নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : স্বদেশ

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

তুমি কথা বল
ঘেউ ঘেউ তো কুকুরও করে।
তুমি ন্যায়বিচার কর
জুলুম তো হায়েনাও করে।
তুমি মানবতা বাঁচাও
অমানুষ তো মানচিত্রও ছেঁড়ে।

তুমি লজ্জিত হও
বেহায়া তো ঠকও হয়।
তুমি আলো হও
অন্ধকার তো পরাধীনতাও হয়।
তুমি প্রতিবাদী হও
নীরব তো সুবিধাবাদীও হয়।

তুমি সত্য বল
মিথ্যা তো কপটও বলে।
তুমি নির্ভীক হও
ভীরু তো অপরাধীও হয়।
তুমি বিশ্বস্ত হও
বিশ্বাসঘাতক তো মীরজাফরও হয়।

তুমি নত হও
উদ্ধত তো অকৃতজ্ঞও হয়।
তুমি মিত্র হও
শত্রুতো বিভীষণও হয়।
তুমি মা হও
মাসি তো অনেকেই হয়।

তুমি মশাল হও
আমি অগ্নি স্ফুলিঙ্গ হব।
তুমি জীবন হও
আমি অমর হব।

আলপনা তালুকদার
১৫ই জুলাই,২০১৮
রাজশাহী।




মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২

কাইকর বলেছেন: সুন্দর

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৭

শাহিন বিন রফিক বলেছেন:


ফেবুতে পড়লাম, খুব ভাল হয়েছে আপনার প্রতিবাদী কবিতাটি।
সবাই যদি এভাবে একটু একটু করে আওয়াজ তুলা শুরু করে আমার মনে হয় খুব শ্রীঘ্রই আমরা একটি পজিটিভ জাতি হওয়ার লক্ষ্যে এগিয়ে যাব।

মাঝে মাঝে খুব হতাশায় ভুগি, কিন্তু যখন আপনাদের মত মানুষদের প্রতিবাদ দেখি তখন হতাশা কিছুটা হলেও দূর হয়।

জেলের যাওয়ার ভয় করবেন না। সত্যের সংগ্রামীরা জেলের ভয় করে না। স্যার কে বলবেন- আপনার পাশে দাঁড়ানোর মত লোক এদেশে অনেক আছে।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫২

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:০৯

সুমন তালুকদার বলেছেন:
অনেক সুন্দর কবিতা। আমাদের সংগ্রামী হতে হবে ।
ভাই ফেসবুকে share করলাম

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:৩১

এমজেডএফ বলেছেন: আপনার ব্যতিক্রমধর্মী কবিতাটি সুন্দর হয়েছে। তবে কবিতাটির নাম "স্বদেশ" না হয়ে আরো ভালো ও মানানসই কিছু হতে পারতো।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩

আলপনা তালুকদার বলেছেন: বেশ, আপনি সাজেস্ট করুন।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.