নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

তারেক মাসুদ এবং মিশুক মুনীর- যারা ছিলেন, যারা আছেন এবং যারা চিরকালই বেচে থাকবেন তাদের রেখে যাওয়া কাজের মাঝে

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২







প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রখ্যাত সাংবাদিক মিশুক মুনীর ২০১১ সালের ১৩ আগস্ট দুপুর সাড়ে বারোটায় মানিকগঞ্জের কাছে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনায় আরো ৫ জন নিহত হন। তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।



তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে একটি পোষ্ট দেওয়ার ইচ্ছে ছিলো। কিন্তু ব্যাক্তিগত কিছু ঝামেলার কারনে সময় হয়ে উঠেনি। তাই তাদের স্মরণে ব্লগারদের কাছে কিছু লিখার অনুরোধ রইল।



তারেক মাসুদ স্মরণে অনুষ্ঠান সুচীঃ



ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের দুই দিনব্যাপি তারেক মাসুদ স্মরণ অনুষ্ঠান



তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে ভাস্কর্য



পূর্বে প্রকাশিত কিছু পোষ্টঃ



ব্লগার আমিই রাকিব'র ক্ষণজন্মা নক্ষত্রদ্বয় তারেক মাসুদ ও মিশুক মুনীর : তোমাদের অন্তর্যাত্রা শান্তিময় হোক...



ব্লগার আমিই রাকিব'র তারেক মাসুদ : কর্মসমগ্র



ব্লগার আমিই রাকিব'র মিশুক মুনীর : কর্মসমগ্র



ব্লগার লাল দরজা'র মিশুক মুনীর: এক জন ক্যামেরা ওয়ালা ও তার অপরাজেয় গল্প



ব্লগার ছট এর ট্রিবিউট টু তারেক মাসুদ



ব্লগার সেভেরাস স্নেইপ এর "ঝরে পরা দুই ফুলের প্রতি শ্রদ্ধা" - উৎসর্গঃ তারেক মাসুদ ও মিশুক মুনীর



ব্লগার কাজল আব্দুল্লাহ এর রেস্ট ইন পিস তারেক মাসুদ এবং মিশুক মুনির



ব্লগার কাঙাল মামা এর মুভি রিভিউ: তারেক মাসুদের নরসুন্দর ও রানওয়ে



ব্লগার রাজীব_নন্দী তারেক মাসুদের চলচ্চিত্র ‘রানওয়ে’: যে গল্পের শেষ নেই:



ব্লগার নীল নীর্জন এর একটি কবিতা তোমাদের ফ্রেম (তারেক মাসুদ ও মিশুক মুনির কে)



ব্লগার রুদ্র আরিফ এর তারেক মাসুদের সঙ্গে...



ত্রিশোনকু'দার পোষ্ট সেলেব্রেটিং তারেক মাসুদ



ব্লগার আজব মানুষ ০০৭ এর তারেক মাসুদ -একটি নক্ষত্রের আকস্মিক পতন আর টিকে থাকা তার অনাহূত সাক্ষী ।



ব্লগার মির্জা রুহান এর আদমের মুক্তি ! ময়নার অন্তর্যাত্রাঃ রানওয়ের তারেক মাসুদ



আমার একটি পোষ্ট আমাদের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র তারেক মাসুদ

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমাদের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র তারেক মাসুদ...

ব্লগে একটি পোস্ট দেখলাম তারেক মাসুদ কে নিয়ে

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের দুই দিনব্যাপি তারেক মাসুদ স্মরণ অনুষ্ঠান

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

আমিনুর রহমান বলেছেন:




আপডেট করে দিলাম।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯

সুদীপ্ত সরদার বলেছেন: DHONNOBAD!

১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

আবুল বাহার বলেছেন: ok

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ !

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৭

খাটাস বলেছেন: তারেক মাসুদ কে নিয়ে আপনার রিমাইন্ডার বরাবরই প্রশংসনীয়।
পড়ে দেখি বাকি গুলো।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

আমিনুর রহমান বলেছেন:



আরো আপডেট করেছি। আমার প্রতি তোর ভালোবাসাটাও একটু বেশি তাই তোর কাছ থেকে প্রশংসাটাও বেশি পাই একটু :)

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাদের বেদেহী আত্মার মাগফেরাত কামনা করছি! :| :(

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:



তাদের বেদেহী আত্মার মাগফেরাত কামনা করছি!

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

আকিব আরিয়ান বলেছেন: :( :(

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:



আমরা অকালে দুজন নক্ষত্রকে হারিয়েছি :( :(

৭| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: শ্রদ্ধা তাদের স্মৃতির প্রতি।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:



শ্রদ্ধা।

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

মামুন রশিদ বলেছেন: শ্রদ্ধাঞ্জলি ।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:



গভীর শ্রদ্ধা

৯| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নক্ষত্র যুগল!

গভীর শ্রদ্ধা :)

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:




শ্রদ্ধা।

১০| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৬

জাফরুল মবীন বলেছেন: বাংলাদেশের এই দুই মেধাবী ও গুণী মানুষকে আমরা অকালে হারিয়েছি।কিন্তু তাদের সৃষ্টিশীল কাজ তাদেরকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে অনেকদিন.....

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

আমিনুর রহমান বলেছেন:



আমাদের দুর্ভাগ্য !

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:

তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

আমিনুর রহমান বলেছেন:



তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

একজন ঘূণপোকা বলেছেন:
ভালো থাকুক তারা

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:




যেখানেই তারা থাকুক ভালো থাকুক।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: শ্রদ্ধা অনেক ।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

আমিনুর রহমান বলেছেন:




শ্রদ্ধা।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা। তারা বেঁচে থাকবেন তাদের কাজের মাধ্যমে আমাদের মনে -- আমাদের নন হতে আগামী প্রজন্মের মনে ----

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:


তারা ভালো থাকুন যেখানেই থাকুন।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

এহসান সাবির বলেছেন:
গভীর শ্রদ্ধা ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

আমিনুর রহমান বলেছেন:



গভীর শ্রদ্ধা ।

১৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

মুদ্‌দাকির বলেছেন:
কারো কাছে কিছু আশা করলেই মইরা যায়, কি দেশ আমাদের, আর কি আমাগো কপাল !!!

না আমিনুর ভাই, আপনারে নিয়া কোন আশা নাই আমার !!

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩২

আমিনুর রহমান বলেছেন:



আমি চেষ্টা করবো পরবর্তীতে যেনো আমি আপনাকে আরো বেশি পরিমান হতাশ করতে !!


আমরা আসলে ফাডা কপাল লইয়া জন্মাইছি কি করবো ভেবে পাই না :(

১৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

আবু শাকিল বলেছেন: শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম।

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬

আমিনুর রহমান বলেছেন:




তারা যেখানেই থাকুক ভালো থাকুক।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এক পোষ্টে অনেক মূল্যবান সংগ্রহ ।ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ তনিমা। শুভ কামনা। ভালো থাকবেন নিরন্তর।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

ফাহিম আহ্‌মেদ বলেছেন: তাঁদের প্রতি অপরিসীম শ্রদ্ধা। আল্লাহ্‌ তাঁদের বেহেশত্‌ নসীব করুক।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩৭

আমিনুর রহমান বলেছেন:



তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

সুপ্ত আহমেদ বলেছেন: হুম তারা আছেন এবং থবেন তাদের রেখে যাওয়া কাজে মাঝে :)

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

আমিনুর রহমান বলেছেন:





তারা ভালো থাকুন যেখানেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.