নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বিএনপিকে একটা সমাবেশের অনুমতি দেয়া প্রয়োজন

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮


সরকার গণতন্ত্রের স্বার্থে আগামী ১২ নভেম্বর বিএনপির সমাবেশের অনুমতি দেবে বলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে বুধবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন
বিএনপির সমাবেশের অনুমতির সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই ।বিএনপিকে আগে সমাবেশের অনুমতি দেন দেহি বাপু তার পর দেখা যাবে তাদের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক আছে কি নেই ।আগে অনুমতি দিয়ে তাদেরকে সমাবেশ করতে দিন ।যদি জনগণ তাদের পক্ষে থাকে তাহলে জনগণ তাদের সমাবেশে যাবে আর যদি জনগণ তাদের না চায় তাহলে কেউ তাদের সমাবেশে যাবে না ।সুতারং বিএনপির সমাবেশের অনুমতির সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বা বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়া আর আওয়ামীলিগ নেতাকর্মীদের কাপুরুষের পরিচয় দেয়া এক কথা।সব থেকে বড় কথা এসব সমাবেশ আর মিছিল মিটিং থেকেও সরকার আগাম অনেক কিছু যেমন জনগণ কি সরকারের সাথে সাথে আছে নাকি জনগণ সরকারের বিপক্ষে আছে এরকম অনেক কিছু আইডিয়াও করা যাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: আমিও চাই- বিএনপিকে একটা সমাবেশের অনুমতি দেয়া হোক।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ছিল জেনারেল জিয়ার পার্টি, একজনের একক পার্টি; বাকীরা ছিল উনার তল্পিবাহক; জেনারেল নেই, বিএনপি থাকার দরকার কি?

আওয়ামী লীগ এখন বিএনপি অভাব পুরণ করেছে পুরোপুরিভাবে, একই রকম ২টি পার্টির দরকার কেন? যে পারে সে অন্যটাকে গিলে ফেলুক।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুই বুড়িকেই অবসর দেয়া উঁচিত।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচারের কন্ঠস্বর!!! এমনই ভয়ংকর!!!
মিথ্যাচার আর প্রহসন তাদের অহংকার!
ভুলে যায় পতনে আপনজনও সে নাম
স্মরনে নিতে চায়না আর!!!!!!!!!

আসম রব নিজেদের গায়ে লাগায় আজ সত্য বলতে বাধ্য হয়েছে!

আ.লীগের অভ্যন্তরীণ কারণেই বঙ্গবন্ধু খুন হয়েছেন: রব

অথচ ৩০ বছর অনর্গল মিথ্যাচার আর দোষারুপের রাজনীতিই করে আসছৈ তারা! শেইম!
তারা বরাবরই প্রশাসনিক পরিচালনায় ব্যার্থ! সেই ৭২-৭৫ এ যেমন আজো ৭-১৭তেও তেমনি!!!!!!!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চরম সত্য বলেছেন :P

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

উচ্ছল বলেছেন: গনতন্ত্রের ধ্বজাধারী

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কথা।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি-জামাত আন্দোলনের নামে যেভাবে পিপড়ার মত মানুষ পুড়িয়ে মেরেছে, অন্য কোন দেশ হলে এরা আর জীবনেও
এদের রাজনীতি করার অধিকার থাকতো না।
এসব কারনে হরতালের মত মারাত্মক অস্ত্র ভোতা হয়ে গেছে। বিম্পি আর।২-৩ বছরে একবারও হরতালমুখো হয় নি।
ছাগুরা অবস্য তাদের বাবাদের ফাঁসিতে না পারতে একটা হরতাল দিছিল। বিম্পিও দায়সারা একটা সমর্থন দিয়েছিল,
তখন বিকেল হরতাল প্রায় শেষের দিকে।
সাংবাদিকরা গুহামানব রিজভিকে বিলম্বের কারন জিজ্ঞেস করলে জানা যায় " ম্যাডাম ঘুমথেকে উঠে ২টার পর", .. তারপর প্রেসনোট পাঠানো হয়।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব একটা সময় প্রমানিত হবে কে কতটুকো অপরাধী।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: এ দেশে আর গনতন্ত্র প্রয়োজন নেই।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন কথা।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

আল ইফরান বলেছেন: জনগন যে সাথে নেই সেইটা সরকার খুব ভালো করেই বুঝতে পেরেছে।
তারা অযথা সেইটার প্রতিফলন মাঠ পর্যায়ে দেখিয়ে নিজেদের গ্রহনযোগ্যতা তলানী থেকে মাটির নীচে নিয়ে যেতে চায় না।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.