নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতি শৈশবের ডানায়

আলী প্রাণ

বাণের জলের মত, ভাঙ্গ কিংবা ভাসিয়ে নাও যা কিছু অযাচিত ভ্রান্তি বাঁচানোর জন্য লড়ে ...

আলী প্রাণ › বিস্তারিত পোস্টঃ

খুব সহজেই ভুলে থাকা যেত

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

খুব সহজেই ভুলে থাকা যেত
এমন দিনতো সবারই গিয়েছে
শৈশবের সেই কাঁচাপ্রেম ভেবে
বালিশ ভিজিয়ে কে আর কেঁদেছে

কথা বলি সোনা, রাগ করোনা
ধরতে চেয়েছি প্রেয়শীর হাত
যখন বুঝিনি তখন কত
হাতে হাত রেখেই কেটে যেত রাত

এখন পরশে মরু সাহারা জাগে
বুকে তপ্ত লাভা লাভা লাগে
শ্বাস বুঝি গেলো, ধমনী থেমেছে
দৃষ্টি অশুভ বাজে পুড়ে গেছে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ধ্রুবক আলো বলেছেন: রোমান্টিক কবিতা ভালো হয়েছে

২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৮

আলী প্রাণ বলেছেন: নিরন্তর শুভেচ্ছা। শুভকামনা।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

প্রশ্নবোধক (?) বলেছেন: রোমান্টিক না প্যাথেটিক?

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৮

আলী প্রাণ বলেছেন: নিরন্তর শুভেচ্ছা। শুভকামনা

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৪

একজন সত্যিকার হিমু বলেছেন: অনেক কষ্টের অনুভূতি ।পড়ে কষ্ট লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.