নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রু তারুসভের চোখে বিখ্যাত ১০ কার্টুন চরিত্র যখন বৃদ্ধ ...

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫

এন্ড্রু তারুসভ একজন রাশান অ্যানিমেনশনিষ্ট ও চিত্র শিল্পী। যিনি আমাদের প্রিয় কার্টুন চরিত্রগুলো বৃদ্ধ বয়সে কেমন হতে পারে তার কল্পনায় তিনি অংকন করেছেন। আসুন দেখি সেই বিখ্যাত ১০ বৃদ্ধ কার্টুন চরিত্ররা কেমন হতে পারতো যদি তাদের বয়স বেড়ে যেতো।

১। ডোনাল্ড ডাক - ৮১ (১৯৩৪- )


২। উইল ই. কোয়েট এন্ড দ্যা রোড রানার - ৬৬ (১৯৪৯- )


৩। টুইটি এন্ড সিলভাস্টার - ৭৩ (১৯৪২ - )


৪। ডেইজি ডাক - ৭৫ (১৯৪০ - )


৫। ডাফি ডাক - ৭৮ (১৯৩৭ - )


৬। টম এন্ড জেরী - ৭৫ (১৯৪০ - )


৭। পরকি পিগ - ৮০ (১৯৩৫ - )


৮। বাগস বানি - ৭৭ (১৯৩৮ - )


৯। মিকি এন্ড মিনি মাউস - ৮৭ (১৯২৮ - )


১০। গোফি - ৮৩ (১৯৩২ - )

মন্তব্য ১৪৩ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

আমিনুর রহমান বলেছেন:


পোষ্ট প্রকাশ করতে পেরেছি অনেক কষ্ট কিন্তু এখন এডিট করা যাচ্ছে না :(

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

দারুন তো !

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:


ভীষণ মজা পেয়েছি তাই আর তর সইলো না সবাইকে জানানোর :)

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: আগে প্রথম হয়ে নেই। +।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সুমন !

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

অগ্নি সারথি বলেছেন: ভাবনা চমৎকার।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

আমিনুর রহমান বলেছেন:


আসলেও চমৎকার ভাবনা ! শিল্পী কাল্পনিক শক্তি প্রখর :)
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: প্রথম হওয়া গেল না। :(

পোস্ট মজার হয়েছে। !:#P


অ.ট.: এডিটে ক্লিক করে, কাজ শেষ করে সংরক্ষণ করুন এবং প্রিভিউ দেখুনে ক্লিক করলে হয়ে যাবে।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:


ট্রাই করে দেখি কাজ হয় কিনা ! কাজ হইলে চকোলেট পাবা :P

৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১০

গুলশান কিবরীয়া বলেছেন: ছবি গুলো সত্যিই বেশ মজার । :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

আমিনুর রহমান বলেছেন:


মজা পেয়েই তো তাড়াহুড়ো করে পোষ্ট দিলাম সবার সাথে শেয়ার করবো বলে।

ধন্যবাদ।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭

জবরুল আলম সুমন বলেছেন: হা হা হা, বেশ মজা পেলাম। :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২২

আমিনুর রহমান বলেছেন:


সার্থক হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

অন্ধবিন্দু বলেছেন:
ডাফি ডাক কে বেশ কেতাদুরস্ত লাগতাছে ! মিকি বিষণ্ণ .... ডেইজি ডাকরে ক্লাসিই রাখছে। ৭৭রে আইসাও বাগস বানি জুটি কি চমৎকার দেখাচ্ছে গো ! আমিনুর সাহেব, পোস্ট দিতে বুঝি মেলা কষ্ট হয় ? বেশি বেশি পোস্ট করেন।

ধন্যবাদ ও শুভ কামনা।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

আমিনুর রহমান বলেছেন:


আপনার মন্তব্য পাবার আশা যেকোন ব্লগারই করে। আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। টম অসুস্থ :(
লিখতে আমার খুব কষ্ট হয় ভাই। মাথায় পোষ্ট ঘুরে কিন্তু লিখতে হবে সেই কষ্টে আর পোষ্ট দেয়া হয়ে উঠে না।
ইনশাআল্লাহ্‌ আলসেমী দূর করে এবার বেশী বেশী পোষ্ট দিয়ে আপনাদের বিরক্ত করবো।

ভালো থাকুন নিরন্তর।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার বেশ কমিডি পোস্ট হয়েছে ভাই । !:#P

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মামুন ইসলাম। জীবন-ভর তো গাম্ভীর্য বজায় রেখেছি এবার না হয় একটু কমেডি করলাম।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

আরইউ বলেছেন: চরিত্রগুলোর বয়স এত হয়ে গেলো, তবু কারো বার্ধক্য আসেনি। ভাবনাটা ভালো লেগেছে। ধন্যবাদ!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:


এমন যদি সত্যিই হতো কল্পনা করার চেষ্টা করি এই ছবিগুলো দেখে !

ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আজ না একদিনতো এদের বদলে নূতন কেউ জনপ্রিয়তা পাবেই ঠিক তখনই বলা যাবে এরা বৃদ্ধ,অবসরের সময় হয়েছে।।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন: অন্য কেউ হয়ত জনপ্রিয় হবে কিন্তু এদের কেউ ভুলবে না ।

ধন্যবাদ। অনেকদিন পর ব্লগে দেখছি আপনাকে।
ভালো থাকুন নিরন্তর।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ব্যতিক্রমী চিন্তা ও চমকপ্রদ ৷দর্শকেরা বুড়ো হলেও চরিত্রেরা কালে হতেও পারে এমন ৷পেছনের ক্রিয়েটিভ দুষ্টামির চিন্তাগুলো সবকালে হয়ত প্রায় কাছাকাছি থাকে ৷ধন্যবাদ ৷

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫

আমিনুর রহমান বলেছেন:



ভীষণ ক্রিয়েটিভ ... প্রথমে আমি টম এন্ড জেরীর ছবিটা দেখেছি। ওটা যে ওদের বৃদ্ধাবস্থার ছবি সেটা মাথাই আছেনি।

ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন নিরন্তর।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬

রিকি বলেছেন: ভাইয়া রোড রানারটাকে দেখে বেশি মজা পেয়েছি, পায়ের সাথে চাকা লাগিয়েছে!!!! ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন:



ভীষণ ক্রিয়টিভ চিন্তা। সবগুলোই অবশ্য অনবদ্য মনে হয়েছে আমার কাছে। এদের এই অবস্থার একটা কার্টুন হলে কেমন হতো কাল থেকে কল্পনা করার চেষ্টা করছি :P

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২

লেখোয়াড়. বলেছেন:
চমতকার উইটি পোস্ট। ব্যতিক্রমী বিষয়ও বটে!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৮

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ ব্রাদার। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম একটা পোষ্ট দিবো। তাই গতকালকে সন্ধায় বসে পোষ্ট লিখছিলাম অন্য একটা বিষয় নিয়ে। হঠাৎ চোখে পড়লো টমের পিকটা দেখলাম। একে একে সব দেখার পর সবাইকে শেয়ার করার লোভটা সামলাতে না পেরে দিলাম পোষ্ট।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার একটি পোষ্ট। মজা পেলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

আমিনুর রহমান বলেছেন:



সার্থক হলাম ! মজার এবং ক্রিয়েটিভও

ধন্যবাদ ! ভালো থাকবেন নিরন্তর !!!

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭

সাহসী সন্তান বলেছেন: অ্যানিমেনশনিষ্ট ও চিত্র শিল্পী এন্ড্রু তারুসভ এর ভাবনা টা দারুন! আর তার থেকে দারুন আপনার উপস্থাপনা! অন্যান্য পোস্ট থেকে সম্পূর্ন ব্যাতিক্রম, খুবই সুন্দর এবং সাবলিল একটা পোস্ট! অনেক ভাল লাগলো!

ধন্যবাদ পোস্টের জন্য!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:


এন্ডু তারুসভ ভীষন ক্রিয়েটিভ।
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। অনেকদিন গ্যাপ ছিলাম ব্লগে ব্যস্ততা আর অসুস্থতার জন্য এবার আবার নিয়মিত হবার চেষ্টা করবো। আশা করি এই মাসে আরো কিছু পোষ্ট দেয়ার। দেখা যাক আমি আবার যা তা করি না প্রায়ই :P

ভালো থাকুন নিরন্তর। শুভ কামনা।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দেখে বেশ মজা লাগলো :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯

আমিনুর রহমান বলেছেন:


সেই মজা পেয়েছিলাম আমিও ... আর মজা একা নয় সবাইকে নিয়ে করলে আরো মজা হয়। তাই দেখে শেয়ার করে পারছিলাম না।

ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪

জুন বলেছেন: প্রত্যেকটা কার্টুন চরিত্র অনেক অনেক প্রিয় । আরগুলো না দেখালেও টম এন্ড জেরী নিয়মিত দেখি । আহা ডোনাল্ড ডাক বাগস বানি , রোড রানার মিকি মাউস দেখার জন্য কত অপেক্ষা । বুড়ো হয়ে কৈ হারিয়ে গেল :(
ব্যাতিক্রমী একটি পোষ্টে অনেক ভালোলাগা আমিনুর ।
তবে ভালোলাগা বাটন ক্লিক করি নি , কারন তাহলে আন লাকি ১৩ নম্বর হয়ে যাবে বলে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

আমিনুর রহমান বলেছেন:


আমি অবশ্য সুযোগ পেলে এখনও ইউটিউবে বসে পড়ি কার্টুন দেখার জন্য। আর ছেলে থাকলেতো আর সেটা দেখা হয়নি।
আপনার বাচ্চামীর জন্য একটা লাইক কম পাইলাম :|| পরে আইসা মনে কইরা দিয়েন কিন্তু :P
ধন্যবাদ জুন আপু।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩

জুন বলেছেন: তোমার মাল্টি দিয়ে ১৩ করো , তারপর আমি নাহয় এসে ১৪ নং দেই :P

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

আমিনুর রহমান বলেছেন:


মাল্টি যে ২/৪শ থুক্কু ২/৪টা নাই তা বলবো কিন্তু নিজের পোষ্টে নিজের মাল্টি দিয়া লাইক কমেন্ট দেয়া কেমুন একটা ব্যাপার :(
আপনার মতো সবায় যদি ১৩ দেইখ্যা লাইক না দেয় তাহলে কি হবে জুন আপু :(

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৮

বোকামানুষ বলেছেন: দারুণ :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

আমিনুর রহমান বলেছেন:


আরে এ যে বোমা ! অনেকদিন আপনাকে দেখে ভালো লাগছে।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১

মেহবুবা বলেছেন: বাগসবানিকে বেশ লাগছে, জেরীকে কেন এমন দেখালো ?
আচ্ছা পাপাই দ্য সেইলর ম্যান এর অলিভকে কেমন দেখাবে বুড়ো হলে ?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫

আমিনুর রহমান বলেছেন:



আপনি একদম আমার মনে কথা বলেছেন। ভাবছি তারুসভকে একটা মেইল করে পাপাই আর অলিভ এর ছবি আকার কথা বলবো :)

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। ++

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ :)

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪

অবচেতনমন বলেছেন: বেশ মজার পোস্ট, ভাল লাগলো , আমিন ভাই কেমন আছ তুমি বহুদিন পর তোমার সাথে, ভালো থেকো সর্বদা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

আমিনুর রহমান বলেছেন:


আমারও মজা লেগেছিলো বেশ।
আমি ভালো আছি। দোয়া করবেন সবসময় যেনো ভালো থাকতে পারি।

আপনিও ভালো থাকবেন নিরন্তর আর মাঝে মাঝে এসে উঁকি দিয়ে জানিয়ে যাবেন আপনার খবর :)

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০

রাবার বলেছেন: আমার টম আর জেরি বুড়া হইয়া গেলুউউউ :((

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮

আমিনুর রহমান বলেছেন:


টম এন্ড জেরী'র বুড়ো বয়সে কার্টুন কেমন হবে কল্পনা করেন তো !
ধন্যবাদ।

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার পোস্ট, ভাল লাগলো ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার :)

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: +++

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ !

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

জসিম বলেছেন: প্রিয় কার্টুন :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০

আমিনুর রহমান বলেছেন:



সবাই বুড়িয়ে গেছে :P

ধন্যবাদ :)

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: কয়েকটারে তো আরও কিউট লাগতেছে। বিশেষ কইরা বাগসবানিরে ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

আমিনুর রহমান বলেছেন:


এরা আমাদের মনে এমনভাবে গেঁথে আছে এরা থুড়থুড়ে হলেও আমাদের কাছে কিউট থাকবে সবসময় :) বাগসবানিকে সত্যি ভীষণ স্মার্ট লাগছে।

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজাদার আয়োজন!

কার্টুনিস্টরা তো এদেরকে চিরতরুণ হিসেবেই উপস্থাপন করছে। এন্ড্রু তারুসভকে ধন্যবাদ, সত্যকে ধারণ করার জন্য। আপনাকে ধন্যবাদ, খবরটি তুলে ধরার জন্য :)

আরও নতুন/তরুণ চরিত্র আসা উচিত নয় কি?

যা হোক, ডোনাল্ড ডাকের ভাব দেখে আশ্বস্ত হলাম। অশীতিপর ডোনাল্ডের তাকত কমে নি :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

আমিনুর রহমান বলেছেন:


মইনুল ভাই চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ। তারুসভ হয়ত পরবর্তিতে আরো কাউকে নিয়ে আসতে পারে। আসলে চেষ্টা করবো সকলকে জানানোর। দারুণ বলেছে অশীতিপর ডোনাল্ডের তাকত কমেনি বরঞ্চ এখানে আরো বেশী এগ্রেসিভ মনে হচ্ছে।

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,




ঈশশশশশশশশশ........ এতো মজাদার পোষ্টে ১৩ নং লাইক দেয়ার কেউ নেই ? ব্লগার জুন অনেক কোশেশ করেও একখানা লাইক দিতে পারছেন না । আপনার লাইকের সংখ্যা আসলেই আনলাকি থার্টিনের পাল্লায় পড়েছে ।
যাক আমিই না হয় আনলাকি থার্টিন হই । এর পরে জুন এর ১৪ নং লাইক দেয়ার জন্যে তথ্য আইনের ৫৭ ধারা বাতিল হয়ে গেল । যতো খুশি , যে ভাবে খুশি লাইক দিন আপনারা সকলে .... :P

লাইকের বাটনটা কই থাকে ?????????????

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

আমিনুর রহমান বলেছেন:



জুন আপু'র খবর আছে এইবার উনি ১৩নং লাইক দিবে বলেছে আর সেই মুহুর্ত থেকে দেখি আমার কমেন্ট পড়ে কিন্তু লাইক পড়ে না :| আমি কনফার্ম উনার কমেন্টের জন্য আমার কয়েকটা লাইক কম পড়েছে। উনার জরিমানা হওয়া উচিৎ। এর আগেও আশি টাকার নাস্তা পাওনা আছি জুন আপু'র কাছে তাও খাওয়াচ্ছেন না। আগামী ২ দিনের মধ্যে যদি উনি না খাওয়ান সোজা উনার বাসায় গিয়ে হাজির হবো এবার ভাবছি।

এই হাজিরাতে আপনাকে সাথে নিয়া যামু জী এস ভাই ... :)

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চমৎকার । বেশ মজাদার ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬

আমিনুর রহমান বলেছেন:


:) ধন্যবাদ কথা কথি কেথি কথন।

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

লালপরী বলেছেন: হা হাহা দারুন মজার পোস্ট আমিনুর ভাই । গোফিরে দেখে :((

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

আমিনুর রহমান বলেছেন:



will make you happy 4 food :P
সকল ধন্যবাদ শিল্পী তারুসভের পাওনা।

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ । বেশ মজা পেলাম আমিনুর ভাই ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

আমিনুর রহমান বলেছেন:


সেই মজা ... শিল্পীর ক্রিয়েটিভ চিন্তার ফসল।

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,



আমি যাওয়া যাওয়ির মধ্যেই নেই । ৮০ টাকার নাস্তা খেতে জুন এর বাসায় যেতে মিষ্টিই তো কিনতে হবে নিদেন পক্ষে ৩৫০ টাকার । এর পরে যাতায়াত খরচ তো আছেই । :((
অংকে মেট্রিকে কতো পেয়েছিলেন ? নির্ঘাৎ ফেলটুস মেরেছিলেন । ;)

৮০ টাকার নাস্তা পাওনার কথা তো দেখছি / শুনছি চার বছর ধরে । তারপরও সাধ হচ্ছে ৮০ টাকার নাস্তার ? না খেলে কি হয় ? আপনি কয়বার বেলতলা যাবেন ? :(

এখনও ভাবুন , যাবেন কি যাবেন না ?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:






মেট্রিকে জেনারেল আর উচ্চতর দুই খানাতেই লেটার মার্ক ছিলো এমনকি ইন্টারমিডিয়েটও ২ পার্টই লেটার ছিলো। স্কুলে অংকের উড়োজাহাজ হিসেবেই খ্যাত ছিলাম কিন্ত এই খানে এসে গণ্ডগোলটা পাকছে অন্য জায়গায়। ভেবেছিলাম আপনার উপ্রে দিয়া সব কইরা দিমু কিন্তু আপনে যে অংকের রকেট আছিলেন তা কেমনে জানুম :(

অবশ্য আমাদের দুজনেরই হাঁটার পথ জুন আপু'র বাসা তাই ভাড়া লাগতো না শুধু যদি আপনে মিস্টির ব্যবস্থা করে দেন তাইলেই যাইতাম পারি :P

আমি ৮০টাকার নাস্তার দাবি এই জীবনে ছাড়তাম না :P

৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

অপ্রতীয়মান বলেছেন: দারুন ক্রিয়েটিভ চিন্তা প্রসূত কাজ। তবে যে কোন কারণেই হোক মিকি এন্ড মিনি মাউস আউটফিটটা ঠিক মনে ধরল না। হয়তো এভাবে কখনো ভাবিনি বলেই হয়তো, তবুও একটু অন্যরকম।

শেয়ার করার জন্যে ধন্যবাদ। আর এমন পোষ্টে প্লাস না দিয়ে তো উপায়ই নেই :)

শুভ কামনা :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:



ইউনিক চিন্তা। আমি তো প্রথমে মিকি আর মিনিকে চিন্তেই পারছিলাম না... কল্পনা যেহেতু তাই হয়ত একেকজনের কাছে একেক রমক লাগতে পারে।

তোমাকেও ধন্যবাদ। অনেক দিন ব্লগে দেখলাম তোমাকে ।

ভালো থেকো নিরন্তর।

৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: দারুণ লিখেছেন ভাই, অংকন গুলো চমৎকার হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২

আমিনুর রহমান বলেছেন:


আনারুল ভাই অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখছি :)

ধন্যবাদ। তবে সকল প্রশংসা শিল্পী তারুসভের প্রাপ্য।

৩৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

চটপট ক বলেছেন: সবগুলা কার্টুন চরিত্রের সাথে পরিচিত নই , তবে তাদের বুড়ো বয়সে দেখে মজা লাগছে :)

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

আমিনুর রহমান বলেছেন:


এই বুড়াদের নিয়ে একটা কার্টুন হলে আরো মজা হইতো :)

৩৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর। ভাল পোস্ট।

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ভাইজান :P

৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
ওয়াও দারুণ মজাদার পোস্ট তো ভাইয়া। :)

আপনার এই পোস্টের লিঙ্কটা ফেসবুকে দেখেই অনেক দিন পর আবার সামুতে আসলাম।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২

আমিনুর রহমান বলেছেন:



অনেকদিন পর তোকে দেখে ভালো লাগছে। অনেক কিছু মিস করি। ঢুকেছিস যখন তখন নিয়মিত হতে পারিস।
ব্লগে নতুন-পুরাতন মিলে আমি বলব ভালো সময় যাচ্ছে।

৪০| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: হাটাপথে নই আমিনুর , বিমান পথে B-)

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

আমিনুর রহমান বলেছেন:


নাস্তার খাওয়ানোর ভয়ে পালাইছেন বুঝি :P

৪১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

ঢাকাবাসী বলেছেন: দুর্দান্ত পোস্ট, অপুর্ব সব কার্টুণ চরিত্রের ছবি। খুব ভাল লাগল।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ভাই। সব আমাদের মতো বুড়া হয়ে গেছে ভাই :(

৪২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

অর্থান্তর বলেছেন: ওমা , কি সুন্দর ছবি গো ! :D

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

আমিনুর রহমান বলেছেন:


বুড়া বয়সেও একেকজন কি স্মার্ট। আসলে আমাদের মনেই এদের জন্য একটা সুন্দর জায়গা দখল করে আছে বলেই এরা সবসময় সুন্দর।

৪৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উইল ই. কোয়েট এন্ড দ্যা রোড রানার এন্ড টুইটি এন্ড সিলভাস্টার.......দুটোই ফেভারিট
মধুর স্মৃতির জাবর কাটা
চমৎকার পোষ্ট
অনেক ধন্যবাদ

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

আমিনুর রহমান বলেছেন:



মধুর স্মৃতির জাবর কাটা ! দারুণ বলেছেন।

চমৎকার কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৪৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,



কইলেই হইলো আপনি অংকের উড়াল জাহাজ ? কোন আমলের ? রাইট ব্রাদার্স আমলের ? সে জন্যেই গোত্তা খেয়ে পড়েছেন । :P
শুনুন , কানে কানে কই । অন্য কেউ শুনলে বিনে পয়সায় আইডিয়াটা পেয়ে যাবে আর আড়ালে আবডালে হাসবে আমাদের নিয়ে । চুপি চুপি শোনেন, ওয়ান টাকা সেভড ইজ ওয়ান টাকা আর্নড । সে থিয়রীতে একটা কাজ করুন । আমার মাথায় সবটা না ভেঙে, ৮০ টাকার নাস্তার দাম বাদ দিন । আর পায়ে হাটা পথ বলেছেন । হেটে যাবেন । পাগল হয়েছেন ? ইজ্জত কা সওয়াল হয়ে যাবেনা ? রিক্সায় কত লাগবে ? ২০ টাকার মতো ? তাহলে ৮০ + ২০ = ১০০ টাকা বাদ দিয়ে ২৫০ টাকার মিষ্টি কিনলেই হয় । ১ কেজির কম হবে, এই আর কি ! প্যাকেটের গায়ে সুন্দর করে লিখে দিতে হবে – “ নাস্তার ৮০ টাকা ও রিক্সা ভাড়া বাবদ সাকুল্যে ১০০ টাকা কর্তন করা হলো আপনার সম্মানার্থে--” । B-) দেখলেন তো কতো সহজেই ১০০ টাকা বাঁচিয়ে দিলুম ?
ওহ হো --- একটা মুশকিল হয়ে গেলো আবার !!!!!! জুন এর ওখানে এখন যেতে হলে নাকি বিমান পথে যেতে হবে । তেমনটাই বলেছেন জুন, দেখলুম । বিমানে গেলে তো অনেক খরচ ! এক কাজ করা যায়, এয়ারপোর্টের সিকিউরিটির কাউকে চেনেন ? তাকে “ দোস্ত বিড়িডা খা । আইতাছি ” বলে যদি প্লেনের চাক্কা ধরে যাওয়া যায় ? বিড়ির দাম ১ টাকা ছাড়া আর কোনও খরচ নাই । :(
দেখলেন , কতো পয়সা বেঁচে গেলো ?
এর নাম ব্রেন ------ রকেটের গতিতে কি সহজে টাকা বাঁচানোর অংকটা করে ফেললুম !!!!!
একেই বলে আইডিয়া ---------- :D

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

আমিনুর রহমান বলেছেন:



সেই বুদ্ধি জী এস ভাই ! এইজন্যই বলি তো আপনি রাতে ঘুমান না কেনো :P
এর চেয়ে ভালো কাজ করা যায় জুন আপু তো একদিন না একদিন দেশে ফিরে আসবেই। তারচেয়ে বরং আমরা এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করতে পারি সাথে যদি ২/১ কাজ যোগাড় হয়ে যায় তাহলে তো কথাই নাই কনফার্ম থাকেন প্রিমিয়ার সুইটস এর শো রুমের সব মিষ্টি তো কেনা যাবেই সাথে ঢাকায় মিনিমাম পাঁচ তলা বাড়ীও পাওয়া যাবে। শুনেছি এয়ারপোর্টের ঝাড়ুদারদেরও ঢাকায় মিনিমাম একটা বাড়ী আছে এয়ারপোর্টে চাকুরীর টাকায়। আমরা নিশ্চয়ই আরো ভালো কিছু পাবার যোগ্যতা রাখি।

এইবার দেখছেন আমি রাইট ব্রাদারস যুগের জাহাজ হলে বুদ্ধি ভালোই জানি :P

৪৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৭

সায়েদা সোহেলী বলেছেন: টম এন্ড জেরী কে দেখে বেশি মজা পেয়েছি :)

শেয়ার করার জন্য ধন্যবাদ

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:



নিজেকে সৌভাগ্যবান মনে হয় যারা ব্লগে হঠাৎ আসে আবার চলে যায় তাদের কমেন্ট দেখে। এই আন্তরিকতাটুকু সারাজীবন যেনো পাই। ভালো থাকবেন নিরন্তর।

৪৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪

গোর্কি বলেছেন:
চমৎকার পোস্ট। +++++++

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ গোর্কি :)

৪৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

ডি মুন বলেছেন: পোস্ট খুব একটা ভালো নয় নাই :)
বুইড়া বয়সে কার্টুন নিয়ে ভীমরতি--- কাহাতাক সহ্য করা যায় !!!!!! :)
৫৭ ধারায় আপনার বিরুদ্ধে মামলা করুম। তবে এ ব্যাপারে তদন্তের জন্যে প্রবাসী ভাই আর মাহমুদ পাগলা ভাইকে আগে হাত করতে হবে।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:



তুই আমার ভাই লাগিস ! এমন অপপ্রচার কেমনে চালাস বুঝি না ! ১৬ বছরে বুঝি কেউ বুইড়া হয় !!
পাগলার সাথে ২ দিন ছিলাম পাগলা আপতত আমার সাথে থাকবে তদন্ত যাইহোক রিপোর্ট আমার দিকেই থাকবে। আর প্রবাসী ওর জন্য কুরবানী মাংস রেখেছি তো ;) অতএব সে ও :D

উলটা ৫৭ ধারায় তুই ঢুকে না যাস আবার :P

৪৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

কিরমানী লিটন বলেছেন: অনেক মজার পোষ্ট - ভারী চমৎকার...
শুভকামনা নিরন্তর...

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮

আমিনুর রহমান বলেছেন:



এই বুড়াদের নিয়ে একটা কার্টুন করা গেলো বেশ হতো। ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।

৪৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫২

ডি মুন বলেছেন:
প্রবাসী ভাই এর জন্যে কোরবাণীর মাংস রাখছেন !!!! :)

আগে বলতে হয় এসব কথা :) তাহলে কি আর... !
যাই হোক, আমি এবার ঢাকায় এসে প্রবাসী ভাই এর জন্যে রাখা মাংস খাব। উনি আমাকে খেতে বলেছেন। :)

আমি ৫৭ ধারায় অভিযুক্ত হয়ে আপনার বাসায় দাওয়াত খাইতে চাই আমিন ভাই :)

আপনি বলেন আমীন !!! :-B

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৬

আমিনুর রহমান বলেছেন:




৫৭ ধারায় পড়লে তো আমার এখানে সোজা শ্বশুরবাড়িতে দাওয়াত খাইতে হবে। প্রবাসী আসুক দেখা যাক মাংস তোকে দেয়া যাবে কি না !

৫০| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

মশিকুর বলেছেন:

দারুন তো... খুবই মজার হইছে আমিনুর ভাই :)

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মশিকুর। আপনাকে অনেকদিন পর দেখলাম অবশ্য আমিও যে খুব নিয়মিত তা অবশ্য নয়।
চেষ্টা করি ব্লগে নিয়মিত হবার ব্যস্ততা এতো বেড়ে গেছে সময় করে উঠা হয়ে উঠে না।

ভালো থেকো নিরন্তর।

৫১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা ব্যপক মজা পাইলাম :) :)

আমি উডি উডপেকাররে দেখতে চাই সাথে বোনাস হিসেবে বুড়ো খুনখুনে গলায় ঐতিহাসিক হাসিটা B-) B-)

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

আমিনুর রহমান বলেছেন:


দেখা উডি উডপেকারকে নিয়ে কিছু আসে কিনা। হাসিটা ৩/৪ বার শুনলাম।

তুমি কোথায় এখন? ব্লগে দেখে ভালো লাগছে।

৫২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪

প্রবাসী পাঠক বলেছেন: মুন আবারো তোমার বিপক্ষে ভুট দিলাম। এত ভালো ভালো খাবার রাইখা তোমার সাথে থাকার কুনো মানে আছে? আর আমার জন্য রাখা খাবারে ভাগ বসাইলে এক্কেরে কুইট্টালাইবাম!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৫

আমিনুর রহমান বলেছেন:


@ডিম নুন

৫৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০০

ছোট্ট নিথী বলেছেন: ভালো লাগা দিয়ে গেলুম।+ চেনা যায়? :-0

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:


কিছু মুখ কিছু স্মৃতি কখন কি ভুলে থাকা যায়। আজকের দিনের সেরা উপহার এটা আমার জন্য।

পিচ্চি, তুই ভালো আছিস তো :)

৫৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:১১

প্যারাডাইস বলেছেন: বাহ ! দারুন পোস্ট। শুভ কামনা।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৫৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪১

ছোট্ট নিথী বলেছেন: আসল উপহার তো আপনার কোলে ভাইয়া। এসেই তোমাদের নিয়ে পোস্ট দিলুম কিন্তু সবাই গায়েব। :(

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

আমিনুর রহমান বলেছেন:


কোলেরটাও এখন ৮ বছরের আর নতুন একটা আসলে গত ২৬ অগাষ্টে :) অনেকেই নেই এখন বলতে গেলে আসলে কেউ নেই সেই সময়। তবে অসুবিধা নেই একে একে সবাইকে আবার ধরে নিয়ে আসবো আমরা :)

৫৬| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

কালের সময় বলেছেন: =p~ যতসব ছেলে মানুসী কাজ কাইম

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

আমিনুর রহমান বলেছেন:



যে যেমন সে তেমনই ভাববে =p~ =p~ =p~

৫৭| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্রিয়েটিভ এবং মজার একটি পোষ্ট।ধন্যবাদ।




ভালো থাকবেন নিরন্তর।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ।
ভালো থাকুন।

৫৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

ছোট্ট নিথী বলেছেন: কোলেরটাও এখন ৮ বছরের আর নতুন একটা আসলে গত ২৬ অগাষ্টে ফেবুতে দেখলুম, ভারি মিষ্টি বাবু। :`>

তবে অসুবিধা নেই একে একে সবাইকে আবার ধরে নিয়ে আসবো আমরা
ঝটিকা অপারেশন শুরু করুন। B-))

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৪

আমিনুর রহমান বলেছেন:



আজ এবং এখন থেকেই সেই অপারেশনে নেমে পড়ি আমরা :)

৫৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০

মানবী বলেছেন: টুইটিকে দেখে সবচেয়ে মজার মনে হয়েছে।

বাস্তবে এরা কখনও বার্ধক্যে পৌঁছুবেনা। আমাদের মা খালারা তাঁদের শৈশবে মিকি মিনি দেখে বড় হয়েছেন, আমরা আমাদের শৈশবে দেখেছি, আমাদের পরবর্তী প্রজন্ম দেখছে তাদের পরবর্তী প্রজন্মরাও শৈশব কাটাবে প্রানোচ্ছল টগবগে মিকি মিনির উচ্ছল তারুন্য দেখে!
ব্যতিক্রমী পোস্টের জন্য ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

আমিনুর রহমান বলেছেন:


মানুষের ক্রিয়েটিভিটি দেখে অবাক হই মাঝে মাঝে। এই কার্টুনগুলো বয়স ৭০/৮০ বছর এখন আমরা একই মুগ্ধতা নিয়ে দেখি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মানবী।
ভালো থাকবেন নিরন্তর।

৬০| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:২০

দূরে থাকা মেঘ বলেছেন: হেহেহে, কি মজা যে লাগলো, বুঝাতে পারবোনা :) তবে উডি উডপেকারে দেখে বেশি মজা লাগছে :)

ভাই, ভয় লাগছে, বুড়িয়ে যেতে দিলেই মরে যেতে দিতে হবে :(( । এটা হলে আমার বাচ্চারা কেমনে দেখবে ওদের? X(

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:


এটা অবশ্য ঠিক এরা বুড়িয়ে দিতে হলে একদিন তাদের মৃত্যুও হতে হবে। আশা করছি এমনটি কখন হবে না। যুগে যুগে এরা আমাদের কাছে সেই একই রকম থাকবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৬১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কার্টুন ছবি গুলো বেশ জনপ্রিয় ।বিশেষ করে ছোটদের কাছে । প্রজন্মের পর প্রজন্ম এসব কার্টুন দেখে একই রকম মজা পাচ্ছে । সত্যি বিস্ময়কর । আপনার পোস্টটিও হয়েছে অসাধারণ ।+++

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ সেলিম ভাই। কার্টুনগুলো জনপ্রিয় তবে আমার কাছে মনে হয় এই কার্টুনগুলো ছোটদের মতো বড়দের কাছেও সমান জনপ্রিয়। বিশেষ করে আমি এখন নিয়মিত কার্টুন দেখি :প

চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৬২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯

তারছেড়া লিমন বলেছেন: চরম এক খান পুষ্টায়ছেন ভাই। দিন দিন আমি ও সাদা হচ্ছি মানে চুল দাড়ি আর কি। আম্রে কিরাম ধেখাবি সিডাই ভাবচি?

ভাবী আর বাবু কেমন আছে?

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩

আমিনুর রহমান বলেছেন:

চুল আমারতো আগেই পড়েছে এখন যে কটা আছে সবই সাদা ;)

ভাবী আর বাবুরা ভালো আছে। তুমি কেমন আছিস??? ২১ তারিখে নীলফামারি যাচ্ছি। পুজার ছুটি বা মহরমের ছুটি থাকলে চলে আসতে পারিস।

৬৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

তারছেড়া লিমন বলেছেন: আমার যাওয়ার কোন জায়গা নেই ভাই............২৫ তারিখ পোগ্রাম রেখেছে অফিস তাই নিয়েই ছুটি পার করতে হবে........... কি করবো ভাই পরের গোলামী করি যে....... তবে যদি সৈয়দপুর যাই তবে আর মিছ নাই দেখা করবই......

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

আমিনুর রহমান বলেছেন:


আমাকে জানাস তাহলে। ভালো থাকিস :) :)

৬৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: :-B :-B দারুণতো।

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮

আমিনুর রহমান বলেছেন:



তুই কোথা থেকে এসে হাজির হলি :-B B:-)

৬৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


ভালোই

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ।

৬৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২১

দর্পণ বলেছেন: দারুন একটি কার্টুন পোস্ট।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ দর্পন। আপনাদের মতো সুন্দর করে লিখতে পারি না বলে অন্যদের ক্রিয়েটিভি শেয়ার করে আপনাদের পাশে থাকার প্রয়াস।

৬৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬

আহমাদ জাদীদ বলেছেন: ভাল লাগলো :)

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ।

৬৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

আহমাদ জাদীদ বলেছেন: চমৎকার!

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

আমিনুর রহমান বলেছেন:




:)

৬৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

নিমগ্ন বলেছেন: B-) :|| ;) অনেক মজা!

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। বেশ মজা :)

৭০| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজার পোস্ট, শেয়ার করার জন্য ধন্যবাদ। কেমন আছেন আমিনুর ভাই? আশা করি ভাল?

ভালো থাকুন সবসময়, শুভকামনা সতত।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার।

ভালো আছি। বেশ ভালো আছি। লাষ্ট ইকো রিপোর্টে আমার হার্টের কন্ডিশন বেশ ভালোর দিকে যাচ্ছে ডাক্তার বললো।
সেই খুশিতে লাফাচ্ছি আরো :P

ভালো থাকবেন আপনিও। সরি দেরীতে রিপ্লাই দেবার জন্য।

৭১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ :) আল্লাহ্‌ দ্রুত আপনাকে সম্পূর্ণ আরোগ্য দান করুন, আমীন।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

আমিনুর রহমান বলেছেন:



আমিন। পাশে থাকবেন সবসময়।

৭২| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

সোহানী বলেছেন: আরে দারুনতো.......

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সোহানী। আমি দেখে শেয়ার করার লোভটা সামলাতে পারিনি :)

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.