নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : মন

২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:০৩




মন

মানুষের মন এত কঠিণ কেন?
জোড়া ভেংগে গেলে
পাখিও বাঁচেনা বেশী।
অথচ তুমি আমি দিব্বি বেঁচে আছি।
কম তো নয়,
একে একে সতেরোটি বছর!

মানুষের মন এত নরম কেন?
এতদিন পরেও
শুধু তোমার কথাই মনে পড়ে।
যেন গোটা দুনিয়ায়
তুমি ছাড়া আর কেউ নেই
কিছু নেই।

মন থাকার এই এক জ্বালা
আমার সারিন্দা আমারই কথা শোনেনা।
জানে - ও পাট চুকে গেছে,
অথচ চোখে ভাসে
ভাদ্র মাসের ভরা জোছনার মত
হাসিমাখা তোমার মুখ।

মানুষের মন এত অবুঝ কেন?
মিছেই বেঁচে থাকে একবুক আশা নিয়ে
শেষবার সূর্যাস্ত দেখার আগে
আবার দেখা হবে
আর একবার
সতেরো বছর পর!


আলপনা তালুকদার
রাজশাহী
২৬ জুন, ২০১৭

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:০৬

আলপনা তালুকদার বলেছেন:

আবার দেখা হোক
আর একবার
সতেরো বছর পর!

২| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৬

ঋতো আহমেদ বলেছেন: ঈদ মোবারক আলপনা জি। ভাল আছেন আপনি?

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:১৩

আলপনা তালুকদার বলেছেন: ঈদ মোবারক। জ্বি, ভাল আছি।

৩| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:৪১

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: আপু, কষ্টের আগুনে ঘি ঢেলে দিলেন।

আমিও ​অপেক্ষায় আছি শেষ সুর্যাস্তের আগে একটি উত্তর জানার​আশায়।

ভালো থাকবেন,,, ঈদ মোবারক

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:১৬

আলপনা তালুকদার বলেছেন: সরি ডিয়ার। প্রতিটা বিরহের গল্পই একই রকম। যাদের প্রেম সফল হয়েছে, তাদের গল্পটা আবার উল্টা। নদীর এ পাড় কহে...।

আপনিও ভাল থাকুন। ঈদ মোবারক।

৪| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:০৪

কানিজ রিনা বলেছেন: ঈদ মোবারক আলপনা। অন্তত আজকের
দিন সজনদের নিয়ে ভালভাল ঈদ কাটুক
এই কামনা।
আর যারা সড়ক দুর্ঘটনায় সজন হাড়িয়েছে
তাদের জন্য সমবেদনা। লেখা ভাল লাগল
ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:১৮

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, নিশ্চয়। ধন্যবাদ লেখা ভাল লাগার জন্য। ঈদ মোবারক। ভাল থাকুন। আনন্দে কাটুক ঈদ।

৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৬

নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক আপু B-)

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০১

আলপনা তালুকদার বলেছেন: ঈদ মোবারক। ভাল থাকুন। আনন্দে কাটুক ঈদ।

৬| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনতো এমনই!

কঠিন, নরম আর অবুঝ :)

মন আমারা পাগলা ঘোড়া
যায়রা তারে রাখা লাগাম ছাড়া ;)

ঈদের শুভেচ্ছায় শুভকামনা থাকল- আপনার ইচ্ছে পূর্ণ হোক :)

+++

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপনার শুভকামনার জন্য। ঈদ মোবারক।

৭| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:১৯

বিজন রয় বলেছেন:
মানুষের মন এত কঠিণ কেন?
মানুষের মন এত নরম কেন?
মানুষের মন এত অবুঝ কেন?


মানুষ বলেই।

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০

আলপনা তালুকদার বলেছেন: ঠিক তাই দাদা। মানুষ বলেই, পাথর তো নয়! ঈদ মোবারক দাদা, ভাল থাকুন।

৮| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: কঠিণ-কঠিন হবে কি?

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৩

আলপনা তালুকদার বলেছেন: কঠিণ টাই ঠিক দাদা। বানান সন্ত্রাসীদের পয়দা করা নতুন বানান আমি লিখিনা।

৯| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: সতের বছর ধরে যতবার ভালবাসার কথা ভেবেছি ততবার বিস্ময়ে বিমূঢ় হয়েছি, আর পরিশেষে আশ্চর্য অনুভবে পেয়েছি শূন্যতাবৃত্তান্ত।

গত সতের বছর ধরে কবি কি এই শূন্যতাবৃত্তান্ত অতিক্রম করতে পারলেন না???
সতের বছর কি খুব কম সময়!!!

মানুষের মন জীবনের অন্তরালে খুঁজে চলে শুধু জীবনের মানে।
এই চিত্রপট ঈশ্বরের আঁকা।

নাকি??

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৯

আলপনা তালুকদার বলেছেন: চাইলেই মানুষ সবসময় সবকিছু পারেনা। ঈশ্বর, নিয়তি - যাই বলেন, পরিস্থিতি সবসময় ব্যক্তির আয়ত্তাধীন নয়। তবে মন তো স্বাধীন। সে যা খুশী চাইতেই পারে।

"আমার সারিন্দা আমারই কথা শোনেনা"...

১০| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: ওহো ভুলে যাই, ছবিটি কার??
মনের সাথে ওই ছবির সম্পর্ক কি??

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৪

আলপনা তালুকদার বলেছেন: ছবিটি একজন প্রেমিকার, যে তার প্রেমিকের পথের দিকে তৃষ্ণার্ত চোখে অপলক তাকিয়ে আছে -"আবার দেখা হোক,
আর একবার, সতেরো বছর পর!" - এই প্রত্যাশা নিয়ে। হয়ত একবার হলেও সে তার প্রেমিককে দেখতে চায়, ছুঁতে চায়..

১১| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মুবারক!

আপা, আজকে আপনার একটা ছবি দিতেন।। ঈদের দিন কষ্টর কবিতা পড়তে চাই না।। আরেকটা কবিতা পোষ্ট দেন।। #:-S

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৩

আলপনা তালুকদার বলেছেন: ঈদ মোবারক। আসলে আনন্দের দিনগুলোতেই মানুষ প্রিয়, হারানো মানুষগুলোকে সবচেয়ে বেশী ফিল করে, মিস করে।

শুধু আপনার জন্য নীচে মেসেজ আকারে আমার একটা হাসিমুখের ছবি দিলাম। কেউ আপত্তি জানালে আপনি দায়ী থাকবেন।

১২| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৪

আলপনা তালুকদার বলেছেন:

@ শাহরিয়ার কবীর।

১৩| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আরে আপনি তো অনেক রূপবতী । আমার ব্লগে আসেন না কেন? প্রিয়জনের নিষেধ নাকি?

ইদ মোবারক ।

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:৩২

আলপনা তালুকদার বলেছেন: এতদিনে সেটা জানলেন? হা হা হা! ধন্যবাদ। ব্লগে না গেলেও আপনার লেখা কিন্তু পড়ি। না, কারো নিষেধ নেই। ঈদ মোবারক। ভাল থাকুন।

১৪| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম, এই তো এখন কত সুন্দর লাগাচ্ছে। তানা ঈদের দিন নিজের তো খারাপ করে রেখেছেন, সেই সাথে কষ্টের কবিতা লিখে আমাদের মনও।।

ধন্যবাদ
ভালো থাকুন সবসময়.......

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৬

আলপনা তালুকদার বলেছেন: তাই? তাহলে কি লোকে বিরহের কবিতা লিখবে না? ওকে। ধন্যবাদ।

১৫| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা, আমার সব কবিতা তো বিরহের।। কেন লিখবেনা আবশ্য, লিখবে কবিতা হল চিন্তার ব্যায়াম । না মানে বোঝাতে চেয়েছি ঈদের দিন সবাই হাসিখুশি থাকুক।।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৪

আলপনা তালুকদার বলেছেন: ওকে।

১৬| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Eid Mubarak you & all of you mom . Is it poem? Mom. I don't think so. This is emotions. Next time will be better. Stay well mom.

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৮

আলপনা তালুকদার বলেছেন: আমার সব কবিতাই অতি অখাদ্য আর রাবিশ। এগুলোকে কবিতা বললে কবিতার অপমান হয়।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এগুলো পড়া দেহ-মনের জন্য হানিকারক ও বটে !!!

১৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

কম তো নয়
একে একে সতেরোটি বছর!! - অবিকল মিল !!!

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৪

আলপনা তালুকদার বলেছেন: তাই নাকি? ধন্যবাদ। ঈদ মোবারক।

১৮| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৪০

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার কবিতাও আলোচিত ব্লোগে চলে আসে? তাও আবার সেই কবিতা-------! নাহ আজ আসলেই সারাদিন হাসা উচিৎ। কিন্তু সময় কই?

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৫১

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, আসে। কিছু লোকের লেখা রোজ আলোচিত ব্লগে আসে কারণ তারা কিছু কৌশল প্রয়োগ করেন। আর আমার লেখা আসে কারণ সব ব্লগার ও পাঠকরা আপনার মত বোদ্ধা নয়।

লেখার মান পচা হওয়া সত্ত্বেও আমি ভীষণ খুশী। কারণ আপনাকে তা অন্তত হাসির উপলক্ষ্য দিতে পেরেছে। আর সময়? বেশতো। আপনার ব্যস্ততা কমলে সময় নিয়ে আয়েশ করে হাসবেন। ইচ্ছে হলে খুশীতে নাচতেও পারেন।

আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ঈদ মোবারক।

১৯| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৫২

ডার্ক ম্যান বলেছেন: মন নিয়ে নানান শব্দের খেলা ভাল লাগল।
সতেরো বছর পর ????

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক। ভাল থাকুন।

২০| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৮

মোহাম্মদ বাসার বলেছেন: আমি কিন্তু আপনার লেখা পচা কি ভাল তা নিয়ে কিছু বলিনি। কি কারণে বলেছি তা নিশ্চয় বুঝতে পেরেছেন। হাহাহা!

২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৫১

আলপনা তালুকদার বলেছেন: বুঝেছি। তবে আমার লেখাকে পচা ভেবেও আপনি হাসতে পারেন। কোন সমস্যা নেই।

২১| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



"সেই মানুষটি একদিন(২৩-২-২০০০ইং তারিখ রাগারাগি করে আমার কাছথেকে তার দেয়া শেষ চিঠিগুলো ও তার ছবি গুলো নিয়ে চলে যায়। আবার আসে কয়েকদিন পর, ক্ষমা চায় কষ্ট দেয়ার জন্য। আমি মেনে নেই সবকষ্ট ভুলে যাই দেখাতেই। আবার ২৯-৩-২০০০ইং তারিখ কি নিয়ে যেন কঠিন অবিশ্বাস করছে আমাকে, বলছে- আমার বিয়ে হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, তুমি ভুলে যেও আমাকে। আমি বলেছিলাম- তুমি থাকতে পারবে তো! যদি পারো তো বিয়ে করেই নিও। আর যদি না থাকতে পারো, আমাকে প্রয়োজন মনে কর, যদি বিশ্বাস করতে পারো তবে চলে এসো আমার কাছে, আমি বুকে জড়িয়ে নেবো চিরদিনের জন্য। তখন অভিমান ভুলে হেসে হেসে বলেছিল, আমি তোমারি সাথী, থাকবো চিরদিন। আমি বলেছিলাম- তুমি যেও না, তোমাকে বিয়ে দিয়েই দিবে এবার। সে বলেছিল- আমি তোমাকে ছাড়া থাকতে পারবোনা কোনদিন, আমার বিয়ের আসর থেকে হলেও চলে আসবো তোমার কাছে। তুমি কোন চিন্তা করো না আমার জন্য। কিন্তু! সেবার আর ফিরে আসেনি আমার কাছে...! ১০-৪-২০০০ইং তার বিয়ে হয় অন্যত্র।)ছেড়ে যায় আমাকে। নিজের সুখটাকে বেশি প্রয়োজন মনে করে সুখী হতে চলে যায় আমার সুখের ভুবনে আগুন জ্বেলে। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যায় ছয়-সাত বছরের জমানো কত গভীর ভালোবাসা। কিছুই ছিল না অবশিষ্ট তাকে হারিয়ে... হারাবার। নিঃস্বতা আর নিঃসঙ্গতা গ্রাস করেছিল আমাকে। স্তব্ধ হয়ে বেঁচে ছিলাম, মরতে পারিনি, নিতেই হয়েছে নিঃশ্বাস জীবনের নিয়মে।" -

উপরের অংশ টুকু আমার পোষ্ট 'চৌদ্দবছর পরে' থেকে এনে রেখে গেলাম আপু।

ঈদ মোবারক,

২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ লেখা শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.