নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতি শৈশবের ডানায়

আলী প্রাণ

বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...

আলী প্রাণ › বিস্তারিত পোস্টঃ

বৈশাখে

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

বৈশাখে

বাচুর নিয়ে বেরোনোর আগে পানিভাতে পাট শাকে

কিংবা কোরানো ঝুনা নারকেল, পোড়া মরিচের গুড়া

অথবা নুন পানিতে গোলানো বাসিভাতের মধুসূরা

নাহয় মালামিঠাইতে প্যাচাঁনো একটি সিদ্ধরুটি

শুধু তরমুজ ভাঙ্গির টুকরো, লবন ছিটানো পুটি



বৈশাখে

কলা পাতায় আম চাটনীতে মরিচ আর গুড় মাখে

জাম তলাতে বৈশাখী গান, কাউয়ের্‌ ডালে ঝোলা

মগডাল থেকে পুকুরে পড়া, জলে ছোঁয়াছুঁয়ি খেলা

বটের ছায়ায় কলা পাতার বিছানা পেতে সুখঘুম

ডাংগুলি আর গোল্লার শেষৈ পানিতে দপানোর ধুম



বৈশাখে

গাছের ছায়ায় বসে রাখাল বাঁশিতে ঠোঁট রাখে

ছাতা মাথায় খেত নিড়ানো বদলানো গরুর খঁূটি

খেজুরের ডগার নিপুন আঘাতে বাঁধে আলের মাটি

গম খেসারির পোটলী খুলে আলসে জাবর কাটা

তপ্ত সুর্যও চাঁদ করে দেয় গোয়ালিনীর মাঠা





দাম্মাম, এপ্রিল ২০০৯

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

এহসান সাবির বলেছেন: দারুন।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

আলী প্রাণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর...

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো???


শুভেচ্ছা নতুন বছরের!:)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

আলী প্রাণ বলেছেন: আমি ভালো আছি আপু, তুমি ও নিশ্চয় ভালো আছো!

শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.