নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৩০০ টাকায় একটি বই ক্রয় করে একজন মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন ...

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

আপডেটঃ ৬ (০১/১২/২০১৪)

সেতু আশরাফুল হক আজ ভোর সাড়ে পাঁচটায় তিনি চট্টগ্রাম মেডিকেল মারা যান। আমরা বিশ লক্ষ টাকার কাছে হেরে গেলাম। আপনারা যারা যারা উনার পাশে ছিলেন, বই কিনে, আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ।



ব্লগার সেতু আশরাফুল হক এর "তাহারা এবং হাজার সরীসৃপ" বইয়ের ১০০টি কপি আমার হাতে আছে কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আপডেটঃ ৬ (১০/১১/২০১৪)

১১১নং কমেন্টে বৃতি'র দেয়া কমেন্টে যে ৮৩ জন ব্লগারের একটা লিষ্ট আছে তাদেরকে আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার অনুরোধ রইল।

১০৭ নং কমেন্টটা আপডেট করে দিলাম এখানে।

বৃতি বলেছেন: আমিনুর ভাই, আমি ৮৩ টা বই কিনব। কিন্তু যেহেতু দেশে থাকি না, তাই বইগুলো আমার ব্লগার ভাই-বোন-বন্ধুদেরকে উপহার দিতে চাই, যদি আপনি তাঁদেরকে বই পৌঁছে দেয়ার দায়িত্বটা নেন। আর বন্ধুরা যদি এতে আপত্তি না করেন। আমাকে কাইন্ডলি জানাবেন।



আপডেটঃ ৫ (০৮/১১/২০১৪)

ব্লগার সুলতানা সাদিয়া ৫টি বই

আপডেটঃ ৪ (০৬/১১/২০১৪)

এখন পর্যন্ত যারা বই ক্রয় করেছেনঃ

ব্লগার ত্রিশোনকু ১০টি বই

ব্লগার আবু শাকিল ১টি বই

ব্লগার মৃদুল শ্রাবন ১টি বই

ব্লগার আমিনুর রহমান ১টি বই



আপডেটঃ ৩ (০৩/১১/২০১৪)

এখন পর্যন্ত যারা বই ক্রয় করেছেনঃ

ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ২টি বই

ব্লগার মুহিব জিহাদ ৫টি বই

ব্লগার ঘাসফুল ৩টি বই

ব্লগার মোস্তফা কামাল পলাশ ১টি বই

ব্লগার আমিনুর রহমান ১টি বই



আপডেটঃ ২ (০৩/১১/২০১৪)

এখন পর্যন্ত যারা বই ক্রয় করেছেনঃ

ব্লগার জাফরুল মবীন ৩টি বই

ব্লগার মাঈনউদ্দিন মইনুল ২টি বই

ব্লগার এহসান সাবির ২টি বই

ব্লগার অপুর্ন রায়হান ১টি বই

ব্লগার আমিনুর রহমান ২টি বই

ব্লগার কুনোব্যাঙ ১টি বই

ব্লগার স্নিগ্ধ শোভন ১টি বই

ব্লগার খাটাস ১টি বই

ব্লগার মুহিব জিহাদ ১টি বই



আপডেটঃ ১ (০২/১১/২০১৪)



ব্লগার জাফরুল মবীন এই পোষ্টের ৩৩ নং কমেন্ট থেকে নেয়াঃ

ব্লগার সেতু ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার।তাই সিদ্ধান্ত নিয়েছি আরও ৩টা বই কিনে ব্লগের ৩ মানবতাবাদী ব্লগারকে উপহার দিয়ে তাদের মানসিকতাকে সম্মান জানাব।আমার নমিনেশনগুলোঃ

১)ব্লগার জানাঃএই মানুষটির মানবিকতা ও অভিভাবকত্বের কারণে এই প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে সহযোগিতা করা সম্ভব হয়েছে এবং হচ্ছে।

২)ব্লগার আমিনুর রহমানঃ যিনি সামুর অঘোষিত সমাজ কল্যাণ মন্ত্রী।অন্যের জীবন বাঁচাতে এই মানুষটি সবসময় ছুটে যান।আজও তার ব্যতিক্রম করেননি।

৩)ব্লগার লিরিকসঃএই ছোট্ট মানুষটি সামুর ব্লগারদের মন ভাল রাখতে গান উপহার দিয়ে যাচ্ছে নিরলসভাবে;অনেকক্ষেত্রেই তা ব্লগারদের পছন্দমত।ব্লগারদের প্রতি তার এই ডেডিকেশনকে সম্মান জানাচ্ছি।








লাখ টাকায় নয় মাত্র ৩০০ টাকায় একটি বই ক্রয় করে একজন মানুষকে বাঁচানো সম্ভব তাহলে কেনো আমি সেই মানুষটিকে বাঁচানোর জন্য এগিয়ে যাবো না। ব্লগার সেতু আশরাফুল হক কে বাঁচানোর জন্য যদি আমরা ৬৬৬৬ জন ব্লগার ৩০০ টাকায় তার লিখা একটি বই ক্রয় করি তাহলে তাকে বাঁচানো সম্ভব। সত্যিই তাই !



উনি জন্মগতভাবেই একটিমাত্র কিডনি নিয়ে জন্মেছেন। উনার সেই কিডনি এখন প্রায় ৭৫ শতাংশই অকার্যকর। গত ২২ তারিখে উনার সাথে কথা বলে যা জেনেছি ডাক্তার উনাকে অতিসত্বর কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছে। যদি উনি অতগুলো টাকা যোগাড়ে ব্যর্থ হন তাহলে উনাকে ডায়ানাইসিস করে যেতে হবে নিয়মিত। আমি ঠিক জানি না তবে যতখানি দেখেছি ডায়ালাইসিস একটা জটিল প্রসেস ও কষ্টদায়ক এমনকি যদি রোগী শারীরিকভাবে প্রস্তুত না হন তাহলে অনেক সময় ডায়ালাইসিস করা যায় না। ডায়ালাইসিস বেশীরভাগ ক্ষেত্রেই একজন মানুষের প্রানশক্তি শুষে নেয়। সেতু ভাই পেশায় একজন কলেজ শিক্ষক। উনি বর্তমানে "চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির সাথেও জড়িত। যেহেতু উনার কোন ডোনার নাই তাই উনার কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ২০ লক্ষ টাকার মতো প্রয়োজন। যা যোগাড় করা বলতে গেলে উনার আয়াত্তের বাইরে। তাই উনি সকলের কাছে উনার বই ক্রয়ের মাধ্যমে সহযোগিতা কামনা করছেন। এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও উনি লড়াই চালিয়ে যাচ্ছেন।



উনার লিখা ১৪টি গল্পের সমন্বয়ে কিছুদিন আগে প্রকাশিত বই "তাহারা এবং হাজার সরীসৃপ"। । বইটির মূল্য নির্ধারিত হয়েছে ৩০০ টাকা। ৬৬৬৬ জন যদি সেতু ভাইয়ের এই বই একটি করে ক্রয় করেন তাহলে উনি সুস্থ ও স্বাভাবিকভাবে আমাদের সাথে সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকবেন। আসুন আমরা সকলে এগিয়ে আসি একজন মানুষকে বাঁচানোর জন্য।



বই ক্রয়ের ব্যাপারে যোগাযোগ করতে ফোন করুনঃ ০১৭১৮৫৪২০৫১



ঢাকায় যে ঠিকানায় বইটি পাওয়া যাবে:

বুক-মেকার প্রকাশনী বাংলাদেশ লিমিটেড।

৮৫, গ্রাউন্ড ফ্লোর

কনকর্ড এম্পেরিয়র

কাঁটাবন, শাহবাগ।



বইটি চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে নন্দনে বইঘর ও বাতিঘরে পাওয়া যাচ্ছে।



এছাড়াও বইটি পাওয়া যাবে কারিগর.কম এ। এই বই থেকে কারিগর.কম কোন অর্থ গ্রহণ করবে না। সমুদয় অর্থ লেখকের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে দেয়া হবে। ০১৯৪৩ ৮২৮২৮২ নম্বরে ফোন করেও অর্ডার দিতে পারেন। ডেলিভারী চার্জ মাত্র ৳ ৩০.০০



এছাড়াও যারা সেতু ভাইকে আর্থিকভাবে সহযোগিতা করতে চান-



হিসাবের নাম: আশরাফুল হক

সঞ্চয়ী হিসাব নম্বর: ১২৯.১৫১.২৩৮৮৬

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিডিএ এভিনিউ, চট্টগ্রাম।

ওডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং নং-০১৭১৮-৫৪২০৫১২।



২. হিসাবের নাম: আবু ইসমাইল মোঃ আশরাফুল হক

সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৯৪২/৮ জনতা ব্যাংক, ওয়াসা শাখা, চট্টগ্রাম।



সেতু ভাইয়ের ব্যাক্তিগত বিকাশ নং- ০১৭১৮৫৪২০৫১



আমার সাথে যোগাযোগ করতে চাইলেঃ ০১৭৫৫৩০৬০২১



সেতু ভাইকে নিয়ে ব্লগার আলম দীপ্র’র পোষ্ট।



আমার এই পোষ্ট লিখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই ব্লগার বৃতি কে যিনি আমাকে ইভেন্টে আমন্ত্রণ জানিয়ে সেতু ভাইয়ের বিষয়ে অবগত করেছেন এবং ব্লগার জাফরুল মবীন যিনি আমার মতো অলস লোককে এই পোষ্ট লিখতে বাধ্য করেছেন।





সেতু ভাইয়ের ভেল্যুর খ্রীস্টান মিশনারী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া আমার মেডিকেল রিপোর্ট। ধারাবাহিক এক থেকে পঞ্চম পৃষ্ঠা।

















মন্তব্য ২৮৬ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (২৮৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

আলম দীপ্র বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই পোস্টটি দেওয়ার জন্য । সবাই অবগত হতে পারবে ।
মানুষ মানুষের জন্য ।
আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন । আল্লাহ তাকে সুস্থ করে তুলুন ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

আমিনুর রহমান বলেছেন:



তোমাকেও ধন্যবাদ পোষ্ট দিয়ে সবাইকে অবগত করার জন্য।


সেতু ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

খেলাঘর বলেছেন:

বই কিনবো নিশ্চয়, টাকাটা উনি পাবেন তো?

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

আমিনুর রহমান বলেছেন:



০১৭১৮৫৪২০৫১ - এইটা সেতু ভাইয়ের ব্যাক্তিগত নাম্বার। আপনি উনার সাথে যোগাযোগ করে নিতে পারেন।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: আমিও একটা কিনবো আশারাখি ভ্রাতা +++++++++++

পোস্ট স্টিকি করা হলে হয়তো ওনার কিছুটা হলেও উপকার হবে মনে করি ।

ভালো থাকুক সবাই , সুস্থ থাকুক ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:



সবাই যদি একটা করে বই কিনে তাহলেই উনার চিকিৎসার টাকা হয়ে যাবে। ইনশাআল্লাহ্‌ উনি সুস্থ হয়ে উঠবেন


ভালো থাকুক সবাই , সুস্থ থাকুক ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: সহমত আমিনুর রহমান , লগে আছি ।।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ পব !

৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪

ডি মুন বলেছেন:
বিকাশ নম্বর পেয়ে ভালো লাগছে। সাধ্যানুযায়ী পাশে থাকব।


অপূর্ণ রায়হান বলেছেন: পোস্ট স্টিকি করা হলে হয়তো ওনার কিছুটা হলেও উপকার হবে মনে করি ।

আমিও এই দাবী তুলছি। সময় থাকতে পোস্ট স্টিকি করা হোক। এবং আবারো বলছি লালনের সেই পুরোনো কথা, " সময় গেলে সাধন হবে না "


কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনবেন বলে আশা রাখছি।


পোস্টের জন্য ধন্যবাদ আমিনুর ভাই।


৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:



সময় গেলে সাধন হবে না :P

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯

খাটাস বলেছেন: সামনের মাসে কিনে ফেলব।
পোস্ট স্টিকি করা হলে অনেকে জেনে হয়ত আগ্রহী হবেন।

ইন শা আল্লাহ উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১

আমিনুর রহমান বলেছেন:



আমি একসাথে ৮/১০টা আনিয়ে নিবো ভাবছি। যাদের সাথে দেখা হয় তাদের দিয়ে দিবো।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমি কিনবো । পোস্ট স্টিকি করা হোক ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২

আমিনুর রহমান বলেছেন:




আরে বুবু :)

আমি পাঠিয়ে দিবো নে তোমাকে।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:





শেয়ার করার জন্য ধন্যবাদ আমিনুর ভাই।


আশাকরি আল্লাহর অশেষ রহমতে উনি আবারো সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসবেন।




যতটুকুন পারি সাথে থাকব । আর কোন কিছুর প্রয়োজন হলে জানাবেন।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ শোভন। পাশে ছিলি পাশেই থাকবি তা জানি।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫

সাজিদ ঢাকা বলেছেন: পোস্ট স্তিকি করা হোক

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সাজিদ।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করব।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৬

আমিনুর রহমান বলেছেন:



তা আর বলতে। আমি জানি তো :)

১১| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৬

জাফরুল মবীন বলেছেন: ধন্যবাদ ভাই আমিনুর রহমান পোস্টটি দেওয়ার জন্য।আশা করছি সকল ব্লগার ভাইবোন ও সম্মানিত পাঠকবৃন্দ আমাদের এই সহব্লগারের জীবন বাঁচাতে মহতী এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

ব্লগ কর্তৃপক্ষের নিকট আবেদনঃসামু কর্তৃপক্ষ ও সামুর ব্লগারগণ মানুষের প্রাণ বাঁচাতে বার বার অনন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।এক্ষেত্রে যাঁর নামটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয় তিনি আমাদের দায়িত্বশীলা ও মমতাময়ী বোন জানা।আজ আমাদের একজন সহব্লগারের জীবন বাঁচাতে এ কার্যক্রমেও উনারা অগ্রণী ভূমিকা পালন করবেন একথা দৃঢ়ভাবে বিশ্বাস করি।অধিকসংখ্যক ব্লগার ও পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য পোস্টটি স্টিকি করা যায় কি না তা বিবেচনা করার অনুরোধ করছি।ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:




মবীন ভাই, ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। এর আগে যতবারই কোন মানবিক উদ্যোগ নিয়েছি জানাপু ব্লগের বাইরেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কাজের অগ্রগতি'র খোজ খবর নিয়েছে এবং পরামর্শ প্রদান করে আমাদের কাজ করার উৎসাহ প্রদান করেছেন।

ভালো থাকুক সবাই , সুস্থ থাকুক।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্টিকি করা হোক।

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ স্বর্নামনি।


ভালো থাকিস নিরন্তর।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৮

মামুন রশিদ বলেছেন: মানুষ মানুষের জন্য । আমরা আছি সেতু ভাইয়ের পাশে ।

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মামুন ভাই।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩

আবু শাকিল বলেছেন: সাথে আছি।

পোষ্টের জন্য আমিনুর ভাইকে ধন্যবাদ।

পোষ্ট স্টিকি করা হোক।

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

আমিনুর রহমান বলেছেন:




সাথেই থাইকেন সবসময় :)


ভালো থাকুন নিরন্তর।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪

কামাল আহমেদ বলেছেন: সঠিক বলেছেন......

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ কামাল আহমেদ !

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০

আমি ইহতিব বলেছেন: সেতু ভাইয়ের পাশে আছি।

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫

আমিনুর রহমান বলেছেন:



বীথি বইটা বিক্রি করার জন্য অন্য কোন আইডিয়া আসলে জানাইও কিংবা আমরা কোথাও গেলে বিক্রি করা যাবে এমন কোথাও যেতে হলে জানাইও।

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯

আরজু পনি বলেছেন:
বইটা কিনবো শিগগীরই ।
উনার দ্রুত আরোগ্যলাভ কামনা করছি ।


কর্তৃপক্ষ পোস্টটিকে সবার নজরে আনলে তা আরো কার্যকরী হতো ।

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ পনি ! সেতু ভাইকে সাহায্যে করার জন্য বা তার বই বিক্রি করতে অন্যকোন আইডিয়া আসলে আমাকে জানাস !

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৩

সুফিয়া বলেছেন: আমিও পাশে থাকতে চাই। সাধ্যমতো চেষ্টা করব।

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ সুফিয়া !





ভালো থাকুন নিরন্তর।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক দিন ধরে ভাবছিলাম আমিনুর ভাই কেন পোষ্ট দেয় না। কিন্তু জাতি জানে আমিনুর ভাই সাধারণ পোষ্ট দেয় না। উনি হচ্ছেন মুশকিল আশান ব্লগার। ব্লগের মাধ্যমে কোন মানুষের বা কোন গোষ্ঠির সাহায্যে এগিয়ে আসার কোন হেতু তৈরি হলেই তাকে পোষ্ট দিতে দেখা যায়। স্যালুট ভস আপনাকে। আপনি আসলেই ভস।

ভস আপ্নের একটা আইডিয়া আমার মনে ধরেছে।

আমি একসাথে ৮/১০টা আনিয়ে নিবো ভাবছি। যাদের সাথে দেখা হয় তাদের দিয়ে দিবো।

এটা কার্যকারী হতে পারে। আমাদের মধ্যে অনেক অলস আছে। কে যায় আর কাটাবন বই কিনতে। তাদের ধরে ধরে হাতে বই দিয় মানিব্যগে হাত দিতে হবে। এছাড়া বইয়ের প্রাপ্তিস্থান কিছু বাড়ানো গেলে ভালো হতো। এ ব্যাপারে আশরাফুল হক ভাইয়ের কথা বলা দরকার।

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

আমিনুর রহমান বলেছেন:



ঐ মিয়া এতো বড়ো কমেন্ট লিখেন কেনু ! এমনিতেই আমার লিখতে কষ্ট লাগে তারমধ্যে আপনারা এতো বড় কমেন্ট দিলে ভদ্রতাবশত প্রতিউত্তরও বড়ো দিবার লাগে। যাইহোক বই আনার ব্যবস্থা করছি। কে কয়টা নিবেন জানাইয়া দিয়েন।


আর এতো ভস ভস করতাছেন কেন ! রাতে কি ভাবী ডলা বেশী দিছে :P

২০| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
স্বর্গ-নরক কবিতায় পড়েছিনু..

প্রীতি ও প্রেমের পূন্যবাঁধনে যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাড়ায় তখন আমাদের কুড়ে ঘরে....র

বানীকে সত্য রুপ দেয়ার কার্যকর চেষ্টায় ব্রতী হওয়ায়আমিনুর ভাইকে অসংখ্য ধন্যবাদ।


আমাকে কিছূ বই দিলে আমার ক্যাফেতে রেখে কার্যকর অংশগ্রহনের চেষ্টা করতাম! ভেবে দেখবেন।

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

আমিনুর রহমান বলেছেন:




উপ্রে মৃদুল শ্রাবণকে দেয়া রিপ্লাইটাও আপনের জন্য।


আপনার ক্যাফেতে রাখার আইডিয়াটা ভালো লাগলো।
বই আশা করি কাল বিকালে আপনি পেয়ে যাবেন।

২১| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭

সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ। আমিনুর ভাই, আলম দীপ্র, বৃতি এবং জাফরুল মবীন ভাইসহ সকল ব্লগারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমিনুর ভাইয়ের ঠিকানায় আমি ১০০ বই পাঠিয়ে দিচ্ছি। সকলের সহযোগিতা আমাকে নতুন ভাবে আশার সঞ্চার করেছে। বিনীত।

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

আমিনুর রহমান বলেছেন:




কৃতজ্ঞতা জানানোর কিছু নেই ভাই। মানুষ মানুষের জন্য।


ইনশাআল্লাহ্‌ আপনি সুস্থ হয়ে উঠবেন।

২২| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: ছিহ্‌ ভাই। ডলা ডলির কথা এ সব কিতা কন?

আপনারে একখান কবিতা শোননোর ইচ্ছা করতাছে।


বাবুরাম সাপুড়ে,
কোথা যাস্ বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা!
যে সাপের চোখ্ নেই,
শিং নেই নোখ্ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্ ফোঁস্,
মারে নাকো ঢুঁশ ঢাঁশ,
নেই কোন উৎপাত,
খায় শুধু দুধ ভাত-
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আনত?
তেড়ে মেরে ডান্ডা
করে দিই ঠান্ডা।


!:#P :-P :-P :-P

কিছু বুঝলেন????

সেইম সাইজের রিপ্লে দিবেন নইলে কিন্তু খবরই আছে।

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

আমিনুর রহমান বলেছেন:




ছি ! আপনে ভাবীকে নিয়ে এমন কোবতে লিখলেন :/

২৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১

খাটাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ কি সব আলোচনা :P

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৬

আমিনুর রহমান বলেছেন:



পোষ্টে আবার যদি অকাজে ঢুকিস মাইর খাবি।

২৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০

লেখোয়াড় বলেছেন:
পোস্টটি এখানো স্টিকি হলোনা কেন সেটা একটি তাজ্জব ব্যাপার।

দেখি কি করতে পারি।

ধন্যবাদ আমিনুর রহমান।

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ব্রাদার। সবাই এগিয়ে আসলে অবশ্যই সেতু ভাইয়ের চিকিৎসার জন্য অর্থ উঠে আসবে।

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বই কিনলেই যদি সাহায্য হয়, তবে তো সাহায্য করা অনেক সহজ হয়ে গেলো। আমি এই মাত্র যোগাযোগ করলাম। সামনের সপ্তাহের মধ্যে বই।

ধন্যবাদ আমিনুর রহমান ভাই......... জনদরদি মানুষ দু'একটা থাকলেই আমাদের মতো ঘুমকাতুরেরা দৌড়ের ওপর থাকতে পারি B-) ;)

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

আমিনুর রহমান বলেছেন:




আমার কোনরূপ সাহায্যে লাগলে জানাবেন।
আমার হাতে কাল ১০০ বই আসতেছে। আমরা ব্লগাররা মোটামুটি কিছুটা অলস তাই ভাবলাম যে সামনে পড়বে তাকেই ধরিয়ে দিবো একটা।

২৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

মহান অতন্দ্র বলেছেন: দূরে আছি , তবু বইটি কেনার চেষ্টা থাকবে । উনি সুস্থ হয়ে উঠুন । এই দোয়া রইল

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

আমিনুর রহমান বলেছেন:




বইটি ক্রয় করতে আমার যদি কোনরূপ সাহায্যে লাগে জানাবেন। আপনি যেখানেই থাকেন আশা করি আপনার হাতে পৌঁছে দেয়া যেতে পারে।


ভাল থাকুন, সুস্থ থাকুন।

২৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫

নাহিদ মাহমুদ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ নাহিদ !

২৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর উদ্যোগ । আলম দীপ্র ভাইয়ের পরে আপনি দিয়েছেন এতে করে কাজটা আরও কার্যকর হলো । দেখি কিছু করতে পারি কিনা ।

ইনশাল্লাহ উনি অবশ্যই সুস্থ হবেন ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ক ক শে !

যে কোন ধরনের প্রয়োজনে আমাকে জানাবেন।


ভাল থাকুন, সুস্থ থাকুন।

২৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: স্টিকি করা হোক।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২২

আমিনুর রহমান বলেছেন:




আমি কি তোমাকে বই নিয়ে দিয়ে আসবো নাকি তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা ! আমাকে জানাইও :)

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: । সাধ্যমতো চেষ্টা করব।

আশাকরি আল্লাহর অশেষ রহমতে উনি আবারো সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসবেন

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ব্রাদার। আমার কাছে বই আসবে আজকে যদি লাগে বলবেন আমি আপনার হাতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবো।


ইনশাআল্লাহ্‌ আমাদের সকলের চেষ্টায় সেতু আবার সুস্থ হয়ে ফিরে আসবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭

মুহিব জিহাদ বলেছেন: আগামী মাসে কিনে ফেলবো,পাশে আছি পাশে থাকবো। গুরুত্বপূর্ন পোষ্ট ইস্টিকি করার জন্য জোর দাবী জানাচ্ছি

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ এন্টিক ;) :P


৩২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই আমি চেস্টা করব কিছু বই বিক্রি করতে।


অঃটঃ- ...........

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:১০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪১

জাফরুল মবীন বলেছেন: ভাই আমিনুর রহমান আমি ভেবে দেখলাম নিজের জন্য তো একটার বেশী বই কেনা হবে না।কিন্তু ব্লগার সেতু ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার।তাই সিদ্ধান্ত নিয়েছি আরও ৩টা বই কিনে ব্লগের ৩ মানবতাবাদী ব্লগারকে উপহার দিয়ে তাদের মানসিকতাকে সম্মান জানাব।আমার নমিনেশনগুলোঃ
১)ব্লগার জানাঃএই মানুষটির মানবিকতা ও অভিভাবকত্বের কারণে এই প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে সহযোগিতা করা সম্ভব হয়েছে এবং হচ্ছে।
২)ব্লগার আমিনুর রহমানঃ যিনি সামুর অঘোষিত সমাজ কল্যাণ মন্ত্রী।অন্যের জীবন বাঁচাতে এই মানুষটি সবসময় ছুটে যান।আজও তার ব্যতিক্রম করেননি।
৩)ব্লগার লিরিকসঃএই ছোট্ট মানুষটি সামুর ব্লগারদের মন ভাল রাখতে গান উপহার দিয়ে যাচ্ছে নিরলসভাবে;অনেকক্ষেত্রেই তা ব্লগারদের পছন্দমত।ব্লগারদের প্রতি তার এই ডেডিকেশনকে সম্মান জানাচ্ছি।

যেহেতু সবসময় আড়ালে থেকে ব্লগিং করব তাই আপনাকে অনুরোধ করছি উনাদেরকে আমার পক্ষ থেকে উপহারটি পৌঁছে দেওয়ার জন্য।ক্ষমা চেয়ে নিচ্ছি নিজ হাতে তা আপনাদের হাতে তুলে দিতে না পারার অপারগতায়।

ব্লগার সেতু ভাইয়ের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

ধন্যবাদ। :)

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:




আপনার এই ভাবনাটা সত্যিই চমৎকার। আমিও ভাবছি তিনজনকে দিবো। আমাকে তো আপনি দিলেনই তা আমার জন্য আর কিনার প্রশ্নই আসে না। আমি আপনার কমেন্টের কিছু অংশ পোষ্টের উপরে আপডেট করে দিচ্ছি।


ভাইজান মন্ত্রী নামদিয়া বাঁশ দিলেন না প্রশংসা করলেন :P


ব্লগার সেতু ভাইয়ের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইলো।


শুভ কামনা রইল !

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন:



উপহারগুলো পৌছে দিবো তো অবশ্যই। জানাপু আর লিরিকস কাছে আপনার উপহারের কথা পৌছে দেয়া হয়েছে।

৩৪| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার।

৩৫| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

অদৃশ্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই আপনাকে... ওনার লিখা বইটি সংগ্রহের চেষ্টা করবো আন্তরিকভাবেই...

সেতু ভাইয়ের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি... আল্লাহ তাকে সুস্থতা দান করুন...

শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

আমিনুর রহমান বলেছেন:




আমাকে ফোন দিলেই হবে আমি পৌছে দেবার ব্যবস্থা করবো।



ভালো থাকুন নিরন্তর।

৩৬| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ বইটা কিনবো !
পোষ্ট স্টিকি হবার দাবী রাখে !

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১

আমিনুর রহমান বলেছেন:




আমার কাছ থেকে কিছু বই তোর কাছে নিয়ে রাখিস। ধানমন্ডি, মোহাম্মদপুরের যারা নিবে তারা তোর কাছ থেকে নিয়ে যেতে পারবে।


৩৭| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ওকে !

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৪

আমিনুর রহমান বলেছেন:




:)

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

বৃতি বলেছেন: এই পোস্টটা স্টিকি হওয়ার মত জরুরি। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবেন। আমিনুর ভাই, আলম দীপ্র, জাফরুল ভাইকে অনেক ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

আমিনুর রহমান বলেছেন:



সবার আগে আপনাকে ধন্যবাদ গো আফা। আমি ইনভাইট না করলে আমি হয়ত জানতেও পারতাম না। তা বই কয়খানা কিভাবে পৌছে দিবো জানিয়ে দিয়েন।

৩৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

জুন বলেছেন: আল্লাহ রাব্বুল আলামীন তাকে পরিপুর্ন সুস্থতা দান করুন।
বই কিনবো ।

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:




জুন আপু নাস্তা :P


আপনার অভ্র ঠিক হয়ে গেছে ! পোষ্ট পাচ্ছি কবে তাহলে !
বই কোথাও পৌছে দিতে হলে আমাকে জানাইয়েন। আমি পৌঁছে দেবার ব্যবস্থা করবো।

৪০| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিনুর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজ সকালেই বই গুলো হাতে পেলাম।

ক্যাফের ডিসপ্লেতে সাজিয়ে দিয়েছি। এভং সকলকে ইনভাইট করছি। একটা নোটিশ টানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আহবান সহ।

দোয়া করুন যেন দ্রুত শেষ করে আরো বইয়ের চাহিদা জানাতে পারি।

অশেষ আন্তরিকতার বাঁধনে জড়িয়ে আসা এহসান সাবির ভাইকেও অসংখ্য ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ দেয়ার কিছু নাই ব্রাদার। আমার, আপনার আর আমাদের দায়িত্ব সেতু ভাইয়ের জন্য কিছু করা।

সময় সুযোগ করে একদিন দেখা হবে ...

৪১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

নাসরীন খান বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ করুন। আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। ইনশাআল্লাহ্‌ উনি সুস্থ হয়ে উঠবেন।


ভালো থাকুন চিরন্তন।

৪২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: মানুষ মানুষের জন্য । মানবিক কার্যক্রমে ব্লগ মডারেশন সব সময়ই এগিয়ে এসেছেন ব্লগারদের পাশে । এই পোস্ট স্টিকি করার জন্য মডারেশনকে আবারও ধন্যবাদ জানাই ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মামুন ভাই।

৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ প্রবাসী।

৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য। বইটি নিজে কিনবো ও অন্যদেরকেও উৎসাহিত করবো।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ময়ুরাক্ষী। কোথায় বই পৌঁছে দিতে হবে জানাবেন।


ভালো থাকুন নিরন্তর।

৪৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

আমি ময়ূরাক্ষী বলেছেন: ব্লগার সেতু। উনার সুস্থতা কামনা করছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ সেতু হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

৪৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: পোস্ট স্টিকি করায় সামুকে ধন্যবাদ জানাই ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

আমিনুর রহমান বলেছেন:



সামু মামু কে ধন্যবাদ :)

৪৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

ভরকেন্দ্র বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। শুভ কামনা রইল।

৪৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

সুলতানা সাদিয়া বলেছেন: ভাল উদ্যোগ। তবে আর কোনো ব্লগারের জন্য যেন এ ধরনের পোস্ট না দেয়া লাগে। সকলেই সুস্থ থাকুন। সুস্থতা আল্লাহর আনেক বড় নিয়ামত। আমি ফোন করে, পাঁচটি বই এর অর্ডার দিলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

আমিনুর রহমান বলেছেন:



আর করো জন্যই যেন এমন পোষ্ট দেয়ার না লাগে।

ধন্যবাদ সুলতানা সাদিয়া। ভালো থাকুন নিরন্তর।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

আমিনুর রহমান বলেছেন:



আপনার বই গতকাল কন্টিনেন্টাল কুরিয়ারের মাধ্যেম আপনার এড্রেসে পাঠিয়ে দেয়া হয়েছে। পেলে জানাবেন।

৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

ডি মুন বলেছেন: পোস্ট স্টিকি করায় সামুকে অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মুন।

৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

ওয়্যারউলফ বলেছেন: স্রষ্টা যেন সেতু ভাইকে অতি দ্রুত আরোগ্য করে দেন এই দোয়া করি।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ওয়্যারউলফ !

৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০৫

দীপংকর চন্দ বলেছেন: ভালো থাকুক সবাই।

অনন্য এই উদ্যোগে সক্রিয় সমর্থন থাকবে।

শুভকামনা সকলের জন্য। অনিঃশেষ। সবসময়।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ দীপংকর দা ! যেকোন প্রয়োজনে আমাকে জানালে খুশী হবো।

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ২:১২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আল্লাহ্‌ উনাকে সুস্থতা দান করুক। সুন্দর উদ্যোগ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ আল-শাহ্‌রিয়ার ! আল্লাহ্‌ সেতু ভাইয়ের সুস্থতা কামনা করি।

৫৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৪

পৌরাণিক এক মানুষ বলেছেন: বইটা কেনা উচিত সবার। কিনব

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

আমিনুর রহমান বলেছেন:




অবশ্যই কেনা উচিৎ। আশা করছি সবাই কিনবে।

৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭

জাফরুল মবীন বলেছেন: সকাল বেলায় ব্লগে ঢুকেই দেখি পোস্ট স্টিকি!

অভিনন্দন ভাই জেসন।

সকৃতজ্ঞ ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে:বিশেষ করে মমতাময়ী বোন জানা’কে যাঁর বিচক্ষণতায় সামু অাজ অব্দি অনন্য।

অাশা করি ব্লগার সেতু ভাইয়ের চিকিৎসার্থে আমরা সবাই তার পাশে দাঁড়াব।

ভাইজান মন্ত্রী নাম দিয়া বাঁশ দিলেন না প্রশংসা করলেন -মন্ত্রী নামটা আন্তরিকতার সাথেই দিয়েছি।বাঁশ দেওয়ার দায়িত্বটা পাবলিকের হাতে ছেড়ে দিলাম :P ;) =p~

দোয়া করি ভাই যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তা যেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিপূর্ণভাবে সফলতার মুখ দেখে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আপনাকে নিজে না মাইরা পাবলিকের হাতে তুলে দেয়ার জন্য। এই দিন দিন নয় আরো দিন আছে। আশা করছি আমারও দিন আসবে :P

৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ভাইয়া, হাসিতেছি...... এবং শরমাইতেছি!
আরও কিছু করা উচিত.... সহব্লগারের সুস্থতায়।
ভাবিতেছি....

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

আমিনুর রহমান বলেছেন:




হাসেন... আর বইয়ের বিক্রি বাড়ান।

৫৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮

সরদার হারুন বলেছেন: কেনার ইচছা আছে । কিনব তবে

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। প্রয়োজন হলে নক দিবেন।

৫৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

সরদার হারুন বলেছেন: বরিশালের কোনও দোকানে পাওয়া যায কিনা জানালে ভাল হতো ।
আমি বইটি কিনব ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

আমিনুর রহমান বলেছেন:



আপনার ঠিকানাটি দিয়ে দিবেন আমি কুরিয়ার করো দিতে পারবো।

৫৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: "সময় গেলে সাধন হবে না " অতএব দ্রুততার সাথে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করছি । ইয়া রাব্বুল আলামিন সেতু ভাইকে সুস্থতা দান
করুন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

আমিনুর রহমান বলেছেন:




অবশ্যই। যত দ্রুত সম্ভব তার হাতে পৌঁছে দিতে হবে আর চিকিৎসার ব্যয়ের টাকা।


ইয়া রাব্বুল আলামিন সেতু ভাইকে সুস্থতা দান করুন ।


ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্য।

৫৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিনুর ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আল্লাহ্‌ উনাকে সুস্থতা দান করুন। আমিন-

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার !

আল্লাহ্‌ উনাকে সুস্থতা দান করুন। আমিন !


শুভ কামনা !!

৬০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

জানা বলেছেন:



@ আমিনুর,

ব্লগার সেতুর কিছু জরুরী মেডিক্যাল পেপারস জোগাড় করে পোস্টে স্ক্যান কপিটা দিতে পারো? খুব দরকার।

ব্লগারদের এই অসাধারণ মানবিক যূথবদ্ধতার শুরুটা হয়েছিল ব্লাড ক্যানসারে আক্রান্ত ছোট্ট সোনামনি 'প্রাপ্তিকে' দিয়ে সেই ২০০৬ সালে। আজকে প্রাপ্তি সম্পূর্ণ সুস্থ ফুটফুটে কিশোরী। এর পর থেকে হাজারো সামাজিক ও মানবিক দায়বোধ এবং সহযোগিতায় ব্লগাররা সবসময়ই নিজেদের যুক্ত রেখেই চলেছে।

সারা পৃথিবীর ব্লগোস্ফেয়ার জুড়ে কোথাও কোনদিন ব্লগারদের একত্রিত হয়ে এমন মানবিক উদাহরণ তৈরীর ইতিহাস নেই। কেবল বাংলা ব্লগাররাই তা সম্ভব করেছে এবং তা অব্যাহত রেখেছে বছরের পর বছর নিঃস্বার্থ এবং আন্তরীকতার সাথেই। প্রয়োজনে বাঙালী যে প্ৃথিবীর সবচে' বড় যূথবদ্ধ এবং অপরিমেয় হৃদয়ের জাতি তার প্রমাণ এবং সাফল্যও সবারই জানা।

ব্লগারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আর ভালবাসা আমাদের সবার।

প্রার্থনা করি ব্লগার সেতু দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:





জানাপু,

আমি স্ক্যান কপি'র ব্যাপারে কথা বলেছি। আশা করি আজ রাত নাগাদ পেয়ে যাবো, তখন এটাচ করে দিয়ে যাবো। আসলে কপিটা আমি আরো আগেই হাতে পেতাম। একে উনি চিটাগাং থাকেন তার মধ্যে ডায়ালাইসিসের কারনে হাসপাতালে থাকতে হয়েছিলো বলে গত কালই উনি বাসায় ফিরেছেন।


বাংলা ব্লগের ব্লগারদের যূথবদ্ধতার শুরুটা প্রাপ্তিকে দিয়েই। ব্লগে বিভিন্ন সময় ব্লগারদের মতো বিরোধ হয় একে অপরের সাথে তর্ক লিপ্ত হয়েছে। কিন্তু যে কোন মানবিক কাজে ব্লগাররা সব বিরোধ ভুলে সবসময় কাধে কাঁধ মিলিয়ে ভালোবাসার হাত বাড়িয়েছে। আশা করি এবারও সেই সবাই এগিয়ে আসবে সেতু ভাইয়ের চিকিৎসার সাহায্যার্থে।

বাংলা ব্লগের ব্লগারদের এমনই যূথবদ্ধতা যে বিশ্বের যে কোন স্থানে দাঁড়িয়ে তারা ব্লগারদের যেকোন কাজের সমর্থন জানিয়ে দুনিয়াকে তাদের অবস্থান জানাতেও পিছ পা হয়নি।

সামহোয়্যার ইন ব্লগ এর মতো চমৎকার একটা প্লাটফর্ম তৈরি করে
আমাদের কথা বলার সুযোগ করে দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা রইল তোমার প্রতি। কৃতজ্ঞতা জানাই সকল ব্লগারদের প্রতি যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজেদের সবটুকু উজার করে যাচ্ছেন।


সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:




পোষ্টে রিপোর্ট সংযোগ করে দেয়া হলো। তোমার প্রয়োজনে এখান থেকে নিয়ে নিয়ো।

৬১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০১

হামিদ আহসান বলেছেন: আমি একটা বই কিনব। বুক-মেকার প্রকাশনী আমার কাছে হয় । ওখান থেকে কিনব।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ব্রাদার। নিজে কিনুন আর অন্যকে কিনতে বলুন।

৬২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

তুষার কাব্য বলেছেন: আমিও বইটি কিনব ।
স্রষ্টা যেন সেতু ভাইকে অতি দ্রুত আরোগ্য করে দেন এই দোয়া করি।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ তুষার। কিছু বিক্রি করতে পারো কি না দেখো।

৬৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

লিরিকস বলেছেন: মবীন ভাইয়ার তো কোন বই থাকল না।

আমিও একটা কিনব এবং বইটা মবীন ভাইকে আপনি পৌছে দেবেন, গিফট :)


(আমি ২৯০ টাকা দেব, স্টুডেন্ট হিসাবে ছাড় দিতে হবে B-) )


সুস্থতা কমনা করছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

আমিনুর রহমান বলেছেন:




@মবীন ভাই !



১০ টাকা ছাড় দেয়া যাবে না কিন্তু যদি ১০ টাকার কিছুমিছু খেতে ইচ্ছে করে তাহলে তোমার পার্স থেকে নিয়ে খেয়ে নিও। আমি পাঠানোর কোন ব্যবস্থা করবো না :P

৬৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

পার্থ তালুকদার বলেছেন: সুস্থতা কামনা করছি । আমিও একটি বই কিনার চেষ্টা করবো ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

আমিনুর রহমান বলেছেন:





ধন্যবাদ পার্থ। প্রয়োজনে নক করবেন।


ভালো থাকুন নিরন্তর !!!

৬৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

সজী২৩৫৫ বলেছেন: Good initiative

to know more...
Click here

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। ভবিষ্যতে আশা করি কারো পোষ্টে লিঙ্ক বিতরণ করা থেকে বিরত থাকবেন।

৬৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

জামান শেখ বলেছেন: খবরটি শুনে খারাপ লাগছে। তার সুস্থতা কামনা করছি । আমিনুর ভাইএর নম্বর নিয়ে রাখলাম। আমিও একটি বই কিনার চেষ্টা করবো । উত্তরার দিকে ব্লগার কেউ আছেন?

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

আমিনুর রহমান বলেছেন:




আমার অফিস উওরায়। ফোন দিয়েন আমি পৌঁছে দেবার ব্যবস্থা করবো।

৬৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

আলম দীপ্র বলেছেন: স্টিকি করার জন্য মডারেশন প্যানেলকে ধন্যবাদ ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

আমিনুর রহমান বলেছেন:




তোমাকেও ধন্যবাদ ব্লগে পোষ্ট দিয়ে প্রথমে সবাইকে সেতু ভাইকে অবগত করেছো বলে।

৬৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ উনাকে সুস্থতা দান করুন ।
বই অবশ্যই কিনব ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:



আপু, কিভাবে আর কার কাছে পৌছে দিতে হবে জানাবেন।

৬৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

মামুন রশিদ বলেছেন: আমিনুর@ আমার জন্য এক কপি বই রাখবেন । আমি বিকাশে টাকা পাঠিয়ে দিব ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:






আপনে না কইলেও রাখতাম।

৭০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,




প্রার্থনা, আপনার এবং সকলের প্রচেষ্টা ব্লগার সেতু আশরাফুল হককে এই নির্মম নিয়তি থেকে ফিরিয়ে আনুক জীবনে ।


আপাততঃ দুটি বই কিনবো । তবে শাহবাগে হয়তো শীঘ্রই যাওয়া হয়ে উঠবেনা তাই বই দুটি অন্য কি ভাবে পেতে পারি জানালে বাধিত হবো ।
আপনার নম্বরে জেনে নেয়া যাবে ?

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

আমিনুর রহমান বলেছেন:




জী এস ভাই,

আপনি আমাকে ফোন দিতে পারেন। আমি পৌঁছে দিবো আপনার বই।

৭১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: আল্লাহ উনাকে সুস্থতা দান করুন ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭

আমিনুর রহমান বলেছেন:



আল্লাহ উনাকে সুস্থতা দান করুন । ধন্যবাদ রেজাউর ভাই।

৭২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

ভবোঘুরে মুন্না বলেছেন: আল্লাহ তাকে সুস্থতা দান করুন ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭

আমিনুর রহমান বলেছেন:



আল্লাহ উনাকে সুস্থতা দান করুন । ধন্যবাদ মুন্না।

৭৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানবতার জয় হোক।

আমিনুর ভাই, আলম দীপ্রসহ যাঁরা এই মহৎ কাজের সাথে জড়িত তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আশরাফুল হক সেতু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকলো।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ খলিল ভাই। আপনে যে চামে দিয়া ২টা বইয়ের জন্য বিকাশ করে দিয়েছেন বই কিভাবে নিবেন না জানিয়েই।

৭৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার জন্য একটা বই রেখে দিয়ে টাকাটা আপনি দিয়ে দিয়েন আমিনুর ভাই।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

আমিনুর রহমান বলেছেন:




রেখে দিলাম।

৭৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

মেইড ইন চিটাগং বলেছেন: ইন-শা-আল্লাহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় সেতু ভাই বেচে উঠবেন

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ !

৭৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:০৪

নিহন বলেছেন: আমরা সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ হতে ফোরামের ২১ জন কমিটির সদস্যর জন্য ২১ টি বইয়ের কথা বলে গেলাম ।
চট্টগ্রাম থেকে নিতে পারলে আরো ভালো ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২

আমিনুর রহমান বলেছেন:




কার সাথে যোগাযোগ করতে আমাকে জানিয়ে দিন অথবা আমার (০১৭৫৫৩০৬০২১) নাম্বারে যোগাযোগ করতে বলুন আমি বই পৌছানোর ব্যবস্থা করছি।

৭৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৫

ত্রিশোনকু বলেছেন: অনুগ্রহ করে যোগাযোগ করুনঃ

https://www.facebook.com/trishonku

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২

আমিনুর রহমান বলেছেন:



:)

৭৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ডাচ বাংলা ব্যাংক একাউন্টে স্বাধ্যমত টাকা ক্রেডিট করেছি। ব্লগার সেতু আশরাফ সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

আমিনুর রহমান বলেছেন:




আপনার আছেন বলেই অসহায় মানুষগুলো আশা নিয়ে বসে থাকে


ভালো থাকুন।

৭৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

ইমিনা বলেছেন: জেসন ভাইকে যতো জানছি, ততোই অবাক হচ্ছি। অসাধারন একজন মানুষ। সেই সাথে ব্লগের সব কয়জন ব্লগার আপু এবং ভাইয়া।

সেতু ভাইয়ের সুস্থতা কামনা করছি।

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

আমিনুর রহমান বলেছেন:




আর অবাক হইতে হবে না, আগে বল কিভাবে তোমার হাতে বই পৌঁছে দিবো :)

৮০| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

কাজের কথা বলেছেন: আমিনুর রহমান, যিনি সামুর অঘোষিত সমাজ কল্যাণ মন্ত্রী।অন্যের জীবন বাঁচাতে এই মানুষটি সবসময় ছুটে যান।আজও তার ব্যতিক্রম করেননি।

আপনার নম্বর সম্ভবত আমার কাছে আগে থেকেই আছে। শীঘ্রই যোগাযোগ করছি।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

আমিনুর রহমান বলেছেন:



যোগাযোগের অপেক্ষায় রইলাম।


শুভ কামনা !

৮১| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

নিমচাঁদ বলেছেন: ডাচ বাংলা কিংবা বিকাশ ।


দেখি কি করা যায় ।
আল্লাহ পাক উনাকে সুস্থতা দান করুক ।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:



দেখুন ! সবাই মিলে এগিয়ে আসলে হয়ত একটা মানুষ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।

৮২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মহান উদ্যোগ। সামু পরিবারের একজন সদস্য হতে পেরে আজ নিজেকে ধন্য মনে করছি। আমি অবশ্যই আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের সাথে থাকতে। এবং সবাইকে অনুরোধ করবো এই ধরনের মানবিক কাজে সাধ্যানুযায়ী একাত্মতা প্রকাশ করার জন্য।

মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে সেতু ভাইয়ের জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ তার মঙ্গল করুন।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:





আমিও ধন্য সামু পরিবারের একজন হয়ে। যখন হাত বাড়িয়েছি ভালোবাসার এই পরিবারের কেউ ফিরিয়ে দেয়নি।


মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে সেতু ভাইয়ের জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ তার মঙ্গল করুন।

৮৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৯

বাবুতুষার বলেছেন: Bkash এ টাকা পাঠালাম

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ তুয়ার। শুভ কামনা রইল আপনার জন্য।

৮৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

বৃতি বলেছেন: ডাচ বাংলা কিংবা বিকাশে পাঠাচ্ছি দু'একদিনের ভেতর @আমিনুর ভাই। আপনাকে জানাবো তখন।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:




ওকে ... :)

৮৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে পাঠীয়েছি ।মঙ্গল কামনা রইল ।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ দৃষ্টিসীমা।


ভালো থাকুন নিরন্তর।

৮৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার ডিসপ্লে থেকে ২টি বই বিক্রি হয়েছে।

আর আজকে ক্লোজআপ ১এর শিল্পি সাজু ভাই আসলে তাকে বিষয়টি অবগত করি। তিনি সানন্দে একটি কালচারাল শোয়ের প্রস্তাব দেন এবং শোতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এবং আরো শিল্পি লাগলে তিনি জোগাড় করে দিতে রাজী হয়েছেন।

এই দিকে আগানো সম্ভবকিনা ভেবে দেখবেন। ফান্ড রেইজিং কালচারাল শো আয়োজন করলে মনে হয় ভাল রেসপন্স আসতে পারে।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:




সরি ভাই কাল আসতে পারিনি। গতকাল একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম।


আজকে চেষ্টা করবো আপনার সাথে দেখা করার।

৮৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২২

নাসরিন চৌধুরী বলেছেন: সুস্থতা কামনা করছি। আর দেখি কিভাবে সহযোগিতা করতে পারি।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ নাসরিন ! যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন।


ভালো থাকুন নিরন্তর।

৮৮| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৮

বিষের বাঁশী বলেছেন: রুমি ভাই সহ কয়েকজন মিলে তাঁকে দেখতে গিয়েছিলাম , সেদিন বই সম্পর্কিত নানা কথা বলেছেন, পরে বইটি কোথায় পাওয়া যাবে তা আর জানা হয়ে ওঠেনি , নন্দন থেকে কালই কিনে নেব আশা করছি , ধন্যবাদ সবাইকে সহযোগিতার জন্য :)

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

আমিনুর রহমান বলেছেন:





ভালো করেছেন দেখা করে। উনি মানসিকভাবে সাহস পাবেন আপনাদের এই দেখা করায়। একটা ছবি তুলে নিয়ে আসতেন আপনার সাথে সেতু ভাইয়ের তাহলে আপনাকে দেখার সুযোগ হতো :)


ভালো থাকুন নিরন্তর।

৮৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

আরুশা বলেছেন: সুস্থতা কামনা করছি। ওনার বর্তমান অবস্থা কি আমিনুর রহমান ভাই, জানাবেন ।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

আমিনুর রহমান বলেছেন:




সেতু ভাই এখন ডায়ালাইসিসের মধ্যেই আছে। ৪ দিন পর গতকালই উনার সাথে কথা হলো। এই কয়েকদিন বিছানা থেকে উঠতে পারেননি। কাল একটু ভালো ছিলো। ডাক্তারের পরামর্শ দিয়েছেন যত দ্রুত সম্ভব কিডনী প্রতিস্থাপন। দেখা যাক আমরা কত দ্রুত টাকা অর্জন করতে পারি।

৯০| ০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

ইরান তুরান বলেছেন: তাকে আল্লাহ ভাল করুক

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০২

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

৯১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

শাশ্বত স্বপন বলেছেন: কাটাবন থেকে এ সপ্তাহেই বই কিনব। সামর্থ থাকলে ...নাই..

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ! ভালো থাকুন, সুস্থ থাকুন।

৯২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭

শাশ্বত স্বপন বলেছেন: জাফরুল মবীন, কান্ডারী অথর্ব ভাইদের বলব, আসুন বড় একটা জমায়েত করি শাহবাগ বা টিএসসিতে অথবা কোন আয়োজন বা পত্রিকার সাহায্য নিই বা ভালো কি করা যায়?

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১২

আমিনুর রহমান বলেছেন:




শ্বাশত স্বপন চমৎকার উদ্যোগ হতে পারে। মবীন ভাই এমনিতেই আমার সাথে নিয়মিত যোগযোগ রাখছেন, হয়ত উনাকে বললে উনি যেতেন পারেন।

কান্ডারী অথর্ব ব্লগে একটা আইকন। উনার হাজার হাজার ফ্যান আছেন। উনি বললেই তার ফ্যান এগিয়ে আসবেন। আমিও উনার ভীষণ ফ্যান। দেখুন আপনারা সবাই মিলে কিছু করতে পারেন কি না সেতু ভাইয়ের জন্য।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

৯৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আশা করি পরম করুনাময়ের কৃপায় তিনি সুস্থ্য হয়ে উঠবেন । বই হয়তো কিনতে পারবোনা তবে ইনশাল্লাহ উনার ব্যাক্তিগত বিকাশ নাম্বারে কালই বিকাশ করে দেবো ।

আপনার জন্য একরাশ ভালোলাগা আমিনুর ভাই । :)

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

আমিনুর রহমান বলেছেন:





ইনশাআল্লাহ্‌ আল্লাহ্‌ উনাকে সুস্থ করে তুলবেন। আপনি সম্ভবত মিরপুরই থাকেন। বিকাশ করে আমাকে একটা ফোন দিয়েন।


ভালো থাকুন নিরন্তর। ভালোলাগাটুকু গভীরে যত্ন করে রেখে দিলাম :)

৯৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১১

পাজল্‌ড ডক বলেছেন: ডাচ বাংলা আমার জন্য বেটার হয়,ইনশআল্লাহ সাধ্যমত পাঠিয়ে দেব।

ফ্রীতে আমিনুর ভাইয়ের ফোন নং টা নিয়ে নিলাম(স্বাস্হ্য বীমা করে ফেললাম আরকি :D )

হ্যাটস অফ টু ইউ আমিনুর ভাই :)

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ পাজল্‌ড ডক।


নাম্বার নিয়ে ফোনবুকে রেখে দিলেই বীমা পাবেন না। ফোন দিয়ে কনফার্ম করতে হবে বীমার জন্য ;) :P

৯৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০১

হাসান ইকবাল বলেছেন: সম্পাদনার রাখাল রাহা-র কাছ থেকে আমি বইটি কিনেছি। সবারই বইটি কেনা উচিত মানবিক দিকটি বিবেচনা করে।
আর বইটি আমি এখন পড়ছি। অনেক ভালো লিখেছেন।

লেখকের জন্য শুভ কামনা। দ্রুত সুস্হতা কামনা করছি।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ইকবাল ভাই।


আমার কাছে বইটা ভালো লেগেছে।


ভালো থাকুন নিরন্তর।

৯৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

ইখতামিন বলেছেন:
তার সুস্থতা কামনা করছি..
চেষ্টা করছি

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ইখতামিন !


ভালো থাকুন নিরন্তর।

৯৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

আমি ইহতিব বলেছেন: ভাইয়া সেলিমকে বলেছি ওর স্টুডেন্ট বাহিনীর সাথে ইভেন্টের লিংক শেয়ার করতে। আশা করি ওদের কাছ থেকে ভালো একটা রেসপন্স পাওয়া যাবে।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

আমিনুর রহমান বলেছেন:




গুড জব :)

৯৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

ইমিনা বলেছেন: কিছুদিনের মধ্যে মিরপুর আসবো। তখনই বইটা নিতে পারবো ভাইয়া :)

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

আমিনুর রহমান বলেছেন:




ওকে :)

৯৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সপ্নডানা বলেছেন: ধন্যবাদ ভাই পোস্টটি দেওয়ার জন্য। (Y)

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:




আপনাকেও ধন্যবাদ।

১০০| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৬

লিরিকস বলেছেন: জানেন তো ভাইয়া আমরা সবাই একটু ঝামেলার মধ্য আছি। আজ রাতে বাসায় ফিরে দেখি ভাইয়ার টেবিলের উপর বইটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মবীন ভাইয়া কে।

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১১

আমিনুর রহমান বলেছেন:



তুমি নিয়ে যেয়ো কিন্তু নাইলে ভাইয়া আমার যদি মারিং করে নিজের কাছেই রেখে দেয় :P

১০১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

মাঘের নীল আকাশ বলেছেন: হিসাবের নাম: আশরাফুল হক
সঞ্চয়ী হিসাব নম্বর: ১২৯.১৫১.২৩৮৮৬
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিডিএ এভিনিউ, চট্টগ্রাম।

হিসাবের নামটা কাইন্ডলি ইংলিশে লিখে দেন। আমি ডিপোজিট করবো।

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:




ASHRAFUL HAQUE
A/C No. 129.151.23886
Dutch-Bangla Bank Ltd
CDA Avenue Branch
Chittagong


নেট এ ঝামেলা হচ্ছিল তাই রিপ্লাই দেরী হওয়ায় দুঃখিত।

১০২| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

আমিনুর রহমান বলেছেন:



আমি বারবার রিপ্লাই দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না .........।।

সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

১০৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
উদ্যোগ সফল হোক। সাথে আছি। :)

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:




আমি তো অবাক ! আপনে কইতেন আইলেন !! আপনে তো ব্লগে আমাবস্যার চান হইয়া গেছেন :P

১০৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমিও একটা বই কিনতে চাই..

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:




আপনাকে কোথায় পৌঁছে দিতে হবে জানাবেন। পৌঁছে দেবার ব্যবস্থা করে দেয়া যাবে। উপরে আমার ও সেতু ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে।


শুভ কামনা রইল। ধন্যবাদ।

১০৫| ১০ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:১২

আরজু মুন জারিন বলেছেন: আমিনুর ভাই আমি আপনাকে ফোন করেছিলাম কিছুক্ষন আগে আপনার দেওয়া নাম্বার টাতে।বিকাশে টাকা পাঠানোর প্রসেস জানিনা।আপনাকে পাঠাব মানিগ্রামে ।আপনার নাম আমিনুর রহমান ই কি আইডিতে?

অনেক ধন্যবাদ ভাই এই মানবিক কাজটির জন্য।আল্লাহ আপনার ভাল করুক।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আরজু মুন জারিন !

ইংরেজীতে AMINUR RAHMAN


শুভ কামনা রইল আপনার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন।

১০৬| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

এহসান সাবির বলেছেন: রিপ্লাই দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না......

এখনো ঠিক হয়নি?

নাকি আমার মত রিপ্লাই দেবার ভয়ে ঐ রকম কিছু লেখ দেওয়া ;) ;) ;)


ভাইয়া কয়েকটা বই লাগতে পারে।



অট- দেখেছেন শয়তানটার কাজ, আরো কি কি যেন করেছে, ওটা কি ডিলিট করে দেওয়া যায় :(

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:




আমিও কাল অনেক কমেন্ট দেখতে পাইনি। কয়টা বই লাগবে জানিয়ে দিয়েন আমি ১০ এ নিয়ে আসবো নে।


কমেন্ট ডিলেট করা যাবে না :P আমি আরো ছবি চাই আপনার রুমের :D

১০৭| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

সাদা মনের মানুষ বলেছেন: সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, আমিও নিজেও দুটি বই কেনার সিদ্ধান্ত নিলাম।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ! প্রয়োজন হলে আমাকে ফোন দিতে পারেন।


শুভ কামনা !

১০৮| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

নাহিদ হাকিম বলেছেন: মানবতার জয় হোক।
বই কিনবো। যেহেতু চিটাগাং এ আছি লেখকের সাথে সরাসরি দেখা করব।
আমার পত্রকিাতেও উনার জন্য একটা লেখা ছাপাবো।
আর আপনাকে ধন্যবাদ পোস্ট করে সচেতন করার জন্য।
লেখাটা ফেবুতেও আপলোড করলে ব্যাটার হয়।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ নাহিদ ! যত দ্রুত সম্ভব হয় চেষ্টা করুণ। ফেবুতে অলরেডি দুটো ইভেন্ট আছে। আর আমি নিজেও শেয়ার দিয়েছি।



শুভ কামনা!

১০৯| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

বৃতি বলেছেন: আমিনুর ভাই, আমি ৮৩ টা বই কিনব। কিন্তু যেহেতু দেশে থাকি না, তাই বইগুলো আমার ব্লগার ভাই-বোন-বন্ধুদেরকে উপহার দিতে চাই, যদি আপনি তাঁদেরকে বই পৌঁছে দেয়ার দায়িত্বটা নেন। আর বন্ধুরা যদি এতে আপত্তি না করেন। আমাকে কাইন্ডলি জানাবেন।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:



আমার উপর কেউ দায়িত্ব দিলে আমি তা সাদরে গ্রহন করি। আমার কাছে মনে হয় কেউ যদি আমাকে দায়িত্ব দেয় সেটা তা আমার প্রতি তার বিশ্বাস এবং ভরসা থেকেই দেয় আর সে দায়িত্বটুকু আমি আন্তরিকতার সাথেই পালন করার চেষ্টা করে থাকি।


আমার কোন আপত্তি নাই। এখন কার কার কাছে পৌঁছে দিতে হবে তা তুমি এখানে আর তোমার ফেবুতে জানিয়ে দিলে মনে হয় ভালো হতো

১১০| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

শেখ সাদি শুভ বলেছেন: ফেইসবুকে গ্রুপ খুলে প্রচারনা চালানো হলে অতিরিক্ত কিছু বই বিক্রি হত ,আমি নিজেও আজ কালের মধ্য একটা বই নেব ।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

আমিনুর রহমান বলেছেন:



ফেসবুকে দুটো ইভেন্ট চলছে। যদি কোন প্রয়োজন হয় আমাকে জানাবেন।

১১১| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

বৃতি বলেছেন: যে নামগুলো তাৎক্ষণিক মনে এসেছে, তাঁদের নাম এখানে দিলাম আমিনুর ভাই।
১। শান্তির দেবদূত ২। এ.টি.এম.মোস্তফা কামাল ৩। সুমাইয়া বরকতউল্লাহ ৪। ইমিনা ৫। শাহ আজিজ ৬। মাহমুদ০০৭ ৭। একুয়া রেজিয়া ৮। পেন আর্নার ৯। সঞ্জয় নিপু ১০। হাসান মাহবুব ১১। শায়মা ১২। আশরাফুল ইসলাম দূর্জয় ১৩। রেজওয়ানা আলী তনিমা ১৪। মুহাম্মদ জহিরুল ইসলাম ১৫। বঙ্গভূমির রঙ্গমেলায় ১৬। অপূর্ণ রায়হান ১৭। আমি ময়ূরাক্ষী ১৮। দিকভ্রান্ত*পথিক ১৯। আমি ইহতিব ২০। ইসতিয়াক অয়ন ২১। রেজওয়ানা ২২। রহস্যময়ী কন্যা ২৩। জুন ২৪। ঘুড্ডির পাইলট ২৫। ইখতামিন ২৬। কাল্পনিক_ভালোবাসা ২৭। শিপু ভাই ২৮। সাবরিনা সিরাজী তিতির ২৯। বট বৃক্ষ ৩০। আরজু পনি ৩১। মনিরা সুলতানা ৩২। একজন আরমান ৩৩। অপ্সরা সিজেল ৩৪। না পারভীন ৩৫। আরিল ৩৬। চিরতার রস ৩৭। আরিফ মাহমুদ ৩৮। সমুদ্রকন্যা ৩৯। নাজিম-উদ-দৌলা ৪০। প্লিওসিন অথবা গ্লসিয়ার ৪১। অদ্বিতীয়া আমি ৪২। মশিকুর ৪৩। আহমেদ জী এস ৪৪। লাইলী আরজুমান খানম লায়লা ৪৫। ইনকগনিটো ৪৬। এরিস ৪৭। অপর্ণা মম্ময় ৪৮। জানা ৪৯। রাশান শাহরিয়ান নিপুণ ৫০। নোমান নমি ৫১। তাসনূভা সাখাওয়াত বীথি ৫২। স্বপ্নাতুর মানুষ ৫৩। মাক্স মাক্স ৫৪। Saki Billah ৫৫। Nasrin Chowdhury Runa ৫৬। সাদরিল ব্লগার ৫৭। কালা মনের ধলা মানুষ ৫৮। অণুজীব ৫৯। কান্ডারি অথর্ব ৬০। সাজিদ উল হক আবির ৬১। সায়েম মুন ৬২। সোনালী ডানার চিল ৬৩। অনাহুত ৬৪। ৎঁৎঁৎঁ ৬৫। নির্লিপ্ত স্বপ্নবাজ ৬৬। নাজমুল হাসান মজুমদার ৬৭। জেরিফ ৬৮। মহামহোপাধ্যায় ৭৯। রোকসানা লেইস ৮০। মেহেরুন ৮১। আদনান শাহ্‌রিয়ার ৮২। অস্পিসাস প্রেইস ৮৩। শুঁটকি মাছ

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০

আমিনুর রহমান বলেছেন:




উহা বড়ই অন্যায় আমার নাম নাই :( :( :( :(

১১২| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ উনাকে সুস্থতা দান করুন ।

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ব্রাদার।

১১৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

সজল৯৫ বলেছেন: আসতে দেরি হয়ে গেল। ইদানিং ব্লগে কম আসা হয় তাই। সব বই কি শেষ হয়ে গেছে? আমি একটা নিতে চাই। মতিঝিল আছি কিভাবে পেতে পারি?..

সেতু ভাইয়ের সুস্থতার সাথে আমিনুর ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি।
অংশগ্রহনের জন্য সকল ব্লগারগণকে ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:




বই আছে, আমার ফোন নাম্বারটা পোষ্টে আছে। ফোন করে এড্রেসটা জানিয়ে দিবেন। আমি পৌঁছে দেবার ব্যবস্থা করবো।

১১৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

আলম দীপ্র বলেছেন: ১১১নং কমেন্টে বৃতি'র দেয়া কমেন্টে যে ৮৩ জন ব্লগারের একটা লিষ্ট খুঁজে পেলাম না ।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:



বৃতি'কে এই জন্য জরিমানা করা হবে। ব্লগের ছোট তুমি আর বড় আমি কাউকেই সে লিষ্টে রাখে নাই। এইডা কিছু হইলো :P

X( X( X( X( X(

১১৫| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

হীমু বলেছেন: ওনার দ্রুত সুস্থতা কামনা করি !

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

আমিনুর রহমান বলেছেন:



ইনশাআল্লাহ্‌ উনি সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই।

১১৬| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: @বৃতি , আমি মুগ্ধ , আমি আপ্লুত আপু ।।

আপনাকে ধন্যবাদ বা স্যালুট জানাবো না , অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা । অনেক অনেক ।।

আমাকে একটি বই উপহার দেওয়ায় ব্যাক্তিগতভাবে কৃতজ্ঞতা ।


অনেককে অনেক সময় বলতে শুনেছি , প্রবাসীরা দেশকে ভালোবাসে না , দেশের মানুষকে ভালোবাসে না । তাদের ধারনা যে কতোটুকু ভুল তারা দেখুক । জীবন ও জীবিকার নানা প্রয়োজনে আমাদেরকে প্রবাসী হতে হয় । কিন্তু তার মানে এই না যে আমরা দেশ ও দেশের মানুষকে ভুলে যাই । যারা আমরা প্রকৃতই নিজেদেরকে দেশের সন্তান বলে দাবী করি , মনে করি ; তারা তাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করি যতটুকু সম্ভব করার । আমিও যখন প্রবাসে ছিলাম , চেষ্টা করেছি সাধ্যের সীমানায় যতটুকু করার । হয়তো আবার কোনোদিন থাকলে , তখনও করবো অবশ্যই । মাকে সবাই ভালোবাসে । কিন্তু সেই মায়ের থেকে দূরে থাকলে/গেলে বুঝা যায় সেই ভালোবাসার তীব্রতা কতোটুকু । মায়ের কাছে থেকে সেই ভালোবাসার তীব্রতা ও অসহায় আকুতি দূরে থেকে অনুভব করার মতো কাছে থেকে উপলব্ধি করা সম্ভব না ।


অনেক অনেক শুভেচ্ছা , নিরন্তর ।।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

আমিনুর রহমান বলেছেন:


@বৃতি

১১৭| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪

মহান অতন্দ্র বলেছেন: বইটি কিভাবে কেনা যাবে , উপায় বললে উপকৃত হয় । খুলনার কোন ঠিকানায় কি পৌঁছে দেওয়া যাবে এবং টাকাটা কোন একাউন্ট বলে দিলে বিকাশ করে দেওয়া হবে .।.।.।.।।।একটু জানাবেন ভাই ।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:


পৌঁছে দেয়া যাবে। ০১৭১৮৫৪২০৫১ এই নাম্বারে বিকাশ করলেই হবে।

১১৮| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন: বৃতি কে ধন্যবাদ আমায় মেনশন করার জন্য। জেসন ভাই, বইটা কিনতে চাই। কীভাবে কই আসব?

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

আমিনুর রহমান বলেছেন:




তুমি ধানমন্ডি থেকে নিতে পারো। অভি'র কাছে বই দেয়া আছে। অভি'র নাম্বারটা আমি তোমার ইনবক্সে এসএমএস করে দিচ্ছি।

১১৯| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

আমি ইহতিব বলেছেন: বৃতি আপুকে অনেক ধন্যবাদ।

অপূর্ণ রায়হান ভাইয়ার কমেন্টে +++

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

আমিনুর রহমান বলেছেন:



@বৃতি

১২০| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বইটি কিভাবে কিনব? জানালে উপকৃত হবো

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

আমিনুর রহমান বলেছেন:



ঢাকায় যে ঠিকানায় বইটি পাওয়া যাবে:
বুক-মেকার প্রকাশনী বাংলাদেশ লিমিটেড।
৮৫, গ্রাউন্ড ফ্লোর
কনকর্ড এম্পেরিয়র
কাঁটাবন, শাহবাগ।

বইটি চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে নন্দনে বইঘর ও বাতিঘরে পাওয়া যাচ্ছে।

এছাড়াও বইটি পাওয়া যাবে কারিগর.কম এ। এই বই থেকে কারিগর.কম কোন অর্থ গ্রহণ করবে না। সমুদয় অর্থ লেখকের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে দেয়া হবে। ০১৯৪৩ ৮২৮২৮২ নম্বরে ফোন করেও অর্ডার দিতে পারেন। ডেলিভারী চার্জ মাত্র ৳ ৩০.০০

তাছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারেন।

১২১| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

খাটাস বলেছেন: বৃতি আপুর প্রতি অনেক শ্রদ্ধা ও অজস্র ধন্যবাদ।
অনেক ভাল থাকুন আপু।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

আমিনুর রহমান বলেছেন:



@বৃতি

১২২| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারণ !! ব্লগে না এলে সম্ভবত এতো বড় অবিশ্বাস্য ঘটনা অজানাই থেকে যেতো । অচেনা অজানা একটা মানুষের জন্য এতোগুলো মানুষকে একটা করে বই উপহার দেয়ার মানসিকতা যিনি দেখাতে পারেন তিনি অবশ্যই বিশেষ একজন ।

@বৃতি আপুর প্রতি আন্তরিক শ্রদ্ধা ।

১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

আমিনুর রহমান বলেছেন:




@বৃতি।

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:




তাড়াহুড়ো ছিলো তাই আপনাকে কমেন্ট রিপ্লাই দিতে পারিনি ভালোভাবে। তাই আবার আসলাম। এই ব্লগে প্রাপ্তি, আফরা, মনিরা কিংবা রুশানের মতো শিশুদের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য এগিয়ে এসেছিলো এবং তার কেউ ফিরে যায় খালি হাতে। সামু একটা চমৎকার পরিবার। এখানে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে বৃতি'রা সবসময়ই আছে। আর এই বৃতিদের জন্যই আমি কোন উদ্যোগ নিয়ে হতাশ হয়নি কখন।

বৃতিদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি।

১২৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারণ !! ব্লগে না এলে সম্ভবত এতো বড় অবিশ্বাস্য ঘটনা অজানাই থেকে যেতো । অচেনা অজানা একটা মানুষের জন্য এতোগুলো মানুষকে একটা করে বই উপহার দেয়ার মানসিকতা যিনি দেখাতে পারেন তিনি অবশ্যই বিশেষ একজন ।

বৃতি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আশা করি আমাদের ব্লগাররা এই ধরনের মানবিক কাজে আরও এগিয়ে আসবে। আপনাকে ধন্যবাদ আমিন ভাই এই ধরনের একটি উদ্যোগে পাশে থাকার জন্য।

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ জনাব ;) :P

১২৪| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ আরেকটি বিক্রয় হল-

কিনেছেন আমেরিকায় আঁকা বাবু নামে খ্যাত জনাব আবদুল কাদের চৌধূরী...

ভাই আমিও কিন্তু একটি কিনেছি :)

আরো কিছু বই লাগবে বলেই মনে হচ্ছে.................

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

আমিনুর রহমান বলেছেন:




একটু ব্যস্ত তাই আপনার সাথে যোগাযোগ করতে পারছি না। আজ-কালের মধ্যে ফোন দিয়ে আপনার সাথে কথা হবে।

১২৫| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে অনিয়মিত হবার কারণে অনেক খবর পাই না, বা দেরীতে পাই :(

ব্লগার সেতুর সুস্থতা কামনা করছি সর্বান্তকরণে।


ব্লগার বৃতি আপুর প্রতি রইল কৃতজ্ঞতা আর সাধুবাদ।


খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি @ আমিনুর ভাই

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

আমিনুর রহমান বলেছেন:




সবাই দেখি বৃতি আপুর প্রতি কৃতজ্ঞতা আর সাধুবাদ দিচ্ছে। আমার তো এত্তগুলা হিংসা হচ্ছে :/



ওকে ব্রাদার !

১২৬| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

আলম দীপ্র বলেছেন: নাহ ভাই , বলেছিলাম কমেন্ট দেখতে পাচ্ছিলাম না ।

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

আমিনুর রহমান বলেছেন:




হুম :)

১২৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

বৃতি বলেছেন: @অপূর্ণ, খুবই চমৎকার করে বললেন। আমিনুর ভাইয়ের কাছে শুনেছি, ব্লগের অনেক উদ্যোগে আপনি অনেক সক্রিয় ছিলেন- আমি এ ধরণের মানবিক উদ্যোগে সক্রিয় থাকাকে সবসময় সাধুবাদ আর কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের সাধ্য সীমিত। ইচ্ছে অনুযায়ী অনেক কিছু করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু নিজেদের সাধ্যের ভেতর হলে তাতে অংশগ্রহণ কেন করব না? আর প্রবাসীদের নিয়ে নেতিবাচক অনেক ধারণা আছে অনেকের। আমি সেই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না- শুধু বলব, বাংলাদেশ দেশিদের মত প্রবাসীদেরও দেশ। তাঁদের শেকড়। শেকড়কে হয়ত উপেক্ষা করা যায় না।

আপনার জন্যও অনেক শুভেচ্ছা থাকলো।

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

আমিনুর রহমান বলেছেন:



@অপুর্ন

১২৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৫

বৃতি বলেছেন: @নাজিম-উদ-দৌলা, @আমি ইহতিব , @খাটাস, @পার্সিয়াস রিবর্ণ, @কাল্পনিক_ভালোবাসা, দয়া করে আমাকে ধন্যবাদ দিয়ে খাটো করবেন না :P । এই ব্লগের অনেককে জানি যারা প্রতিনিয়ত সক্রিয়ভাবে এসব মানবিক উদ্যোগের পাশে আছেন- ব্যক্তিগত সময় আর পরিশ্রম দিচ্ছেন। তাঁদের জন্য অজস্র শুভকামনা আর কৃতজ্ঞতা।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

আমিনুর রহমান বলেছেন:



@নাজিম-উদ-দৌলা, @আমি ইহতিব , @খাটাস, @পার্সিয়াস রিবর্ণ, @কাল্পনিক_ভালোবাসা

১২৯| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১১

বৃতি বলেছেন: @আমিনুর ভাই এবং আলম দীপ্র, সবচে প্রবীণ আর নবীন ( আমিনুর ভাইয়ের ভাষায়) ব্লগার দুজনকে বই গিফট করতে ভুলে গেছি :( দেশে গেলে পিৎজা পার্টি শুধু আপনাদের দুজনের জন্য।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

আমিনুর রহমান বলেছেন:




দেশে আসলে এইসব মনেও থাকবে না তোমার। নগদ যা পাওয়া যায় তাই লুফে নেও - এই বিশ্বাসে বিশ্বাসী আমি :P কি বলিস রে দীপ্র

১৩০| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাল একটা মন্তব্যে বলেছিলাম বইটা কোথা থেকে কিনতে পারবো। কিন্তু আজ দেখি মন্তব্য পোষ্ট হয়নি।

বইটা কিনতে চাই। একটু জানাবেন প্লিজ । সহব্লগারের সুস্থতা কামনা করছি

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:




আপনি কি উপরে আপনার কমেন্টের রিপ্লাই এখন দেখতে পাচ্ছেন !

১৩১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এতক্ষণে মন্তব্য দেখতে পেলাম ধন্যবাদ লেখক । ফোন নাম্বারটা নিলাম

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

আমিনুর রহমান বলেছেন:



:)

১৩২| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,




আপনার মাধ্যমে -

ব্লগার বৃতির দৃষ্টি আকর্ষন করছি ।


আপনার এই মহানুভব উপহার বৃতির মাঝে ধরে রাখা কুসুম কোরকের মতোই সুগন্ধিময় । কৃতজ্ঞতার সাথে গ্রহন করলুম ।

১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আমিনুর রহমান বলেছেন:




দারুণ বলেছেন জী এস ভাই !

@বৃতি

১৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

সমুদ্র কন্যা বলেছেন: আপনাকে ফেসবুকে মেসেজ পাঠিয়েছি। চেক করে দেখবেন।

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ সমুদ্র কন্যা !

১৩৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

মাঘের নীল আকাশ বলেছেন: ভাই, কিছুদিন আগে ৫০০০ টাকা উনার ডাচ-বাংলা ব্যাংকের একাউন্টে ডিপোজিট করেছি।

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:




আমি আপনাকে কনফার্ম করছি। আমি আসলে কয়েকদিন ঝামেলায় ছিলাম তাই যোগযোগে একটু বিঘ্ন ঘটেছে।

১৩৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

খেলাঘর বলেছেন:


নতুন কোন আপডেট আছে এ ব্যাপারে?

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

আমিনুর রহমান বলেছেন:



ব্যস্ত থাকায় আপডেট দেয়া হচ্ছে না। আগামীকাল একটা আপডেট দিতে পারবো আশা করি।

১৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বইটি সংগ্রহের চেষ্টা করবো আন্তরিকভাবেই...
অনেক ধন্যবাদ আপনাকে..মানুষ এবং ভালো মানুষের জয় হোক..

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

আমিনুর রহমান বলেছেন:



এখানে অথবা আমার ফেবু বা উপরে আমার ফোন নাম্বারে ঠিকানা জানিয়ে দিলে আমি আপনার এড্রেসে পৌঁছে দেবার ব্যবস্থা করবো।

গোপন রাখতে চাইলে তাও আমার কাছে গোপন থাকবে ভরসা রাখতে পারেন।


আমার ফেবু আইডিঃ http://www.facebook.com/algolbd

১৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

নুসরাতসুলতানা বলেছেন: কোনো খোজ পেলেন মেয়েটির ???

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

আমিনুর রহমান বলেছেন:



ওখানে পাঠানো হয়েছিলো একজনকে। মেয়েটা তখন পর্যন্ত ভালোই ছিলো। আমি হয়ত এই মাসে একবার যেতে পারবো। তখন আরো বিস্তারিত পোষ্টের মাধ্যেমে জানিয়ে যাবো।

১৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৫

সুলতানা সাদিয়া বলেছেন: সেতু ভাই কেমন আছেন। কাঙ্খিত টাকা যোগাড় হয়েছে কি?

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

আমিনুর রহমান বলেছেন:



সেতু ভাই এখন ভালো নাই। আইসিইউতে আছে। কাঙ্ক্ষিত টাকা এখন পর্যন্ত যোগাড় হয়নি।

১৩৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

অন্তরন্তর বলেছেন:

বই একটা আমার জন্য রাখবেন দয়া করে আমিনুর ভাই। ব্লগে আসতে
পারিনি অনেকদিন। আপনারা আমার সব সময় শ্রদ্ধার পাত্র। যেভাবে
মানুষের জন্য কাজ করছেন তা সামু ব্লগে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শুভেচ্ছা রইল।

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

আমিনুর রহমান বলেছেন:




যার জন্য এই পোষ্ট উনি আজ সকাল সাড়ে ৬টায় উনি মারা গেছেন।


অনেকদিন পর আপনি ! কেমন ছিলেন?

১৪০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৮

অন্তরন্তর বলেছেন:
শারীরিক অসুস্থতার জন্য অনেক দিন ব্লগে না আসায় আপনার সহ অনেকের
পোস্ট পড়া হয়নি। আজকে আপনার পোস্ট পড়ে বইয়ের কথা বলে হসপিটালে
চলে গিয়েছিলাম। এসে অপূর্ণ রায়হানের পোস্ট দেখে মনটা খারাপ হয়ে গেল।
ভাল থাকবেন আমিনুর ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

আমিনুর রহমান বলেছেন:





সকালেই আপনার কমেন্ট দেখেছি কিন্তু ব্লগে লগইন করতে ইচ্ছে করছিলো না তাই রিপ্লাই দিতে দেরী হয়ে গেলো।

পোষ্টে আমার ফোন নাম্বার দেয়া আছে। সময় করে ফোন দিয়েন। কিছু কিছু মানুষের সাথে যোগাযোগ না করেও নিরবে আত্মার একটা সম্পর্ক হয়ে যায়।

১৪১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

আমি অথবা অন্য কেউ বলেছেন: সবকিছুর উর্ধে মানুষের জীবন। সেটা কত সাময়িক

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

আমিনুর রহমান বলেছেন:



ঠিকই বলেছেন। মৃত্যু আবশ্যিক যেনো আমরা বেঁচে থাকার জন্যই সব করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.