নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : গন্তব্য

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭




গন্তব্য

"ভাল থাকবে" - মনকে দিয়েছি সান্ত্বনা।
তারপর কত বিনিদ্র রাত, হাপুস নয়ন
পুড়ে গেছে মনের সবুজ প্রান্তর,
মরে যেতে ইচ্ছে হয়েছে কতবার!

মৃতদেহের সামনে দাঁড়িয়েও যেমন প্রিয়জন ভাবে, ফিরে আসবে
তুমিও এখন আমার কাছে তাই।
মরীচিকা পারেনা ভেজাতে কোন তৃষ্ণার্ত ঠোঁট।
তবু কেন চাতকীর নিষ্ফলা অপেক্ষা?

কাকমুখে শুনেছি, নতুন গন্তব্যে বেশ আছ।
হবে হয়তো
আমিই বুঝি এতকাল মিছেই জেনেছি,
আমরা আমাদের ছিলাম।

যদি কখনও স্মৃতির আয়নায় ভেসে ওঠে সেই চেনা মুখ
বাতাস যুক্তি করে তোমার নাকে ছোঁয়ায় আমার গায়ের গন্ধ,
সন্ধ্যা তারা উদাস চোখে পিছনে ফিরে তাকায়,
সেদিন ফিরে এসো।
সেখানেই আমাকে পাবে একা, অবিচল
যেখানে ফেলে গেছ একদা।

আলপনা তালুকদার
৫ ফেব্রুয়ারী,২০১৮
রাজশাহী।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: প্রথম হলাম।
সুন্দর কবিতা।
অনেকদিন পর ব্লগে আপনার পোষ্ট পেলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জ্বি, ঠিক। ভাল থাকুন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩

কানিজ রিনা বলেছেন: চঞ্চলা সাহসী আলপনার বিরহী কবিতা
আমার দগ্ধ হৃদয় ভয় হচ্ছে।
তোমার হৃদয় ফুলেল সমাহার
ভরে থাক কামনা। সুন্দর কবিতা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপা। ভাল থাকুন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


কষ্ট পেলে লোকজন কবি হয়, নাকি কবি হলে শুধু কষ্ট নিয়ে লিখতে হয়?

কোন বাংগালী কবির জীবনে কি সুদিন আসে না?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

আলপনা তালুকদার বলেছেন: সব অনুভূতি নিয়েই কবিরা কবিতা লেখেন। তবে বিরহের কবিতা, গান, গল্প, উপন্যাস. মনকে বেশী নাড়া দেয়। ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভালো লেগেছে ম্যাডাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ সুজন। ভালো থেক।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: মন কবিতা টার অনেকদিন পর গন্তব্য কবিতা টা পড়লাম।
বরাবরই লেখিকার আবেগ মিশ্রিত লেখা।

কোথায় যেন হারিয়ে যাই,,,,

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

জাহিদ অনিক বলেছেন:

ঠিকই বলেছেন--
লাশের সামনে দাঁড়িয়েও প্রিয়জন ভাবে - সে ফিরে আসবে।
চমৎকার কবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

মিরোরডডল বলেছেন: heart touching!!!!!!!!!!!!!!
very nice

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

আলপনা তালুকদার বলেছেন: Thanks.TC.

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বিরহ কবির কলমকে শক্তি জোগায়,মনকে করে দৃৃঢ়
ভাবনায় যা কাম্য,বাস্তবে তা না হওয়াই ভাল।
ধন্যবাদ,সুস্থ থাকুন।ভাল লিখুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আলপনা তালুকদার বলেছেন: কবিতাটা উৎসর্গ করেছি এক মাকে, যাঁর মেয়ে তাঁকে ছেড়ে চলে গেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.