নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

চাঁদের ভাড়া বিশ টাকা

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮



চাঁদের ভাড়া বিশ টাকা

রংপুরে হিন্দুদের বাড়ী পোড়ানো নিয়ে নানান রকম তথ্য পাচ্ছি। প্রথমে শুনলাম স্টেটাস দিয়েছিল এক হিন্দু। পরে শুনলাম, ফেক আইডি থেকে কাজটি করেছিল এক হুজুর! আগে শুনলাম, বাড়ী পুড়িয়েছে মুসলিমরা। পরে শুনছি, বাড়ী পোড়ানোর নেতৃত্ব দিয়েছে এক হিন্দু! আজব দেশ!! আজব তার মানুষ!!!! এ প্রসঙ্গে একটা কৌতুক শুনুন।

এক লোক রিক্সাওয়ালাকে বললেন, "ঐ যে সামনে উঁচু বিল্ডিংটা দেখছ, ওখানে যাব। কত ভাড়া নিবে?" রিক্সাওয়ালা বলল, "বিশ ট্যাকা।" লোকটি অবাক হয়ে প্রশ্ন করল, "বিশ টাকা?!! কাছেই তো যাব। ঐতো দেখাই যাচ্ছে!" রিক্সাওয়ালা নির্বিকারভাবে বলল, "ক্যা সাব, চাঁন্দ ও তো দ্যাহা যায়। তাই বইল্লা চাঁন্দের ভাড়া বিশ ট্যাকা দিবেন?"

মরাল অফ দ্য কৌতুকঃ দেখা গেলেই সব ঘটনা সত্যি নাও হতে পারে। ঘটনার পিছনেও ঘটনা থাকে। কারণ মানুষ বড় হারামি চীজ।





ছবির ব্যাখ্যা : কারো কাপড় ছেঁড়া হলেও সে গরীব নাও হতে পারে।

মন্তব্য ৫৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

জাহিদ অনিক বলেছেন: ইদানীং আপনার পোষ্ট বেশ নেতিবাচকভাবে সমালোচিত হচ্ছে !

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

আলপনা তালুকদার বলেছেন: এটিও কি তাই? ধন্যবাদ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোথায় গেল আপনার সেই পারিবারিক নৈতিকতামূলক বড় বড় পোস্ট গুলো? আপনার আই ডি কি হ্যাকড হইলো নাকি?

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

আলপনা তালুকদার বলেছেন: আমি দুটো ঘটনা দেখে খুব বিরক্ত। তাই লেখার স্টাইল সাময়িক চেন্জ করেছি। তাছাড়া সবসময় সিরিয়াস পোস্ট না দিয়ে মাঝে মাঝে হালকা পোস্ট দেয়া ভাল। তাতে বিনোদন পাওয়া যায়। ধন্যবাদ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: ‘দেখা গেলেই অল্প ভাড়া
এইটা যদি বিবেক কয়,
চাঁনপুর আর চান্দের ভাড়া
কখনো কি সমান হয়’?

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! ভালো বলেছেন। দারুণ!!!!

৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

শাহিন-৯৯ বলেছেন: ফেবুতে আগেই পড়িয়া ফেলেছি।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

ঢাকার লোক বলেছেন: ছবিটা অসাধারণ! কোথায় পেলেন ?

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ফেসবুকে পেয়েছি।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২

আবু তালেব শেখ বলেছেন: ষড়যন্ত্র

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

আলপনা তালুকদার বলেছেন: অবশ্যই। ধন্যবাদ।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৩

এ আর ১৫ বলেছেন: পরে শুনেছি, বাড়ী পোড়ানোর নেতৃত্ব দিয়েছে এক হিন্দু !!!!!
একটু রেফারেন্স দিতে পারবেন কি ? এই ধরনের একটা পোষ্ঠিং এই ব্লগে একজন পোষ্ঠ করেছে ভিডিও সহ এবং ঐ ভিডিও টা যে এডিটিং করা ভুয়া ভিডিও সেটা নিচের লিংকে গিয়ে পাঠকদের কমেন্ট ও বিশ্লেষণ হতে বুঝতে পারবেন। আমার ৬ নং কমেন্টে কিছু বলা হয়েছে ---
রংপুরে হিন্দু বাড়িতে আগুন লাগানোর পর প্রথম মুহুর্ত

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০২

আলপনা তালুকদার বলেছেন: আপনি আমার কথার অর্থ ধরতে পারেননি। আমি বলতে চেয়েছি একজন অপরাধ করে তা অন্যের ঘাড়ে চাপায়। প্রয়োজনে ভুয়া ভিডিও বানায়, ভুয়া অডিও বানায়। মানে মানুষ কতটা মনুষ্যত্বহীন হলে এসব করে? ধন্যবাদ।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার আগে আমাদেরকে মানুষ হতে হবে।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

আলপনা তালুকদার বলেছেন: সেটাই তো হতে পারছি না নানাবিধ স্বার্থের কারণে। ধন্যবাদ।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ছবি দুটো মনকে ভাবায়, আর রাজনীতির পেছনের রাজনীতি আমাদের মতো সাধারণের অগোচরে থেকে যায় চিরটা কাল

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

আলপনা তালুকদার বলেছেন: আশায় আশায় থাকি। কিন্তু দিন বদলায় না। ধন্যবাদ।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছেঁড়া ফাটা কাপড়ের ফ্যাশনটা মন্দ নয়। ইজ্জত ঢাকা থাকলেই হলো। নতুন পোশাক কেনার খরচ সাশ্রয় হবে।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

আলপনা তালুকদার বলেছেন: জ্বি না জনাব। সাশ্রয় হয়না। যারা ছেঁড়া পোশাক কেনে ও পরে, তাদের অঢেল টাকা। তারা সাশ্রয়ের চিন্তাই করেনা। ধন্যবাদ।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

কামরুননাহার কলি বলেছেন: আপু আপনার লেখা আমার ভালো লেগেছে তবে একটা জিনিস আমি বুজলাম না যে এই কথা সাথে উপরের ছবির কি মিল আছে। আর ঐ ধরনের মেয়েদের ছবিই বা কেনো পোস্ট করলেন। আমরা মুসলিম ধর্ম আমাদের ইসলাম। তাই বিধর্মীদের কান্ড কাহীনি দেখিখে আমাদের দেশের মেয়েদের লজ্জা দেন কেনো। ধন্যবাদ আপু ।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

আলপনা তালুকদার বলেছেন:
আমাদের সাধারণ ধারণা হলো, গরীব লোকে টাকার অভাবে ছেঁড়া কাপড় পরতে বাধ্য হয়। উপরের ছবি প্রমাণ করে যে, যা দেখা যায়, তা সত্যি নাও হতে পারে। গরীব না হয়েও (বাধ্য না হয়েও) লোকে ফ্যাশানোর কারণে ইচ্ছে করেও ছেঁড়া কাপড় পরতে পারে।

আমাদের এটা একটা বিরাট দোষ। আমরা সবকিছুতে ধর্ম টেনে আনি। এটা একটা বিরাট সমস্যাও। এখানে আমি ধর্মীয় বিষয় আনিনি। এনেছি মানুষের রুচি ও স্বভাব। এখানে বোরখা পরা কোন মেয়ে তার বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে চুমু খাচ্ছে, এমন ছবি বা ভিডিও ও দেয়া যেত। তাতেও আমার পোস্টের উদ্দেশ্য একই থাকতো। তবে তাতে আপনার মত অনেকে ধর্মীয় বিদ্বেষ খুঁজতো। তাই দিইনি।

আমার লেখা ভাল লাগার জন্য ধন্যবাদ। আপনি ব্লগে নতুন কিনা জানিনা। আপনার মন্তব্য পড়ে তাই মনে হচ্ছে। আপনার মন আরো উদার হতে হবে। আগে নিজেকে মানুষ ভাবতে হবে, তারপর হিন্দু বা মুসলিম। আমার একটি লেখা আছে ব্লগে। "ধর্ম ও মানবিকতা"। সময় পেলে লেখাটা পড়বেন। আপনার অনেক ধারণা পরিস্কার হবে। ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

কামরুননাহার কলি বলেছেন: আমার কথাটি হয়তো আপনে বুঝতে পারেননি তাই হয়তো ভুল ভাবছেন আমাকে। আমি কিন্তু ধর্ম নিয়ে তেমন বলতে চাইনি আমি মেয়ে তাই কথা ও বলি মেয়েদের পক্ষ নিয়ে। এখানে একটি ছবি দিয়েছে সেটা একটি মেয়ের এখানে কেনো একটি ছেলের ছবি হতে পারলো না। আসলে কি আপু জানেন মেয়েদের কে সব থেকে বেশি দুর্বলতা করা হয় এখানেই। আমি কথা টি এই ভাবেই বলতে চেয়েছি। কেনো একটি মেয়ের ছবিই এখানে আসলো কেনো একটি ছেলের ছবি এখানে স্থান পেলো না?

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

আলপনা তালুকদার বলেছেন: আপনার সাথে তর্ক করা বৃথা। আপনার ভাবনার সীমাবদ্ধতা আছে। তার উপর আপনি আপনার আগের বক্তব্য থেকে সরে এসেছেন।

"আমরা মুসলিম ধর্ম আমাদের ইসলাম। তাই বিধর্মীদের কান্ড কাহীনি দেখিখে আমাদের দেশের মেয়েদের লজ্জা দেন কেনো।"

আমি মেয়েদের পক্ষে প্রচুর লেখা লিখেছি ব্লগ ছাড়াও আরো অনেক জায়গায়। আমি ছেলে বা মেয়ে বিবেচনা করে কোন পোস্ট লিখিনা, ছবিও দেইনা। আমি সত্যের পক্ষে লিখি। কখনও সেটা মেয়েদের পক্ষে যায়, কখনও ছেলেদের। ধন্যবাদ।

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্টটি ভাল হয়েছে। ছবির তুলনাটাও সঠিক। আপনার গত পোস্টে কি সাইকোলজিক্যাল বিষয়ে কোন এক্সপেরিমেন্ট / সার্ভে করছিলেন?

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। অনেকটা সেরকমই। আমি লেখার স্টাইল পাল্টে পাঠকের প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

কামরুননাহার কলি বলেছেন: আমি যানি এই ব্লগের সবাই ভদ্রলোক হয়তো তারা আপনার পোস্টে কোন ভালো-মন্দ পোস্ট করতে চাইবেন না। কিন্তু এই ছবিটা যদি আপনি অন্য কোথায় সামাজিক মিডিয়াতে পোস্ট করে তখন কিন্তু এই ছবির মেয়েটিকে বলবে না তখন আঙ্গুল তুলবে সমস্ত নারীজাতির দিকে। তারা বলবে মেয়েরা এমনি খারাপ। এখন বলেন কাদেরকে এই কথাটি বলল সমস্ত নারী জাতিকেকি নয়?

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

আলপনা তালুকদার বলেছেন: আপনি ছাড়া আর কেউ একথা বলবে না। কারণ সবাই জানে পাশ্চাত্য ও প্রাচ্যের মেয়েরা একরকম পোশাক পরেনা।

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

এ আর ১৫ বলেছেন: : আপনি আমার কথার অর্থ ধরতে পারেননি। আমি বলতে চেয়েছি একজন অপরাধ করে তা অন্যের ঘাড়ে চাপায়।

তাহোলে আপনি যা বলেছেন তার অর্থ হোল হিন্দুরা আগুন দিয়েছে কিন্তু মুসলমানদের ঘাড়ে দোষ দেওয়া হয়েছে -

আগে শুনলাম, বাড়ী পুড়িয়েছে মুসলমানরা । পরে শুনেছি, বাড়ী পোড়ানোর নেতৃত্ব দিয়েছে এক হিন্দু

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

আলপনা তালুকদার বলেছেন: আমার পোস্টটি শুধু রংপুরের ঘটনা নিয়ে লেখা নয়, গোটা বাংলাদেশ, তথা গোটা বিশ্বের মানুষের রুচি ও স্বভাব নিয়ে লেখা। যেমন, বলা হয় ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে শেখ হাসিনা নিজেই তা ফাটিয়েছেন, খালেদা জিয়ার গাড়ীবহরে নিজেই হামলা করিয়েছেন, নিজেই বাড়ীর সামনে বালুর ট্রাক রেখেছেন, কেউ দাবী করে নিজেই নিজের বাস পুড়িয়ে নমিনেশন নিয়েছেন,.......।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

তানুন ইসলাম বলেছেন: কথা সত্য,তবে এখন এ দেশের মুসলিমরা পরাধীনতার শিকলে বন্দী।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

আলপনা তালুকদার বলেছেন: তা মনে করলে ভাবা দরকার কেন বন্দী, কি করে বন্দীত্ব থেকে বের হওয়া যায়। ধন্যবাদ।

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

টারজান০০০০৭ বলেছেন: "এবার তুরে মানাইছেনা রে !"

আপনার মর্যাদার পরিপন্থী পোস্ট ! গোছলের পোস্টটাও।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ব্লগে আমার এধরণের লেখা নতুন। তাই আপনাদের এমন মনে হতেই পারে। তবে আমার ফেসবুকের পাঠকরা আমার সব ধরণের লেখাই পড়ে অভ্যস্ত। ধন্যবাদ।

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি যে আলপনা তালুকদারকে জানতাম বর্তমানে তাকে খুঁজে পাচ্ছি না।
শুনেছি আইডি হ্যাক হয়, আবার কেউ মাল্টি নিকের আড়ালে যা খুশি লিখে
আসল ব্লগারের চরিত্র হরণ করে। আপনার বর্তমানের লেখাগুলি আমাকে
সেই ভাবনা ভাবতে বাধ্য করছে। যদি চরিত্রের পতণ হয় মাঝে মধ্যে, যতি
মতিভ্রম হয়ে থাকে তবে সে পথ থেকে ফিরে আসা খুব বেশী কষ্টের না। তবে
ছিড়া প্যাণ্ট দেখিয়ে আনন্দ পেলে আমার বলার কিছু নাই।
কারণ পাগলের সুখ মনে মনে !!

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

আলপনা তালুকদার বলেছেন: ব্লগে আমার এধরণের লেখা নতুন। তাই আপনাদের এমন মনে হতেই পারে। তবে আমার ফেসবুকের পাঠকরা আমার সব ধরণের লেখাই পড়ে অভ্যস্ত। আনন্দ পাবার বা দেবার জন্য ছেঁড়া প্যান্টকে ব্যবহার করা হয়নি। মানুষের আজব রুচি ও স্বভাবের উদাহরণ বোঝাতে দেয়া হয়েছে। ধন্যবাদ।

১৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার যেমন ভাবনা তেমন কামনা :)

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

আলপনা তালুকদার বলেছেন: হতে পারে। সবাই সবার মত। কেউ কারো মত নয়। সেজন্যই পৃথিবী বৈচিত্র্যময়। ধন্যবাদ।

২০| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শোনা কথায় কান দিতে হয় না, নিজের চোখ, কান, বিবেককে ব্যবহার করতে হয়।
১১ নাম্বার মন্তব্যের উত্তরটা ভালো দিয়েছেন। তবে মুশকিল হলো, এরা ধর্মীয় পরিচয় ছাপিয়ে নিজেকে মানুষ ভাবতে পারে না!

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ঠিক। কেন কিছু মানুষ ধর্মীয় পরিচয় ছাপিয়ে নিজেকে মানুষ ভাবতে পারে না - এর উপরে একটা লেখা লিখতে চেষ্টা করছি অনেকদিন থেকে। দেখি, কবে শেষ হয়।

২১| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: একেবারে বাস্তব।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

তারেক ফাহিম বলেছেন: ব্লগকে ফেসবুক বানাবেন না প্লিজ।

ফালতু পোষ্টের জ্বালায় ফেবু আইডিটা নামমাত্র খুলেছি।

আপনার লেখাগুলোকে আগে যথাসাধ্য পড়ার চেষ্টা করতাম, আজও পড়েছি কিন্তু পূর্বের ন্যায় সমাজের বাস্তব চিত্র ফুটে আসেনি।
শিখেছি শুধু ছবিতে কী করে ব্লগ আকর্ষনিয় করা যায়।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

আলপনা তালুকদার বলেছেন: কিছু বলার নেই। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ব্লগে আমার এধরণের লেখা নতুন। তাই আপনাদের এমন মনে হতেই পারে। তবে আমার ফেসবুকের পাঠকরা আমার সব ধরণের লেখাই পড়ে অভ্যস্ত। ধন্যবাদ। "

-ফেইসবুক ও ব্লগ একই নয়, ইহা প্রশ্ন-ফাঁসের জেনারেশনও বুঝে, আপনার হয়তো একটু বেশী সময় লাগবে।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

আলপনা তালুকদার বলেছেন: লেখা লেখাই। সেটা আপনি যেখানেই লিখুন। ব্লগের লেখা, ব্লগের ছবি, ব্লগের গল্প-কবিতা-প্রবন্ধ বলে আলাদা কিছু আমি দেখিনা। লেখার স্টাইলে, লেখা মডারেশনে কিছুটা পার্থক্য থাকতে পারে। ব্লগে ক'দিন আগে লেখার মান কিভাবে নির্ধারিত হয়, তার উপরে একটা পোস্ট দেখেছিলাম। আপনার মত অত জ্ঞান কি আমার আছে যে অতকিছু বুঝব, অতকিছু..... করব?

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সব ঘটনার পিছনে একটা না একটা কারণ থাকে। কেউ হয়তো সেই কারণটা খুঁজে বের করতে চা্ন, কেউ চান না। যারা চান, তাঁরাই সফলকাম।

ফেসবুকের কাজ কি? জুকার্বার্গ বলেছেন- পৃথিবী'র সবাইকে কানেক্ট করাই ফেবুর কাজ, অর্থাৎ, একসূত্রে বাঁধা। সেটা কিভাবে সম্ভব? গান, ছবি বা লেখার মাধ্যমে নিজের মনোভাব প্রকাশের মাধ্যমে।

ব্লগও কি তা-ই নয়? এখানে কি আমরা নিজেদের মনোভাব প্রকাশ করি না?

ফুলের তোড়া কাউকে উপহার হিসেবে দেওয়া যায় যেমন, তেমনি কাউকে বাড়ি দিতেও কাজে লাগে বেশ!!!

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬

আলপনা তালুকদার বলেছেন: ব্লগকে কিছুটা আলাদাভাবে দেখার কারণ এখানে ব্যক্তিগত বিষয়, ছবি, ভিডিও ইত্যাদির আধিক্য কম। ফেসবুকে মেসেজ আদান-প্রদান, কথা বলা, ছবি, ভিডিও, ফাইল পাঠানো বা শেয়ার করা, এসবও সম্ভব যা ব্লগে যায়না। তবে লেখার মাধ্যম হিসেবে দুটোকেই ব্যবহার করা যায় যদি তাতে সচেতনতামূলক, বিনোদনমূলক, গঠনমূলক কিছু থাকে।

আমার আগের লেখাগুলোতেও আমি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতাম। এবারও তাই করেছি। শুধু প্রকাশভঙ্গীটা আলাদা যা অনেকের ভালো লাগেনি। তবে আমি মনে করি, আমার লেখার উদ্দেশ্য এখনও একই আছে, সেটা ফেসবুকেও, ব্লগেও। ধন্যবাদ। ভালো থাকুন।

২৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

প্রািন্ত বলেছেন: সংক্ষিপ্ত হলেও আপনার পোস্টে মেধা ও মননশীলতার পরিচয় মিলেছে। যা অত্যন্ত সময়পযোগীও বটে। আমার খুব ভাল লেগেছে।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা জানবেন।

২৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

নিশাত১২৩ বলেছেন: উপমার সঠিক ব্যবহার। প্লাস রইলো লেখায়।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩

আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কিছু মন্তব্য পড়ে মনে হচ্ছিল, ব্লগের পবিত্রতা নষ্ট করে ফেলেছি! আপনাদের মন্তব্য পড়ে ভালো লাগছে। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা (ছবি দেখে)
কি জামানা আইলো দেহি এক আর হয় আরেক!!

১১নং এর প্রতিউত্তরের জন্য কৃতজ্ঞতা জানিয়ে গেলাম আপু।
আমি যেন মানুষ হয়েই মরতে পারি দোআ করবেন।।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। নিশ্চয়। ভাল থাকুন।

২৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার লৈঙ্গিক পরিচয়ের কারনে বেঁচে গেলেন। এই ধরনের ছবি ব্লগের পরিবেশের সাথে কোনভাবেই মানানসই নয়। উপরের ছবিটা না দিয়েও এই ধরনের অন্য ছবি ইউজ করলে নিচের ছবির সাথে মানিয়ে যেতো। আপনি উদ্দেশ্যমূলকভাবেই অন্তর্জাল থেকে আরো অপশন থাকার পরও এই নির্দিষ্ট ছবিটিকে সিলেক্ট করেছেন।

সচেতনভাবে আপনি সেক্সুয়ালি উস্কে দেবার জন্য উপরের ছবিটি ইউজ করেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩২

আলপনা তালুকদার বলেছেন: বেঁচে গেলাম মানে? নাহলে কি করতেন? আমি ব্লগকে অনেক উদার মানসিকতার জায়গা বলেই জানতাম। কিছু মন্তব্য পড়ে আমার সে ভুল ভেঙ্গে গেল এই ছবি দেখে যদি উস্কে যান, তাহলে নীচের ছবিকে কি বলবেন? নাকি ছেলেরা বাজে ছবি দিলে সমস্যা নেই? নীচের কমেন্টের ছবিটি দেখুন। আর আমার দেয়া ছবিটি ব্লগের পরিবেশের সাথে না গেলে মডুরা ওটা সরাচ্ছে না কেন?

২৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৪

আলপনা তালুকদার বলেছেন:

৩০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার রুচিবোধ নিয়ে আবারো প্রশ্ন তুললাম। স্ক্রীনশন দেয়া পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে অলরেডী। আর আপনি সেই পোস্টের ছবি ফেরী করে বেড়াচ্ছেন, আজব। আপনি এরপর ব্লকের ভয় দেখাবেন, সেটা আপনার ক্ষমতা, তবে তা হবে বাচ্চাদের আচরন, ম্যাচিউরড মানুষ এর আচরন নয়, লক্ষ্য করুন ম্যাচিউরড উইমেন বলিনি।

আচ্ছা এবার বলুন, স্ক্রীনশট দেয়া পোস্টটি দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইলেন ? উনিতো চাপে পড়ে বা নিজে লজ্জা পেয়ে পোস্ট সরিয়ে নিয়েছেন, আর আপনি তার বাজে কাজের উদাহরন আপনার সুকর্ম দিয়ে কাভার দিতে চাইছেন। এখানেই দুজনের পার্থক্য। অাপনি টিচার মানুষ, আপনাকে জ্ঞান দেয়া আমার কর্ম নয়।

তবে এটা বলছি, আমি পুতুপুতু ব্লগার নই, যে অনেকের মত মহিলা ব্লগারের পোস্টএ এসে অাপু আপু, বেশ বেশ বলে ভাসিয়ে দেবো। এই ব্লগেই আজ ৮ বছর এর উপর আছি, কম দেখিনি। ভালো থাকুন।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

আলপনা তালুকদার বলেছেন: স্ক্রীনশটের পোস্টটি সরানো হয়েছে কি হয়নি, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো, এরকম পোস্ট সামুতে পোস্ট হয়েছে। এরচেয়েও বাজে ছবিযুক্ত পোস্ট আমি দেখেছি। আপনার যা খুশী আপনি বলতেই পারেন। তবে আমি মনে করিনা আমার দেয়া ছবিটি অশ্লীল বা আমি কোন খারাপ উদ্দেশ্যে ছবিটি দিয়েছি। খারাপ হলে মডুরা সরিয়ে দিত

আট বছর সামুতে লেখার পর সামু ছেড়ে যাওয়া একজন আমাকে সামু ছাড়তে বলেছেন। কারণ তাঁদের মতে সামু এখন ছাগলদের চারণভূমি। আপনি কেমন বলগার তা বুঝতে আমার বাকী নেই। খুশী হব আপনি আমার পোস্টে আর না এলে। ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.