নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলপ্রপাত হল একটি নির্দিষ্ট উচ্চতা থেকে প্রাকৃতিক ভাবে বহমান জলের প্রবল বেগে পতন। জলপ্রপাত সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত হয়।
এঞ্জেল জলপ্রপাত
ভেনেজুয়েলায় অবস্থিত এই এঞ্জেল জলপ্রপাত ।আর এই এঞ্জেল জলপ্রপাত হল বিশ্বের সবথেকে উচ্চতম জলপ্রপাত এবং এর উচ্চতা প্রায় ৯৭৯ মি বা ৩২১২ ফুট
নাফা-খুম
এটা নাফা-খুম ঝর্ণার পানি পড়ার দৃশ্য । এটি আমাদের বাংলাদেশের বান্দরবানে অবস্থিত।
ইগুয়াসু জলপ্রপাত
ইগুয়াসু জলপ্রপাত এটি আর্জেন্টিনা (80%) এবং ব্রাজিলের (20%) সীমান্তে অবস্থিত একটি জলপ্রপাত। এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাকৃতিক বিস্ময়। ইগুয়াসু নদী যেখানে পারানা নদীর সাথে মিলিত হয়েছে তার ২৪ কিমি পূর্বে ইগুয়াসু জলপ্রপাত অবস্থিত। পারানা মালভূমির ঢাল বেয়ে পাহাড়ি ঝর্ণাধারা নেমে এসে প্রায় ৭৩ মিটার নিচে পতিত হয়। ইগুয়াসু জলপ্রপাত আকারে নায়াগ্রা জলপ্রপাতের চেয়ে বড়। বর্ষাকালে এটির প্রশস্ততা প্রায় ৪ কিমি-এ গিয়ে দাঁড়ায়, তবে শুষ্ক মৌসুমে এটি প্রায় ৭৩০ মি প্রস্থের দুইটি আলাদা জলপ্রপাত হিসেবে পতিত হয়।
ছবি,তথ্যসূত্র ইন্টারনেট থেকে নেয়া।
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নেটে স্প্রীট কম তাই দিতে পারলাম না।
২| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লেগেছে।
একটা গান অাছে এমন পাহাড়ের কান্নাকে ঝর্ণা বলো, মুখ ফুটে বলতে পারেনা তাই সঠিকটা মনে হচ্ছেনা।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় ইগুয়াসু জলপ্রপাতটা নায়াগ্রার চেয়েও বেশী সুন্দর
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২
রাকু হাসান বলেছেন:
মামা অপরাধী হয়ে গেলে । উপরের মন্তব্য দেখোনি । আামি কাল্পনিক ভ্রমণ করে ফেললাম বিনামূল্যে ।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে।হ্যা নতুন আরেকটা সাইট খুলেছি।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৫
হাকিম৩ বলেছেন: আরো দুই একটি ছবি দিতে পারতেন ।