নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : এভাবে যেতে নেই

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩



তুমি যেওনা সোনা, এভাবে যেতে নেই।
এভাবে চলে গেলে নড়বড়ে হয় বিশ্বাসের ভীত,
ভালবাসার দেয়াল থেকে খসে পড়ে
নির্ভরতার পলেস্তারা।

শত কষ্ট সহ্য করে যে মা চোখে স্বপ্ন বোনে নয় মাস ধরে,
মনে তার প্রথমবার 'মা' হবার আকুলি বিকুলি,
আসছে আশ্বিনে নিশ্চয় তার কোলে খেলা করবে
ফুটফুটে এক দেবশিশু।

যে মাঝি ঝড়ের আভাস দেখেও নৌকা ভাসায় গাঙের জলে,
চোখে তার হিমালয়সম অটল বিশ্বাস।
রূপালী ইলিশের ঝাঁকা মাথায় নিয়ে
ঠিক ফিরে যাবে আপন কুটিরে।

সুদিনের আশায় যে নববধূকে ছেড়ে স্বামী হয়েছে প্রবাসী,
ঘোমটার আড়ালে মনে তার বিরহের জ্বালা,
গভীর রাতে শূন্য বিছানায় চাঁদের আলো পড়লে সে ভাবে,
এবার এলে পতিকে বেঁধে রাখবে শাড়ীর আঁচলে।

যে শিশু বাবার অপেক্ষায় দিন গোণে রোজ,
সে জানে, মাস শেষে লাল জামা কিনে শহর থেকে
বাবা বাড়ী আসবে ঠিক।
চলকেট, বেলুন, খেলনা গাড়ীও থাকবে হাতে।

যে কৃষক আকাশের কালো মেঘের ডাকশুনে বোঝে,
আসছে বর্ষায় তার সবটুকু জমি ছেয়ে যাবে সবুজ ফসলে,
তার মনেও সুদিনের স্বপ্ন -
মেয়ের বিয়ে হবে ধুমধাম করে।

যে কিশোর তার নিপূণ হাতে বানিয়েছে লাল-নীল কাগজের ঘুড়ি,
হাতে তার শক্ত করে ধরা আছে নাটাই।
মনে তার ভরসা অবিচল
দখিনা বাতাস এলে ঠিকই ঘুড়ি উড়ে যাবে মধ্যগগনে।

যে ছেলে যুদ্ধে গেছে স্বাধীনতা আনবে বলে,
মাকে বলে গেছে, "বরণডালা সাজিয়ে রেখো।"
মা কি পারে ছেলের কথা অবিশ্বাস করতে?
সেই থেকে ঠায় বসে আছে পতাকার অপেক্ষায়।

এভাবে যেওনা। ফাগুন এলে কি বলব তাকে?
গাছের শাখারা যখন প্রশ্ন করবে, ফুল ফোটেনি কেন?
কি কৈফিয়ত দেব তাদের?
বিধাতা যদি প্রশ্ন করেন, "তোমাদের মনে পুঁতেছিলাম ভালবাসার বীজ।
সেখানে অবিশ্বাস আর ঘৃণার জন্ম দিল কে?"

আমি বলতে চাইনা, "তোমার চলে যাওয়াতে বিরাণ হয়েছে ধরিত্রী,
মানুষের মন থেকে ভরসা হয়েছে নির্বাসিত।"
ভালবাসলে পাশে থাকতে হয় আজীবন।
তোমার প্রস্থানে 'ঘৃণা' হবে 'ভালবাসা'র নতুন নাম,
রাতের শেষে ভোর কিংবা শীতের শেষে বসন্ত আসবেনা।
এভাবে যেওনা, এভাবে যেতে নেই।

আলপনা তালুকদার
১৯ আগস্ট,২০১৭
রাজশাহী

(ছবি: ফেসবুক থেকে সংগৃহীত)

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: ++++++

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

আলপনা তালুকদার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন দাদা। ভাল থাকুন।

২| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: যাই নি তো #:-S ফিরে আসলাম কমেন্ট করতে।

বেশ রুমান্টিক কবিতা । :P

+

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ভাল করেছেন। ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনি আমার ব্লগে আসেন না লুকিয়ে পড়েন । ব্লগবাড়িতে যাবেন । :)

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

আলপনা তালুকদার বলেছেন: গিয়েছিলাম। ভাল লেগেছে। আপনারা অনেক ভাল লেখেন। আমি জানি আমার কবিতা অতি অখাদ্য। আপনারা উৎসাহ দেবার জন্য ভাল বলেন। ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


যে নিজের থেকে ফিরবে, সেই জনই আসল-জন

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। কিন্তু মানুষের মনে এই বোধটা থাকা দরকার যে, বিচ্ছেদ খুব কষ্টকর। ভালবাসলে ভালবাসার মানুষকে কষ্ট দেওয়া অনুচিত। ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: এভাবে লুকিয়ে যেতে নেই ;) ।কমেন্ট করে আসবেন। ভাল হহোক মন্দ হোক বলবেন। আপনি এখন বেশ ভাল লিখছেন ।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

আলপনা তালুকদার বলেছেন: বেশ। কমেন্ট করে আসবো। আবার উৎসাহ! আপনাদের কাছে দিন দিন বেড়ে যাচ্ছে ঋণ!!!!

৬| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

মৌমুমু বলেছেন: যে যাবার সে চলেই যায় আপু। হাজার লিখা, কবিতা আর চোখের পানিও তাকে আটকে রাখতে পারবেনা।
তবে চলে যেয়েও ভালোবাসার মানুষগুলো যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্হ থাকে।

সুন্দর লিখেছেন আপু।
ভালো থাকবেন।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

আলপনা তালুকদার বলেছেন: জানি।কিন্তু মানুষের মনে এই বোধটা থাকা দরকার যে, বিচ্ছেদ খুব কষ্টকর। ভালবাসলে ভালবাসার মানুষকে কষ্ট দেওয়া অনুচিত। এটি আমাদের নৈতিকতা বিরোধী। তাকে কেউ কষ্ট দিলে তার নিজের কেমন লাগবে? কারো জন্যই কিছু থেমে থাকেনা। কিন্তু অনেকের পুরো পৃথিবীটা বিরাণ হয়ে যায়। আমি কবিতাটা লিখেছি সেই অনুভূতিটা বোঝানোর জন্য। ধন্যবাদ আপা। ভাল থাকুন।

৭| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

ক্লে ডল বলেছেন: অনেকগুলো চিত্র সাথে সঙ্গীকে বেধে রাখার আকুতি। খুব ভাল লাগল কবিতা!

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:



চমৎকার লিখেছেন । আমাদের চিরাচরিত দৃশ্যপট ফুটে উঠেছে । যাকে বলা হয় পরিবারের পাকাপোক্ত বন্ধন ।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

আলপনা তালুকদার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন। আপনাকে সামুদীয় শুভেচ্ছা।

৯| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১০

জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ। কতগুলো প্রেক্ষাপট আলোকে একটা কথাই বলতে চেয়েছেন- এভাবে যেওনা, এভাবে যেতে নেই
প্রেক্ষাপট গুলো ও কবিতার ম্যাসেজ ভাল লাগলো।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর। আমি কবিতা ভাল বুঝিনা। শখ করে লিখি। তাও খুবই সম্প্রতি। আপনারা ভাল বললে খুশীতে গদগদ হয়ে যাই। আপনাকে সামুদীয় শুভেচ্ছা।

১০| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৩

মেঘের সাথী বলেছেন: বিচ্ছেদের না বলা দুঃখ কবিতার ছন্দে প্রকাশ পেয়েছে।
সুন্দর হয়েছে :)

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১৫

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার ,




খরায় পুড়ছে গ্রামখানি । না মেঘ , না বৃষ্টি । পানির দেখা নেই কয়েক মাস হলো । গ্রামবাসীরা বৃষ্টির জন্যে প্রার্থনার আয়োজন করলেন । একে একে সব গ্রামবাসী জড়ো হোল ফেটে চৌচির হয়ে যাওয়া মাঠে বৃষ্টির প্রার্থনায় । একটি বালক এলো একখানা " ছাতি" নিয়ে ........
এ হোল বিশ্বাস ।

আপনার কবিতাখানিতেও সে বিশ্বাসেরই দেখা মিললো । তবে এ বিশ্বাস সব সময় অটুট থাকেনা , মাঝে মাঝে ভেঙেও যায় ।
ভালো লিখেছেন ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ঠিক বলেছেন। মাঝে মাঝে বিশ্বাস ভেঙ্গে যায় যা খুবই কষ্টকর। এই কষ্টের অনুভূতি প্রকাশ করতেই এই কবিতা (?!!!)। ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.