নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে - রাইচ বাকেট চ্যালেঞ্জ

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

আপডেটঃ ৬



আগামী ১৯ সেপ্টেম্বর বগুড়া'র সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের দাস পাড়া'র ৫২টি পরিবারের মাঝে ত্রান বিতরণের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।



আপডেটঃ ৫

ন্যাড়া আবারও বেল তলায় যেতে আগ্রহী: বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসুন



আপডেটঃ ৪

ব্লগার খাটাস এর বন্যা দুর্গত এলাকার সরেজমিনে রিপোর্ট

ব্লগার বোকা মানুষ বলতে চায় এর পোষ্ট বন্যা, ত্রান, মানবতা এবং করনীয় বাস্তবতা’র স্মৃতিচারণ।





আপডেটঃ ৩

মৃদুল শ্রাবনের পোষ্টঃ রাইচ বাকেট চ্যালেঞ্জঃ হতে পারে বিন্দু থেকে সিন্ধু (আপডেটঃ ০৩)



আপডেটঃ ২



২০ নং মন্তব্য

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিকাশ নম্বর দেয়ার জন্য ধন্যবাদ। আমি এইমাত্র মহৎ কাজটি সম্পন্ন করলাম। এ কাজটিকে প্রতিযোগিতামূলক বা ইন্টারেস্টিং হিসাবে না ভেবে একটা মানবিক সহায়তামূলক পদক্ষেপ হিসাবে গ্রহণ করাই সমীচীন হবে।



আমার কমেন্টের অব্যবহিত উপরে সামহোয়্যারিন ব্লগের অতি সুপ্রিয় ৪জন ব্লগারকে দেখতে পাচ্ছি, যথাক্রমে ১) মামুন রশিদ, ২) আবু শাকিল, ৩) কুনোব্যাঙ এবং ৪) সেলিম আনোয়ার ভাই। তাঁদের প্রতি আমার বিনীত নমিনেশন থাকলো।




আপডেটঃ ১

বন্যা পীড়িত মানুষগুলোর জন্য যা প্রয়োজনঃ

১। চাল

২। শুকনা খাবার - চিড়া, গুড়, বিস্কুট

৩। পানি বিশুদ্ধকরন ট্যাবলেট

৪। খাবার সেলাইন




আরো কিছু আপনাদের জানা থাকলে জানিয়ে যাবেন।



এবার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মন্তব্য থেকে আরো কিছু আইডিয়া পেলাম। সেই অনুসারে আমরা প্রতিজন ১ কেজি চাল অথবা সমমূল্যের চিড়া গুড় অথবা বিস্কুট কিংবা বিকাশে (আগামীকাল এড করে দিবো) ৪০ টাকা পাঠিয়ে দিতে পারেন সবাই। সবাই যদি ৪০ টাকা বা সমমুল্যের খাদ্য দেয় তাহলে আমরা অনেক অনেক বন্যা পীড়িতদের সাহায্য করতে পারবো।



সারারাত একটুও ঘুমাইনি তাই সকাল বেলা ঘুম পাচ্ছিলো বলে উঠে ফ্রেশ হয়ে ৮টার মধ্যেই অফিসে চলে আসলাম। অফিসে এসেই প্রথম যে ইনবক্সটা পেলাম সেটা ছিলো অনেকটা এরকম " ভাই বন্যায় মানুষ অনেক কষ্ট করছে ব্লগের পক্ষে থেকে এই নিয়ে কোন উদ্যোগ নেয়া যায় না" সেই থেকেই ভাবছি আসলে কি করবো। ফেবুতে আমার গন্ডিটা খুব ছোট বলে অনেকসময় কিছু জানতে পারি না যা ফেবুতে ঘটে। বাসায় ভোরের দিকে যখন ব্লগে গেলাম তখন ব্লগে মৃদুল শ্রাবন এর একটা পোষ্টের মাধ্যেমে যেখানে Arif R Hossain 'র এক চমৎকার আইডিয়ার কথা জানতে পারলেন। যা আইচ ব্যাকেট চ্যালেঞ্জের অনুরূপ রাইস ব্যাকেট চ্যালেঞ্জ আইডিয়া। Arif R hossain এর আইডিয়ার সার ছিলো "যে কেউ নিজে বালতি ভর্তি চাল কোন অসহায় গরীবকে দিয়ে সে আরো ৭ জনকে নমিনেট করবেন বালতি চাল দেয়ার জন্য।" মৃদুল শ্রাবন তার পোষ্টে হিসাব করে দেখিয়েছেন এই প্রক্রিয়া ১০ টা পর্যায় পার করলে সর্বমোট চাল বিতরন হবে ২৮ কোটি কেজির বেশি (প্রতি বালতি ১ কেজি ধরে)। এই কাজটা আমরা সফল ভাবে করতে পারি তাহলে সত্যি এক যুগান্তরকারি কাজ হবে।



এবার আসি আরো একটা গ্রেট ভাবনা নিয়ে। কিচ্ছুক্ষন আগেই দেখা Javed Kaisar এর স্ট্যাটাসে দেখলাম সেখানে রাইস ব্যাকেটের কথা কিন্তু তিনি এই একটু আতলামী করেছেন (উনারই বলা কথা) :P উনি বলেছেন এই চালগুলো এই মুহুর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উত্তরাঞ্চলের বন্যায় প্লাবিত মানুষের। আরো বলেছেন যেহেতু সেখানে বন্যা তাই সেখানে রান্না করা সম্ভব নয় বলে শুকনা খাবার (যেমন -চিড়া, বিস্কিট) এর বেশি প্রয়োজন।



এই দুটো ভাবনার সমন্বয়ে করতে হলে একটু সমস্যা ও আছে আবার তার সহজ সমাধান ও আছে। যেহেতু আমরা আমাদের চাল, চিড়া বিস্কুট উত্তরাঞ্চলে পোছৌতে হবে আর সেখানে সবার যাওয়া বা পৌছে দেওয়াও সম্ভব নয়। তাই কিছু মানুষকে সংগ্রহ করতে মাঠে নেমে যেতে হবে। ঐ অঞ্চলের আড়িয়াল খাঁ ( নির্লিপ্ত স্বপ্নবাজ ), ব্যাক পকেটের চিঠি  সারাদেশ থেকে যাওয়া ত্রান বন্যাদুর্গত মানুষের কাছে পৌছে দেয়া যায় কিনা তা ভেবে দেখার করার অনুরোধ রইল।



এবার আছি ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও অন্যান্য অঞ্চলের সংগ্রহীত ত্রান কিভাবে উত্তরাঞ্চলে পৌছে দেয়া যায়। ঢাকা অঞ্চলের ত্রান একত্রে করার জন্য যারা কাজ করতে চান আমাকে জানাবেন। যারা অন্যান্য অঞ্চলের তাদের নিজ নিজ এলাকায় সংগ্রহের কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ রইল। এই ব্যাপারে আমার কোনরূপ সাহয্যের প্রয়োজন হলে জানাবেন।





এই নিয়ে যারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতেঃ

ফোন -০১৭৫৫৩০৬০২১




=========================================



বিকাশে টাকা পাঠাতেঃ

০১৯১২৮০২৫৮৬ (পার্সোনাল)




ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলেঃ



Ovaidul Haque

A/C: 1711050019505

Dutch Bangla Bank Ltd.



পে-পালের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিম্নলিখিত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন:

Bangladesh Disaster Aid and Rehabilitation

E-mail : [email protected]




=========================================

মন্তব্য ১৩১ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

জেরিফ বলেছেন: সাথে আছি । মানবতার জয় হউক ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

আমিনুর রহমান বলেছেন:



পাশে ছিলে এবং থাকবেও জানি।



মানবতার জয় হউক।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ডি মুন বলেছেন: খুব সুন্দর উদ্যোগ আমিনুর ভাই।
ব্যাপারটা আমিও প্রথম জানলাম শ্রাবণ ভাইয়ের পোস্টটি থেকে।

শুভকামনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ডি মুন। উদ্যোগ সফল করতে সকলের অংশগ্রহন জরুরী।



ভালো থাকবেন। পাশে থাকবেন।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: শুভ উদ্যোগ। সফল হোক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

আমিনুর রহমান বলেছেন:



১ কেজি চাল অথবা ৪০ টাকা অথবা সমমূল্যের চিড়া বা বিস্কু্ট ২/৩ এর মধ্যে ভলান্টিয়াররা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিবেন আপনার দেয়া ঠিকানা থেকে।

অথবা আগামী কাল একটা বিকাশ নাম্বার পোষ্ট দিয়ে দিবো ৪০ টাকা পাঠালেই হবে।

ধন্যবাদ হাসান ভাই।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

খাটাস বলেছেন: sathe asi.. Taratari somonnito uddog dorkar. Joto tuku news paisi obostha voyaboho.. Kal bistarito jananor chesta korbo... Sobar agiye asa dorkar...

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:



দেখে এসে আমাদের বিস্তারিত জানা ওখানকার সার্বিক কি? সেই অনুযায়ী আমরা কি পরিমান সাহায্য তুলবো তার জন্য মাঠে নেমে যাবো।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা আইডিয়া। তবে, আমি একটু যোগ করতে চাই- এক বাকেট রাইস অনেকের জন্যই ভারী হয়ে যাবে বলে ওটা বাকেট থেকে নামিয়ে কেজি করা যেতে পারে। তাহলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে, উত্তোলিত চাউলের পরিমাণও বাড়বে। একটা বিকল্প ব্যবস্থাও রাখতে হবে।

এলাকা ভিত্তিক চাল উত্তোলন শুরু করা যেতে পারে। এলাকা ভিত্তিক ভলান্টিয়ার নিয়োগ দিতে হবে। ভলান্টিয়ারের কাছে মিনিমাম এক কেজি চাল জমা দিতে হবে। তবে চাল জমা দেয়া সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে এলাকাভিত্তিক বা কেন্দ্রীয় একটা বিকাশ নম্বর রাখতে হবে- চালের সম-পরিমাণ অর্থ বিকাশ করার জন্য। স্ট্যান্ডার্ড হিসাবে এক কেজি চালের দাম ৪০ টাকা ধরা যেতে পারে।

আমিনুর ভাই, আমি আমার কনসেপ্ট বললাম। ব্যস্ত আছি। সশরীরে থাকতে পারবো না। তবে সমর্থন অবশ্যই থাকবে।

কাজ শুরু করুন। সবার জন্য ‘১ কেজি’ ধরাটাই বেশি সমীচীন মনে করি। তবে আমি ১ বাকেট, বা ১৫ কেজি সমপরিমাণ ঘোষণা দিয়ে রাখলাম। আমি এর দামটা বিকাশ করে দিতে পারবো, যখন একটা নাম্বার নির্ধারণ করা হবে।

এগিয়ে যান। সকলের সাথে আছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ খলিল ভাই সুন্দর একটা মন্তব্যে এবং এগিয়ে যাওয়ার দারুন একটা পরিকল্পনার জন্য। আমরা থাকতে আপনাদের সশরীর আস্তেই হবে কেনো। এভাবে পাশে থেকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে সর্বদা পাশে থাকলেই আমরা অনেক খুশি।

ভালো থাকবেন আপনিও।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই ভাল আইডিয়া।

সোনাবীজ ভাইয়ের সহায়ক ভাবনা টুকু ভেবে দেখতে পারেন।

সমন্বয় আর বিতরন যে কি ঝক্কি!! ৮৮তে আমরা এক ট্রলার ত্রান বিলাতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি!!!

তাই সব বিষয়ে খুব দায়িত্বশীল আর কর্মঠ কর্মী বাহিনী লাগবে সবার আগে।

অবশ্যই সোনাবীজ ভাইয়ে আইডিয়া পছন্দ হলে-উনার বাকেটের চেয়ে কমতো আর বলা যায় না ;) বরং বেশী বলা উচিত-- তোমরা শুভ কাজে প্রতিযোগীতা কর বাক্য থেকে..

আবার আমি প্রতিযোঘীতা থেকে বিরত রইলাম-উনার প্রতি সম্মানার্থে :)

এগিয়ে যান। সকলের সাথে আছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

আমিনুর রহমান বলেছেন:




মোটামুটি বন্যা-শীত-টর্নেডো প্রায় সব দুর্যোগেই মাঠে কাজ করার আগের অভিজ্ঞতা আছে। তবে ৮৮ তে আমি বেশ ছোট ছিলাম। খাটের নিচে ৪টা ইট দিয়ে উচু করতে হয়েছিলো আমাদের ঘরে। খাটে বসে সারাদিন বক কাচি দিয়ে মাছ আর সাপ মারতাম :D

আপনাকে সবসময়ই পাশে পেয়েছি। পাশে থাকুক , ভালো থাকুন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯

নতুন বলেছেন: এগিয়ে যান। সকলের সাথে আছি

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ নতুন।


১ কেজি চাল অথবা ৪০ টাকা অথবা সমমূল্যের চিড়া বা বিস্কু্ট ২/৩ এর মধ্যে ভলান্টিয়াররা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিবেন আপনার দেয়া ঠিকানা থেকে।

অথবা আগামী কাল একটা বিকাশ নাম্বার পোষ্ট দিয়ে দিবো ৪০ টাকা পাঠালেই হবে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

ডি মুন বলেছেন: বাহ, আপডেট ভালো লেগেছে। এখন সবার জন্য অংশগ্রহণ আরো সহজ হবে।

শুভকামনা রইলো। সাথে আছি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ডি মুন। পাশে থাকুক। আজকালের মধ্যে স্থান ও নির্ধারণ করে ফেলবো।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ সফল হবে এই উদ্যোগ !
পোষ্টটা স্টিকি করলে শুভ হতো !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ । সফল হতেই হবে :)

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করছি......
সাথে আছি..... ফলোআপে রাখলাম.. :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মাইনুল ভাই।
পাশেই থাকুন :)

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

আত্তয়াজ বলেছেন: খুবই ভাল উদ্যোগ।সাথে আছি আপনার।জামালপুর জেলার কয়েকটি উপজেলার অনেক বন্যাপীড়িত মানুষ অমানবিক দুরদশার মধ্য আছে। তাদের (বন্যাদুর্গত) ত্রান সহায়তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন:



বিস্তারিত জানান। আমরা চেষ্টা করবো।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আছি :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:




তা আর বলতে :)

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আছি :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

আমিনুর রহমান বলেছেন:



:)

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩১

সায়েদা সোহেলী বলেছেন: ফালতু আইস বাকেট চ্যালেঞ্জ দেখে যে পরিমাণ বিরক্ত হয়েছিলাম ঠিক তার দশ গুন ভালো লাগছে রাইস বাকেট চ্যালেঞ্জ দেখে! ! আবারও প্রমাণিত হলো ভালো কিছু করতে চাইলে তা যেকোন সুত্র থেকেই করা যায়..

।ধন্যবাদ যার আইডিয়া থেকে এর শুরু ,সাথে আপনাকে ও জেসন ভাই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:



সায়েদা সোহেলী, সুন্দর বলেছেন। আসলে ভালোটা খুজে নিতে হয়। রাইস বাকেটে চ্যালেঞ্জের উদ্ভাবক আরিফ আর হোসাইন এবং বন্যা পীড়িত মানুষকে সাহায্যার্থে এই চ্যালেঞ্জকে ব্যবহার করা যায় তা প্রথম জাভেদ কায়সার বলেছেন - তাদের দুজনেই অনেক অনেক ধন্যবাদ।

আপনার জন্য একরাশ শুভ কামনা ।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ভালো। আমিও আছি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। পাশেই থাকুন সবসময়। ভালো থাকবেন।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: স্টিকি হওয়ার মত পোস্ট। বন্যার্ত মানুষের পাশে সবার দাড়ানো উচিৎ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সেলিম ভাই। ২০ নং কমেন্টে আপনাকে নমিনেশন দেয়া হয়েছে।

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: সাধ্যমতো সাথে থাকার ইচ্ছা রইলো। সোনাবীজ ভাইয়ের মন্তব্যে সহময়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

আমিনুর রহমান বলেছেন:



কুনো ২০ নং মন্তব্যে নজর দাও ।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০০

আবু শাকিল বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক।
দেশের বাইরে যারা আছে তারা কিভাবে বন্যার্ত দের সাহায্য পাঠাতে পারে সে দিক নির্দশনা দিলে খুশি হই।
মানবতার জয় হোক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

আমিনুর রহমান বলেছেন:



উপরে পোষ্ট আপডেট করে দিয়েছি শাকিল ভাই। পে-পাল আর ব্যাংক একাউন্ট দেয়া হয়েছে।


আপনাকে ২০ নং মন্তব্যে নজর দেয়ার জন্য অনুরোধ রইল।

শুভ কামনা। ভালো থাকবেন নিরন্তর।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার উদ্যোগ । সাথে আছি ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

আমিনুর রহমান বলেছেন:



কিছু মানুষ যারা কিছু না বললেও সাথেই থাকবে সেটা আমি জানি :) :) :)

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিকাশ নম্বর দেয়ার জন্য ধন্যবাদ। আমি এইমাত্র মহৎ কাজটি সম্পন্ন করলাম। এ কাজটিকে প্রতিযোগিতামূলক বা ইন্টারেস্টিং হিসাবে না ভেবে একটা মানবিক সহায়তামূলক পদক্ষেপ হিসাবে গ্রহণ করাই সমীচীন হবে।

আমার কমেন্টের অব্যবহিত উপরে সামহোয়্যারিন ব্লগের অতি সুপ্রিয় ৪জন ব্লগারকে দেখতে পাচ্ছি, যথাক্রমে ১) মামুন রশিদ, ২) আবু শাকিল, ৩) কুনোব্যাঙ এবং ৪) সেলিম আনোয়ার ভাই। তাঁদের প্রতি আমার বিনীত নমিনেশন থাকলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

আমিনুর রহমান বলেছেন:



বিকাশে টাকা জমা হয়েছে। খলিল ভাই একটু ব্যস্ত তাই পরে এসে আবার কথা বলবো।

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

আমি ইহতিব বলেছেন: প্রেজেন্ট প্লিজ ভাইয়া :)

কালকে টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ্‌।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

আমিনুর রহমান বলেছেন:



তোমার উপরেই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের কমেন্ট দেখো। টাকা পাঠিয়ে যাকে বা যাদের তুমি নমিনেট করতে চাও করতে পারো।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

মামুন রশিদ বলেছেন: শ্রদ্ধেয় সোনাবীজ ভাইয়ের চ্যালেঞ্জ একসেপ্ট করলাম । আমি দশ কেজি চালের সমপরিমান টাকা বিকাশ করে দেব । বিবেকবান মানবতাবাদী ব্লগারদের এই উদ্যোগে সঙ্গী হতে বিনীত অনুরোধ জানাই ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

আমিনুর রহমান বলেছেন:




আমি পোষ্টদাতা মাত্র। এই উদ্যোগকে সফল করার জন্য যে নিজেকে মাঠেই নামতে হবে এমন নয়। নেতৃত্ব সবাই দিতে পারে না। সোনাবীজ ভাই যেভাবে নেতৃত্ব দিয়ে এই উদ্যোগটা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য এই উদ্যোগ শতভাগ সফল করা আমাদের আবশ্যিক হয়ে গেলো এবং ইনশাআল্লাহ্‌ তাই হবে।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ উদ্যোগ। শুভকামনা ও অংশগ্রহন করবো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ময়ুরাক্ষী :)

ভালো থাকুন, পাশে থাকুন নিরন্তর।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আবু শাকিল বলেছেন: প্রিয় সিনিয়র সোনাবীজ ভাইকে সালাম জানাইলাম।
আমার সর্বোত্তম চেস্টা আপনাদের কাছে পৌছে যাবে।
আমিনুর ভাই কে পোষ্ট আপডেট করার জন্য ধন্যবাদ।
মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ রইল।


০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯

আমিনুর রহমান বলেছেন:




আমি পোষ্টদাতা মাত্র। এই উদ্যোগকে সফল করার জন্য যে নিজেকে মাঠেই নামতে হবে এমন নয়। নেতৃত্ব সবাই দিতে পারে না। সোনাবীজ ভাই যেভাবে নেতৃত্ব দিয়ে এই উদ্যোগটা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য এই উদ্যোগ শতভাগ সফল করা আমাদের আবশ্যিক হয়ে গেলো এবং ইনশাআল্লাহ্‌ তাই হবে।


মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ রইল।

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

মৃদুল শ্রাবন বলেছেন: গতকাল পোষ্টটি করার পরে হঠাৎকরে গ্রামে চলে যেতে হয়েছিল। তাই প্রক্রিয়াটা যে চলতে শুরু করেছে জানতে পারিনি। আমি আমার পোষ্টটি করার সময় আমিনুর ভাইয়ের করা মনে করেই করেছি। এরকম একটা ইভেন্টের হাল ধরা আমার পক্ষে সম্ভব নয়। উনি ঠিকই হালটা ধরেছেন। অনেক ধন্যবাদ আমিনুর ভাই আপনাকে। ফেসবুকের একটা জোয়ারকে ব্লগে টেনে এনেছিলাম যে উদ্দেশ্যে সেটা সফল হতে যাচ্ছে।

এর মধ্যে সোনাবীজ ভাইয়ের আইডিয়াটা বেশ গ্রহনযোগ্য। সবাই এগিয়ে আসছে। এটাই সুখের বিষয়। আমার পোষ্টে অনেকে মন্তব্য করেছেন যে, গরীবকে এক বাকেট চাল দিয়ে তার ছবি ফেসবুকে আপলোড দিলে তার সন্মান চলে যাবে। আমরা যদি বন্যা পরিস্থিততে তাদের পাশে দাড়ানোর জন্য টাকা কালেক্ট করি তবে এই প্রশ্ন আর আসবে না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

আমিনুর রহমান বলেছেন:




আমার কাছে ছবি তোলার ব্যাপরটা মোটেও বাজে কিছু মনে হয়নি। একটা ছবি কতগুলো মানুষ কে উৎসাহ দিচ্ছে আর অনেকগুলো অসহায় মানুষের উপকার হচ্ছে।


সোনাবীজ চমৎকার একটা আইডিয়া দিয়ে কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

খাটাস বলেছেন: honorable moderator plz post tike stiky korun...
Kal k update content pathabo..

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

আমিনুর রহমান বলেছেন:




আপডেট জানার অপেক্ষায় আছি।

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের নমিনেশনের প্রেক্ষিতে পাঁচ কেজি চাল সম পরিমাণ টাকা আমিনুর ভাইয়ের হাতে পৌঁছে দিবো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৫

আমিনুর রহমান বলেছেন:




ফেসবুকে তোমার নমিনেশন দেখলাম।

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: এই মহৎ উদ্যোগের সাথে জড়িত সবার জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ কামনা।

আমিনুর ভাই পোস্টে উল্লেখিত পে-পেল একাউন্টে নয় ডলার পাঠিয়ে দিয়েছি। জানি এটা খুবই সামান্য। আগামী কয়েকদিনের মধ্যে বিকাশ একাউন্টে আরো কিছু টাকা পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

এই ইভেন্ট এর নিয়ম অনুযায়ী সাত জনকে নমিনেট করতে হয়। আমার নমিনেশন -
১/ কাল্পনিক_ভালোবাসা ভাই।
২/ কান্ডারি অথর্ব ভাই।
৩/ খেয়াঘাট ভাই।
৪/ এহসান সাবির ভাই।
৫/ স্বপ্নবাজ অভি ভাই।
৬/ ডি মুন ভাই।
৭/ মাহমুদ০০৭ ভাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০

আমিনুর রহমান বলেছেন:




আপনার জন্য শুভ কামনা ও শ্রদ্ধা। আপনারা পাশে আছেন বলেই সবসময় এগিয়ে যাওয়ার সাহস পাই।

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

বাংলার হাসান বলেছেন: ভাল কাজের জন্য সাধুবাদ রইল।




Arif R Hossain 'র আইডিয়া বলেল একটু ভুল হবে। এই আইডিয়াটা একজন ভারতীয় মহিলার, যিনি তার এই আইডিয়ার জন্য রীতিমত বড় বড় সব মিডিয়ায় আলোচিত। উনার এই আইডিয়ার জন্য উনি, Global Fellowship by iCONGO, an international confederation of NGOs, and the United Nations থেকে সম্মাননাও পাইয়াছেন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। আরিফ আর হোসাইন বাংলাদেশে শুরু করেছে সেটাও কম কি :)

৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

পার্থ তালুকদার বলেছেন: মানুষের জন্য মানুষ। দারুন এক উদ্যোগ । আমিও নিজেকে যুক্ত করতে চাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪১

আমিনুর রহমান বলেছেন:



আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

ভালো থাকুন, পাশে থাকুন সর্বদা।

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

পার্থ তালুকদার বলেছেন: মানুষের জন্য মানুষ। দারুন এক উদ্যোগ । আমিও নিজেকে যুক্ত করতে চাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪

আমিনুর রহমান বলেছেন:




:)

৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

অদ্বিতীয়া আমি বলেছেন: উদ্যেগ টা সফল হোক ।সোনাবীজ ভাইয়ের ধারণা টা ভালো লেগেছে ।বিকাশ নং পেয়ে সুবিধা হল ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০২

আমিনুর রহমান বলেছেন:




সোনাবীজ ভাই যেভাবে নেতৃত্ব দিয়ে এই উদ্যোগটা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য এই উদ্যোগ শতভাগ সফল করা আমাদের আবশ্যিক হয়ে গেলো এবং ইনশাআল্লাহ্‌ তাই হবে।

ভালো থেকো, পাশে থেকো সর্বদা।

৩৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৬

ডি মুন বলেছেন:

প্রবাসী পাঠক ভাই আমাকে নমিনেট করেছেন জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

আমিনুর রহমান বলেছেন:





ফেসবুকে দেখলাম আপনাকে প্রবাসী পাঠক ও মাহমুদ ছাই দিয়ে ধরছে :P ;)

৩৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি চলি ডালে-ডালে আমিনুর ভাই চলে পাতায়-পাতায়। এই না হলো আমিনুর ভাই।

আমি নিজের সাথে যুদ্ধ করতেছি গত ২/৩ দিন থেকে যে সামু ব্লগের ব্যানারে নীলফামারী জেলার তিস্তা নদীর চরে বন্যা দুর্গত মানুষের কিছু সাহায্য করা যায় কি না?

নীলফামারী জেলার প্লান এনজিও এর এক বড় ভাই আমাকে অনুরোধও করেছে যে পলাশ যদি সম্ভব হয় একটা উদ্যোগ নাও।

আমিনুর ভাই আপনাকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবারও এগিয়ে আসার জন্য। সাথে আছি। নিজে তো অবশ্যই সাহায্য করবো সেই সাথে নিজের পরিচিত মানুষদের কাছ থেকে সাহায্য সংগ্রহ করতে চেষ্টা করব। পে-পালের টাকার আপডেট নিয়মিত জানাব।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

আমিনুর রহমান বলেছেন:




কোথায় যাবো পরে তোমাকে জানাবো। আপতত খোজ খবর চলছে।

৩৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ উদ্যোগে সমর্থন ও শ্রদ্ধা রইলো ভাই :)
ফোনে কথা হবে আশাকরি :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

আমিনুর রহমান বলেছেন:




তোমরা আছো বলেই তো উদ্যোগ নেয়ার জন্য আমার ভাবতে হয় না।
ফোন দিয়ো। তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছি আমার মোবাইল হারিয়ে যাওয়ার পরে।

৩৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

সুমন কর বলেছেন: শুভ উদ্যোগ। সফল হোক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

আমিনুর রহমান বলেছেন:




তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো????


ভালো থেকো, পাশে থেকো নিরন্তর।

৩৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

লিরিকস বলেছেন: ভাইয়া পোস্ট দেখার পরপরই মাঠে নেমে গিয়েছিলাম, খুব বেশি না পারলেও অল্প কিছু সংগ্রহ করেছি, সময় মত পৌছে যাবে।

সাথে আছি ভাইয়া।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

আমিনুর রহমান বলেছেন:



আমি জানি তো আমার আশে পাশের মানুষগুলো সবসময়ই তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার পাশে থাকবে। ভালো থেকো, পাশে থেকো নিরন্তর :)

৩৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সোনাবীজ ভাই আমাকে নমিনেশন দিয়েছেন আমি খুশি হয়েছি ।
আমি না হয় দশকেজি পরিমান চালের মূল্য দিয়ে দিবো ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:



সময় খুব কম সেলিম ভাই। সম্ভবত ১১/১২ তারিখের মধ্যেই আমরা যাচ্ছি অথবা পৌছে দেবার ব্যবস্থা করবো।

৩৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

ইমিনা বলেছেন: এমন একটি পোস্ট কেন স্টিকি করা হইতেছে না?


আজিব !!!
:||

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন:




বলার কিছু নাই। তোরা পাশে থাকলেই হবে ।

৪০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

আমি ইহতিব বলেছেন: কাভা ভাইকে নমিনেট করতে চাচ্ছিলাম কিন্তু তিনি অলরেডি নমিনেটেড।

প্রথমেই নাপা আপুকে নমিনেট করছি। আর চেয়ারম্যান ভাইয়াকে, অপু তানভীর আর নাজিমকে।

১. না পারভীন
২. অপু তানভীর
৪. নাজিম-উদ-দৌলা

আর ভাইয়া আমার টাকাটা এখনো দেয়া হয়নি। আজকে দিয়ে দিবো ইনশাআল্লাহ্‌ ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

আমিনুর রহমান বলেছেন:





১. না পারভীন
২. অপু তানভীর
৩. চেয়ারম্যান ০০৭
৪. নাজিম-উদ-দৌলা


দৃষ্টি আকর্ষণ করছি।

না পা কে দুবার দিতে হবে আমিও নমিনেট করছি :P

৪১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

ভূতাত্মা বলেছেন: মৃদুল শ্রাবন -এর পোস্টের কমেন্ট থেকে কিছু কথা এবং তার সাথে সংযুক্তি সমেত কমেন্ট করছিঃ

একজন নেপালির কাছ থেকে জানতে পেলাম, নেপালে "Fill The Bucket Challenge" শুরু হয়েছে। এটির পদ্ধতি এবং নিয়ম কিছুটা ভিন্ন। তারা কাজ করছে মূলত দুর্যোগ কবলিত মানুষের জন্য। যেখানে তারা প্রত্যেকের কাছ থেকে এক মগ করে চাল নিয়ে এক একটি বালতি পূর্ণ করছে এবং সেগুলো পৌঁছে যাবে বিভিন্ন বন্যা কবলিত এলাকায়। আমাদের দেশের এমন অনেক কাজ আছে যেগুলোর কন্সেপ্ট বাইরের কোন দেশের থেকে ধার করা। সেগুলো নিয়ে কথা বলতে গেলে আমরা একটা "চোর জাতি" হিসেবেই সার্টিফিকেট অর্জন করব, আর কিছুই না। সুতরাং, নিজেদের মাঝে ঝামেলা না বাঁধিয়ে একসাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করাটাই মুখ্য হওয়া উচিৎ, আইডিয়া যারই হোক না কেন।

তবে, আমার মতে বন্যার্তদের চাল-ডাল না দিয়ে যদি শুকনা খাবার আর পানীয়র ব্যবস্থা করা যায়, তাহলে তারা বেশি পরিমাণ উপকৃত হবে।

আর ছবি তোলার ব্যাপারটা আমি অন্ততপক্ষে বেশ পজিটিভলি নিয়েছি।

১. সে যে সত্যিই কাজটি করেছে তার একটা প্রমাণ (আমরা এমনিতেই মনে মনে অনেক কিছুই করে ফেলি। অনেকেই কাজটা না করেও বলতে পারে, আমি এটা করেছি। মিথ্যা প্রচারের চাইতে সত্যতা যাচাইয়ের সুযোগ রাখা শ্রেয়।)

২. তাকে দেখে আরও ১০ জন উৎসাহী হওয়া (তাতে করে অন্ততপক্ষে বন্ধু মহলের লোকজন কাজটি করতে উৎসাহী হবে। উদাহরণস্বরূপ: প্রথমবারের মতন রক্তদান করলে অনেকেই তার ছবি দেয়। সেখানে অনেকেই এসে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সেও রক্তদান করতে চায়। এটা কেবলই মোটিভেশনাল এবং ইন্সপায়ারেশনাল)

এই স্ট্র্যাটেজি বহু অর্গানাইজেশনে বহু আগে থেকেই প্রচলিত। অনলাইনে আসলেই আমরা আদর্শের বুলি আওড়াই আর এখানটাতে আসলেই দেখি সবকিছু নাজায়েজ হয়ে যায়। এমনিতে কিন্তু সবই জায়েজ, অপপ্রচারও জায়েজ। আমার মতে, অপপ্রচারের চাইতে কি ভালো কিছুর প্রচারণা উত্তম নয়?

সংযুক্তিঃ এই পদক্ষেপের সাথে আছি। ডোনেশনের পাশাপাশি আরো কিভাবে কি করতে পারি জানাবেন। আর "আপডেটঃ ২ ২০ নং মন্তব্য" -টি পোস্টেই এডিট করে সংযুক্ত করে দিলে বেশি ভালো হবে, বিশেষ করে মোবাইল ইউজারদের জন্য।

সাথেই আছি :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

আমিনুর রহমান বলেছেন:




আম্মা, আপনার কমেন্ট পড়লাম। আপডেটও ঠিক করে দিয়েছি। তয় এখন একটু ব্যস্ত একটা কাজে পরে আপনারে আবার রিপ্লাই দিমু :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:


আমার কথাও এটা আইডিয়া যারই হোক না কেনো কাধে কাধ মিলিয়ে সেই কাজটাতে সফল হওয়া। আমাদের সমস্যা হলো আমরা ভালোটা দেখার আগে খারাপটা দেখি আগে। আমি বেশ আগেই জেনেছি এই রাইস ব্যাকেট চ্যালেঞ্জের জন্য হায়দ্রাবাদের এক মহিলাকে সম্মাননা দেয়া হয়েছে। আমার মনে হয় আমরা যদি এই আইডিয়া চুরি জেনেও চুপ থাকতাম তাহলে ঢাকায় অবস্থানরত অসহায় মানুষগুলোর অনেক উপকার হতো। হয়ত সবার হাতেই কিছু না কিছু চাল পৌছেই যেতো। কিন্তু ঐ আমাদের তো সহ্য হয় কেউ বড় হয়ে যাক, তাই রাউস ব্যাকেট চ্যালেঞ্জ চুরি করা আইডিয়া। এইডা একটা ফুটানী মার্কা, ফ্লাস মব ইত্যাদি বলে অনেকের আগ্রহ নষ্ট করে দিয়েছে।


বন্যার্তদের শুকনো খাবারই দেয়া হবে।

ছবি তোলাটাকে আমিও পজিটিভলিই নিয়েছি। যারা তোলার তুলবে আর যাদের একটু ব্যাতিক্রম চিন্তাধারার কিংবা ছবি তুলে দেখানো কিছু মনে করে না তারা[ link|https://www.facebook.com/tahsanfans/photos/a.10150376338855647.611101.15787515646/10154668893315647/?type=1&theater|তাহসানের মতো করে ছবি তুলতে পারে] ] কাজের কাজ হলো আর সেটা নিয়ে কারো কথা বলার ও সুযোগ রইল না।

৪২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আমরা যা কালেক্ট করেছি তা নিয়ে আগামীকাল যাচ্ছি। মোটামুটি ১২০ পরিবারকে দেয়ার ব্যবস্থা হচ্ছে। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন:



ভেরী গুড। দিয়ে আসো আর দেখে এসো কোন এলাকায় মানুষ ত্রান পাচ্ছেই না।

৪৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

যাযাবর বেদুঈন বলেছেন: মহৎ উদ্যোগ। কিছু ভাল মানুষ আজও আছে যাদের কারণে দেশটা এখনও রসাতলে চলে যায়নি।

অসহায় মানুষের পাশে আছেন জেনে খুব ভাল লাগল। মানুষকে আসলে এভাবে তার নিজ অবস্থানে থেকে কাজ করে যাওয়া উচিত। এটা ভেবে পিছপা হলে চলবে না যে কে সাথে আছে আর কে নেই। কারও জন্য কোন ভাল কাজ থেমে থাকেনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।

ভাল লাগল আপনার এই দেশ প্রেম, দেশের মানুষের পাশে দাঁড়ানর এই চেষ্টা। আপনার জন্য একরাশ শ্রদ্ধা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ যাযাবর বেদুঈন আপনার উৎসাহ ব্যাঞ্জক চমৎকার মন্তব্যের জন্য। আমি যে ভাবনা নিয়ে কাজ করি আপনি তাই বলেছেন। আমি যখনই মানবিক উদ্যোগ এর সাথে থাকি কিছু মানুষকে পাশে আশা করি অবশ্যই তবে তারা পাশে না থাকলে যে আমার কাজ আমি থামিয়ে দিবো না। চেষ্টা করে যাবো নিরন্তরভাবে ।


ভালো থাকবেন আর ব্লগকে জাগ্রত করার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার জন্য শুভ কামনা রইল।

৪৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মধ্যপ্রাচ্যের এক দেশ এক ভাই ১ ডলার পাঠিয়েছে। আমি সেই ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১০

আমিনুর রহমান বলেছেন:




শুভ কামনা তার জন্য। কাল সময় করে একবার ফোন দিও। কথা আছে।

৪৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

একজন ঘূণপোকা বলেছেন:
শুভ উদ্যোগের সফলতা কামনা করছি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




আপনার জন্য শুভ কামনা রইল :)

৪৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

এহসান সাবির বলেছেন: সাথে আছি ভাইয়া।

কথা হবে...........

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ সাবির ভাই। ছিলেন পাশে আর ভবিষ্যতেও থাকবেন জানি।

৪৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়ে একটা ব্লগ লিখলাম;

ন্যাড়া আবারও বেল তলায় যেতে আগ্রহী: বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসুন

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

আমিনুর রহমান বলেছেন:



দারুন কাজ :)

৪৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: পাশে আছি এবং সব সহ ব্লগারদের বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি । যারা এ কাজে বিশেষ ভাবে সংশ্লিষ্ট তাদের জানাই আন্তরিকতা ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

আমিনুর রহমান বলেছেন:



পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

৪৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

মুহিব জিহাদ বলেছেন: পাশে আছি সাথে থাকবো

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

আমিনুর রহমান বলেছেন:




আরে ইঞ্জিন যে ! জেনারেল মোবারক :)

৫০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩০

সচেতনহ্যাপী বলেছেন: আমিও আছি। ৭তারিখের পর দেশে থাকবো ইনশাআল্লাহ। যখনই,যেভাবেই প্রয়োজন ডাকবেন সাড়া পাবেন।।(যদি দৃষ্টিতে পড়ে)।। ভাল থাকবেন।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ পাশে থাকার ইচ্ছা পোষণের জন্য। আমরা বন্যা পরবর্তী দুর্গত মানুসগুলো'র জন্য কিছু সাহায্য সহযোগিতার কথা ভাবছি। খুব শীঘ্রই তা নিয়ে আমরা স্টিকি পোষ্টে আপডেট অথবা অন্য কোন পোষ্টের মাধ্যমে ব্লগে জানিয়ে দিবো।


ভালো থাকবেন নিরন্তর।

৫১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

অন্ধবিন্দু বলেছেন:
আমিনুর রহমান,

আপনাদের এই মানবিক মহৎ উদ্যোগগুলো দেখে বড় ভালো লাগে, বড় ভালো লাগে। আশার আলো দেখি আমাদের বাংলায় ....


কৃতজ্ঞতা সকলের প্রতি ...

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ অন্ধবিন্দু। এই উদ্যোগগুলো সামু'র প্রতিটি ব্লগারের। আমরা করবো জয় একদিন।

ভালো থাকবেন নিরন্তর।

৫২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

বিডি আইডল বলেছেন: আমার দুই লাইনের ওই পোষ্ট সরিয়ে আমাকে জেনারেল করা হয়েছে।

এই রকম মুর্খদের সমাবেশে আবারও থাকতে বলো :)

০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৩

আমিনুর রহমান বলেছেন:




আপনাকে জেনারেল করা মতোও ঠিক হয়নি। অবশ্যই অন্যায় হয়েছে !

৫৩| ০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক আমিনুর ভাই।

০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৭

আমিনুর রহমান বলেছেন:



ঈদ মোবারক !

৫৪| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক ভ্রাতা !:#P

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন:




থ্যাঙ্কস ব্রাদার :)
ঈদ মোবারক ...

৫৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

এমএম মিন্টু বলেছেন: ভাই এখন অনেক ব্যস্ত । এই ব্যস্ততার মাঝে বিরক্ত করায় আন্তরীক ভাবে দুংখীত । শুধু দেশের কথা ভাবলে কি আর হয় ভাইয়া মাঝে মধ্যে
এই ব্লগে থাকা দুই একজন ছোট ভাইদের কথা একটু ভেবে দেখার অনুরোধ থাকলো ।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। ভাবার চেষ্টা করবো।

৫৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

খেলাঘর বলেছেন:


রাজধানী বন্যায় ঢুবে যায়, শেখ হাসিনার জন্য রাইস বাকেট পাথাতে চাই উনার অফিসে।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ।

৫৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

অদৃশ্য বলেছেন: আপনি ও আপনাদের জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা... এসব কাজ সবারদ্বারা হয়না...


শুভকামনা...

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

আমিনুর রহমান বলেছেন:




মানুষ যাকে ভালোবাসে তার সম্পর্কে সবসময়ই একটু বেশীই বলে। এতো ভালোবাসা দিয়েন না।


আপনি মনে হয় ব্যস্ত ইদানিং কম থাকেন ব্লগে দেখছি :(

৫৮| ২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫০

খেলাঘর বলেছেন:

রাইস বাকেট মাকেট, এগুলো হাউকাউ; সরকারকে ওসব মানুষের দায়িত্ব নিতে হবে।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৪

আমিনুর রহমান বলেছেন:




হুম!

৫৯| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬

যমুনার চোরাবালি বলেছেন: বাহ্‌, দারন কাজ। শুভেচ্ছা।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা ! ভালো থাকুন নিরন্তর।

৬০| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

লিরিকস বলেছেন:

এটাও Keira Knightley গাওয়া গান, আরো আছে Begin Again মুভিতে। এটাও আমার খুব প্রিয়।

এই মন্তব্যটা মনে হয় এই পোস্টের সাথে যায় না। ডিলিট করে দিয়েন :)

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

আমিনুর রহমান বলেছেন:



পোষ্ট অনেক পুরাতন হয়ে গেছে। ইভেন্টও শেষ। আর খারাপ কিছুতো আর কমেন্ট করেননি যে মুছে দিতে হবে।


গানের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকা হউক :)

৬১| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪

ব্লগ মাস্টার বলেছেন: :|| :||

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আমিনুর রহমান বলেছেন:



:|| :||

৬২| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৭

আমি সাজিদ বলেছেন: আহা, সেইদিন। বৃষ্টি পড়ছিলো।আপনি, কাভা ভাই, কুনো দা, অনিক ভাই নামলেন গাড়ি থেকে, সামনে আমি দাঁড়িয়ে ছিলাম। পড়ে সায়ান আসলো। আবার বৃষ্টিতে ভিজে সারিয়াকান্দি যাওয়া আপনাদের, সব মনে পড়ছে। যেতে পারিনি বলে আফসোস হচ্ছিলো শেষে।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

আমিনুর রহমান বলেছেন:



আফসোস করতে হবে না। কাজ তো থেমে থাকবে না। অনেক কাজ করার সময় আছে। আপতত পড়াশোনা ঠিক মতো করো ...

৬৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২

মহান অতন্দ্র বলেছেন: অসাধারণ উদ্যোগ। দূরে আছি , অংশগ্রহন করতে পারছিনা ।শুভকামনা । ভাল থাকবেন ।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৭

আমিনুর রহমান বলেছেন:




এই ইভেন্টটা শেষ হয়ে গেছে। সামনে নতুন কোন ইভেন্টে পাশেই পাবো আশা করি ...



ভালো থাকবেন।

৬৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৪

বাড্ডা ঢাকা বলেছেন: খুব সুন্দর উদ্যোগ ছিলো ।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর !

৬৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

মাঘের নীল আকাশ বলেছেন: হিসাবের নাম: আশরাফুল হক
সঞ্চয়ী হিসাব নম্বর: ১২৯.১৫১.২৩৮৮৬
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিডিএ এভিনিউ, চট্টগ্রাম।

হিসাবের নামটা কাইন্ডলি ইংলিশে লিখে দেন। এমাউন্ট ডিপোজিট করবো। অপ্রাসঙ্গিক পোস্টে মন্তব্য দিলাম কারন স্টিকি পোস্টে মন্তব্য কেন জানি আর পোস্ট হচ্ছে না :(

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

আমিনুর রহমান বলেছেন:



ASHRAFUL HAQUE
A/C No. 129.151.23886
Dutch-Bangla Bank Ltd
CDA Avenue Branch
Chittagong

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.