নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ইয়াবা বিক্রেতাদের বিক্রি এবং সেবকদের সেবনের লাইসেন্স দেয়া প্রয়োজন

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪


কথায় আছে না কুত্তার লেঙ্গুর বারো বছর চুঙ্গায় ডুকিয়ে রাখলেও তা সোজা হবে না।
তেমনি মনে হয় যে একবার ইয়াবা সেবন ধরেছে যতই চেষ্টা করুক তাকে মনে হয়না
কেউ ইয়াবা থেকে দূরে রাখতে পেরেছে ।
একজন ইয়াবা সেবক প্রথম প্রথম দিনে একটি দুটি পরে এর পরিমান যেয়ে দাঁড়ায় দিনে চার পাঁচটি
থেকে শুরু করে আট থেকে দশটি পযন্ত সেবন ।
আর তখন সেই সেবন কারীও এর খরচ সংগ্রহের জন্য হয়ে যান একজন ইয়াবা খুচরা পাইকারী ব্যবসাহী বা ডিলার।
আর প্রশাসনও কিছু অসাধু লোক আছেন যারা মোটা অংকের সপ্তাহ বা মাসওহারা খেয়ে ওই সকল ব্যবসাহীদের সেলদার
দিচ্ছেন।
তাই মনে হয় বাংলাদেশে ইয়াবা খোর ও ইয়াবা বিক্রেতাদের বিক্রি এবং সেবকদের সেবনের
লাইসেন্স দেয়া প্রয়োজন।
তাতে অন্তত প্রশাসনের অসাধু লোকদের পকেটে যে টাকাটা যায় সে টাকাটা সরকারী খ্যাতে বা সরকারী কোশা
ঘরে জমা হবে আর সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন কাজে ব্যয় করা যাবে ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


জাতিকে আগাছা কিংবা লতাপাতায় পরিণত করছে সরকারের প্রশাসন; রাজনীতিবিদরা এর জন্য ক্ষতিপুরণ দিবে একদিন; হাজার হাজার লোকের বিচার হবে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত আর সেই দিনটির অপেক্ষায়ই আছি ভাই।

২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: মদের লাইসেন্স দিলে, ইয়াবার লাইসেন্সও দিতে হবে?

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত লাইসেন্স দিতে হবে না হয় ভালো কোন পদক্ষেপ নিতে হবে ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

লেখা পাগলা বলেছেন: যুক্তিমূলক কথা বলেছেন লিখকের সাথে সহমত।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

হাতকাটা হাকিমুল বলেছেন: তাইলে এর মানে কি দাঁড়াইল ? লেখক নিজেও আসক্ত ;)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থোড়া থোড়া হায় =p~

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: মনের দুঃখে কথা বললে কেবল দুঃখই বাড়বে মেয়াবাই!!:)


১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইয়াছে ব্রাদার । :)

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

কালীদাস বলেছেন: এটা শুধু ইয়াবা না, যেকোন এডিকশনের জন্যই; সেটা সিগারেট হোক আর হার্ড ড্রিন্ক হোক। এক শলা/পেগে শুরু,... কফিনে শেষ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এক শলা / পেগে শুরু......... শেষ কফিনে ঠিক বলেছেন বড় ভাই।

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

আমার আব্বা বলেছেন: ইয়াবা বিক্রেতাদের আমার দেখা আছে এদের গরম সিদ্ধ ডিম পিছনে দেওয়ার পরেও বিক্রি বন্ধ করেনা । পোষ্ট ভাল হয়েছে

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

আল ইফরান বলেছেন: আপনাকে মাল সাহেবের স্পেশাল এডভাইজার হিসেবে অনিতিবিলম্বে নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হোক। :P
অথবা এনবিআর এর চেয়ারম্যান ন্যুনতম B-))

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

আমার আব্বা বলেছেন: আপনি কি আপনার মন্তব্য বুঝে মন্তব্য করলেন, আমি আপনার সাথে সহমতে ছিলাম, কিন্তু আপনি রসিকতা না করে তিরষ্কার করলেন ।

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

আমার আব্বা বলেছেন: দুক্ষিত অন্য মন্তব্য হয়েগেছে

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

নতুন বিচারক বলেছেন: এগুলো প্রশাসন চোখে দেখে না ।

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক সময় আমি ভাবতাম, রেলের টিকেট যেহেতু, বেশীর ভাগ ব্ল্যাকে কিনছে, তাহলে ব্ল্যাকিদের জন্যও একটা কাউন্টার থাকা দরকার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.