নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বর্ষবরণে যৌন নিপীড়নের প্রতিবাদে অপরাজেয় বাংলা-কার্জন হল পর্যন্ত মানববন্ধন

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৫





আর ঘরে বসে থাকার সময় নেই এখন। আজকে অন্য কারো মা-বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলল। কাল হয়ত আপনার/আমার মা-বোনের ক্ষেত্রেও ঘটতে পারে। আজ শুধু হয়ত যৌন নিপীড়ন করল কাল হয়ত আপনার/আমার মা-বোনের ইজ্জত লুন্ঠিত করবে ঐ কুলাঙ্গারগুলো। আজ টিএসসিতে কাল হয়ত আপনার বাসায় ঢুকে ঐ কুলাঙ্গারগুলো আপনার/আমার মা-বোনের সম্মান নিয়ে খেলা করবে। প্রতিবাদ না করলে আপনার মা-বোনের কাছে আপনি জবাব দিবে কি? তাই নেমে আসুন রাস্তায় প্রতিবাদ করুন "টিএসসিতে নারীদের উপর সংঘটিত বর্বরোচিত ও ন্যাক্কারজনক যৌন নিপীড়নের"।



১লা বৈশাখের দিনে বৈশাখী উদযাপনের সময় সংঘটিতভাবে যারাই এই অন্যায় করেছে তাদের বিচারের দাবীতে এবং আর যেনো এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমাদের সকলের উচিৎ এর প্রতিবাদ করা। প্রতিবাদ করে জানিয়ে দিতে হবে এ দেশের মানুষ এখনো এতখানি অসহায় হয়ে যায়নি যে আর মা-বোনের সম্ব্রম বাচাতে পারবে না।



আসুন ২০ এপ্রিল সোমবার সকাল ১১টায় অপরাজেয় বাংলা-কার্জন হল পর্যন্ত মানববন্ধন মাধ্যমে প্রতিবাদ করে জানিয়ে দেই আমরা প্রতিরোধ করতে জানি।



ফেসবুক ইভেন্টঃ বর্ষবরণে যৌন নিপীড়নের প্রতিবাদে অপরাজেয় বাংলা-কার্জন হল পর্যন্ত মানববন্ধন

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
প্রতিবাদ হোক। হোক প্রতিরোধ।সর্বস্তরের মানুষ অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করুক।সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:



শান্তিপুর্ন প্রতিবাদ হোক। সাথে থাকার জন্য ধন্যবাদ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: প্রতিবাদ শুধুমাত্র অনলাইনে সীমাবদ্ধ না থেকে অফলাইনে প্রতিরোধ শুরু হোক।

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:



প্রতিবাদ হোক ঘরে ঘরে। আজকে আমরা প্রতিবাদ না করলে ওরা বাড়তেই থাকবে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৩

তাহসান আহমেদ বলেছেন: প্রতিবাদ হোক।

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

আমিনুর রহমান বলেছেন:



প্রতিবাদ হোক।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫

আমি সাজিদ বলেছেন: মিডিয়ায় যেভাবে প্রচার হয়েছে, তা আমার কাছে প্রোপাগান্ডা মনে হচ্ছে। যেমন, আমারদেশ নয়া দিগন্ত সমমনা অনলাইন প্রিন্টেড মিডিয়াগুলো যে ছবিকে বারবার সামনে এনেছে, বাংলা ট্রিবিউন নামক একটা অনলাইন পত্রিকাতে ওই ছবি আর তারসাথে একই সময়ে তোলা অনেকগুলো ছবি নিয়ে প্রতিবেদন ছেপেছে যাতে স্পষ্টত দেখা যায়, মিডিয়া ফেসবুকে বহুল প্রচারিত ছবিটি আসলে কোন নারীর শ্লীলতাহানির ছবি নয় বরং এক টিজারকে গণপিটুনিরর ছবি ছিল।

তারপর, ভিডিও ফুটেজ এনালাইসিস করে একাত্তর টিভিতে প্রকাশিত রিপোর্ট বলে, টিএসসিতে ওই টিজিং এর সময় মাথায় পাগড়ি পরিহিত বেশ কয়েকজনকে ঘটনাস্থলের একদম সামনে দেখা যায়, যার পরেই কুখ্যাত এক জঙি সংঘটন থেকে একাত্তর টিভির রিপোর্টারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

টিজিং এ দায়ীদের আগে গ্রেফতার করা হোক। সত্য বেড়িয়ে আসবে তাহলে, ইচ্ছা করেই যুগের ঐতিহ্যকে নষ্ট করতে কোন পরিকল্পনার অংশ এই ঘটনাগুলো ছিলো নাকি তা জানা দরকার সবার।

ফেসবুক অনলাইন ইসলামিস্টরাও বসে নেই, অশালীন পোষাকে তাদের বারবার আপত্তি কিন্তু ওই ভিডিও ফুটেজে অশালীন কোন পোষাক পরিহিত নারী আক্রমনের শিকার হননি বরং শালীনরাই শিকার হয়েছেন। প্রোপাগান্ডা চালিয়ে মানুষ কে বিভক্ত করে ফেলা হয়েছে জেসন ভাই।

বাংলাদেশ বিপদে!

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১

আমিনুর রহমান বলেছেন:



সাজিদ আমিও দেখেছি ছবিগুলো। কিছু বানোয়াট ছবি ছিলো সেখানে সেটাও সত্য। তবে ভিডিও ফুটেজটা তো মিথ্যা নয়। সেখানে পাগড়ী পড়া লোক ছাড়া আরো অনেকেই ছিলো। আমি দেখছি এবং আমার ওয়ালেই ভিডিও ফুটেজটা শেয়ারও করা আছে।

যারাই করেছে তাদের শাস্তির জন্যই এই প্রতিবাদ। যে ছবি দেখা যাচ্ছে তা যদি মিথ্যা হয় সেটা আমার/তোমার আগে পুলিশ সেটা ঠিক জানবে।

আমি নিজেও আস্তিক। আমার ধর্মে নারীর সম্মান কোথায় সেটা অল্প একটা কথায়ই বলি। ধর্মে অন্য নারীর দিকে একবারের বেশী ২ বার চোখ তুলে তাকানোই নিষেধ। তোমার এই ফেসবুক ইসলামিষ্ট না বলে উগ্র ধর্ম বিশ্বাসী বা অন্য কিছু বলা উচিৎ ছিলো। আমি নিজে যেহেতু একজন ইসলাম ধর্ম পন্থী এবং অনলাইন ও ফেসবুক ইউজ করি :P


আসল কথা হলো অপরাধীদের ধরতে হবে আর প্রতিবাদ সেই জন্যই। তারা ছাত্রলীগ, ছাত্রদল না শিবির নাকি হিজবুত সেটা পরের হিসাব।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমর্থন থাকলো।


অপরাধী যে-ই হোক না কেন, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে সোচ্চার থাকতে হবে।

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৮

আমিনুর রহমান বলেছেন:




খলিল ভাই সহমত। অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেনো এ ধরনের অপরাধ করার সাহস আর কেউ না পায়।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১

আমি সাজিদ বলেছেন: অবশ্যই একজন মুসলমান হিসেবে আমিও চাই এই সব নরপশুদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। প্রতিবাদ হোক, কেউ যেন এমন কাজ করার সাহসটাও না পায়।

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

আমিনুর রহমান বলেছেন:



প্রতিবাদ হোক।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিবাদ হোক, প্রতিরোধের স্বরে।
ধন্যবাদ আমিনুর রহমান,
প্রতিরোধের স্বরে হোক
এবারের প্রতিবাদ।

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

আমিনুর রহমান বলেছেন:



প্রতিবাদ হোক, প্রতিরোধের স্বরে। আপনাকেও ধন্যবাদ নুরু ভাই।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ এরকম একটি দুরন্ত পোস্টের জন্য ।
তবে ঘটনা পুরো উল্টা পাল্টা বলে পুলিশ সেঘটনাটিকে
এরিয়ে যেতে চাইছেন । সম্ভবত মোটা অঙকের কিছু তাদের পকেটে গেছে । আমার প্রশ্ন প্রশাসনের কাছে তারা একটু চিন্তা করছে না আজ সাধারন পাবলিকের সন্তান বা মেয়েদের ইজ্জতের ওপরে হামলা করেছে । আগমীতে তাদের মেয়েদের ওপরেও এ ধরনের হামলা হতে পারে তখন তারা কি করবে
মানব বন্ধনের সমর্থন থাকলো।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৭

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মামুন।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: থাকবো।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪২

আমিনুর রহমান বলেছেন:



প্রতিবাদ হোক। ধন্যবাদ

১০| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৭

আবু শাকিল বলেছেন: আমার লাইফে আমি কোন দিন আমার ভাবি,ভাতিজি কে পাবলিক প্রোগ্রামে নিয়ে যাই নাই।
কারন সব সময়ই বেজম্মা দের ভয়ে থাকি। কোন সময় কি বলে ফেলে =p~ =p~

কুলাজ্ঞার,বেজম্মা দের শাস্তি হোক।
প্রতিবাদ ছড়িয়ে যাক সবখানে ।


পোষ্টের জন্য ধন্যবাদ আমিনুর ভাই।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৪

আমিনুর রহমান বলেছেন:




শাকিল ধন্যবাদ আপনাকেও।


কুলাজ্ঞার,বেজম্মা দের শাস্তি হোক।
প্রতিবাদ ছড়িয়ে যাক সবখানে ।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ওদের শাস্তি হোক।




প্রতিবাদ চলবে__________

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

আমিনুর রহমান বলেছেন:



প্রতিবাদ চলবে__________

১২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬

জেন রসি বলেছেন: যৌনসন্ত্রাসীরা নিপাত যাক।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:



এবার নিপাত করার সময় এসেছে।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জুথবদ্ধতার এসেছে সময়,
হোক প্রতিবাদ ও প্রতিকার।

সহমত জানাই।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

আমিনুর রহমান বলেছেন:



জুথবদ্ধতার এসেছে সময়,
হোক প্রতিবাদ ও প্রতিকার।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

বাড্ডা ঢাকা বলেছেন: ++++

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৮

ডি মুন বলেছেন: আমরাও প্রতিবাদ জানিয়েছি বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন করে।

কুলাঙ্গারগুলোর বিচার চাই।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

আমিনুর রহমান বলেছেন:



কুলাঙ্গারগুলোর বিচার চাই।

১৬| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: নারীদেরকে যারা সন্মান দিতে জানেনা এধরনের মানুষের বেঁচে থাকাটাই অর্থহীন।
সকলেরই মনে রাখা উচিৎ তাদের জন্মদা্ত্রী একজন নারী।


আমিনুরভাই ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য।

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৩০

আমিনুর রহমান বলেছেন:



সাধারণ মানুষ হিসেবে একজন নারীর জন্য তো খুব বেশী কিছু করার ক্ষমতা নাই তাই পোষ্টটা দিলাম। অন্তত নিজের বিবেকের কাছে সান্ত্বনা পেয়েছি তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.