নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমাদের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র তারেক মাসুদ

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩



প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ২০১১ সালের ১৩ আগস্ট দুপুর সাড়ে বারোটায় মানিকগঞ্জের কাছে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনায় প্রখ্যাত সাংবাদিক মিশুক মুনীর সহ আরো ৫ জন নিহত হন। তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

তারেক মাসুদ বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে গেছেন মৃত্যুর আগে পর্যন্ত। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুনধারা সৃষ্টি করে গেছেন । তারেক মাসুদ বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে ছাত্র জীবন থেকে জড়িত ছিলেন । ১৯৮২ সালে শিল্পী এসএম সুলতানের ওপর নির্মিত ‘আদম সুরত’ নামের একটি প্রামান্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এই প্রামান্য চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৮৯ সালে।

পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময়কার একটি গানের দলের উপর নির্মিত করেছিলেন মুক্তির গান নামে একটি প্রামান্য চলচ্চিত্র ১৯৯৫ সালে। ১৯৯০ সালে তারেক ও ক্যাথরিন মাসুদ নিউইয়র্কে মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনের কাছ থেকে সেই গানের দলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গাওয়ার সেই ফুটেজ সংগ্রহ করেন। লেভিনের কাছ থেকে প্রাপ্ত ফুটেজের সাথে সংগৃহীত অন্যান্য উপাদান যোগ করে চলচ্চিত্রটি নির্মিত হয়। তার এই চলচ্চিত্র বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে বেশ আন্দোলিত করেছিল।

২০০২ সালে নির্মাণ করেছিলেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না যা আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ২০০২ সালে মুক্তি পায় কিন্তু সেন্সর বোর্ডের সার্টিফিকেট না পাওয়া তে আমাদের দেশে সেই সময় তা মুক্তি পায়নি পরবর্তীতে ২০০৩ সালে আদালতে রায় পেয়ে মাটির ময়না বাংলাদেশে মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। মাটির ময়না চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছিল।

এছাড়া তারেক মাসুদ আরো কিছু চলচ্চিত্র ও ডকুমেন্টারি নির্মাণ করেছেন। বাংলাদেশের আধুনিক মধ্যবিত্তের জীবন-ভাবনা ও সমকালীন বাংলাদেশের নারীদের অবস্থান নিয়ে নির্মাণ করেন সোনার বেড়ী (১৯৮৫)। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাধারণ গ্রামীণ জনগণের অভিজ্ঞতা নিয়ে তিনি নির্মাণ করেছিলেন মুক্তির কথা (১৯৯৯)। স্বাধীনতা যুদ্ধে বেঁচে থাকা নারীদের অভিজ্ঞতার ওপর প্রামান্য করেছিলেন নারীর কথা (২০০০) নামে। লন্ডন প্রবাসী এক সিলেটি পরিবারের গল্পের মাধ্যমে মাতৃভূমির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন অন্তর্যাত্রা (২০০৬) । তার সর্বশেষ চলচ্চিত্র রানওয়ে (২০১০) যেখানে দেশের সমসাময়িক ধর্মীয় জঙ্গিবাদ ছাড়াও তৈরী-পোশাক শিল্পের নারী শ্রমিক, ক্ষুদ্রঋণনির্ভর এনজিও কার্যক্রম এবং বিদেশে অভিবাসী শ্রমিকদের বঞ্চনার কথা বলা হয়েছে।

তারেক মাসুদকে নিয়ে তৈরি একটি ওয়েব সাইটঃ
http://www.tarequemasud.org

তারেক মাসুদকে নিয়ে আরো কিছু লিখাঃ

তারেক মাসুদ: বন্দি পাখিটা কি মুক্তি পেল

আমার শিক্ষক তারেক মাসুদ

তাহলে কি দেশপ্রেমই দায়ী!

তারেক মাসুদ যে জীবন সিনেমার যোদ্ধার

এখনও স্বপ্ন দেখি : ক্যাথরিন মাসুদ

মন্তব্য ১৪৩ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: জাতী হিসেবে এ আমাদের দুর্ভাগ্য যে মেধাবী মুখগুলো হারিয়ে যায় অকালে! সবার রুহের মাগফিরাত কামনা করি!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩

আমিনুর রহমান বলেছেন:




চলচ্চিত্রকে ভালোবেসে তারেক মাসুদ লড়াইয়ের জীবন বেছে নিয়েছিলেন এবং আর সেই মায়ার জগৎ ছেড়ে চিরদিনের মতো অচেনা এক মায়াবী জগতে চলে গেছেন। তাদের সকলের রূহের মাগফেরাত কামনা করি।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অসম্ভব পছন্দের একজন।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

আমিনুর রহমান বলেছেন:



পছন্দ করার মতোই মানুষ ছিলেন তিনি। আমারও ভীষণ পছন্দ ছিলেন তিনি। তার মুক্তির গান দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট। এমন একটা পোষ্টের দরকার ছিল।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ জাদিদ। তুমি হয়ত খেয়াল করেছো আমি সাধারণত এই ধরণের পোষ্ট দেই না। বলতে গেলে আমি পোষ্টই খুব কম দেই। ভীষণ কষ্ট নিয়ে এই পোষ্টটি দিয়েছি। তারেক মাসুদকে নিয়ে গতকাল একটি মাত্র পোষ্ট এসেছে তাও একটি আলোচনা সভার কর্মসূচী দিয়ে। এমন শ্রদ্ধাভাজন মানুষকে আমরা ২ বছরেই ভুলে গেলাম কি করে!

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


গুরু অনন্য একটি পোস্ট দিয়েছেন অসাধারন একজন চলচ্চিত্রকার কে নিয়ে যার অভাব হয়ত আর পূরণ হবে না।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯

আমিনুর রহমান বলেছেন:




আজকে আমি ব্লগার কোবিদকে খুব মিস করছি। সে ব্লগে থাকলে নিশ্চয়ই তারেক মাসুদ আর মিশুক মুনীরকে নিয়ে তথ্য নির্ভর চমৎকার একটি পোষ্ট দিতেন। ধন্যবাদ অনুপ্রাণিতমূলক কমেন্টস এর জন্য !

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

একজন আরমান বলেছেন:
আমরা খুব সহজেই সব কিছু ভুলে যাই। তারেক মাসুদের যে অবদান তা একমাত্র আমাদের পক্ষেই ভোলা সম্ভব !

দারুন পোস্ট।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আরমান। তারেক মাসুদ তার জীবনের অল্প সময়ে যা দিয়ে গেছেন তার জন্য আমাদের সারা জীবন তার কাছে কৃতার্থ থাকা উচিত।


তারেক মাসুদ পঁচাত্তর মিনিটের "মুক্তির গান" নির্মাণ করতে প্রায় ৬ বছর সময় নিয়েছো। তারেক মাসুদ যখন মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিন এর কাছে ফুটেজ সংগ্রহের জন্য ফোন দিয়ে ছিলেন, লিয়ার লেভিন অত্যন্ত খুশী হয়েছিলেন এবং বলেছিলেন গত বিশ বছর ধরে আমি এই ফোন কলটির জন্য অপেক্ষা করছিলাম। তারেক মাসুদ না জন্মালে হয়ত আজও সেই ফুটেজ আমরা দেখতে পারতাম না।

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৫

বাংলার হাসান বলেছেন: +++++++++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ হাসান !

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

একজন আরমান বলেছেন:
একজন বাংলাদেশি হিসেবে মাটির ময়না আর মুক্তির গান যে না দেখেছে তার জীবন আমি বলবো বৃথা !

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

আমিনুর রহমান বলেছেন:




তার প্রতিটি ছবিই ছিলো ভিন্নধারা ও ভিন্ন ভিন্ন পটভুমি নিয়ে। মেকিং ছিলো অসাধারণ। প্রতিটি ছবিতেই ছিলো যত্নের ছাপ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৩

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। তারেক মাসুদকে নিয়ে পোষ্ট লিখার জন্য, তখন মোবাইল দিয়ে লগ করছিলাম তাই শুধু প্লাস দিয়ে বের হয়েছি। ধন্যবাদ দেয়ার জন্য পিসি অপেন করলাম।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

আমিনুর রহমান বলেছেন:




আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা হাসান। তোদের অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করে। ভালো থাকিস।

৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮

মামুন রশিদ বলেছেন: মুক্তির গান দিয়েই তারেক মাসুদকে প্রথম চিনি । তারপর একে একে ভালোলাগার আর বিস্ময় উপহার দিয়েছেন তিনি । আর বাংলা চলচ্চিত্রকে করেছেন ঋনী । তার অভাব দীর্ঘকাল আমরা অনুভব করব ।

তারেক মাসুদকে নিয়ে চমৎকার এই ফিচারের জন্য ধন্যবাদ আমিনুর রহমান ।

পোস্টে প্লাস

+++++++++++++++++

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

আমিনুর রহমান বলেছেন:





বাংলাদেশের মানুষের কাছে মুক্তির গান শুধু মাত্রই ইতিহাসভিত্তিক চলচ্চিত্রই নয় একটা প্রতিটি দেশ মানুষের কাছে দেশের জন্য কিছু করার প্রেরনাদায়ক।


ধন্যবাদ ও কৃতজ্ঞতা মামুন ভাই। আপনার কমেন্টস আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে।

১০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

শরৎ চৌধুরী বলেছেন: সময় উপযোগী, গুরুত্বপূর্ণ একটা পোস্ট। +।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা শরৎ দা।

১১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট। শা. খানের মত মন্ত্রীদের জন্য খুনী চালকের সৃস্টি আর তাদের হাতে এদের মত প্রতিভাকে অকালে চলে যেতে হয়। বড়ই দুর্ভাগা জাতি।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সত্যিই বড়ই দুর্ভাগ্য জাতি আমরা। যাও ২/১ প্রতিভার জন্ম হয় হঠাৎ করে হয়, হয়ত তাদের মেধার মুল্য দেয়া হয় না নয়ত অকালে প্রান হারায়।

১২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দেশের দুই খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীর ও তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় আত্মাহুতি দিয়ে রাষ্ট্রকে বুঝিয়ে গেলেন যে, দুর্ঘটনা এখন গণহত্যার পর্যায়ে চলে গেছে।

সবচেয়ে দুঃখের বিষয়টি হলো, তাদের মৃত্যুর ক্ষতিপূরণ হবে না কখনও। আর তৈরি হবে না মাটির ময়না বা মুক্তিরগান-র মতো কালজয়ী চলচ্চিত্র। এই বিষণ্নতাকে কে এড়িয়ে যেতে পারে!

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার বলেছেন মইনুল ভাই।
গত ১০ তারিখে ঢাকা থেকে নীলফামারী যাচ্ছিলাম। সাধারণত ঢাকা থেকে নীলফামারী যেতে (জ্যাম ছাড়া) ৬.৩০/৭ ঘন্টা লাগে। সেখানে সেদিন ৫ ঘন্টায় পৌছে যাই। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন চালক কিভাবে গাড়ি চালিয়েছে। যদিও উন্নত দেশে এই পথ হয়ত আরো কম সময়ে যায়। কিন্তু আমাদের পরিকাঠামোতে এই স্পীড অনেক বেশী। সেদিন যাওয়ার পথে ২টো বাস খাদে পড়ে থাকতে দেখলাম আর আমাদের গাড়ি ৩ বার দুর্ঘটনা হওয়া থেকে বেঁচে গেছে। প্রতিদিন টিভি অন করলেই সড়ক দুর্ঘটনায় ১০/১২ টা মৃত্যু দেখছি। তাও হয়ত সবগুলোর খবর পাচ্ছি না! এ গনহত্যাই তো !


এক মুক্তির গানের ফুটেজ সংগ্রহ করতে ২০ বছর পার করে দিয়েছি আমরা। এই ফুটেজ হয়ত পাওয়াও যেত না যদি তারেক মাসুদ না জন্মাতো।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: এই চলচ্চিত্রকারের অভাব অপূরণীয়! জাতি তাঁকে চিরকাল মনে রাখবে। এমন একটা পোস্ট দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

পোস্টে প্লাস ও প্রিয়তে।


অঃটঃ সিরিয়াস পোস্ট তাই ফাজলামু করলাম না। :)

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা সজীব। ঠিক তাই ভিন্ন ধারার এই চলচ্চিত্রকারের অভাব অপূরণীয়। তারেক মাসুদরা বার বার জন্মায় না। এদের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করতে হয়।




অঃটঃ সিরিয়াস কমেন্ট করলি তাই আমিও কিছু কইলাম না :)

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

সোহাগ সকাল বলেছেন: তারেক মাসুদেরা আবার জন্মাবে। তাদের কাছে আমাদের অনেক পাওনা আছে।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

আমিনুর রহমান বলেছেন:




হয়ত তারেক মাসুদরা আবারও জন্মাবে কিন্তু তারা বার বার জন্মায় না যুগের পর যুগ এদের জন্য অপেক্ষা করতে হয়। আমাদের এই জীবনে আবার একজন তারেক মাসুদ পাবো কিনা জানি না !

১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শ্রদ্ধাঞ্জলী রইেলা!

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

আমিনুর রহমান বলেছেন:




শ্রদ্ধাঞ্জলী রইল।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২

সঞ্জয় নিপু বলেছেন: সময় উপযোগী পোস্ট। ভাল লাগল ।

+ +

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ও কৃতজ্ঞতা !

১৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

নেক্সাস বলেছেন: খুব চমৎকার পোষ্ট। পোষ্টে প্লাস

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ও কৃতজ্ঞতা নেক্সাস ভাই।
আপনার জন্য শুভ কামনা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার জন্য।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

হাসান মাহবুব বলেছেন: তারেক মাসুদের অভাব অপূরণীয়। তাকে স্মরণ করে এমন একটা পোস্টের জন্যে আপনার ধন্যবাদ প্রাপ্য।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ হাসান ভাই। তারেক মাসুদের অভাব কখনই পুরন সম্ভব নয়।

তারেক মাসুদ পঁচাত্তর মিনিটের "মুক্তির গান" নির্মাণ করতে প্রায় ৬ বছর সময় নিয়েছিলেন। তারেক মাসুদ যখন মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিন এর কাছে ফুটেজ সংগ্রহের জন্য ফোন দিয়ে ছিলেন, লিয়ার লেভিন অত্যন্ত খুশী হয়েছিলেন এবং বলেছিলেন গত বিশ বছর ধরে আমি এই ফোন কলটির জন্য অপেক্ষা করছিলাম। তারেক মাসুদ না জন্মালে হয়ত আজও সেই ফুটেজ আমরা দেখতে পারতাম না।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

বোকামন বলেছেন:
রেখে যাওয়া স্মৃতিতে-সৃষ্টিতে তিনি তো আছেন !
তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই...।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ভাই। তারেক মাসুদ বেচে আছেন, থাকবেন আমাদের মাঝে তার সৃষ্টিতে ...

২০| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

ভিয়েনাস বলেছেন: অকালে ঝরে গেছে একটি নক্ষত্র। অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেছে। আর কখনও আসবে না আরেকটা তারেক মাসুদ ......

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ কবি! তারেক মাসুদের অভাব কখনই পুরন সম্ভব নয়।

তারেক মাসুদ পঁচাত্তর মিনিটের "মুক্তির গান" নির্মাণ করতে প্রায় ৬ বছর সময় নিয়েছিলেন। এত যত্ন ও ভালোবেসে ছবি নির্মাণ একমাত্র তারেক মাসুদ ছিলো বলেই সম্ভব হয়েছে। তারেক মাসুদ যখন মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিন এর কাছে ফুটেজ সংগ্রহের জন্য ফোন দিয়ে ছিলেন, লিয়ার লেভিন অত্যন্ত খুশী হয়েছিলেন এবং বলেছিলেন গত বিশ বছর ধরে আমি এই ফোন কলটির জন্য অপেক্ষা করছিলাম। তারেক মাসুদ না জন্মালে হয়ত আজও সেই ফুটেজ আমরা দেখতে পারতাম না।

২১| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

এহসান সাবির বলেছেন: চমৎকার পোষ্ট। তারেক মাসুদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। তারেক মাসুদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

২২| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আরুশা বলেছেন: তারেক মাসুদ আর মিশুক মনিরের অকাল মৃত্যুর ক্ষতি কোনদিন পুরনীয় নয়
ভালো পোস্ট।++++্

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ আরুসা ! তাদের অভাব অপূরণীয় । মিশুক মুনীর এবং তারেক মাসুদের বিদেহী আত্ত্বার মাগফেরাত কামনা করি। আল্লাহ্‌ যেন তাদের বেহেশত নসীব করেন !

২৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের চলচি্চত্রের জন্য অঅপূরণীয় ক্ষতি। হুমায়ূন ফরীদি তাদের মৃত্যু দিবসে খুবআফসোস করে পোস্ট দিয়েছিলেন।তাদের জন্য কিছু করা হচ্ছে না কেন?আহারে ফরীদিওআজ মৃত। তাকে নিয়েও তেমন কোনউদ্যোগ দেখা যাচ্ছে না। তারেক মাসুদ মিশুক সম্পর্কে ফরীদি বলেছিলেন অনেক সাধনা আর পড়াশনার পরএকজন তারেক মাসুদের প্রতিষ্ঠা হয়।তাদের ক্ষতি সহজে পূরণ হবার মত নয়।আজ ফরীদিও নেই। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী থাকলো।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২২

আমিনুর রহমান বলেছেন:




আমরা খুব সহজেই দ্রুতই সবকিছু ভুলে যাই !!!

তাদের প্রতি শ্রদ্ধা ! ধন্যবাদ সেলিম ভাই আপনার মুল্যবান মন্তব্যের জন্য।
ভালো থাকবেন সবসময় !

২৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২

জুন বলেছেন: তাদের বিদেহী আত্নার প্রতি রইলো সশ্রদ্ধ শ্রদ্ধা। এই অপুরনীয় ক্ষতি পুরণ হবার নয়। সুলখিত পোষ্টে প্লাস আমিনুর রহমান ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ জুনাপু সুন্দর মন্তব্যের জন্য।

২৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৬

কাজী মামুনহোসেন বলেছেন: বিদেহী আত্নার প্রতি রইলো সশ্রদ্ধ শ্রদ্ধা।

তারেক মাসুদ বেচে আছেন, থাকবেন আমাদের মাঝে তার সৃষ্টিতে।

তাকে স্মরণ করে এমন একটা পোস্টের জন্যে আপনার ধন্যবাদ প্রাপ্য।

++++++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মামুন ! তাদের অভাব অপূরণীয় !!

২৬| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই এই ক্ষতি অনেক বড় একটা বিষয়।

আমরা অনেকের ক্ষেত্রেই বলি, এই ক্ষতি পূরণ হবে না।


কিন্তু তারেক মাসুদের ক্ষতি আসলেই অপূরণীয়।
তাঁর মত মুভিও কেউ বানায়নি আর তাঁর মত করে বুদ্ধিজীবীরাও বোঝে না। যথাযথ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা লিসানি ভাই।
তারেক মাসুদ যে ভালোবেসে ও অনেক যত্ন করে চলচ্চিত্র নির্মাণ করতেন তার উৎকৃষ্ট প্রমান মুক্তির গান। তারেক মাসুদ পঁচাত্তর মিনিটের "মুক্তির গান" নির্মাণ করতে প্রায় ৬ বছর সময় নিয়েছিলেন। এত যত্ন ও ভালোবেসে ছবি নির্মাণ একমাত্র তারেক মাসুদ ছিলো বলেই সম্ভব হয়েছে। তারেক মাসুদ যখন মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিন এর কাছে ফুটেজ সংগ্রহের জন্য ফোন দিয়ে ছিলেন, লিয়ার লেভিন অত্যন্ত খুশী হয়েছিলেন এবং বলেছিলেন গত বিশ বছর ধরে আমি এই ফোন কলটির জন্য অপেক্ষা করছিলাম। তারেক মাসুদ না জন্মালে হয়ত আজও সেই ফুটেজ আমরা দেখতে পারতাম না।

২৭| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

মো: আতিকুর রহমান বলেছেন: হাসান মাহবুব বলেছেন: তারেক মাসুদের অভাব অপূরণীয়। তাকে স্মরণ করে এমন একটা পোস্টের জন্যে আপনার ধন্যবাদ প্রাপ্য।


তার জন্য শ্রদ্ধাঞ্জলী ...

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ আতিক !

২৮| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুধুই নির্মাতা নয়, এই লোকটা দেশীয় চলচ্চিত্র নিয়ে ভাবতেন।
আমাদের কপাল খারাপ, অকালে তাকে হারালাম।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬

আমিনুর রহমান বলেছেন:



সহমত। উনি চলচ্চিত্রকে ভালবাসতে বলেই যত্ন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতেন। তারেক মাসুদ বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে গেছেন মৃত্যুর আগে পর্যন্ত। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুনধারা সৃষ্টি করে গেছেন ।

আমাদের কপাল সত্যিই ভীষণ খারাপ।

ধন্যবাদ দুর্জয়।

২৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট।
+++

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ শোভন।

৩০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫

প্রিন্স হেক্টর বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া :)

কেক খাবো :!> :#>

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:



থ্যাঙ্কু ব্রাদার।

দোকানে গিয়ে খেয়ে নিস :P :P :P


তুই কি ঢাকায়? তাহলে ফোন দিস।

৩১| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১০

ভিয়েনাস বলেছেন: শুভ জন্মদিন !:#P

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ প্রিয় কবি।

৩২| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৩

শিপন মোল্লা বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ শিপন ভাই।
শিথি মামুনি কে আমার আদর দিয়েন।

৩৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: শুভ জন্মদিন ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

আমিনুর রহমান বলেছেন:



শুভ জন্মদিন ভাইডি। ঈদের পরে আবার খাননি তো।
ভালো থাকবেন সবসময়।
অশেষ কৃতজ্ঞতা :)

৩৪| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩

মোমেরমানুষ৭১ বলেছেন: শুভ জন্মদিন ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

আমিনুর রহমান বলেছেন:



অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইডি :)

৩৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভ জন্মদিন।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

আমিনুর রহমান বলেছেন:



স্বর্ণা মনি অনেক অনেক ধইন্যা :)

৩৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

বোকামন বলেছেন:
একজন ভালো মানুষকে শুভ জন্মদিন জানাতে পারাটা সৌভাগ্যের বিষয়। তাই পোস্টে অফ-টপিকেই শুভ জন্মদিন জানাচ্ছি :-)

শুভ জন্মদিন শ্রদ্ধেয় ভাই !

আপনি সবসময় সুন্দর ও সুখী থাকুন এই প্রার্থনা করছি।।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:



প্রিয় বোকামন ভাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আজকের দিনটি ডায়েরীতে তুলে রাখবো ভবিষ্যতের জন্য যে স্মৃতি আমাকে সবসময় একটি সুখময় দিনের কথা মনে করিয়ে দিবো।

৩৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪

Sohelhossen বলেছেন:

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

আমিনুর রহমান বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সোহেল।

৩৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

জুন বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমিনুর :)
নোতুন সিস্টেমে এখানে ছবি দিতে পারি না তাই উইশ করতে পার্লাম্না কেক বা ফুল দিয়ে আমি অত্যন্ত দু;খিত।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:



জুনাপু আপনি শুভেচ্ছা জানিয়েছেন তার জন্যই আমি অনেক অনেক আনন্দিত। আমি আজ অনেক খুশি :)
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকবেন নিরন্তর।

৩৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

প্রিন্স হেক্টর বলেছেন: আমি ঢাকায় না। :|

তবে ঢাকায় আসলে কেকের ব্যাপারটা সুদে আসলে আদায় করে নেবো। :P :P

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

আমিনুর রহমান বলেছেন:


আমি রেডি আছি তোকে খাওয়ানোর জন্য :)

৪০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যাপি বার্থ ডে এন্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্যা ডে প্রিয় আমিনুর ভাইয়া :)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:



প্রিয় বীথি অসংখ্য ধন্যবাদ।

৪১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১১

নুসরাতসুলতানা বলেছেন: আজই দেখলাম জন্মদিন ছিল গতকাল। শুভ জন্মদিন।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আপনাকে। দেরী কইরা ফেললেন তার জন্য জরিমানা দিতে হবে :)

৪২| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

আরজু পনি বলেছেন:

জহির রায়হান, পরবর্তীতে তারেক মাসুদ... আমরা যেন মেধাবীদের হারানোর মিছিলে শামিল হয়েছি !

তারেক মাসুদের সিনেমাগুলো অনেক বেশি প্রচারিত হ্ওয়া উচিত ।




দেরি করে হলেও জন্মদিনের শুভেচ্ছা রইল...কান্ডারীর ব্লগে অবশ্য সময়মতোই জানিয়েছিলাম ;)

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

আমিনুর রহমান বলেছেন:



সত্যিই তাই সিনেমাগুলো আরো বেশি প্রচারিত হওয়া দরকার। আমি জকন এই পোষ্ট দেয়ার সিদ্ধান্ত নিলাম। অবাক হয়েছে তারেক মাসুদ সম্পর্কে খুব বেশি বিস্তারিত তথ্য অনলাইনে নেই। ধন্যবাদ পনি।



শুভেচ্ছা সময় মতই পেয়েছি। কৃতজ্ঞতা।

৪৩| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: উনার এইরকম মৃত্যু আমি কখনই মেনে নিতে পারবো না, উনার মত অনন্য নক্ষত্রের এমন পরিণতি কখনই মেনে নেওয়া যায় না।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

আমিনুর রহমান বলেছেন:



তার অভাব অপূরণীয়। যুগের পর যুগ অপেক্ষা করতে হয় একটা তারেক মাসুদের জন্য।

৪৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

গোঁফওয়ালা বলেছেন: "মাটির ময়না" দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। বাংলাদেশের কোন চলচ্চিত্র যে এত ঝর ঝরে হতে পারে সেই প্রথম অনুভব করলাম। টিভিতে দেখার পর ডিভিডি ও কিনে আনলাম। অনেকবার দেখেছি আসধারন মেকিং।

এখন ভাবতে অবাক লাগে এরকম একজন গুনী লোক এত অল্প সময়ে চলে গেলেন। সত্যি তার অভাব অপূরণীয়।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার বলেছেন। মেকিং এর কথা বলতে গেলে আরো সহজভাবে বলা যায়, মুভি দেখে তৃপ্তি পেয়েছি আর মনে দাগ কেটে রাখে।


ধন্যবাদ ব্রাদার।

৪৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমিনুর ভাই আপনাকে জন্মদিনের লেট শুভেচ্ছা। দেরীতে শুভেচ্ছা জানানোর জন্য ছরি। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেলিম ভাই।
ভালো থাকবেন নিরন্তর।

৪৬| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

রোমেন রুমি বলেছেন:

তারেক মাসুদের সৃষ্টিগুলোর মত মানুষটাও অনবদ্য ছিলেন । খুব মনে পড়ছে মুক্তির গান দেখে এই মানুষটার প্রতি আমার শ্রদ্ধা আকাশচুম্বী হয়েছিল ।
রানওয়ে ও নরসুন্দর ছবিগুল আমরা তারেক মাসুদ মারা যাওয়ার পর কুমিল্লা টাওন হলে প্রদশনের ব্যবস্থা করেছিলাম । সেদিন বুঝেছিলাম এই মানুষটা মানুষের ভেতর কতটা জায়গা দখল করে আছে ।

যেখানে থাকুন তারেক মাসুদ আপনি ভাল থাকুন ।


পোস্টে অনেক ভাল লাগা ।
শুভ কামনা ।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

আমিনুর রহমান বলেছেন:




আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমাদের উচিত আরো বেশি বেশি তারেক মাসুদ চলচ্চিত্রগুলো প্রদর্শন করা যেন অন্যরা ভালো ছবি বানানে উতসাহি হয়।

যেখানে থাকুন তারেক মাসুদ আপনি ভাল থাকুন ।

৪৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: একজন তারেকমাসুদ আমাদের চলচ্চিত্র উন্নয়নে টনিক হিসেবে কাজ করতে পারেন। তার প্রচেষ্টা আর সৃষ্টির সঠিক মূল্যায়ন হলে এই সময়কার চলচ্চিত্র নির্মাতা সহ সংশ্লিষ্ট সকলের ভাল কিছু করার প্রত্যয় সৃষ্টি হবে।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

আমিনুর রহমান বলেছেন:




সেলিম ভাই সুন্দর বলেছেন। আর সে কারনে সরকারী ও বেসরকারী উদ্যোগে তারেক মাসুদের চলচ্চিত্র বেশি বেশি প্রদর্শিত করা প্রয়োজন এতে পুরাতনরা তাকে অনুসরন করে ভালো কিছু করার চেষ্টা করবে আর নতুনরা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হবে।

ভালো থাকবেন সেলিম ভাই।

৪৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কারণ প্রচারেই প্রসার। ওনার সম্পর্কে প্রচারণা বাড়াতে হবে।তার সৃষ্টি সমূহকে তুলে ধরতে হবে। তাকে সম্মান জানাতে হবে। তবেই কার্যসিদ্ধি হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন:




তবে আমরা তা আশা করতে পারি না। গত ২ বছরেই আমরা তারেক মাসুদকে ভুলে গেছি।

৪৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮

মাহমুদ০০৭ বলেছেন: উনার প্রতি শ্রদ্ধা রইল ।

উনাকে নিয়ে লিখার জন্য আপনাকে ধন্যবাদ । একটা জিনিসই খারাপ লাগে
উনার যখন সবচেয়ে সেরাটা দিবার সময় হল , তখনই উনাকে যেতে
হল ।

মিশুক মনির কে নিয়েও লিখলে খুশি হব ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

আমিনুর রহমান বলেছেন:




আপনাকেও ধন্যবাদ মাহমুদ। ঠিক বলেছেন উনার সেরা সময়ে উনাকে চলে যেতে হলো। পরবর্তীতে মিশুক মনিরকে নিয়েও লিখার চেষ্টা করব।

৫০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তারেক মাসুদ ,অসম্ভব মেধাবী একজন, যাদের মত মানুষ আরও কিছু বেশিদিন বাঁচা আমাদের জাতির জন্য খুব প্রয়োজন ছিল।অকালে চলে গি্যে অপূরনীয় এক শুন্যস্থান রেখে গেছেন।পোষ্টাটা দেয়ায় আপনাকে ধন্যবাদ।কিছু চিত্রতারকা , দূর্নীতিবাজ রাজনীতিবিদদের নিয়ে পোষ্ট ও আলোচনায় সব সয়লাব, গঠনমূলক কাজের জন্য মানুষজনকে মনে করে দুকলম লেখার লোক পাওয়া যায় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

আমিনুর রহমান বলেছেন:




শুভ সকাল।

ধন্যবাদ তনিমা। আপনার মন্তব্যের সাথে পুরোপুরি সহমত। সেদিন সারাদিন অপেক্ষায় ছিলাম কেউ নিশ্চয়ই তারেক মাসুদ ও মিশুক মনির কে স্মরণ করে পোষ্ট দিবে। কিন্তু দুর্ভাগা আমরা তাদের স্মরণে একটা আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর কর্মসূচী'র সিডিউল পোষ্ট ছাড়া আর কোন পোষ্ট পাইনি।

৫১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

নাসরীন খান বলেছেন: আমার পছন্দের একজন ছিলেন।তাকে নিয়ে গত বছর লিখেছিলাম।আমরা যা হারিয়েছি তা পূরনীয় নয়। ভীষণ পজেটিভ মনের ছিলেন ।আল্লাহ তাকে শান্ততে রাখেনযেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

আমিনুর রহমান বলেছেন:




আল্লাহ্‌ যেন উনাকে বেহেশত নসীব করেন। আমিন।
আগামীবার আবার আপনার একটা লিখা দেখতে চাই।
শুভ কামনা।

৫২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আমরা সব বুঝি। কিন্তু কাজের বেলায়আমরা নাই। পন্ডিতের অভাব নাই দেশে।তারা বেহুদা জিনিস নিয়ে ব্যস্ত।একজন গুনি লোকের সম্মান না দিলে নতুন গুনি লোক আপনি পাবেন কোথায়?প্যাথেটিক এবং হতাশা জনক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:




পুনরায় আমার পোষ্টে এসে চমৎকার আরো একটি মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই। আপনার সাথে সহমত।

৫৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

নাসরীন খান বলেছেন: একজন যোদ্ধা ( তারেক মাসুদের স্মরণে )

লেখাতি পড়ে দেকবেন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



দারুন লিখেছেন। পড়ে আসলাম।

৫৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারণ একটি পোস্ট। একজন গুণী চলচ্চিত্রকারকে নিয়ে এত সুন্দর একটা পোষ্ট দিয়েছেন সত্যি খূব ভাল লাগলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রোকেয়া।

৫৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

অদৃশ্য বলেছেন:





মাটির ময়না... অন্তর্যাত্রা... রানওয়ে... তার এই তিনটি ছবি দেখবার সুযোগ হয়েছে...

আপনার লিখাটিও চমৎকার লাগলো...

আপনাকে অনেক পোষ্টেই মন্তব্যের ঘরে দেখেছি... তবে আপনার ঘরে আজই প্রথম আসবার সাহস হলো...

শুভকামনা...

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

আমিনুর রহমান বলেছেন:




আমার ব্লগে স্বাগতম অদৃশ্য। আপনাকেও অনেকের ব্লগে দেখা যায় বেশ সুন্দর ও অনুপ্রাণিতমূলক মন্তব্য করতে।

তারেক মাসুদের সবগুলো চলচ্চিত্রই সেটা দীর্ঘ বা স্বল্প যাইহোক না কেন অসাধারণ।

ধন্যবাদ। শুভ কামনা।

৫৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৬

আরজু পনি বলেছেন:

তারেক মাসুদকে নিয়ে একটা প্ল্যান আছে ...তাই পোস্টটা প্রিয়তে নিয়ে রাখলাম ।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

আমিনুর রহমান বলেছেন:


প্ল্যানটা কি শুনি? তবে এই পোষ্ট কাজে দিতে পারে এতটুকু জেনে আমি কৃতজ্ঞ।

৫৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: এরকম নক্ষত্র আর কবে উদিত হবে কে জানে !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

আমিনুর রহমান বলেছেন:



তারেক মাসুদদের জন্য যুগের পর যুগ অপেক্ষা করে হয়ত কখন কখন দেখা যায় !

৫৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এ রকম ছোট বড়ো সংগ্রামশীল কাজের ভেতর দিয়ে একটি জাতি এগিয়ে চলে। তিনি আগে চলে যাওয়ায় আরো কিছু দারুন চলচ্চিত্র থেকে আমরা বঞ্চিত হলাম। এখন অপেক্ষায় থাকি আরেকজন সংগ্রামী নির্মাতার জন্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

আমিনুর রহমান বলেছেন:




ঠিক বঞ্চিত হলাম বলবনা আমি করা হলো আমাদের। দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এখন হত্যাকান্ড ছাড়া আর কিছুই বলব না আমি। হয়ত অনেক তারেক মাসুদ, তারেক মাসুদ হওয়ার আগেই দুর্ঘটনায় কবলিত আছে।

অপেক্ষায় আছি আরেকজন সংগ্রামী নির্মাতা ...

৫৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

রিমন০০৭ বলেছেন: ভাই, ব্যবসথাতো করলেন না :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:



ব্যবসাতো করতে চাইনি রিমন :(
যাইহোক মনে ছিলো না। তুমি ফোন দিতে পারতে !!!

৬০| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

ইখতামিন বলেছেন:
বেশ ভালো লাগলো :)

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ইখতামিন।

৬১| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ব্যাতিক্রমী এক চিন্তা-চেতনার মানুষ ছিলেন তিনি...

যেখানে ,বাংলা সিনেমা মানে হয়ে গিয়েছিলো - নিচু স্তরের বিনোদন , সেখানে তিনি আবার সেই সংজ্ঞা পরিবর্তন করতে এগিয়ে এসেছিলেন...

এখনো , আমরা গর্ব করে বিদেশিদের বলতে পারি , মাটির ময়না আমাদের করা ছবি...


বাংলা মায়ের প্রদিপসম সন্তানেরা কেন এভাবে নিভে যায় ??? ক্যান???

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১

আমিনুর রহমান বলেছেন:




তারেক মাসুদের প্রতিটি নির্মানকৃত চলচ্চিত্রই আমাদের জন্য অনেক গর্বের। আমাদের চলচ্চিত্রে একটু আলো দেখিয়ে আবার অন্ধকারে তলিয়ে গেলো।



আমারও একই জিজ্ঞাসা "
বাংলা মায়ের প্রদিপসম সন্তানেরা কেন এভাবে নিভে যায় ??? ক্যান???"

৬২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

শহুরে আগন্তুক বলেছেন: রানওয়ে দেখবো :)......... কালেক্ট করেছি ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

আমিনুর রহমান বলেছেন:




দেখে কেমন লাগলো জানাবেন।
ব্যস্ততার কারনে প্রতিউত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত।
ভালো থাকবেন। শুভ কামনা।

৬৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

ইনকগনিটো বলেছেন: আমার এখনো সেই দিনটার কথা মনে পড়ে.............

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

আমিনুর রহমান বলেছেন:




আগে তাও কখন কখন মনে পড়তো কিন্তু এখন প্রতিনিয়তই মনে পড়ছে।


ব্যস্ততার কারনে প্রতিউত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত।
ভালো থাকবেন প্রিয় কবি। শুভ কামনা।

৬৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

অস্পিসাস প্রেইস বলেছেন: ভাই ব্লগে আপনিই এখনো তারেক মাসুদ স্যারকে বাচিয়ে রেখেছেন।


অসাধারণ পোস্ট। বুকমার্কে নিয়ে রাখছি। সামনে পোষ্টে দেয়ার চেষ্টা করব।


ভালো থাকবেন, শুভ কামনা।।


০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

আমিনুর রহমান বলেছেন:




সামান্য চেষ্টা করছি একজন নিবেদিত প্রান চলচ্চিত্র নির্মাতা কে মনে রাখার এর বেশি কিছু করার আমার নেই।
ধন্যবাদ ভাইডি।

৬৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১

ইলুসন বলেছেন: মাটির ময়না কেন সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি মনে নাই। আপনি জানেন কি? তাহলে একটু জানান।

১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আমিনুর রহমান বলেছেন:



চলচ্চিত্র মাটির ময়না’র রাজনৈতিক প্রেক্ষিত - বেনজিন খান - এই পোষ্টে বিস্তারিত পাবেন।

আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য।

৬৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

না পারভীন বলেছেন: পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবণ --- ঈদ মোবারক আমিনুর ভাই । :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

আমিনুর রহমান বলেছেন:



ঈদ মোবারক না পা। অনলাইনে ছিলাম না তাই দেরী হয়ে গেলো রিপ্লাই দিতে। ভালো থাকবেন।

৬৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া ।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:



ঈদ মোবারক অ আ । নামটা ভালো দিছি না :P

৬৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার পোস্ট সংশোধন করা হয়েছে। আরও প্রয়োজনীয় পরামর্শ চাওয়া হচ্ছে ঈদ মোবারক।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ।

৬৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:২২

এহসান সাবির বলেছেন: এই সেই পোস্ট, যার জন্য আমি চরম অপমা.......

যাক..... আবারও ভালো লাগা জানিয়ে গেলাম।

শুভেচ্ছা ভাই।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১:৩০

আমিনুর রহমান বলেছেন:



সরি ভাই আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। এমন ভুল আর হবে না।

৭০| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৯

এহসান সাবির বলেছেন: এই রকম পোস্ট এখন আর আপনার একার সম্পদ না... সামুর পাঠকদের, দেশের, আপনার নিজেরও...... হয়তো বছরের পর বছর এই পোস্ট টা থেকে যাবে.... !!!

শুভকামনা ভাই।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫০

আমিনুর রহমান বলেছেন:





একটু বেশী বেশী বলে ফেললেন। তবে পোষ্ট ড্রাফট করবো না আর।

শুভ কামনা।

৭১| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫২

এহসান সাবির বলেছেন: কোনটা বেশী বললাম?? যদি বেশী মনে হয় তাতে কি সমস্যা?? না হয় বললামই...!!

না বেশী বলি নাই। সঠিকই বলেছি।

শুভেচ্ছা।

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪২

আমিনুর রহমান বলেছেন:




এই যে আমার পোষ্ট একটা সম্পদ, এইটা একটু বেশি বেশিই বলেছেন !

৭২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম..... তারেক মাসুদ..

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:




দেশের প্রতি নিবেদিত প্রান একজন চলচ্চিত্র নির্মাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.