নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ- 100 Days with Mr. Arrogant

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:০৩



২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক কমেডি ঘরনার ছবিটির নাম 100 Days with Mr. Arrogant। সাউথ কোরিয়ার এই ছবিটি পরিচালনা করেছে শিন ডং ইয়োপ। ৯৫ মিনিট ব্যাপ্তি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে সাউথ কোরিয়ার দুই সুপার স্টার কিম জাওন এবং হাজি ওন।

ছবির কাহিনী আবর্তিত হয় কাং (হাজি ওন)-কে ঘিরে, যাকে তার বয়ফ্রেন্ড সম্পর্কের ১০০ দিনের মাথায় ব্রেকআপ করে ছেড়ে যায়। আর ব্রেকআপের পর পরই অদ্ভুত ভাবে পরিচয় হয় হাং-জুনের (কিম জাওন) সাথে। ব্রেকআপের কথা মনে করে রাগের মাথায় রাস্তায় পড়ে থাকা কোল্ড ড্রিংকসের ক্যানে কাং লাথি মারলে তা দুর্ভাগ্যক্রমে গাড়ি চালিয়ে চলতে থাকা হাং-জুনের মাথায় লাগে এবং ভারসাম্য রাখতে না পেরে গাড়ি এক্সিডেন্ট হয়, পরিণামে কিছুটা ক্ষতিগ্রস্থ হয় গাড়ি। পরবর্তীতে হাং-জুন কাং-এর কাছে ক্ষতিপূরণ হিসেবে ৩০০০ ডলার চায় কিন্তু সাধারণ পরিবারের সাধারণ ছাত্রী হিসেবে কাং-এর পক্ষে টাকা পরিশোধ করা সম্ভব হয় না। হাং-জুনও নাছোড়বান্দা। ক্ষতিপূরণ হিসেবে হাং একটি চুক্তিপত্রে সই করিয়ে নেয় কাং-এর কাছ থেকে যেখানে বলা হয় ১০০ দিন হাং-এর বাসায় ঘরের যাবতীয় কাজ করে দিতে হবে, তবেই যথাযথ ক্ষতিপূরণ হবে। চুক্তিপত্র অনুযায়ী কাং প্রতিদিন স্কুলের পর হাং-এর বাসায় কাজ করতে থাকে। কিন্তু একদিন সে কোন ভাবে জেনে যায় যে হাং-এর গাড়িতে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে মাত্র ১০ ডলার লেগেছে। পরবর্তীতে কাং হাং-এর বাসায় কাজ করতে অস্বীকার জানায়। কিন্তু তবুও পিছু ছাড়েনা হাং। কাং-এর নতুন গৃহশিক্ষক হিসেবে আবর্তিত হয় সে। আর এভাবেই এক সময় একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। কিন্তু একদিন চুম্বনরত অবস্থায় ওদের দেখে ফেলে কাং-এর মা। হাং-কে কাং-এর কাছ থেকে সরে যেতে বলে তার মা। কিন্তু হাং যে সত্যি ভালোবেসে ফেলেছে কাং-কে। কাং-এর মা তাই হাং-কে শর্ত জুড়ে দেয়। কি সেই শর্ত? দু’জনের মিল কি ঠিকঠাক ভাবেই হয়? এই সব কিছু জানতে দেখতে হবে 100 Days with Mr. Arrogant ছবিটির শেষ অব্দি।

ছবির প্রতিটি অভিনেতা-অভিনেত্রির অভিনয়ও চোখে পড়ার মত। তবে কেন্দ্রীয় নারী চরিত্র কাং-এর ভূমিকায় অভিনয় করা হাজী ওনের ভেতর কিছু কিছু দৃশ্যে অতি অভিনয় লক্ষ্য করা গেছে। তবে ছবির প্রথম ভাগে চটপটে চরিত্রে থাকার পর হাং-এর কাছ থেকে ছেঁকা খাওয়ার পর পরবর্তীতে কাং-এর শান্ত শিষ্ট চরিত্রটা ভালো লেগেছে। এছাড়াও হাং-এর চরিত্রে অভিনয় করা কিম জাওনও যথেষ্ট ভালো করেছে। ছবির গল্প ও পরিচালনাও বেশ গোছানো মনে হয়েছে।

হাস্য রসাত্মক ছবিটির পুরোটাই মজায় ভরপুর। এতে শিক্ষনীয় কিছু হয়ত নেই তবে ১০০ ভাগ পরিপূর্ণ বিনোদন পাবেন দর্শক।

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৫

বিজন রয় বলেছেন: দারুন।
+++

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০২

আলভী রহমান শোভন বলেছেন: :)

২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

অশ্রুকারিগর বলেছেন: মুভিটা দেখছিলাম। রোমান্টিক বিনোদন হিসেবে ভালোই।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০২

আলভী রহমান শোভন বলেছেন: :)

৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

অশ্রুকারিগর বলেছেন: আমিও কালকে দুইটা কোরিয়ান মুভি নিয়ে লিখেছিলাম, দেখতে পারেন।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

আলভী রহমান শোভন বলেছেন: পড়লাম আপনার রিভিউ। মুভি দুটি দেখা হয়নি এখনও। তবে সময় করে দেখে নিবো। :)

৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১১

আরণ্যক রাখাল বলেছেন: এতে শিক্ষনীয় কিছু হয়ত নেই তবে ১০০ ভাগ পরিপূর্ণ বিনোদন পাবেন দর্শক
এমন মুভিই চাই। শেখার জন্য মুভি দেখি না, একটু বিনোদন পেলেই হবে।
কাটকাট রিভিউ। পেশাদারভাবে রিভিউ লিখলেও আপনি ভালো করবেন ;)

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৩

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা । মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। :)

৫| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:৫২

অতঃপর হৃদয় বলেছেন: ভাল রিভিউ লিখেছেন, মুভি টা মজা লাগছিল খাইতে :p

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। ;)

৬| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর রিভিউ।

বিনোদনের জন্য মুভিটা দেখতে হবে। ইদানিং জীবনটা কেন জানি পানসে লাগে। :P

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

আলভী রহমান শোভন বলেছেন: সময় করে তবে দেখে ফেলুন মুভিটা। :)

৭| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫

তাসজিদ বলেছেন: Any kind of Korean movie, good enough for me.
দেখতে হবে।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

আলভী রহমান শোভন বলেছেন: :)

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

রাজসোহান বলেছেন: বাহ, লিস্টে ২ নাম্বার মুভি এড হলো। আজ দেখবো B-)

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

আলভী রহমান শোভন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.