নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : ছুঁতে দাও

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭



কথা বলোনা প্লিজ, একদম চুপ,
একটা শব্দও করবে না আজ।
ওভাবে তাকিও না,
আমার হৃৎপিন্ড ছিঁড়ে যেতে চায়।

আমাকে দেখতে দাও দু'চোখ ভরে,
কত জনম তোমায় দেখিনা!!
আহা! এত রোগা হয়ে গেছ কেন?
আমার শোকে?
নিজেকে নিয়ে বরাবরই উদাসীন ছিলে
সেকি তোমায় আমার মত ভালবাসেনা?
তোমার চোখের দিকে তাকিয়েই সেকি টের পায়, তোমার মন খারাপ?

আমাকে একটিবার ছুঁতে দাও,
তোমার হাত, পিঠ, চোয়াল,
একটিবার ডুবে যেতে দাও তোমার ঠোঁটে।
কত যুগ ধরে আমি তৃষ্নার্ত!
তুমিও কি তাই?
নাহলে এতদিন পর আমার কাছে এসেছ কেন?

একটিবার তোমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে দাও,
গলে যাক এতদিনের চাপ চাপ কষ্টের বরফ,
তোমার শরীরের সেই না ভোলা গন্ধে শ্বাস নিতে দাও,
আমাকে বুঝতে দাও - বেঁচে আছি।
তারপর চলে যেও, যেখানে যাবার
আর কোনদিন পিছু ডাকবনা তোমায়
সে অধিকার হারিয়েছি একুশ বসন্ত আগে।

তুমি চলে গেলে আমি বর্ষা হব,
রাতদিন ঝরব অবিরাম।
যখনি আজকের দিনটার কথা মনে পড়বে,
মনের কোণে জমবে নীল বেদনার মেঘ।
সে মেঘ ঝড় হবেনা কখনো
তোমার সুখের বাগান তছনছ হয় যদি!!!


আলপনা তালুকদার
২ সেপ্টেম্বর, ২০১৭
জয়পুরহাট।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেশি নৈবদ্যে মুগ্ধতা অফুরান :)

++++++++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭

আলপনা তালুকদার বলেছেন: ভাই, এত প্রশংসা করবেন না। লজ্জা পাই। আমার নিজের কবিতা নিয়ে নিজেরই অনেক সন্দেহ আছে - আদৌ এগুলোকে কবিতা বলা যায় কিনা, তা নিয়ে। তাই কৃতজ্ঞতাসহ ধন্যবাদ। ভাল থাকুন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১

বিজন রয় বলেছেন: কবিতা পড়ে মনে হলো কেউ যেন সরাসরি, সামনাসামনি কথাগুলো বলছে।
সুতীব্র!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

আলপনা তালুকদার বলেছেন: একেই বলে - "আনাড়ির হাতে গুড়ের ক্ষয়"। আফসোস!!!!

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আফা, আপনার কবিতা পড়ে সবটুকু বুঝা গেল। ভাল লিখছেন। সামুর ভাল ভাল কবিদের কবিতা পড়তে ভয় লাগে। পড়লেও বুঝতে গেলে মনে হয় এইসব শব্দ বাংলা ভাষায় আছে! যাই হোক, তাদের দোষ না। আমারই অক্ষমতা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! আমার অবস্থাও আপনার মতই। ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

রায়হানুল এফ রাজ বলেছেন: দারুণ!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৬

জাহিদ অনিক বলেছেন: শুধু যেন মনে হয় কতকাল দেখি না তারে
একবার ছোঁব বলে বারবার ছুটে দ্বারে
মনে মনে ক্ষণে ক্ষণে ভয় পাই-যদি সে ভাল থাকে !
তবু কিসে আশা লয়ে, দেই ছুট; যা আছে মোর ভালে।


এটুকুই মাথায় আসল আপনার কবিতা পড়ে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

আলপনা তালুকদার বলেছেন: গুড!! আর দু'চার লাইন যোগ করে পোস্ট করে দিন। আরেকটা কবিতা হয়ে যাক। অনেক ধন্যবাদ। কাউকে ভাবনার খোরাক দিতে পারাটাও কম কথা নয়। আমি আনন্দিত।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ, কবিতা সার্থক আপনার। B-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৫

আলপনা তালুকদার বলেছেন: অনেক কৃতজ্ঞতা। ভাল থাকুন।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শেষের স্তবক পড়ে বুঝলাম, সবার মনে কষ্ট আছে।

কবিতায় ব্যথার বৃত্তান্ত।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

আলপনা তালুকদার বলেছেন: তার আগে বোঝেননি? আর কষ্ট ছাড়া মানুষ হয়না। যাইহোক, ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রথম ভেবেছিলাম ভণিতা।

আপনার মঙ্গল হোক।
শুভ কামনার জন্য ধন্যবাদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



শব্দরা ফুল হয়ে ফুটেছে! মনোহর সুবাস ছড়িয়েছে! অপূর্ব মোহনিয়া প্রকাশ!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৯

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১০

মোহাম্মদ বাসার বলেছেন: ব্যক্তিজীবন যাই হোক লেখালেখির মধ্যে লেখক বা কবিদের সততার সাথে কম্প্রোমাইজ করতে কখনো দেখিনি। একই কবিতায় দেখলাম আপনি এখানে লিখেছেন ১৯বসন্ত আগে একজনের সাথে কিছু একটার অধিকার হারিয়েছেন। ফেবুতে দেখলাম এই কবিতায়ই ২১ বছরের কথা লিখেছেন।

আমরা যারা কিছুটা লেখালেখির সাথে জড়িত তারা অনেক সময় নিজের বা পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা বলি বা লিখি। কখনো কল্পনা নির্ভর ঘটনার রূপায়ন করি।

আপনি ফেবুতে সময়টা বাড়ালেন, কেন? কোন বিশেষ ঘটনা থেকে কি পরিচিত জনদের দৃষ্টি অন্য দিকে ফেরানের জন্য? শুধুই বলা এটা নিছক একটা কল্পনা বিলাশ কাব্য?

আমার এক বন্ধু যে আপনার এফবি বন্ধুও বটে সে বলল আপনি নাকি ২১ বছর নিয়ে একটা আবেগী কবিতা লিখেছেন, আমি বললাম হতে পারে। ২১, ১৯ কতকিছুই। পরে সে আমাকে কপি করে পাঠাল।

বুঝলাম মহাশয়ের ভয়ে আপনি ৭৩০দিন এগিয়ে দিয়েছেন মাত্র। এ আর এমন কি?

ফিলিং রিয়েলি লুল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

আলপনা তালুকদার বলেছেন: সরি। খেয়াল করিনি।এডিট করে দিলাম। ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার এখানে এডিট করার কথা না, এডিট করার কথা ফেবুরটা। ফেবু পরে পোস্ট হয়েছে। ধারণা করছি ফেবুর সময়টা সচেতনভাবেই বাড়িয়েছেন।

হাহাহা!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

আলপনা তালুকদার বলেছেন: সচেতন, অচেতন যেকোনভাবেই যেকোন লেখা এডিট করার স্বাধীনতা লেখকের আছে। সেজন্যই এডিটের অপশনটা রাখা। আর আমি আপনার মত অত বিখ্যাত কবি বা লেখক নই যে পাঠক অতকিছু খেয়াল করবে। করলেও আমার কিছু যায় আসেনা। আমি আমার মত লিখব। পাঠকের ইচ্ছা হলে পড়বে, নাহলে নাই। নিজের চরকায় তেল দিন। তাতে আপনারই লাভ। ধন্যবাদ।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

মোহাম্মদ বাসার বলেছেন: চরকায় তেল দিয়ে লাভ নেই, বেশী রকমের জং। তারচেয়ে নতুন চরকার খোঁজ কোথায় পাব বলুন?
আপনার পরিচিত দোকান থাকলে বলুন, কমিশনের লাভ আপনিও পেতে পারেন, লুল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

আলপনা তালুকদার বলেছেন: .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.