নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব কাপ ক্রিকেট ২০১৯ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া দুর্দান্ত জয় । টাইগারদের অভিনন্দন

১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৩২


সাময়িক পোষ্ট
সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশের ।
সাকিবের টানা দ্বিতীয় সেঞ্চুরি ।
ছয় হাজারি ক্লাবে সাকিব।
আরও একটি মাইলফলকে পৌঁছালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে করেছেন ছয় হাজার রান।
৯৪ রান নিয়ে অপরাজিত থেকে মাত্র ৬ রানের জন্য সেন্চুরী হতে দুরে ছিলেন লিটন দাস।

৫০ ওভার খেলে আট উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছিল ছিল ৩২১ রান।
জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়েই জিততে হবে এটাই ছিল লক্ষ্য ।
৩২২ রানের লক্ষ্য। টন্টনের মাঠটা ছোট হলেও কাজটা সহজ ছিলনা।
তবে সূচনাটা ভালোই হয়েছে বাংলাদেশের। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছেড়েছে টাইগাররা।
শেষ পর‌্যন্ত পাওয়া গেল কাংখিত ফল । টাইগাররা ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে
ওয়েস্ট ইন্ডিজকে।

ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে পরস্পরকে মোকাবেলা করার আগে বাংলাদেশকেই বলা হচ্ছিল ফেভারিট।
উইন্ডিজ এবারে আন্ডারডগ। এক বছরে মোট ১০টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও উইন্ডিজ।
এটি নিয়ে আটটিতে বিজয়ী দলের নাম বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের ঝুলিতে জয় মাত্র দুটি।

টাইগার বাহিনীর প্রতি রইল প্রাণডালা অভিনন্দন

মন্তব্য ৫২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




অভিনন্দন।
পোস্টের জন্যে আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।

১৭ ই জুন, ২০১৯ রাত ১১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:
আপনার অভিনন্দন বার্তা পৌঁছিয়ে দেয়া হল টাইগার বাহিনীর কাছে ।

আপনার প্রতিও রইল শুভেচ্ছা ।

২| ১৮ ই জুন, ২০১৯ রাত ১২:০৯

বলেছেন: বাংলার জয়।।।।

বাংলাদেশ এখন হেভিওয়েট দল হিসাবে নিজেদের ভাবতেই পারে।।।

১৮ ই জুন, ২০১৯ রাত ১:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ঠিকই বলেছেন
বাংলাদেশ এখন হেভিওয়েট দল হিসাবে নিজেদের ভাবতেই পারে

৩| ১৮ ই জুন, ২০১৯ রাত ১২:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: গাড়িতে ছিলাম বলে খেলাটা দেখতে পারিনি :-<

১৮ ই জুন, ২০১৯ রাত ১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:
আশা করি ঘরে গিয়ে টিভিতে রেকর্ড করা থেলা দেখতে পারবেন ।

৪| ১৮ ই জুন, ২০১৯ রাত ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: ভৌগলিক কারণেই আমাদের দেশের মানুষ শারিরীক ভাবে দুর্বল সহ আমাদের দেশের বিষা্ক্ত আবহাওয়া ও বিষা্ক্ত খাদ্য খেয়ে দেশের ক্রিকেটাররা যা খেলছে তাতেই আমি খুশি। আর খেলা যখন জিতে আসে বাসার সামনে দই মিষ্টির দোকান আছে, টিভির সামনে বসে দই খাওয়ার আনন্দ জীবনের বেঁচে থাকার আনন্দ।

ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

১৮ ই জুন, ২০১৯ রাত ১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:




আমাদের দেশের ক্রিকেটারগনতো বলতে গেলে সারা বছর বিদেশেই কাটায়
দেশের বিষা্ক্ত আবহাওয়া ও বিষা্ক্ত খাদ্য খাওয়ার সময় তাদের কোথায়।
বাসার সামনের দোকানে টক দই কি পাওয়া যায় ? এটার স্বাদই আলাদা
জীবনে এটা আনন্দ তেমন দিতে না পারলেও ভেজাল খাদ্য হজমে
বেশ ভাল কাজ দেয় যদি তা কাওরান বাজার আড়তের না হয়।

খেলা বা এর খবর দেখার জন্য আপনাকেও ধন্যবাদ ।

৫| ১৮ ই জুন, ২০১৯ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


সুখবর, ভালো খেলেছে দল

১৮ ই জুন, ২০১৯ রাত ১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: বাংলাদেশের টাইগার বাহিনীকে প্রসংসা করার জন্য ধন্যবাদ ।

৬| ১৮ ই জুন, ২০১৯ রাত ১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ!

দুর্ধর্ষ দলপতি 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' আজ মুস্তাফিজের সঠিক সময়ে সঠিক ব্যবহার এবং লিটন দাসকে অন্তর্ভুক্ত করে ডাউনঅর্ডারে নামিয়ে, সাকিব তো আছেই। আবারও প্রমান করলো, সে অপরিহার্য এবং এজাবৎকালের শ্রেষ্ঠ দলপতি বাংলাদেশের জন্য।

কিন্তু দলান্ধ সাকিব-মাশরাফি হেটার্স বাংপাকি পারজের দল ও তাদের গুরু 'হলুদ আলো' চেয়েছিল বাংলাদেশের পরাজয়।
টোকাই-ফোকাই হেটার্সদের নিয়ে মহা আনন্দে ভোটাভুটির আয়োজন! আর সাকিব-মাশরাফি টিম নির্বাচকদের নিয়ে জঘন্যতম কমেন্টগুলো পাবলিশ করে যাচ্ছিল। আমার কমেন্টও ছাপে নি।
ভোটে হেটার্সদের 70% এ জয়ী দেখানো হল।
দলান্ধতা কোন পর্যায়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের?

১৮ ই জুন, ২০১৯ রাত ২:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী ।
দেশের বিজয়ে যাদের মনে আনন্দ লাগেনা
তাদের জন্য কবি মাইকেল মধুসুদন
বলে গেছেন যতার্থ কথা ।

অনেকের মাঝে সঠিক বোধ আসার জন্য
আরো অনেক দিন আপেক্ষা করতে হবে
ডুবু সুরুযের আভা সুর‌্য ডুবে যাওয়ার
অনেক পরেও থাকে , তারপর সব
ক্রমশ অন্ধকারে ডেকে যায় ।সুর‌্য
যখন উদয় হয় তখন চবরদিক
আলোকিত হয়ে যায় ।

আপনার অভিনন্দন বাংলাদেশ টিমের প্রতি প্রেরণ করা হল
আপনার প্রতিও শুভেচ্ছা রইল

৭| ১৮ ই জুন, ২০১৯ রাত ২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: @হাসান কালবৈশাখী ভাই, আমি মাঝে মাঝে দৈনিক “কুপির আলোতে” কমেন্ট করতাম একদিন দেখি আমি ব্যান হয়ে আছি !!! এটি একটি ইডিয়ট পত্রিকা যা পড়লে মনে হতে পারে বাংলাদেশে গৃহযদ্ধ লেগে আছে। আপনি শুধু সরকার বিরোধী কমেন্ট সহ নেগেটিভ কমেন্ট করবেন তাহলেই দৈনিক “কুপির আলো” আপনার লেখা পাবলিশ করে যাবে।

১৮ ই জুন, ২০১৯ ভোর ৫:১৪

ডঃ এম এ আলী বলেছেন:
উপরের মহতি কমেন্টের প্রতি
হাসান কালবৈশাখী ভাই এর
দৃষ্টি আকর্ষন করা হলো ।

৮| ১৮ ই জুন, ২০১৯ রাত ২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদের ট্রাইগারদের অভিনন্দন। আপনাকে পোস্টে শুভেচ্ছা। সামনে জয় অভ্যহত রাখবে আশা রাখছি।

১৮ ই জুন, ২০১৯ রাত ২:২১

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ , আপনার অভিনন্দন বার্তা টাইগারদের প্রতি প্রেরণ করা হল ।
আপনার প্রত্যাশা আনুযায়ী সামনে জয় অব্যাহত থাকুক এ কামনা আমিও করি ।
শুভেচ্ছা রইল

৯| ১৮ ই জুন, ২০১৯ ভোর ৬:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: উপমহাদেশের কিছু অনলাইন সংবাদ বাংলাদেশের এই জয়ের সংবাদটাকে তেমন গুরুত্ব না দিয়েই একরকম পাশ কাটিয়ে গেছে - এই ব্যাপারে অনেকটা চুপ মেরে গেছে | অন্যদিকে উপমহাদেশের বাইরের অনলাইন মিডিয়াতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে অনেকেই | যেমন অস্ট্রেলিয়ার একটি মাধ্যম নিউজ.কম সাইটটির রিপোর্টটি গর্বিত হওয়ার মতোই

Bangladesh pull off second biggest run chase in Cricket World Cup history

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান তথ্যটুকু সকলের সাথে শেয়ার করার জন্য ।
লিংক ফলো করে দেখে আসলাম নিউজ অস্ট্রেলিয়া ডট কমের সংবাদ ভাষ্য । সেখান হতে তাদের ভবিষ্যত বানীর কথাটুকু তুলে নিয়ে আসলাম -
Mashrafe’s side remain in with a chance of reaching the semi-finals after their second win in five matches.......।
The cricket world, understandably, was blown away by the records that tumbled on a famous day in Taunton.

শুভেচ্ছা রেইল

১০| ১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাবাস টাইগার্স।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , টাইগার্সদের প্রতি আপনার মত দেশের একজন স্বনামধন্য ও গুণী লেখকের আর্শিবাদ বার্তা প্রেরন করা হল ,
এরকম বার্তা তাদের মনোবল , উৎসাহ ও খেলোয়ারী আচরণকে আরো উজ্জিবিত করবে ।

আপনার প্রতি শুভেচ্ছা রইল

১১| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৪

অনুভব সাহা বলেছেন:

অভিনন্দন টিম টাইগার্স


সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩২১/৮
(গেইল ০, লুইস ৭০, হোপ ৯৬, পুরান ২৫, হেটমায়ার ৫০, রাসেল ০, হোল্ডার ৩৩, ব্রাভো ১৯, টমাস৬*; মাশরাফি ৮-১-৩৭-০, সাইফ ১০-১-৭২-৩, মুস্তাফিজ ৯-০-৫৯-৩, মিরাজ ৯-০-৫৭-০, মোসাদ্দেক ৬-০-৩৬-০, সাকিব ৮-০-৫৪-২)।

বাংলাদেশ: ৪১.৩ ওভারে ৩২২/৩
(তামিম ৪৮, সৌম্য ২৯, সাকিব ১২৪*, মুশফিক ১, লিটন ৯৪*; কটরেল ১০-০-৬৫-০, হোল্ডার ৯-০-৬২-০,রাসেল ৬-০-৪২-১, গ্যাব্রিয়েল ৮.৩-০-৭৮-০, টমাস ৬-০-৫২-১, গেইল ২-০-২২-০)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান


১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন: উভয় দলের সংক্ষিপ্ত স্কোর
সকলের সাথে শেয়ার করার জন্য ধন্যাবাদ ।
আপনার প্রতি শুভেচ্ছা রইল

১২| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৪২

ভুয়া মফিজ বলেছেন: আমার কিছু কু-সংস্কার আছে।

১. বিপক্ষ দল ব্যাট করতে থাকলে আমি যদি গ্যাট হয়ে টিভির সামনে বসে থাকি, তাহলে উইকেট পরে না। উঠে অন্যান্য কাজ করে কিছুক্ষণ পর আসলে দেখি আউট!! তাই টানা খেলা দেখি না।

২. বাংলাদেশের ব্যাটিং এর সময় যদি গ্যাট হয়ে টিভির সামনে বসে থাকি, তাহলে একটু পর পর উইকেট পরতে থাকে। এই অবস্থায় টিভি বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ পর আবার চালু করলে দেখি বাংলাদেশ ভালো অবস্থানে। এই ম্যাচে মুশফিক আউট হয়ে যাওয়ার পর টিভি বন্ধ করে ঘুমিয়ে পরেছিলাম। উঠে দেখি বাংলাদেশ জিতে গিয়েছে।

৩. স্টেডিয়ামে গিয়ে জীবনে আজ পর্যন্ত দেশের যে কয়টা ম্যাচ দেখেছি, বাংলাদেশ হেরেছে! তাই আগের থেকেই সিদ্ধান্ত ছিল এবার কোন ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাবো না।

মূল কথা হলো, আমি বিরতিহীনভাবে বাংলাদেশের কোন ম্যাচ দেখতে পারি না! :((

অভিনন্দন টাইগার্স......আমাদেরকে গর্বে ভাসিয়ে দেয়ার জন্যে। দেশে এই গর্ব ঠিকভাবে অনুভব করা যায় না। কারন, সবাইতো আমরা আমরাই। আজ যখন অফিসে যাবো, সিনা টান করে ঘুরে বেড়াবো। গর্ব কত প্রকার ও কি কি, সবাই বুঝতে পারবে!! :)

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

ডঃ এম এ আলী বলেছেন: আমার মতে আপনার কুসংস্কারগুলী আসলে সংস্কার। এগুলি আমার মধ্যেও দেখা যায় । এমন আবস্থায় মাঠে আমি মবাইলে মনযোগ দিয়ে অন্যবিষয়ে নীজেকে ব্যস্ত রাখি , পরে মনে যখন হয় বাংলাদেশ ভাল করছে তখন আমার মনযোগী হই । ঘরে বসে টিভি দেখার সময়েও একই কাজ করি , কমপিউটার বা টিভির চ্যানেল ঘুরিয়ে দেই ।

আশা করি আগামী ২০ তারিখে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটি টেন্ট ব্রিজে গিয়ে মাঠে বসেই দেখবেন , এ খেলায় টেনসন কম কারন আশা করি বোধগম্য , এখানে আশা যেমন আছে নিরাশাও তেমন আছে ।
শুভেচ্ছা রইল

১৩| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন খেলা মনে শান্তি লাগে । কালও খুব ভালো লেগেছে খেলা দেখে।

অভিনন্দন বাংলাদেশ টীমকে আর আপনাকেও

১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যাবদ , আপনার অভিনন্দন বাংলাদেশ টীমকে পৌঁছিয়ে দেয়া হল ।

শুভেচ্ছা রইল

১৪| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন টিম টাইগার। স্পেশাল থ্যাংকস্ সাকিব আল হাসানকে।

১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
আপনার অভিনন্দন বাংলাদেশ টীমকে এবং
বিশেষ ধন্যবাদ সাকিব সমীপে নিবেদন করা হল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৫| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: দুর্দান্ত জয়। অভিনন্দন টিম টাইগারদের।
খেলাটাকে একেবারে বাঘের বাচ্চার মতোই হয়েছে।
আগামীতেও এমন দৃষ্টিনন্দন ম্যাচের অপেক্ষায় রইলাম।

শুভেচ্ছা নিয়েন।

১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আপনার অভিনন্দন টিম টাইগারদের প্রতি নিবেদন করা হল ।
খেলাটাকে সত্যি্িই একেবারে বাঘের বাচ্চার মতোই মনে হয়েছে।
আগামীতেও এমন দৃষ্টিনন্দন ম্যাচ দেখার অপেক্ষায় আমরাও থাকলাম ।

শুভেচ্ছা রইল

১৬| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: এই রকম জয় বার বার চাই। বারবার।

১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: এই রকম জয় বার বার চাই
সাবাস ভাই , কামনা করি বাংলাদেশ
সকল ক্ষেত্রেই এমন জয় পাক সারা
জনম ধরে ।

শুভেচ্ছা রইল

১৭| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

খায়রুল আহসান বলেছেন: গতকালের খেলার এক চমৎকার সার-সংক্ষেপ তুলে ধরেছেন, অনেক ধন্যবাদ।
স্বামী বিশুদ্ধানন্দ এর দেয়া লিঙ্কটার জন্য (৯ নং মন্তব্য) তাকেও ধন্যবাদ।
বাংলাদেশ এখন আর শাবকের দলে নেই, পরিপক্ক হয়েছে-- সেটা অনেক ক্রিকেট বোদ্ধাদের মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে, এটাই বড় স্বস্তির পাওনা আপাততঃ।
ব্যাঘ্রদলকে অভিনন্দন!!!

১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আপনার অভিনন্দন ব্যাঘ্রদলকে নিবেদন করা হল ।
ঠিকই বলেছেন বাংলাদেশ আর শাবকের দলে নেই, পরিপক্ক হয়েছে
এবং সেটা এখন আমাদের ক্রিকেট নিয়ে ফোরন কাটত তারাও অনুভব করতেছে ,
সেটা এখন দুনিয়ার বাঘা বাঘা ক্রিকেট বোদ্ধাদের মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে,
এটা সত্যিিই এখন আমাদের কাছে একটি বড় স্বস্তির পাওনা ।

শুভেচ্ছা রইল

১৮| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

আরোগ্য বলেছেন: খেলবে টাইগার, জিতবে টাইগার।

অভিনন্দন সকল ক্রিকেট প্রেমিদের।

এক ওভারে ২৪ রানের রেকর্ডটাও উল্লেখ করার মতন।

১৮ ই জুন, ২০১৯ রাত ১০:০০

ডঃ এম এ আলী বলেছেন:
এক ওভারে ২৪ রানের রেকর্ডটাও বিশেষভাবে উল্লেখ করার মত ,
উত্তেজনা বশত তারাতারি করে বিজয় নিয়ে পোষ্ট দিতে গিয়ে তা
উল্লেখ করা হয়ে উঠেনি । এটাকে মুল পোস্টে তুলে দেয়া হবে ।

আপনার অভিনন্দন সকল ক্রিকেট প্রেমিদের প্রতি নিবেদন করা হল ।

শুভেচ্ছা রইল

১৯| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
জয় বাংলা, বাংলার জয়,
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।। :)

++++

১৮ ই জুন, ২০১৯ রাত ১০:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



জয় বাংলা, বাংলার জয়,
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়

চমৎকারভাবে কাব্য করে লক্ষ প্রাণের
অন্তরের কথা বলে গেলেন

শুভেচ্ছা রইল

২০| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:১২

শায়মা বলেছেন: অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!!!!! :) :) :)

১৮ ই জুন, ২০১৯ রাত ১০:০৬

ডঃ এম এ আলী বলেছেন:
এত এত হাস্যোজ্জল অভিনন্দন বারতা
টাইগার বাহিনীর প্রতি প্রেরণ করা হল ।

শুভেচ্ছা রইল

২১| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:১৪

নতুন নকিব বলেছেন:



খেলা দেখা হয় না। ক্রিকেট তো বুঝিই না।

বাংলাদেশ বিশ্ব জয় করতে যাচ্ছে। +++

১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৪২

ডঃ এম এ আলী বলেছেন: দোয়া করেন বাংলাদেশ যেন সত্যিই বিশ্ব জয় করতে পারে ।
একসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে আনেকেই বেশ অবজ্ঞা প্রকাশ করত
আমরাতো এখন সেই রকম অবজ্ঞার হাত হতে অনেকটাই মুক্ত ,
এটাই কম বা কিসের বরং এখন একটু বুক ফুলিয়ে আমাদের
গৌরবের কথা সকলকে বলতে পারি ।

ক্রিকেট খেলার নিয়ম কানুন
একটু বিস্তারিত জানার জন্য
আবির মাহমুদ ও সমর রায় এর লেখা

এই বইটি পাঠ করে দেখতে পারেন ।
অনলাইনে পাওয়া যায়না , তবে
বই এর দোকানে পাওয়া যায় ।

রমজান মাসে দেয়া আপনার যাকাত
বিষয়ক পোষ্টে মন্তব্য রেখেছিলাম
সেটা একটু দেখতে পারেন ।

শুভেচ্ছা রইল

২২| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার খেলা হয়েছে :)

এই ম্যাচটা জেতা জরুরি ছিলো....


আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট নিয়ে পোস্ট দেওয়ার জন্য :)


আপনার সুস্বাস্থ্য কামনা করছি..

১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৫২

ডঃ এম এ আলী বলেছেন:
চমৎকার খেলা হয়েছে শুনে ভাল লাগল :)
সত্যিই এই ম্যাচটা জেতা খুবই জরুরী ছিল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৩| ১৯ শে জুন, ২০১৯ ভোর ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ এবার কতটুকু যেতে পারে?

১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের সেমির সম্ভাবনা প্রায় উজ্জ্বল!
কিভাবে সেমিতে খেলতে পারে বাংলাদেশ? বাংলাদেশ যদি হাতে থাকা ৪ ম্যাচের সবকটি অথবা ৩টি ম্যাচে জিততে পারে। আর বাংলাদেশের ওপরে থাকা ইংল্যান্ড (৫ ম্যাচে ৮ পয়েন্ট), অস্ট্রেলিয়া (৫ ম্যাচে ৮ পয়েন্ট), নিউজিল্যান্ড (৪ ম্যাচে ৭ পয়েন্ট) ও ভারতের (৪ ম্যাচে ৭ পয়েন্ট) মধ্যকার যে কোন একটি বা দুটি দল হারতে থাকে। অথবা দুই ম্যাচের বেশি না জিতে। তাহলেই বাংলাদেশের সেরা চারে স্থান হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ তাতে যে কোন দলকেই এখন হারাতে সক্ষম বাংলাদেশ। তা প্রমাণ করে দিয়েছে। সামনে টার্গেট যাই আসুক, তা অতিক্রম করতেও সক্ষম বাংলাদেশ। তা বুঝিয়ে দিয়েছে।

অস্ট্রেলিয়ার সামনে সব কঠিন প্রতিপক্ষ (বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা)। নিউজিল্যান্ডের সামনেও তাই (দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড)। ভারতের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ (আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা) আছে। ইংল্যান্ডের সামনে সেই তুলনায় সহজ-কঠিন প্রতিপক্ষ (শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড) আছে। বাংলাদেশের ওপরে থাকা দলগুলোর নিজেদের মধ্যে খেলা আছে। আর এখানেই বাংলাদেশের ভাল সুযোগ থাকছে। ওপরের দলগুলোর কেউ হারবে, কেউ জিতবে। কারও পয়েন্ট যোগ হবে না। কারও পয়েন্ট বাড়বে। যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত সামনের ম্যাচগুলো থেকে ২টি করে জিতে, তাহলে ১২ পয়েন্টের বেশি কারও হবে না। নিউজিল্যান্ড, ভারতের হবে ১১ পয়েন্ট। তখন বাংলাদেশ সামনের চার ম্যাচ থেকে তিন ম্যাচে জিতলে সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে। আর যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত তিনটি করে ম্যাচ জিতে তাহলে বাংলাদেশকে হাতে থাকা চারটি ম্যাচেই জিততে হবে। তখন বাংলাদেশের সেমিফাইনালে খেলা কঠিন হয়ে পড়তে পারে। পয়েন্ট সমান হলে রানরেটের হিসেব যে থাকছে। তবে সেরা চারে থাকা দলগুলো ২ ম্যাচ করে জিতলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে পড়তে পারে। ওয়েস্ট ইন্ডিজ বধে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা এখন সেই স্বপ্ন সফল করুক, সে প্রত্যাসাই এখন সকলের ।

২৪| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: এইভাবেই বাকি ম্যাচগুলো খেলুক...........এই প্রত্যাশা। অভিনন্দন !!

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: আপনার মত স্বনামধন্য কবিদের অভিনন্দন বার্তা টাইগারদেরকে অনুপ্রানীত করবে,
তারা মনে জোস নিয়ে আরো প্রচন্ড বেগে সম্মুখ পানে এগিয়ে যেতে পারবে ।
তাই এই অভিনন্দন তাদের প্রতি নিবেদন করা হল ।

শুভেচ্ছা রইল

২৫| ২৬ শে জুন, ২০১৯ রাত ৩:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: টাইগাররা এবারের বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড করে চলেছে, অসাধারণ লড়াই করে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা, আজকের ম্যাচে ইংরেজদের পরাজয় টাইগারদের সামনে আরও রেকর্ড করার স্বপ্ন দিয়েছে।

শুভকামনা রইল টাইগারদের জন্য।
আপনার সুস্থতা কামনায়

২৮ শে জুন, ২০১৯ রাত ৩:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । অনেকদিন পর
আপনাকে সামুতে বিচরণ করতে দেখে ভাল লাগল ।
আপনার অভিনন্দন টাইগারদের প্রতি নিবেদন করা হল ।

শুভেচ্ছা রইল

২৬| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ইমেইলটা পেতে পারি?

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৩:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যাবদ ,
অবশ্যই দেয়া যাবে ।
আপনার ইমেইলটা রেখে গেলে
আমি মেইল করে দিব ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.