নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

বৌ আসলে কি?

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮



বৌ আসলে কি?

এক অবিবাহিত বন্ধু তার এক বিবাহিত বন্ধুকে প্রশ্ন করলো, "বৌ আসলে কি?" বিবাহিত বন্ধু বলল, "বৌ হল সরকারের মত, আর স্বামী হল জনগণের মত। জনগণ পছন্দ করে সরকারকে গদিতে বসায়। সরকার একবার ক্ষমতায় গেলে ইচ্ছামত জনগণকে শোষণ করে। জনগণের টাকা লুট করে, অপচয় করে, বাইরে টাকা পাচারও করে। স্বজনপ্রীতি করে, দূর্নীতি করে, প্রাসাদ ষড়যন্ত্র করে (সন্তানদের নিয়ে)। মাঝে মাঝে জনগণকে একঘরে করে রেখে জনগণের টাকায় বিদেশ সফরে গিয়ে (বাপের বাড়ী) জনগণকে অবহেলা করে। সরকার যে যে আইন বানায়, পছন্দ না হলেও জনগণ তাইই মানতে বাধ্য হয়। প্রায়ই গ্যাস, বিদ্যুৎ, এটা সেটার দাম বাড়ানোর মত বাজারখরচ, হাতখরচ, উৎসবভাতার পরিমাণ,... বাড়ায়। মনে রাখা প্রয়োজন, জনগণই সকল ক্ষমতার উৎস - ইহা একটি মিথ, ভাঁওতাবাজি এবং ডাঁহা মিথ্যা কথা। সরকারের শুধুমাত্র নানা হীন স্বার্থ চরিতার্থ করিবার জন্যই কথাটি ব্যবহার করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটা এমন একটা সরকার, যা পাঁচ বছর পর পর বদল হয় না!!!!"

মর‍্যাল অফ দ্যা স্টোরি : ইদানিং খবরে দেখতে পাচ্ছি, পুরুষরাও নাকি তাঁদের বউদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। কিন্তু লজ্জায় সেকথা কাউকে বলতে পারছেন না। আমি তাঁদের প্রতি পূর্ণ সমবেদনা জানাচ্ছি। কারণ এতদিন একতরফাভাবে শুধু বউ নির্যাতনের কথাই শুনে আসছিলাম। তাঁদের কারণে অন্তত ব্যতিক্রম কিছু তথ্য তো পেলাম। সেটাই বা কম কি? সেই সাথে আপনাদের জন্য পরামর্শ হলো, লজ্জা ঝেড়ে ফেলে (কেননা ওটা নারীর ভূষণ) বউদের শাস্তির দাবীতে বউ দ্বারা নির্যাতিত স্বামীরা সম্মিলিত আন্দোলন গড়ে তুলুন। স্বাধীন দেশে এহেন অনাচার মেনে নেয়া যায়না। মামলা করুন, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিন, কালো ব্যাজ ধারণ করুন, সড়ক অবরোধ ও মানববন্ধন করুন, তালাক দিন,......।

এফবিতে একটি কৌতুক দেখেছিলাম। একজন বলছে, "বৌ এমনিতে কোন কাজের জিনিস না, খুবই ফালতু, অসহ্য একটা প্রাণী। তবে ঐ বউই অতিমূল্যবান হয় তখন, যখন অন্য কেউ তার দিকে নজর দেয়!!!"

অবিবাহিত পুরুষরা বিয়ে করার আগে হাজারবার ভাবুন। কারণ একবার সরকার ক্ষমতা পেলে আর কিন্তু.....!!!! ভিশন আমৃত্যু......


ছবি : নেট থেকে নেয়া।

মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: বউটা খুব মিষ্টি । সাজটা খুব ভালো হয়েছে ।
অনেক এ যে বলে বিয়ের পর শান্তি থাকে না , বউ নাকি কেবল পেইন দেয় , সত্যি কি আসলে তেমন কিছু ঘটে । বিয়ে যদি এতোই ঝামেলার হয় তাহলে তারা কেন যে বিয়ে করে ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

আলপনা তালুকদার বলেছেন: প্রেমিকা না থাকলে মানসম্মান যায়। বউ মরলে পরের দিনই পাত্রী খোঁজে। একদিনের জন্য বউ বাপের বাড়ী যেতে চাইলে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে!!!! ধন্যবাদ। ভাল থাকুন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

আলপনা তালুকদার বলেছেন: এটা একটা প্রশ্ন। এতই যদি বৌ খারাপ, তাহলে লোকে বিয়ে করে কেন? বৌকে গালি দিতে ওস্তাদ। আবার বৌ ছাড়া তাদের এক মিনিট চলেও না। আজব স্বভাব!!!!

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

আবু তালেব শেখ বলেছেন: কথাটা আপনার নিজের গায়ে পড়েছে বোধহয় যেহেতু আপনি নারী। তাছাড়া যে পুরুষ রা বউ দ্বারা নির্যাতিত এদের পুরুষ বলাটা আপনার ভুল হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

আলপনা তালুকদার বলেছেন: "পুরুষ নির্যাতন" শিরোনামে আমার একটি লেখা আছে ব্লগে। পড়ে দেখতে পারেন। ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

তার ছিড়া আমি বলেছেন: জনগণই সকল ক্ষমতার উৎস- ইহা একটি মিথ, ভাঁওতাবাজি এবং ডাঁহা মিথ্যা কথা ইহা একটি চরম সত্য বাণী।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

কুঁড়ের_বাদশা বলেছেন:
বউ হল একটি গৃহপালিত পশু !!! আমার কি উত্তর সঠিক হয়েছে ? :)


আমি কুঁড়ের বাদশা বলে আমার কপালে কোন বউ নাই, গো আফা!:P :) :)

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

আলপনা তালুকদার বলেছেন: উত্তর সঠিক। কারণ বউ ও গৃহেই থাকে। এখন নাই বলে আফসোস করছেন। হলে বউয়ের বদনাম করবেন। তবু দোয়া করি, তাড়াতাড়ি সরকার গদিতে আশীন হোক।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

চানাচুর বলেছেন:
বৌ মানে


পুলিশঃ মানুষ আমাকে ভয় পায় আর আমি বউকে!

মুচিঃ আমি জুতা মেরামত করি আর বৌ আমাকে!

শিক্ষকঃ স্কুলে আমি লেকচার দেই,আর ঘরে বৌ এর লেকচার শুনি!

অফিসারঃ আমি অফিসের বস, আর ঘরেরচাকর!

বিচারকঃ কোর্টে আমি ফয়সালা করি,আর ঘরে নিজেই ইনসাফ চাই!


উৎস: Click This Link

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪

আলপনা তালুকদার বলেছেন: বউয়ের মত ফালতু যন্ত্রণা গোটা দুনিয়াতে নাই। সেজন্যই বেহেশ্তে সত্তরের বেশী হুর!!!! হোয়াট আ জোক!!!!!

বিষয়টাকে উল্টো করলে দাঁড়ায়, স্বামীর মত খবরদারী, অত্যাচারী ও স্বার্থপর প্রাণী গোটা দুনিয়াতে নাই। সেজন্যই বেহেশ্তে স্বামী ছাড়া নারীরা পুরুষ হুর জাতীয় আর কিছুই পাবেনা!!!! হোয়াট আ জোক এগেইন!!!!!!!

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বউ মনে হয় স্বামীর ভালোবাসার জিনিস।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, বিয়ের পর কিছুদিন। তারপর সরকারের শুধু দোষই চোখে পড়ে। ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১

আবু সায়েদ বলেছেন: স্বামী -স্ত্রী একে অপরের পোশাক। স্বামী যেরকম হবে, স্ত্রী সেরকমই হবে। এবং Vice versa.

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

আলপনা তালুকদার বলেছেন: হবেনা। হয়না। হলে শতকরা আশি ভাগ নারী স্বামী দ্বারা নির্যাতিত, এমন কি খুন হতো না। বেহেশতেও স্বামীরা বউদের পোশাক না হয়ে হুরদের সাথে ঘুরে বেড়াবে। ধন্যবাদ।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

শামচুল হক বলেছেন: স্বামী নির্যাতন সম্পর্কে একটি হাদীস না বলে পারছিনা ঃ --
একজন সাহবী তার বউ দ্বারা খুব নির্যাতিত হতো। বউয়ের সাথে কুলাতে না পেরে হযরত ওমর (রাঃ) কাছে গেল বিচার চাইতে। ওমর (রাঃ) তখন বাড়িতেই ছিল। কিন্তু সমস্যা হলো সাহাবী যখন হযরত ওমর (রাঃ)-এর বাড়ির কাছে গেল তখন দেখে হযরত ওমর (রাঃ)-এর স্ত্রী তাকে ইচ্ছামত গালাগালি করতেছে। ওমর (রাঃ) চুপ করে দাঁড়িয়ে আছে। তার এ অবস্থা দেখে সাহাবীর মনটা খুব খারাপ হয়ে গেল। যার তলোয়ারের ভয়ে সারা পৃথিবী কাঁপে সেই দেখি বউয়ের অত্যাচারে কোন ঠাসা। তার কাছে আর বিচার চেয়ে লাভ কি। মনের দুঃখে সাহাবী বাড়ির দিকে রওনা হলো।
একটু পরেই হযরত ওমর (রাঃ) বাড়ির বাহিরে এলে দেখে একটি লোক তার বাড়ি থেকেই ফিরে যাচ্ছে। হযরত ওমর (রাঃ) তাকে ডেকে জিজ্ঞেস করলেন আপনি এলেন কেন আবার ফিরে যাচ্ছেন কেন?
সাহাবী তখন বলল, আমি যে অত্যাচারের বিচার চাইতে এসেছিলাম আপনি দেখি সেই অত্যাচারেই ভুগতেছেন। এইজন্য ফিরে যাচ্ছি।
সাহাবীর কথা শুনে ওমর (রাঃ) তখন বলল, আমার যেমন স্ত্রীর উপর অধিকার আছে স্ত্রীরও তেমনি আমার উপর অধিকার আছে। স্ত্রী ভুল করলে আমার যেমন তাকে শাসন করার অধিকার আছে তেমনি আমার ভুলেও স্ত্রীর কিছু বলার অধিকার আছে। আমি যেমন সন্তানদের ভরণপোষণ করে থাকি আমার স্ত্রীও তেমনি তাদেরকে পরিশ্রম করে লালন পালন করে থাকে। ইত্যাদি কারণে আমাদেরকে স্ত্রীরাও বকা দেয়ার অধিকার রাখে।
হযরত ওমরের (রাঃ) কথা শুনে লোকটি তখন সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরে গেল।

কাজেই স্ত্রীদের স্বামী নির্যাতনের অধিকার ইসলামেই দেয়া আছে। তবে সেটা বিনা কারণে নয়, যথাযথ কারণ থাকতে হবে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

আলপনা তালুকদার বলেছেন: খুব কম ক্ষেত্রেই যথাযথ কারণে বউকে স্বামীরা নির্যাতন করে। আর নির্যাতন আর বকা দেয়া এক জিনিস না। ইসলাম বকা দেয়াকে সমর্থন করে, নির্যাতনকে নয়। নির্যাতনের আবার প্রকারভেদ আছে। শারীরিক ও মানসিক। মানসিক নির্যাতনের আবার নানা প্রকার আছে। এসব নিয়ে আমার আলাদা লেখা আছে। যাইহোক, হাদিসটি লেখার জন্য ধন্যবাদ। স্ত্রীর প্রতি সদয় হওয়া এমন অনেক হাদিস আছে যার কোনটাই আমাদের স্বামীরা মানেন না। ধন্যবাদ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

কুঁড়ের_বাদশা বলেছেন:

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

আলপনা তালুকদার বলেছেন: গুড

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বউগুলো বাপকে ছাড় দেয়, স্বামীকে দেয় না কেন?

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

আলপনা তালুকদার বলেছেন: বউগুলো কাউকেই অন্যায় ছাড় দিতে চায়না। বাধ্য হয়ে দেয়। কেন দেয়না বুঝতে পারবেন যখন বউকে আপনি ছাড় দেবেন না। ধন্যবাদ।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২

অন্ধকার দিগন্ত বলেছেন: একটি ভুল সারাজিবনের কান্না :(

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

আলপনা তালুকদার বলেছেন: জ্বি ঠিক। সারাজীবনের তো বটেই, মরণের পরেরও কান্না। বউরা বেহেশ্তে হুর পাবেনা, শুধু স্বামীকে পাবে (স্বামী অত্যাচারী বা যেমনই হোক)। ফলে তা বউয়ের জন্য কান্না। আবার স্বামীর জন্যও কান্না (কম হলেও)। কারণ সত্তর হুর পেলেও বউকেও সঙ্গ দিতে হবে, বউ যতই অপছন্দের হোক। ধন্যবাদ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭

শাহিন বিন রফিক বলেছেন: নতুন, তাই মন্তব্য করা সমাচীন হবে না।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

আলপনা তালুকদার বলেছেন: ভয় পাচ্ছেন? কাকে?

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫২

মলাসইলমুইনা বলেছেন: আপনি শিওরতো যে একটি শ্রেণী বিপ্লবের উস্কানি দেওয়া হচ্ছে না এতে ? দেশের যা অবস্থা যন্ত্রণার কোনো শেষ নেই | এর মধ্যে আরেকটা বিপ্লবের সূচনা হলে কি যে হবে আমাদের? খোদা রক্ষা করো মানবজাতিকে !

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

আলপনা তালুকদার বলেছেন: আমি শতভাগ শিওর, উস্কানি দিলেও বিপ্লব ঘটবেনা। ঘটানো সম্ভব নয়। কারণ ধর্ম মেয়েদের হাতপা বেঁধে রেখেছে। ধর্ম বলেছে, মরার পরে বেহেশ্তেও মেয়েদের স্বামী ছাড়া কোন গতি নাই। সুতরাং তারা যাবে কই? আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: বৌ ভালো। অনেক ভালো। অামার বৌ অামাকে অনেক ভালোবাসে। অামিও ভালোবাসি অনেক।

পারিবারিক অশান্তির মূল কারণ সামাজিক অবক্ষয়।

অাসলে পারিবারিক সমস্যাটা এখন সমাজে প্রকট অাকার ধারণ করেছে। এই সমস্যা নিয়ে মজা করার কিছু নেই। প্রেম, ভালোবাসা, পরকিয়া, লিভটুগেদার, একাধিক প্রেম, অনৈতিক সম্পর্ক প্রকট অাকার ধারণ করেছে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

আলপনা তালুকদার বলেছেন: আমাদের দেশের বউরা সবচেয়ে বেশী নির্যাতিত হয় যৌতুকের কারণে। ধন্যবাদ।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

শামচুল হক বলেছেন: কাজেই স্ত্রীদের স্বামী নির্যাতনের অধিকার ইসলামেই দেয়া আছে। তবে সেটা বিনা কারণে নয়, যথাযথ কারণ থাকতে হবে।

দুঃখিত কথাটি হবে ঃ কাজেই ইসলামে স্বামীকে বকা দেয়ার অধিকার স্ত্রীদের আছে। তবে সেটা বিনা কারণে নয়, যথাযথ কারণ থাকতে হবে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। অশেষ ধন্যবাদ। ভাল থাকুন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

আলপনা তালুকদার বলেছেন: আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই, ভুলটা শুধরে নেবার জন্য। আর আরেকটি কথা বলি, "যথাযথ কারণ" কোনটি, তার বিচার কে করবে? স্বামী ও স্ত্রীর বিচার তো একরকম হবেনা। সব মানুষেরই বিবেচনাবোধ আলাদা। সবার বিচার এক হলে তো গোটা দুনিয়াতে এত অনাচার হতই না।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

মিথী_মারজান বলেছেন: বউ হল অক্সিজেনের মত।
যার উদ্দেশ্য নি:শ্বাসে সাহায্য করা কিন্তু স্বামীরা এটাকে শুধুই আগুন জ্বালানোর নিয়ামক হিসাবে গণ্য করে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। এটাই আফসোস। ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

তারেক ফাহিম বলেছেন: সরকার গদিতে বসুক তারপর ভেবে চিন্তে উত্তর দিবো।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

আলপনা তালুকদার বলেছেন: দোয়া করি, তাড়াতাড়ি বসুক। আমরা কি সে উপলক্ষে একটু খানাপিনা পাব????

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

তারেক ফাহিম বলেছেন: অবশ্যই
না খাওয়ালেতো শোষনের মাত্রা বৃদ্ধি পাবে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!! ঠিক। ধন্যবাদ। আর দাওয়াত দিতে ভুলবেন না।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

কানিজ রিনা বলেছেন: সামসুল হকের মন্তব্যটা অনেক শিক্ষনীয়।
এহাদীসটা মুসলিম পুরুষরা মানা উচিৎ।
আসলে আমাদের দেশে মেয়েদের সংশারের
কাজের মুল্যায়ন নাই। পুরুষের কাজে টাকা
আসে কিন্তু ঘরের কাজের মুল্য বউরা পায়না।
আর স্বামীরা ভাবে এইটা একান্তই ঘরের
বউয়ের দায়ীত্ব। যদিও কিছু শিক্ষিত পুরুষ
সীমপ্যথী দেখায় তথাপী বেশীর ভাগ পুরুষই
সেচ্ছাচারী।
যদি ঘরে বাবুর্চি ধোপা ঘর মোছা মানুষ
রাখাহয় তারা মাস শেষে মোটা অংকের
বেতন পায়। এইসব কাজ বউরা করলে
সামন্যতম সীমপ্যথী দেখানোটাও পুরুষের
পুরুষত্ব চলে যায়। বেশীর ভাগ সংশারের
এসব দায়ীত্ব ঘরের বউদের উপর। ধন্যবাদ
সুন্দর পোষ্ট উপস্থাপনের।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

আলপনা তালুকদার বলেছেন: আপা, আসল সমস্যা রোজগারের। স্বামীরা বাইরে কাজ করে টাকা আনে। সেই টাকায় বউদের খাওয়া পরা চলে। তার বিনিময়ে ঘরের কাজ, বাচ্চা সামলানো, স্বামীর হুকুম তামিল করা,... এটুকুও যদি না করে, তাহলে স্বামীরা শুনবে কেন? আর এখন মেয়েরা চাকরী করে। নিজের খরচ নিজে চালাতে পারে। কিন্তু ঘর, অফিস, দুটা সামলাতে পারেনা। ফলে স্বামী রাগ করে। আর দীর্ঘদিন বউয়ের উপর খবরদারি করে করে অভ্যাস হয়ে গেছে। তাই ছাড়তে পারেনা। ধন্যবাদ আপা। ভাল থাকুন।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

জোকস বলেছেন:


বউ আমার রসগোল্লা
শালী দানাদার,
শাউড়ী আমার খেজুরী পাটালী
শশুর মশাই দোকান্দার।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

আলপনা তালুকদার বলেছেন: :-B! হা হা হা!!!

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯

নাহিদ০৯ বলেছেন: ইদানিং তরুন তরুনীদের মধ্যে বিয়ে ভীতি সম্পর্কিত যে ব্যামো শুরু হয়েছে তাতে দেখা যাবে অদূর ভবিষ্যতে সবাই সুখি একটা সমাজ পাবে। কি বলেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

আলপনা তালুকদার বলেছেন: সবাই না পেলেও যিনি বিয়ে করছেন না, তিনি অন্তত সুখে থাকবেন।

(ছেলেকে পড়াতে পড়াতে স্ত্রী স্বামীকে জিগ্যেস করলো - "হ্যাঁ গো শুনছো, 'ভাগ্যবান' ইংরেজি কী ?"
স্বামী : "UNMARRIED".) ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.