নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : ব্যবধান

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫



স্যার, আপনাকে মিস করছি...


আমি হুমায়ূন আহমেদের একজন ভক্ত। আমার কাছে তাঁর যে গুণটা সবচেয়ে বেশী ভাল লাগতো বা এখনো লাগে তা হলো, অত্যন্ত সাবলীলভাবে অতি তুচ্ছ ঘটনাকে অসামান্য করে তুলতে পারা, অবিশ্বাস্য কোন ঘটনাকে বিশ্বাস করাতে পারা, খুব সহজে পাঠককে তাঁর গল্পের মাঝে আটকে রাখতে পারার অসাধারণ ক্ষমতা, যে কারণে তাঁকে 'কথার যাদুকর' বলা হয়।। বাকের ভায়ের ফাঁসি রদ করার জন্য লোকে মিছিল করেছে, যেটা আর কোন লেখকের বেলায় ঘটেনি। তাঁর কিছু লেখা অসাধারণ, কালজয়ী। সব মাধ্যমেই তিনি সমান দক্ষতা দেখিয়েছিলেন। এ কারণেই তিনি এদেশের মানুষের মনে বেঁচে থাকবেন দীর্ঘদিন।

হুমায়ূন আহমেদ নেই। কত নির্ঘুম রাতে তিনি কতকিছু সৃষ্টি করে গেছেন তাঁর ভক্তদের জন্য, এদেশের জন্য। এই কবিতাটা হুমায়ূন আহমেদের জন্য তাঁর ভক্তদের বিরহ নিয়ে লেখা। তাঁর মৃত্যুদিনে এটি তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। যেখানেই থাকুন, ভাল থাকুন। মিস ইউ...

ব্যবধান

এই ক'দিনে তোমার সঙ্গে ব্যবধান বেড়েছে অনেক
অযুত লক্ষ নিযুত কোটি মহাকাশ......
এত দূরে চলে গেছ যে চাইলেও আর তোমাকে ছুঁতে পারিনা,
যেমন মৃত মায়ের বুকে কাঁদে অবোধ শিশু,
অথচ মা নির্বিকার।
তুমিও এখন তেমনি হয়েছ,
আমার কষ্ট তোমাকে ভাবায়না আর।

একটা সময় ছিল, আমি ছাড়া ঘুম আসতোনা তোমার,
রাত জেগে বসে থাকতে কথা বলবে বলে।
এখন তুমি ব্যস্ত, হয়তো অন্য কারো জন্য।
মন খারাপ হয়না আমার।
শুধু মাঝে মাঝে কিছু ঘন কালো মেঘ
দলা পাকিয়ে জমে থাকে শ্বাসনালিতে।
দম নিতে পারিনা, চোখ তখন সাগর হয়।
ক্ষতি নেই, বৃষ্টিতে মেঘ ভারমুক্ত হবে,
কষ্ট বয়ে বেড়াতে কার ভাল লাগে বল?
আর সাগর না থাকলে মেঘের কষ্ট ধারণ করবে কে?

তুমি ভাল থেক,
আমিও ঠিক বেঁচে থাকব।
রোজ তোমার জানালায় চোখ রেখে
তোমাকে দেখে যাব বারংবার।
তুমি জানবেনা, জানতে চাইবেও না,
কতটা কষ্টের বরফ বুকে জমলে সাইবেরিয়ার জন্ম হয়।

আলপনা তালুকদার
১৯ জুলাই, ২০১৭
রাজশাহী।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: স্যার, আপনাকে মিস করছি...

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২০

আলপনা তালুকদার বলেছেন: জ্বি।

২| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

এমএইচ রাসেল বলেছেন: খুব ভালো লাগলো কবিতা টা ,

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: স্যারকে আমিও মিস করি।
বাকের ভাই নূর আর ধূর্ত উকিল হুমায়ূনফরীদি। পাড়ায় পাড়ায় মিছিল হলো। বাকের ভাইয়ের ফাসি আটকানো গেল না ।

স্যার মানুষদের হুহু করে কাদাতেন আবার নির্মল বিনোদন দিতেন ।

কবিতা আরও সমৃদ্ধি লাভ করুক তোমার হাতে। ;)

২২ শে জুলাই, ২০১৭ রাত ১:০২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাম কবিতায় ভাল লাগা রইল।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.