নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভোট দেয়ার পদ্ধতি - একটি টেকি পোষ্ট B:-) ;)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

আরে না রে ভাই এইটা সিটি কর্পোরেশনের ভোট দেয়ার পদ্ধতি না। সেখানে আপনি অবু ১০/২০ গুনে যেখানে আপনার আঙ্গুল পরবে সেখানে বিসমিল্লাহ্‌ বলে আপনার মুল্যবান ভোটটি দিয়ে দিবেন :P



যাইহোক এবার তাহলে মুল কথা আসা যাক। প্রায় ১০ বছর ধরে বাংলা ব্লগের পথ চলা শুরু। বিভিন্ন চড়াই উতরাই এর মধ্যে দিয়ে বাংলা ব্লগের পথ চলা থেমে নেই। যেহেতু ব্লগিং কোন পেশা বা কোন ক্রিয়েটিভ ক্যাট্যগরির মাঝে এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি তাই যারা ব্লগিং করেন তাদের উৎসাহ কিংবা কাজের মুল্যায়নের কোন ব্যবস্থা নাই। কিন্তু ডয়চে ভেলে ২০০৪ থেকে বিভিন্ন ভাষার ব্লগারদের অনলাইন এক্টিভিটিস এবং তাদের লেখালেখির জন্য জুরী বোর্ডের সিলেকশনের মাধ্যমে কিছু ব্লগ কে বাছাই করে নির্বাচিত করে যা পরবর্তিতে বাছাইকৃত ব্লগ থেকে অনলাইনে ভোটাভুটির মাধ্যেম বিজয়ীকে পুরস্কার প্রদান করে থাকেন । ডয়েচে ভেলে তাদের এই পুরষ্কার ২০০৪ থেকে শুরু করলেও বাংলা ভাষাকে সংযুক্ত করেন ২০০৯ থেকে।



এখন আসুন দেখি পুর্ববর্তীতে বাংলা ভাষার বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্কৃত হন তারা হলেনঃ



জুরী এওয়ার্ডঃ



২০০৯ -১০ সালে জুরীদের সিলেকশনে পুরষ্কার আলী মোহাম্মদ এর ব্লগ পান



২০১২ সালে জুরীদের সিলেকশনে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পুরস্কার আবু সুফিয়ান এর ব্লগ



২০১৩ সালে জুরীদের সিলেকশনে গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড তথ্যকল্যাণী পান



২০১৪ সালে জুরীদের সিলেকশনে সেরা উদ্ভাবন পুরষ্কার বাংলাব্রেইল পান



অনলাইনে ভোটারদের ভোটে বিজয়ীরা হলেনঃ



২০০৯ -১০ সালে ভোটের মধ্যমে বিজয়ী হয়ে পুরস্কৃত হন আলী মোহাম্মদ এর ব্লগ



২০১১ তে ভোটের মাধ্যমে সেরা বাংলা ব্লগ ক্যাটাগরিতে আরিফ জেবতিকের ব্লগ , সেরা সামাজিক আন্দোলন কাটাগরিতে অমি পিয়াল এর ব্লগ এবং বিশেষ টপিক অ্যাওয়ার্ড হিউম্যান রাইটস ক্যাটাগরিতে আদিবাসী বাংলা ব্লগ



২০১২ সালে ভোটের মাধ্যমে সেরা ব্লগ বাংলা ক্যাটাগরিতে সুড়ঙ্গ নিয়াজের ভুবন এবং সেরা সামাজিক আন্দোলন ক্যাটাগরিতে আসিফ মহিউদ্দিন এর ব্লগ



২০১৩ সালে ভোটের মাধ্যমে সেরা বাংলা ব্লগ ক্যাটাগরিতে শৈলী, সেরা উদ্ভাবন ক্যাটাগরিতে শিক্ষক ডটকম এবং সেরা অনুসরণযোগ্য সাইফ সামির



২০১৪ সালে ভোটের মাধ্যমে পিপলস চয়েস: বাংলা ক্যাটাগরিতে জিরো টু ইনফিনিটি, সেরা উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাব্রেইল এবং গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে উইমেন চ্যাপ্টার



এবার ২০১৫ এর কথায় আসা যাক। মইনুল ভাইয়ের পোষ্টের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ৪৮০০টি বেশী মনোনয়ন থেকে মইনুল ভাইয়ের ব্লগ আওয়াজ দিয়ে যাই মুল পর্বে জায়গা পেয়েছে। যেখানে আপনার-আমার ভোটের মাধ্যমেই একজন নির্বাচিত হবে। মইনুল ভাইয়ের লেখা নিয়ে আমার কিছু বলার দরকার আছে বলেও মনে হয় না। আপনার সবাই জানেন তার চমৎকার ব্লগিং এর কথা। সত্যিকার অর্থে ব্লগের যে মুলধারা সেই ধারা বজায় রেখেই তিনি বাংলা ব্লগে বহুদিন ধরে ব্লগিং করে আসছেন। তাই আমার আপনার ভোট তার প্রাপ্য। তাই সকলের কাছে বিনীত অনুরোধ উনাকে আপনার মুল্যবান ভোট দিন।



শিরোনাম দিলাম কি আর এতোক্ষন লিখলাম কি, এইডা কিছু হইলো B:-/ আসুন পোষ্টের শিরোনামটা একটুখানি সার্থক করি।



ভোট দিবেন কিভাবেঃ



১। সরাসরি এখানে ক্লিক করুন



২। পেইজ ওপেন হবার পর নিচের ছবি দেখে লগইন করুন।



ফেইসবুক আইডি দিয়ে উপরে চিহ্নিত আইকনে ক্লিক করুন এবং আপনার ফেসবুকের আইডি ও পাশওয়ার্ড দিয়ে লগইন করুন।



টুইটার আইডি দিয়ে উপরে চিহ্নিত আইকনে ক্লিক করুন এবং আপনার টুইটারের আইডি ও পাশওয়ার্ড দিয়ে লগইন করুন।



৩। লগইন হয়েছেন শিউর হবেন কিভাবে? চিত্রে চিহ্নিত অংশ দেখুন -

ফেসবুক থেকেঃ



টুইটার থেকেঃ





৪। এবার পেইজ স্ক্রল করুন নিচের দিকে যখন "আওয়াজ দিয়ে যাই" দেখা যাবে স্ক্রল করা থামিয়ে দিন। চিত্রে দেখুনঃ





৫। এবার আওয়াজ দিয়ে যাই এর নিচে দেখন "ভোট দিন" লিখা আছে সেখানে ক্লিক দেন জোরে ;)। চিত্রে দেখুনঃ





৬। "ভোট দিন" ক্লিক করার পর নিচের চিত্রে দেখুনঃ



এবার চিত্রে চিহ্নিত অংশের "শেয়ার করুন" এ ক্লিক করে শেয়ার করুন :)



৭। শেয়ার করার পরে অন্য আইডি দিয়ে ভোট দেয়ার জন্য লগ আউট করুন চিত্রে দেখুনঃ



এবার আবার প্রথম থেকে নিয়মগুলো আবার অনুসরন করে ভোট দিন। মনে রাখবেন প্রতি ২৪ ঘণ্টা পর আপনি আবার ভোট দিতে পারবেন আপনার একই আইডি থেকে।



বিঃদ্রঃ চেষ্টা করেছি টেকি পোষ্ট দেবার ফান পোষ্ট হইলে ক্ষমা কইরা দিয়েন :P ;)

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,



ডয়েচে ভেলে এর এটা একটা ভালো উদ্যোগ । একটা সালতামামি ও দিয়েছেন ।
সবটা মিলিয়ে ধন্যবাদের যোগ্য ।

শুভেচ্ছান্তে ।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ জী এস ভাই। ভোট চাই প্রতিদিন :)

২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ওকে, ভোট দিয়ে ফেলি!

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯

আমিনুর রহমান বলেছেন:




প্রতিদিন দিতে হবে কিন্তু প্রোফেসর ভাই। প্রয়োজনে এখন ভোট দেয়ার পর মোবাইলে এলার্ম দিয়ে রাখেন। ঠিক এই সময়ে আপনাকে যেনো মনে করিয়ে দেয় ভোট দেয়ার কথা।

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩

কলমের কালি শেষ বলেছেন: দিয়ে যাচ্ছি প্রতিদিন । ;)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

আমিনুর রহমান বলেছেন:



দারুণ ... সকলের মিলে অবশ্যই ভালো কিছু করতে আমরা।

৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: দিয়া দিছি ভোট/

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

আমিনুর রহমান বলেছেন:




হাসান ভাই মনে করে প্রতিদিন দিতে হবে ... আমি এলার্ম দিয়ে রেখেছি মোবাইলে ...

৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

মুদ্রা সংগ্রাহক বলেছেন: দিয়ে যাচ্ছি প্রতিদিন।

আজ যখন ভোট দিলাম তখন দেখলাম ভোটের সংখ্যা মাত্র ১৪১। সামুতে এতজন ব্লগার, তারা ১ টা করে ভোট একবার দিলেও তো ভোটের সংখ্যা বর্তমানে কয়েকগুণ হবার কথা।

অনিয়মিত ব্লগারদের কথা ছেড়ে দিলাম, যারা নিয়মিত ব্লগার তারাও যদি প্রতিদিন ভোট দেয় তাহলে ভোটের সংখ্যা অন্তত ১৪১ হওয়ার কথা না।

সামুর পাঠকদের উদ্দেশ্যে বলব - আপনার যদি মইনুল ভাইয়ের ব্লগের চেয়ে অন্য ব্লগ বেশী ভাল লাগে তাহলে অবশ্যই তাকে ভোট দিন, কিন্তু অলসতার কারণে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না।

যারা এখনও ভোট দেননি তাদের জানিয়ে রাখি - আপনি যদি শুধু ভোট দিতে চান তাহলে ১ মিনিট সময়ও লাগবে না। বাড়তি পাওনা হবে চমৎকার আরও কিছু ব্লগ সম্পর্কে জানা যা হয়ত আগে জানতেন না।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১০

আমিনুর রহমান বলেছেন:




আমি প্রথম দিন আমার কলিগদের আইডি থেকেও দিয়েছি। এমনিতে আমার দুটো টুইটার আর একটা ফেসবুক আইডি দিয়ে দিয়ে যাচ্ছি।


সত্যি দুঃখজনক মইনুল ভাইয়ের ভোট সংখ্যা দেখে। আশা করি ব্লগার দ্রুত এই ব্যাপারে সচেতন হবেন,


ধন্যবাদ আপনাকে চমৎকার একটা মন্তব্যের জন্য।

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: একবার দিছি। আরেকবার দিমু??

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

আমিনুর রহমান বলেছেন:




প্রতি ২৪ ঘন্টা পর পর একই আইডি দিয়ে পুনরায় ভোট দেয়া যাবে।

৭| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৯

চটপট ক বলেছেন: একবার দিয়েছি জেসন ভাই। আরেকবার দেব ?

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৭

আমিনুর রহমান বলেছেন:



দেয়া যাবে। প্রতি ২৪ ঘন্টা পর পর একই আইডি দিয়ে পুনরায় ভোট দেয়া যাবে।

৮| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৪৭

পাজল্‌ড ডক বলেছেন: দিলাম :)

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬

আমিনুর রহমান বলেছেন:




আশা করি আগামী ৩রা মে পর্যন্ত প্রতিদিন দিয়ে যাবেন। ধন্যবাদ

৯| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫

আমি সামুর ভ্ক্তু বলেছেন: দিছি ভোট এবং ফেসবুকে শেয়ার করেছি

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। প্রতিদিন দিয়ে যাবেন ...

১০| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪

পয়গম্বর বলেছেন: আপনার সহযোগিতার জন্যে ধন্যবাদ জানিয়ে গেলাম। ভালো থাকবেন।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯

আমিনুর রহমান বলেছেন:



যেকোন প্রয়োজনে জানাবেন। তবে ধন্যবাদ না দিলে খুশি হবো আরো বেশী। সামুকে আমি আমার পরিবারের একটা অংশ মনে করি। তাই এখানকার প্রতিটি ব্লগার আমার আপনজন।


আপনিও ভালো থাকবেন নিরন্তর।

১১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি প্রতি ৩টি ভোট দেই এবং আজকে আমনার মাধ্যমে ১০১ জনকে এস.এম,এস করেছি।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

আমিনুর রহমান বলেছেন:



আপনে দারুণ কাজ করেছেন। আমিও একটা এসএমএস পাইছি। আমারে টেকনিকটা শিখিয়ে দিতে পারেন। আমিও সারাদিন সবাইকে এসএমএস পাঠাতে পারবো।

১২| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফানি না! ফাইন টেকি পুষ্ট হইয়েছে ;)

অনেক ধন্যবাদ।

এবার আশা করি ভোটের গতি বাড়বে! উপরে নীচে ব্যবধান অনে---ক!!!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৩

আমিনুর রহমান বলেছেন:



থ্যাঙ্কু ...

আমরা কচ্ছপ দিনশেষে আমাদের লক্ষ্যে পৌছে যাবো ইনশাআল্লাহ্‌।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: ঢেকি পোষ্ট দারুণ পোষ্ট। ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ প্রামানিক ভাই। জানি ভোট দিতে ভুল করবেন তবুও বলছি প্রতি ২৪ ঘন্টায় প্রতি আইডি থেকে ১টা ভোট চাই ...

১৪| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রতিদিন দুইটা করে ভোট দিচ্ছি।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:



ভালো মানে খুব ভালো :) ৩রা মে পর্যন্ত চলতেই থাকবে।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪

মৃদুল শ্রাবন বলেছেন: দারুন পোষ্ট


(ব্লগে স্বাগতম। :-P :-P)


অনটপিকঃ প্রতিদিন চারটি করে ভোট দিচ্ছি। আপনারাও দিন। প্রয়োজনে ভোট দেবার জন্য একাধিক একাউন্ট খুলুন।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ নাবিক ;)


আমিও প্রতিদিন ৪ টা দিচ্ছি। আমার ফেবু আর ২টা টুইটার আর আমার পাশে বসে কলিগের ফেবু আইডি দিয়ে।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ২:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: মইনুল ভাইকে দিলে ভোট
সুখে থাকবে নেটের লোক :P :P


দিলাম ভোট। প্রতিদিন একবার করে। লিঙ্ক বুকমার্কড :)


বাংলাওয়াশের শুভেচ্ছা রইল আমিনুর ভাইয়া :)

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

আমিনুর রহমান বলেছেন:



এমন লোক আসলে বিরল :P


আমি প্রতিদিন ৪টা করে ভোট দিয়ে যাচ্ছি :)


বাংলাওয়াশের শুভেচ্ছা।

১৭| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভোট দান কি শেষ?

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:২৭

আমিনুর রহমান বলেছেন:




শেষে এসে বলো শেষ B:-/

১৮| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
আমি মনে করছিলাম ডিসিসির নির্বাচন নিয়া কিছু লিখছেন। /:)

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:২৭

আমিনুর রহমান বলেছেন:




হা হা হা ... তোকে ব্লগে দেখে ভালো লাগছে।

১৯| ০৭ ই মে, ২০১৫ রাত ২:১৮

একলা ফড়িং বলেছেন: পোস্টটা একদম অসময়ে দেখলাম :| :|



ফেবুতেও কোথাও কিছু চোখে পড়েনি :/

০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:



তোর তোকে নজর পরে তো ! তুই নিজেই তো হারিয়ে যাস হঠাত করে :/

২০| ২৩ শে মে, ২০১৫ সকাল ৭:২৭

পেন আর্নার বলেছেন: এখনে দেখছি। তয় কিছু জাইনা ভালোই লাগছে।

:#)

২৫ শে মে, ২০১৫ সকাল ১০:২২

আমিনুর রহমান বলেছেন:



আমার প্রিয় বোনটাকে আমার পোষ্টে দেখিয়া আমি যারপরনাই খুশি :)

২১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

গোর্কি বলেছেন: চমৎকার পোস্ট। শেয়ারের জন্য ধন্যবাদ।।

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৩

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার।

২২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

লেখোয়াড়. বলেছেন:
আজকে অনেকগুলো মন্তব্য করছেন আমাকে বৃষ্টির মতো অবিরল ধারায়।
আপনার ভিতর এই যে প্রাণচাঞ্চল্য একটি ব্যাপার এটাই সবচেয়ে ভাল লাগে।

সাথে থাকুন। অনেক ধন্যবাদ প্রিয় আমিনুরভাই।

আর নতুন পোস্ট দিন একটি।

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:২২

আমিনুর রহমান বলেছেন:



আমি এমনই করি সাধারণত। প্রিউ ব্লগারদের আমি সময় নিয়ে একসাথেই সমসময় কমেন্ট করি। দেখা যায় ২/৩ মাস কখন ৬ মাসের পুরাতন পোষ্টগুলো একসাথে কমেন্ট করি। এবার অনেক গ্যাপ হয়েছে। গত কাল থেকে আবার কমেন্ট দেখা শুরু করেছি। যাকেই মনে আসছে তার পোষ্টেই ঢুকে যাচ্ছি। পোষ্ট প্রতিদিনই দেই একটা করে মনে মনে। লিখতে যেই যাবো তখন অলসতা চলে আসে। কমেন্ট দিতে দিতে এর মাঝে একদিন পোষ্ট দিয়ে ফেলবো অবশ্যই ...

ভালো থাকুন নিরন্তর।

২৩| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:

ব্লগিং উৎসাহিত হচ্ছে, লেখক ও ভাবনার লোক বাড়ছে।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৩

আমিনুর রহমান বলেছেন:



ব্লগিং উৎসাহিত হচ্ছে এটা কি তবে এর মধ্যে একটা অংশ শুধুমাত্র ব্লগার আইডেন্টিটির জন্য ব্লগে আসছে। লেখক বাড়ছে তবে লেখার গভীরতা কমেছ।

ধন্যবাদ।

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৯

কালীদাস বলেছেন: কেমন আছেন? আপনি এখনও টিকে আছেন রেগুলার, দেখে ভাল লাগে :)

ব্লগিং দিনকে দিন আরও আড়ষ্ট হচ্ছে এই ব্লগে। চাঁদগাজী সম্ভবত নতুন ব্লগার, এই ব্লগ কি ছিল ৫/৬ বছর আগে সে সম্পর্কে কোন ধারণাই তার নেই।

ভাল কথা, আমার মত যারা নিরীহ মানুষ (সবরকম সোশ্যাল মিডিয়ার বাইরে), তারা কিভাবে ভোট দেবে বা দিয়েছিল? :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন:


আমি ভালো আছি। আপনিও তো টিকে আছেন। যদিও ঠিক সবসময় দেখা যায় না কিন্তু অনিয়মিত হয়েও আপনি নিয়মিতই বলা যায়। সোশ্যাল মিডিয়ার বাইরে কোথায় আপনি? সামুতে তো আছেন। তবে ভোট দেয়ার ক্ষেত্রে টুইটার বা ফেবু একাউন্ট থাকা বাধ্যতামূলক ছিলো। তবে আমার মনে হয় মেইল একাউন্ট দিয়ে ভোট দেয়ার ব্যবস্থা রাখতে পারতো ডয়েচ ভেলে। যাইহোক এই প্রস্তাবটা ডয়েচে ভেলের কাছে রাখলাম এই কমেন্টের মাধ্যমে। যদি দেখে !!!

চাঁদগাজী নিকটা নতুন - তবে মাল্টির দুনিয়া কে যে কোথায় থেকে আসে কে বলতে পারে। অনেক নতুন ব্লগারকেও লিখতে দেখি তারা ৪/৫ বছর ব্লগ পরে নাকি এখন ব্লগার তাই অনেক কিছুই নাকি জানে। আমি ভাই আপনার চেয়ে বেশী নিরীহ দেখি শুধু। একান্ত না পারলে বলি না হলে চুপই থাকি।

আপনি গান নিয়ে পোষ্ট দেন না কেনো??? ক্লাসিক ছিলো আপনার পোষ্ট ।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩

পরী আন্টি বলেছেন: ভাইয়া কেমন আছো?তুমি আমার ব্লগে গিয়েছিলে তাই তোমার ব্লগ দেখতে আসলাম।যদিও খুব বিরক্তিতে আছি তাও ভাবছি ব্লগিং চালিয়ে যাবো।

মানুষের কোন কাজ নাই খালি অন্যের পিছে লেগে থাকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

আমিনুর রহমান বলেছেন:

ব্লগ সংক্রান্ত কোন ঝামেলা হলে [email protected] অথবা [email protected] এই ঠিকানাতে জানান। আমি সাধারণ ব্লগার এইসব বলে আমাকে কি হবে।

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাইয়া নতুন কিছু লেখেন।লাস্ট পোস্ট অক্টোবরের..। :(

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

আমিনুর রহমান বলেছেন:


দিবো রে বইনে :) :) ফ্রেব্রুয়ারীর মধ্যে পোষ্ট দিবো। মাথায় ৮/১০ পোষ্ট ঘুরছে কিন্তু লিখার সময় পাচ্ছি না এমনকি ছবি ব্লগ দেয়ার জন্য ছবি ক্যামেরা থেকে পিসি নিয়ে এডিট করবো আলসেমীর জন্য করা হচ্ছে না :P

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

আবু শাকিল বলেছেন: আমিনুর ভাই সালাম।
তনিমা আপুর সাথে আমারো একি ই কথা ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:


ওয়ালাইকুম সালাম। তমিনা রে রিপ্লাই দিছি দেখে নিও :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.