নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সত্যি বলছি ! যদি পারতাম !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬


সত্যি বলছি আমার বড় বেশি লোভ হয়
তোমার ওই রূপ লাবন্যময় বাহু আলা দেহের প্রতি,
সত্যি বলছি ! যদি পারতাম !
অনন্তকাল তোমার ওই লোভনীয় রূপকে,
আমার হৃদয়ে বিন্দু বিন্দু করে জমে থাকা
প্রেমের চাদরে ঢেকে রাখতাম।
রঙ বেরঙের প্রেমে তোমার মনের অঙ্গ ভরিয়ে দিতাম,
কনকচাপা ! হাছনা হেণা ! বানিয়ে তোমায় আমার হৃদয়ের ফুল দানিতে তুলে রাখতাম ।
হে প্রিয়তম মন নারী রূপবতী;
তুমি হলে আমার মন ভুলানো গুনবতী।

ছবি গুগল B:-/

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

ধ্রুবক আলো বলেছেন: কিছু বানান ঠিক করে ফেলুন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যে কতা পেরেছি দিয়েছি :) আমি নতুন তাই আমার শুধু বানান ভুল হয় :((

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: কবিতাটির মধ্যে গভীর তাৎপর্য আছে, যা প্রচুর গবেষণার দাবী রাখে। বিশেষ করে,

অনন্তকাল তোমার ওই লোভনিয় রূপকে,
আমার হৃদয়ে বিন্দু বিন্দু করে জমে থাকা
প্রেমের চাদড়ে ঢেকে রাখটাম।


এই লাইনগুলোতে যে দেহতাত্ত্বিক ব্যঞ্জনা আছে তা ঝানু পাঠক ব্যতীত বোধগম্য হওয়া কঠিন। আমি মনে করি কবিতাটি অনার্স লেভেলে পাঠ্য হবার যোগ্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলেন ভায়া আমি এত্ত বড় লেভেলের পাঠ্য যোগ্য কবিতা লেখে ফেলেছি।আপনার মুখে চন্দন ফুটুক #:-S

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি কি শুধু ঠ্যঠামি করেন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

ধ্রুবক আলো বলেছেন: লেখা খুব ভালো হইছে,
আর বানান ভুল হয় সেটা ঠিক হয়ে যাবে, অভিনন্দন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই যেন হয়।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কু গেমু ভাইয়া ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

মামুন ইসলাম বলেছেন: বাহা! মামা দারুন কবিতা !:#P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্য হলাম ভাই ।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

মার্কো পোলো বলেছেন: অনেক ভাল লাগলো। সুন্দর লিখেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুশী হলাম 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.