নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগল চুরির অভিযোগে দুই স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন করেছেন ইউনিয়ন পরিষদের ''ইউপি; এক সদস্য এবং তার সহযোগীরা। বুধবার ০৮ই মার্চ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জার্জিস হোসেন ১৬ এবং পলাশবাড়ী গ্রামের সেকু আলীর ছেলে রতন আলী ১৫ মঙ্গলবার দিবাগত রাতে আন্দুয়া গ্রামের রেজাউল করিম নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি ছাগল চুরি করে নিয়ে যায়। ভোরে হরিয়ান বাজার দিয়ে যাওয়ার সময় নৈশপ্রহরীরা ছাগলসহ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে আন্দুয়া গ্রামে খবর দিলে সকালে ইউপি সদস্য আব্দুল মোতালেব তাদের নিজ জিম্মায় ছাড়িয়ে নিয়ে যান।এরপর দুপুরে ছাগলের মালিক রেজাউলের বাড়ির পাশে সালিশ বসানো হয়। সালিশে তাদেরকে গাছে বেঁধে বেধড়ক পেটানো হয়। পরে তাদের পরিবারের লোকজনকে ডেকে পাঠানো হয়। এরপর তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার এ টাকার মধ্যে আড়াই হাজার টাকা ছাগল মালিককে দেয়া হয়। বাকি টাকা নিজের কাছেই রেখে দেন ইউপি সদস্য আব্দুল মোতালেব। তারপর ওই দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।নির্যাতনের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল মোতালেব বলেন ছাগল চুরির কথা প্রথমে তারা স্বীকার না করায় তাদের গাছে বেঁধে রাখা হয়। তবে তাদের নির্যাতন করা হয়নি।
জরিমানার ১৬ হাজার টাকা কার কাছে আছে জানতে চাইলে তিনি বলেন, আড়াই হাজার টাকা ছাগল মালিককে দেয়া হয়েছে। যারা ওই দুই কিশোরকে ধরতে সহযোগিতা করেছেন তাদের কিছু টাকা দেওয়া হয়েছে। কিছু টাকা গ্রামের মসজিদেও দান করা হয়েছে। সালিশে উপস্থিত ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডলের সঙ্গে পরামর্শ করেই এসব করা হয়েছে।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আলম জানান কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যসূূত্র ইন্টারনেট নিউজ ।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর মার খাক বা নির্যাতিত হোক নিরহ শিশুরা ।
২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
রাজশাহী ও আশে পাশের এলাকার মানুষরা ভালো নন; এসব এলাকায় সন্ত্রাসী, জংগী ও নির্দয় মানুষ বেশী।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো মন্দ সব দেশেই আছে ভাই।
৩| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০
বিজন রয় বলেছেন: দেখলাম পেপারে।
দুঃখজনক।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় কষ্টকর ।
৪| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
নীলপরি বলেছেন: ইশ ! মর্মান্তিক বাস্তব ।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ।
৫| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ছেলে দুইটারে দেখতেই তো মনে হয় দৈনিক এদের শ'খানেক টাকার সিগারেট গাজায় হয় না !
আপনিও তাদের ছাত্র হিসেবে আখ্যায়িত করে ছাত্রদের অপমান করলেন ??
ছাগল চোর ! অর্থাৎ চোর !
ছেলে দুইটা যে এরআগেও যে কোনো চুরি করে নাই এবং ভবিষ্যতে যে করবে না এই গ্যারান্টি কি ওই সংবাদকর্মী দিয়েছে না কি দিতে পারবে ??
হিসাবে তো এদের হাত-পা গুঁড়া কইরা দেওয়া উচিত ছিল !
আর সংবাদকর্মী নিঃশ্চিত এখান থেকে কোনো ধান্দা করতে পারে নাই বিধায় সংবাদটি মূলত ইউপি চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধেই লিখেছে !
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনেরে কি বলবো ।
৬| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: অার কত!!!
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানি না ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫
ওমেরা বলেছেন: ভাল তো !! আরো বেশি বেশী ছাগল চুরি হোক ইউপি সদস্যদের পকেট ভারী হোক ।