নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

রেসিপি- গরমে ঘরেই সহজে তৈরি করুন রেস্টুরেন্টের ছয় পানীয়

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১০

১) ব্লু লেগুনঃ



উপকরণ- ওয়াটার সোডা, লেবুর রস, পুদিনা পাতা, বরফ কুঁচি, ব্লু ফুড কালার

প্রণালী- ওয়াটার সোডায়(সেভেন আপ অথবা স্প্রাইটের মত সাদা পানীয়ও নিতে পারেন) পরিমাণ মত লেবুর রস, পুদিনা পাতার রস মিশিয়ে ফুড কালার যুক্ত করে বরফ কুঁচি দিয়ে ইচ্ছা মত সাজিয়ে পরিবেশন করুন।


২) গ্রিন ম্যাঙ্গো মোজিটোঃ




উপকরণ- ওয়াটার সোডা, কাঁচা আম, লেবুর রস, পুদিনা পাতা, বরফ কুঁচি

প্রণালী- কাঁচা আম এবং পুদিনা পাতার আলাদা ভাবে জুস বানিয়ে ছেঁকে নিন। এবার ওয়াটার সোডায় একে একে আম, পুদিনার জুস, লেবুর রস মিশিয়ে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন। স্বাদের ভিন্নতা আনতে পরিমাণ মত লবণ এবং চিনিও মেশাতে পারেন।

৩) মিন্ট-লেমন শেকঃ




উপকরণ- লেবুর রস, পুদিনা পাতা, চিনি, লবণ, পানি, গ্রিন ফুড কালার,বরফ কুঁচি

প্রণালী- পানির সাথে লেবুর রস, পুদিনা পাতা, চিনি, লবণ, ফুড কালার এক সাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

৪) ওয়াটার-মেলন চিলারঃ




উপকরণ- তরমুজ, চিনি, লেবুর রস, পুদিনা পাতা, বরফ কুঁচি

প্রণালী- তরমুজ এবং পুদিনা পাতার জুস পৃথক ভাবে বানিয়ে ছেঁকে নিন। এরপর দুটি জুস একত্রে মিশিয়ে তাতে চিনি এবং লেবুর রস মিশিয়ে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

৫) উড-অ্যাপেল মিল্ক শেকঃ




উপকরণ- বেল, তরল দুধ, গুঁড়ো দুধ, চিনি, বরফ কুঁচি

প্রণালী- বেলের ক্বাথ বের করে ছেঁকে নিন। এবার এতে তরল দুধ, গুঁড়ো দুধ এবং স্বাদ মত চিনি মিশিয়ে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

৬) স্ত্রবেরি শেকঃ




উপকরণ- স্ত্রবেরি, চিনি, লবণ, লেবুর রস, পানি, বরফ কুঁচি

প্রণালী- ব্লেন্ডারে একে একে স্ত্রবেরি এবং পানি দিয়ে ব্লেন্ড করুন। এরপর একে একে স্বাদ মত চিনি, লেবুর রস, লবণ দিয়ে আবার ব্লেন্ড করুন। বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: সুন্দর।
লোভনীয়।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৩১

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ বিজনদা। :)

২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: বাই দ্য ওয়ে বিভিন্ন রঙের ফুড কালার কোথায় কিনতে পাওয়া যায় সহজে?

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: যে কোন সুপার শপেই পাবেন। পাউডার এবং লিকুইড দুই ধরণের পাওয়া যায়। তবে পানীয়তে লিকুইড কালার ইউজ করবেন। :)

৩| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৩৯

বিজন রয় বলেছেন: ও কে।

ধন্যবাদ শোভন।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪১

আলভী রহমান শোভন বলেছেন: :) :) :)

৪| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫

প্রামানিক বলেছেন: গরমে দারুণ রেসিপি। ধন্যবাদ

২৫ শে মে, ২০১৬ রাত ১১:১৪

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই। :)

৫| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:২২

অপ্‌সরা বলেছেন: চোখ জুড়ালো, মন ভরালো!

২৫ শে মে, ২০১৬ রাত ১১:১৩

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপু। :)

৬| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১০

সুমন কর বলেছেন: আহ্ ...

২৫ শে মে, ২০১৬ রাত ১১:১০

আলভী রহমান শোভন বলেছেন: ;)

৭| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রাণ জুড়ানো সব সরবত ।

২৫ শে মে, ২০১৬ রাত ১১:১০

আলভী রহমান শোভন বলেছেন: :)

৮| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর রেসিপির জন্য

২৭ শে মে, ২০১৬ সকাল ১০:৩০

আলভী রহমান শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৯| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৪৩

নাইক্যডিয়া বলেছেন: ভালো লাগা
++++++++++

২৭ শে মে, ২০১৬ সকাল ১০:৩০

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

১০| ২৮ শে মে, ২০১৬ সকাল ১০:১৮

সোহানী বলেছেন: ট্রাই করবো কারন পানীয় রেসিপি আমি প্রায় এক্সপেরিমেন্ট করি....... পোস্ট দিব ভাবছি.........

২৮ শে মে, ২০১৬ রাত ৮:১৯

আলভী রহমান শোভন বলেছেন: অপেক্ষায় রইলাম আপনার পোস্টের। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.