা :)

১১৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনি অনেক কবিতাপ্রিয়।

ছবি পোস্টগুলোর সাথে সাথে একটি করে কবিতা সংযোজন মুগ্ধ করে।


আমারও ভালোলাগা কবিতা। মুক্তগদ্যের ভক্ত আমি তবে কিছু লিখতে পারিনা।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২২

আমিনুর রহমান বলেছেন:



হুম আমি অনেক কবিতা পড়ি । পড়তে ভালো লাগে ভীষণ।

আপনি লিখতে পারেন না !!! আপনার এক মুক্তগদ্যই বলে দেয় আপনি কেমন লিখতে পারেন। আমাদের জন্য আরো বেশী বেশী করে লিখুন।
মুগ্ধ করতে পারায় ভালো লাগছে। ধন্যবাদ।

১১৯| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

না পারভীন বলেছেন: কালো প্রো পিক চেইঞ্জ করার রিকু চলে গিয়েছিলাম , ২ নং আজ আবার এসে মন ভরে গেল শীর্ষ এর ছবি দেখে । অনেক অনেক দোয়া রইল ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫

আমিনুর রহমান বলেছেন:



অনেক অনেক দোয়া করতে থাকুন সবসময় ভরে হয়ে যেন ফুপি'র মত বড় মনের ও বড় মাপের মানুষ হতে পারে। ধন্যবাদ দিতে ভালোবাসাকে ছোট করতে চাই না।

১২০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: পুরনো পোষ্ট , এখন চোখে পড়ল। চাঁদের ছবি গুলো সুন্দর ! মেঘের সাথে চাঁদের লুকোচুরি টা বেস্ট ! ছবি এত কম দিছেন ক্যান ?

রুদ্রের একটা প্রিয় কবিতার অংশ বিশেষ দেই ।

" সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে
পাছে বাঁধা পড়ে যাই ।
বিস্মিত তুমি যতবার টানো বন্ধন - সুতো ধ'রে ,
আমি শুধু দূরে যাই ।

আমি দূরে যাই--
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা - চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে ....।

এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন ?"

==== আপনার বাবুটা মাশাল্লাহ অনেক সুইট। আপনার প্রপিক দেখে তো ভাবছিলাম বাবুটা আসলেই বাবু ।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

আমিনুর রহমান বলেছেন:


আসলে এত সুন্দর মন্তব্য পাওয়ার পর তার প্রতিউত্তর কি দিবো বুঝে উঠতে পারছি না !

আমার প্রোপিকের ছবিটা হচ্ছে শীর্ষ'র বয়স যখন সাতদিন তখনকার। দোয়া করবেন বড় হয়ে যেন মানুষ হয়।


ছবি আমি সবসময়ই দশটা করে দিয়ে যাচ্ছি। এতে সবার দেখতে সুবিধা হবে আর লোড নিতে সময় কম নিবে।


রুদ্র এর কবিতা আমার সমসময় ভালো লাগে। উনার কবিতা সহজ ভাষায় লিখা কিন্তু অনেক বেশী গভীরতা থাকে। রুদ্র'র প্রতি অনেক বেশী আকৃষ্ট হয়ে পড়ে ছিলাম কোন একটা নাটকে (সম্ভবত) "ভালো আছি ভালো থেকো" গানটা শুনে। পরবর্তীতে ডিফারেন্ট টাচ গানটা কে আরো জনপ্রিয় করে তুলে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ অপর্ণা মন্ময় এমন সুন্দর মন্তব্যের জন্য।

১২১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫১

সর্বনাশা বলেছেন:

চ'লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ'লে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো।

(-- রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)

'শীর্ষ' যেন বাবার তোলা ছবি, আর বাবার পড়া কবিতার মতো অনাবিল হয়ে বেড়ে ওঠে।

শুভ কামনা, পিতা ও পুত্রকে।।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:

কুশল শুধোলে মনে হয় তুমি আসোনি,
পাশে বসলেই মনে হয় তুমি আসোনি।
করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো,
দুয়োর খুল্লেই মনে হয় তুমি আসোনি।
আসবে বোল্লে মনে হয় অগ্রিম বিপদবার্তা,
আবহাওয়া-সংকেত, আট, নয়, নিম্নচাপ, উত্তর, পশ্চিম-
এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি।


শীর্ষ যেন তার চাচা'র মতো অনেক বড় মানুষ হয়ে উঠুক, সেই কামনাই করি।


অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১২২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: ফাইন সব ছবি

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ প্রত্যাবর্তন।

১২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাইয়া ছবিগুলো অনেক সুন্দর হইছে............ :) :)

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ইচ্ছের ঘুড়ি !
ঈদ মোবারক !!
ভালো থাকবেন নিরন্তর !!!

১২৪| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

ফাহিম আহমদ বলেছেন: আমিন ভাই সরি মিস করলাম পোষ্ট টা :(

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

আমিনুর রহমান বলেছেন:




কই আর মিস করাইতে পারলাম ! ঠিকই তো এসে কমেন্ট করলেন !!
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফাহিম ভাই।

১২৫| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

অলওয়েজ ড্রিম বলেছেন: আমার কাছে তৃতীয় ছবিটা সবচেয়ে ভাল লেগেছে। সবুজের পটভূমিতে গাঢ় কালো ফিঙে। জোস! এক সময় গ্রামবাংলার ধানক্ষেতের চিরপরিচিত দৃশ্য ছিল। এখন দেখা যায় না বললেই চলে। কারণ ধানক্ষেতে এখন কীটনাশকের ছড়াছড়ি। পাখিদের উপযোগী পরিবেশ নাই।

শুভেচ্ছা জানবেন।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর মন্তব্য করেছেন।
কৃতজ্ঞতা ও শুভ কামনা।

১২৬| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

স্বপনচারিণী বলেছেন: লজ্জাবতী লতার ছবি দেখে ছোটবেলার কথা মনে পরে গেল। বাসার কাছেই ছিল লজ্জাবতীর ঝোপ। ভাল থাকুন আর সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিয়ে যান।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০

আমিনুর রহমান বলেছেন:




হুম। আমি এখন লজ্জাবতী দেখলেই ধরতে যাই। তাদের লজ্জায় ঘুটিয়ে যাওয়া দেখে ভীষণ মজা পাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২৭| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: Click This Link

ইয়ে, উপরুক্ত লিঙ্কে ক্লিকানোর অনুরোধ থাকলো! :)

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯

আমিনুর রহমান বলেছেন:


দেখলাম। অসাধারণ উপহার :)

১২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

শ্যামল জাহির বলেছেন: তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।

ফিঙ্গের নিচের ছবিটা কি লজ্জাবতি?

চমৎকার!

মেইল করেছি কবি, দেখলে খুশি হব।


০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ফিঙের নীচে লজ্জাবতী।
ভালো থাকবেন।

মেইলের উত্তর দিয়েছি।

১২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

শ্যামল জাহির বলেছেন: কথ্য রূপ পবিত্রীকৃত হলো! :-B


উত্তর পেয়েছি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন:



এবার দুর্দান্ত মন্তব্য B:-)

১৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

খাটাস বলেছেন: ইটের ভাটা টা ভাল লাগে নি ভাই।
বাকি গুলো অসাধারণ। চাঁদের দুইটা অদ্ভুত লাগছে, চরম ফ্রেমিং।
++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০

আমিনুর রহমান বলেছেন:



এটা সত্যিকার অর্থে সুন্দর কমেন্ট।
আমি সত্যিই খুশি হয়েছি যে তোমার ভালো আর মন্দ লাগা দুটোই প্রকাশ করেছো।

তোমার সত্যিকার ভাবনাগুলো ছড়িয়ে পড়ুক অন্যদের মাঝে।

১৩১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

শাহেদ খান বলেছেন:





অমন চাঁদের রাতে ঘোর নিয়ে দেখেছি স্বদেশ;
অথবা নীল-দুপুরে শাদা ফুল হয়ে ফুটে থাকা,
ধানের ক্ষেতের পাশে শ্যামা'র ভীষণ মায়া-মাখা
চোখের আদলে গড়া লজ্জাবতী'র পরিবেশ।

দেখেছি কোমল ফুলে সবুজ ডাঁটা'র সতেজতা,
পথের জমাট জলে বাঁধা-পড়া সূর্যের হাসি,
অথৈ মায়া'র রাতে চাঁদও যেন হয় বানভাসী,
দেখেছি অস্তাচলের প্রকৃতি'র শেষ নীরবতা।

এমন প্রকৃতি আজ বিপন্ন মানুষেরই ভুলে
কবিতা নিথর বসে হাত রাখে ছোট শাদা ফুলে...



পোস্টে ভাল লাগা, আমিনুর ভাই। উপরের দশ'টা লাইন আপনার তোলা এই দশটা ছবিকে নিয়ে এখনই লিখে দিলাম। প্রতিটা ছবির জন্য একটা করে লাইন, ধারাবাহিকভাবে। মিলিয়ে পড়ে দেখবেন।


অনেক অনেক শুভকামনা। :)

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

আমিনুর রহমান বলেছেন:




মন্তব্যটা দেখে কি প্রতিউত্তর কি দিবো ভেবে উঠে পারছিলাম না। তাই কিছু সময় চুপ করে ভাবছিলাম। এমন মন্তব্য পেতে হলে যে কপাল লাগে তা বুঝতে পারি। এমন উপস্থিত কবিতা তাও ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের উপর লিখা আপনার কবিগুণের প্রতি মুগ্ধটা আরো বাড়িয়ে দিল।


মন্তব্যে অসীম প্লাস।



শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

আমিনুর রহমান বলেছেন:



এই কমেন্টখানা বাঁধাই করে রাখবো।

১৩২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

শাহেদ খান বলেছেন: কৃতার্থ করলেন 8-|

এখন পড়তে গিয়ে দেখি দু'একটা টাইপিং মিসটেক হয়ে গেছে ওখানে:

"চোখের আদলে গড়া লজ্জাবতী'র প্রতিবেশ"

আর,

"দেখেছি অস্তাচলে প্রকৃতি'র শেষ নীরবতা।"


ভাল থাকবেন, আমিনুর ভাই ! শুভেচ্ছা সবসময়ের।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

আমিনুর রহমান বলেছেন:




পুনরায় এসে টাইপো ঠিক করে দেয়ার জন্য ধইন্যা :)
আপনিও ভালো থাকবেন সব সময়।
শুভ কামনা।

১৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪

নিউরোকথক বলেছেন: ছবি কথা বলছে!

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪

আমিনুর রহমান বলেছেন:



আমি কিন্তু গতকালই জন রুলসের ফ্লিকারের ছবি দেখেছি তাই এমন একজন শিল্পীর মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ ভালো লাগা তৈরি হলো।
ধন্যবাদ ব্রাদার !

১৩৪| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:৩৭

Eisenheim বলেছেন: বেশ ভালো লাগলো ছবিগুলা :)

১১ ই মে, ২০১৪ সকাল ১০:৫৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ব্রাদার!

১৩৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

আলম দীপ্র বলেছেন: বাহ বাহ ! সময় তো নেই আমাদের !
কবিতা , ছবি চমৎকার !

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৭

আমিনুর রহমান বলেছেন:





আরে ব্লগের কিউট পিচ্চিটা দেখি আমার পোষ্টে।


শুভেচ্ছা দীপ্র :) ভালো থেকো, সুন্দর থেকো ...

১৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

তুষার কাব্য বলেছেন: চমৎকার ছবি !!সব কি আমিন ভাইয়ের নিজের তোলা...? নাকি ভাবিও কিছু ধার দিয়েছে?

রাঙামাটি নিয়ে পোস্ট দিয়ে ফেলেন ভাই... :D

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০০

আমিনুর রহমান বলেছেন:



হুম ... আমার তোলা। একসময় ছবি তোলার নেশা ছিলো। এখন সেই নেশাও নেই সময় পাই না।


পোষ্ট দিবো রাঙ্গামাটি নিয়ে তার আগে আমার আরো কিছু পোষ্ট আটকে আছে :) শেষ করেই দিবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.