নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের শীতার্ত মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম - ২০১৪ (বিতরণের তারিখ প্রসঙ্গে)

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০



সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের শীতার্ত মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম - ২০১৪ এই শিরোনামে নভেম্বর মাসের ১৩ তারিখে একটি পোস্ট দিয়েছিলো ব্লগার অপূর্ণ রায়হান। আমাদের উদ্দেশ্য ছিল কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত এলাকা সাদানশ্বর এবং বজরার চরের মোট ৩৮০ টি পরিবারের মধ্যে গত ৫ ডিসেম্বরের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা এবং যার জন্য আমাদের আনুমানিক বাজেট ছিল প্রায় এক লাখ টাকার মতো।

কিন্তু এই পোস্ট প্রকাশ হওয়া পর্যন্ত ব্লগারদের কাছে থেকে সংগৃহীত অর্থের পরিমাণ ১৫,০০০ টাকা ও ২০ স্টার্লিং পাউন্ড। যা নিতান্তই অপর্যাপ্ত। এছাড়াও বেশ কিছু পুরাতন শীতবস্ত্র আমাদের কাছে এসে পৌঁছেছে!

এই মানবিক কার্যক্রমে ব্লগে পোষ্টটি স্টিকি না হওয়ার দরুন হয়ত অনেক ব্লগারদের চোখ এড়িয়ে গেছে ফলে ব্লগারদের লক্ষণীয় অংশগ্রহন না হওয়ার ফলে শীতবস্ত্র বিতরণের প্রথম ও পূর্বনির্ধারিত তারিখ ৫ ডিসেম্বর থেকে একবার বর্ধিত করে ১২ ডিসেম্বর করেছিলাম আমরা। কিন্তু তাতেও তেমন কোন অগ্রগতি হয় নি। কিন্তু মানবিক দৃষ্টিকোন এবং কতিপয় ব্লগার অনুদান প্রদান করায় আমরা উক্ত বিতরণ প্রক্রিয়া বাতিল করতে পারছি না।

সেক্ষেত্রে, আমারা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবশ্যই এবং অবশ্যই নির্ধারিত এলাকায় শীতবস্ত্র বিতরণ করবো। এটা নিশ্চিত ও সফল করার লক্ষ্যে আমাদের আরও একটি সহযোগী সংগঠনের সাথে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এবং নতুন করে আরও একবার আমাদের শীতবস্ত্র বিতরণের তারিখ পুনরায় নির্ধারন করার প্রয়োজন দেখা দিয়েছে।

আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে, প্রয়োজনে আমরা উক্ত সহযোগী সংগঠন এর সহিত একত্রে দুই এলাকার ৩৮০ টি পরিবারের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণ করবো যার সম্ভাব্য তারিখ আগামী ২০ অথবা ২৭ শে ডিসেম্বর।

কেউ যদি এই মানবিক উদ্যোগে সদয় মনে এগিয়ে আসেন তাহলে আগামী ২০ ডিসেম্বর এর মধ্যে পোষ্টের উপরে উল্লেখিত লিঙ্কের পোষ্টে দেয়া বিকাশ, ব্যাংক একাউন্ট অথবা পে-পালে টাকা অনুদান দিতে পারবেন।

মন্তব্য ৭৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪

এহসান সাবির বলেছেন: সবাই এগিয়ে আসুন প্লিজ। একটা জামা হলেও পাঠান, ৫০/১০০ টাকা হলেও দিন। আপনার দেওয়া সাহায্যে বেঁচে যেতে কিছু মানুষের প্রাণ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন:



একটা জামা হলেও পাঠান, ৫০/১০০ টাকা হলেও দিন। আপনার দেওয়া সাহায্যে বেঁচে যেতে কিছু মানুষের প্রাণ।



সহমত সাবির ভাই

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: এহসান সাবির বলেছেন: সবাই এগিয়ে আসুন প্লিজ। একটা জামা হলেও পাঠান, ৫০/১০০ টাকা হলেও দিন। আপনার দেওয়া সাহায্যে বেঁচে যেতে কিছু মানুষের প্রাণ।

ধন্যবাদ আমিনুর ভ্রাতা।।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ :)

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

মামুন রশিদ বলেছেন: যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন প্লিজ । এই প্রোগ্রাম আমাদের সফল করা উচিত ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

আমিনুর রহমান বলেছেন:




সফল ও হবে ইনশাআল্লাহ্‌ মামুন ভাই।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: শীত বশ্র বিতরন সফল হোক ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




অবশ্যই বন্ধু :)

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩২

দীপংকর চন্দ বলেছেন: ভীষণ দুঃখিত ভাই।

অনিবার্য কিছু সমস্যার কারণে আমি যুক্ত হতে ব্যর্থ হই মানবিক এই আহ্বানে।

আশা করছি সামান্য হলেও অবদান রাখার চেষ্টা করবো এবার।

শুভকামনা রইলো উদ্যোগের প্রতি।

সফল হোক কার্যক্রম।

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

আমিনুর রহমান বলেছেন:




দুঃখিত হবার কিছু নাই। কারন ছিলো বিধায় অংশগ্রহন করতে পারেনি।


ধন্যবাদ পাশে থাকার জন্য।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো উদ্যোগ । দেখি কিছু করতে পারি কিনা ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ! ভালো থাকবেন নিরন্তর।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এহসান সাবির বলেছেন: সবাই এগিয়ে আসুন প্লিজ। একটা জামা হলেও পাঠান, ৫০/১০০ টাকা হলেও দিন। আপনার দেওয়া সাহায্যে বেঁচে যেতে কিছু মানুষের প্রাণ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:



সাবির ভাইয়ের কথার সাথে সহমত।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৩

প্রবাসী পাঠক বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: এহসান সাবির বলেছেন: সবাই এগিয়ে আসুন প্লিজ। একটা জামা হলেও পাঠান, ৫০/১০০ টাকা হলেও দিন। আপনার দেওয়া সাহায্যে বেঁচে যেতে কিছু মানুষের প্রাণ।

সবাই যার যার সাধ্য মত এগিয়ে আসুক।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২

আমিনুর রহমান বলেছেন:



সবাই যার যার সাধ্য মত এগিয়ে আসুক।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





আমার এমন দশা যে, পরীক্ষার চাপে পড়াশুনা করতে পারছি না! বসে থেকে মন্তব্য দিতে পারি, কিন্তু ওঠে গিয়ে একগিলাস পানিও খেতে পারি না। ব্যস্ততাতো আছেই, শীতের কারণে গোঁফখেজুরে ভাবটাও নাড়া দিয়ে ওঠেছে। এখানে আর কথা বাড়াচ্ছি না....

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

আমিনুর রহমান বলেছেন:



কিসের পরীক্ষা চলছে মইনুল ভাই !


শীতে আমাদেরই যে অবস্থা উত্তরাঞ্চলের মানুষদের অবস্থা যে তা অনুমান করতেই ভয় হচ্ছে।


ধন্যবাদ।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

মুহিব জিহাদ বলেছেন: আগে ভলান্টিয়াররা বেড়িয়ে পরুন,,,,,,,, আশা করি দানকারীরা ও এগিয়ে আসবে সফল হবে এই উদ্ধোগ ইনশা আল্লাহ

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০

আমিনুর রহমান বলেছেন:



ইনশাআল্লাহ্‌ !

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

ডি মুন বলেছেন: শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল করতে সাধ্যানুযায়ী সকলে এগিয়ে আসবেন। এবং কার্যক্রম সফল হবে ইনশাআল্লাহ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ !

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

আমিনুর রহমান বলেছেন:





ধন্যবাদ সুমন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্টটি ষ্টিকি করা হোক।

যারা ভাবছেন ৫০-১০০তে কি হবে????

একহাজার জন ১০০ করে দিলে কিন্তু লক্ষ অর্জনের অনেক কাছাকাছি চলে যাওয়া যায়।

তাই মনের দ্বীধা- এত অল্পটাকা দেব? ঝেড়ে ফেলে মন খুলে এগিয়ে আসুন। দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ- জেতনায় সফল হোক সেবার মিশন।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

আমিনুর রহমান বলেছেন:



তাই মনের দ্বীধা- এত অল্পটাকা দেব? ঝেড়ে ফেলে মন খুলে এগিয়ে আসুন। দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ- জেতনায় সফল হোক সেবার মিশন।


সহমত ভাই।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:




যে যার মত এগিয়ে আসুন!!! আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান।


এই শীতে উষ্ণ হোক সবার ঘর!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

আমিনুর রহমান বলেছেন:




এই শীতে উষ্ণ হোক সবার ঘর!!! হুম !!!!!!

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

আবু শাকিল বলেছেন:

স্নিগ্ধ শোভন ভাই বলেছেন:

যে যার মত এগিয়ে আসুন!!! আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান।


এই শীতে উষ্ণ হোক সবার ঘর!!!

পোষ্টের জন্য আমিনুর ভাইকে ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

আমিনুর রহমান বলেছেন:



:)
পাশে থাকুন, সাথে থাকুন ।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৩

একলা ফড়িং বলেছেন: আমি কোথায় ছিলাম! এই উদ্যোগের কিছুই চোখে পড়েনি এতদিন! :( :(

এতো এতো ব্লগার! অথচ এতো অল্প টাকা উঠেছে :/

এহসান সাবির বলেছেন: সবাই এগিয়ে আসুন প্লিজ। একটা জামা হলেও পাঠান, ৫০/১০০ টাকা হলেও দিন। আপনার দেওয়া সাহায্যে বেঁচে যেতে কিছু মানুষের প্রাণ।

সবাই এগিয়ে আসুন প্লিজ। দু'চারটা পুরনো গরম কাপড় বা কয়েকটা টাকা। বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়ে যাবে।

অ.ট. কেমন আছ ভাইয়া? একটু সমস্যার কারণে ফেসবুক/ফোন সব অফ করে রেখেছি। তবে কাকপাখি ভাইকে আজকে নতুন নাম্বার দিয়ে রেখেছি। :| :|

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

আমিনুর রহমান বলেছেন:




সবাই এগিয়ে আসুন প্লিজ। দু'চারটা পুরনো গরম কাপড় বা কয়েকটা টাকা। বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়ে যাবে।




ফোন দিস। কথা আছে তোর সাথে ...

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

এমএম মিন্টু বলেছেন: সফল হবেই ইনশাআল্লাহ্‌

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১

আমিনুর রহমান বলেছেন:



ইনশাআল্লাহ্‌।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

খাটাস বলেছেন: নিজেদের পুরাতন পোশাক গুলো দিয়ে সাহায্যে এগিয়ে আসুক সবাই। যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে।
শুধু বলে গেলে ও যেয়ে নিয়ে আসতে পারি।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১

আমিনুর রহমান বলেছেন:



:)

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০২

আমিনুর রহমান বলেছেন:



শুভ ব্লগ দিবস ;) ;) ;)

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

জুন বলেছেন: শুভ উদ্যোগে সবাই সক্রিয়ভাবে এগিয়ে আসবে আশা করবো ।
+

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ জুন আপু।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

লিরিকস বলেছেন: আপনার ম্যসেস আমি পেয়েছি। আগে থেকে বলে কয়ে এ্যকশন নিলে তো আর দুঃখ পাই না। :)

বই মেলায় দেখা হবে।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০২

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ দেখা হবে :)

২২| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

আরজু মুন জারিন বলেছেন: এই পোস্ট প্রকাশ হওয়া পর্যন্ত ব্লগারদের কাছে থেকে সংগৃহীত অর্থের পরিমাণ ১৫,০০০ টাকা ও ২০ স্টার্লিং পাউন্ড। যা নিতান্তই অপর্যাপ্ত। এছাড়াও বেশ কিছু পুরাতন শীতবস্ত্র আমাদের কাছে এসে পৌঁছেছে! :(( :(( :((

বাহ!! অসাধারন।আপনারা খুব ভাল কাজ করছেন।আপনাদের জন্য অনেক অনেক দোয়া ওই অসহায় দরিদ্র মানুষ গুলির সাথে সাথে।আমি এই মুহূর্তে কিছু করতে পারছিনা দোয়া ব্যাতীত।ভবিষ্যতে করার ইচ্ছা আছে।

অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।ভাল থাকুন ভাই।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

আমিনুর রহমান বলেছেন:



শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

প্রামানিক বলেছেন: এ কাজের জন্য শুভ কামনা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

নীল আতঙ্ক বলেছেন: ভবিষ্যৎ এর কাজ গুলো তে পাশে থাকার চেষ্টা করবো ভাইয়া :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

নীল আতঙ্ক বলেছেন: :D :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

আমিনুর রহমান বলেছেন:



:) :)

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

জুন বলেছেন: সুস্থ হয়ে ফিরে আসো আমিনুর

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

আমিনুর রহমান বলেছেন:



আইছি :D

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

তেলাপোকা রোমেন বলেছেন: ফিরে আসুন ভাই :(

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

আমিনুর রহমান বলেছেন:



ফিরে তো আসলাম রে ভাই :)

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

কাবিল বলেছেন: সফল হোক
সাথেই আছি

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:



:)

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: আমিন ভাই আপনাকে লগিন দেখে কত ভাল লাগছে বোঝাতে পারব না ।
চোখে পানি চলে আসল /।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:



ব্লগ আমার ভালবাসা। এখানে আমাকে তো ফিরতেই হবে। আর তোমরা যা শুরু করেছো তাতে কি আর আমার তোমাদের ছেড়ে যাওয়ার উপায় আছে। ভালো থেকো অনেক অনেক।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




শুভ প্রত্যাবর্তন.... :)

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মইনুল ভাই। ২/১ দিনের মধ্যেই আবার নিয়মিত পাবেন।

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

আরজু পনি বলেছেন:

শুভকাজের উদ্যোগী আমিনুরের জন্যে অনেক শুভকামনা রইল ।

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ পনি।

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪

অন্তরন্তর বলেছেন:
আমিনুর ভাই এখন কেমন আছেন? আমি অনেকদিন ব্লগে আসতে পারিনি। আপনার
শরীর খারাপ ছিল শুনলাম।
আপনাদের মহতি উদ্যোগ কেমন হল বা কোথায় হল এবার কোন খবরই নিতে
পারলাম না। ইনশাল্লাহ আগামি বছর আশা করি পাশে থাকব।
ভাল থাকুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

আমিনুর রহমান বলেছেন: কম্বল কিনে রেখেছি কিন্তু দেশের এই অবস্থা আর আমার শরীর খারাপ হওয়ার কারণে নিদির্ষ্ট স্থানে পাঠাতে পারিনি।


আপনি কেমন আছেন? আমি এখন মোটামুটি ভালো। ডাক্তার একটা রিং বসানোর সাজেস্ট করেছে।

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: ইচ্ছাই সব

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

আমিনুর রহমান বলেছেন:




জি ইচ্ছে করলেই অনেক কিছু করা সম্ভব। ভালো থাকবেন নিরন্তর।

৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৬

অন্তরন্তর বলেছেন: aminur vai ami gotokal deshe esechi. long journeyte shorir ektu kharap tarporo mone khub shanti pacchi.
shuv kamona.

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

আমিনুর রহমান বলেছেন:




দেশের মাটির গন্ধ মন ভরিয়ে দেয়। আর মনের শান্তি সকল ক্লান্তি দূর করে দেয়। ভালো থাকুন নিরন্তর।

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

অন্তরন্তর বলেছেন: আসলেই দেশের মাটির গন্ধ মন ভরিয়ে দিয়েছে। আমি খুব শান্তি পাচ্ছি মনে ও প্রানে।
আপনি কি বই মেলায় যান? আমি যেতে পারি ১/২ দিনের মাঝে। শুভ কামনা আমিনুর ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

আমিনুর রহমান বলেছেন:


আমি বইমেলায় একদিন গিয়েছিলাম। এরমধ্যে আমি আবার একদিন যাবো। কখন যাবেন জানাবেন। সময় করে উঠতে পারলে যাবো ঐ সময়।

৩৬| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ডি মুন বলেছেন:

আমিন ভাই !! :)
কেমন আছেন ?

২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

আমিনুর রহমান বলেছেন:




ভালো আছি। তুই কেমন আছিস?

৩৭| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৪

ডি মুন বলেছেন:
ভালো আছি আমিন ভাই :)



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.