নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

এটা কেমন বিজয় দিবস পালন ?

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

এটা কেমন বিজয় দিবস পালন?
বা্লাদেশের বিজয় দিবসে দেশে হিন্দি ইংলিশ দিয়ে বিজয় দিবস
পালন বেশ ভালো লাগছে ।
মনে হচ্ছে দেশের মানুষের বেশ উন্নয়ন হয়েছে ।
না হলে বিজয় মাসে বিজয় দিবসটি হিন্দি ইংলিশ মিউজিকের তালে তালে
নগ্ন নাচের ঝড় তোলে ।
অথচ উচিত যারা দেশ স্বাধীন করলো যুদ্ধ করে তাদের জন্য আমাদের
গানের উৎসব পালন না করে দোয়া মাফিল সব থেকে বেশি গুরুত্ব এবং উচিৎ ।
মনে হচ্ছে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা করছি না বরং তাদের অপমানই করছি ।
আমরা চাইলে বিজয়দিবসের এই দিনটিকে দোয়া ও মিলাত মাহফিলের মাধ্যমে
উদজাপন করতে পারি ।
এবং আমাদের উচিত মিউজিক নয় শহীদদের জন্য
দোয়া করা যাতে মহান আল্লাহ তাদেরকে বা তাদের
উপর শান্তি বসত করে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

ধ্রুবক আলো বলেছেন: ভাইরে যখন এইসব আবালিয় কর্মকান্ড দেখি খুব কষ্ট লাগে!
আপনি কথা টা খুব সুন্দর বলছেন,
এবং আমাদের উচিত মিউজিক নয় শহীদদের জন্য
দোয়া করা যাতে মহান আল্লাহ তাদেরকে বা তাদের
উপর শান্তি বর্ষন করে.।
শুভ কামনা

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৫

কলাবাগান১ বলেছেন: আসল কথায় আসেন বলেন যে সমস্ত গান বাজনা বন্ধ করে দেওয়া উচিত কেন হুদা হুদা স্বাধীনতার/বিজয় দিবসের ছুতা খুজেন?? আমি তো সব বাংলা চ্যানেল গুলি দেখলাম সবাই তো বিজয়ের বাংলা গান ই প্রচার করছে/গাইছে... সব অনুস্ঠানেই বাংলা গান ই তো গাওয়া হচ্ছে............

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই আফনাগো মতোই দুই ছারজনগো
নিয়া বিশাল অংকের সমস্যায় আছি ।
আফনেরা কলারে ভাবেন তাল ;
আর যখন তখন পড়নের কাপড় ধইরা দেন ফাল ।
আমি কি আমার পোস্টের কোথাও বলেছি যে
টিভি বা রেডিও তে নাচা নাচি হয় ।
মহল্লায় বা এলাকার বিজয় বরণগুলো দেখুন ।:) ;)

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

আহা রুবন বলেছেন: কাউকে তো জোর করা হচ্ছে না যে অমন করে বিজয় উৎসব করো। আপনার ইচ্ছে মত নিশ্চয়ই দোয়া, মাহফিল করতে পারেন। যার যেমন রুচি। আপনি কোথায় কোথায় হিন্দি গান বাজিয়ে নাচনাচি দেখলেন জানি না। দশটা পর্যন্ত বাইরেই ছিলাম। অনুষ্ঠান দেখলাম, মুক্তুযুদ্ধের গান, কবিতা আবৃত্তি, সর্ট ফিল্ম দেখানো হল, ছোট্ট এক শহরে।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ হয়ত তাহলে আমি ভুল দেখেছি ।:)

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৯

অরুনি মায়া অনু বলেছেন: ঠিক তাই, সহমত পোষণ করছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.