নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন... ব্লগ এর ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম'১৩

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪





আপডেটঃ ১৭/১২/২০১৩



আজকে পর্যন্ত ব্লগারদের থেকে প্রাপ্ত সংগ্রহীত অর্থঃ ১৫,৫০০/- (পনের হাজার পাঁচ শত টাকা মাত্র



আপডেটঃ ৬/১২/২০১৩



আজকে পর্যন্ত ব্লগারদের থেকে প্রাপ্ত সংগ্রহীত অর্থঃ ১৩০০০/- (তের হাজার টাকা মাত্র



শীত ও শীতার্ত মানুষের দুর্ভোগ যেন একই সূত্রে গাঁথা। একটু উষ্ণতার জন্য অসহায় মানুষগুলোর যুদ্ধ। যে সময়টাতে আমরা লেপ বা কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে সুখের স্বপ্ন দেখি, ঘুম থেকে জেগে উঠেই গরম ভাপা পিঠায় জীবনে বেঁচে থাকার আনন্দ উপভোগ করি ঠিক সেই সময়ে শীতের কষ্টে ঝরে যায় বহুপ্রাণ। অথচ আমাদের একটু সাহায্য তারা শীতকে জয় করতে পারে অনায়াসে। একটি শীতার্ত শিশুর মুখে এনে দিতে পারে নির্মল হাসি। একটি হাসির জন্য আমাদের যে খুব বেশি কিছু করতে হবে কিংবা এভারেস্ট জয় করতে হবে এমনটা কিন্তু নয়। আমাদের সামান্য কিছু সাহায্যই পারে শীতকে জয় করতে। একটু উষ্ণতার পরশ এনে দিতে পারে, বাঁচাতে পারে বহু মানুষের জীবন।



সামহোয়্যার ইন ব্লগের ব্লগাররা সবসময় এই মানবিক কাজের জন্য নিবেদিত প্রাণ হিসেবেই তাদের স্বাক্ষর রেখে এসেছেন। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা সামহোয়্যার ইন ব্লগের ব্লগাররা প্রানের দাবি নিয়ে এসেছি। প্রাথমিকভাবে আমরা নীলফামারী জেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবা ডাঙ্গা গ্রামের ২০০টি অসহায় পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েছি। যে যা পারি একটি কম্বল, সোয়েটার অথবা চাদর আর সাধ্যমত টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসব এটাই আমাদের মানবতার জন্য আবদার। যারা পুরাতন বস্ত্র দিতে চান তারা অবশ্যই দেখে দিবেন কাপড়টি যেন ছেড়া-ফাটা না হয় এবং পরিষ্কার থাকে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে শীতকে জয় করতে। তাই সকলের কাছে অনুরোধ করব অনুগ্রহ করে আমাদের এই কার্যক্রমকে সফল করতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের জন্য অপেক্ষার প্রহর গুনছে আমাদেরই দেশের শীতের সাথে বেঁচে থাকায় যুদ্ধরত আপনজন। হয়ত রক্তের সাথে সম্পর্ক যুক্ত নন তারা কিন্তু তাদের জন্যই আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশী বলে গর্ববোধ করি। পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে বলতে পারি ধনে ধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা........ এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছি আমাদের স্বাধীনতা........ সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়......... তাই আসুন বিজয়ের এই মাসে সকলে মিলে শীতকে জয় করতে এগিয়ে আসি, বাড়িয়ে দেই আমাদের সাহায্যের হাত।





স্থানঃ

জেলা: নীলফামারী, উপজেলা: নীলফামারী, ইউনিয়ন: গোড়-গ্রাম, পোষ্ট অফিস: ভবানিগঞ্জ, গ্রাম: ধোবা ডাঙ্গা।



আমরা ২৭ শে ডিসেম্বর শীত বস্ত্র বিতরন করব ধোবা ডাঙ্গা হাই স্কুল মাঠে। তাই সকলকে ২৪ শে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে টাকা বা শীত বস্ত্র পৌছে দেবার অনুরোধ করছি।



সহযোগীতায়ঃ

হালিমা-ফারুক ফাউন্ডেশন

জেলা: নীলফামারী উপজেলা: নীলফামারী ইউনিয়ন: গোড়-গ্রাম পোষ্ট অফিস: ভবানিগঞ্জ



=========================================

বিকাশ একাউন্ট নাম্বারঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪

ব্যাংক একাউন্ট নাম্বারঃ

Mahadi Arjan Evan

0024-0315000130

Jamuna Bank Ltd.

Motijheel Branch



পে-পালের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিম্নলিখিত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন:

Bangladesh Disaster Aid and Rehabilitation

E-mail : [email protected]

বি: দ্র: Bangladesh Disaster Aid and Rehabilitation কানাডা সরকারের কাছ থেকে অ-লাভ জনক (Non-Profit) প্রতিষ্ঠান হিসাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত ও কানাডার রাজস্ব বিভাগের কাছে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে দায়বদ্ধ।

এই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ হলো বাংলাদেশের সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রবাসী বাংলাদেশি মানুষদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে তা দেশের দুর্গত মানুষদের মাঝে পাঠানোর ব্যবস্হা করা।

===========================================



আমাদের ফেসবুক ইভেন্টঃ

https://www.facebook.com/events/435203463246757





সমন্বয়কারীঃ

মোস্তফা কামাল পলাশ

কাণ্ডারি অথর্বঃ ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১

একজন আরমানঃ ০১৯১৮ ০৫ ০৫ ৮০

স্বপ্নবাজ অভিঃ ০১৬৮০ ০৬ ৫১ ৫৯

স্নিগ্ধ শোভনঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪

খাটাসঃ ০১৭৮২ ৮৮ ৩৭ ৩৩



এলাকা ভিত্তিক যোগাযোগের জন্যঃ

কাণ্ডারি অথর্বঃ ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১ (মতিঝিল, পল্টন,)

ব্যাক পকেটের চিঠিঃ ০১৭৩৮ ১৪ ৫৪ ৫৬ ( রংপুর )

আড়িয়াল খাঃ ০১৭৫১ ১১ ৩৬ ৮৩ ( খুলনা )

রায়ান ঋদ্ধঃ ০১৭৪০ ৪৮ ৫৩ ৯৩ (দিনাজপুর)

মৈত্রীঃ ০১৬৭৭ ৮৩ ৮৩ ৫৫ ( লালমাটিয়া আর মোহাম্মাদপুর )

স্বপ্নবাজ অভিঃ ০১৬৮০ ০৬ ৫১ ৫৯ ( ধানমন্ডি, ঢাকা ইউনিভার্সিটি )

খাটাসঃ ০১৭৮২ ৮৮ ৩৭ ৩৩ ( বারিধারা, বসুন্ধরা, খিলখেত, নিকুঞ্জ , বাড্ডা )

স্নিগ্ধ শোভনঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪ ( মিরপুর )



এই সংক্রান্ত পূর্বের লিঙ্কঃ

সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩

হিসাবের বিবরণের লিঙ্কঃ

হিসাবের বিবরণঃ- সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম-২০১৩





সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের এই সংক্রান্ত আরো কিছু উদ্যোগের লিঙ্কঃ

শীতার্তদের পাশে ‘সমানুপাতিক’: সহ ব্লগারদের প্রতি এগিয়ে আসার আহ্বান

আসুন, সম্মিলিতভাবে শীতার্তদের পাশে দাঁড়াই :: শীতবস্ত্র বিতরণ কার্যক্রম

সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩

সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩





ব্যানার ডিজাইনঃ বাবুরাম সাপুড়ে (ডিজাইনের এর আরো কাজ চলছে)

মন্তব্য ৯৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারা খুব ভাল কাজ করতাছেন!

শুভ কামনা এবং সফলতা কামনা করছি

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মাসুম। আপনারা সব সময় পাশে থাকেন বলেই আমরা এগিয়ে যাওয়ার সাহস পাই। ভালো থাকবেন নিরন্তর।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:




সকলের কাছে সাহায্য কামনা করছি। আমাদের ১ টি টাকাও সম্মিলিত ভাবে অন্তত একজন মানুষকে হলেও শীত থেকে বাঁচাতে পারে।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

এহসান সাবির বলেছেন: সাথে আছি ভাই। ইনশাল্লাহ শীতবস্ত্র বিতরন কার্যক্রম সফল হবে।

শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:



সম্মিলিতভাবে এগিয়ে গেলে সফলতা আসবেই। ধন্যবাদ সাবির ভাই।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: শীতবস্ত্র বিতরন কার্যক্রম সফল হোক ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

আমিনুর রহমান বলেছেন:



সম্মিলিতভাবে এগিয়ে গেলে সফলতা আসবেই। ধন্যবাদ আনারুল ইসলাম।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

অদৃশ্য বলেছেন:






মহৎ হৃদয়ের ভাবনা ও তা বাস্তবায়নের চেষ্টা...


সফল হোক
সফল হোক


সবার জন্য রইলো
শুভকামনা...

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ অরিন্দম দা। ভালো থাকবেন আর পাশে থাকবেন। শুভ কামনা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:



শীতবস্ত্র বিতরন কার্যক্রম সফল হোক!!
আপনাকে সাথে পেয়ে খুব ভাল হল।
কৃতজ্ঞতা জানবেন ভ্রাতা।



মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না ও বন্ধু!!


সকলকে এই মহান কাজে এগিয়ে আসার মধ্যমে এই উদ্যোগকে বাস্তবায়ন করার আহ্বান রইলো।


জয় হোক মানবতার!!!




০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

আমিনুর রহমান বলেছেন:




জয় হোক মানবতা।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

মশিকুর বলেছেন: কার্যক্রম সফল হোক। শুভকামনা।।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মশিকুর। ভালো থাকবেন নিরন্তর।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

জনাব মাহাবুব বলেছেন: আপনাদের উদ্যোগ স্বার্থক এবং সফল হোক। শুভ কামনা রইল। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P


শীত ঝেকে বসার আগেই যেন শীতবস্ত্র দুঃস্থদের মাঝে বিতরণ করা যায়, সেদিকে দৃষ্টি দেওয়াই মূল ফ্যাক্টর #:-S #:-S #:-S #:-S #:-S #:-S


আমাদের দেশে অনেক সংগঠন আছে, যারা শীতবস্ত্র বিতরণ যখন করে, তখন প্রায় শীত শেষ যায়। তখন গরীব মানুষদের এই শীতবস্ত্র কোন কাজেই আসে না।


সঠিক সময়ে সঠিক কাজই সফলতার মুখ দেখে। :D :D :D :D :D

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

আমিনুর রহমান বলেছেন:





চেষ্টা করবো সঠিক সময়েই ওই অসহায় মানুসগুলোর মাঝে শীত বস্ত্র পৌছে দেয়ার। সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সফলতার মুখ দেখবে। ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: মহতী উদ্যোগ । পাশে থাকার চেষ্টা করব ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মামুন ভাই।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

আমি ইহতিব বলেছেন: সাথেই আছি। শুভ কামনা সবার জন্য। সফলভাবে শেষ হোক এই কার্যক্রম।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:




ব্লগে কিছু মানুষ আছে যাদের পাশে না পেলে কোন মহতী উদ্যোগের পূর্ণতা আছে না। তুমি হলে গিয়ে এই রকম মানুষের একজন। যখনই কোন ভালো কাজের উদ্যোগ এসেছে ব্লগে তখন তোমার এই উদ্যোগের পাশে এসে দাঁড়ানো সত্যিই ভীষণ প্রশংসনীয়। ভালো থেকো নিরন্তর। বাবুদের আদর আর ভাইয়াকে সালাম জানিও।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার উদ্যোগ আমিনুর ভাই । যেকোন সহযোগিতায় পাশে থাকতে পারলে কৃতজ্ঞ থাকবো ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:





তুই সহযোগিতা না করতে চাইলেও তো পারবি না। আমি জানি সবসময় পাশেই থাকবি।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

সামাইশি বলেছেন: আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। সকল সময় ভালবাসা জানবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সামাইশি। আমার ভালোবাসাও জানবেন সবসময়। ভালো থাকবেন নিরন্তর।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো উদ্যোগ।

এই শুভ যাত্রা অভ্যাহত থাকুক।


শুভকামনা আমিন ভাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

আমিনুর রহমান বলেছেন:




ভয় লাগে তো প্রোপিকটা চেঞ্জ কর :(


পাশে থাকার জন্য ধন্যবাদ ব্রাদার। প্রয়োজনে নক করবো।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রোপিক আর দেশ মিলেমিশে এক হয়ে আছে! দেশও টুটাফুটা আমার প্রোপিকও তাই। :(

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

আমিনুর রহমান বলেছেন:




মন্দ বলিসনি। তবে আমরা টুটাফুটা বলেই আমাদের দেশটাও টুটাফুটা :(

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা মানবিক এই উদ্যোগের জন্য।
আমি পাশে আছি যথাসাধ্য সামর্থ্য নিয়ে। শুভেচ্ছা নিরন্তর আমিনুর :)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ নীলদা। পাশে ছিলেন সবসময় আর থাকবেনও নিরন্তর তা জানি। আর জানি বলেই উদ্যোগ নেবার সাহস পাই।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর উদ্যোগ।

দেশের এই অস্থির পরিস্থিতিতে ঢাকা আসা সম্ভব না। তাই ভেবেছি বিকাশ করবো আমার সামর্থ্য মতো। আর ফোনে যোগাযোগ করে জানিয়ে দিবো।

শুভকামনা সবার জন্য

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ অপর্ণা। তোরা সাথে আছিস বলেই তো আমাদের এই উদ্যোগ নেয়ার সাহস হয়। ভালো থাকিস। বাবুই এর জন্য আদর।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভকামনা এবং সাথে থাকার ইচ্ছা রইলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ময়ূরাক্ষী। এভাবেই যেন সকল ভালো কাজে আপনাকে পাশে পাই।
ভালো থাকবেন নিরন্তর।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই পাশে পাশে আছি। এমন মহৎ উদ্যোগ সফল হোক। আমরা মানুষের জন্যই।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

আমিনুর রহমান বলেছেন:



সবার উপরে মানুষ সত্য। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

সুমন কর বলেছেন: চমৎকার উদ্যোগ। আপনাদের কার্যক্রম সফল ও সার্থক হোক। পাশে থাকার চেষ্টা করব।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সুমন। সম্মিলিত প্রচেষ্টা হলে অবশ্যই এই কার্যক্রম সফল ও সার্থক হবে। পাশে থাকার চেষ্টা করলে হবে না থাকতেই হবে।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার উদ্যোগ। শুভকামনা রইল।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মহামহোপ্যাধ্যায়। তোমাকে আমার একটু প্রয়োজন যদি সম্ভব হয় আমার মেইল [email protected] এ একটা মেইল বা তোমার মোবাইল নাম্বারটা দিও।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: একটা গুরুত্বপুর্ন কাজে আটকা পড়ে গেছি। আগামিকালকের পড়ে এই কাজে সময় দিব।


০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

আমিনুর রহমান বলেছেন:



আগে তোমার কাজ শেষ কর। এই কাজ করার সময় আসে এখনো।

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

তামিম ইবনে আমান বলেছেন: ভালো উদ্যোগ। চালিয়ে যান। শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ তামিম। প্রয়োজনে তোকেও পাশে পাবো জানি। ভালো থাকিস নিরন্তর।

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক !

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

আমিনুর রহমান বলেছেন:




সবার উপরে মানুষ সত্য। এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা হিসেবে আরো একবার ধন্যবাদ তোকে।

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৭

বাংলার হাসান বলেছেন: শীতবস্ত্র বিতরন কার্যক্রম সফল হোক ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

আমিনুর রহমান বলেছেন:



পাশে থাকবি আশা করি। ভালো থাকিস

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১০

চাঙ্কু বলেছেন: খুব চমৎকার একটা উদ্যোগ। শুভ কামনা থাকল

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ চাঙ্কু। মানবতার জয় হোক। জয় হোক ব্লগারদের।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

বাবুরাম সাপুড়ে বলেছেন: মানবতার জয় হোক !

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

আমিনুর রহমান বলেছেন:



মানবতার জয় হোক।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: পাশে আছি! শীত তুমি যতই দৌড়ঝাপ করো না কেন, লাভ নাই- আমরা উষ্ণতায় দেব দেবই মুড়ে সব শীতার্ত শরীর!

স্যালুট লন কমরেডগন!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ইফতি। শীত এবার দৌড়ের উপরে থাকবে ;)


স্যালুট কমরেড।

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

রাজীব দে সরকার বলেছেন:
দারুন উদ্যোগ, শুভকামনা রইলো ভাই 8-|

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ রাজীব শুভ কামনার জন্য।

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সশ্রদ্ধ সালাম শীতযোদ্ধাদের । শুভেচ্ছা জানবেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আদনান। ভালো থাকবেন নিরন্তর।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

শ্যামল জাহির বলেছেন: প্রশংসনীয় উদ্যোগে একাত্মতা।
সফল হোক।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আমিনুর রহমান বলেছেন:









আপনারা আছেন বলেই তো এই উদ্যোগ নেয়ার সাহস হয় এবং ইনশাআল্লাহ্‌ সফলতাও পাবে।

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: মহতী উদ্যোগ সফল হোক !

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ সফল হবেই।

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

জানা বলেছেন:
দারুণ কাজ আমিনুর।

স্টিকি পোস্টটিতে এই দারুণ পোস্টগুলোর লিঙ্ক যুক্ত করতে অনুরোধ করেছি ব্লগার মুশাসিকে।

উত্তরবঙ্গে এখনই শীতের কষ্ট শুরু হয়ে গেছে। সপ্তাহখানেকের মধ্যে শীতের প্রকোপ হুহু করে বাড়বে। এদিকে দেশজুড়ে এই অচলাবস্থা! সব মিলিয়ে সেই দরিদ্র মানুষগুলোরই ভোগান্তি সবচে' বেশী। শীতেও ওরা মরে বোমাতেও ওরা মরে! এই অবস্থা চলতে থাকলে জানিনা কিভাবে তোমরা কাজ করবে!

মঙ্গল হোক তোমাদের, জয় হোক।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ জানা'পু।


ব্লগে এবার অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ব্লগের প্রতিটি ব্লগারই এগিয়ে আসছে। এত ব্লগার এর সম্পৃক্ততা এর আগে সম্ভবত হয়নি। একে একে কয়েকটি অঞ্চলে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে ব্লগাররা আলাদা আলাদা গ্রুপ করে। সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টা সত্যিই প্রশংনীয়।


জয় হয় মানবতার, জয় হোক ব্লগারদের।

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এভাবে সবাই এগিয়ে এলে একজন মানুষও শীতে কষ্ট পাবে না ইনশাআল্লাহ !

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ এমন একটি সময় আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যেদিন বাংলাদেশের একটি মানুষও শীতের কষ্ট ভোগ করবে না।

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ। ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ তানভীর। পাশে থেকে সবসময় সহযোগিতা করবেন সেই কামনাই করি। ভালো থাকবেন নিরন্তর।

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ্

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য। শুভ কামনা রইল।

৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভ মহতী উদ্যোগের সর্বাত্নক সাফল্য কামনা করছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ তনিমা। অনেকদিন পর আপনাকে আবার ব্লগে দেখে ভালো লাগছে। ভালো থাকবেন নিরন্তর। শুভ কামনা।

৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার/আপনাদের এই মহান উদ্যোগ সফল হোক !







আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

আমিনুর রহমান বলেছেন:



আপনার পোষ্টে মনে হয় আমার কমেন্ট করা হয়ে উঠেনি এবার ফ্রি হয়ে অবশ্যই একখানা কমেন্ট করে আসবো।


আপনিও ভালো থাকবেন নিরন্তর।

৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



আমাদের হাতে সময় খুব কম সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ কান্ডারি ভাই।

৩৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

মাহিরাহি বলেছেন: ভাই, বাসাবোতে থাকি, কিছু টাকা শেয়ার করার ইচ্ছা আছে!

২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আমিনুর রহমান বলেছেন:



বিকাশ নাম্বারে বা একাউন্টে পাঠাতে পারেন। কিংবা আপনি বললে আপনার কাছ থেকেও নিয়ে আসা যায়।


আমাকে একটা ফোন দিতে পারেন যেকোন প্রয়োজনে।
০১৬৭০১৫২৫৬২

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: বাহ! ভালো উদ্যোগ। আমার বৌ ও শুরু করছে তার নতুন ব্যাবসা থিকা।

এরকম উদ্যোগ করলে দেশের মানুষ অবশ্যই আশার আলো দেখবে!

কিপ ইট আপ

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ব্রাদার। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মহতী উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানাই। চলুন সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:





ধন্যবাদ সেলিম ভাই। আপনারা সব সময় পাশে থাকেন বলেই আমরা এগিয়ে যাওয়ার সাহস পাই। ভালো থাকবেন নিরন্তর।

৪২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

হানিফ রাশেদীন বলেছেন: শুভ কামনা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

আমিনুর রহমান বলেছেন:




আবার ব্লগে নিয়মিত হচ্ছেন জেনে ভালো লাগলো।

ভালো থাকবেন নিরন্তর।

৪৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

ঐতিহাসিক বলেছেন: শুভকামনা রইলো ।
উষ্ণতা ছড়িয়ে পরুক সবার মাঝে ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ বাপ্পী। তোমরা আসো বলেই তো উষ্ণতা ছড়াতে পারছি অসহায় মাঝে ...

৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

জনাব মাহাবুব বলেছেন: আপনাদের এই মহান উদ্যোগ সফল হোক !


কিছু না দিতে না পারলেও উৎসাহ দিয়ে এবং পাশে থাকতে পারবো ইনশাল্লাহ

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মাহাবুব উৎসাহ দেয়ার জন্য।

৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

মেহেরুন বলেছেন: http://www.somewhereinblog.net/blog/nmrusho এই আইডি প্রায় এক বছর হয়ে যাবার পরেও পর্যবেক্ষণে আছে। জেনারেল করার জন্য একটু সুপারিশ করেন সবাইকে। ধন্যবাদ

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন: :)

৪৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ২:৫২

আমি অপদার্থ বলেছেন: পোষ্ট ড্রাফট করছিলা কেন ?

ভয় পাইছো নাকি ?

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬

আমিনুর রহমান বলেছেন:



হ রে আমি অপদার্থ ...


তা তুমি ভালা আচোনি।

৪৭| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

বটবৃক্ষ~ বলেছেন:




ভাইয়াআআআ!! আপনি ফেবুতে নাই কেনোওও!! -_- -_-

জলদি ফেরত আসেন!!! মিসিউ!!! :(

১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



মিস ইউ টু ... আসবো শীঘ্রই :)

৪৮| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৪

একলা ফড়িং বলেছেন: ভাইয়া কেমন আছেন!!?


আপনার দেখা নাই কোথাও :| :|

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

আমিনুর রহমান বলেছেন:




ভালো আছি। তুমি কেমন আছো??

আপাতত একটু রেষ্টে আছি :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.