নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের মাসের শুভেচ্ছা, বিজয় মিছিল এবং আমরা ব্লগার ...

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২



সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা।

ডিসেম্বর মাস বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ন একটা মাস। তবে বাংলা ভাষাভাষী ব্লগারদের জন্য বিজয়ের মাসে যোগ হয়েছে বাংলা ব্লগ দিবস এবং বাংলা ভাষার প্রথম ব্লগ " সামহোয়্যার ইন ... " এর জন্মদিনও। এছাড়া ব্লগারদের অংশগ্রহণে প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন র‍্যালীর আয়োজন করা হয়ে থাকে, যা নোটিস বোর্ডের মাধ্যমে পোষ্ট দিয়ে সামু কর্তৃপক্ষ তার সময় ও স্থান জানিয়ে দেয় ব্লগারদের এবং ডিসেম্বর মাসের শুরুর দিকেই তা প্রকাশ হয়ে থাকে।

এখনো পোষ্ট না আসায় এবং গত কয়েকবছর অফ লাইনের কার্যক্রমের হার কম হওয়ায় আমার কাছে মনে হচ্ছে কর্তৃপক্ষ সম্ভবত এবার আর র‍্যালীর আয়োজন করবে না। না করার হয়ত যুক্তিযুক্ত অনেক কারণই আছে। কর্তৃপক্ষ এ আয়োজন না করলেও আমার কাছে মনে হয় ব্লগারদের সে দায়িত্ব নিয়ে প্রতিবছর এই র‍্যালী আয়োজন করে তা অব্যহত রাখা। এর আগে কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে একবার ব্লগ দিবস আয়োজন থেকে বিরত ছিলো কিন্তু ব্লগাররা নিজেরা উদ্যোগ নিয়ে ব্লগ দিবসের আয়োজন করেছিলো। কেননা অশুভ কোন শক্তির সামনে শুভ শক্তি কখনই পরাজয় করতে পারে না। আশা করছি এবারও মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র‍্যালীর আয়োজন হবে।

আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ...

আশা করছি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার আমরা আবার মিলিত হবো সকালে জাতীয় জাদুঘরের সামনে। আপনাদের মতামতের পরেই র‍্যালীর বিস্তারিত নিয়ে আবারো পোষ্ট আসবে এবং সেটা আমি আশা করবো এখন যারা নিয়মিত তারাই কেউ সে উদ্যোগ নিজ কাঁধে নিয়ে এগিয়ে আসবে ...

আমাদের একসাথে এই পথচলা যেন থাকে চিরজীবন ..

পুর্বের কয়েকটি র‍্যালীর পোষ্টঃ
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
৪। Click This Link
৫। Click This Link
৬। Click This Link

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই! এই উদ্যোগ নেয়ার জন্য। আশা করি ব্লগাররা এতে অংশগ্রহন করবেন। আমি মুখিয়ে আছি নতুন নতুন অনেক অপরিচিত মুখ দেখার জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

আমিনুর রহমান বলেছেন:


অনেকদিন ধরে ব্লগে অনিয়মিত ... অনলাইনে পরিচিত হতে পারিনি না হয় অফলাইনেই পরিচয় হয়ে যাবে ...
আশা করি এবারের বিজয় মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অনেক ব্লগার আসবে ...

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

সাহসী সন্তান বলেছেন: থাকতে পারবো বলে মনে হয় না! তবে অবশ্যই আপনাদের জন্য মন থেকে শুভ কামনা রইল আমিনুর ভাই! এই উদ্দ্যোগটা সত্যিই প্রশংসার যোগ্য! আশাকরছি অনেকেই ব্লগারদের সমন্বয়ে এই বিজয় র্যালিতে সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে!

অনেকদিন পর! কেমন আছেন ব্রাদার?

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ সাহসী ...
আমার ব্যস্ততা কিছুটা টের পাওয়ার কথা আপনার :)
ভালো আছি ... প্রতিদিনই মনে করি আজকে একটু ব্লগে সারাদিন থাকবো কিন্তু হয়ে উঠে না ...

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: ১৬ ডিসেম্বর বিজয় মিছিল নিয়ে ফেসবুকে একটা এভেন্ট খোলা হোক ।যেখানে স্থান এবং সময় বিস্তারিত থাকবে ।
আশা করি সহজেই সবাই অংশগ্রহন করার সুযোগ পাবে ।
ধন্যবাদ আমিনুর ভাই ।
উদ্যেগে এগিয়ে আসার জন্য ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০

আমিনুর রহমান বলেছেন:



ইভেন্টের প্রয়োজন নাই ... কেননা সব ফেসবুকারতো আর ব্লগার না ...
পোষ্ট শেয়ার ... ইনবক্সে বা অন্য যেকোন উপায়ে সবাইকে জানিয়ে দিলে হবে।
তাছাড়া তুমি আসলেই চলবে ...

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০

আহলান বলেছেন: মিছিল এর পাশিপাশি সমাজ সেবা মূলক কিছু উদ্যোগও নেয়া উচিৎ .... ফ্রী ঔষধ বিতরণ, শীতের মাস তাই কম্বল বিতরণ, যা করলে সমাজের কিছু মানুষ উপকৃত হয় আর কি ... র‌্যালি মিছিল মিটিং গাল ভরা বুলি কপচানি এসব তো ধ্বজাধারীরা করবেই, ব্লগাররা না হয় সমাজের সরাসরি কিছু উপকার করলো ...

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

আমিনুর রহমান বলেছেন:


অন্য কমেন্টগুলো স্কিপ করে আপনাকে কমেন্ট দিচ্ছি আশা করি ক্যানও দিচ্ছি অন্যেরা বুঝবে।
ব্লগাররা প্রতি বছরেই আপনি যেসব মানবিক কাজের কথা বলেছেন তা করে আসছে এবং করে যাবে ...
র‍্যালীর উদ্দেশ্যে এই না যে শুধু ছোট্ট একটা মিছিল ... সারাবছর কিছু ব্লগার অপেক্ষা করে যেন ব্লগারদের সাথে দেখা হয় ...
বিজয় দিবস তেমন একটি দিন সামু ব্লগারদের ... ঐদিনটা আড্ডার ছলে মানবিক কাজগুলোর পরিকল্পনাও হয়ে যায় ।


ভালো থাকবেন ... পাশে থাকবেন নিরন্তর ...

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

বিজন রয় বলেছেন: বহুদিন পর!!

হারিয়ে যাওয়া ভাল।

শুভেচ্ছা ও শুভকামনা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: অবশ্যই ব্লগ দিবস হবে।
সামু কতৃপক্ষ না করলেও আমরা করবো।

অশুভ কোন শক্তির সামনে শুভ শক্তি কখনই পরাজিত হতে পারে না।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০

আমিনুর রহমান বলেছেন:




হুম ... বহুদিন পর ... হারিয়ে যাইনি ঠিক।
সময় করে ব্লগে আসা হয়ে উঠেনি ...
ব্লগ দিবসে অন্তত নিজেরা মিলে আর কিছু না পারি ২/৩ কাপ চা তো খেতে পারি :)
ধন্যবাদ ভালো থাকবেন

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২

অগ্নি সারথি বলেছেন: বিজয় র‍্যালীর আয়োজন হলেও হয়তোবা তাতে সামিল হবার ভাগ্য আমার হবে। দূর হয়ে একাত্মতা প্রকাশ করে গেলাম।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

অগ্নি সারথি বলেছেন: দুঃখিত সামিল হবার ভাগ্য আমার হবেনা।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:



অনলাইন বা অফলাইন পাশে থাকাটাই জরুরী।

ধন্যবাদ ভালো থাকবেন ...

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: ব্লগ দিবস পালন করা উচিত। এতে নতুনরা পুরাতনদের সাথে মিশতে পারবে। অনেক কিছু জানতে পারবে।
জায়গা হিসেবে- জাদুঘর কিংবা শাহাবাগ অথবা স্মৃতিশৌধ বিবেচনা করা যায়।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

আমিনুর রহমান বলেছেন:


ব্লগ দিবস পালন আগে করা হতো নিয়মিত কিন্তু গত ২ বছরে দেশের এই প্রেক্ষাপটে তা ঘটা করে পালন করা কিছুটা রিস্কিও ।
তারপরও চেষ্টা করে যাবো এইবার ঘরোয়া করে হলেও একটা আয়োজন যেন করা যায় ...

ধন্যবাদ ।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান,





এগিয়ে যাক সামু । অশুভ কোন শক্তির সামনে শুভ শক্তির কখনই পরাজিত হবার কথা নয় ...................

অনেকদিন পরে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ জী এস ভাই ...।
ব্লগ, ব্লগার এই শব্দ দুটো সাধারণের কাছে পজিটিভ শব্দ না, তাই আমাদের শুভ শক্তি খুব বেশী শক্তিমান হতে পারেনি বলে আমরা প্রতিনিয়ত মার খাচ্ছি ... তবে জয়টা আমাদের নিশ্চিত ...

ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ব্লগের সময় দিতে পারছি না ।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার হবে । সবাই এগিয়ে চলুক । শুভ কামনা রইলো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:



প্রতিবারই আমরা এই মিছিলটা করি ... বিজয়ের আনন্দে আমাদেরও একটা ছোটখাটো গেট টুগেটার হয়ে যায় ...


ধন্যবাদ :) ভালো থাকবেন নিরন্তর ...

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৮

কালীদাস বলেছেন: কেমন আছেন? :) কই যেন দেখেছিলাম আপনি অসুস্হ ছিলেন, এখন কি অবস্হা?
যাক, আপনি উদ্যোগ নিয়ে ফেলেছেন :) কোনদিন যাওয়া হয়নি অবশ্য ব্লগের র‌্যালিতে; এখন তো আরও সম্ভব না।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:



ভালো আছি। আপনি কেমন আছেন?
২০১৫ তে হঠাত করেই একদিন হার্ট এট্যাক ... হসপিটাল... তিনদিন ঠেকে বাসায় ফিরে ভালো আছে এখনো ...
র‍্যালিতে কারো যাওয়া মানা নেই চুপচাপ র‍্যালীতে অংশ নিয়ে চলে আসবেন কেউ জিজ্ঞাসা করলে একটা নাম বলে দিলেই হবে :p

ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার উদ্যোগ অংশগ্রহণ করতে না পারলে ও চমৎকার এক মিলন মেলা এবং সুন্দর কিছু ছবি দেখার অপেক্ষায় রইলাম !

শুভ কামনা আপনাদের সবাই কে :)

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মনিরা আপু।
আশা করছি আপনার আশা পূরণ করতে পারবো :)

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

হাসান মাহবুব বলেছেন: আপনাকে ফিরতে দেখে ভালো লাগলো।

এবারের বিজয় দিবসে ঢাকার বাইরে থাকছি।

আয়োজন সুন্দর হোক।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:



আয়োজনটা করা যাচ্ছে না এবার সম্ভবত ... তবে নিজেরা চেষ্টা করবো একসাথে বসে আড্ডা দিতে ।

ধন্যবাদ ... ভালো থাকুন।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৪৬

সায়েদা সোহেলী বলেছেন: নির্বাসন সমাপ্তি মুবারাক ভ্রাতা :)

র‍্যালিতে যেতে ইচ্ছে করছেরে :(

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

আমিনুর রহমান বলেছেন:



ইহা ইচ্ছাকৃত নির্বাসন ছিলো না ... ব্যস্ততা

আপনার জন্য স্থগিত করলাম র‍্যালি ... :p

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৩১

সেলিনা ইসলাম বলেছেন: বিজয়ী শুভেচ্ছা ও শুভকামনা রইল। প্রশংসনীয় উদ্যোগের সফলতা কামনা করছি।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

আমিনুর রহমান বলেছেন:


অনেকদিনের গ্যাপ ব্লগে তাই সাড়া পাইনি ... তাই আনুষ্ঠানিক আয়োজনটা হচ্ছে না এবারের মতো।
আশেপাশে যারা আছি তারা বিজয়ের আনন্দে র‍্যালি না হোক এক সাথে হয়ে আড্ডা অবশ্যই দিবো ...

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

আমি তুমি আমরা বলেছেন: হোক বিজয় র‍্যালী, হোক বিজয় মিছিল।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

আমিনুর রহমান বলেছেন:


বিজয় র‍্যালী না হলেও বিজয় আড্ডা হবে অবশ্যই ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.