নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নচারী ব্যর্থ প্রেমের পরম প্রাপ্তি

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪১


স্বপ্নবাসরে প্রেমাস্পদকে হৃদয়ে ধরতে যারা চায়
শূন্য আকাশে বাহু মেলে দুঃখই শুধু তারা পায়
এ হেন যাতনা দেখে দেবতারো আঁখি হয় সজল
মুক্তার মত অশ্রু তাদের ঝরি ঝরি পড়ে কেবল।

ঝরে পড়া সেই মুক্তাসম অশ্রুবিন্দুর মাঝে
স্বপনচারিণী প্রিয়াকে তারা পায় যেন খুঁজে
প্রিয়া সেথায় নীরবে বসে আছে ভেবে মনে
শয্যা ছেড়ে লাফিয়ে ওঠে বাঁধতে আলিঙ্গনে ।

নিষ্ফলা স্বপ্ন টুটে গেলে দীর্ঘ রজনী ব্যর্থতায় কাটে
সারা রাত ধরে পাগল-করা সন্তাপে বক্ষ তাদের ফাটে
জানে কামনা তাদের অতি দুর্লভ প্রাপ্তির আশা নাই
হৃদয়ে তাদের বিপুল অপ্রাপ্তি-বেদনা চক্র বহে তাই।

নিরুপায় হয়ে একাকী থাকে শুধু নিজেরে লয়ে
বলে আমার দুঃখ গুলি নিয়ে থাক প্রিয় তুমি সয়ে
যেথা বেশি সুখ, দুখ ততোধিক,সুখদুখ চিরস্থায়ী নয়
চাকার মত চারিধারে ঘোরে বলে তারা দুটিতে্ই রয় ।

ছবিসুত্র : অন্তর্জাল হতে সংগৃহীত

মন্তব্য ৭২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

মিরোরডডল বলেছেন:




প্রিয়া সেথায় নিরবে বসে আছে ভেবে মনে
শয্যা ছেড়ে লাফিয়ে উঠে বাধতে আলিঙ্গনে ।


আহা স্বপ্ন!
সামুতে চোখ রাখতেই আলী ভাইয়ের এতো চমৎকার একটা পোষ্ট!

জানে কামনা তাদের অতি দুর্লভ প্রাপ্তির আশা নাই
হৃদয়ে তাদের বিপুল অপ্রাপ্তি-বেদনা চক্র বহে তাই।


বিষাদের প্রতিচ্ছবি।
এই অপ্রাপ্তির মধ্যেই দুর্বার আকর্ষণ।

লেখাটা যেমন ভালো লাগলো, ছবিগুলো সেরকম।
বিশেষ করে ছবি তিন আর চার, খুব সুন্দর আলী ভাই।



২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



লেখা ও ছবি ভাল লেগেছে শুনে আপ্লুত হলাম ।
সপ্ন বেশীক্ষন মনে থাকেনা বলে তারা হুরা করে
লেখা এটি , আরো ছিল বিশেষ একটি তাগাদা।
শুভেচ্ছা রইল।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৫

মিরোরডডল বলেছেন:




আচ্ছা এবার শুনি, আলী ভাই কি আজ মিনতিকে স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে? :)

স্বপ্নের মাঝে আলিঙ্গন
কে ছিলো সেইজন

সে যেই হোক, কেউ একজন এসেছিলো ফর সিওর, তাই আমরা এমন একটা কবিতা পেলাম :)

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



সব কথা যায়না বলা
থাকনা কিছু উয্যই ।
আমার শৈশবের স্মৃতি
মনে আছে দেখে
খুশী হলাম ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৮

সোহানী বলেছেন: ছবিগুলো অদ্ভুত সুন্দর।

অনেকদিন পর কবিতা লিখলেন আলী ভাই। কবিতায় ভালো লাগা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



বিবিধ কারণে লেখায় বিরতি ঘটে ।
নতুন বছর হতে ঘন ঘন পোষ্ট
দেয়ার ইচ্ছা রাখি যদি বিধাতা
মোরে ভাল রাখেন লেখার তরে।
ছবি সংযোজন সুন্দর হয়েছে
জেনে ভাল লাগল ।

শুভেচ্ছা রইল

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

সোহানী বলেছেন: নতুন বছরে আপনার অনেক অনেক লিখা পাবার প্রত্যাশা রইলো। কারন আপনার লিখা মানেই দারুন কিছু।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



নতুন বছরের শুরুতেই
লেখার ইচ্ছাতো আছে ।
কিচেনে টাইল্সের উপরে
থাকা কয়েক ফোটা পানিতে
পিছলে গিয়ে ব্যথায় ডান
হাতটা বলতে গেলে অচল
হয়ে গেছে। ফ্রাকচার হয়নি।
ফিজিউ থেরাপি চলছে ।
আপনাদের সকলের দোয়ায়
আল্লার রহমতে হাত সচল
হলে লেখায় গতি পাব ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

মিরোরডডল বলেছেন:




সপ্ন বেশীক্ষন মনে থাকেনা বলে তারা হুরা করে
লেখা এটি ,


তারমানে আমার অনুমান সঠিক, আলী ভাই একটা সেইরকম রোম্যান্টিক স্বপ্ন দেখেছে :)
এমন স্বপ্নের মাঝে ঘুম ভাঙলে মনে হয়, কেন যে ঘুমটা ভাঙলো!


ভাবেরও লীলায় না হয় ভরিত আঁখি
আমারে না হয় আরও কাছে নিতে ডাকি
কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে



২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



সঠিক অনুমানের জন্য ধন্যবাদ।
সুন্দর স্মৃতিমাখা স্বপ্ন ভেঙ্গে যাওয়ার কষ্ট সত্যিই কষ্টের
পুনরায় এসে কতদিন আগে শুনা সেই পথে হল দেরীতে
সন্ধার কন্ঠে গাওয়া গানটি আবার শুনার সুযোগ করে
দেবার জন্য ধন্যবাদ ।
আপনার শেখানো বিদ্য প্রয়োগ করে দেখি
এটা এখানে শুনা যায় কিনা।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

ক্রেটোস বলেছেন: আপনার কবিতা বেশ ভালো হয়েছে। এই ধাঁচের কবিতা এখন খুব কম লিখা হয়। সাধুবাদ জানাই আপনাকে।

তবে লেখাতে অনেক বানান ভুল আছে। আপনি "দুঃখ" বানানে "দু:খ" লিখছেন দুবার। কোলন আর বিসর্গ তো এক বিষয় নয়। একটি যতই চিহ্ন অন্যটি হলো বর্ণ। এছাড়াও আরও কিছু ভুল হলো আখি<আঁখি, বাধতে<বাঁধতে, নিস্ফলা<নিষ্ফলা, টুটে<টুঁটে, নিরোপায়<নিরুপায়, নীজেরে<নিজেরে। বানানগুলির প্রতি দুষ্টি দেবেন আশা করি। শুভকামনা !

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



আমার পোষ্টে স্ববাগতম ।
এই দিকটিতে আমি বরাবরই দুর্বল ।
বানান ভুল ধরে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
এডিট করে ঠিক করে দিয়েছি ।
চোখে চশমা লাগিয়েও এখন আর আগের মত ভাল
দেখতে পাইনি বলে লেখায় অনেক ভুল হয়ে যায় ।
মনে হয় লেখালেখির জগত হতে অবসর নেয়ার
সময় ঘনিয়ে আসছে ।
আপনি বাংলায় বেশ বিজ্ঞ বলেই মনে হচ্ছে ।
লেখা পোষ্ট করুন , সামু সমৃদ্ধ হবে
বলে মনে করি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

ক্রেটোস বলেছেন: দুঃখিত ড. আলী আবার মন্তব্যের জন্য, "স্বপনচারিণী" বানানটাও দয়া করে ঠিক করে নেবেন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ । দিয়েছি ঠিক করে ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫২

মিরোরডডল বলেছেন:




ক্রেটোস দুটো বানান ভুল করেছে :)


যতই চিহ্ন না, যতি চিহ্ন।

দুষ্টি না, দৃষ্টি।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন:



বানানের প্রতি আরো যত্নশীল হওয়া খুবই প্রয়োজন মনে করছি ।
আপনিউ একজন ভাল বানান বিশারদ ।
বানান প্রমাদ কমানোর জন্য আমি সমোচ্চারণমুলক অক্ষর
বাংলা বর্ণমালা হতে কমানোর পক্ষপাতি । এতে একদিকে
বানান প্রমাদ যেমন কমবে তেমনি বাংলা লেখার টাইপিং
গতি বাড়বে। এ বিষয়ে যথেষ্ট যুক্তি দিয়ে লেখা এই
সামুতেই আমার একাধিক পোষ্ট আছে ।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

ক্রেটোস বলেছেন: ধন্যবাদ মিরোরডডল, হ্যাঁ আমি দুটো বানান ভুল করেছি। যদিও কারণ আছে তবে তা অজুহাতের মত শোনাবে বলে বলছি না। আপনি আমার কৃতজ্ঞতা জানবেন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন:
আশা করি মিরোরডডল আপনার এই মন্তব্যটি দেখবেন ।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

ক্রেটোস বলেছেন: ড. আলী বানান ভুল করাটা কোন অপরাধ নয় কিন্তু ভুল বানানকে সমর্থন করে যাওয়াটাই হলো একটা অপরাধ। ভুল হতেই পারে। কিন্তু ভুলকে সমর্থন করাটা হতে পারে না। আপনাকে ধন্যবাদ বানানের প্রতি এত যত্নশীল হবার জন্য। শুভেচ্ছা জানবেন!

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:

আবার এসে মুল্যবান কথা বলার জন্য ধন্যবাদ ।
আপনার প্রতিউ রইল শুভেচ্ছা ।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২১

মিরোরডডল বলেছেন:




আমিতো শব্দই সঠিক লিখতে পারিনা, আর বানান ভুল সেটাতো আমারও হয়।
ওটা আবার কারো চোখে পড়লে কেউ কারেকশন করে দিবে :)
এভাবেই সবাই সবার পাশে থেকে শুদ্ধ বাংলা চর্চা হবে।
আই মিন আমরা চেষ্টা করবো।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



এ রকমের চর্চা খুবই হিতকর ।
শুদ্ধ বাংলা চর্চা খুবই প্রয়োজন ।
ইংরেজী শব্দের মত বাংলা বানান
শুদ্ধিকরনের জন্য উন্নত মানের
সহজ প্রয়োগযোগ্য সফ্ট ওয়ার
থাকাটা জরুরী হয়ে পরেছে ।
আমার কাছে বাংলা বানান চেকার
একটি ইনস্টল করা আছে।
তবে সেটিকে আমি প্রয়োগ
করতে পারিনা ।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: হা হা হা ........... এখানে দেখি বানান নিয়ে অনেক কথাই হচ্ছে!

আসলে আমাদের আলী'ভাই মোবাইলে লেখেন, মোবাইলে লেখার ক্ষেত্রে সমস্যা হয় বেশি।

শিরোণামে স্বপ্নচারি, প্রথম স্তবকের ২য় লাইনে শুন্য, ৩য় স্তবকের ১ম লাইনে রজনি কি ঠিক করতে হবে? আজকাল যদি এভাবে লেখে তাহলে ঠিক আছে।

এই কবিতা লেখার কারণ আমাকে জানিয়েছেন, আমার খুব ভাল লাগছে।

কথা হবে................

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

ডঃ এম এ আলী বলেছেন:



বানান নিয়ে সমস্যা আমার উত্তরাধিকার সুত্রে পাওয়া
এটা সহজে ছাড়বেনা আমাকে , তবে এই সমস্যা
উত্তরনের জন্য প্রয়াস থাকে সর্বত্রই । ভুল কেও
ধরিয়ে দিলে তাকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ
জানাই ।

কবিতার অনুপ্রেরণা এবং এ ব্লগে যাত্রা শুরুর
প্রাথমিক দিনগুলিতে বানান বিষয়ে দাদার
সহযোগীতা বরাবরের মতই বহাল আছে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১১

শেরজা তপন বলেছেন: ছবির সাথে মিলিয়ে কবিতা ভাল লেগেছে- তাই সাত সকালেই একটা লাইক দিয়েছিলাম।
কিন্তু মন্তব্য করার দুঃসাহস হয়নি; এবিষয়ে আমি ভীষন কম বুঝি, দু-লাইন লিখলে নিজের অজ্ঞতা সবার সম্মুখে প্রকাশ হয়ে পড়ে এই ভয়ে!
ব্লগার ক্রেটোস'কে মনে হয় এই প্রথম দেখলাম। তাঁর প্রতি অনুরোধ থাকবে লেখালেখি করার।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



হ্যাঁ লাইক আমি সাত সকালেই দেখেছি ।
লেখালেখি ও মন্তব্য দানে আপনি
এমনিতেই অনেক সাহসী , তাই
দুঃসাহস দেখানোর কোন
প্রয়োজন হয়না আপনার ।

ক্রেটোস নতুন ব্লগার , তাঁর প্রতি আমারো
অনুরোধ আছে লেখালেখি করার ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭

মিরোরডডল বলেছেন:




বিজন রয় বলেছেন:
এই কবিতা লেখার কারণ আমাকে জানিয়েছেন, আমার খুব ভাল লাগছে।



কেউ জানবে, কেউ জানবে না
তা হবে না, তা হবে না :)


২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন:



কেউ জানবে, কেউ জানবে না
তা হবে না, তা হবে না

ঠিকই বলেছেন ।
গোপন কথাটি রবেনা গোপনে
যদি যান দাদার বাগানে
দেখতে পাবেন সেখানে
গোপন কথা কেমনে ফুটে আছে ।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৪

ক্রেটোস বলেছেন: আবার আসতে হলো। ড. আলী ও শেরজা তপনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে লেখার আমন্ত্রণ জানাবার জন্য। কিন্তু আমি আসলে স্বল্প শিক্ষিত এক মানুষ। আমার লেখালিখি করবার মত প্রতিভা নেই। পড়বার ও জানবার একটা ক্ষীণ ইচ্ছে আছে তাই আমি নাহয় ব্লগার নয়, একজন পাঠক হিসেবে থাকলাম এই ব্লগে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন:



আমি জানি স্বল্প শিক্ষিত এটা আপনার বিনয়ের প্রকাশ ।
তাছাড়া জগতের বড় বড় লেখকদের মধ্যে অনেকেই ছিলেন
প্রাতিষ্ঠানিক ভাবে স্বল্প শিক্ষিত , হাতের কাছেই রয়েছেন
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এমন
আরো অনেকের নাম বলা যাবে ।

যাহোক, লেখেন কিংবা পাঠ করেন সেটা একান্তই
আপনার নিজস্ব বিষয় , আমরা শুধু অনুরোধ
করতে পারি । যাহোক কামনা করি ব্লগে
বিচরণ হোক সাবলিল ও মসৃন ।
শুভেচ্ছা রইল ।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: @ মিরোরডডল........ একটু কষ্ট করে আমার শেষ পোস্টিতে আলী'ভাইয়ের মন্তব্য দেখে আসুন।
উত্তর পাবেন। আর আপনিও একটি কবিতা পোস্ট দিয়ে নতুন পোস্ট শুরু করুন। My Heart id Braking.. এর পর আর নতুন কোনো পোস্ট দিচ্ছেন না।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



আশা করি মিরোরডডল আপনার এই মন্তব্যটি দেখবেন ।
এছাড়া আমিও উপরে মন্তব্যের ঘরে প্রতি মন্তব্যে তাকে
এই কথাই বলেছি ।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা রাতেই পড়েছিলাম মোবাইল থেকে। সকালে উঠে পিসি থেকে পড়লাম। এক ফ্যান্টাসিপ্রিয় প্রেমিকের প্রেম কীভাবে মনে মনে কিংবা স্বপ্নের ভেতরে ব্যর্থ হয়ে গেল এবং ব্যর্থতার পর কীভাবে, কোন প্রাপ্তি লয়ে নিজেকে তৃপ্ত রাখলো, কবিতাটি তা নিয়ে। তবে, কবিতার স্বাদ বা মর্মার্থ আমার কাছে যেমন মনে হলো, ভিন্ন ভিন্ন পাঠকের কাছে ভিন্ন ভিন্ন মনে হতে পারে, কবিতার ক্ষেত্রে সেটাই স্বাভাবিক। কবিতার কোনো নিজস্ব অর্থ নেই, কবিতার অর্থ পাঠকের অন্তরে গজায়।

কবিতার বানান নিয়ে বেশ কথা হয়েছে। বাংলা একাডেমী বানান অভিধান অনুযায়ী বানান সংশোধন করলাম। এতে কোনো ভুল থাকলে কেউ অথোরিটি উল্লেখ করে জানাতে পারেন (তবে, আমার টাইপিং মিস্টেকও কিছু ঘটে যেতে পারে)।

উপরে কে যেন উল্লেখ করলেন, আমিও বলছি, পুরোনো রীতিতে লেখা হয়েছে কবিতাটি। তবে, একটু ঘষামাজা করলেই সাবলীল বর্তমান মোড়কে কবিতাটি হেসে উঠতে পারে।

কবিতায় প্লাস সহ ভালো লাগা রইল প্রিয় আলী ভাই।




স্বপ্নচারী ব্যর্থ প্রেমের পরম প্রাপ্তি

স্বপ্নবাসরে প্রেমাস্পদকে হৃদয়ে ধরতে যারা চায়
শূন্য আকাশে বাহু মেলে দুঃখই শুধু তারা পায়
এ হেন যাতনা দেখে দেবতারও আঁখি হয় সজল
মুক্তার মতো অশ্রু তাদের ঝরি ঝরি পড়ে কেবল।

ঝরে পড়া সেই মুক্তাসম অশ্রুবিন্দুর মাঝে
স্বপনচারিণী প্রিয়াকে তারা পায় যেন খুঁজে
প্রিয়া সেথায় নীরবে বসে আছে ভেবে মনে
শয্যা ছেড়ে লাফিয়ে ওঠে বাঁধতে আলিঙ্গনে।

নিষ্ফলা স্বপ্ন টুটে গেলে দীর্ঘ রজনি ব্যর্থতায় কাটে
সারারাত ধরে পাগল-করা সন্তাপে বক্ষ তাদের ফাটে
জানে কামনা তাদের অতি দুর্লভ প্রাপ্তির আশা নাই
হৃদয়ে তাদের বিপুল অপ্রাপ্তি-বেদনা-চক্র বহে তাই।

নিরুপায় হয়ে একাকী থাকে শুধু নিজেরে লয়ে
বলে, আমার দুঃখগুলি নিয়ে থাকো প্রিয় তুমি সয়ে
যেথা বেশি সুখ, দুখ ততোধিক, সুখদুখ চিরস্থায়ী নয়
চাকার মতো চারিধারে ঘোরে বলে তারা দুটিতে্ই রয়।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



ঠিকই বলেছেন
কবিতার কোনো নিজস্ব অর্থ নেই, কবিতার অর্থ পাঠকের অন্তরে গজায়
এটা বুঝমান পাঠকের হাতে পরলে পালের নৌকার মত বাতাসের অনুকুলে
প্রতিকুলে দুদিকেই যায় তথা কবিতা বহুবিধ অর্থ ধারণ করতে পারে ।

সামান্য ঘষামাজা করে কবিতাটি বর্তমান মোরকে যে রূপ ধরতে পারে
তা হাতে কলমে দেখিয়েছেন । বুঝা গল জাত কবির হাতে পড়লে
কবিতা কেমন হয় । আপনার ঘষামাজা কবিতাটির রূপ দেখ আমি
অভিভুত ও মুগ্ধ । বোল্ড শব্দগুলি মেরামত করা হয়েছে । কৃতজ্ঞতা
জানবেন ।

এই ঘষামাজা কবিতাটিকে ইচ্ছে করলে আপনি সহজেই গীতি কবিতায়
পরিনত করে সুরেলা কন্ঠে গেয়ে আমাদেরকে আরো দারুন ভাবে
অভিভুত করতে পারেন । আপনার সে ক্ষমতা আছে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল


১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আপনার লেখা পড়লে বুঝা যায় আপনি একজন অভিজ্ঞ মানুষ।
আম্রপলি নিয়ে একটা দারুন লেখা লিখেছিলেন। সেটা আজও ভুলিনি।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:




সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
আম্রপালি ভুলেননি শুনে খুশী হলাম ।

শুভেচ্ছা রইল

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

প্রামানিক বলেছেন: দারুণ একটি কবিতা। মনোযোগসহকারে পুরোটাই পড়লাম। অনেক ভালো লাগল।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতাটি দারুন হয়েছে শুনে খুবই খুশী হলাম ।
আপনার ভাল লাগায় আমি আপ্লুত ।

শুভেচ্ছা রইল

২০| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

শায়মা বলেছেন: ভাইয়া

ছবি ও কবিতা এ আমার আজীবনের প্রিয় প্রিয় এবং প্রিয়! :)

অনেক অনেক ভালোলাগা! :)

অনেক ভালো থেকো ভাইয়ামনি! :)

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



আপুমনি
ছবি ও কবিতা এ আমার আজীবনের প্রিয় প্রিয় এবং প্রিয়
তুমি যে তাই তাই গো । যেখানেই যাই সেখানেই পাই কথায় কথায়
তোমার কাব্য ছুটে , আর তুমি যে স্বভাব কবি তা দুনিয়া জুড়ে রটে ।

তোমার প্রতিও অনেক ভাললাগা রইল

২১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অসাধারণ।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতাটি অসাধারণ অনুভুত হওয়ায় ধন্যবাদ ।
এ কথা আমাকে অনুপ্রেরণা জুগিয়ে গেল ।

শুভেচ্ছা রইল

২২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৩

নূর আলম হিরণ বলেছেন: শব্দগুলো অনেক সুন্দর করে সাজিয়েছেন।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৮

ডঃ এম এ আলী বলেছেন:

এসে পাঠ করে সুন্দর মন্তব্য রেখ যাওয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:১৯

সোহানী বলেছেন: ওওও নো.......... আবারো আপনি ঝামেলায়। ফ্রাকচার না হলেতো আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে যাবে। হয়তো চাপ বেশী পড়েছে তাই ব্যাথা হচ্ছে। সুস্থ্য হয়ে উঠুন, আপনার লিখার অপেক্ষায়।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:১৫

ডঃ এম এ আলী বলেছেন:

হ্যা অল্লার অশেষ রহমতে খুব বড় ধরনের দুর্ঘটনা হতে বেচে গেছি ।
হঠাত করে পা পিছলে গিয়ে মাথা বাচাতে গিয়ে হাত দিয়ে সজোরে
কিচেন সিন্কে চেপে ধরায় হাতে মারাত্বক ব্যথা পাই ।

মনে করেছি পেইন কিলার সেবনে সেরে যাবে । কিন্তু মাসখানেকেও
ব্যথা না কমে ক্রমেই বাড়তে থাকায় আমার ডাক্তার মেয়ের পরামর্শে
আমার রেজিষ্টারড ডাক্তারের স্মরনাপন্য হই ।

তিনি আমার হাত নারা চারা করে বুঝলেন কোন ফ্রাকচার হয়নি শুধু
মাসল ক্ষতিগ্রস্ত হয়েছে । তাই তিনি বেশ বেশী মাত্রার পেইন কিলার
প্রেসক্রাইব করে দিলেন । তবে আমার মাত্রাতিরিক্ত ব্যথার কথা শুনে
ও আমার চাপাচাপিতে এক্সরে করার জন্য হাসপাতালে রেফার করেন ।
বেশ হলো এক্সরে , রিপোর্ট সেটিসফেকটরী কিন্তু পেইন কিলার সেবনেও
ব্যথা কমেনা । তাই চলল ফিজিউ থেরাপি । এটাই হলো ঝামেলা ,
থেরাপী সেন্টারে যাওয়া আসা আর নিয়ম করে চলা । লেখালেখি
সিক্কায় তুলার মত অবস্থা ।

যাহোক, আবার এসে কুশল জানার জন্য ধন্যবাদ । দোয়া করবেন যেন
তারাতারি সেরে উঠতে পারি ।

শুভেচ্ছা রইল


২৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২৫

নজসু বলেছেন:


কবিতা পাঠ করবো নাকি ছবিগুলো দেখবো?
দুটোতেই আঁখি মন স্থবির হয়ে ছিলো।

"নিরুপায় হয়ে একাকী থাকে শুধু নিজেরে লয়ে
বলে আমার দুঃখ গুলি নিয়ে থাক প্রিয় তুমি সয়ে"


এই দুটো লাইন প্রথমবারেই মনে গেঁথে গেলো।
কানে যেন কবিগুরুর কোন এক অচেনা সুরের মতো বাজছে।
আজকে হয়তো সারাটা দিন এই লাইন দুটো মাথার মধ্যে ঘুরপাক খাবে এবং মনের ভিতর গুনগুন হবে।

ধন্যবাদ প্রিয় ভাই। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আপনার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা পাঠের সাথে ছবিগুলো দেখে আঁখি মন স্থবির হয়ে ছিলো শুনে খুশীতে
আমি বাকরুদ্ব হয়ে গেলাম । সেই যে প্রায় ৫ বছর আগে নুরজাহানের শরীরে অসংখ্য
কীটের বাস
ছোট গল্প লিখে কীটের জ্বালায় কুপোকাত হলেন তার সাথে এখন যদি
এই লাইন দুটি মাথার মধ্যে ঘুর পাক খায় আর মনের ভিতর গুন গুন করে তাহলে
হয়তবা আপনি গত ৫ বছরের রাইটিং ব্লক কাটিয়ে সেই অসাধারণ গল্পের মতন
নতুন কিছু নিয়ে আসবেন আমাদের জন্য ।

আপনার ব্লগ বাড়ীতে গিয়ে কতবার যে লেখায় ফেরার জন্য অনুরোধ করেছি
তার কোন ইয়ত্বা নাই । এবার মনে হয় মাথার ভিতর গুনগুনানীতে কাজ হবে :)

অনেক অনেক শুভেচ্‌ছা রইল

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৩

ইসিয়াক বলেছেন:

ছবির সাথে কবিতা দুটোই ভালো লেগেছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:
ছবির সাথে কবিতা দুটোই ভালো লেগেছে
জেনে খুবই খুশী হলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

কালো যাদুকর বলেছেন: আপনার পোস্টে কবিতটি চমৎকার হয়েছে। তৃতীয় স্তবকে কবি মূল ভাবের বিপরীত ধারাতে আবেগটি প্রকাশ করেছেন -আমার এই অনুমানটি ভূলও হতে পারে। তবে আগাগোরা একটি প্রেমিক মনের আকুতিই ছবির সংযোজনে অতি মনোহরভাবে ফুটে উঠেছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতাটির উপর আপনার সুপঠিত মুল্যবান
বিশ্লেষন আমাকে বিমোহিত করেছে।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: কবিতা ও ছবির অপূর্ব সম্মিলনে আরো বেশি বাঙময় হয়ে উঠেছে অনিন্দ্য সুন্দর অসাধারণ কবিতাখানি!

পড়ে গিয়ে হাতে ব্যাথা পেয়েছেন জেনে সত্যিই ব্যাথিত হলাম! বয়সের এই স্তরে এসে চলাফেরায় একটু বাড়তি সতর্কতা প্রয়োজন রয়েছে, বিশেষ করে ওয়াস রুম এবং কিচেনে চলাচলে কিঞ্চিৎ ঝুঁকি থাকেই। আশু সুস্থতা কামনা করছি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন একান্তই কাম্য। ভাল থাকবেন।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা ও ছবিতা সহ এটি অসাধারণ
অনুভুত হওয়ার জন্য ধন্যবাদ ।
আজকালকার এই উন্মোক্ত ইন্টারনেটের
যুগে পাবলিক ডমেইন হতে ফ্রিতে পাওয়া
ছবির সাহায্যে খুব সহজেই কবিতার
কথামালার সাথে মিলিয়ে ছবি যুক্ত
করে একে পাঠকের কাছে আরো
বেশী বাঙময় করা যায় বিবেচনায়
আমি কবিতাতে প্রাসঙ্গিগকতা
বজায় রেখে ছবি যুক্ত করার
প্রয়াস নিয়ে থাকি । পাঠকের
কাছে এটা ভাল লাগে জেনে
অনুপ্রানীত হলাম ।

হ্যাঁ ডান হাতের ব্যথার জ্বালায়
বা হাতেই কোন মতে কি বোর্ডে
আঙ্গুল চালিয়ে লেখা কর্ম সারছি।
সকলের কাছে দোয়া চাই
যেন শীঘ্রই এই ব্যথার
উপসম হয় ।

শুভেচ্ছা রইল

২৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



পাঠক মন্তব্য থেকেও অনেক নতুন কিছু শিখা ও জানা যায় ।
পাঠকুলের বিজ্ঞতাসুলভ মন্তব্যগুলি সত্যিই খুবই মুল্যবান।

২৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

করুণাধারা বলেছেন: দক্ষ মালির হাতে যেকোনো গাছই সৌন্দর্যমন্ডিত হয়ে ওঠে। তেমনি দক্ষ লেখকের যে কোনো ধরণের লেখাই সুষমা মন্ডিত হয়ে ওঠে।

আপনার গবেষণা ধর্মী পোস্টগুলো যেমন অনন্য, এই কবিতাটিও সেরকম। স্বপ্ন ভঙ্গের পরের অবস্থা কবিতায় চমৎকার ভাবে ফুটে উঠেছে। ছবিগুলো খুব প্রাসঙ্গিক ও সুন্দর।

দ্বিতীয় ছবিটা কি আপনার আগের কোন পোস্টে ছিল?

শুভকামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:



লেখাটি আপনার দৃষ্টিতে ও উপলব্দিতে
সুষা মন্ডিত হয়েছে শুনে ভাল লাগল ।
দ্বিতীয় ছবিটির মত দেখায় একটি
ছবি আমার অন্য একটি পোষ্টে ছিল,
আপনার তীক্ষ্ণ স্মরণশক্তি আছে
দেখে আমি অভিভুত ।

ইংরেজী নব শুভেচ্ছা রইল

৩০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

জুন বলেছেন: কবিতায় ছবিতায় একেবারে মাখামাখি যাকে বলে আলী ভাই। যেমন কাব্য তেমনি আপনার বেছে নেয়া অনাবদ্য সব ছবিগুলো ।
+

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



ছবি আপার কাছ থেকে কবিতা আর ছবিতা
দেখে শিখার প্রয়াস । বিষয়টি অনবদ্য
হয়েছে শুনে ভাল লাগল ।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ছবি অনবদ্য সবই ।
কবিতাটি আগেই পড়ে ফেলেছি। সময় করে চলে এলাম বিজ্ঞ ব্লগার।
আপনার সুস্থতা কামনা করি ।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:


সময় করে এসে মনলোভা কথা বলার জন্য ধন্যবাদ ।
অমার সুস্থতা কামনার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: "যেথা বেশি সুখ, দুখ ততোধিক, সুখদুখ চিরস্থায়ী নয়" - অমোঘ সত্যবাণী। তবুও আমরা সুখের পিছেই ছুটি, দুখ চাই না।
দুখ কমে গেলে অবশ্য কবিতা ও সঙ্গীতও কমে যাবে; হেথা, সেথা, অন্য কোথা, সর্বত্র এ বিশ্বপ্রাঙ্গণে।

চতুর্থ ছবিটা চমৎকার! সুন্দর, প্রেমময় কবিতায় ভালোলাগা রেখে গেলাম।

আপনি পড়ে গিয়ে ডান হাতে ব্যাথা পেয়েছেন জেনে খুব খারাপ লাগছে। এ বয়সে হাড়-হাড্ডিতে ব্যথা পাওয়া খুবই যন্ত্রণাময় এবং ভয়াবহ। আগেকার মোজাইক ফ্লোরই বোধহয় ভালো ছিল। টাইলস এর উপর পানি পড়ে থাকলে সহজে চোখে পড়ে না। বিশেষ করে ওয়াশরুম আর কিচেনের টাইলসে পিছলে পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। যাহোক, দয়াময় আল্লাহতায়ালা আপনাকে অল্পের উপর দিয়ে বাঁচিয়েছেন। এখন ফিজিওথেরাপিটা ঠিকমত নিতে থাকুন। এই বয়সে বেশি পেইনিলিলার মেডিসিন সেবন করলেও সমূহ বিপদের সম্ভাবনা। উভয়দিকে শাঁখের করাত!

হ্যাপী নিউ ইয়ার! ২০২৪ এ আপনার সকল ব্যথা বেদনার উপশম হয়ে যাক!

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



খুবই খাটি একটি কথা বলেছেন -
দুখ কমে গেলে অবশ্য কবিতা ও সঙ্গীতও কমে যাবে
সুখ পেলে মানুষে তাল লয় ভুলে তিড়িং বিরিং করে নাচে
আর দুঃখ পেলে অন্তরের অন্তস্থল নিংরিয়ে লেখে কিংবা
মনের সকল আবেগ আর অশ্রুধারা মিলিয়ে গান গায়
নিরবে নিভৃতে ,আর তাই বেশী হৃদয়গ্রাহী হয়ে ।

চতুর্থ ছবিটা চমৎকার! সুন্দর, আর প্রেমময় কবিতায়
ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ ।

ঠিকই বলেছেন বেশী ব্যথা নাশক সেবনে যথেষ্ট
সাইড ইফেক্ট আছে । তাই ব্যথা সয়ে হলেও
ফিজিউ থেরাপির উপরই বেশী আস্থাশীল
থাকতে চাই।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল

৩৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।

অনেক ভালো থাকো এই বছরে! :)



০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



নতুন বছরের ভালবাসাময়
আবেগী ছবিটিউ খুবই সুন্দর হয়েছে ।
নতুন বছরে তোমাদেরে কোথায়
নিয়ে যেতে চাই তা নিয়ে একটি
পোষ্ট দিব । এসে দেখে যেও ।

তোমার জন্যও রইল নববর্ষের শুভেচ্ছা ।

৩৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২

জুন বলেছেন: আলী ভাই আপনি পরে গিয়ে ব্যাথা পেয়েছেন আমি জানতাম না। আল্লাহ করে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠুন। আমি মদীনার মসজিদে নববীর সামনে এক লোকের ধাক্কা খেয়ে তিন হাত দূরে ছিটকে পরে যেই ব্যাথা পেয়েছিলাম তা সারতে আমার ছয় মাস লেগেছিল। আপনার মতই কোন ফ্রাকচার ছিল না কিন্তু প্রচন্ড ব্যাথা ছিল সারা শরীরে।
নব বর্ষের শুভকামনা রইলো।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার হৃদয়ঘটিত সমস্যাবলী সংক্রান্ত পোষ্টটি আমি অনেক
আগেই দেখেছি । লাইকের বাটন চাপার পরে অনেকক্ষন চাকা
ঘুরার পরেও সামনে এগোতে পারিনি , সে সময় মনে হয় যে
কোন কারণেই হোক সামু বেশ স্লো চলছিল। আমার ফইবার
অপটিক ব্যন্ডের ইন্টারনেট খুবই ফাস্ট থাকার পরেও কাজ
হয়নি । তাই ভেবেছিলান পরে যাব । সেখানে আমার
হাতের ব্যথার কিছু কথা নিয়ে বেশ কিছু কথা শেয়ার
করার মত ছিল । যাহোক আবার চেষ্টা করে দেখেছি
অনেক স্লো যাচ্ছে । তাই কোন মতে সময় লাগিয়ে
লাইক বাটন চেপে রেখে এসেছি । পরে আবার
যাবো, সেখানেই প্রাসঙ্গিক ক্রমে এ বিষয়ে
কিছু বলার বাসনা রাখি ।

এখন নব বর্ষের শুভেচ্ছা রইল

৩৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কবিতা মাশাআল্লহ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতাটি পাঠ করে যাওয়ায় ধন্য হলাম ।
শুভেচ্ছা রইল

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

সোনালি কাবিন বলেছেন: অনেক সুন্দর কবিতা, সহজ জীবনবোধ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



মাশাল্লাহ ,সকলের জীবনবোধ সহজ হোক এ কামনাই করি ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.