নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

ইফতারে ভিন্ন স্বাদের তিন পানীয়

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

১) মিন্ট চিলার লাচ্ছি



উপকরণ – টক দই ২ কাপ, চিনি ১ টেবিল চামচ, পুদিনা পাতা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা চামচ, লবণ ১ চিমটি, বরফ।

প্রণালি: সকল উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেনড করলেই হয়ে যাবে ভিন্ন স্বাদের মজাদার মিন্ট চিলার লাচ্ছি।

২) ম্যাঙ্গো অ্যান্ড চেরি স্মুদি



উপকরণ – পাকা আম ১টা, চেরি কুঁচি আধা কাপ, দুধ আধা কাপ, দই আধা কাপ, চিনি ১ টেবিল চামচ, বরফ।

প্রণালি: সকল উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেনড করে পরিবেশন করুন ম্যাঙ্গো অ্যান্ড চেরি স্মুদি।

৩) মিল্ক অ্যান্ড নাট জুস



উপকরণ : দুধ ৫০০ গ্রাম, পেস্তা বাদাম কুঁচি, কাজু বাদাম কুঁচি এবং কাঠ বাদাম কুঁচি আধা কাপ করে, চিনি ৪ টেবিল চামচ, জাফরান দানা কয়েকটা, বরফ।

প্রণালী: কাঠ বাদাম ও পেস্তা বাদাম ২ ঘণ্টা সময় ধরে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার বাদাম গুলো পানি থেকে তুলে তিন ধরনের বাদাম কুঁচি করে কাটতে হবে। এবার সকল উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেনড করে নিলেই হয়ে যাবে মিল্ক অ্যান্ড নাট জুস।

আগের রেসিপি পোস্ট -
ইফতারে ভিন্ন স্বাদের নিরীক্ষাধর্মী তিন রেসিপি - ০১
ইফতারে ভিন্ন স্বাদের নিরীক্ষাধর্মী তিন রেসিপি - ০২
ইফতারে ভিন্ন স্বাদের নিরীক্ষাধর্মী তিন রেসিপি - ০৩

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ ! মিন্ট চিলার লাচ্ছির চেহারা দেখেই আমি মুগ্ধ!

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০১

আলভী রহমান শোভন বলেছেন: প্রিয় অঙ্কন শিল্পী অ্যান্ড রন্ধন শিল্পী আপুনি, বাসায় ট্রাই করো তাইলে। :)

২| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৭

ওমেরা বলেছেন: ২ নাম্বার টা গতকাল পান করেছি । ধন্যবাদ ।

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০২

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ! বাকি দুইটাও ট্রাই করেন আপুনি। :)

৩| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: করবোই তো! করে ছবি তুলে দেখাবো! :)

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪

আলভী রহমান শোভন বলেছেন: ওয়াও ! আচ্ছা আচ্ছা। :)

৪| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৫

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: তিন নাম্বারটা আমিও কখনও খাই নাই।

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮

আলভী রহমান শোভন বলেছেন: বাসায় ট্রাই করে দেখুন একদিন তবে। :)

৫| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৫

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হ্যাঁ অব্শ্যই দেখবো।

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

আলভী রহমান শোভন বলেছেন: :)

৬| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
থাক পড়ুম না , ইফতারের পরেই পোষ্ট দিতেন । =p~

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২

আলভী রহমান শোভন বলেছেন: ইফতারের আগে দিলাম যেন আপনারা ইফতারের আগে বানিয়ে ইফতারে খেতে পারেন। ;)

৭| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ভাবিকে এই পোস্ট প্রিন্ট করে দিতাসি! B-)

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৮

আলভী রহমান শোভন বলেছেন: কোন ভাবি? কার ভাবি রে গেমু? ;)

৮| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:১১

গেম চেঞ্জার বলেছেন: :-/ আমার ভাবি! আমার বউ তো এখনো আসেনাই!

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬

আলভী রহমান শোভন বলেছেন: ওহ ! ভালো। তবে জাইনা রাখো, একদিন আমি তোমার বউ রে আমার সব গুলা রেসিপি প্রিন্ট করায় দিমু। প্রমিজ। :)

৯| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৬

গেম চেঞ্জার বলেছেন: কৃতজ্ঞ থাকমু কইয়া দিলাম! :)

ভাবতাসি তোমার বউরে কি উপহার দেওয়া যায়! (বিয়া করলে আরকি)

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩২

আলভী রহমান শোভন বলেছেন: আমার বউ রে কি দিবা সেইটা আমার বিয়ের দাওয়াতপত্র হাতে পাওয়ার পর চিন্তা কইরো। :)

১০| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

ওকে! B-)

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

আলভী রহমান শোভন বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.