নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : তুমি আসবে বলে

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২২




তুমি আসবে বলে

কাঁঠাল চাঁপা বসে আছে বরণডালা হয়ে,
সেও জানে তোমার আসার কথা।
আর কুর্চির মালা জেগে আছে নির্ঘুম
সতেরো বসন্ত ধরে তোমার ফেরার অপেক্ষায়।

আর আমি?
নরম সবুজ ঘাস হয়ে আছি।
এতটুকু ব্যথা যেন লাগেনা তোমার পায়।
তোমার সব কষ্টের হেমলক
ঠোঁটে তুলে নেব মৃত্যুঞ্জয়ী সুধা ভেবে।

জোছনার সাথে চুক্তি করেছি,
তুমি না ঘুমানো অবধি আর কোথাও যাবেনা সে।
ঝানু ব্যবসায়ী হয়েছি এবার,
তোমার মন ভোলাতে মজুত থাকবে শিউলীর সবটুকু গন্ধ।

একশ' তেত্রিশটা পলাশের দামে কিনেছি তাদের।
দখিণা বাতাস দোলাবে তোমার আঁচল,
মৃদুমন্দ তালে বয়ে যাবে রাতদিন।
গরমের সাধ্যি আছে তোমায় ছোঁবার?
কালবৈশাখী উড়িয়ে নেবে তোমার এলো চুল,
চিন্তার মেঘ জমতেই দেবেনা তোমার কপালে।

সূর্য বলেছে তুমি এলে সে তার রাগ কমাবে,
তোমার সোনার তনু রূপ হারাবেনা তবে।
বুলবুলি গাইবে মিলন সঙ্গীত,
ফিঙ্গে নাচবে তোমার চুড়ির রিনিঝিনি সুরে।

গ্রহ,নক্ষত্র, নিহারীকা, সপ্তর্ষিমণ্ডল,
ছায়াপথ ফেলে দাস হয়ে ঘুরবে তোমার চারপাশ।
নদীতীরের পালতোলা নৌকা, ভাটিয়ালী সুর
উদাস হবার সময় কোথায়?

বৃষ্টি ঘুম ভাঙ্গাবেনা কারো,
জোনাকী জ্বালাবেনা আলো,
শুধু কৃষ্ণচূড়া রঙ ছড়াবে তোমার নাকছাবিতে,
আমার আদরে লজ্জা পাও যদি।

সব আয়োজন নিখু্ঁত, পরিপূর্ণ।
তাজমহল তো নস্যি! আরো কিছু চাই যদি,
আলাদীনের দৈত্য থাকবে তোমার হুকুমের অপেক্ষায়।
তুমি এলে বুকে তুলে নেব,
পৃথিবীতে আর কিছু চাইনা আমার।

আলপনা তালুকদার
১৬ জুলাই, ২০১৭
রাজশাহী।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

এম আর তালুকদার বলেছেন: ভাল লাগলো। অনেক সুন্দর হয়েছে চরন গুলো।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অনেক অনেক ভালো লাগল

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৮

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লুমান্টিক !!!+

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

আলপনা তালুকদার বলেছেন: হা হা হ! ধন্যবাদ।

৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

শকুন দৃিষ্ট বলেছেন: wow alpona! what a feelings expressed as the poem! great job, thnx - (sorry for english)

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫

আলপনা তালুকদার বলেছেন: সমস্যা নেই। ধন্যবাদ।

৫| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

কল্লোল পথিক বলেছেন:



মুনে করেন যে কবিতা বেশ হয়েছে বে!

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

আলপনা তালুকদার বলেছেন: তাই? বেশ, মুনে করলাম।

৬| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

ড.ঝঁটকা বলেছেন: গুড গুড

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। খুশী হলাম শুনে।

৭| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

শাহীবুল বারী বলেছেন: ভালো লেগেছে

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

আলপনা তালুকদার বলেছেন: জেনে আমারও ভাল লাগলো।

৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

রওশন_মনি বলেছেন: রোমান্টিক লেখা,ভাল লাগলো ।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:১১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপা। ভাল থাকুন।

৯| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.