নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

নায়িকার গোসল করা দেখি

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫



নায়িকার গোসল করা দেখি

এক কিশোর রোজই একই ছবি বার বার দেখতে আসছে। সিনেমা হলের গেটের দারোয়ান বিরক্ত হয়ে বলল, "একই ছবি এতবার কেন দেখছ?" ছেলেটি বলল, "আংকেল, নায়িকা নদীতে গোসল করতে নামবে, ঠিক এই সময় একটা ট্রেন চলে আসে। তাই আমি নায়িকার গোসল করা দেখতে পাইনা! তাই বার বার দেখতে আসি।" দারোয়ান আরো বিরক্ত হয়ে বলল, "বার বার সিনেমা দেখলেই দেখতে পাবে, একথা তোমাকে কে বলল?" ছেলেটি দৃঢ়ভাবে বলল, "কেউ বলেনি। তবে আমি নিশ্চিত, একবার না একবার দেখতে পাবোই। কারণ বাংলাদেশের ট্রেন তো! একবার না একবার লেট হবেই!!!"

আমি কিছুক্ষণ পর পর ব্লগে ও ফেসবুকে আসি, দেখার জন্য যে, আমার পোস্টগুলোতে লাইক, কমেন্ট কতগুলো এলো, আমার বন্ধুরা কে কি পোস্ট দিল, নতুন কোন ঘটনা ঘটলো কিনা ইত্যাদি। আমার বর বিরক্ত হয়ে জিগ্যেস করে, "বার বার ব্লগে, ফেসবুকে কি দ্যাখ?" আমি বলি, "নায়িকার গোসল করা দেখি! হি হি হি!!!!!"

মরাল অফ দ্য স্টোরিঃ এখন নায়িকার গোসল দেখার জন্য লোকে বাথরুমে ক্যামেরা বসায়। প্রযুক্তিতে আমরা অনেক অনেক উন্নতি করেছি।
সাবাস বাংলাদেশ!!!! সাবাস!!!!!!

মন্তব্য ৯৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: তাহলে কি ধরে নেব বেশি ভিউ হওয়ার জন্যই এমন একটা শিরোনাম দিয়েছেন!

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

আলপনা তালুকদার বলেছেন: আমার কাছে এই শিরোনামটাই যথার্থ মনে হয়েছে। তবে এরচেয়ে ভালো কোন শিরোনাম আপনি সাজেস্ট করলে আমি এডিট করে দেব। আমার জানা মতে, কোন লেখা ভিউ হয় কন্টেন্টের কারণে, শিরোনামের কারণে নয়। ধন্যবাদ।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

শায়মা বলেছেন: পোস্ট বা কনটেন্ট টপিক রিলেটেড হয়নি! :P

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

আলপনা তালুকদার বলেছেন: বেশ। সাজেস্ট করুন। আমি পাল্টে নিচ্ছি। ধন্যবাদ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

শায়মা বলেছেন: আমি কিছুক্ষণ পর পর ব্লগে ও ফেসবুকে আসি, দেখার জন্য যে, আমার পোস্টগুলোতে লাইক, কমেন্ট কতগুলো এলো, আমার বন্ধুরা কে কি পোস্ট দিল, নতুন কোন ঘটনা ঘটলো কিনা ইত্যাদি। আমার বর বিরক্ত হয়ে জিগ্যেস করে, "বার বার ব্লগে, ফেসবুকে কি দ্যাখ?" আমি বলি, "নায়িকার গোসল করা দেখি! হি হি হি!!!!!"

এটা যদি হয় পোস্টের মেইন থিম তাইলে শিরোনাম হবে মানে আমার চোখে বা মনে হতে পারে-

অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে। হা হা







মরাল অফ দ্য স্টোরিঃ এখন নায়িকার গোসল দেখার জন্য লোকে বাথরুমে ক্যামেরা বসায়। প্রযুক্তিতে আমরা অনেক অনেক উন্নতি করেছি।
সাবাস বাংলাদেশ!!!! সাবাস!!!!!!


আর এই মরালটা থিম হলে শিরোনাম অন্য কিছু হতে পারে আপু। তবে সবই আমার চোখে। :)

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

আলপনা তালুকদার বলেছেন: আমার মূল থিম পরেরটা। মানে কোন মেয়ের (নায়িকার) গোসল এতটাই লোভনীয় দৃশ্য যে লোকে বার বার দেখতে চায় ( ফেসবুক বা ব্লগ ও তাই, লেখক পাঠকদের কাছে), প্রয়োজনে বাথরুমে গোপন ক্যামেরা বসিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল, রেপ.....

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: অপ্রয়োজনীয় পোষ্ট।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

আলপনা তালুকদার বলেছেন: তাই? হতে পারে। এখন অনেককিছুই আমাদের গা সওয়া হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে, সিরিয়াস একটা বিষয়ের হালকা উপস্থাপন। ধন্যবাদ।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বুঝতে পারছি না কি বলব!

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

আলপনা তালুকদার বলেছেন: পছন্দ না হলে নেগেটিভ কমেন্ট করবেন। সমস্যা কি?

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তবে বিষয়টা গুরুত্বপূর্ণ।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কিছু মনে করবেন না, আপনাকে যথাযোগ্য সম্মান দিয়েই বলছি- আপনার পোস্টে কতটি লাইক, কমেন্ট পড়েছে তা দেখেন কিন্তু আমি আপনার কমেন্ট কারো পোস্টে কবে দেখেছি তা মনে করতে পারছি না।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

আলপনা তালুকদার বলেছেন: আমার স্বীকার করতে আপত্তি নেই যে আমি কমেন্ট কম করি। তারমানে এই না, আমি লেখা পড়িনা। ফেসবুকে আমার পরিচিত ও প্রিয় মানুষদের লেখা আমি নিয়মিত পড়ি এবং কমেন্ট করি। ব্লগে পড়ি, তবে কমেন্ট কম করি। এটা কি অপরাধ? কেউ চাইলে আমার লেখাও নাও পড়তে পারেন, কমেন্টও নাও করতে পারেন। সেটা পাঠকের ইচ্ছা। কেউ কমেন্ট না করলেও আমি কি কাউকে দোষ দিতে পারি? দেই কি? ধন্যবাদ।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

আমার আব্বা বলেছেন: বৌমা সবাইকে শ্রদ্ধা দিয়ে কথা বলি, তোমাকেও। ব্লগে সবাই শ্রদ্ধাভাজন এবং তুমিও কিন্তু কিছু কিছু সম্মানিত ব্লাগার ডিবেট করার সময় তাদের কমেন্ট মধ্যে কয়েকটি অশ্রিল শব্দ পেয়েছি অত্যন্ত দু:খ জনক । তুমি চাইলেই বৌমা শব্দ ব্লগে ব্যবহার করবনা। এটি ক্ষমার অযোগ্য ।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

আলপনা তালুকদার বলেছেন: আমাকে আদর করে বৌমা ডাকতেই পারেন। তবে আপবার আজকের মন্তব্যে আমার সন্দেহ হচ্ছে, আপনি আমার পরিচিত কিনা। কারণ আমার শ্বশুর আমাকে খুব ভাল চেনেন। আমি যে অকারণে কারো সাথে খারাপ ব্যবহার করার মেয়ে না, সেটা তিনি বেশ ভালো জানেন। ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

আলপনা তালুকদার বলেছেন: আপনার ভাবনাটি ভালো। আমাকে কেউ অকারণে আক্রমণ করলে আমি রেগে যাই। কারণ আমি কাউকে আক্রমণ করিনা। তবে অশ্লীল শব্দ ব্যবহার করেছি, এমন মনে পড়েনা। আমি বড়জোর ভদ্র ভাষায় গালি দেই। সব গালি অশ্লীল নয়। বেশ। আপনার পরামর্শ মনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্লীল ও অশ্লীল একটা আপেক্ষিক ব্যাপার,
তবে শিরোণটি অন্যান্যাদের বেলায় কোন
শ্রেণিতে পরবে জানিনা তবে আপনার বেলায় অশ্লীল।
কিছু ব্লগার, লেখক তার লেখা ও মন্তব্যের কারণে
শ্লীল গোত্রের আবার কেউ অশ্ললী। অশ্লীল ব্লগারদের
শিরোণাম যাই হোক তা নিয়ে কেউ মাথা ঘামায় না তবে
শ্লীল গোত্রের কেউ সেই কাজ করলে তা অবশ্যই অশ্লীল!

নায়িকাদের গোসলের দৃশ্য এমনকি বেড সিন ও শ্লীল হতে পারে
যদি তা গল্পের প্রয়োজনে ব্যবহৃত হয়, আবার একই দৃশ্য হয়ে যায়
চরম অশ্লীল যখন তা শুধু দর্শকদের বিনাকারণে সুড়সুড়ি দেবার জন্য বা
বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আমার মতে শুধুমাত্র মন্তব্য পাবার উদ্দেেশ্যে
আপনি এই শিরোণামের আশ্রয় নিয়েছেন। যা অশ্লীল বলেই আমার ধারণা।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

আলপনা তালুকদার বলেছেন:
এই লেখাটিই আমি গতরাতে ফেসবুকে পোস্ট করেছি। এ পর্যন্ত লেখাটিতে লাইক দিয়েছেন ২৬৭ জন, শেয়ার ১টি। তাতে কমেন্ট এসেছে ৪৮ টি (প্রতিটাই প্রশংসাসূচক। তাঁদের মধ্যে জনা বিশেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। লেখাটিতে আমি ট্যাগ করেছি দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে। তাঁদের একজন আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান, আরেকজন বাংলাদেশের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব ও হুমায়ূন আহমেদের নাটক-সিনেমার অতি পরিচিত মুখ। এখন পর্যন্ত একজনও বলেননি লেখাটা অশ্লীল। কেউ চাইলে দেখে নিতে পারেন।

আপনার অনেককিছুই মনে হতে পারে। জরুরী নয় আপনার ধারণাই ঠিক বা আপনার বিবেচনাই সব।

ধন্যবাদ।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আলপনা তালুকদার বলেছেন: Click This Link

১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নতুন বলেছেন: এই অভ্যাস আমারও হয়ে গেছে... দিনে কয়েকবার ব্লগে আসা...

আর পিসির সামনে থাকলে একটু পরে পরে.... তাই অনেক কাজই করা হয়না.... ফেসবুক আর ব্লগে অনেক সময় চলে যায়।

এই লেখা পড়ে ক্যাচাল বাধালে তো সমস্যা.... সব কিছু এতো সিরিয়াস ভাবে নিতে হয় বুঝি না।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আলপনা তালুকদার বলেছেন: সবার মানসিকতা সমান নয়। ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আরণ্যক রাখাল বলেছেন: আমার জানা মতে, কোন লেখা ভিউ হয় কন্টেন্টের কারণে, শিরোনামের কারণে নয়। ধন্যবাদ।
কে বলেছে এটা আপনাকে?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০০

আলপনা তালুকদার বলেছেন: পেপারে সহ মোট ৮/৯ টা জায়গায় আমার লেখা পোস্ট হয়। অনলাইন জার্নাল, পোর্টালসহ অনেক জায়গায় লেখার ও পড়ার সুযোগ আমার রোজ হয়। আমি দেখেছি শিরোনামের পরের কয়েকলাইন পড়লেই ভেতরের বিষয় বোঝা যায়। তারপরই সবাই বাকীটা পড়ে। অনেক টাইটেল আকর্ষণীয় মনে হলেও কেউ সেগুলো পড়েনা, দুচারজন পড়লেও নেতিবাচক কমেন্ট করে। তাই দীর্ঘ অভিজ্ঞতায় আমি এটা দেখেছি। ধন্যবাদ।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আরণ্যক রাখাল বলেছেন: আমার জানা মতে, কোন লেখা ভিউ হয় কন্টেন্টের কারণে, শিরোনামের কারণে নয়। ধন্যবাদ।
কে বলেছে এটা আপনাকে?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০০

আলপনা তালুকদার বলেছেন: পেপারে সহ মোট ৮/৯ টা জায়গায় আমার লেখা পোস্ট হয়। অনলাইন জার্নাল, পোর্টালসহ অনেক জায়গায় লেখার ও পড়ার সুযোগ আমার রোজ হয়। আমি দেখেছি শিরোনামের পরের কয়েকলাইন পড়লেই ভেতরের বিষয় বোঝা যায়। তারপরই সবাই বাকীটা পড়ে। অনেক টাইটেল আকর্ষণীয় মনে হলেও কেউ সেগুলো পড়েনা, দুচারজন পড়লেও নেতিবাচক কমেন্ট করে। তাই দীর্ঘ অভিজ্ঞতায় আমি এটা দেখেছি। ধন্যবাদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মানিজার বলেছেন: হেডলাইন দেখে আইস্যা পড়লাম ।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০২

আলপনা তালুকদার বলেছেন: পড়ে আসলে খুশী হতাম। কারণ চকচক করলেই সোনা হয়না। ধন্যবাদ।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

এডওয়ার্ড মায়া বলেছেন: লেখাটা মজার ছিল।ভাল মন্দ সব লেখায় সমালোচনা থাকবে।
উপ্রে কিছু হেভিওয়েট ব্লগাদের দেখলাম ব্যাপারটা খুব সিরিয়াস ভাবে নিচ্ছে ???

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

আলপনা তালুকদার বলেছেন: তাঁরা হেভিওয়েট ও সিরিয়াস ব্লগা (ব্লগার), আমার মত চুনোপুঁটি নয়। তাই সিরিয়াস ভাবে নিতেই পারে। আপনাকে ধন্যবাদ, আপনি
অন্তত 'অশ্লীল' বলেননি। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর......!

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরাল অব দা পোস্ট- অনেকেই আপনাকে পছন্দ করছেনা,
বিষয় কি ?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

আলপনা তালুকদার বলেছেন: ইহা গবেষণা করিয়া বাহির করিবার সুবর্ণ সুযোগ আপনাকে দিয়া সম্মানিত করা হইলো। বেস্ট অফ লাক!!!!

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

শাহিন-৯৯ বলেছেন: ফেসবুকে দেখে এলাম, রিকুয়েস্ট সেন্ট করলাম।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

আলপনা তালুকদার বলেছেন: দেখার জন্য ধন্যবাদ। রিকুয়েস্ট পাঠানোর জন্য সম্মানিত বোধ করছি। ধন্যবাদ।

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
আমার হাসি পেলেও বাস্তবিক কথা আপু, প্রযুক্তির এপিট ওপিট সবদিক দেখা হচ্ছে আমাদের।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

আলপনা তালুকদার বলেছেন: সেই তুলনাটাই করার চেষ্টা করে সমালোচিত হচ্ছি। ধন্যবাদ।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ব্লগের কারণে প্রায়ই গিন্নীর ঝাড়ি খেতে হয়। অনেক চেষ্টা করেছিলাম ব্লগ ছাড়তে কিন্তু পারিনি।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! ইহা কঠিণ নেশা!!!! ধন্যবাদ।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

মানিজার বলেছেন: খুশি না হবার কারণ নাি ম্যাম । হেডলাইন দেখে আইস্যা পড়েই কমেন্ট করসি । কমেন্ট গুলাও পড়েছিলাম ।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! আসল কাজটাই করেননি। লেখাটা পুরা পড়েননি।

২১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

নীলসাধু বলেছেন: সুন্দর শিরোনাম চমৎকার মরাল।
ধন্যবাদ আপনাকে।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

২২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

নূর-ই-হাফসা বলেছেন: আপু শুধু নায়িকা দের ক্ষেত্রে না । মেয়েদের হোস্টেল থেকে শুরু করে , পার্লার সব জায়গাতেই ওয়াশ রুমে ক‍্যামেরা লাগানো হয় । আমি মাঝে মাঝে ভাবি মানুষ গুলো কতই না বিকৃত মস্তিষ্কের !

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। আমার ভীষণ ভয় করে, অস্বস্তি ও হয় ওসব জায়গায় গেলে। কিন্তু না গিয়ে উপায়ওতো নেই। খুব খারাপ অবস্থা!!!!

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

কুঁড়ের_বাদশা বলেছেন:

ইশ! আপনার হেডলাইন’টা দেইখাক্কা মনে ভিতরে লোড শেডিং শুরু হয়ে গেল। :) এ পোষ্টে আমি আপনার সাথে একমত। দিনদিন ছেলে-পুলে গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারা প্রযুক্তি অপব্যবহার করছে। আর এ দিকে নায়িকার গোসল করা বাস্তবে ঠিকিই পয়সা-ওয়ালারা দেখতে পাচ্ছে কিন্তু আমাগো মত আম-পাবলিকেরা শেষ ভরসা প্রযুক্তিতে। এ থেকে পরিতাণের উপায় দরকার।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

আলপনা তালুকদার বলেছেন: উপায় সহজ নয়। সত্যি বলতে কি, আমি কোন উপায় দেখিনা। ভাবা, বলা সহজ, করা কঠিণ। ধন্যবাদ।

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

তারেক ফাহিম বলেছেন: ব্লগকে নেশা হিসেবে নিয়েছি বলেই তো আজ সবার মুখে ঝাড়ি শুনতে হয়।ব্লগ ও ফেবু নিয়ে একটি লিখা লিখলাম সময়করে ঘুরে আসার অনুরোধ

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। আমিও একটা লেখা লিখেছি। ওকে। দেখব। ধন্যবাদ।

২৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯

ইমরান আশফাক বলেছেন: মরাল অফ দ্য স্টোরিঃ এখন নায়িকার গোসল দেখার জন্য লোকে বাথরুমে ক্যামেরা বসায়। প্রযুক্তিতে আমরা অনেক অনেক উন্নতি করেছি।
সাবাস বাংলাদেশ!!!! সাবাস!!!!!!


কোন ধরা টরা খেলেন নাকি? এ ব্যাপারে নিজেদের সতর্ক থাকতে হবে কারন এই প্রযুক্তি নতুন নয়। আপনার এই পোস্ট টি আমার পছন্দ হয় নাই।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২

আলপনা তালুকদার বলেছেন: সতর্ক থাকি বাড়ীর বাইরে। কিন্তু নিজের বাথরুমে কি আপনার বউ সতর্ক থাকবে???? যে ঘটনাটি ঘটেছে, (যার পরিপ্রেক্ষিতে আমার এই পোস্ট), তা অত্যন্ত জঘণ্য ও বিকৃত মানসিকতার পরিচায়ক। এটি সম্পর্কে আমাদের ঘৃণা হওয়া উচিত।

আমার সব পোস্ট আপনার অপছন্দ হলেও আমার বিন্দুমাত্র সমস্যা নেই। আমি আমার মত লিখব। ধন্যবাদ।

২৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই লেখাটা আপনার সাথে যায় না। আপনার প্রতি মন্তব্যগুলো পড়ে মনে হচ্ছে আপনার আই ডি হ্যাকড হয়েছে...

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

আলপনা তালুকদার বলেছেন: হতে পারে। সম্ভাবনা প্রচুর। আজকাল সবই হয়। ধন্যবাদ।

২৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


বরের সাথে অনেক ক্থাই হতে পারে, ব্লগে তো বর নেই

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

আলপনা তালুকদার বলেছেন: আফসোস!!!!!

২৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

হাতকাটা হাকিমুল বলেছেন: শিরোনাম দেখে আইসা পুরাই বাঁশ খাইলাম :(

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

আলপনা তালুকদার বলেছেন: সরি! বেটার নেক্সট টাইম!!!!

২৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি ভাবলাম কি না কি। পরে দেখি এই ঘটনা। আমিও সিনেমা দেখার সময় এমন কিছু করতাম :-B

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

আলপনা তালুকদার বলেছেন: তাই? হা হা হা!!! ধন্যবাদ।

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ
এই লেখাটিই আমি গতরাতে ফেসবুকে পোস্ট করেছি। এ পর্যন্ত লেখাটিতে লাইক দিয়েছেন ২৬৭ জন, শেয়ার ১টি।

ধন্যবাদ আপনাকে, তবে বুঝার একটু ভুল আছে বলে আমার ধারণাঃ ফেসবুকে কেউ তার পিতার মৃত সংবাদ শেয়ার করলেও সেখানে লাইক পরে !! আর শিরোণামটা যেহেতু "নায়িকার গোসল করা দেখি" সেখানে তো আরো বেশী লাইক হবার কথা ছিলো।

ধন্যবাদ আপনাকে, পরিশেষে বলবো " একজন আমজনতার কোন slang বললে যতনা রিয়্যাক্ট করে একজন মাদ্রাসার ছাত্র সে কথা বললে তা সমালোচনার মুখে পড়ে। "কুকুর মানুষকে কামড়ালে তা সংবাদ নয় কিন্তু মানুষ কুকুরকে কামড়ালে তা অবশ্যই খবর"

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

আলপনা তালুকদার বলেছেন: আমার বক্তব্যের পরের টুকু কোট করেননি। করলে আমার পোস্ট যে পিতার মৃত্যু সম্পর্কিত নয় তা বোঝার কথা। ৫০ টা কমেন্টে কি বলা আছে তা পড়লেই বুঝতে পারতেন আমার পোস্ট সম্পর্কে আপনার একার মূল্যায়নই সব নয়। আপনি যা খুশী বলতেই পারেন। ধন্যবাদ।

৩১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

ব্লগ মাস্টার বলেছেন: দারুন উপস্থাপন =p~

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কাল থেকে মনে হচ্ছে, ব্যতিক্রম উপস্থাপনকে সবাই ভালভাবে নিতে পারেনা। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

৩২| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

বনসাই বলেছেন: সর্বাধিক পঠিত দেখে ঢুকে পড়লাম। লেখার আঙ্গিক ভালো লাগলো; শিরোনামের সাথে কনটেন্টের ভিন্নতাকে বড় কিছু মনে হলো না। এভাবে লেখা যেতেই পারে।
মনে হল, আপনার ইতোপূর্বের লেখার বিষয়বস্তুর সাথে যায় না বলেই কেউ কেউ এখানে শিরোনাম কেন্দ্রীক নতুন কিছু পড়তে এসে বিফলে ধাক্কা খেয়েছেন।
মনে হল, শিরোনাম পাঠক টানার বড়শি রূপে বেশ কার্যকর হয়েছে; যারা শিরোনামে ভর করে ঢুকেছেন- আশাহত হয়েছেন।

'মরাল অফ দি স্টোরি' অংশটির আগেই সমাপ্তি টানলে আমি বেশ আবেসিত হতে পারতাম। আমরা সুশিক্ষার অভাবে আধুনিকতার নামে কখনো কখনো অসভ্য, অভব্য, মমতাহীন হয়ে পড়ছি। গোপন ক্যামেরা সেটিং এরই অংশ।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

আলপনা তালুকদার বলেছেন: আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গীকে শ্রদ্ধা জানাই। কিছু পাঠকের মন্তব্য থেকে দুটো জিনিস বুঝলাম। এক, কিছু পাঠক লেখা পড়েন শিরোনাম দেখে, কন্টেন্ট দেখে নয়। দুই, ব্যতিক্রমী উপস্থাপনকে সহজভাবে নেবার ক্ষেত্রে অনেকের ভাবনার সীমাবদ্ধতা ও রক্ষণশীলতা আছে। যাইহোক, শেষ অংশটুকু না লিখলে আমি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পোস্টটি লিখেছি, তা স্পষ্ট হতোনা। অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

৩৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পোস্টটা ভালো লেগেছে; ছবিটা তো সে-ই হয়েছে।
কে কী বললো সেটা নিয়ে মন খারাপ করবেন না, হালকা বিনোদনের জন্য মাঝেমাঝে ব্যতিক্রমী হওয়ার দরকার আছে।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ঠিক বলেছেন। মন খারাপ করব না। কারণ সবার বিবেচনাবোধ ভালো নয়।
"হালকা বিনোদনের জন্য মাঝেমাঝে ব্যতিক্রমী হওয়ার দরকার আছে" - আমি এই কথায় বিশ্বাসী বলেই মাঝে মাঝে হালকা পোস্ট দেই। আরো একটি দেব। ধন্যবাদ। ভালো থাকুন।

৩৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

কথাবিক্রেতা বলেছেন: শিরোনাম,পোস্ট ও মোরাল অব দা স্টোরির সঙ্গতির অভাববোধ আছে কিছুটা,কয়েকভাবে চিন্তা করে ২ টার সম্পর্ক খুজে পেলাম,অথবা আমার ব্যাক্তিগত হিউমার সেন্স যথেষ্ট সমৃদ্ধ না বলে বুঝতে ঝামেলা হচ্ছে

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

আলপনা তালুকদার বলেছেন: খুঁজে পাবার জন্য ধন্যবাদ। স্বীকার করছি, লেখার স্টাইলটি ব্যতিক্রম। অনেক শুভকামনা।

৩৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বনসাই বলেছেনঃ শিরোনাম পাঠক টানার বড়শি রূপে বেশ কার্যকর হয়েছে;

এই কথাটিই লেখিকা স্বীকার করতে চাচ্ছেন না !!!
তিনি এত অবুঝ হবেন সেটা কে জানতো?

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

আলপনা তালুকদার বলেছেন: পাঠক শিরোনাম দেখে কোন লেখা পড়তে এলে সে দোষ পাঠকের রুচির, লেখক বা লেখিকার নয়। এই কথাটাই আপনি বুঝতে চাইছেন না। আফসোস!!

একমাত্র আপনি ছাড়া আর কেউ আমার লেখাকে অশ্লীল বলেনি। তাতে কি এটা প্রমাণিত হয় যে আপনি একাই শ্লীলতা বোঝেন, আর কেউ নয়? যাইহোক, আপনার সাথে অকারণ তর্ক করতে ভালো লাগছেনা। আমি কখনোই পাঠক টানার চেষ্টা করিনি, ভবিষ্যতেও করবনা। আমি আমার মত লিখব। কেউ পড়ুক বা না পড়ুক। কেউ পছন্দ করুক বা না করুক।

৩৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, মজা পেলাম পোস্ট আর মন্তব্য দেখে। শিরোনামে আমি দোষনীয় কিচু দেখচি না, দৃষ্টি আকর্ষনের জন্য একটু চটকদার শিরোনাম ব্যবহার করা যেতেই পারে। যারা আরো রসালো কিচু পড়ার আশায় এসেচিলেন তারা হয়ত হতাশ হচ্চেন! :P

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!! এত সমালোচনার কারণ কিন্তু ঐটাই। তাঁরা হতাশ হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণে আসল কথাটা বলেছেন বলে। ভাল থাকুন নিরন্তর। শুভেচ্ছা রইলো।

৩৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

সোহানী বলেছেন: দেশে পার্সোনার সে ক্যামেরার ঘটনার পর থেকে পার্সোনায় গেলে চারিিদিকে শুধু খেয়াল রাখতাম যদিও আমি স্পা পছন্দ করি না কখনই.... তবে বিদেশে অন্তত ইউরোপ আমেরিকায় এ ধরনের ঘটনা ও কিন্তু শোনা যায়।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

আলপনা তালুকদার বলেছেন: এটা এক ধরণের মানসিক বিকৃতি। প্রতিটা মানুষের মধ্যেই ভালো ও মন্দ দুটো বৈশিষ্ট্যই বিদ্যমান। ধর্ম, শিক্ষা, নৈতিকতা বা বিবেকবোধ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সবসময় রাখতে পারেনা। তখন ঘটে অপরাধ। তখন কঠোরভাবে আইন প্রয়োগ করে অপরাধীরর শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধ কমে। আমাদের দেশে নানাবিধ সমস্যার কারণে অপরাধ ঘটে ও অপরাধ বাড়ে। বিষয়টা সিরিয়াস। ধন্যবাদ।

৩৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

মিঃ আতিক বলেছেন: সম্ভবত ৩৮তম মন্তব্য করছি, সব মন্তব্যগুলো পড়লাম, আপনার পোস্ট কেমন হয়েছে তার চেয়ে মন্তব্য কারীদের প্রত্যাশা দেখে কিছুটা সন্দেহ হচ্ছে, আপনি মহাপুরুষের পর্যায়ে না গেলে মনে হয় রক্ষা নেই।

আচ্ছা ম্যাম, জাতী হিসেবে আমারা কি সহজ বা সাধারন দৃষ্টিতে কোন বিষয় পর্যবেক্ষণের ক্ষমতা হারিয়ে ফেলছি?

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

আলপনা তালুকদার বলেছেন: জ্বি। হারিয়ে ফেলছি। আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কোনকিছু না দেখে আগেই একটা কিছু ভেবে নেই। আরো মুশকিল হলো, আমরা মনে করি, আমি যা ভাবছি, সেটাই ঠিক। বাকীরা ভুল। আমি একাই সব বুঝি, আর কেউ কিছু বোঝেনা। আমাদের আরেকটি দোষ হলো নিজের মত জোর করে অন্যের উপর চাপানোর মানসিকতা। আমরা সহজে অন্যের মত মেনে নিতে চাইনা। আমার পোস্টের মন্তব্যগুলোতে এ বৈশিষ্ট্যগগুলো স্পষ্ট। ধন্যবাদ। ভাল থাকুন।

৩৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্লীল আর অশ্লীল ব্যাপারটা আপেক্ষিক তা
আপনাকে আগেই বলেছি।
তবে ভুলে গেলে চলবেনা যে
পরিবেশ ও পারিপার্শ্বিক
অবস্থানের কারণেও শ্লীল- অশ্লীল হয়ে যায়।
মনে রাখতে হবেঃ
"দিনের কথা দিনে ভালো
রাইতের কথা রাইতে"

তা না হলে পরিবেশ দূষিত হতে বাধ্য।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

আলপনা তালুকদার বলেছেন: অবশ্যই আপেক্ষিক। তবে আমার লেখাটা অতি সাধারণ একটি ঘটনা নিয়ে যা হাজার হাজার সিনেমা নাটকে দেখানো হয়েছে এবং আমি পুরো পোস্টে একটিও অশ্লীল শব্দ ব্যবহার করিনি। রাত দিনের তো প্রশ্নই আসেনা। তবে এটা ঠিক, ব্লগে এমন লেখা আগে না দেয়ার কারণে অনেকের পূর্বের ধারণার সাথে মেলেনি যা অনেকের নেতিবাচক মন্তব্যের কারণ। ধন্যবাদ।

৪০| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাতকাটা হাকিমুল বলেছেন: শিরোনাম দেখে আইসা পুরাই বাঁশ খাইলাম :(

লেখিকা বলেছেন: সরি! বেটার নেক্সট টাইম!!!!

এটা কিসের ইঙ্গিত করলেন আলপনা মিসেস !!

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

আলপনা তালুকদার বলেছেন: পরের বার বাঁশের বদলে রড খাবেন।

৪১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: মজা পেয়েছি আপু ।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জেনে খুশী হলাম। ভাল থাকুন।

৪২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: ব্যাপারটা মোহ। ছেড়ে থাকা যায় না।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭

আলপনা তালুকদার বলেছেন: আমি বলি আসক্তি। ড্রাগের মত। ধন্যবাদ। ভালো থাকুন।

৪৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মাইনাস বাটনকে মিস করছি

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৮

আলপনা তালুকদার বলেছেন: এত সংকীর্ণ মানসিকতা নিয়ে লেখক হয়েছেন। আপনাকে ডিলিট করার অপশন মিস করছি।

৪৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবার মানসিকতা ব্রড করছি,
দেখান যা আপনার মন চায়
নায়িকার গোসল, বৃষ্টিতে
নায়িকার উদ্যাম নৃত্য,
নায়কের সাথে লেপটা লেপটি
সমস্যা নাই সংকীর্ণ মানসিকতার
উর্ধ্বে উঠে গেছি !!

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১

আলপনা তালুকদার বলেছেন: আপনি অকারণ তর্ক করছেন। আমার পোস্টে একটাও নোংরা শব্দ, নোংরা বর্ণনা নেই যা অশ্লীল। আপনি নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন আমার পোস্টের তুলনায় আরো কত খোলামেলা ছবি ও লেখা সামুতেই পোস্ট হয়। তখন তো কাউকে এভাবে বলতে শুনিনা।

৪৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

আলপনা তালুকদার বলেছেন:

এরকম আরো ছবি আমি ব্লগে দেখেছি।

৪৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: বারবার নোটিফিকেশন, মন্তব্য, লাইক ইত্যাদি দেখার জন্য ফেইসবুক, ব্লগ ইত্যাদিতে ফিরে আসার যে তাড়না, আর বয়ঃসন্ধিক্ষণের রসায়ন তাড়িত এক কিশোরের নায়িকার গোসল দৃশ্য দেখার তাড়না- এ দুটোর তুলনা বোধকরি ঠিক হলোনা।

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

আলপনা তালুকদার বলেছেন: প্রথমে আপনাকে ধন্যবাদ দেই মন্তব্য করার জন্য। এরপর আসি জবাবে। তুলনাটা তাড়নার সমান বা অসমান হওয়ার নয়। তুননাটা মানুষের দেখার বা জানার কৌতুহলের আর বার বার ফিরে আসার স্বভাবের। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। পুরুষ আগে নারীর শরীর দেখার জন্য বার বার সিনেমা দেখতো, এখনকার পুরুষ ক্যামেরা বসায় - এই তুলনাটা বোঝাতে চেয়েছি। ভাল থাকুন। আপনার জন্য অঢেল শুভকামনা।

অফটপিক : কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। আপনার অনুমতি ও কোন উপায় থাকলে বলুন, প্লিজ।

৪৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার সংকীর্ণ দৃষ্টিতে আপনার উদার দৃষ্টি দেখে পুলকিত হলাম। হাসালেন। মনে রাখুন এটা ব্লগ, ফেইসবুক না।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

আলপনা তালুকদার বলেছেন: মনে রাখলাম। হাসতে থাকুন। হাসি হার্টের জন্য ভাল। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.