নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা যত ছবি - ৪

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

আউলা বাউলা ছবি নিয়ে আবারো একটা ছবি ব্লগ দিয়ে দিলাম। ভালো লাগলে তো ভালো বলবেনই তবে ভালো না লাগলেও ভালো বলতে হবে। না হইলে কইলাম খবর আছে।


এই ছবিটা তুলেছিলাম রাজেন্দ্রপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যানের প্রজাপতি পার্ককে।


এই ছবিতে রাজকান্দি রিজার্ভ ফরেস্টে গিয়ে তুলেছিলাম।


কাপ্তাই নৌ ঘাটিতে তোলা।


আমাদের ফ্যাক্টরীর সামনে।


শ্বশুরবাড়ীর উঠোন থেকে তোলা সুপার মুন।


সম্ভবত আলুবোখারার ফুল। আমাদের ফ্যাক্টরির ফলের বাগান থেকে তোলা।


প্রজাপতি পার্ক থেকে তোলা।


তুলা উন্নয়ন বোর্ড থেকে তোলা


আমার অফিসের বারান্দা।

সবসময় আমার ছবি ব্লগে আমার প্রিয় একটা কবিতা দেই এবারের কবিতাঃ

আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।




ছবিতে মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্র ...
এই ছবিটি দেখলে নিজের বাল্যকাল মনে পড়ে যায়। কত সুখময় ছিলো সেই দিনগুলো। কোথায় হারিয়ে গেলো সেই সময়গুলো। হারিয়ে গেছে সেই সময়ের বন্ধুরা। মাঝে মাঝে হঠাৎ করে হয়ত ২/১ জনের সাথে দেখা হয়ে যায়। মনে হয় কত আপন সেই সম্পর্ক। যুগের পর যুগ চলে গেলো সেই বন্ধুত্তের মাঝে মধ্যে কোন দুরত্ব তৈরি হয় না। আজকের আমার এই পোষ্ট ছোটবেলার খেলার সাথী সেই বন্ধুদের উৎসর্গ করছি।

মন্তব্য ১৭৫ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (১৭৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

মামুন রশিদ বলেছেন: প্রতিটা ছবি অসাধারণভাবে ধারণ করেছেন ক্যামেরায় । মাঝেমধ্যে ব্লগে দিয়ে আপনার কাজ দেখার সুযোগ দিয়েন আমাদের ।

ভালোলাগা++

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২

আমিনুর রহমান বলেছেন:



ব্লগে মামুন ভাই ! মামুন ভাইয়ের ব্লগে থাকা মানে ব্লগে নতুন ও পুরাতন সব ব্লগারদের জন্য অতিরিক্ত একটা অনুপ্রেরণা।

ধন্যবাদ মামুন ভাই সুন্দর কমেন্টের জন্য।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,




ওয়াওওওওওওওওওও.... আউলা বাউলা ছবির পোষ্টে শ্বশুরবাড়ীর উঠোন থেকে তোলা ছবিটিই .... দারুন ।
(শ্বশুরবাড়ীর সবকিছুই ভালো !!!! :P )
শেষের দিকটি দেখে মনে পড়লো হেমন্তকে ------
মুছে যাওয়া দিনগুলি
আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেনো আমায় ..।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮

আমিনুর রহমান বলেছেন:



আপনার চোখ মাসাল্লাহ। একদম ঠিক জায়গায় চোখ ফেলে ঠিক জায়গায় খোঁজাটাও দিয়ে দিলেন :P
হেমন্তের গানটা আমারও মনে পড়েছিলো পোষ্টটা দেয়ার সময়।

ধন্যবাদ জী এস ভাই।

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

নতুন বলেছেন: খুবই চমতকার হয়েছে। আপনার দেখার চোখ আলাদা। ++ :)

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ নতুন। লজ্জা পাইছি। যখন যেখানে চাই একটা ডিজিটাল ক্যামেরা আছেই যেহেতু তুলে ফেলি যা ভালো লাগে। শখের বসে তোলা আর কি :)

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮

বিদগ্ধ বলেছেন:
ছবিতে ফুলের কথা, প্রেমের কথা।
বক্তব্যে হারিয়ে যাওয়া ছেলেবেলার কথা।
সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭

আমিনুর রহমান বলেছেন:


সুন্দর মন্তব্য। ধন্যবাদ বিদগ্ধ। আপনাকে অনেকদিন পর দেখলাম মনে হচ্ছে।
ভালো থাকুন নিরন্তর।

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

গোর্কি বলেছেন:
অনবদ্য ছবিগুলোর সাথে প্রিয় কবির কবিতা। চমৎকার পোস্টে +++++

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ গোর্কি। কোথাও ঘুরতে গেলে হঠাৎ করে নিজেদের ছবির মাঝে কিছু ছবি তোলা হয়ে যায়। সেই সব আউলা বাউলা ছবি আর কি।

ভালো থাকুন নিরন্তর।

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

মৈত্রী বলেছেন: কাপ্তাইতে তোলা কাশফুলের ছবিটার অরিজিনাল কপিটা চাই...

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

আমিনুর রহমান বলেছেন:


আমি ফেবুতে ড্রপবক্সের লিঙ্ক দিয়ে দিবো নে।

৭| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৯

রিকি বলেছেন: ভাইয়া এগুলো যদি আউলা বাউলা ছবি হয়, তাহলে চরম আকারের ভালোর সংজ্ঞা কি?? :-* :-* :-* অসাধারণ সব ছবি সাথে কবিতাটাও মানিয়েছে :) :) :) পোস্টে অনেক অনেক ভালোলাগা জানবেন :) :) :)

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

আমিনুর রহমান বলেছেন:



রিকি ! ব্লগে এই সময়ের সেরা মুভি রিউভারদের একজন।
প্রশংসা কি ভয়ে করেছেন না নির্ভয়ে :P

ধন্যবাদ রিকি। অনেক অনেক ভালো থাকুন অহর্নিশ।

৮| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

পার্থ তালুকদার বলেছেন: দারুণ সব ছবি।
আমার বিয়েতে...... যাক কইলাম না, বড় ভাই বলে কথা। :)

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

আমিনুর রহমান বলেছেন:



হা হা হা ... আরেকটা যখন করব তখন দেখা যাবে ক্ষন :P

৯| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

রিকি বলেছেন: প্রশংসা কি ভয়ে করেছেন না নির্ভয়ে

ভাই আমি তো নির্ভয়েই থাকি সবসময়। ভয় পাওয়ার মত কোন বিষয় তো দেখি না !!! :-B :-B

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫

আমিনুর রহমান বলেছেন:



ভয়ে বললাম পোষ্টের প্রথমে ভালো না লিখলে খবর আছে বলেছি তো তাই বললাম।
আর তাছাড়া মোটামুটির উপরে প্রশংসা সবাই খবর আছে ভেবেই কমেন্টে ভালো বলছে আমি জানি তো :D

১০| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ








ভালো থাকবেন নিরন্তর।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ।
শুভ কামনা।

১১| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: ছবিগুলো দারুন লাগলো আমিনুর বিশেষ করে বন্ধুদের সাথে তোলা ছবিটা ।
+
আর কই দেখলেন আমার বারান্দা ? আপনি কি বসুন্ধরায় এসেছিলেন কোন কাজে আমিনুর ? কেউ থাকে ? নাকি কোন কাজে ? ।
এর পরের বার আসলে জানাবেন কেমন ।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ জুন আপু।

আপনার বারান্দা আপনার বাসার সামনে থেকে দেখে আসলাম :) বাকিগুলো আপনার বাসায় গিয়ে একদিন উত্তর দিয়ে দিবো নে।

১২| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

জুন বলেছেন: আরেকটি প্রশ্ন আমিনুর বলতে পারেন কৌতুহল । ৪৭ নং কি আনলাকি নাকি ?

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:



না আপু ১৩ আনলাকি :P

১৩| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

গেম চেঞ্জার বলেছেন: প্রজাপতি, লালফুল বিশেষতঃ কাশ/উলের ভিউটা জম্পেশ হয়েছে আমিন ভাই। প্রাকৃতিক সৌন্দর্যের একটা কল্পিত ভ্রমন হয়ে গেল। কৃতজ্ঞতা রইল।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। সার্থক আমি এই আউলা বাউলা ছবি দেখিয়ে আপনাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাতে পেরে।

শুভ কামনা। ভালো থাকুন অহর্নিশ ।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

ডি মুন বলেছেন: পোস্ট একদম ভালো হয় নাই ।
তারপরোও ভদ্রতা রক্ষার্থে কইতেছি --- ভালোই হইছে :)

এই ধরণের প্রকৃতির ছবি কপি করে পেস্ট করা পোস্ট বন্ধ হোক।
B-))

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬

আমিনুর রহমান বলেছেন:



তোর এই পচা কমেন্টে ২ খানা লাইক ক্যারে ! কে কে দিলো ??? যদি জানতে পারি খপর কইরা ফালাম !!!
প্লিজ লাগে এইসব কমেন্ট কইরা আমার পোষ্টের হিট কমাই দিস না ;)

১৫| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

সাহসী সন্তান বলেছেন: একটু ভয়ে ভয়ে আছি তারপরেও কইতাছি, ছবিগুলান কইলাম ভাল হইছে? আর সাথের কবিতাটা অসাম বস......!! পত্তম ছবি আর শশুর বাড়ির সুপার মুনে কইস্যা লাইকান! শশুর বাড়ি থাইক্কা কয়জনার ভাগ্যে এমন সুপার মুন দেখনের সৌভাগ্য হয় কন?

শুভ কামনা জানবেন!!

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

আমিনুর রহমান বলেছেন:




ভালো হইছে এর পর প্রশ্নবোধক (?) চিহ্ন কেনো !!!! শ্বশুরবাড়ীর মতো ভালো কিছু হইতেই পারে না, সারাদিন শুয়ে বসে আরামে কাটিয়ে দেয়া যায়। শুধু চাইতে যতটুকু সময় বলার সাথে সাথে সামনে চলে আসে। আমি তো মনে মনে সবসময়ই বলি শ্বশুর আব্বা যদি একবার বলতো ঘর জামাই হয়ে থাকার কথা তাইলে আমি সব ছেড়ে ছুড়ি চলে যেতাম শ্বশুরবাড়ি।

মন্তব্যের জন্য ধইন্যা ;)

১৬| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

কলমের কালি শেষ বলেছেন: একদমই ভাল অইনাই । কারণ বেশি ভাল হয়েছে ! :P

ছবিগুলো মন ভালকরা ।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

আমিনুর রহমান বলেছেন:



কৃতজ্ঞতা চমৎকার কমেন্টের জন্য।

১৭| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

ধমনী বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ধমনী।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: অস্বাধারণ হয়েছে ছবিগুলো!!! ( মিথ্যে ক'রে কিন্তু বলছি না -- :) :) :))

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন:



এত্তগুলো ধন্যবাদ হাচা করে বলার জন্য।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

প্রবাসী পাঠক বলেছেন: বহুত দিন পর মুনের সাথে একমত হইলাম। ছবি একদম পচা হইছে। শ্বশুর বাড়ি থেকে তোলা ছবিটা কিছুটা ভালো হইছে ( ভাবীকে খুশি রাখার জন্য বললাম)। বাকি ছবিগুলো, না থাক আর না বলি। মুনের কমেন্টে ৩ নং লাইক আমার।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৩

আমিনুর রহমান বলেছেন:



যেভাবে মুনের কমেন্টে লাইক তাতে তো মনে হচ্ছে আমার পোষ্টের চেয়ে মুনের কমেন্টে লাইক বেশী হয়ে যাবে।
আমারে ক্ষেমা কর তোরা আর দিমু না ফডু ব্লগ ;)

২০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১০

সচেতনহ্যাপী বলেছেন: ছবিগুলি দারুন সুন্দর এসেছে,এবার কি করবেন?? কাশফুল দেখেতো প্রথমে ইমারত ভেবেছিলাম :-P ।।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ দিলাম ;)
কাশফুলের ছবিটা পাহাড়ের উপরে তোলা তাই আকাশটাকে কাছে মনে হচ্ছে বেশী।

২১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো হইছে। +++++

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ হাসান ভাই।

২২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১০

প্রবাসী পাঠক বলেছেন: আমার হালাল মাল্টি নিয়া আস্তাছি, মুনের কমেন্টে আর একটা লাইক দিতে।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৯

আমিনুর রহমান বলেছেন:


মাল্টি নিয়া আসলে বাল্টি দিয়া মারমু কইলাম :P

২৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৪

প্র_পা বলেছেন: লাইক নং ১৬ আর স্পেশাল লাইক নং ৫।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৮

আমিনুর রহমান বলেছেন:



আবার আইলে খবর আছে ! মাইর খাবি মুন রে লাইক দিলে :/

২৪| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১২

সায়েদা সোহেলী বলেছেন: আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,
ওয়াওওওওওওওওওও.... আউলা বাউলা ছবির পোষ্টে শ্বশুরবাড়ীর উঠোন থেকে তোলা ছবিটিই .... দারুন ।
(শ্বশুরবাড়ীর সবকিছুই ভালো !!!! :P )
শেষের দিকটি দেখে মনে পড়লো হেমন্তকে ------
মুছে যাওয়া দিনগুলি
আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেনো আমায় ..
। ----।। আমার কিন্তু দু একটা ছাড়া সব গুলোই ভালো লেগেছে , আর স্কুলের বাচ্চাদের ছবিটা অনেক বেশি নস্টালজিক ।

আপনি দেখি মানুষ ভালু না , এমন সুন্দর সুন্দর ছবি থেকে আমাদের বঞ্চিত করে রাখেন /:)

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:




আমি প্রায়ই দেখি ছবিটা আর মনে পড়ে যায় সে সময়।
আপনি মানুষটা ভালো মনে করে আমার পোষ্টে এসে কমেন্ট করে গেলেন।
ভালো থাকুন সবসময় আর বাবুদের জন্য আদর।

২৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর ছবি। ধন্যবাদ

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ প্রামানিক ভাই।

২৬| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
পোস্টের ব্যাপারে কিছু বলাই বাহুল্য। তবে বেশি ভাল লাগলা শেষের উৎসর্গের লাইনটা।

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:


পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু বোঝে আমাকে ...

ধন্যবাদ সালাউদ্দিন কমেন্ট করে অনুপ্রানিত করার জন্য।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত সব ছবি আর জীবনানন্দ দাশের কবিতা ।দারুন ভাল লাগলো । সুন্দর +

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ সেলিম ভাই।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উফসসসস দারুন্সসসসসসসসস ভাইয়া! কিন্তু তেলাপোকার টিকটিকির ছবি নাই কেনু...?খুক খুক?

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩

আমিনুর রহমান বলেছেন:


থ্যাঙ্কু থ্যাঙ্কু। ছবি না তেলাপোকা আর টিকটিকির রেসিপি দিবো নে যেনো তুমি রান্না করে খেতে পারো। :P

২৯| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ ছবিগুলো । একদম প্রফেশনাল ফটোগ্রাফি আর আধুকিন অভিরুচি । অনেক ভালো লেগেছে ।

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫

আমিনুর রহমান বলেছেন:


ধন্য হলাম আপনার প্রশংনীয় কমেন্টে। আমার জন্য প্রেরনারও।
অসংখ্য ধন্যবাদ।

৩০| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০

বিদগ্ধ বলেছেন: আসতে তো চাই ঘনঘন। কিন্তু ঘনঘন সবাইরে পাওয়া যায় না। :(

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮

আমিনুর রহমান বলেছেন:


এখন থেকে আবার ঘনঘন সবাইকে পাবেন।

৩১| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

আমিনুর রহমান বলেছেন:



ব্লগে হয়ত বেশ কিছু সময় আসতে পারবো না। তাই হয়ত কেউ কমেন্ট করলে তার রিপ্লাই দিতে সময় লাগতে পারে। আগেই তাই সরি জানিয়ে যাচ্ছি।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

আমিনুর রহমান বলেছেন:



ঠিক আছে ;)

৩২| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

পাজল্‌ড ডক বলেছেন: সেকেন্ডটা আর শ্বশুর বাড়ীর ছবি বেস্ট হইছে :)

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ। অনেক দিন পর আপনার দেখা পেলাম/

ভালো থাকুন নিরন্তর।

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

সাহসী সন্তান বলেছেন: গত কাল লাইক দিতে পারিনাই। কারণ মন্তব্যটা মোবাইল থেকেে করছিলাম তো, সেজন্য! তয় কামডা এহন শাইরালছি!

জিজ্ঞাসার চিহ্ন কি আর সাধে দিছি রে ভাই? প্রথমেই তো বিষম ভয় ধরাইয়া দিছেন! ভাবলাম কি জানি ভাল কইতে যাইয়া যদি খারাপ কিছু কইয়া ফ্যালাই, তাইলে তো মোর খবর খারাপ! সেই ভয়েই না কি নিকতে কি নিকে ফেলিচি তা কইতারিনা! :P :P

ভয় কিন্তু মুখে পাইনাই ভাই? কাপুনি দিয়া কিন্তু জ্বর আইতাছে কইলাম? :P

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

আমিনুর রহমান বলেছেন:


আশা করছি কাপুনি দিয়ে জ্বর আপাতত কমেছে !
এত্তগুলো ধন্যবাদ।

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

সজিব হাওলাদার বলেছেন: সৌন্দর্যের প্রতি আপনার আন্তরিক টান সত্যিই প্রসংশনীয়।অনেক সুন্দর হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সজিব। এই টান যেনো সবসময় থাকে দোয়া করবেন।
শুভ কামনা। ভালো থাকুন নিরন্তর।

৩৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

আমি মিন্টু বলেছেন: === ( ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++) ===
:) B-) B-) ;) #:-S 8-| =p~ !:#P ) ===

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ প্লাসের জন্য।

৩৬| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

কিরমানী লিটন বলেছেন: চোখ-মন দুটোই ভরে উঠল কানায় কানায়-অসাধারণ!!!
জীবনানন্দের উৎকৃষ্ট উপহার-ডাবল বোনাস ++
সতত শুভকামনা রইলো...

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার। সবসময় যেনো আপনাদের চোখ-মনে দিতে পারি :)

শুভ কামনা। ভালো থাকুন নিরন্তর।

৩৭| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ছবিব্লগ সব সময় ভালোবাসি.......তাই অনেক অনেক ভালোলাগা

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ ভাই।

৩৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

তারছেড়া লিমন বলেছেন: হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়

আমার অসম্ভব প্রিয় একটা লাইন।। আপনাকে ব্লগে আবার দেখতে পেয়ে খুব ভাল লাগছে ভাই।।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ লিমন। আমি তো সবসময়ই ব্লগে আছি, ছিলাম এবং ইনশাআল্লাহ্‌ থাকবোও।

৩৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

দৃষ্টিসীমানা বলেছেন: সবগুল ছবি সুন্দর ।সুপার মুন সব থেকে বেশী ভাল লাগল ।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ।
শুভ কামনা রইল।

৪০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো বেশ কড়া ঝাঁঝের । খুব ভাল লাগলো ।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

আমিনুর রহমান বলেছেন:



ওরে ঝালে ধরেছে বুঝি :P
তাইলে তো ভালো হয়ে নাই :(
ধন্যবাদ। শুভ কামনা রইল।

৪১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৪

মামুন ইসলাম বলেছেন: বহুদিন পড়ে আপনার কাছ থেকে অনেক সুন্দর একটি পোস্ট পেলাম ।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মামুন ইসলাম।

৪২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭

শামছুল ইসলাম বলেছেন: ছোট বেলার কিছু দুষ্টুমির একটা ছিল, দু'জনের কথা বা পছন্দ এক হয়ে গেলে এক জন আর এক জনের গায়ে চিমটি কেটে দিতাম।

আহমেদ ভাইয়ের মত চাঁদের ওই ছবিটা আমারও খুব মনে ধরেছে, তাই আহমেদ ভাইকে একটা ভার্চুয়াল চিমটি আর আপনাকে একটা রঙিন লাইক পাঠালাম।

জীবনান্দ দাশের জন্মদিন আজ,
আপনার পোস্টে উনাকে খুঁজে পেলাম।

ভাল থাকুন। সবসময়।



২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

আমিনুর রহমান বলেছেন:


আমি কবির আজ মৃত্যুদিবস এর কথা জানতাম না। আপনার কমেন্ট দেখেই প্রথমে জেনেছি।
চিমটি আসতে দিয়েন :P

কমেন্টের জন্য ধন্যবাদ।

৪৩| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

শামছুল ইসলাম বলেছেন: একটা টাইপে হয়ে গেছে:
//জীবনান্দ দাশের জন্মদিন আজ,
আপনার পোস্টে উনাকে খুঁজে পেলাম।//

সঠিকঃ
//জীবনানন্দ দাশের মত্যু দিবস আজ,
আপনার পোস্টে উনাকে খুঁজে পেলাম।//

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

আমিনুর রহমান বলেছেন:



:)

৪৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

আহমাদ জাদীদ বলেছেন: ছবিগুলো মোটেই আউলা বাউলা নয় । ভালো লাগল ।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ আহমাদ জাদীদ।

৪৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যেখানে ফুল সেখানে ফোকাস।
ফুল দেখে ক্যামেরা ধরেন। ইডা কিন্তু বালা না /:)

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

আমিনুর রহমান বলেছেন:


একমাত্র আপ্নেই বুঝলেন আমার ফুলের ছবি ব্লগ দেয়ার মানে ;)

৪৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২

আবু শাকিল বলেছেন: ছবি দেখে মুগ্ধ । অনেক আগেই অন্য একটা নিকে আপনার ছবি তোলা দেখে মুগ্ধ হয়েছি ।
আপনি বেশ ভাল ছবি তোলেন।
অসাধারন হয়েছে :)
ধন্যবাদ আমিনুর ভাই ।

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ শাকিল। আশা করি ভালো আছো।
ঢাকায় আসলে ফোন দিও অনেকদিন তোমার সাথে আড্ডা দেয়া হয় না।

৪৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমিনুরভাই ছবি দেখে তো মুগ্ধ হলাম। স্যুপার মুন ইজ রিয়েলি স্যুপার। দারুন সব ছবি।

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

আমিনুর রহমান বলেছেন:



ধনিয়া পাতা এত্তগুলা :D

৪৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৫

অন্ধবিন্দু বলেছেন: তুলা উন্নয়ন বোর্ড থেকে তোলা ছবিটি ছাড়া সবগুলোতে ফিল্ড কনসিডারেশন প্রায় দুর্বল লাগছে। কারণ ডিটেইলস তাজা রাখতে গিয়ে পশ্চাতপট সংক্ষিপ্ত করে ফেলেছেন অনেক। কাপ্তাই নৌ ঘাটিতে সাধ্যগত বাঁধন পেয়েও বাতাসের লহর মিস করে গেলেন। অফিসের বারান্দায় কিন্তু একদম বাজে হয়েছে। যদিও নগণ্য পাঠকের ব্যক্তি মতামত মাত্র, তবুও শেয়ার করলেম কারণ ফটোগ্রাফি কর্মটি আরো অনেক অনেক দৃঢ় হবে এই কামনায়।

পোস্টের শেষ ছবিটাতে মন ভরে আনন্দ পেলাম। ধন্যবাদ... ধন্যবাদ...

(ছবি তুলুন খুব আর পোস্ট ...)

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

আমিনুর রহমান বলেছেন:



পুরো পোষ্টের সবচেয়ে মূল্যবান কমেন্ট এইটা। পরবর্তীতে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবো বিষয়টা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমি যখন ছবি তুলি আসলে তখন একজন ফটোগ্রাফারের দৃষ্টি নিয়ে ছবি তুলি না, কেননা আমি তো ফটোগ্রাফার না আরো বড় বিষয় এই পোষ্টের ২টি ছবি ছাড়া প্রায় সবগুলোই সাধারণ ক্যামেরায় তোলা।

শেষের ছবিটা সত্যিই ভীষণ আনন্দময় স্মৃতি মনে করিয়ে দেয় সকলকে।

৪৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

অবচেতনমন বলেছেন: প্রত্যেকটি ছবিই অসাধারন হয়েছে, খুবই সুন্দর

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা। ভালো থাকুন নিরন্তর।

৫০| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ছবিগুলো সুন্দর। ডিএসএলআর কেবল সোউন্দর্য্যের মাত্রাটা বাড়িয়েছে কেবল। খালি চোখেও দৃশ্যগুলো খুবই সুন্দর লাগবার কথা।

পোস্টে ভালোলাগা রইলো। :)

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

আমিনুর রহমান বলেছেন:



ঠিক তাই ... ধন্যবাদ। কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন নিরন্তর।

৫১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯ ..
নাই মনে ভয়
পাঁচে আর পচায় মিল কি খুব বেশি
সবই সুন্দর যদি তোমার মনে থাকে খুশি :)
==
শ্বশুর বাড়ী রসের হাড়ি
তাইতো সবে দিলাম আড়ি
একা একাই সবটুকু খাই
বাড়াতে জ্বালা সবারে জানাই ;)

==
ইয়ে দৌলত ভি লেলো ইয় সহরত ভি লেলো
ভালে ছিনলো মুঝছে মেরি জাওয়ানি
মাগার মুজকো লটাদো বচপনকা শ্রাবন
ও কাগজকি কাস্তি ও বারিষ কা পানি!!!! -- ছুডু বেলা ফুটুক দেইখা মনে পইড়া গেল !!!! :((

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

আমিনুর রহমান বলেছেন:



এত্তগুলো চমৎকার কমেন্ট !
আপনার ভাবীর সামনে পইড়েন না কখন তাইলে ৫ নাম্বার ছবির পচা বলার দায়ে আপনার খবর কইরা ছাড়বো :P

একদিন সময় করে ফোন দিয়েন আপনার সাথে আড্ডা মারবো।

৫২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০০

অন্ধবিন্দু বলেছেন:
কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমি যখন ছবি তুলি আসলে তখন একজন ফটোগ্রাফারের দৃষ্টি নিয়ে ছবি তুলি না, কেননা আমি তো ফটোগ্রাফার না

জনাব,
পৃথিবীর গুনী ফটোগ্রাফারের কী তাদের প্রথম দিককার ছবিগুলো ফটোগ্রাফারের দৃষ্টিতে তুলেছিলেন ! ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু সখের বশেই শুরু হয়। তাই না ? আর ফটোগ্রাফি তে যে আপনার জ্ঞান আছে তা আমার কাছে লুকোতে পারবেন না। হুম। আপনার ছবিতেই তার প্রমাণ। খুশী হলুম, আপনার অমন মন্তব্য হাসিমুখে গ্রহন করলেন তাই। ছবি নিয়ে আরও অনেক কথা হবে। পোস্টে থাকুন।

শুভ কামনা রইলো।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮

আমিনুর রহমান বলেছেন:


ব্লগে এসে যদি আলোচনা-সমালোচনার মধ্যে থেকে সঠিক উপলব্ধি বা জানাটুকু না জেনে নিজের ধ্যান-ধারনা নিয়ে যদি বসে থাকি তাহলে ব্লগে না লিখে ডায়েরী কিনে লিখা উচিৎ :)

ভালো ছবি যেনো তুলতে পারি এটাই চাই।

শুভ কামনা রইল।

৫৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



সুপার মুনটা আসলেই সুপার লাগছে।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

আমিনুর রহমান বলেছেন:



শুধু সুপারমুনই সুপার ! আর কোনটাকে সুপার হয়নি :/

৫৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

মেহবুবা বলেছেন: কোন ছবি ভাল না লাগলেও ভাল বলতে হবে ?
আগে আলু বোখারা গাছের বিষদ বিবরণ দেন তখন ভেবে দেখবকি করা যায় :D

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:


চার বছর ধরে গাছটা দেখছি। ফুল হয় একটু এখন ফল দেখিনি। স্যার কোথা থেকে এনেছে সেটা অবশ্য জানা নেই। গাছের পাতা আম পাতার ছোট ভার্শন আর ডালগুলো সরু। সবচেয়ে ভালো লাগে শীতের সময় যখন পাতা একদম থাকে আছে তখন প্রতিটি ডালে শত শত পাখি বসে থাকতে দেখা যায় গাছটিতে ...

দিলাম বিবরণ এইবার ভালো বলেন :P

৫৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪

রোদেলা বলেছেন: জীবনানন্দ ,সাথে দারূন ছবি।ভালো লাগছে।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ রোদেলা।

শুভ কামনা রইল। ভালো থাকুন নিরন্তর।

৫৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর সব ছবি। শেয়ার করায় আমাদেরও দেখার সুযোগ করে দেবার জন্য ধইন্যা। :)

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

আমিনুর রহমান বলেছেন:


ধনিয়া পাতা :P

শুভ কামনা রইল। ভালো থাকুন নিরন্তর।

৫৭| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

অন্তরন্তর বলেছেন: সুন্দর ছবিগুলো সাথে জীবনানন্দ পেলাম উপরি হিসেবে।
শুভ কামনা রইল।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ভাই। আশা করি ভালো আছেন আপনি।
ভালো থাকুন প্রতিনিয়ত সেই কামনা রইল।

৫৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

মুদ্‌দাকির বলেছেন: কাশফুলের পিছনে আকাশী আকাশ দারুন !!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। আপনাকে অনেকদিন পর ব্লগে পেলাম। নিজের সমকালীন ব্লগাররা অনেকদিন পাওয়া স্কুলের বন্ধুদের হঠাৎ করে অনেকদিন পর পাওয়ার যে আনন্দ তেমন মনে হয়।

শুভ কামনা রইল। ভালো থাকবেন নিরন্তর।

৫৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

আলোরিকা বলেছেন: প্রকৃতি কন্যা কাপ্তাইকে মনে পড়ে গেল ! খুব মনে পড়ে - প্রায় দেড় বছর ছিলাম কাপ্তাইয়ে ।

প্রকৃতির সাথে প্রকৃতির কবির কবিতা - সুন্দর ! :)

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

আমিনুর রহমান বলেছেন:



রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার পথটা আমার মনের মধ্যে গেঁথে গেছে। এক পাশে লেক আর অন্য পাশে পাহাড়, বনভূমি। অসাধারণ ছিলো ... আপনার সৌভাগ্য কাপ্তাইয়ে দেড় বছর থাকার ভাগ্য হয়েছে।

ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

৬০| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

মানবী বলেছেন: বাহ্! সুন্দর!

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মানবী :)

৬১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

ছবিগুলো অনেক বেশি সুন্দর !

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

আমিনুর রহমান বলেছেন:



থ্যাঙ্কু :)

৬২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার ফটোগ্রাফি :)

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ তাহসিনুল :)

৬৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৩

রুদ্র জাহেদ বলেছেন: অসাম ছবি ব্লগ।বেশি বেশি আকর্ষণ করতেছে+++

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

আমিনুর রহমান বলেছেন:


অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ রুদ্র জাহেদ।

৬৪| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: সবগুলোই সুন্দর কিন্তু শ্বশুর বাড়ির চাঁদ ছবিটা বেশি সুন্দর ..

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

আমিনুর রহমান বলেছেন:



শ্বশুরবাড়ীর আরো অনেক কিছুই আছে যা সুন্দর না মধুরও :P

৬৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছবিগুলো দেখে বিস্ময়ে থমকে গেছি, অপূর্ব, অপূর্ব, অপূর্ব!!! (দরজা বন্ধ কইরা আসি, অভিনেতা অপূর্ব না আবার চলে আসে :P )

ভাই, আরও বেশী বেশী ছবিব্লগ চাই। আপনার ছবি'র ভক্ত হয়ে গেলাম। :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

আমিনুর রহমান বলেছেন:



এবারের ব্লগের সংকলনে খুব ইচ্ছে ছিলো ছবি ব্লগ জমা দেবার কিন্তু কাজ আমাকে ছুটি দেয়নি তাই দিতে পারিনি। দেখেন কতদিন পর ব্লগে কমেন্টের সুযোগ পেলাম।

এত্তগুলো ধন্যবাদ অনুপ্রেরণা দায়ক কমেন্টের জন্য।

৬৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: কেউ ভালো ছবি তুললে আমার হিংসে হয় কেনো বলতে পারেন!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

আমিনুর রহমান বলেছেন:


যে কারণে আমার হিংসে হয় আপনার ঘুরাঘুরি দেখে ;) :P

৬৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর ছবি। আমার ছবি কই? খুইজা পাইতেছি না /:)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:


তোর ছবি ডেভেলভড করতে গিয়ে নষ্ট হয়ে গেছে :P

৬৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩

প্রবাসী পাঠক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:



তোমাকে ও বিজয়ের শুভেচ্ছা।

৬৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

এমডি এআর মুবিন বলেছেন: প্রথম তিনটি ছবি এবং সুপারমুন এর ছবি অভূতপূর্ব হয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মুবিন !

৭০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

এমডি এআর মুবিন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

আমিনুর রহমান বলেছেন:


:)

৭১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: না বললে যে আবার খবর করবেন । তাই আর কী একটু বাড়িয়ে বললাম !!!!

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

আমিনুর রহমান বলেছেন:


খবর তো অবশ্যই তো :) ধন্যবাদ ব্রাদার।

৭২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

গেম চেঞ্জার বলেছেন: আমিনুর ভাই, বেশদিন হলো পোস্ট দেন না। নতুন পোস্টের অপেক্ষায়.......

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

আমিনুর রহমান বলেছেন:



ফ্রেব্রুয়ারীতে দিবো :) ধন্যবাদ ব্রাদার :) :) :)

৭৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
আমিনুর সাহেব খোঁজ নিয়ে গেলাম; কিছু পোস্ট করলেন কি না তার। ব্যস্ততা/অলসতা/না ব্লগের প্রতি অনাগ্রহ! কোনটা আপনার পথের কাঁটা জানিতে চাই। আর যদি বলেন লিখিতে পারি না। তবে বলিবো, কি বলেন ? এ অনলাইন-যুগে এসেও লিখতে পারছেন না! এও হয় নাকি ;) বসেন, টাইপ করেন, না হলে কপি পেস্ট করেন! B-))

চিন্তা করিয়েন না, পাঠক হুলুস্থুল পড়ে। আপনার কপি-পেস্ট ধরিতে পারিবে না।।।

হে হেহ হে হেহ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

আমিনুর রহমান বলেছেন:



সকালে ব্লগে এসেই এমন একটা কমেন্ট মন ভালো করে দিলো আমার। অনলাইন একটা জায়গায় যেখানে মানুষ ৫ দিন অনিয়মিত হলেই ভুলে যায় আমি তো মোটামুটি সবমিলিয়ে এক/দেড় বছর ব্লগে অনিয়মিত তারপরও কিছু ব্লগার যেভাবে মনে রেখেছে তাতে নিজেকে সৌভাগ্যবানই মনে হয়। ধন্যবাদ আপনাকে ভাই।

ব্লগের প্রতি অনাগ্রহ সেটা আমার কখনই হবে না আর হলে বলতে হবে আমি অকৃতজ্ঞ হয়ে গেছি কেননা আজকে আমিনুর ভালোবাসা, আদর, স্নেহ যা পেয়েছে তার বেশী অংশটাই এই ব্লগের কারনে এবং ব্লগারদের কাছ থেকে। অলসতা বলতে পারেন তবে আমি অলস হলেও কমেন্ট করতে অলসতা করি না তবে এই মুহুর্তে ব্যস্ততাটা একটু বেশী আশা করি ফেব্রুয়ারীর মধ্যে আবার পুরোদমে ব্লগিং করতে পারবো।

আর কপি-পেষ্টের কথা বলছেন তা অবশ্য করাই যায় কিন্তু কি জানেন এই কপি-পেষ্ট নিয়ে আমি গত ৩ বছর ধরে ব্লগে চিল্লাচ্ছি আর আমিই যদি করি তখন তো আর বলতে পারবো না। শুধুমাত্র বলার ক্ষমতা রোধ হয়ে যাবার ভয়ে কপি-পেষ্ট দেই না :P

শুভ সকাল। ভালো থাকবেন, পাশে থাকবেন।

৭৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: ছবি পোস্ট দারুন লাগল। নতুন পোস্ট দিন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। কিছুটা ব্যস্ত থাকায় পোষ্ট দেয়া উঠছে না আসা করি ফ্রেব্রুয়ারীর মধ্যে ব্যস্ততা কমে যাবে তখন অবশ্যই পোষ্ট দিবো :)
ভালো থাকবেন নিরন্তর।

৭৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও
ভাই অসাধারণ সব ছবি।
খুবই চমৎকার লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মাহবুবুল।
অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো। ভালো থাকবেন নিরন্তর।

৭৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার ছবিগুলো দেখে মন ভালো হল কিছুটা হলেও।
মন বাবাজীরে ভালো রাখাটাই বড্ড কঠিন যে আজকাল! +++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

আমিনুর রহমান বলেছেন:


দেশের যা সার্বিক অবস্থা তাতে ভালো থাকা ভীষণ কঠিন, কবে সোনার বাংলাদেশ হবে???
তবে আমার মন পুরোপুরি ভালো এমন মন্তব্যের পর।

৭৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: যে ছবি তুলছেন তাতে কইরা তো বন্ধু শামসীর ও দৃক গ্যালারীর শহিদুল আলম এর ভাত মারবেন মনে হইতাছে। কোন ক্যামেরা ও কোন লেন্স দিয়ে তুলছেন। ছবির বিষয় নির্বাচন ও ছবির কোয়ালিটি অসাধারন।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন:


এমন প্রশংসা পেলে তো সব ছেড়ে ফটুগ্রাফার হইবার মন চায় :)
এত্তগুলো ধইন্যা।

৭৮| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫১

আমিনুর রহমান বলেছেন:


সময় হয়ে উঠছে না। ব্যস্ততা দেয় না অবসর।

ধন্যবাদ মনে রাখার জন্য :)

৭৯| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৪৯

হুকুম আলী বলেছেন: এক কথায় চমৎকার ছবি। ধন্যবাদ

০২ রা মে, ২০১৬ রাত ১১:৫৪

আমিনুর রহমান বলেছেন:



এমন কমেন্টে অনুপ্রানিত হই। ধন্যবাদ

৮০| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬

অদৃশ্য বলেছেন:



আমিনুর ভাই আশাকরি ভালো আছেন... আপনিওতো দেখি আধাবছর কিছু লিখেননাই ব্লগে... ঘুরে গেলাম...
শুভকামনা...

১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৭

আমিনুর রহমান বলেছেন:


আবার কবে লিখবো কিছু তাও জানি না, তবে ব্লগে সবসময়ই থাকবো, আছি। হয়ত আগের মতো পড়া বা লিখা হয়ে উঠবে না।


ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

৮১| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৪:২৮

কালনী নদী বলেছেন: অসাধারন।

১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ কালনী নদী। ভালো থাকবেন নিরন্তর।

৮২| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪২

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর :)

৮৩| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

গোফরান চ.বি বলেছেন: আপনাকে ফ্রেন্ড লিস্টে এড করেছি কিন্তু কথা হয়নি বড় ভাই। আশা করছি সত্যিকারের ছোট ভাই হতে পারবো :)

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

আমিনুর রহমান বলেছেন:


ব্লগের সবাই আমার ভাই :)

৮৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

৮৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭

মেহেরুন বলেছেন: বাহ! বাহ! দারুন সব ছবি দেখে মন ভরে গেলো।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯

আমিনুর রহমান বলেছেন:




কেমন আছিস? কোথা থেকে উদয় হলি এতদিন পর? আমাদের ভাগিনী কত বড় হলো?

৮৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪২

আনিসা নাসরীন বলেছেন: ওয়াও

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

আমিনুর রহমান বলেছেন:



একে তো পুরাতন পোষ্ট, এমনিতেই মন্তব্য আসলে ভালো লাগে ... তার উপর যদি প্রশংসাসূচক মন্তব্য আছে কোন কথাই নেই।

ধন্যবাদ আনিসা নাসরীন মন্তব্যের জন্য। ভালো থাকুন নিরন্তর।

৮৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

আনিসা নাসরীন বলেছেন: ছবি গুলা চোখে পরলো আজকেই। না লেখে পারলাম না। :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

আমিনুর রহমান বলেছেন:


শখে তুলি ছবি... এর মধ্যে এখানে ২/১ টা ছবি ডিএসএলআরের তুলা আর বাকী গুলো প্রথম দিকের ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলা ... প্রশংনা শুনতে ভালোই লাগে :p

আবারো আসার জন্য ধন্যবাদ ... শুভ কামনা :) :) :)

৮৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

সোহানী বলেছেন: অসাধারন সব ছবি আর আমার প্রিয় কবি ও প্রিয় কবিতা.......++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.