নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : কাঁদবো না

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১



কাঁদবো না

যেদিন তুমি হারিয়ে যাবে
বুকের পাঁজর মাড়িয়ে যাবে,
স্বপ্নগুলো পুড়িয়ে যাবে
সেদিন আমি কাঁদবোনা।

তুমি সেদিন অন্য কারো
যা খুশী তাই করতে পারো,
পথ ভুলেও না আসতে পারো
তোমার কথা ভাববো না।

অনেক দিনের কথার মালা
এবার সাঙ্গ হবার পালা,
নদীর একূল না ভাঙ্গলে
ওকূল তো আর গড়বেনা।

যতটা তোমায় পাবার ছিল
তাতেই এ মন ধন্য হলো,
সকল সাধ পূর্ণ হবে
এমন আশা করবোনা।

কাঁদবো কেন তোমার তরে?
বিনি সুতা ছিঁড়লে পরে,
তুমি তো তখন আগের মত
আমার কেউ থাকবেনা।

আলপনা তালুকদার
১ ফেব্রুয়ারী, ২০১৮
রাজশাহী।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো আপি,
তো আপনাকে অনেক দিন পর দেখলাম আপি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জ্বি, অনেক দিন পর।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন:


রৌপ্যিক নূপুরের ঝনঝনানির মত ছড়াটি নিজ রূপের প্রকাশ ঘটাচ্ছে।
ভালোলাগা জানবেন বেগম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ছবিটার সাথে কবিতার মিল পেলাম না।
অথবা হয়তো মিল আছে, আমি বুঝতে পারিনি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

আলপনা তালুকদার বলেছেন: আমি বোঝাতে চেয়েছি, যত কষ্টই পাই, তাকে আমলে নেবনা, নিজের কোনকিছুতে তার ছাপ পড়তে দেবনা, জীবন জীবনের মতই চলবে, বাইরের মানুষ আমাকে দেখে আমার মনের ভেতরের কষ্টের উপস্থিতি টের পাবেনা। ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

পলাতক মুর্গ বলেছেন: ছবি উল্টা হইয়েছে, আয়নার ভিতরের কলাটা বাইরে হবে এবং বাইরের কলাটা ভিতরে হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

আলপনা তালুকদার বলেছেন: আমার কষ্ট শুধু আমি টের পাব। বাইরের কেউ আমার প্রকৃত মানসিক অবস্থা জানবে না। সবকিছু স্বাভাবিক চলবে। শুধু মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলো চোখে ভেসে উঠবে। আপনি আপনার মত করেও ভাবতে পারেন। ছবিটা ভীষণ মিনিংফুল। অনেক ভাবেই এর ব্যাখ্যা করা যায়। ধন্যবাদ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

পলাতক মুর্গ বলেছেন: পুনশ্চ: কবিতা অসাধারণ হইয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

তারেক ফাহিম বলেছেন: ছবিটা দেখে ব্লগটি পড়লাম।

বিচ্ছিন্নের বিরহে কবিতা।


অনেক দিন পরে অাপনার ব্লগ পেলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। জ্বি, অনেকদিন পর। আমি তো ভাবছিলাম, আপনারা আমাকে ভুলে গেছেন। মনে রাখার জন্য কৃতজ্ঞতা।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!ভাবনাটা ভাল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

আলপনা তালুকদার বলেছেন: তাই? ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

কানিজ রিনা বলেছেন: অনেক দিন পর আলপনা? কবিতা পড়ে
ভাল লাগলেও মনটা অনেক জিজ্ঞাসা
রয়ে গেল। ভাল থাকার কামনা করি
লক্ষি বোনটির জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

আলপনা তালুকদার বলেছেন: জ্বি আপা। অনেকদিন পর। এরমধ্যে অনেক লিখেছি। সামুতে দিইনি। ভাল ছিলাম, বিজি ছিলাম। কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ। আপনারা ভাল ছিলেন তো?

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ লাগলো আপু, সহজ সরল ভাষায় সুন্দর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আমি কঠিণ ভাষায় লিখতে পারিনা। আমার সব লেখারই এটাই বৈশিষ্ট্য।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

রেবন্ত বলেছেন: ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নাহিদ০৯ বলেছেন: দারুন দারুন। আপনার প্রোফাইলে দেখে জানতে পারলাম আপনি আমার শহরের ই মানুষ। তাই দারুন টা আরো বহুগুন বেড়ে গেলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আলপনা তালুকদার বলেছেন: তাই? ধন্যবাদ। আমিও জেনে খুশী হলাম। ভাল থাকুন।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

সোহানী বলেছেন: অনেকদিন পর মনে হয় আপনার লিখা দেখলাম। কবিতা+ছবিতে ভালোলাগা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, অনেকদিন পর। ভাল লাগার জন্য ধন্যবাদ।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সুন্দর একটা কবিতা পড়লাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

আলপনা তালুকদার বলেছেন: শুনে ভালো লাগলো। ধন্যবাদ। ভালো থাকুন।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

আবু তালেব শেখ বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট। কলার ছবি কেন আপা?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, অনেক দিন পর। কলা বইলা কি সে মানুষ না?

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

কুঁড়ের_বাদশা বলেছেন: আপা,এতোদিন কোথায় ছিলেন?



কবিতা পড়িয়া মুগ্ধ। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

আলপনা তালুকদার বলেছেন: ঘুমাচ্ছিলাম। আপনার দেখাদেখি আমিও কুঁড়ের বাদশাহী!!!!

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

আলপনা তালুকদার বলেছেন: খুশী হলাম। আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতাটি ভাল লেগেছে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০৩

তপোবণ বলেছেন: কবিতা পড়ে কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু উত্তর আপনিই আবার দিয়ে দিয়েছেন মন্তব্যে "আমার কষ্ট শুধু আমি টের পাব। বাইরের কেউ আমার প্রকৃত মানসিক অবস্থা জানবে না। " আমি ভাবছিলাম এতোই কি সহজ উল্লেখিত সবকিছুকে ভুলে বা এড়িয়ে থাকা।

কবিতা ভালো লেগেছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০২

আলপনা তালুকদার বলেছেন: সহজ না। কিন্তু যখন উপায় থাকেনা, তখন মেনে নেওয়াই মঙ্গল। হুমায়ূন আহমেদ যখন গুলতেকিনকে ছাড়লেন, তখন তার কি করার ছিল? ধন্যবাদ।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫

ABDUL ROHID MOLLA বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ এমন একটি কবিতার জন্য।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

আলপনা তালুকদার বলেছেন: খুশী হলাম। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.