নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

এই যে শুনছেন সাধারণ মানুষের মতামত নেয়ার মত একটু সময় কি আপনাদের আছে ?

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৩


একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যাদের ইমেজ ড্যামেজ হয়ে গেছে এবং ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে জনগণের কাছে যাদের কোন গ্রহণযোগ্যতা নেই তারা কোন মনোনয়ন পাবেন না। যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন তাদের সম্পর্কে গোপনীয় তথ্য নেত্রীর কাছে যাবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী করা হবে। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেছেন খালেদা জিয়ার সংবর্ধনায় যতো মানুষ হয়েছিল শেখ হাসিনা দেশে ফেরার সময় তার চেয়ে বেশি মহিলা হয়েছিল। খালেদা জিয়া তিন মাস পর দেশে ফিরে রাজপথ দখল করে যানজট সৃষ্টি করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছেন।
পয়েন্ট বাংলাদেশে যে দলই হোক সে আওয়ামীলিগ হোক সে বিএনপি যে নেতা নেত্রী রাস্তা দিয়ে যায় তারাই রাস্তা কয়েক ঘন্টর
জন্য ব্লক করে ফেলে তো শুধু খালেদা জিয়াকে একা দায়ি করার কোন মানে নেই । নিজেদের দোষ আমরা বাঙালি জাতি কখনই ধরতে
চাই না এটা আমাদের বড় মাপের একটা গুণ বলা চলে ।
যাদের ইমেজ ড্যামেজ হয়ে গেছে এবং ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে জনগণের কাছে যাদের কোন গ্রহণযোগ্যতা নেই তারা কোন মনোনয়ন পাবেন না। এই যে শুনছেন সাধারণ মানুষের মতামত নেয়ার মত একটু সময় কি আপনাদের আছে ? যদি থাকে তাহলে সবার আগে
রাজপথে হানাহানি মারামারি আর ধরপাকড়াও না করে আগে জমগণের মতামত নিন জনগণের মন বুঝুন তাদের কথা শুনুন তাহলেই বুঝতে
পারবেন বা আপনাদের বুঝতে সুবিদা হবে আসলে জনগণ চায় কি ? জনগণের রাজনৈতিক প্রেক্ষাপট কি ? জনগণ এবার কোন দলকে ক্ষমতায় দেখতে চায় ? এখন পাঠক আমার লেখা পছন্দ করে না অথচ আমি যদি বলে বেরাই পাঠক আমার লেখার পাগল তারা আমার
লেখা ছাড়া কিছু বুঝে না তাহলে কি হবে কখনই হবে না । আগে আমাকে পাঠকের মন বুঝতে হবে যে তারা কি ধরনের লেখা পছন্দ করে,
তাহলেই আমি পাঠক ধরতে পারবো তা না হলে আমার লেখা পাঠকতো দুরের কথা কোন গরু ছাগলেও পড়বে না ।
তাই বলছি আপনেরাও জনগণের মতামত নিয়া দেখেন জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুক ?

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৬

মলাসইলমুইনা বলেছেন: সাত মন তেলও পুড়বে না, রাধাও নাঁচবে না আর আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের কখনো সাধারণ মানুষের মতামত নেয়ার মত একটু সময়ও হবে না I

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা সেটা খারাপ বলেন নাই।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯

ভাললাগে না বলেছেন: যত দোষ নন্দ ঘোষ

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সে আর বলতে হয়।

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৭

নতুন বিচারক বলেছেন: খুব সুন্দর বক্তব্য।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নতুন বিচারক ভাই সাহেব।

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২

আবু তালেব শেখ বলেছেন: জনগনের দোহাই দেয় কোন মুখে?
যাদের কিনা ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই এ দেশের রিতিনীতি হয়ে দাঁড়িয়েছে।

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: এক ফকির একদিন ১০ টাকার লটারি কিনল। কিছুদিন পর তা থেকে ৫০ লাখ টাকা জিতল।
এক মাস পর ঐ ফকিরটি এবার একটি সোনার থালা নিয়ে ভিক্ষায় বের হল।
এই গল্পের শিক্ষানীয় দিকটি কি?

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনিও ভালো থাকুন নিরন্তর ।ভেবে কোন কিনারা করতে পারছেন।

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: রাজনীতি সম্পর্কে বুঝি কম।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশি বুঝতে চাইলে সমস্যা তবে বুঝা প্রয়োজন নিজের স্বার্থে না হলেও দেশের স্বার্থে।

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

বিলিয়ার রহমান বলেছেন: লালকে লালকে যখন লালই বলি
নীলকে যখন নীল
সাদা চোখে সবই সমান
তখন কিসে গরমিল।

লাল, নীল, সবুজ ,হলুদ
সবই যখন কালো
মন্দ দুষ্ট লোভী পুষ্ট
সবই তখন ভালো।

গলা বাজিতে গলা মিলিয়ে
বৈধ যখন অবৈধতা
পেশির জোরে ছোড়ার ভয়ে
উচ্চকন্ঠে আসে মৌনতা।

তখন উর্দি কুর্তি হয়ে
নিজের যশকে বাড়ায়
স্পর্ধার ঐ উর্ধাকাশে চড়ে
রাজাকে ভিখারী করায়।

এই ভুলেরই ভুল সংশোধনী
কখনো কি কাজে আসে
ভুলের শিক্ষায় উদাসীনতায়
ভুলই তখন হাসে।

এই কবিতাটি আমার কমেন্ট। যা বোঝার বুঝে নেন! বুঝতে না পারলেও সমস্যা নাই!:)

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুইঝা নিতে কষ্ট হল :) তবে বুঝগায়া ।

৯| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জনগনের ভোটাধিকার হরন করে জনমতের কথা বলা একটা উচ্চশ্রেনির জোক!!!

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এরা জোক করে আমাদের নিরব দর্শক বানিয়ে রাখছে ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিচ্ছু বলার নেই।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই দেখছি ভাই।

১১| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫

শামচুল হক বলেছেন: সাব্বাস ফাটাকেষ্ট।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ শামচুল হক ভাই।

১২| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

আখেনাটেন বলেছেন: আরো কত কি দেখতে হবে এদেশে!!!!!!!

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন আপু বা ভাই।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এনারা মৃত্যুর শেষ নিঃশ্বাস নেয়ার আগেও বলবে, দেশের সব ক্ষতির জন্য দায়ী খালেদা জিয়া...

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব দোষ নন্দ ঘোষ এই হল বাংলার অবস্থা।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

কানিজ রিনা বলেছেন: ঘু খায় সব মাছে,ঘাওরা মাছের দোশ হয়
বেশ লিখেছেন ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী আপু ঐতিহাসিক এই সংলাপ আমাদের দেশের রাজনীতির সাথে পুরাই মিল খুজে পাচ্ছি । আপনাকে দেখে ভালো লাগল আপু।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

প্রবাসী দেশী বলেছেন:

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

লেখা পাগলা বলেছেন: দারুন লিখেছেন। =p~

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৩

ব্লগ মাস্টার বলেছেন: উচিত কথা লিখছেন ভাই :P :P

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে ঠিক ।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের মৃত্য, বিএনপির জন্ম, বিএনপি-জামাত মিলে মিনিস্ট্র গঠনের সময় মানুষের মতামত যে ভুমিকা পালন করেছে, এইগুলো ঐতিহাসিকভাবে কিছু সমস্যার সৃস্টি করেছে; বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতা হারালে জনমতের কথা বলে, জনগণ তাদের মতামতের অধিকারের জন্য কখনো সংগ্রাম করেনি; ফলে, একটা কমপ্লেক্স রাজনৈতিক সমস্যার সৃস্টি হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাঁদগাজী ভাই আমি বড়দের মুখে শুনেছিলাম আপনার বিয়াইসাবও নাকি ৭১ সাল যুদ্ধের বছরকার সময় রাজাকার ছিল ।
হেই শালা বিয়াই সাহেবে কি বিচার করবেন চাঁদগাজী ভাই ?
আন প্রসঙগ পতি উত্তর । :)
বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতা হারালে জনমতের কথা বলে, জনগণ তাদের মতামতের অধিকারের জন্য কখনো সংগ্রাম করেনি; ফলে, একটা কমপ্লেক্স রাজনৈতিক সমস্যার সৃস্টি হয়েছে।
ঠিক বলেছেন ।
ও ভালো একটা কথা ব্লগার মোহেবুল্লাহ অয়ন ভাই ব্লগে পোস্টের মাধ্যমে আপনার একটা ইন্টার্ভিউ নিতে চায় । আপনি কি বলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.