নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরে কিছু বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের মানুষ মনে করেনা :| X(( :(

০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৫


আজ কাল ঢাকা শহরে যে অবস্থা চলছে তাতে মনে হয় ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা কুকুরই আছেন
যারা নাকি প্রকতি পক্ষে তাদের বাড়ির ভাড়াটিয়াকে মানুষ বলে গণ্যই করেন না।
হ্যা যেটা না বললেই হয় না সেটা হল কিছু কিছু ক্ষেত্র বিশেষ কিছু বাড়িওয়ালা কিছু বাড়াটিয়াদের
মূল্যয়ান করেন, অবশ্য সে বিশেষ ক্ষেত্র সে বাড়িওয়ালার যদি সে ভাড়াটিয়ার কাছ থেকে কোন সার্থ
উদ্ধার হয় তবে না হলে নয় ।আচ্ছা বাংলাদেশে কি ভাড়াটিয়াদের পক্ষে কোন আইন নাই ?
নাকি পুরো ঢাকা শহরটি কিছু বাড়িওয়ালাদের বাপদাদার কেনা জমিদারি । যে কারনে কিছু শালার
বেজন্মা বাড়িওয়ালা এবং তাদের ইয়াবাখোর ছেলে মেয়েরা ভদ্র পরিবারের ভাড়াটিয়াদের মানুষই
মনে করে না । অথচ একবারও ওই সকল শালারা মনে করে না যদি ঢাকা শহর বাংলাদেশের
রাজধানী না হয়ে অন্য কোন শহর বা জেলা যদি বাংলাদেশের রাজধানী হত তাহলে হাল চাষ করেও
ওদের মুখে ভাত উঠত না ।আমি অতন্ত দুঃখীত ওই শালাদের শালা বলছি বলে
যারা ঢাকা শহরের ভদ্র বাড়িওয়ালা এইখানে ব্লগীং করছেন তারা আমায় ক্ষমা করবেন । :(

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খারাপ বাড়িওয়ালার সংখ্যা ভালো বাড়িওয়ালার চেয়ে বেশী না। বেশী হলে এতদিনে আমরা রাস্তা, ঘাট অবরোধ করতাম। আফটার অল আমরা সব কিছুতে আন্দোলন মুখী। আমিও একজন ভাড়াটিয়া। তবে আল্লাহ চাইলে বাড়িওয়ালাও হয়ে যেতে পারি। আপনিও হতে পারেন। তাই ধৈর্য্য ধরুন। আলো আসবেই...

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে আল্লাহ চাইলে বাড়িওয়ালাও হয়ে যেতে পারি। আপনিও হতে পারেন। তাই ধৈর্য্য ধরুন। আলো আসবেই...
হুম সেটাই যেন সবার জন্য আল্লাহু করেন ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৫

ডঃ এম এ আলী বলেছেন: কামনা করি সকলেই বাড়ীওয়ালা হয়ে যাক ।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম সেটাই যেন সবার জন্য আল্লাহু করেন ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭

তার ছিড়া আমি বলেছেন: ঢাকা শহরে খারাপ বাড়ীওয়ালার সংখ্যাই বেশি। তারা নিজেদেরকে নব্য জমিদার কিংবা রাজা মনে করে। তবে যারা ঢাকা শহরের
আশে পাশে নতুন করে বাড়ির মালিক হচ্ছেন, তাদের মধ্যে ভাল মনমানসিকতা লক্ষন করা যাচ্ছে, কেননা তারাও এক সময় ভাড়াটিয়া ছিলেন।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫২

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: ছাঁদে উঠতে দেয় না ভাই, কয় ওনার যুবতী মাইয়া ছাঁদে যায়।
আগে কোনো ভাড়াটিয়া মনে হয় ফ্রি ছাদ ব্যবহার করেছেন, তাই এখন ভাড়াটিয়া হিসেবে আমাকে অত্যাচার সহ্য করতে হচ্ছে ।

সবাই হাত তোলেন, আল্লাহ যেন সকল ভাড়াটিয়াদের বাড়ীওয়ালা বানাইয়া দেয়।
আমীন।।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাই হাত তোলেন, আল্লাহ যেন সকল ভাড়াটিয়াদের বাড়ীওয়ালা বানাইয়া দেয়।
আমীন।।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:


মানুষের আয়ের সাথে তাল মিলিয়ে, বাসার ভাড়ার পরিমাণ সরকারকে নির্ধারণ করতে হবে।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উপযুক্ত মন্তব্য।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০০

দূর আকাশের নীল তারা বলেছেন: যা বলেছেন, তা আংশিক সত্যি এবং এটা মুদ্রার এক পিঠ। মুদ্রার অন্য পিঠ হচ্ছে যে, কিছু কিছু ভাড়াটিয়া বাসার ক্ষতি সাধন করে, ভাড়া নেয়া বাসাকে সরকারী সম্পত্তি মনে করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা। এধরনের ভাড়াটিয়াদের কারণে অন্যান্য ভাড়াটিয়ারাও বাড়িওয়ালার কড়া কথা শোনে।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এ ব্যপারে সরকারের একটি নীতিমালা থাকা খুবই প্রয়োজন। আর বাড়ীওয়ালাদের রিসিটের মাধ্যমে ভাড়া প্রদানে ব্যবস্থা করা উচিৎ যাতে সরকার ঠিকমত রাজস্ব পায়। আমার আগের বাড়ীওয়ালা আমার এডভান্সের টাকা পুরাই মেরে দিলো যদিও আমি লিখিত কাগজ খানা হাজির করেছিলাম তারপরেও ব্যাটা বলে ওটা ভুল করে লেখা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

নতুন বিচারক বলেছেন: লেখক আপনি খারাপ কিছু বলেননি ভাই । ঢাকার বাড়িওআলারা নিজেদের অনেক কিছু ভাবেন।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা শহরে আমার কোন বাড়ি নাই

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নেই হতে কতদিন ? :)

১০| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

নিজাম বলেছেন: কিছু শব্দগত ক্রুটি থাকা সত্ত্বেও আপনার কথা ঠিক।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কথা তুলে ধরেছেন।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: সব নয়, তবে অধিকাংশই খারাপ.............কোন না কোন ভাবেই, কষ্ট দেবার চেষ্টা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.