নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আজকের এই পোস্টটি তাদের নিয়ে যারা সামুর সব বড় মাপের ব্লগার ।
এখানে আজ কথা হবে সেই সব হতভাগ্য ব্লগারদের নিয়ে যাদের পোস্ট সামুর নির্বাচিত
পাতায় যায় না ।তারা খুবই হতভাগ্য দরিদ্র ব্লগার যাদের পোস্ট নির্বাচিত পাতায় যায়না।
দুঃখীত হতভাগ্য দরিদ্র আমি বলি নাই আপনারাই বলেছেন,এবং আপনারাই আপনাদের
নিজেদেরকে হতদরিদ্র হতভাগ্য ব্লগার ভাবছেন ।
আসলে একবারো কি ভেবে দেখেছেন এভাবে নিজেকেই আপনি নিজে ছোট করছেন ।
নিজেকে এভাবে ছোট না করে মনোবল বাড়িয়ে তুলুন নিজের প্রতি আস্থা রাখুন ।আর
নির্বাচিত পাতার কথা মন থেকে মুছে ফেলুন ভাবতে শিখুন বা মনে এটা ভাবুন এখানে
আপনার লেখা সকলে পড়ছে ।
সব সময় একটি বিষয় মনে রাখুন এখানে আপনার চেয়ে আরও অনেক গুনী লেখক আছেন যারা
নিয়মিত প্রতিদিন লেখছেন, কিন্ত তাদের লেখাও নির্বাচিত হয় না তাই বলে কি তারা থেমে আছেন
না, তারা থেমে নেই, বরং তারা আরও অনেক ভালো লেখা দিচ্ছেন ।
একটা কথা মনে রাখবেন আপনার লেখার মান ভালো হলে আপনার লেখা নির্বাচিত পাতায় না গেলেও
আপনি ভালো ব্লগার । আর যদি লেখাই ভালো না হয় তাহলে লেখা নির্বাচিত পাতায়গেলেও কোন লাভ নাই ।
যেমন ধরা যাক আমাদের প্রিয় ছড়াকার প্রামানিক ভাই,উনার লেখা ছড়াগুলো বেশ ভালো লাগে কিন্তু
তার লেখা তেমন একটা নির্বাচিত হয়না তাই বলে কি উনি ভালো লেখক না,এ কথা কেউ বললে আমি মানতে রাজি না।
একটা কথা খেয়াল রাখবেন সামুতে তারাই সব থেকে বেষ্ট এবং ভালো লেখক,যারা ভালো লিখছেন কিন্ত তাদের লেখা নির্বাচিত পাতায় যায় না।কারন সামু তাদের বেশি ভালো বাসে বলেই তাদের লেখাগুলো নির্বাচিত পাতায় নেয় না । আর তাই বলে ওইসব ভালো লেখকেরা কখনই তাদের লেখাকে বিরত রাখেন নাই ।কেননা তারা জানেন তাদের লেখাগুলো ভালো হচ্ছে,এবং নির্বাচত পাতায় তাদের লেখাগুলো স্থান না পেলেও স্থান পেয়েছে কোটি পাঠকের মনে ।এবং তারাই বড় মাপের লেখক ও কলম যোদ্ধা।
এই লেখাটি নির্বাচিত পাতায় না যাওয়া লেখকদের উৎসর্গ করা হলো।
শুভ ব্লগীং
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ ব্লগীং । আমার বাড়িতে স্বাগতম।
২| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৪
হাতুড়ে লেখক বলেছেন: এই লেখাটা নির্বাচিত পাতায় না গিয়ে পারেই না!
ভালোই তো নিজে পোষ্ট করে নির্বাচিত পাতায় একটু একটু পর চেক করেন! আর আমাদের বলেন নির্বাচিত পাতার কথা ভুইলা যাইতে! কেমনে সম্ভব ম্যান?
অনেকেই এই ব্যাপারটাকে স্বাভাবিক নিতে পারে না। ভাল লিখেও যখন নির্বাচিত পাতায় প্রকাশ হয় না তখন স্বভাবতই ওই লেখক নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করেন- আমার লেখাগুলো কি ভাল হচ্ছে না?
আমাদের প্রত্যেককেই এই হীনমন্যতা থেকে বেড়িয়ে আসতে হবে। নিঃসন্দেহে সুন্দর একটি পোষ্ট।
ভাল থাকুন। শুভ কামনা জানবেন।
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ ব্লগীং অভিনন্দন ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০২
মামুন ইসলাম বলেছেন: আচ্ছা ভালো কথা।।
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ ব্লগীং অভিনন্দন ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০
রক্তিম দিগন্ত বলেছেন:
সামুতে নির্বাচিত পাতা আছে?/
আমি তো এই পাতার খোঁজও রাখি না।
যাদের পোস্ট ভাল হয় না, কপি পেস্ট করে, নিজের ধারণার প্রকাশ করতে পারে - তারাই নির্বাচিত পাতা নিয় অতিরিক্ত ভাবনায় থাকে। ভাল লিখলে লেখার ভাবনাটাই থাকতো শুধু।
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ ব্লগীং অভিনন্দন ।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন: পড়তে, মন্তব্য করতে এবং লিখতে থাকুন।
ভালো লেখার পাঠক অবশ্যই আছে।
০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অবশ্যয় আমার সহমত।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬
ধ্রুবক আলো বলেছেন: শুভ ব্লগিং, খুব সুন্দর কথা লেখছেন, লেখাটাই হলো আসল নির্বাচিত হোক আর না হোক!! তবে সবারই উচিত ভালো লেখার চেষ্টা করা এবং ভালো লেখাগুলোকে প্রাধান্য দেয়া।
অভিনন্দন.,,,,