নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবাজ অভি ওরফে আমাদের সকলের প্রিয় গেলু'র আজ জন্মদিন ...

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০১



ডিজাইনঃ ব্লগার কাল্পনিক ভালোবাসা

আজ আমার এবং আমাদের সকলের খুব প্রিয় ব্লগার স্বপ্নবাজ অভি জন্মদিন।



প্রথমেই আমাদের প্রিয় ব্লগার সাবরিনা সিরাজী তিতির আপু'র অভি'র জন্য একটি লিখা



কোন কোন দিন একটা সূর্য খুব বিনয়ী ভঙ্গিতে উঁকি দেয় গাছেরা অবাক হয় ! পাখিরা কিচিরমিচির থামিয়ে ভাবতে বসে কি হয়েছে আজ ! আজ কি তবে সূর্যের চাঁদের সাথে মায়াবী খেলা ? এই নরম আলোয় তো চাঁদ জেগে ওঠে পৃথিবীর যাবতীয় দুঃখরা স্নান করে জোছনায় কি হয়েছে আজ !



এসব সাতপাঁচ ভাবতে ভাবতে অভি হাঁটতে শুরু করে ঠিক তখুনি কেউ ডেকে বলে , অভি ! অভি চমকে তাকায় ! সকালে গলির মোড়ে খুব বেশি লোক নেই কে ডাকলো ! অভি আজকাল মেয়েটির কথা কি খুব বেশি ভাবছে ! ঠিক হচ্ছে না ! একদম না !



এদিক সেদিক তাকিয়ে অভি হাঁটতে শুরু করে ! মোড়ের দোকানে দিনের প্রথম ধোঁয়া কিনতে হবে অন্যমনস্ক ভঙ্গিতে পকেট হাতড়ে বের করে আনে একটা চিরকুট ! গোটাগোটা লেখা , তুমি কেমন মানুষ বল তো ! জন্মদিনে কেউ এমন মনমরা হয়ে থাকে ! আর খবরদার ! আজ আগুন খেলে আর রক্ষা নেই !



অভি হেসে ফেলে ! অস্ফুটে বলে , পাগলী ! সিগারেট না কিনেই অভি হাঁটতে থাকে হলুদ বাড়িটার দিকে বারান্দায় দাঁড়ানো দস্যি মেয়েকে বলতেই হবে আজ ! আচ্ছা কি বলা যায় ! জন্মদিনে এভাবে চমকে দেয়া মেয়েটি কি সারাজীবন এই দায়িত্ব নেবে ! নিক আর না নিক আজ অভি বলবেই জন্মদিনে এতো নিয়ম কানুন মানতে নেই !






অভিকে প্রথম যেদিন দেখেছি সেদিন খুব অবাক হয়ে ভাবলাম এই পিচ্চি কিউট বাচ্চাটা এতো ভালো কবিতা লিখে কিভাবে। একে তো কবি কবি মনে হয় না। অভির সাথে আমার প্রথম কথা হয় আমরা যখন রুশান কে বাচানোর জন্য দুয়ারে দুয়ারে ঘুরছি। আমরা রুশানের জন্য কতটুকু করতে পেরেছি জানি না। তবে রুশান আমাদের অনেক কিছু দিয়েছে। অন্তত আমার মনে হয় সামু এবং রুশান আমাকে আমার ছোট ভাই-বোনের অভাবটা মিটিয়েছে। অভি আমার কাছে আমার ছোট ভাইই ছিলো এবং থাকবে সবসময়। যখনই কাজে - অকাজে ডেকেছি ঠেলাগাড়ির মতো চলে এসেছে। এসেছে এটাই বড়। উনি যে লেট লতিফ এটা আমরা ভালোই জানতাম, তাই ১/২ ঘন্টা হাতে সবসময় রেখে নিতাম। এটা আসলে অকাজের সময়ের কথা। কাজের সময় দ্রুত সময়ই ওকে সবসময় পাশে পেয়েছি।



আমার এই ভাইটির জন্য সবাই তার এই জন্মদিনে এবং সবসময়ই অনেক অনেক দোয়া করবেন।



শুভ জন্মদিন অভি। অনেক অনেক বড় হও।











!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P



বিঃদ্রঃ গেলুর নাম কেনো বা কিভাবে গেলু হইল এই নিয়ে আমাকে প্রশ্ন করিয়া সকলের সামনে বিব্রত করিবেন না। যদি একান্তই জানার খুব ইচ্ছা জাগে আমাকে ইনবক্স করিয়ে সঠিক উত্তর পাইতে ও পারেন।

মন্তব্য ১৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

পিচ্চি কিউট বাচ্চাটার (পোস্টদাতার মতে ) জন্যে অনেক শুভেচ্ছা ।

যদিও কোন কোন ব্লগ পোস্টে ওর দারুন কিছু কমেন্ট অফলাইনে পড়ে মনে মনে বাহবা দেই ।

!:#P !:#P !:#P

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫১

আমিনুর রহমান বলেছেন:



পিচ্চি কিউট বাচ্চার আর কি কমু :P

২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

অভি, তোমার কবিতার চেয়ে তোমার চামড়া ছিলা কমেন্টের ভক্ত আমি ;)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৪

আমিনুর রহমান বলেছেন:


হুম। অভির কমেন্টে ভালো ঝাঝ আছে :)

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: অভির জন্মদিনে প্রাণ ঢালা শুভেচ্ছা আর অভিনন্দন। ওর উজ্জ্বল ভবিষ্যৎ আর সফল জীবন কামনা করছি ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৪

আমিনুর রহমান বলেছেন:



:)

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

আবু শাকিল বলেছেন: শুভ জম্মদিন স্বপ্নবাজ অভি ।বেঁচে থাকুন হাজার বছর আমাদের মাঝে।

ধন্যবাদ আমিনুর রহমান ভাই কিউট বাচ্ছার গল্প শেয়ার করার জন্য ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আবু শাকিল :)
ভালো থাকবেন নিরন্তর।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা পিচকার জন্য !

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৭

আমিনুর রহমান বলেছেন:




পিচকা :P

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭

মতিউর রহমান মিঠু বলেছেন: শুভ জন্মদিন অভি। অনেক শুভ কামনা রইলো ভাইজান।

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:



শুভ জন্মদিন অভি। আপনার জন্য অনেকে অনেক শুভ কামনা।

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৮

নূর আদনান বলেছেন: শুভ জন্মদিন, জীবনের প্রতিটি দিনই শুভ হোক......

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

আমিনুর রহমান বলেছেন:



অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক। আপনার জন্য শুভ কামনা

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৮

ডি মুন বলেছেন: শুভ জন্মদিন অভি ভাই।

তিতির আপুর কবিতাটাও ভালো লাগলো।

:) :)

লেখককেও শুভেচ্ছা। :)

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক। আপনার জন্য শুভ কামনা

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্ট টা বিশাল পরিমাণের সারপ্রাইজ ছিল !
এর সাথে জড়িত গোলাপ ভাই , জা_ভাই , তিতির আপু সবাইকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই , ভার্চুয়াল জগত টা আমার কাছে অপরিচিত ছিল , ফেসবুকে শুধু পরিচিত মানুষই ছিল , এই ব্লগ আরো কিছু মানুষকে আমার জীবনে এনে দিয়েছে , জড়িয়ে গেছে প্রতিটা মুহুর্তের সাথে !
পোষ্ট দেখে সত্য সত্য কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম !

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

আমিনুর রহমান বলেছেন:




এই গোলাপ ভাইটা কেডায় :O :O :O চিনবার পারলাম না :/

১০| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: যারা যারা এখানে উইশ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ !
আর দশটা দিনের মতই এই দিনটা অসাধারণ হয় এই উইশ গুলার কারণে ,@ আমিন ভাই আমি লেট লতিফ হতে পারি কিন্তু সময়ে পৌছে যাই দরকারে , আজাইরা কাজে কিছুটা দেরী করি মে বি :)

@ তিতির আপু & পনি আপু পিছকি বললে পিছকিরা মাইন্ড খাবে , ২৬ হয়ে গেলো , বয়স হিসেব করেই তো মন খারাপ হয়ে গেল , গেটিং ওল্ডার :(

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৫

আমিনুর রহমান বলেছেন:




ঐ আমরা তোর জন্য অপেক্ষা করি সেটা তোর কাছে আজাইরা মনে X(( X(( X((

১১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: লেখার সাথেই পরিচিতি,লেখকের সাথে নয়।। আজ তাই হয়েই ধন্য্।।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সচেতনহ্যাপী। অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক। আপনার জন্য শুভ কামনা

১২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: ইদানিং যেহেতু আমি চিত্রকলায় মনোনিবেশ করিয়াছি সেহেতু এই ছবিখানা দিয়া অভিকে জন্মদিনের শুভেছা জানাইলাম।

বিঃদ্রঃ চেহারা নিজ দায়িত্বে চিনিয়া লইতে হইবে, না চিনিতে পারিলে তাহার জন্য চিত্রকর দায়ী থাকিবেনা :!>

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

আমিনুর রহমান বলেছেন:




চেহারা যাইহোক ট্রাইটা ভালো হইছে। চালিয়ে যাও অনুশীলন করতে করতেই হয়ে যাবে একসময় :)

১৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৪

প্রবাসী পাঠক বলেছেন: অভি ভাইয়ার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক। আপনার জন্য শুভ কামনা

১৪| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবিকে জন্মদিনের শুভেচ্ছা!

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫

আমিনুর রহমান বলেছেন:





অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক। প্রিয় কবি আপনার জন্য শুভ কামনা।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:২০

জাফরুল মবীন বলেছেন: স্বপ্নবাজ অভিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক। আপনার জন্য শুভ কামনা

১৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩২

ডট কম ০০৯ বলেছেন: শুভ জন্মদিন অভি ভাই।

আরো বড় হোন,ভালবাসুন দুঃখ কে
সুখ না হয় বিলিয়ে দিলেন অন্যের তরে।

;)

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

আমিনুর রহমান বলেছেন:



:) বিয়া করতে কন তাইলেই বড হই যাবে :P

১৭| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬

জুন বলেছেন:
:) :)

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

আমিনুর রহমান বলেছেন:




অভি রে তোরে জুন'পু ব্যাপক ভালুবাসে। নিজের আঁকা ছবি তোকে দিয়েছে :) :) :)


আমার জন্মদিনেও একটা দিয়ে আপু :)

১৮| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা

অভি দীর্ঘজীবি হোক

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

আমিনুর রহমান বলেছেন:




অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক। অভি দীর্ঘজীবি হোক
তোমার জন্য অনেক অনেক শুভ কামনা ব্রাদার। ভালো থেকো নিরন্তর।

১৯| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Unar voice o shundor ache :P :P :P :P Happy Birthday! !:#P

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আমিনুর রহমান বলেছেন:



হুম ... তার সবই সুন্দর রে স্বর্না মনি। ভালো থাকিস অনেক অনেক। শুভ কামনা রইল।

২০| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Off topic:

@ডাইরেক্ট টু দ্যা হার্ট, Mejaj kharap korben na.

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

আমিনুর রহমান বলেছেন:



সরি আগের কমেন্টের জন্য।

২১| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১১

লেখোয়াড় বলেছেন:
অভি স্বপ্ন দেখতে জানে।
অভিকে শুভেচ্ছা।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১০

আমিনুর রহমান বলেছেন:



হ্যালো ব্রাদার ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন নিরন্তর।

অভির স্বপ্নগুলো বেচে থাকুক। অভি ভালো থাকুক।

২২| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বপ্নবাজ অভি ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

তিতির অপুর লেখাটা অসাধারণ হয়েছে।

সব মিলিয়ে এই পোস্টটিও অত্যন্ত চমৎকার হয়েছে। আমিনুর রহমান জেসান ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

আমিনুর রহমান বলেছেন:




খলিল ভাই কাভা তো রাগ করবে। আপনি ওর এতো সুন্দর ডিজাইনের কথা বলেননি :P

তিতির আপু'র কথা কি বলব। আমি বললাম অভির জন্য কিছু লিখে দাওতো। ওরে বাপরে ১০ মিনিট পর দেখি এই লিখা ! আমি ভীষন বিস্মিত হয়েছে। কতখানি অনুভুতি শক্তি থাকলে পড়ে এতো সুন্দর করে একটা মানুষ লিখতে পারে !!


আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

২৩| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগার।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আমিনুর রহমান বলেছেন:




থ্যাঙ্কু :)

২৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

ইছামতির তী্রে বলেছেন: শুভ জন্মদিন অভি ভাই। মহান আল্লাহ আপনার শ্রেষ্ঠ স্বপ্নগুলো পুরণ করুন-এই কামনা করি।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

আমিনুর রহমান বলেছেন:




আমিন! ভালো থাকুন নিরন্তর। শুভ কামনা।

২৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩

বৃশ্চিক রাজ বলেছেন: অভি ব্রোকে জন্মদিনের হ্যাপি বার্থ ডে !!! !:#P !:#P !:#P
অভি ব্রো আমার ব্লগিং এর অনুপ্রেরণা। অভি ব্রো না থাকলে আমার মত ব্লগারদের যে কি হত ? /:)

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

আমিনুর রহমান বলেছেন:




আমি দেখতে শুনতে খুব শান্ত মানুষ হলেও আমার মেজাজ চড়ে গেলে আমি ভয়ানক টাইপের খারাপ মানুষ। অভি আপনার পোষ্টে কি বলল না বলল তা স্ক্রিন শর্ট দিয়ে যদি আমি মজা করতে আসেন তাহলে ওকে। কিন্তু তারপরও বলল আপনি হয়ত আমিনুর কে এখন ভালোভাবে চিনেনই না। আমার চিন্তা-ভাবনা'র জায়গা আমি সবসময় ভীষণ শক্ত। কেউ যদি আমার পোষ্টে ক্যাচালই ভাবনা নিয়ে আসেন তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলার মানুষ নই। এটা আমার পোষ্ট আর অভিকে শুভেচ্ছা জানানোর পোষ্ট। সহজ আর সুন্দর ভাষায় উইশ করেছেন ঠিকই কিন্তু স্ক্রিনশর্টটা আপনার কমেন্টের সাথে শোভা পায়নি। রশিকতা করার ইচ্ছে এতোই বেশি হলে অভির পোষ্টে যান। আমার এতো রস নাই।

২৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

বৃশ্চিক রাজ বলেছেন: আই এম অলসো সেম এস ইউ আর ব্রো। আমিও ভাল কিন্তু চটে গেলে আই ডোন্ট কেয়ার। কারও জন্মদিনে ক্যাচাল কেন করব। কারও জন্মদিনে উইশ করাও যে অপরাধ জানা ছিল না ব্রো। আর অভি ব্রো যেহেতু নিজের জন্মদিনের পোস্ট নিজে দেন নাই, আপনি দিয়েছেন তাই আপনার পোস্টে উইশ করেছি। এটাইত সবাই করছে দেখছি। আমার ক্ষেত্রে তাহলে ভিন্নতা হবে কেন ?

আর অভি ব্রো যে আমার জন্য খুব ভাল মনের একজন মানুষ, একজন প্রেরনা দাতা তার একটা প্রমাণ শুধু মাত্র দিয়েছি। কাউকে ভালবাসা জানানটা নিশ্চয় লোকারণ্যে অপরাধ না, যেমন আপনি এই পোস্ট দিয়ে করেছেন। নাকি ?

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

আমিনুর রহমান বলেছেন:




চটে গেলে অন্যায়বোধ থাকে না। তাই তো ! উইশ করা অপরাধ নয়। কিন্তু আপনি স্ক্রিন শর্টটা কেনো দিয়েছেন সেটা কিন্তু আমি ভালোই জানি ভাই। আমি সবসময়ই বলে আসছি কি-বোর্ডের আড়ালের মানুষটা কিন্তু আমিই যে আমি বাস্তবে। আমার কি আর কিছু বলতে হবে ! না বুঝে নিবেন????

২৭| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন অভি ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।


অ টঃ
মাত্র কয়েকদিন আগে এই পোস্টদাতা আমিনুর ভাইয়ের জন্মদিন ছিল। তাকে নিয়ে কেউ কোন ডিজাইন তো দূরে থাক, কোন পোস্টও আসল না।
আমিন ভাইয়ের নাম শুনলে অনেকে আবেগ প্রবন হয়ে পড়ে তাই আমি ভাবলাম তারা হয়ত কিছু করবে, আমি তো আমিন ভাইয়ের অনেক দূরের লোক.......

এত কথা লিখছি কারণ যতদূর মনে পড়ে আমিন ভাই কারো কারো জন্মদিনে সবাই কে দাওয়াত দিয়ে কেক কেটে উৎসব করেছে। আমরা কেউ হয়ত তার কথা মনে রাখি নাই, সে কিন্তু ভুলে যাইনি আমাদেরকে, এই পোস্টটি তার প্রমান।


ব্যক্তিগত ভাবে আমি লজ্বিত ও আমিন ভাইয়ের কাছে ক্ষমা প্রর্থনা করছি।

আমিন ভাইয়ের জন্য রইল শ্রদ্ধা।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৫

আমিনুর রহমান বলেছেন:



ঐ মিয়া ঐটা কোন বিষয় হলো। এই ফেসবুকের যুগে এখন আর কেউ কারো জন্মদিন মনে রাখে না। যেহেতু আমি নোটিফিকেশন অফ করে রেখেছিলাম তাই কেউ জানতেই পারেনি। দোষটা তো আমার রে ভাই। লজ্জিত ও ক্ষমা চেয়ে আমাকে বিব্রত করবেন না।

আপনি আমার দুরের মানুষ কখনই ছিলেন না। কাছেই আছে আর থাকবেনও।

ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।

২৮| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

বৃশ্চিক রাজ বলেছেন: ইয়েস ব্রো ইউ আর এবসুলিটলি রাইট। কি-বোর্ডের আড়ালের মানুষটা কিন্তু আমিই যে আমি বাস্তবে। আর তার প্রমাণ দেয়ার জন্যইত স্ক্রিন শটটা দেয়া, যে অভি ব্রো একজন আমার ওয়েল উইশার। আমি কাউকে ভালবাসি সেটা আপনি যেমন এই পোস্ট দিয়ে লোকারণ্যে দ্বিধা বোধ করেন নাই। আমিও কাউকে ভালবেসে লোকারণ্যে বলে অপরাধ করি নাই। নীতি সবার জন্য এক হওয়া উচিত। ভিন্ন নয়।

বাই দ্যা ওয়ে লেট হ্যাপি বার্থডে টু ইউ অলসো ব্রো।

নেভার মাইন্ড।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

আমিনুর রহমান বলেছেন:




পৃথিবীতে সহজ-সরল মানুষগুলো ভীষণ ভালো হয় কিন্তু প্রকান্তরে সে সবার ভালোই চায় কিন্তু ভালো চাইতে গিয়ে তার অবুঝ কিছু ভুলের কারনে তার আশেপাশের বেশ কিছু মানুষের ক্ষতি হয়ে যায় তা সে অনুধাবনই করতে পারে না। আর তা যদি তাকে বলা হয় সে উপরন্ত আরো বেশি পরিমান রাগ করে আরো ভুল করে যায়।

উপরের কথাগুল আমার একটা অভিব্যাক্তি মাত্র আপনাকে কিছু উদ্দেশ্য করে নয়।

আমি দুঃখিত এবং আমার অক্ষমতা আপনাকে বুঝাতে পারলাম না বলে।

ভালো থাকুন সবসময়।


২৯| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

বৃশ্চিক রাজ বলেছেন: ওহ ! ব্রো একটা সিম্পল কশ্চের্ন ?

আমরা টেলিফোনে হ্যালো বলে সম্মোধন করে থাকি। এটাই নিয়ম হিসেবে জেনে এসেছি। বাট আপনি কি জানেন হোয়াট ইজ কল্ড হাউয়া ? ইজ ইট এনি নিউ ওয়ার্ড ইন বাংলাদেশ দ্যাট ইউ আর ইউজিং ইন টেলিফোনিক কনভার্সেশন ?

ডোন্ট টেক ইট আদার অয়াইজ। মাই কিউরিয়াস মাইন্ড জাস্ট অয়ান্ট টু নো। আই এম আস্কিং ইউ বিকস আই থিং ইউ আর নোলেজেবল পারসন।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

আমিনুর রহমান বলেছেন:




আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আমি বুঝি নাই কারো হিতাহিত জ্ঞান এতো কম হতে পারে যে সে কার পোষ্টে এসে কিভাবে কথা বলছে। আমার আগেই বুঝা উচিৎ ছিলো সে সেদিন শোভনের পোষ্টে সেই খারাপ কথাটা দেখার পর। যাইহোক আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে মাফ করে দেন। আমিই ভুল আপনার সাথে তর্কে জড়িয়ে না। ভালো থাকুন। আবারও বলছি প্লিজ আপনি আর এখানে আইছেন না। যদি পা ধরতে বলেন তাও ধরবো। আমি এমন কারো সম্পর্কে নিজের ধারনাটা বদলাতে চাই না।

৩০| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন, অভি।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

আমিনুর রহমান বলেছেন:



:)

৩১| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিনুর ভাই ,
অভির জন্মদিন উপলক্ষে এতবড় পাটর্ি দিলেন , মাগার কোন খানাপিনার আয়োজন নাই ।
(দেখি গিফটা নিয়ে কোন কম্যুনিটি সেন্টারে ডুকে যাওয়া যায় কিনা । )
অভিকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০২

আমিনুর রহমান বলেছেন:





লন ভাই খান। আর গিফট খানা পার্সেল করে দিন।

৩২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: তিতির আপুর লেখাটা সুন্দর হয়েছে খুব। অভিকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করতাছি আজ কাণ্ডারি ভাই এই উপলক্ষ্যে বিরিয়ানির অর্ডার দিবে, আমার ভাগের টা অভি তুমি খাইয়া নিও

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

আমিনুর রহমান বলেছেন:



তোর কি এখনো ক্ষুধা আছে :P


৩৩| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: @ বৃশ্চিক ব্রো : আপনি যে স্ক্রীনশট দিয়েছেন সেটা তো ফানপোষ্টের কিংবা রম্য পোষ্টের কমেন্ট ! রম্য পোষ্টে একটু রসালো কমেন্ট না হলে তো জমেনা , মাইন্ড খেয়ে থাইকেন্না , ভার্চুয়াল বিরিয়ানী খেয়ে নিয়েন !
সুন্দর থাকুন , সুস্থ থাকুন !

৩৪| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: @ অপর্ণা আপুঃ ধন্যবাদ :)
বিরিয়ানী আমি ই খাওয়াবো , কান্ডারী ভাই জ্ঞানী মানুষ , ওনার সময় নষ্ট করতে হবেনা , আপনি আমার কাছে পাওনা থাকলেন , সময় সুযোগ মত আদায় করে নিয়েন খালি :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

আমিনুর রহমান বলেছেন:



@অপর্ণা মম্ময়

৩৫| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

বৃশ্চিক রাজ বলেছেন: @ স্বপ্নবাজ অভি

ডিয়ার ব্রো আমি মাইন্ড খাইনি মোটেও। খেলে কি আর আপনাকে উইশ করি। ফর গড সেক আই রিয়েলি বিগ ফ্যান অফ ইউর দ্যাট হিউমার। যা আমি কখনও ভুলে যাব না। যা আমার এই ব্লগিং এর অনুপ্রেরনা হয়ে থাকবে আজীবন। এন্ড সরি ব্রো আমি বিরিয়ানী খাই না। জাস্ট হ্যাভ এ আইস কফি উইথ মি এনি টাইম।

এন্ড ডিয়ার ব্রো আমিনুর রহমান সরি আবারও আপনার ব্লগে কমেন্ট করার জন্য। আসলে ব্লগে এসেছি এখনও বছর হয়নি। আর মাত্র এক সপ্তাহ পর এক বছর হবে। আমি এখনও রুলস এন্ড রেগুলেশন গুলো ভাল ভাবে জানিনা। আপনাদের হেল্প না পেলে এগুতে পারব না। আশা করি হেল্প করবেন। নতুবা এখানেই হয়ত সমাপ্তি টানতে হবে ক্ষুদ্র ব্লগিং লাইফের। আমি শুধু একটা কশ্চেন জানতে চেয়েছিলাম অন্য কিছু নয়।

৩৬| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭

মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন কিউট পিচ্চি !:#P !:#P !:#P


ছেলেটার মনোবাসনা পূরণ হোক, 'শ্রাবণ জড়িয়ে থাকুক সারাটি জীবন' !!

অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা ।

পোস্টদাতার কাব্যিক প্রতিভায় মুগ্ধ!! আসলেই আগুন কখনো ছাইচাপা থাকেনা, প্রকাশিত হবেই :D :D

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২১

আমিনুর রহমান বলেছেন:




'শ্রাবণ জড়িয়ে থাকুক সারাটি জীবন'


অসাধারণ বলেছেন মামুন ভাই ;)

৩৭| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

এহসান সাবির বলেছেন: উপরের কিছু মন্তব্য ও উত্তর মনে হয় এই পোস্টের সাথে বেমানান।


আমার এই মন্তব্য সহ সব গুলি মুছে দিলে মনে হয় ভালো হত। আমিন ভাই ভেবে দেখতে পারেন। এটা আমার মতামত।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:




কিছু ভুল চোখের সামনে রাখা উচিৎ পরবর্তীতে এমন ভুল যেন না হয় তাই।

৩৮| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন অভি! অনেক শুভেচ্ছা রইল!
শ্রাবন, মেঘ, জল, রোদ ইত্যাদি সকল প্রকার প্রাকৃতিক উপাদানের সহিত তুমি দীর্ঘবাস কর! অনেক অনেক শুভকামনা রইল।

আমিন ভাই আপনাকে ধন্যবাদ। পোষ্ট দিয়ে এই ব্যাপারটি জানানোর জন্য।

অটঃ চিড়িয়াখানায় যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল। যা দেখার তা ইতিমধ্যেই দেখে ফেলেছি। :#) :-* B-)) :|

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:



শ্রাবন, মেঘ, জল, রোদ ইত্যাদি সকল প্রকার প্রাকৃতিক উপাদানের সহিত তুমি দীর্ঘবাস কর!

অভি কি নির্বোধ নাকি যে জড় পদার্থের সাথে বাস করবে। এইডা কিছু হইলো !

৩৯| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


শুভ জন্মদিন অভি !:#P !:#P !:#P

অনেক শুভকামনা ও ভালোবাসা জানবি।




আমিন ভাই আপ্কনার কাছে লজ্জিত হয়ে থাকলাম। একজন আমিনুর রহমান সবাই হতে পারে না তাই আমরাও হতে পারিনি। অনন্ত কাল এভাবেই পাশে রাখবেন আপনার সকল নিঃস্বার্থ কাজের পাশে।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫

আমিনুর রহমান বলেছেন:




গেলু, তোকে ভালোবাসার একটা মানুষ পাইলাম এতক্ষনে :P


সবাই হয়ত সবসময় পাশে থাকতে পারে না। তবে এমন এখন তোরা পাশে আছিস যখন আমার তোদের দরকার। পাশে থাকিস সবসময় এখনকার মতো।

৪০| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

ইমিনা বলেছেন: শুভ জন্মদিন কবি :)

অনেক অনেক ভালো থাকুন - এই দোয়া সব সময় ।।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

আমিনুর রহমান বলেছেন:




আমার জন্য কোন দোয়া নাই :-0 :(

৪১| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন অভি।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:




হাসান ভাই :)

৪২| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ জন্মদিন অভি।

অনেক অনেক ভালো থাকিস :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:




শেষ পর্যন্ত কোন লাইনই মাথায় আসেনি !


ঐ এইটা আমার পোষ্ট আমাকে কিছু বলিসনি কেনো :| :| :|

৪৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩

আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন অভি। তাকে দেখে মনে হয়েছিলো ব্লগে তার নেয়া নিকটা যথার্থ হয়েছে। ওর চোখেমুখে যেন স্বপ্নেরা খেলা করে। অনেক অনেক স্বপ্ন নিয়ে সুন্দর হোক অভির পথচলা।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:




আমিন :)

৪৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগার ...

সুন্দর হোক আপনার প্রতিটা দিন... সজীব,সতেজ হয়ে প্রাণচাঞ্চল্যে ভরে থাক প্রতিটা দিন ... আর তারই ছোঁয়া দিয়ে যান ব্লগকে ... দিয়ে যান আমাদের সবাইকে .... নিরন্তর ....

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

আমিনুর রহমান বলেছেন:



অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক।


ধন্যবাদ ব্রাদার। ভালো থাকুন নিরন্তর।

৪৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২

খাটাস বলেছেন: গেলু ভাই, থুক্কু অভি ভাই কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
এম্নেই হাইসা খেইলা থাকেন সব সময়। :)
অনেক শুভ কামনা অভি ভাই। ফারটি কই?
:)
আমিনুর ভাই দুঃখিত যে ফেসবুক বা ব্লগে ঠিক মত না থাকায় আপনার জন্মদিন ভুলে গিয়েছিলাম। ক্ষমাপ্রার্থী ভাই।
পরিক্ষার কারণে খেয়াল করিনি ডেট টা।
কিন্তু ডেট টা আমার কাছে অন্যতম এক স্মরণীয় দিন হয়ে গেছে, কিন্তু ভুলে গেলাম কেম্নে বুঝলাম না।
আপনারে ও অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা ভাই। ৪ দিন হইছে তাতে কি :)

আর মাথা গরম করিয়েন না, রাজ ব্রো ভালবাইসা আপনাকে ব্রো ডাকছে। B-))

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:





ফেসবুক অন থাকলে ও পাইতি আমি তো ফেবু নোটিফিকেশন অফ করে রেখেছি। অসুবিধা নাই। আরেক জন্মদিন পর্যন্ত বেচে থাকলে উইশ করিস তাইলেই হবে :P


রাজ ব্রো বেশি ভালোবাসে বলেই মাথা খারাপ হয়ে গেছে।

৪৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জন্মদিনে এতো নিয়ম কানুন মানতে নেই !

অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:




অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক।


ধন্যবাদ ব্রাদার। ভালো থাকুন নিরন্তর।

সেই আগের যুদ্ধটা আবার শুরু করতে চাই

"মা" নিয়ে নোংরা লিখা ব্লগস্পটসমুহ রিপোর্ট করে বন্ধ করে দিন !

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:




অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক।


ধন্যবাদ ব্রাদার। ভালো থাকুন নিরন্তর।

সেই আগের যুদ্ধটা আবার শুরু করতে চাই

"মা" নিয়ে নোংরা লিখা ব্লগস্পটসমুহ রিপোর্ট করে বন্ধ করে দিন !

৪৭| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সঞ্জয় নিপু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো । !:#P !:#P

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

আমিনুর রহমান বলেছেন:



অভি'র জীবনের প্রতিটি দিনই শুভ হোক।
ধন্যবাদ ব্রাদার। ভালো থাকুন নিরন্তর।

৪৮| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাভা ভাইয়ের চিত্রকর্ম সম্পর্কে আমার অনেক ভালো ধারণা আছে। তিনি একজন নিপুণ শিল্পী। অভি ভাইয়ের ডিজাইনটা যথারীতি অসাধারণ। এটা প্রথম কমেন্টেই মেনশন করা উচিত ছিল। কাভা ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি।


শুভেচ্ছা আমিনুর ভাই।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

আমিনুর রহমান বলেছেন:




কাভা ভীষণ ক্রিয়েটিভ। এই ডিজাইনটা খুব তাড়াহুড়ো করেই করা হয়েছে। তারপরও দেখুন অসাধারণ হয়েছে।

আপনার জন্য অনেক অনেক শুভ কামনা খলিল ভাই।

৪৯| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Ami bujhlam na, apnar ei reply er mane ki? Ami jeta Direct to the Heart ke bolechi, sheta shudhu unake bola. Apnader shathe kono shomporko nei. Unar post draft korechen, tai ami shei kotha bolechi, r ekhane karon take bolar kono option nei.

Apnar comment er mane ki bolen.

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩

আমিনুর রহমান বলেছেন:




মানে যেহেতু জানিস না তাই বুঝার দরকার নাই কিংবা আমিই হয়ত ভুল জানি। আমি অন্য একটা বিষয় ভাবছিলাম তখন। সরি আমার কমেন্টের জন্য। এই পোষ্টে এমনিতেই অযাচিত কিছু ঝামেলার কারনে মেজাজ বিগড়ে আছে।

৫০| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার ব্লগ জীবন শুরু হয়েছে মুলত গত ১ বছর থেকে !

যখন আমি পোস্ট দেই "শুচিতাকে লেখা প্রথম ও শেষ চিঠি"

তখন থেকে অনেকেই আমার পাশে ছিলেন/আছেন তাদের মধ্যে
রোম্যান্টিক কবি অভি ভাই অন্যতম এবং পাশাপাশি আমিও ওনার
একজন শুভাকাঙ্ক্ষী_ভক্ত !

'অনতিক্রম্য অন্ধকার' অথবা 'নৈকট্য ভয়ানক'

অভির এই শব্দগুলি আমার অনেক প্রিয় !

অনেক শুভকামনা অভি ভাই এবং আমিনুর ভাইয়ের জন্য !

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:




অভি আমারও ভীষণ প্রিয় কবি। ওর শব্দের ব্যবহার দারুণ। অভি যেনো সবসময়ই আপনার পাশেই থাকেন।


আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল।

৫১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,



বড় দেরীতে এটা চোখে পড়লো । তিতিরের কথাতেই বলি -
.....জন্মদিনে এতো নিয়ম কানুন মানতে নেই !

মানলুম না ।

অভি তো বটেই আপনারও নাকি জন্মদিন আজ । তেমোনটা-ই লেখা আছে প্রথমে।
কি দিয়ে শুভেচ্ছা জানাই বলুন তো ?

পৃথিবীতে যতো মনোলোভা, মনোহারিণী, মনোরম আর মধুরতম শব্দ আছে তার সবটুকু ঢেলে আপনাকে আর অভিকে এই দিনটির নির্মাল্য দিলুম ........

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:




জী এস ভাই, আমার জন্মদিন গত ২০শে অগাষ্ট ছিলো। তবে শুভেচ্ছা জানিয়েছেন এতো সুন্দর একটা মন্তব্যে দিয়ে এটা ভীষণ পাওয়া আমার কাছে।


ভালো থাকুন নিরন্তর আর এভাবেই যেন প্রতিটি জন্মদিনে শুভেচ্ছা পাই :)

৫২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৫

জেরিফ বলেছেন: শুভ জন্ম দিন

প্রত্যহ শুভ কামনা । পরিবারের সবাই কে নিয়ে সুন্দর হউক আগামীর দিন গুলো ।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

আমিনুর রহমান বলেছেন:




:)

৫৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

ইমিনা বলেছেন: হা হা হা ...


প্রথমে খাবারের আয়োজন করেন তারপর আমিও আপনার জন্য দোয়ার আয়োজন করবো
:-B :-B :-B

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:




তোমার জন্য তো আমি প্রতিদিনই রান্না করে রেখে দেই, তুমিই তো আসো না :P

৫৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন অভি , অনেক অনেক শুভকামনা । :) :)



২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন:




আমি কিছু কমু না, আমি একটা ধোকা খাইছি :(

৫৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ !

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন:



বুঝলাম না গেলু নামের শানে নুযুল কি সবাই জানে :P
এইটার প্রতি কারো কোন আগ্রহ দেখলাম ;)

৫৬| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮

শুঁটকি মাছ বলেছেন: ইসসসসসসসসসসসস! কালকে নাতির জন্মদিন মিস করছি!!!!! হেপি বাড্ডে নাতি। !:#P !:#P !:#P !:#P

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

আমিনুর রহমান বলেছেন:




হায়রে নানী রে নাতি'র বাড্ডেই ভুলে যায় :/

৫৭| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাই লক্ষী !

২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

আমিনুর রহমান বলেছেন:




সবাই জানে আগে থেকেই :P

৫৮| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনারে ফেবুতে কইছিলাম। উত্তর দেন নাই। :-P

কিছু লেখা কেবল নিজের জন্য লিখি, যেমন এটা। নিজেকে অনুপ্রাণিত করার জন্য আর কী। এটা আপনাকে দিলাম। :)

দুঃখের হাতকরা পড়েছ জীবন
তবে প্রতিকার কিছু শিখে নাও দুঃখের কষাঘাত থেকে
কাঁটা থেকে, কাঁটার সম্মুখে থাকে গোলাপ সুবাস;
শিখে নাও অন্ধকার থেকে
অন্ধকারের সামনে থাকে আলো;
শিখে নাও কিছু পাথর থেকে
পাথরে জন্মে পরম রত্ন রুবি।


ইহা রুমি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।

২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

আমিনুর রহমান বলেছেন:




থ্যাঙ্কু থ্যাঙ্কু ... তুই আমার প্রিয় আর এমনি এমনি তো আর নস :)

৫৯| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬

শহুরে কাউয়া বলেছেন: ক্যাক আর কুক খামু। :D

২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

আমিনুর রহমান বলেছেন:




এই লন খান। আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় আমি সেদিকেও নজর রেখেই ডায়াট কোকের ব্যবস্থা নিলাম :D

৬০| ২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মহানাজমুল বলেছেন: এতবড় সেলিব্রেটি সে! গত বছরও যখন একলগে আড্ডা দিছি আঁচও করতে পারি নাই! এই ব্লগে না আইলে হয়তো কোনদিন টেরও পাইতাম না।

২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

আমিনুর রহমান বলেছেন:




সেলিব্রেটি ব্যাপারটা শুনতে কেমুন কেমুন জানি লাগে। অভি অনেক দারুণ লিখে আর মানুষ হিসেবে যথেষ্ঠ ভদ্র ও মার্জিত আর সে কারনে সকলে তাকে পছন্দ করে।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:



দৃষ্টি আকর্ষণ কমেন্ট নং ৬২

৬১| ২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

একজন ঘূণপোকা বলেছেন: শুভ জম্মদিন স্বপ্নবাজ অভি !:#P !:#P !:#P !:#P

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

আমিনুর রহমান বলেছেন:



ব্যস্ত ছিলাম একটু তাই রিপ্লাই দিতে হলো ব্রাদার। আমি এতু কষ্ট কইরা পোষ্টাইলাম কেউ আমারে কিছু কয় না /:)

৬২| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মহানাজমুল কিডা ভাই ?

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

আমিনুর রহমান বলেছেন:


@মহানাজমুল

৬৩| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

সায়েদা সোহেলী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা অভি ।।

আগের দাড়িওয়ালা পিক দেখে ত পিচকা কে আরেকটু বড় ভেবেছিলাম :P



নাও আপুর তরফ থেকে মুরগা ভাজা খাও ,একা একা খেওনা ভাগেযোগে খেও কিন্তু 8-| #:-S :#> আমার নিজ হাতে করা

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

আমিনুর রহমান বলেছেন:




আহা ! বেশ তো স্বাদ !!

আপনারে এত্তগুলান ধন্যবাদ। শুভ কামনা রইল। অনেক অনেক ভালো থাকুন।

৬৪| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ জন্মদিন কবি অভি ,

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

আমিনুর রহমান বলেছেন:



:)

৬৫| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভ জন্মদিন অভি আর আমিনুরভাইকে ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার জন্ম তারিখটা বলে যাবেন পরের বার এসে :)

৬৬| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪

বটবৃক্ষ~ বলেছেন:

আরজুপনি বলেছেন:

পিচ্চি কিউট বাচ্চাটার (পোস্টদাতার মতে ) জন্যে অনেক শুভেচ্ছা ।

^_^ ^_^ ^_^ হিহিহিহি!!!


সরি! দেরিতে আসলাম!!! :/ কাভার রংহীন কেন!! অভির জন্যে বর্নিল কাভার দেখতে চাই কা_ভা!!! :)

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

আমিনুর রহমান বলেছেন:





কা_ভা'রে বচকাইয়া দেয়া উচিৎ ;)

সাথে তোরে ও দেরী করে আসলি বলে :P

৬৭| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সাময়িক ব্যাস্ততার কারনে ব্লগে কিছুদিন ছিলাম না। তাই দেরী হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন আমিনভাই, অভি।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় অভির জন্য। !:#P !:#P !:#P কিন্তু অভি কেক কিন্তু খাওয়া হলো না ? :(

আমিনুর ভাইকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। !:#P !:#P !:#P

তিতির আপুরও কি জন্মদিন ছিল ? আপাকেও অনেক অনেক শুভেচ্ছা। !:#P !:#P !:#P

আফসোস কারও কেকই খাওয়া হলো না। আমি নাইলে ব্যাস্ত ছিলাম কিন্তু আপনারা আমাকে ফোন দিলেও পারতেন ? :( :( :(

@বৃশ্চিক রাজ

আমার খুব খারাপ লাগছে উপরে দেখলাম কিসব বাজে বিষয় নিয়ে ক্যাচাল। অথচ আপনার লেখাই আমি শেয়ার করেছিলাম প্রতিভাবান একজন ব্লগার ভেবে। কিন্তু এভাবে অভির দেয়া একটা সামান্য কমেন্ট নিয়ে এমন ক্যাচাল শোভনীয় নয়। বৃশ্চিক আপনাকে বলছি আপনার ব্লগিং ভাল লেগেছে কিন্তু অযাচিত ভাবে না বুঝে না জেনে এমন ক্যাচাল করে পরিবেশ নষ্ট করবেন না। সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রেখে ব্লগিং করুন। আপনার ব্লগিং সত্যি আমার খুব ভাল লেগেছে। তাই আপনাকে এত কথা বলা। অভি আপনাকে এমন কিছুই কমেন্টে বলেনি যে আপনি এভাবে রিএক্ট করবেন। আপনি যেভাবে ফান করছেন অভিও ঠিক সেভাবেই শুধু মাত্র ফান করেছে। খারাপ কোন উদ্দেশ্য নিয়ে অমন কমেন্ট করেনি। সকল ভুল বোঝাবুঝির অবসান হোক এটাই কাম্য। সব শেষে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ।

৬৮| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

জনাব মাহাবুব বলেছেন: অভি'র জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। !:#P !:#P !:#P !:#P


অভিকে এইরকম একটি পোষ্ট উপহার দিয়ে চমকে দেয়ার জন্য আমিনুর রহমান ভাইকে আরো এক ডাবল বেশি শুভেচ্ছা। :P :P :P

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০১

আমিনুর রহমান বলেছেন:



তোমার জন্য ও ডাবল শুভ কামনা ! থ্যাঙ্কু ব্রাদার !!

৬৯| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

যুবায়ের বলেছেন: অভি ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা নিবেন।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৭

আমিনুর রহমান বলেছেন:



:)

৭০| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
///অভিকে প্রথম যেদিন দেখেছি সেদিন খুব অবাক হয়ে ভাবলাম এই পিচ্চি কিউট বাচ্চাটা এতো ভালো কবিতা লিখে কিভাবে। একে তো কবি কবি মনে হয় না।///
:P

কোথায় যেন একবার শুভেচ্ছা জানিয়েছি। আপনার বদান্যতায় আবার বলার সুযোগ পেলাম: শুভ জন্মদিন :)



আপনাকেও শুভেচ্ছা.......আমিনুর রহমান ভাই :)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৭

আমিনুর রহমান বলেছেন:




সেইরাম কিউট বাচ্চা আমাদের কবি অভি :D


ধন্যবাদ মইনুল ভাই। শুভ কামনা।

৭১| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

মৃদুল শ্রাবন বলেছেন: অভি ভাইয়ের ব্লগীয় জন্মদিন ও শুভ জন্মদিন কি একই দিনে??

জন্মদিনের শুভেচ্ছা অভিভাই। ধন্যবাদ আপনাকে আমিনুর ভাই এই পোষ্টের জন্য।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৭

আমিনুর রহমান বলেছেন:





না। জন্মদিন ২৪ তারিখে আর ব্লগ জন্ম ২৮ তারিখে।

শুভেচ্ছা আপনাকে !

৭২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৭

মামুন ইসলাম বলেছেন: শুভ জন্মদিন প্রিয় অভি ভাইকে।
প্রিয় আমিনুর ভাইকে আন্তরী ভাবে ধন্যবাদ । তবে প্রিয় আমিনুর ভাই একটু কেক হোলে ভাল হোত জন্মদিনত তাই কেক খাওয়ার কথা মনে পরে গেল ।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮

আমিনুর রহমান বলেছেন:





মামুন, আগামি বছর যদি বেচে থাকি অবশ্যই আপনার জন্য কেক রেডি রাখবো। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

৭৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: স্বপ্নবাজ অভির জন্য বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা রইলো। শুভকামনা আপনাকেও।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১০

আমিনুর রহমান বলেছেন:



তনিমা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন নিরন্তর।

৭৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

জোহরা উম্মে হাসান বলেছেন: অভির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা । অভি ভালো থাকুক এমনই চিরটাকাল !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

আমিনুর রহমান বলেছেন:




লেট কইরা ফেললেন আসতে, আগে আসলে ভালো খানাপিনা খাইতে পারতেন। অভি আমাদের তার জন্মদিনে ভালো খানাপিনার ব্যবস্থা রেখেছিলো যদিও আমরা তাহা কেউ দেখি নাই :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.